◎ Geography MCQ Type Question and Answer in Bengali Set
More Geography Question Pages [2]
Q1. মহীভাবক আলােড়ন কাজ করে?
(a) উল্লম্বভাবে
(b) অনুভূমিকভাবে
(c) দুটােই ঠিক
(d) কোনোটিই নয়
Ans. (a) উল্লম্বভাবে
Q2. নীচের কোনটি ধীর আলােড়নের অন্তর্ভুক্ত নয়?
(a) ইউস্ট্যাটিক সঞ্চালন
(a) ইউস্ট্যাটিক সঞ্চালন
(b) সমস্থিতির আলােড়ন
(c) অগ্ন্যুৎপাত
(d) মহীভাবক আলোড়ন
Ans. (c) অগ্ন্যুৎপাত
Q3. নীচের কোনটি ভঙ্গিল পর্বত সৃষ্টির জন্য দায়ী?
(a) গিরিজনি আলােড়ন
(b) মহীভাবক জালা
(c) ভূমিকম্প
(d) অগ্ন্যুৎপাত
Ans. (a) গিরিজনি আলােড়ন
Q4. পর্যায়ন শক্তি হিসেবে পরিচিত নীচের কোনটি?
(a) অতজাত শক্তি
(b) বহির্জাত শক্তি
(c) অপার্থিব শক্তি
(d) উপরের সবগুলি
Ans. (b) বহির্জাত শক্তি
Q5. গিরিজনি আলােড়ন কাজ করে?
(a) অনুভূমিকভাবে
(b) উল্লম্বভাবে
(c) দুটােই ঠিক
(d) উপরের সবগুলি
Ans. (a) অনুভূমিকভাবে
Q6. মহীভাবক আলােড়নে অন্তর্জাত বল কাজ করে পৃথিবীর?
(a) ব্যাসার্ধ বরাবর (b) স্পর্শক বরাবর
(c) কেন্দ্র বরাবর
(d) পরিধি বরাবর
Ans. (a) ব্যাসার্ধ বরাবর
Q7. নীচের কোনটি আকস্মিক আলােড়নের উদাহরণ?
(a) মহীভাবক আলােড়ন
(a) মহীভাবক আলােড়ন
(b) গিরিজনি আলােড়ন
(c) বহির্জাত প্রক্রিয়া
(d) ভূমিকম্প
Ans. (d) ভূমিকম্প
Q8. নীচের কোন আলােড়ন সমুদ্রপৃষ্ঠের উথান পত্রন কে নির্দেশ করে?
(a) ইউস্ট্যাটিক সঞ্চালন
(b) সমস্থিতিক আলােড়ন
(c) মহীভাবক আলােড়ন
(d) বহির্জাত প্রক্রিয়া
Ans. (a) ইউস্ট্যাটিক সঞ্চালন
Q9. মহাদেশ ও মহাসাগরের উৎপত্তির পিছনে কে দায়ী?
(a) মহীভাবক আলােড়ন দায়ী
(a) মহীভাবক আলােড়ন দায়ী
(b) ইউস্ট্যাটিকসত্মলন
(c) সমস্থিতির ভরসাম্য
(d) অগ্ন্যুৎপাত দায়ী
Ans. (a) মহীভাবক আলােড়ন দায়ী
Q10. গ্রীক শব্দ ‘Epeiros' কথার অর্থ?
(a) মহাদেশ
(a) মহাদেশ
(b) পর্বত
(c) মালভূমি
(d) সমভূমি
Ans. (a) মহাদেশ
Q11. নীচের কোনটি অন্তর্জাত শক্তি নয়?
(a) ম্যাগমার চলন
(a) ম্যাগমার চলন
(b) নদীর কাজ
(c) পরিচলন স্রোত
(d) অগ্ন্যুৎপাত
Ans. (b) নদীর কাজ
Q12. গিরিজনি আলােড়নে অন্তর্জাত বল কাজ করে পৃথিবীর?
(a) কেন্দ্র বরাবর
(b) স্পর্শক বরাবর
(c) ব্যাসার্ধ বরাবর
(d) পরিধি বরাবর
Ans. (b) স্পর্শক বরাবর
Q13. গ্রীক শব্দ ‘Oros' কথার অর্থ?
(b) সমভূমি
(c) মালভূমি
(d) পর্বত
Ans. (d) পর্বত
Q14. নীচের কোন্ মণ্ডলটি ভূমিকম্পের উৎস অঞ্চল হিসেবে চিহ্নিত?
(a) শিলামন্ডল
(a) শিলামন্ডল
(b) গুরু মন্ডল
(c) কেন্দ্রমন্ডল
(d) ক্ষুব্ধমত্তল
Ans. (a) কনরাড বিযুক্তি
Q15. সিয়াল ও সিমার সংযােগস্থলকে বলা হয়?
(a) কনরাড বিযুক্তি
(a) কনরাড বিযুক্তি
(b) মােহাে বিযুক্তি
(c) গুটেনবার্গ বিযুক্তি
(d) মার্কেলি বিযুক্তি
Ans. (b) মােহাে বিযুক্তি
Q16. শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সংযােগস্থলকে বলা হয়?
(a) কনরাড বিযুক্তি
(b) মােহাে বিযুক্তি
(c) গুটেনবার্গ বিযুক্তি
(d) মার্কেলি বিযুক্তি
Ans. (b) মােহাে বিযুক্তি
Q17. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সংযােগস্থলকে বলা হয়?
(a) কনরাড বিযুক্তি
(a) কনরাড বিযুক্তি
(b) গুটেনবার্গ বিযুক্তি
(c) মােহাে বিযুক্তি
(d) মার্কেলি বিযুক্তি
Ans. (b) গুটেনবার্গ বিযুক্তি
Q18. স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা সৃষ্টির জন্য প্রয়োজন?
(a) মহীভাবক আলােড়ন
(a) মহীভাবক আলােড়ন
(b) গিরিজনি আলােড়ন
(c) ইউস্ট্যাটিক সঞ্চলন
(d) সমস্থিতিকলন সঞ্চলন
Ans. (a) মহীভাবক আলােড়ন
Q19. ভূ-গাঠনিক শক্তি 'Tectonic Force' হিসাবে পরিচিত?
(a) নদীর কাজ
(a) নদীর কাজ
(b) ভূমিকম্পের কাজ
(c) বায়ুপ্রবাহের কাজ
(d) সমুদ্রতরঙ্গের কাজ
Ans. (b) ভূমিকম্পের কাজ
Q20. কোনটি আঞ্চলিক আলােড়ন ?
(a) মহীভাবক আলােড়ন
(a) মহীভাবক আলােড়ন
(b) গিরিজনি আলােড়ন
(c) সমস্থিতিকসঞ্চালন
(d) ইউস্ট্যাটিক অলােড়ন
Ans. (b) গিরিজনি আলােড়ন
Q21. অভিসারী পাত সঞ্চালনে কি হবে?
(a) সমুদ্রবক্ষ সংকুচিত হয়
(a) সমুদ্রবক্ষ সংকুচিত হয়
(b) অগ্ন্যুৎপাত
(c) দুটোই ঠিক
(d) কোনটিই নয়
Ans. (a) সমুদ্রবক্ষ সংকুচিত হয়
Q22. চুনাপাথর গঠিত অঞ্চলের লাল কর্দমাক্ত মৃত্তিকাকে কী বলে?
(a) ল্যাটেরাইট
(b) টেরারােসা
(c) চারনােজেম
(d) পড়ল
Ans. (b) টেরারােসা
Q23. ওল্ডফেথফুল হল একটি ?
(a) খনিজ প্রস্রবন
(b) আর্তেজীয় কূপ
(c) গিজার
(d) জলপ্রপাত
Ans. (c) গিজার
Q24. চুনাপাথরের গুহায় চুনাপাথরের মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে বলে?
(a) স্ট্যালগটাইট
(b) স্ট্যালাগমাইট
(c) হেলিকটাইট
(d) ড্রিপস্টোন বলে
Ans. (b) স্ট্যালাগমাইট
Q25. চুনাপাথরের গুহায় চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত ভূমিরূপকে কী বলে?
(a) স্ট্যালগটাইট
(b) স্ট্যালগমাইট
(c) হেলিকটাইট
(d) ড্রিপস্টোন
Ans. (a) স্ট্যালগটাইট
Q26. চুনাপাথরের ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট গর্তের মতাে ভূমিরূপকে ডেভিস নামকরণ করেন?
(a) ড্রিপস্টোন
(b) হেলিকটাইট
(c) কেভ
(d) পােলজি
Ans. (a) ড্রিপস্টোন
Q27. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত জলকে কী বলে?
(a) সহজাত জল
(b) কৈশিক জল
(c) উৎসন্দ জল
(d) জলাকর্ষী জল
Ans. (c) উৎসন্দ জল
Q28. গিজার হল এক ধরনের?
(a) উষ্ণ প্রস্রবন
(b) শীতল প্রস্রবন
(c) A ও B দুটোই ঠিক
(d) ও B দুটোই ভুল
Ans. (a) উষ্ণ প্রস্রবন
Q29. পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরে জমা হয় তাকে বলে?
(a) সহজাত জল
(b) উৎস্যন্দ জল
(c) আবহিক জল
(d) কৈশিক জল বলে
Ans. (a) সহজাত জল
Q30. ভূ অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে?
(a) প্রবেশ্য শিলাস্তর
(b) অপ্রবেশ্য শিলাস্তর
(c) A ও B দুটোই ঠিক
(d) A ও B দুটোই ভুল
Ans. (a) প্রবেশ্য শিলাস্তর
Q31. হেলিকটাইটগুলি চুনাপাথরের গুহার ছাদ থেকে কী হয়?
(a) উলম্বভাবে
(b) অনুভূমিকভাবে
(c) সমান্তরালভাবে
(d) তির্যকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়
Ans. (d) তির্যকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়
Q32. জলস্তরের উপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্যে কোন্ জল প্রবাহিত হয়?
(a) ম্যাগমাটিক জল
(b) ভাদোস জল
(c) সহজাত জল
(d) কৈশিক জল
Ans. (b) ভাদোস জল
Q33. কাস্ট ভূমিরূপ’ গঠনের জন্য দায়ী শিলাটি হল?
(a) চুনাপাথর
(b) বেলেপাথর
(c) কাদাপাথর
(d) মার্বেল
Ans.(a) চুনাপাথর
Q34. গিজার কথার অর্থ হল?
(a) আগুন
(b) শৈল
(c) পাথর
(d) গর্জন
Ans. (d) গর্জন
Q35. চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট ঢিবিগুলিকে কী বলে?
(a) হামস
(b) ইনসেলবার্জ
(c) উভালা
(d) কারেন
Ans. (a) হামস
Q36. ভৌম জলের পরিমান বৃদ্ধির কারণ?
(a) অধিক ভূমির ঢাল
(b) নিরেট শিলার উপস্থিতি
(c) শিলার অধিক প্রবেশ্যতা
(d) অধিক বাঙ্গীন
Ans. (c) শিলার অধিক প্রবেশ্যতা
Q37. নীচের কোন্ শিলায় সর্বনিম্ন ভৌম জলস্তর গড়ে ওঠে?
(a) কাদাপাথর
(b) চুনাপাথর
(c) বেলেপাথর
(d) ডলােমাইট
Ans. (a) কাদাপাথর
Q38. নীচের কোন্ নিয়ন্ত্রক মাটিতে জলের অনুস্রাবন বেশি ঘটায়?
(a) ভূমিঢাল
(b) উদ্ভিদ আচ্ছাদন
(c) বাষ্পীভবন
(d) বাষ্পমােচন
Ans. (b) উদ্ভিদ আচ্ছাদন
Q39. বৃষ্টির জল, তুষারপাত ও বরফপাতের জল ভৌম জলস্তর গঠন করলে তাকে বলে?
(a) সহজাত
(b) উৎস্যল
(c) আবহিক
(d) কৈশিক জল বলে
Ans. (c) আবহিক
Q40. আর্তেজীয় কূপের জল পাওয়ার সম্ভাবনা থাকে যে ধরনের অ্যাকুইফার থেকে তা হল?
(a) মুক্ত অ্যাকুইফার
(b) আবদ্ধ অ্যাকুইফার
(c) স্থানীয় অ্যাকুইফার
(d) অ্যাকুইকুড
Ans. (b) আবদ্ধ অ্যাকুইফার
Q40. দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে প্রবেশ্য স্তর থাকলে কোন্ প্রকার অ্যাকুইফার সৃষ্টি হতে পারে?
(a) অ্যাকুইফিউজ
(b) পার্চড অ্যাকুইফার
(c) আবদ্ধ অ্যাকুইফার
(d) মুক্ত অ্যাকুইফার
Ans. (c) আবদ্ধ অ্যাকুইফার
Q41. মুক্ত জলবাহী স্তরের মাঝে অবস্থিত গৌণ জলবাহীস্তরটি কী নামে পরিচিত?
(a) অ্যাকুইটার্ড
(b) অ্যাকুইফিউজ
(c) অ্যাকুইড
(d) পার্চড অ্যাকুইফার
Ans. (d) পার্চড অ্যাকুইফার
Q42. চামচের মতাে স্থানীয় বা পার্চড অ্যাকুইফারের অবস্থান কোথায় হয় ?
(a) মুক্ত জলবাহীস্তরের মধ্যে
(b) আবদ্ধ জলবাহীস্তরের মধ্যে
(c) অ্যাকুইকুডের মধ্যে
(d) অ্যাকুইফিউজের মধ্যে
Ans. (a) মুক্ত জলবাহীস্তরের মধ্যে
Q43. অপ্রবেশ্য শিলাস্তরে জলবাহী স্তর গঠিত হতে না পারলে তাকে কী বলা হয়?
(a) অ্যাকুইড
(b) অ্যাকুইটার্ড
(c) অ্যাকুইফিউজ
(d) অ্যাকুইফার
Ans. (a) অ্যাকুইফিউজ
Q44. নদীখাত সংলগ্ন অঞ্চলে ভৌমজল পৃষ্ঠের অবস্থান ভূপ্রকৃতির সঙ্গে কীরূপ হয়?
(a) উত্তল
(b) অবতল
(c) সমান্তরাল
(d) অনুভূমিক
Ans. (b) অবতল
Q45. উচ্চভূমি অঞ্চলে ভৌম জলের অবস্থান ভূ পৃষ্ঠের সঙ্গে কীরূপ হয় ?
(a) উত্তল
(b) অবতল
(c) সমান্তরাল
(d) অনুভূমিক
Ans. (a) উত্তল
Q46. যে জলবাহী স্তর থেকে সারাবছর জল পাওয়া যায় তাকে বলে?
(a) ভাদোস স্তর
(b) কৈশিক স্তর
(c) মাটি-জল-স্তর
(d) স্থায়ী সম্পৃক্ত স্তর
Ans. (d) স্থায়ী সম্পৃক্ত স্তর
Q47. ভৌম জল তলের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে বলা হয়?
(a) অস্থায়ী সম্পৃক্ত স্তর
(b) স্থায়ী সম্পৃক্ত স্তর
(c) ভাদোস স্তর
(d) মাটি-জলস্তর
Ans. (a) অস্থায়ী সম্পৃক্ত স্তর
Q48. ভাদোস স্তরের উপরের অংশটি হলো?
(a) মৃত্তিকা জলস্তর
(b) কৈশিক জলস্তর
(c) মধ্যবর্তী কৈশিকস্তর
(d) মাটি-বায়ুস্তরন
Ans.(a) মৃত্তিকা জলস্তর
Q49. অ্যাকুইফারের যে অংশটি পৃষ্ঠটানের প্রভাবে সিক্ত হয় তাকে বলা হয়?
(a) মাটি-জলস্তর
(b) কৈশিক স্তর
(c) মাটি-বায়ু স্তর
(d) সম্পৃক্ত স্তর
Ans. (b) কৈশিক স্তর
Q50. ভৌম জলের পূরণ সবচেয়ে বেশি হয়?
(a) গ্রীষ্ম ঋতুতে
(b) শীত ঋতুতে
(c) বর্ষা ঋতুতে
(d) বসন্ত ঋতুতে
Ans. (c) বর্ষা ঋতুতে
Q51. ভৌম জলের অভাব সবচেয়ে বেশি হয় কোন ঋতুতে?
(a) গ্রীষ্ম ঋতুতে
(b) শীত ঋতুতে
(c) বর্ষা ঋতুতে
(d) বসন্ত ঋতুতে
Ans. (a) গ্রীষ্ম ঋতুতে
Q52. ভৌম জল চলাচলের প্রধান নিয়ন্ত্রক হল?
(a) জলপৃষ্ঠের ঢাল
(b) শিলার প্রবেশ্যতা
(c) অনুস্রাবণ
(d) পৃষ্ঠ প্রবাহ
Ans. (a) জলপৃষ্ঠের ঢাল
Q53. ভৌমজলের ক্ষরণ কীসের মাধ্যমে ঘটে ?
(a) উদক পরিবাহিতা
(b) উক অবক্ৰম
(c) শিলাস্তরের অসঙ্গতি
(d) অনুস্রবণ ও প্রস্রবণ
Ans. (d) অনুস্রাবণ ও প্রস্রবণ
Q54. স্থায়ী সম্পৃক্ত স্তরের ভৌমজল তল দ্বারা উৎপন্ন প্রস্রবনটি হল?
(a) অভিকর্ষজ প্রস্রবণ
(b) অবিরাম প্রস্রবণ
(c) সবিরাম প্রস্রবণ
(d) উষ্ণ প্রস্রবণ
Ans. (b) অবিরাম প্রস্রবণ
Q55. নীচের কোন্ ধারণা সবিরাম প্রস্রবণের ক্ষেত্রে ঠিক নয়?
(a) জল নির্গমণ পথ সাময়িক সম্পৃক্ত স্তরের সাথে যুক্ত
(b) শুষ্ক ঋতুতে জলের নির্গমন ঘটে
(c) বর্ষার সময়ে জলপীঠ উপরে উঠে আসে
(d) ঋতু পর্যায়ের সাথে জলের নির্গমন জড়িত
Ans. (b) শুষ্ক ঋতুতে জলের নির্গমন ঘটে
Q56. মুসৌরির কেম্পটি জলপ্রপাত যে প্রস্রবণের উদাহরণ তা হল?
(a) চ্যুতি প্রস্রবণ
(b) বিদার প্রস্রবণ
(c) সংযােগ প্রস্রবণ
(d) দ্রবণ প্রস্রবণ
Ans. (d) দ্রবণ প্রস্রবণ
Q57. নীচের কোন প্রস্রবণটি অভিকর্ষজ টানের বিপরীত জল নির্গমন করে?
(a) আর্তেজীয় প্রস্রবণ
(b) ডাইক প্রস্রবণ
(c) দ্রবণ প্রস্রবণ
(d) বিদার প্রস্রবণ
Ans. (a) আর্তেজীয় প্রস্রবণ
Q58. নীচের কোটি বিসদৃশ ?
(a) সহস্রধারা
(b) কেম্পটি
(c) মণিকরণ
(d) ওল্ড থেফুল
Ans. (d) ওল্ড থেফুল
Q59. জলচাপ তলের সঙ্গে সম্পর্ক আছে এরূপ প্রস্রবণ হল ?
(a) আগ্নেয় প্রস্রবণ
(b) গিজার
(c) আর্তেজীয় প্রস্রবণ
(d) ভ্যকুসীয়ান প্রস্রবণ
Ans. (c) আর্তেজীয় প্রস্রবণ
Q60. ভূমিরূপগত সাদৃশ্যহীন জোড়াটি চিহ্নিত করাে?
(a) সিঙ্কহােল ডােলাইন
(b) গ্রাইক-বােগাজ
(c) উভালা-পােলজে
(d) স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট
Ans. (d) স্ট্যালাকটাইট-স্ট্যালাগমাইট
Q61. স্ট্যালাকটাইট ও স্ট্যালামাইট যুক্ত হয়ে সৃষ্টি হয়?
(a) স্তম্ভ
(b) হামস
(c) পােলজি
(d) হেলিকটাইট
Ans. (a) স্তম্ভ
Q62. কাষ্ট অঞ্চলে ফাদল আকৃতি বিশিষ্ট অবণত ভূ-ভাগকে বলা হয়?
(a) সিঙ্ক হােল
(b) সােয়ালােহােল
(c) দ্রবণ পাইপ
(d) পােনর
Ans. (a) সিঙ্ক হােল
Q63. অন্ধ উপত্যকার একটি বৈশিষ্ট্য হল ?
(a) এটি উর্ধ্ব নদী উপত্যকা নির্দেশ করেও সারা বছর জল থাকে
(b) এটি নিম্ন নদী উপত্যকা নির্দেশ করেও সারাবছর জল থাকে
(c) বর্ষাকাল ছাড়া এই উপত্যকায় সারাবছর শুষ্ক থাকে
(d) চুনাপাথরের সুড়ঙ্গে প্রবেশ করায় উপত্যকা ভূ-পৃষ্ঠে দেখা যায়না
Ans. (a) এটি উর্ধ্ব নদী উপত্যকা নির্দেশ করেও সারা বছর জল থাকে
Q64. তটভূমির উপরে ছােটো ছােটো নুড়ি, বালি অবক্ষেপণে কী সৃষ্টি হয়?
(a) স্ট্যাক
(b) সৈকতভূমি
(c) টম্বােলাে
(d) ফিয়র্ড
Ans. (b) সৈকতভূমি
Q65. নীচের কোনটি সমুদ্রতরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ?
(a) সৈকতভূমি
(b) পুরােদেশীয় বাঁধ
(c) ব্লোহেল
(d) প্রবাল প্রাচীর
Ans. (c) ব্লোহােল
Q65. সামুদ্রিক অবক্ষেপণে নীচের কোনটি সৃষ্টি হয়?
(a) ভৃগু
(b) স্পিট
(c) স্ট্যাক
(d) জিও
Ans. (b) স্পিট
Q66. চিল্কাহ্রদ সৃষ্টির পিছনে দায়ী একটি বৃহদায়তন?
(a) স্পিট
(b) টম্বােলাে
(c) পুরােদেশীয় বাঁধ
(d) প্রবাল প্রাচীর
Ans. (c) পুরােদেশীয় বাঁধ
Q67. কর্ণাটক ও কেরল কোন্ উপকূলের উদাহরণ?
(a) উথিত
(b) নিমজ্জিত
(c) রিয়া
(d) যৌগিক
Ans. (d) যৌগিক
Q68. সৈকতভূমির উপর সৃষ্ট আঁকাবাঁকা শৈলশিরার মতাে ভূমিরূপ কী নামে পরিচিত?
(a) সামুদ্রিক বাঁধ
(b) পুরােদেশীয় বাঁধ
(c) সৈকত শিরা
(d) বালিয়াড়ী
Ans. (c) সৈকত শিরা
Q69. যুগােশ্লাভিয়ার পূর্ব উপকূলটি হল?
(a) রিয়া উপকূল
(b) ফিয়র্ড উপকূল
(c) ডালমেশিয়ান উপকূল
(d) নিমজ্জিত উপকূল
Ans. (c) ডালমেশিয়ান উপকূল
Q70. প্রবাল কোন ধরণের জলে জন্মায়?
(a) পলিময়
(b) স্বচ্ছ
(c) শীতল
(d) খরজল
Ans. (b) স্বচ্ছ
(a) রিয়া উপকুল
(b) ফিয়র্ড উপকুল
(c) ডালমেশিয়ান উপকুল
(d) টম্বােলাে সৃষ্টি হয়
Ans. (b) ফিয়র্ড উপকুল
Q72. ইউরােপের নরওয়ে ও সুইডেনের উপকূল হল?
(a) রিয়া উপকূল
(b) ডালমেশিয়ান উপকুল
(c) উথিত উপকূল
(d) ফিয়াের্ড উপকুল
Ans. (d) ফিরােয়ার্ড উপকূল
Q73. বিনাশকারী তরঙ্গে সােয়াশ অপেক্ষা ব্যাকওয়াশের শক্তি শক্তির পরিমান হলো?
(a) সমান
(b) কম
(c) মাঝারী
(d) অধিক
Ans. (d) অধিক
Q74. সামুদ্রিক অবক্ষেপণের ফলে একটি দ্বীপ ও সেই দ্বীপের নিকটবর্তী মূল ভূ-খণ্ড যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তাকে বলে?
(a) স্পিট
(b) টম্বােলাে
(c) সামুদ্রিক খিলান
(d) লুপ বার
Ans. (b) টম্বােলাে
Q75. উপসাগরের সম্মুখভাগে স্পিট বেড়ে গিয়ে যে বাঁধ গঠিত হয় তাকে কী বলে?
(a) লুপ বার
(b) টম্বােলাে
(c) বে বার
(d) কাম্পেট স্পিট
Ans. (c) বে বার
Q76. সমুদ্র জলরাশির উলম্ব সঞ্চালনকে কী বলে?
(a) সমুদ্রতরঙ্গ
(b) সমুদ্রস্রোত
(c) জলপ্রবাহ
(d) ফেচ
Ans. (a) সমুদ্রতরঙ্গ
Q77. নীচের কোনটি পূর্ব উপকূলের বিখ্যাত উপহ্রদ?
(a) ডাল
(b) উলার
(c) সম্বর
(d) চিল্কা
Ans. (d) চিল্কা
Q78. নদী উপত্যকা জলমগ্ন হয়ে কোন্ উপকূল সৃষ্টি করে?
(a) উথিত
(b) ডালমেশিয়ান
(c) ফিয়াের্ড
(d) রিয়া
Ans. (d) রিয়া
Q79. একটি বাঁধ কোন্ একটি দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করলে তাকে কী বলে?
(a) টম্বােলাে
(b) বে বার
(c) লুপবার
(d) স্ট্যাক
Ans. (a) টম্বােলাে
Q80. কেরল উপকূলে পুরােদেশীয় বাঁধের পিছনে বহু সংখ্যায় কী দেখা যায়?
(a) প্রবাল প্রাচীর
(b) ডােবা
(c) কয়াল
(d) পুরােদেশীয় বাধ
Ans. (c) কয়াল
(a) অবঘর্ষ
(b) ঘর্ষন
(c) প্রবণ
(d) ক্ল্যাপােটিস
Ans. (a) অবঘর্ষ
Q82. গভীর উপকূলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে যে তরঙ্গ ওঠা নামা করে তাকে বলে?
(a) সােয়াশ
Ans. (d) ক্ল্যাপােটিস
Q83. তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে কী বলে?
(a) স্ট্যাক
Q84. সমুদ্রভৃগু পিছু হটতে থাকলে সম্মুখ অংশে কী গঠিত হয়?
(a) স্ট্যাক
Q85. তরঙ্গকর্তিত মঞ্চের মসৃণতা লাভের জন্য কোন প্রক্রিয়া দায়ী?
(a) অবঘর্ষ
Ans. (a) অবঘর্ষ
Q86. উপকূল থেকে বিচ্ছিন্ন এবং সাধারণ জলতলের ওপরে স্তম্ভরূপে দন্ডায়মান ভূমিরূপটি হলাে?
(a) স্বাভাবিক খিলান
Q87. অগ্রভূমির ক্ষয়ের ফলে ক্রমান্বয়ে সৃষ্ট সামুদ্রিক ভূমিরূপগুলি সাজালে যা হয়?
(a) গুহা, খিলান, স্ট্যাক, স্ট্যাম্প
Ans. (a) গুহা, খিলান, স্ট্যাক, স্ট্যাম্প
Q88. একাধিক ব্লোহােলের সংযুক্তিকরণের ফলে সৃষ্ট দীর্ঘ ও সংকীর্ণ খাড়িকে বলে?
(a) সমুদ্র গুহা
Ans. (c) জিও
Q89. তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে সশব্দে জল ও বাতাসের নির্গমন ঘটে সেই গুহামুখকে বলে?
(a) জিও
Q90. নীচের কোন্ সামুদ্রিক ভূমিরূপের গঠনের সাথে ম্পিট জড়িত নয়?
(a) কাস্পেট পুরােভূমি
Q91. প্রবাল প্রাচীর সৃষ্টির জন্য জলে গড় লবণতা হওয়া দরকার?
(a) 10% -20%
Q92. প্রবাল প্রাচীর সৃষ্টি হয়?
(a) মহীসােপান অংশে
Q93. পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম হল?
(a) অ্যাটল
Q94. যে উপকূলের উত্থান বা নিমজ্জন ঘটেনি তাকে বলে?
Ans. (d) নিরপেক্ষ উপকুল বলে
Q95. য়ুগােশ্লোভিয়ার আড্রিয়াটিক সাগরের উপকূল হলো?
Ans. (d) ডালমেশিয়ান উপকুলের উদাহরণ
Q96. ফিয়াের্ড উপকূলের আকৃতি অনেকটা ইংরেজী কার মতো দেখতে?
(a) I
Q97. পৃথিবীর দীর্ঘতম ফিয়াের্ড উপকূল অবস্থিত?
(a) নরওয়েতে
Q99. উপকূল প্রান্তে ঝটিকা তরঙ্গের ক্ষয়ে সৃষ্ট খাড়াতলকে বলে?
(a) সমুদ্র খিলান
Q100. কে স্বাভাবিক ক্ষয়চক্র ধারণাটি দেন?
Q101. কবে ডেভিস তার স্বাভাবিক ক্ষয়চক্রের প্রস্তাব দেন?
Q102. স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কোন্ ক্ষয়চক্রকে বােঝানাে হয়?
(a) নদী ক্ষয়চক্র
Q103. নদীর পর্যায়িত ঢাল কোন্ অবস্থায় দেখা যায়?
(a) যৌবন
Q104. ‘ভৃগুতটের পশ্চাদপসরণ’ ধারণাটি কে দেন?
(a) W.M. ডেভিস
Q105. মন্তব্য-টি কার "Landscape is the function of structure, Process and Stage”.
(a) W.M. Davis
Q106. নদী ক্ষয়চক্রের শেষ পর্যায়ের পেনিপ্লেন বা সমপ্ৰায়ভূমির’ ধারণাটি কে দেন?
(a) ডেভিস
Q107. নদী ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট ‘Panplain' ভূমিরূপের ধারণা দেন?
(a) হ্যাক
Ans. (c) ক্রিমে
Q108. গতিশীল ভারম্য (Dharmic Equilibrium) মতবাদটির জনক হলেন?
(a) সি আরউইন
Ans. (c) J.T. Hack
Q109. মরু অঞ্চলের ছোট ছোট লবণাক্ত হ্রদকে বলে?
(a) প্লায়া
Q110. শুষ্ক চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপকে ‘প্যানফ্যান’ নামে কোন বিজ্ঞনী অভিহিত করেন?
(a) ডেভিস
Q82. গভীর উপকূলে একই জায়গায় দাঁড়িয়ে থেকে যে তরঙ্গ ওঠা নামা করে তাকে বলে?
(a) সােয়াশ
(b) ব্যাকওয়াশ
(c) উর্মিভঙ্গ
(d) ক্ল্যাপােটিস
Ans. (d) ক্ল্যাপােটিস
Q83. তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে কী বলে?
(a) স্ট্যাক
(b) স্ট্যাম্প
(c) সমুদ্রভৃগু
(d) তরঙ্গ-কর্তিত মঞ্চ
Ans. (c) সমুদ্রভৃগু
Q84. সমুদ্রভৃগু পিছু হটতে থাকলে সম্মুখ অংশে কী গঠিত হয়?
(a) স্ট্যাক
(b) স্ট্যাম্প
(c) ব্লো হােল
(d) তরঙ্গকর্তিত মঞ্চ
Ans. (d) তরঙ্গকর্তিত মঞ্চ
Q85. তরঙ্গকর্তিত মঞ্চের মসৃণতা লাভের জন্য কোন প্রক্রিয়া দায়ী?
(a) অবঘর্ষ
(b) ঘর্ষণ
(c) জলপ্রবাহ ক্ষয়
(d) দ্রবণ
Ans. (a) অবঘর্ষ
Q86. উপকূল থেকে বিচ্ছিন্ন এবং সাধারণ জলতলের ওপরে স্তম্ভরূপে দন্ডায়মান ভূমিরূপটি হলাে?
(a) স্বাভাবিক খিলান
(b) স্ট্যাক
(c) স্ট্যাম্প
(d) জিও
Ans. (b) স্ট্যাক
Q87. অগ্রভূমির ক্ষয়ের ফলে ক্রমান্বয়ে সৃষ্ট সামুদ্রিক ভূমিরূপগুলি সাজালে যা হয়?
(a) গুহা, খিলান, স্ট্যাক, স্ট্যাম্প
(b) স্ট্যাক, স্ট্যাম্প, গুহা, খিলান
(c) স্ট্যাক, স্ট্যাম্প, খিলান,গুহা
(d) খিলান, গুহা, স্ট্যাম্প, স্ট্যাক
Ans. (a) গুহা, খিলান, স্ট্যাক, স্ট্যাম্প
Q88. একাধিক ব্লোহােলের সংযুক্তিকরণের ফলে সৃষ্ট দীর্ঘ ও সংকীর্ণ খাড়িকে বলে?
(a) সমুদ্র গুহা
(b) খিলান
(c) জিও
(d) কোভ
Ans. (c) জিও
Q89. তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে সশব্দে জল ও বাতাসের নির্গমন ঘটে সেই গুহামুখকে বলে?
(a) জিও
(b) ব্লোহেল
(c) সমুদ্রগুহা
(d) বাইট
Ans. (b) ব্লোহােল
Q90. নীচের কোন্ সামুদ্রিক ভূমিরূপের গঠনের সাথে ম্পিট জড়িত নয়?
(a) কাস্পেট পুরােভূমি
(b) টম্বােলাে
(c) প্রতিবন্ধক সৈকত
(d) লুপ বার
Ans. (d) লুপ বার
Q91. প্রবাল প্রাচীর সৃষ্টির জন্য জলে গড় লবণতা হওয়া দরকার?
(a) 10% -20%
(b) 27% - 40%
(c) 5% 10%
(d) 15% --20%
Ans. (b) 27% – 40%
Q92. প্রবাল প্রাচীর সৃষ্টি হয়?
(a) মহীসােপান অংশে
(b) মহীঢাল অংশে
(c) গভীর সমুদ্রের সমভূমি অংশে
(d) সমুত্রখাতে
Ans. (a) মহীসােপান অংশে
Q93. পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম হল?
(a) অ্যাটল
(b) গ্রেট বেরিয়ার রীফ
(c) দক্ষিণ ফ্লোরিডা প্রাচীর
(d) সাকাউদ্বীপ প্রান্তদেশীয় প্রাচীর
Ans. (b) গ্রেট বেরিয়ার রীফ
Q94. যে উপকূলের উত্থান বা নিমজ্জন ঘটেনি তাকে বলে?
(a) উখিত
(b) নিমজ্জিত
(c) যৌগিক
(d) নিরপেক্ষ উপকুল বলে
Ans. (d) নিরপেক্ষ উপকুল বলে
Q95. য়ুগােশ্লোভিয়ার আড্রিয়াটিক সাগরের উপকূল হলো?
(a) রিয়া
(b) ফিয়াের্ড
(c) নিরপেক্ষ
(d) ডালমেশিয়ান উপকূলের উদাহরণ
Ans. (d) ডালমেশিয়ান উপকুলের উদাহরণ
Q96. ফিয়াের্ড উপকূলের আকৃতি অনেকটা ইংরেজী কার মতো দেখতে?
(a) I
(b) V
(c) U
(d) L অক্ষরের মতাে
Ans. (c) U
Q97. পৃথিবীর দীর্ঘতম ফিয়াের্ড উপকূল অবস্থিত?
(a) নরওয়েতে
(b) ফিনল্যান্ডে
(c) গ্রিনল্যান্ডে
(d) ডেনমার্কে অবস্থিত
Ans. (c) গ্রিনল্যান্ডে
Q98. মরা কোটালে ভাটার সময়ে চিহ্নিত সমুদ্র জলের নিম্নসীমা থেকে ভৃগুতটের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ভূ-ভাগকে বলে?
(a) তটভূমি
Q98. মরা কোটালে ভাটার সময়ে চিহ্নিত সমুদ্র জলের নিম্নসীমা থেকে ভৃগুতটের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ভূ-ভাগকে বলে?
(a) তটভূমি
(b) সৈকতভূমি
(c) উপকূল
(d) বার্ম বলে
Ans. (a) তটভূমি
Q99. উপকূল প্রান্তে ঝটিকা তরঙ্গের ক্ষয়ে সৃষ্ট খাড়াতলকে বলে?
(a) সমুদ্র খিলান
(b) সমুদ্রভৃগু
(c) তরঙ্গ কর্তিত মঞ্চ
(d) জিও বলে
Ans. (b) সমুদ্রভৃগু
Q100. কে স্বাভাবিক ক্ষয়চক্র ধারণাটি দেন?
(a) ডেভিস
(b) পেঙ্ক
(c) কিং
(d) ক্রিমে
Ans. (a) ডেভিস
Q101. কবে ডেভিস তার স্বাভাবিক ক্ষয়চক্রের প্রস্তাব দেন?
(a) ১৮৮৯ খ্রী:
(b) ১৮৯৯ খ্রী:
(c) ১৮৯০ খ্রী:
(d) ১৮৯১ খ্রী:
Ans. (b) ১৮৯৯ খ্রী:
Q102. স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কোন্ ক্ষয়চক্রকে বােঝানাে হয়?
(a) নদী ক্ষয়চক্র
(b) হিমবাহ ক্ষয়চক্র
(c) বায়ুক্ষয়চক্র
(d) কাক্ট ক্ষয়চক্র
Ans. (c) বায়ুক্ষয়চক্র
Q103. নদীর পর্যায়িত ঢাল কোন্ অবস্থায় দেখা যায়?
(a) যৌবন
(b) বার্ধক্য
(c) পরিণত
(d) পরিণত ও বার্ধক্য
Ans. (c) পরিণত
Q104. ‘ভৃগুতটের পশ্চাদপসরণ’ ধারণাটি কে দেন?
(a) W.M. ডেভিস
(b) ওয়াল্টার পেঙ্ক
(c) L.C.কিং
(d) J.T. Hack.
Ans. (c) L.C.কিং
Q105. মন্তব্য-টি কার "Landscape is the function of structure, Process and Stage”.
(a) W.M. Davis
(b) J.T. Hack
(c) W.Penk
(d) L.C. King
Ans. (a) W.M. Davis
Q106. নদী ক্ষয়চক্রের শেষ পর্যায়ের পেনিপ্লেন বা সমপ্ৰায়ভূমির’ ধারণাটি কে দেন?
(a) ডেভিস
(b) হ্যাক
(c) স্কুম
(d) বুডেল
Ans. (a) ডেভিস
Q107. নদী ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্ট ‘Panplain' ভূমিরূপের ধারণা দেন?
(a) হ্যাক
(b) ডেভিস
(c) ক্রিমে
(d) এল.সি.কিং
Ans. (c) ক্রিমে
Q108. গতিশীল ভারম্য (Dharmic Equilibrium) মতবাদটির জনক হলেন?
(a) সি আরউইন
(b) W_M, Davis
(c) T.Hack
(d) L.C.King
Ans. (c) J.T. Hack
Q109. মরু অঞ্চলের ছোট ছোট লবণাক্ত হ্রদকে বলে?
(a) প্লায়া
(b) ধন্দ
(c) ওয়াদি
(d) লেগুন
Ans. (a) প্লায়া
Q110. শুষ্ক চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপকে ‘প্যানফ্যান’ নামে কোন বিজ্ঞনী অভিহিত করেন?
(a) ডেভিস
(b) এল.সি .মি
(c) কিম
(d) লথন
Ans. (d) লথন
፨ আরো দেখতে পরের পাতায় ক্লিক করুন
Pdf আকারে দিলে ভালো হয় যাতে pdf download করা যায়।
উত্তরমুছুন