তৃতীয় শ্রেণী গণিত | Amar Ganit Class 3 Answer | All Lesson PDF



 class 3 maths west bengal board



৩ শ্রেণি আমার গণিত উত্তর সমাধানঃ

পাঠ বিষয়ঃ
এক আগের পড়া মনে করি
দুই বিদ্যালয় থেকে বেড়িয়ে আসি
তিন রঙিন কার্ড নিয়ে খেলি
চার পথের ধারের ফলক দেখি
পাঁচ বাগানে ফুল তুলি
৫ টি অধ্যায় একসঙ্গে সমাধানঃ PDF Download


পাঠ বিষয়ঃ
ছয় পাড়ার অনুষ্ঠানে যাই
সাত মনে মনে সহজে হিসাব করি
আট ব্যাং লাফানো দেখি
নয় স্কুলে স্বাধীনতা দিবস পালন করি
দশ কার্ড নিয়ে মজা করি
৫ টি অধ্যায় একসঙ্গে সমাধানঃ PDF Download

পাঠ বিষয়ঃ
এগারো সমানভাগে ভাগ করি
বারো বার্ষিক খেলায় যাই
তেরো বিন্যাস দেখে পরেরগুলো আঁকি
চোদ্দো মেলায় আনন্দ করি
পনেরো পিঁপড়ের পা গুনি
৫ টি অধ্যায় একসঙ্গে সমাধানঃ PDF Download


 
পাঠ বিষয়ঃ
ষোলো ক্লাবে যেমন খুশি বসে আঁকি
সতেরো জুতো ও মোজা কিনি
আঠারো ফল পেড়ে ভাগ করে খাই
উনিশ সময়ের কাজ সময়ে করি
কুড়ি ঘড়িতে কোন কাঁটা জোরে ঘোরে দেখি
৫ টি অধ্যায় একসঙ্গে সমাধানঃ PDF Download

পাঠ বিষয়ঃ
একুশ ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি
বাইশ ছুটিতে দুপুরবেলায় গল্প করি
তেইশ ঠিকমতো কাজ করি
চব্বিশ ক্যালেন্ডার তৈরি করি
পঁচিশ সংখ্যার বিন্যাস তৈরি করি
৫ টি অধ্যায় একসঙ্গে সমাধানঃ PDF Download




   ⦿ আরো পড়ুনঃ

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বিস্তারিত আলোচনা 

মৌলিক অধিকার (ভারতীয় সংবিধানের ১৪-৩৫ নং ধারা)

১. সাম্যের অধিকার
  • আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে;
  • জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না;
  • সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার থাকবে;
  • অস্পৃশ্যতার বিলোপসাধনের কথা ঘোষণা করা এবং অস্পৃশ্যতা-আচরণ নিষিদ্ধ করা হয়েছে;
  • উপাধি গ্রহণ ও ব্যবহারের ওপর বাধানিষেধ আরোপ করা হয়েছে।
২. স্বাধীনতার অধিকার
  • বাক্‌স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার;
  • শান্তিপূর্ণ ও নিরস্তুভাবে সমবেত হওয়ার অধিকার;
  • সংঘ ও সমিতি গঠনের অধিকার;
  • ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার;
  • ভারতের যে-কোনো স্থানে স্বাধীনভাবে বসবাস করার অধিকার;
  • যে-কোনো জীবিকার, পেশার বা ব্যাবসাবাণিজ্যের অধিকার;
  • আইন অমান্য করার কারণে অভিযুক্তকে কেবল প্রচলিত আইন অনুসারে শাস্তি দেওয়া যাবে;
  • একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়াযাবে না;
  • কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্যকরা যাবে না;
  • জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার;
  • যুক্তিসংগত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না;এবং আটক ব্যক্তিকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
৩. শোষণের বিরুদ্ধে অধিকার
  • কোনো ব্যক্তিকে ক্রয়বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না;
  • চোদ্দো বছরের কমবয়স্ক শিশুদের খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না।
৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার

  • প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্মপালন ও প্রচারের স্বাধীনতা আছে;
  • প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্মপ্রচারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সম্পত্তি অর্জন করতে পারবে;
  • কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা যাবে না;
  • সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং সরকারের দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না।
৫. সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক অধিকার
  • সব শ্রেণির নাগরিক নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে;
  • রাষ্ট্র পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম, জাত বা ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না;
  • ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে।
৬. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার

• মৌলিক অধিকারগুলিকে বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকেরা সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের কাছে আবেদন করতে পারবে।

মৌলিক কর্তব্য (ভারতীয় সংবিধানের ৫১এ নং ধারা)
  1. সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন;
  2. যেসব মহান আদর্শ জাতীয় স্বাধীনতা-সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল, সেগুলিকে সযত্নে সংরক্ষণ ও অনুসরণ;
  3. ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ;
  4. দেশরক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া;
  5. ধর্মগত, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণিগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশসাধন এবং নারীর মর্যাদাহানিকর প্রথাসমূহকে বর্জন;
  6. আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ;
  7. বনভূমি, হ্রদ, নদনদী এবং বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়নসাধন এবং জীবন্ত প্রাণীসমূহের প্রতি মমত্ব পোষণ;
  8. বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসারসাধন;
  9. সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন;
  10.  সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ কর্মপ্রচেষ্টাকে উন্নততর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্নপ্রকার কার্যকলাপের উৎকর্ষসাধন এবং
  11. ৬-১৪ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতা-মাতা বা অভিভাবকের কর্তব্য।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন