পঞ্চম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রশ্ন উত্তর কার্ড নং ১৬ থেকে ১০০

পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা প্রশ্নোত্তর

পঞ্চম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা কার্ড নং অনুযায়ী প্রশ্নোত্তর প্র্যাকটিস

Class 5 Swastha o Sharer Shiksha Question Answer


আরো পড়ুনঃ পঞ্চম শ্রেণি 


সঠিক উত্তরটি নির্বাচন করো :
প্রশ্নঃ১. তিন তালি দিয়ে―
Ⓐ বৃত্তাকারে ঘুরতে হবে
Ⓑ দু-হাত একবার বুকে ঠেকাতে হবে
Ⓒ কেন্দ্রের দিকে যেতে হবে

প্রশ্নঃ২. ৭ পা আসার পর—
Ⓐ দু- হাত একবার বুকে ঠেকাতে হবে
Ⓑ দু-হাত ওপরে তুলতে হবে
Ⓒ দু-হাত বুকে ঠেকিয়ে ওপরে মেলতে হবে

প্রশ্নঃ৩. চল কোদাল চালাই—নীচু হয়ে দু হাতে করতে হবে?
Ⓐ কোদাল ধরার ভঙ্গি
Ⓑ বাঁ ও ডান পা ছুঁতে হবে 
Ⓒ মাটি ছুঁতে হবে

প্রশ্নঃ৪. বলবে ‘পালাই পালাই'—বাঁ হাত বুকের কাছে এনে—
Ⓐ ডান হাত ডান দিকে বের করে তিন পায়ে জায়গায় ফেরত আসতে হবে
Ⓑ ডান হাত ওপর দিকে তুলে বৃত্তাকারে ঘুরতে হবে
Ⓒ ডান হাত দিয়ে নীচু হয়ে মাটি ছুঁতে হবে

শূন্যস্থান পূরণ করো :
(ক) সত্যে-ঐক্যে-আনন্দে_______জ্বালি। (খ) বাংলা ভূমির_______ চিত্তে সঞারি। (গ) বাংলা প্রেমে _______আমরা সব নরনারী। (ঘ) কন্ঠ, মন আর_____ ছন্দে সঞ্চালি। (ঙ) বাংলা জন-সেবাধর্মে আমরা________।
উত্তর : (ক) জীবন-প্রদীপ (খ) ঐক্য সূত্র  (গ) যুক্ত  (ঘ) অঙ্গ আমরা, (ঙ) প্রাণ পালি।
❑ এককথায় উত্তর দাও :
(প্রতিটি প্রশ্নের মান ১)
১. আমরা বাঙালি গানটিতে কয় প্রকার ভঙ্গি আছে?
উত্তর : দশ প্রকার।
২. ঝেড়ে অলস মেজাজ—বৃত্তাকারে চলতে চলতে দু হাত ক্রস করে করতে হবে?
উত্তর : বন্ধ-খোলার ভঙ্গি করতে হবে।
৩. বলবে ‘পালাই পালাই’—বাঁ হাত বুকের কাছে এনে ডান হাত ডান দিকে বের করে কী করতে হবে?
উত্তর : তিন পায়ে জায়গায় ফেরত আসতে হবে।
৪.পেটে খিদের জ্বালায়—দুই হাত পেটের কাছে ধরে পরবর্তী পদক্ষেপ কী হবে?
উত্তর : তিন পা কেন্দ্রের দিকে এগোতে হবে।


প্রশ্নঃ১. একই সঙ্গে ডান হাত—
Ⓐ মাথার ওপর তুলতে হবে
Ⓑ সামনের দিকে কাঁধ সমান তুলতে হবে
Ⓒ কোমরে রাখতে হবে

প্রশ্নঃ২. হাত দুটো মুষ্টিবদ্ধ হবে এবং—
Ⓐ আগু পিছু করতে হবে 
Ⓑ পা ফাঁক করতে হবে
Ⓒ কনুই সোজা থাকবে

প্রশ্নঃ৩. মাথা সোজা থাকবে ও—
Ⓐ দৃষ্টিকে সামনের দিকে দূরে রাখতে হবে
Ⓑ দৃষ্টিকে ডান দিকে রাখতে হবে
Ⓒ দৃষ্টিকে বাঁ দিকে রাখতে হবে

প্রশ্নঃ৪. শরীরের কোনো অংশেই যেন—
Ⓐ আড়স্টতা না থাকে
Ⓑ শিথিলতা না থাকে
Ⓒ কঠোরতা না থাকে

প্রশ্নঃ৫. লাইনে দাঁড়ানোর সময় দাঁড়াতে হবে—
Ⓐ সাবধান অবস্থানে
Ⓑ বিশ্রাম অবস্থানে
Ⓒ দূরে দূরে

এককথায় উত্তর দাও :
(প্রতিটি প্রশ্নের মান ১)
১. 'আগে চল’ আদেশটি কখন দিতে হয়?
উত্তর : সাবধান অবস্থানে দিতে হয়।
২. লাইনের একদম ডান দিকে যে থাকে তাকে কী বলা হয়?
উত্তর : ডাহিনা দর্শক বলা হয়।
৩. লাইনে দাঁড়ানোর সময় কীভাবে দাঁড়াতে হয়?
উত্তর : সাবধান অবস্থানে দাঁড়াতে হয়।
৪. “থাম বা থেমে যাও” আদেশটি কখন দেওয়া হয়?
উত্তর : “আগে চল” করার সময় থামার প্রয়োজন হলে।
৫.'থাম’ আদেশ কখন দিতে হয়?
উত্তর : মার্চিং করে এগিয়ে যাওয়ার সময় ডান পা মাটির সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে ‘থাম’ আদেশ দিতে হবে।


প্রশ্নঃ১.ট্র্যাক অ্যাণ্ড ফিল্ডের অন্তর্গত দৌড়গুলোর পর্যায়কে ভাগ করা যেতে পারে—
Ⓐ প্রধানত দুটি শ্রেণিতে 
Ⓑ প্রধানত চারটি শ্রেণিতে
Ⓒ প্রধানত তিনটি শ্রেণিতে

প্রশ্নঃ২.মধ্য ও দীর্ঘদূরত্বের দৌড় আরম্ভের ক্ষেত্রে দুটি আদেশ হল—
Ⓐ অন ইওর মার্কস/ফায়ার/ক্ল্যাপ
Ⓑ রেডি স্টেডি / গো
Ⓒ  সেট / গো।

প্রশ্নঃ৩.দৌড় শুরুর থেকে শেষ পর্যন্ত হাতের সঞ্চালন স্বাভাবিক থাকবে। কনুই সন্ধিতে বজায় রাখা উচিত—
Ⓐ ২৫° কোণ
Ⓑ ৮০° কোণ 
Ⓒ ৯০° কোণ

প্রশ্নঃ৪. দীর্ঘলম্ফনে দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হল—
Ⓐ শরীরের মধ্যে ভরবেগ প্রাপ্ত করা
Ⓑ বেশি দূরত্ব অতিক্রম করা
Ⓒ জোরে লাফানো

প্রশ্নঃ৫. উচ্চ লম্ফনের ক্ষেত্রে টেক অফ-এর স্থান সাধারণত ক্রসবার থেকে দূরে হবে—
Ⓐ ৬০-৭০ সেন্টিমিটার
Ⓑ ৫০-৬০ সেন্টিমিটার
Ⓒ ১০০ সেন্টিমিটার

 এককথায় উত্তর দাও :
❑ (প্রশ্নের মান ১ এবং ২মার্কের )
১.  ক্রাউচ স্টার্ট-এর ক্ষেত্রে তিনটি আদেশ কী কী? 
উত্তর : (a) অন ইওর মার্কস, (b) সেট, (c) ফায়ার/ক্ল্যাপ।
২. মধ্য এবং দীর্ঘ দূরত্ব দৌড়ের ক্ষেত্রে কয়টি আদেশ দেওয়া হয় এবং কী কী?
উত্তর : দুটি (a) অন ইওর মার্কস, (b) ফায়ার/ক্ল্যাপ।
৩. বর্তমানে আন্তর্জাতিক স্তরে কীভাবে দৌড়ের সমাপ্তি বিচার করা হয়? 
উত্তর : ছবির বিশ্লেষণের মাধ্যমে।
৪. দীর্ঘলম্ফনের ক্ষেত্রে দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য কী?
উত্তর : শরীরের মধ্যে ভরবেগ প্রাপ্ত করা।
৫. উচ্চলম্ফনে প্রারম্ভিক দৌড়ের গতিবেগ কীরূপ হয়?
উত্তর : মাঝারি ধরনের হয়।
৬. ট্র্যাক অ্যাণ্ড ফিল্ডের অন্তর্গত দৌড়গুলিকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় এবং কী কী?
উত্তর : ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অন্তর্গত দৌড়গুলিকে তিন পর্যায়ে ভাগ করা যায়। যথা—দৌড় আরম্ভ স্টার্ট, দৌড় আরম্ভ করার পর থেকে দৌড় শেষ করার আগের অংশ বডি অ্যাট রেস, দৌড়ের সমাপ্তি ফিনিসিং।
৭. স্বল্প দূরত্বের ইভেন্টগুলো কী?
উত্তর : স্বল্প দূরত্বের সাধারণত তিনটি ইভেন্ট, যথা—(i) ১০০ মিটার দৌড়, (ii) ২০০ মিটার দৌড় (iii) ৪০০ মিটার দৌড়।
৮.  দীর্ঘলম্ফনে হাওয়ায় ভাসার সময় শরীরের অবস্থান কীরূপ থাকে?
উত্তর : হাওয়ায় ভাসার সময়, ধনুকের মতো বাঁকানো শরীরকে কোমর থেকে ভাঁজ করে সামনে আনতে হয় এবং হাত দুটিকে নীচের দিক দিয়ে পিছনদিকে এক ঝটকায় বুক সামনের দিকে এগিয়ে দিতে হয়।
৯. উচ্চলম্ফনে স্ট্র্যাডেল রোল বর্ণনা করো।
উত্তর : এই পদ্ধতির বৈশিষ্ট্য হল, যে পায়ে ভর দিয়ে মাটি ছাড়া হবে, ক্রসবার পার হওয়ার পর তার বিপরীত পা দিয়ে মাটিতে নামতে হবে।


প্রশ্নঃ১. পিচ লম্বায় কত গজ হয়?
Ⓐ ২২ গজ হয়
Ⓑ ২৮ গজ হয়
Ⓒ ৩০ গজ হয়

প্রশ্নঃ২. পিচ চওড়ায়—
Ⓐ ৮ ফুট ৮ ইঞ্চি হয়
Ⓑ ৯ ফুট ১১ ইঞ্জি হয়
Ⓒ ১২ ফুট ১০ ইঞ্চি হয়

প্রশ্নঃ৩. পিচের মাঝখান থেকে মোটামুটি যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকে বাউণ্ডারি লাইন করা হয় — 
Ⓐ ৫৫ গজ 
Ⓑ ৬০ গজ
Ⓒ ৭৫ গজ

প্রশ্নঃ৪. পিচের উভয় প্রান্তে তিনটি উইকেট পাশাপাশি পোঁতা হয়—
Ⓐ ৯ ইঞ্চির মধ্যে
Ⓑ ১০ ইঞ্চির মধ্যে
Ⓒ ৮ ইঞ্চির মধ্যে

প্রশ্নঃ৫. উইকেটগুলির উচ্চতা—
Ⓐ ২৫ ইঞি
Ⓑ ২৮ ইঞ্চি
Ⓒ ৩০ ইঞ্চি 

❑ এককথায় উত্তর দাও :
১. উইকেটের মাথায় ওপর বেলের মাপ কত?
উত্তর : ১১.১ সেন্টিমিটার।
২. কয় প্রকারের আউট বর্ণনা করো।
উত্তর : ১. বোল্ড আউট, ২. ক্যাচ আউট, ৩. রান আউট, ৪. স্টাম্পড আউট, ৫.লেগ বিফোর উইকেট।
৩.ফরওয়ার্ড ডিফেন্স কীরূপ শট?
উত্তর : এটা একটা রক্ষণাত্মক শট।
৪ ফরওয়ার্ড ড্রাইভে ব্যাকলিফট কীরূপ হবে?
উত্তর : নর্মাল ব্যাকলিফট থেকে একটু বেশি।
৫. ফরওয়ার্ড ডিফেন্স শটে বাঁ হাতের হাতের অবস্থান কীরূপ হবে?
উত্তর : বাঁ হাত ব্যাটটিকে নরম করে ধরে রাখবে।



প্রশ্নঃ১. হাত দুটি বাটনা বাটার মতো ভঙ্গি করে —
Ⓐ বৃত্তাকারে ঘুরতে হবে
Ⓑ ব্যাং-এর মতো লাফাতে হবে
Ⓒ ওঠ-বোস করতে হবে

প্রশ্নঃ২. হাত দুটি হাঁটুর দুপাশে রেখে—
Ⓐ লাফাতে হবে
Ⓑ দু পায়ের ওপর ভর রেখে বসতে হবে
Ⓒ ওঠ-বোস করতে হবে

প্রশ্নঃ৩. পায়ের পাতার ওপর ভর দিয়ে উঁচু হয়ে বসে—
Ⓐ মিঠাই দেখানোর ভঙ্গি করতে হবে
Ⓑ কাক দেখানোর ভঙ্গি করতে হবে
Ⓒ হাতের আঙুলগুলো মাটিতে ঠেকাতে হবে

প্রশ্নঃ৪. এক হাত দিয়ে কড়াই থেকে রসগোল্লা তোলার ভঙ্গি করে—
Ⓐ অপর হাতে শেয়াল দেখানোর ভঙ্গি করতে হবে
Ⓑ মুখে-ভরার ভঙ্গি করতে হবে
Ⓒ বাঁ দিক ডান দিকে করতে হবে

প্রশ্নঃ৫. উঠে দাঁড়িয়ে দুহাতে—
Ⓐ কড়াই দেখানোর ভঙ্গি করতে হবে
Ⓑ মুখে-ভরার ভঙ্গি করতে হবে
Ⓒ মিঠাই দেখানোর ভঙ্গি করতে হবে
এককথায় উত্তর দাও :
১. বাঁ হাতের ওপর ডান হাত কীভাবে রাখতে হবে?
উত্তর : মুঠো করে রাখতে হবে।
২. বাঁ হাতের ওপর ডান হাত ক্রস করে রেখে কী করতে হবে?
উত্তর : কাঁধে রেখে ওঠ-বোস করতে হবে।
৩. গোঁড়ালির ওপর উঁচু হয়ে বসে কী করতে হবে?
উত্তর : ব্যাং লাফানোর ভঙ্গির মতো একই জায়গায় বসে করতে হবে।
৪. “ডালে বসে খায়”-এর ভঙ্গি কীরূপ হবে?
উত্তর : ডান হাত দিয়ে গাছে কাক দেখানোর ভঙ্গি করতে হবে।
৫. ‘টুপ করে পড়ে গেল রসগোল্লা'র ভঙ্গি কীরূপ হবে?
উত্তর : ঠোঁট থেকে রসগোল্লা পড়ে যাচ্ছে তা হাত দিয়ে দেখাতে হবে।



প্রশ্নঃ১.খো খো খেলার ক্রীড়াকৌশলকে প্রধানত –
Ⓐ দুটি ভাগে ভাগ করা যায়
Ⓑ তিনটি ভাগে ভাগ করা যায়
Ⓒ চারটি ভাগে ভাগ করা যায়

প্রশ্নঃ২. বর্গক্ষেত্রে বসার সময় সর্বদা –
Ⓐ পায়ের পাতা ও হাতের আঙুলের ওপর ভর দিয়ে বসতে হবে
Ⓑ উবু হয়ে বসতে হবে
Ⓒ দেহের ওজন হাতের ওপর থাকবে

প্রশ্নঃ৩. বিচারসম্মত খো দেওয়া অনুধাবকদের—
Ⓐ একটি রীতিসম্মত কৌশল
Ⓑ একটি গুরুত্বপূর্ণ কৌশল
Ⓒ একটি সাধারণ কৌশল

প্রশ্নঃ৪. প্রতিরক্ষক যখন চারজন অনুধাবককে নিয়ে কল্পিত একটি বৃত্তাকার পথে নিজের গতিবিধি বজায় রাখে তখন তাকে বলে—
Ⓐ রিং খেলা
Ⓑ জোড়া শিকল পদ্ধতি
Ⓒ মিশ্র শিকল পদ্ধতি

প্রশ্নঃ৫. ধাবক যখন চারজন অনুধাবককে নিয়ে একটি বড়ো উপবৃত্তাকার পথে খেলে, তখন তাকে—
Ⓐ মিশ্র খেলা বলে
Ⓑ বড়ো রিং খেলা বলে
Ⓒ জড়ো শিকল খেলা বলে

❑ এককথায় উত্তর দাও :
১. বর্গক্ষেত্রে বসার সময় দেহের ওজন কীসের ওপর থাকবে?
উত্তর : হাতের আঙুলের ওপর।
২. খুঁটি মার কাকে বলে?
উত্তর : ধাবককে তাড়া করে খুঁটির কাছে নিয়ে গিয়ে, হাত ও পায়ের সাহায্যে খুঁটি জড়িয়ে ধরে অন্য হাতে ধাবককে আউট করা।
৩. বিচারসম্মত খো কী?
উত্তর : এই কৌশল প্রয়োগ করে ধাবককে হঠাৎ বোকা বানিয়ে আউট করা যায়।
৪. বৃত্তে খেলা কয় প্রকার এবং কী কী?
উত্তর : তিন প্রকার— (i) ছোটো বৃত্তে খেলা, (ii) মাঝারি বৃত্তে খেলা, (iii) বড়ো বৃত্তে খেলা।

প্রশ্নঃ১.পুষ্টির অভাবে আমাদের —
Ⓐ রাতকানা, চর্মরোগ, ভঙ্গুর হাড় প্রভৃতি রোগ হয়
Ⓑ অবসাদ গ্রাস করে
Ⓒ স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়

প্রশ্নঃ২.যথার্থ পুষ্টির অভাব কেবল দৈহিক বৃদ্ধি ব্যাহত করে না—
Ⓐ অবসাদও বৃদ্ধি করে
Ⓑ মানসিক বিকাশও ব্যাহত করে
Ⓒ পারিবারিক শান্তিও ব্যাহত করে

প্রশ্নঃ৩. শারীরিক ক্রিয়াকলাপের বৃদ্ধির জন্য—
Ⓐ ব্যায়াম করা প্রয়োজন
Ⓑ অধিক খাদ্যের প্রয়োজন
Ⓒ বেশি ক্যালোরির প্রয়োজন

প্রশ্নঃ৪. বড়ো হয়ে ওঠার সময়—
Ⓐ সঠিক পুষ্টির প্রয়োজন
Ⓑ স্কুলে যাওয়া প্রয়োজন
Ⓒ সঠিক শিক্ষার প্রয়োজন

প্রশ্নঃ৫. ভুল বা অনিয়মিত খাবার গ্রহণের ফলে—
Ⓐ দেহের বৃদ্ধি ব্যাহত হয়
Ⓑ অপুষ্টি রোগ দেখা দেয়
Ⓒ ঊনপুষ্টি রোগ দেখা দেয়

❑ এককথায় উত্তর দাও :
১. সাধারণভাবে শরীরে কী কী খাদ্যবস্তুর প্রয়োজন?
উত্তর : শর্করা, আমিষ, স্নেহ, খনিজ, ক্যালশিয়াম, আয়োডিন, লৌহযুক্ত পদার্থ ইত্যাদি।
২. প্রোটিন প্রধানত কী কী খাদ্যে পাওয়া যায়?
উত্তর : মাছ, মাংস, ডিম, দুই ইত্যাদি।
৩. ভিটামিন কী কী খাদ্যে যায়?
উত্তর : লালশাক, গাজর, পটল ও বিভিন্ন শাকসবজিতে।
৪. শর্করা কী কী খাদ্যে পাওয়া যায়?
উত্তর : ভাত, আলু, চিনি, আটা, ভুট্টা ইত্যাদি।
৫. আয়োডিন কীসে পাওয়া যায়?
আয়োডিনযুক্ত খাবার লবণে।
৬. প্রতিদিন কত পরিমাণ জল পান করা উচিত?
উত্তর : আড়াই থেকে তিন লিটার জল।


প্রশ্নঃ১. কার্বোহাইড্রেট বা শর্করা—
Ⓐ দেহকে শক্তি জোগান দেয়
Ⓑ স্বাভাবিক ক্ষুধা বৃদ্ধি করে
Ⓒ গায়ের চামড়া সুস্থ রাখে

প্রশ্নঃ২. ভিটামিন (A) —
Ⓐ অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে
Ⓑ পাচন বা হজম হওয়ায় সাহায্য করে
Ⓒ গায়ের চামড়া, চোখ ও শ্লৈষ্মিক ঝিল্লি সুস্থ রাখে

প্রশ্নঃ৩. ভিটামিন-বি ২ রিবোফ্ল্যাভিন—
Ⓐ দেহকোশকে অক্সিজেন ব্যবহারে সাহায্য করে
Ⓑ রক্ত জমাট বাঁধায় সাহায্য করে
Ⓒ শরীরের ক্যালশিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণ করে

প্রশ্নঃ৪. প্রোটিন—
Ⓐ দেহকোশকে সংযুক্ত রাখায় সাহায্য
Ⓑ হাড় ও দাঁতকে সবল করে
Ⓒ দেহের কোশ, পেশি ও রক্ত প্রভৃতি দেহরস তৈরি ও পূরণ করে

প্রশ্নঃ৫. লৌহ উপাদান আয়রন —
Ⓐ হিমোগ্লোবিন তৈরি করার জন্য প্রোটিনের সঙ্গে প্রয়োজন হয়
Ⓑ শক্তির উৎস হিসেবে অ্যাসিড জোগায়
Ⓒ পেশি ও নার্ভগুলোর স্বাভাবিক ক্রিয়াপ্রক্রিয়ায় সাহায্য করে

❑ এককথায় উত্তর দাও :
১. প্রোটিন পুষ্টির জন্য কোন কোন খাদ্যদ্রব্যের প্রয়োজন? কয়েকটির নাম লেখো।
উত্তর : তাজা বা গুঁড়ো দুধ, তৈলবীজ ও বাদাম, ডাল, মাংস, যকৃৎ, মাছ, ডিম, চাল, গম ইত্যাদি।
২. ফ্যাট বা চর্বি কোন পুষ্টির কাজ করে?
উত্তর : শক্তির উৎস হিসেবে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড জোগায় এবং শরীরে ভিটামিন A , D , E  এবং কে জোগায়।
৩. ভিটামিন সি কোন পুষ্টির কাজ করে এবং এর জন্য কোন কোন খাদ্যদ্রব্যের প্রয়োজন?
উত্তর : স্বাস্থ্যকর মাড়ি এবং দেহকোশগুলোকে সংযুক্ত রাখার জন্য ভিটামিন সি-র প্রয়োজন। ভিটামিন সি আমরা পাই আমলকি, পেয়ারা, কমলালেবু, তাজা শাকসবজি, অঙ্কুর বেরোনো ডাল ইত্যাদির থেকে।
৪. কার্বোহাইড্রেট বা শর্করার কাজ কী? আমরা কোন কোন খাদ্যদ্রব্য থেকে কার্বোহাইড্রেট পেতে পারি?
উত্তর : কার্বোহাইড্রেট দেহে শক্তির জোগান দেয়। আমরা তণ্ডুলজাতীয় শস্য, সাগু, জোয়ার, আলু, ওল প্রভৃতি মূল ও কন্দ এবং চিনি ও গুড় থেকে শর্করা অর্জন করি।
৫. প্রোটিন কোন পুষ্টির কাজ করে?
উত্তর : দেহের কোশ, পেশি ও রক্ত প্রভৃতি দেহরস তৈরি ও পূরণ করে এবং সংক্রমণ প্রতিরোধের উপযোগী এনজাইম এবং অ্যান্টিবডি বা প্রতিকোশ তৈরিতে সাহায্য করে।



প্রশ্নঃ১. একজন ১ বছর বয়সের বালকের উচ্চতা ও ওজন হওয়া উচিত—
Ⓐ ৬৭ ৮ সেমি ও ৭.৮ কেজি
Ⓑ ৭৬.১ সেমি ও ১০.২ কেজি
Ⓒ ৮৫ ৬ সেমি ও ১২৩ কেজি

প্রশ্নঃ২. একজন ৩ বছর বয়সের বালিকার উচ্চতা ও ওজন হওয়া উচিত—
Ⓐ ৯৩.৯ সেমি ও ১৪.১ কেজি
Ⓑ ৮৪ .৫ সেমি ও ১১৮ কেজি
Ⓒ ১০১ ৬ সেমি ও ১৬·০০ কেজি

প্রশ্নঃ৩. একজন প্রাপ্তবয়সের পুরুষ যে ভারী পরিশ্রম করে তার তণ্ডুল আহারের পরিমাণ হওয়া উচিত –
Ⓐ ৪৬০ গ্রাম
Ⓑ ৬৭০ গ্রাম
Ⓒ ৫৭৫ গ্রাম

প্রশ্নঃ৪. একজন প্রাপ্তবয়সের মহিলা যে বসে কাজ করে তার ডাল আহারের পরিমাণ হওয়ায় উচিত—
Ⓐ ৪০ গ্রাম
Ⓑ ৪৫ গ্রাম
Ⓒ ১০০ গ্রাম

প্রশ্নঃ৫. একজন ৪-৬ বছরের শিশুর দুধ পান করার পরিমাণ হওয়া উচিত—
Ⓐ ২৫০ গ্রাম
Ⓑ ১৫০ গ্রাম
Ⓒ ৩০০ গ্রাম

❑ এককথায় উত্তর দাও :
১. একটি ১৬ + বালিকার ওজন কত হওয়া উচিত?
উত্তর : ৫৩.০০ কেজি। তাই
২. একটি ১০-১২ বছরের ছেলের চিনি ও গুড় আহারের মাত্রা কত হওয়া উচিত?
উত্তর : ৪৫ গ্রাম।
৩. একজন ৭-৯ বছরের শিশুর কত পরিমাণ দুধ পান করা উচিত?
উত্তর : ২৫০ গ্রাম ।
৪. একজন প্রাপ্তবয়স্ক মহিলা যে ভারী পরিশ্রম করে তার তণ্ডুল আহারের মাত্রা কত হওয়া উচিত?
উত্তর : ৫৭৫ গ্রাম।
৫. একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যে বসে কাজ করে তার ডাল আহারের মাত্রা কত হওয়া উচিত ?
উত্তর : ৪০ গ্রাম।



প্রশ্নঃ১. তাদের হাতে কলা/অপরাজিতা/সেগুন গাছের একটা পাতা দিয়ে বলতে হবে—
Ⓐ পাতাটার গন্ধ শোঁকো
Ⓑ কোন গাছের পাতা জিজ্ঞাসা করতে হবে
Ⓒ এই গাছের পাতাটা মাথার ওপর দিয়ে পরপর একেবারে সরিয়ে শেষে পৌঁছে দিতে হবে

প্রশ্নঃ২. শিশুর শৈশব ক্ষতিগ্রস্ত হলে—
Ⓐ মনুষ্য সমাজ ক্ষতিগ্রস্ত হয়
Ⓑ পিতা-মাতার ক্ষতি হয়
Ⓒ শিশুর স্কুল ক্ষতিগ্রস্ত হয়

প্রশ্নঃ৩. শিশুরা গোল হয়ে বসবে তারপর তাদের প্রশ্ন করা হবে—
Ⓐ  তাদের কী খেতে ভালো লাগে
Ⓑ তাদের কোন খেলা ভালো লাগে
Ⓒ তোমার জীবনে সবচেয়ে সুখের দিন কোনটি

প্রশ্নঃ৪. পারস্পরিক অনুভূতির বিনিময়ে শিশুরা স্বচ্ছন্দ হয়ে উঠলে—
Ⓐ তাদের কঠিন প্রশ্ন করা যাবে
Ⓑ তাদের অন্য অভিজ্ঞতার কথা বলতে বলা হবে
Ⓒ অন্য খেলায় চলে যেতে হবে

প্রশ্নঃ৫. একটা পাতা নষ্ট করার অর্থ—
Ⓐ পাতাটির ক্ষতি করা
Ⓑ গাছের ক্ষতি করা
Ⓒ প্রকৃতির ক্ষতি করা

❑ এককথায় উত্তর দাও :
১. শান্তির কর্মসূচির অন্তর্গত, বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের কী প্রতিষ্ঠা করতে হবে?
উত্তর : একটি বিশেষ ধরনের ক্লাব।
২. এই ক্লাবে কীসের সমাবেশ ঘটবে?
উত্তর : শান্তির সংবাদ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং অসাম্যের বিরুদ্ধে লড়াই।
৩. শান্তির স্বপক্ষে শিক্ষার প্রচারে কাকে সঙ্গে নেওয়া হবে?
উত্তর : প্রচার মাধ্যমকে।
৪. নারীদের প্রতি কিরূপ মনোভাব গড়ে তুলতে হবে?
উত্তর : শ্রদ্ধা এবং দায়িত্ববোধের।
৫. জাতি সমূহের শান্তি বিঘ্নিত হলে কার ক্ষতি হয়?
উত্তর : দেশের।


প্রশ্নঃ১. অঙ্গসঞ্চালনের মাধ্যমে একটি সামর্থ্য হল—
Ⓐ এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া
Ⓑ শারীরিক কসরত করা
Ⓒ শারীরিক ক্রিয়াকলাপ

প্রশ্নঃ২. আনন্দমূলক পরিবেশে—
Ⓐ সময় অতিবাহিত করা
Ⓑ দলগতভাবে সুচরিত্র গঠন
Ⓒ মূল্যবোধের শিক্ষা

প্রশ্নঃ৩. বাড়িতে বা বিদ্যালয়ে বছরে অন্তত?
Ⓐ একটি বৃক্ষরোপণ করবো
Ⓑ  ছয়বার স্বচ্ছতার অভিযান করবো
Ⓒ চারবার সবাইকার সঙ্গে খাওয়া দাওয়া করবো

প্রশ্নঃ৪. অপরের সমালোচনার পরিবর্তে—
Ⓐ নিজের সমালোচনা করবো 
Ⓑ নিজেকে সমাজসেবায় নিয়োজিত করবো
Ⓒ তার ভালো গুনগুলো দেখবো

প্রশ্নঃ৫. রং দেওয়া মিষ্টি খেলে—
Ⓐ জিভে রং লেগে থাকবে
Ⓑ ভুগতে হবে তিলে তিলে
Ⓒ পেট খারাপ হবে

❑ এককথায় উত্তর দাও :
১. শব্দদূষণ রোধে তুমি কী করবে?
উত্তর : সচেষ্ট থাকবো।
২. গাঢ় ঘুম ও বিশ্রামের সঙ্গে তুমি আর কী করবে?
উত্তর : রোজ একটু ব্যায়াম করব।
৩.  আঢাকা খাবার খেলে কী হয়?
উত্তর : পেটের অসুখ হয়।
৪. রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে তুমি কী করবে?
উত্তর : ফুটপাথ ব্যবহার করব।
৫. অপরের সমালোচনার পরিবর্তে তুমি কী করবে?
উত্তর : নিজেকে সমাজসেবায় নিয়োজিত করব।


প্রশ্নঃ১. সীমানা পাঁচিল বা—
Ⓐ লোহার খুঁটি দিয়ে ঘেরা থাকবে
Ⓑ বেড়া দিয়ে ঘেরা থাকবে
Ⓒ কাঁটা তার দিয়ে ঘেরা থাকবে

প্রশ্নঃ২. নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব?
Ⓐ ৬ মিটারের বেশি
Ⓑ ১০ মিটারের বেশি
Ⓒ ১৫ মিটারের বেশি

প্রশ্নঃ৩.পড়ুয়ারা সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি জানলেও—
Ⓐ নিয়মিত অভ্যাস করতে হবে
Ⓑ সবসময় কার্যকর করে না
Ⓒ অন্যদের জানাতে হবে

প্রশ্নঃ৪. সব পড়ুয়াকে মিড ডে মিল খাওয়ার আগে—
Ⓐ ছোটোদের আগে খেতে দিতে হবে
Ⓑ সাবান দিয়ে হাত ধুতে হবে
Ⓒ একে অপরকে ডাকতে হবে

প্রশ্নঃ৫. রান্নার কাজে যুক্ত ব্যক্তি রান্না ও পরিবেশনার সময়—
Ⓐ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে
Ⓑ ধূমপান করবে না
Ⓒ কাঁধে গামছা রাখতে হবে

❑ এককথায় উত্তর দাও :
১. জলের গুণমান কয় মাসের ভিতর পরীক্ষা করতে হবে?
উত্তর : ৬ মাসের ভিতর।
২. নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব কতটা হবে?
উত্তর : ১০ মিটারের বেশি।
৩. সীমানা কীভাবে ঘেরা থাকবে?
উত্তর : পাঁচিল বা বেড়া দিয়ে ঘেরা থাকবে।
৪. রান্নার কাজে যুক্ত ব্যক্তিকে পরিবেশনের আগে কী করতে হবে?
উত্তর : সাবান দিয়ে হাত ধুতে হবে।
৫. নলকূপের চাতাল ও নিকাশি নালা কীরূপ হতে হবে?
উত্তর : উন্নতমানের।



প্রশ্নঃ১. শিশু সংসদের কার্যকাল—
Ⓐ ছয় মাসের হওয়া উচিত
Ⓑ এক বছরের হওয়া উচিত
Ⓒ  দুই বছরের হওয়া উচিত

প্রশ্নঃ২. মনীষীদের বাণী পাঠ করবে—
Ⓐ অন্য যে-কোনো শিক্ষক/শিক্ষিকা
Ⓑ  একজন ছাত্র ও ছাত্রী
Ⓒ প্রধান শিক্ষক/শিক্ষিকা

প্রশ্নঃ৩. বিদ্যালয় ও তার বাইরের পরিবেশ—
Ⓐ সম্পর্কে নজর রাখা
Ⓑ সম্পর্কে পরিবেশমন্ত্রীকে ওয়াকিবহাল রাখা
Ⓒ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন করা

প্রশ্নঃ৪. ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য—
Ⓐ ফাইলে দাঁড়াবে
Ⓑ শান্ত হয়ে দাঁড়াবে ও নীরবতা বজায় রাখবে
Ⓒ ক্লাস অনুযায়ী লাইনে দাঁড়াবে

প্রশ্নঃ৫.যত বেশি পড়ুয়া এই ব্যবস্থায়—
Ⓐ বাইরে থেকে সাহায্য করে তত ভালো
Ⓑ মন্ত্রী হতে পারে তত ভালো
Ⓒ অংশগ্রহণ করতে পারে তত ভালো

❑ এককথায় উত্তর দাও :
১. কতদিনে সংসদ পুনর্গঠন করলে বেশি পড়ুয়া এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে?
উত্তর : ৬ মাসে।
২. মিড ডে মিল খাওয়ার জায়গা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার?
উত্তর : খাদ্যমন্ত্রীর।
৩. বিদ্যালয় শিশু সংসদের কাজের দায়িত্ব কার?
উত্তর : প্রধানমন্ত্রীর।
৪. কোনো শিশু বেশিদিন বিদ্যালয়ে না এলে সেই ব্যাপারে খোঁজ নেওয়ার দায়িত্ব কার?
উত্তর : শিক্ষা ও পরিবেশমন্ত্রীর।


প্রশ্নঃ১. দাবা খেলা হয় দুজন খেলোয়াড়ের মধ্যে এই খেলায়—
Ⓐ ২৫ টি ঘুঁটি থাকে
Ⓑ ৩০ টি ঘুঁটি থাকে
Ⓒ ৩২ টি ঘুঁটি থাকে

প্রশ্ন২. রাজাকে কখনোই মারা যায় না শুধু—
Ⓐ কিস্তিমাত করা যায়
Ⓑ রাজাকে তাড়া করা যায়
Ⓒ রাজার পিছনে যাওয়া যায়

প্রশ্ন৩. ঘোড়ার বৈশিষ্ট্য হল—
Ⓐ শুধুমাত্র সোজাই যেতে পারা
Ⓑ এই ঘুঁটি লাফাতে পারে
Ⓒ সোজা, বাঁকা দুভাবেই চলতে পারা

প্রশ্ন৪. যখন কোনো বিপক্ষের ঘুঁটি রাজাকে আক্রমণ করে তখন—
Ⓐ রাজা কিস্তিতে পড়ে
Ⓑ রাজা দুর্গে ঢুকে যায়
Ⓒ অন্য ঘুঁটি রাজাকে বাঁচাতে আসে

প্রশ্ন৫. নৌকার পথে বিপক্ষের ঘুঁটি থাকলে—
Ⓐ এটি সেটাকে টপকে যেতে পারবে
Ⓑ এটি পিছিয়ে যেতে পারবে
Ⓒ এটি সেটাকে মারতে পারবে

 ❑ এককথায় উত্তর দাও :
১. দাবা বোর্ড কয়টি ঘরের হয়?
উত্তর : ছয়টি ঘরবিশিষ্ট ছকের।
২. রাজা একসঙ্গে কয় ঘর চলতে পারে এবং কীভাবে?
উত্তর : একসঙ্গে এক ঘর চলতে পারে, সোজা, আড়াআড়ি ও কোনাকুনি।
৩. বোড়ে তার চলাচলের শেষ র‍্যাংকে পৌঁছোলে কী হয়?
উত্তর : একটি মন্ত্রী অথবা নৌকা অথবা ঘোড়া বা গজ নেওয়া যায়।
৪. কোন অবস্থায় ক্যাসলিং করা যাবে না?
উত্তর : রাজা কিস্তিতে থাকা অবস্থায় ক্যাসলিং করা যাবে না।
৫. দাবা খেলায় প্রথম চাল কে দেবে?
উত্তর : সাদা ঘুঁটি নিয়ে যে খেলছে, সে প্রথম চাল দেবে।


প্রশ্নঃ১. স্বাস্থ্যবিধান হল― 
Ⓐ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
Ⓑ স্বাস্থ্যের প্রতি নজর রাখা
Ⓒ মানুষের মল ও মূত্রের নিরাপদ নিষ্কাশন

প্রশ্নঃ২. এমনকি পোলিও রোগের জীবাণুও বিদ্যালয় ও পারিবারিক স্বাস্থ্যবিধান―
Ⓐ সংক্রমণ ছড়াতে পারে
Ⓑ আক্রান্ত শিশুর মলের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ে
Ⓒ বয়স্ক মানুষের শরীরে প্রবেশ করতে পারে

প্রশ্নঃ৩.  প্রতিদিন প্রস্রাবাগার, চাতাল, পাদানি ও প্যান—
Ⓐ নজর রাখতে হবে
Ⓑ প্রয়োজনে পাল্টাতে হবে
Ⓒ পরিষ্কার করতে হবে

 প্রশ্নঃ৪. নীরোগ সুস্থ শরীর—
Ⓐ সুন্দর সমাজ গঠনের সহায়ক হয়
Ⓑ মানুষকে উৎফুল্ল রাখে
Ⓒ অধিক কাজ আর অধিক উপার্জনের সহায়ক হয়

প্রশ্নঃ৫.পড়ুয়া নীরোগ ও সুস্থ থাকার ফলে—
Ⓐ উৎসাহ বাড়ে
Ⓑ বিদ্যালয়ের উন্নতি হয়
Ⓒ লেখাপড়ায়ও দক্ষতা বাড়ে

 ❑ এককথায় উত্তর দাও :
১. এক গ্রাম মলে কতরকমের জীবাণু থাকতে পারে?
উত্তর : এক কোটি ভাইরাস, দশ লক্ষ ব্যাকটেরিয়া, এক হাজার প্যারাসাইট ডিম।
২. স্বাস্থবিধান ঠিকমতো পালন করার অর্থনৈতিক সুবিধা কী?
উত্তর : রোগ-অসুখের খরচ কমে।
৩. স্বাস্থ্যবিধানের স্বাস্থ্যগত সুবিধা কী?
উত্তর : শিশুদের পুষ্টি উন্নততর ও দ্রুত হয়।
৪. স্বাস্থ্যবিধানের সামাজিক সুবিধা কী?
উত্তর : গ্রামের মর্যাদা বাড়ে।
৫. স্বাস্থবিধান ঠিকমতো পালন করার পরিবেশগত সুবিধা কী?
উত্তর : পরিবেশ পরিচ্ছন্ন থাকে।

প্রশ্নঃ১. রক্তের লোহিতকণায়—
Ⓐ ইসনোফেলিয়া কম থাকায় রক্তাপ্লতা হয়
Ⓑ হিমোগ্লোবিন কম থাকায় রক্তাল্পতা রোগ হয়
Ⓒ লৌহজাত উপাদান কম থাকায় এই রোগ হয়

প্রশ্নঃ২. দেহের সমস্ত অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য—
Ⓐ  ইসনোফেলিয়ার প্রয়োজন হয়
Ⓑ আয়রনের প্রয়োজনের হয়
Ⓒ হিমোগ্লোবিনের প্রয়োজন হয়

প্রশ্নঃ৩. রক্তাল্পতায় আক্রান্ত ছেলে বা মেয়ে—
Ⓐ সহজেই ক্লান্ত হয়ে পড়ে
Ⓑ অধিক পরিশ্রম করতে পারে না
Ⓒ মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ে

প্রশ্নঃ৪. লৌহ ও ফলিক অ্যাসিডযুক্ত—
Ⓐ ট্যাবলেট খেতে হবে
Ⓑ জল পান করতে হবে
Ⓒ  খাবার খেতে হবে

প্রশ্নঃ৫. রক্তাল্পতার চিহ্ন ও পূর্ব লক্ষণ নখ, জিভ, নীচের ঠোঁট এবং চোখের পাতার কোল—
Ⓐ ফুলে ওঠে
Ⓑ শুকনো হয়ে যায়
Ⓒ ফ্যাকাসে হয়ে যায় 

❑ এককথায় উত্তর দাও :
১. ডায়ারিয়া কাকে বলে?
উত্তর : বারেবারে পায়খানা, শরীরে জলাভাবকে ডায়ারিয়া বলে।
২. ডায়ারিয়ার চিকিৎসায় রোগীকে প্রথমেই কী দিতে হবে?
উত্তর : রোগীকে প্রথমেই ঠান্ডা জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে।
৩. ডায়ারিয়ার মূল চিকিৎসা কী?
উত্তর : জলের অভাব পূরণ করাই ডায়ারিয়ার মূল চিকিৎসা।
৪. যিনি খাবার তৈরি করবেন তাঁর কী ব্যবস্থা নেওয়া উচিত?
উত্তর : তিনি যেন অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেন।
৫. কী মেনে চললে ডায়ারিয়া থেকে মুক্ত থাকা যায়?
উত্তর : সার্বিক স্বাস্থ্যবিধান।



প্রশ্নঃ১. কন্যাশ্রীর আলোয় আরও বেশি দাও—
Ⓐ আলো
Ⓑ শান্তি 
Ⓒ বুদ্ধি

প্রশ্নঃ২. মোদের কন্যা মানুষ হবে যে পটে—
Ⓐ সুন্দরীশ্রীর
Ⓑ কুমারীশ্রীর
Ⓒ কন্যাশ্রীর

প্রশ্নঃ৩. আপনার ছেলে ও মেয়েকে দিন—
Ⓐ সমান শিক্ষা
Ⓑ সমান মর্যাদা
Ⓒ কোনোটাই নয়

❑ এককথায় উত্তর দাও :
১.পাঠ্যাংশে ‘আমরা’ কোন বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর : বাল্যবিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা।
২. কোন প্রথা কন্যার নিরাপদ ও সুরক্ষিত থাকার অধিকার কেড়ে নেয়?
উত্তর : বাল্যবিবাহ।
৩. কীসের মাধ্যমে বাল্যবিবাহ বিরোধী বার্তা সম্প্রচারের ব্যবস্থা করতে হবে?
উত্তর : গণমাধ্যমে।
৪. জীবনের জন্য প্রস্তুত হতে কন্যাদের কোথায় পাঠাতে হবে?
উত্তর : স্কুলে পাঠাতে হবে।
৫. সমাজের কাছে কন্যা কী চায়? যে-কোনো একটি প্রস্তাব লেখো।
উত্তর : কন্যাদের অধিকারগুলি লঙ্ঘিত হলে প্রতিবাদের জন্য কোথায় ও কার কাছে যেতে হবে, তা জানানোর জন্য ব্যবস্থা করতে হবে।



প্রশ্নঃ১.নিরাপদে ফেরার আশায়—
Ⓐ হও তুমি সচেতন
Ⓑ সে আছে পড়শিজন
Ⓒ পথ চেয়ে আছে পরিজন

প্রশ্নঃ২. পা পিছলে পড়লে ভাই—
Ⓐ তোমার তো আর রক্ষা নাই 
Ⓑ ধাক্কা লাগলে রক্ষ রক্ষা নাই
Ⓒ আর তো কোনো উপায় নাই 

প্রশ্নঃ৩. লাল-হলুদ-সবুজ আলো—
Ⓐ দীপাবলির জন্য ভালো
Ⓑ সকলেরই লাগে ভালো
Ⓒ আইন মেনে চলাই ভালো

প্রশ্নঃ৪. কীসের এত তাড়াতাড়ি—
Ⓐ পিছন পানে আসছে গাড়ি
Ⓑ চড়াতে কি হবে হাঁড়ি
Ⓒ পৌঁছুতে হবে বাড়ি

প্রশ্নঃ৫. ট্রাফিক নিয়ম মানতে হবে/অবহেলা করলে পরে—
Ⓐ জীবন তোমার চলে যাবে
Ⓑ জেলেও যেতে হবে
Ⓒ  অর্থদণ্ড দিতে হবে
❑ এককথায় উত্তর দাও :
১. নিরাপদে ফেরার আশায় কে পথ চেয়ে আছে?
উত্তর : পরিজন।
২. কীসের গতি অবহেলা করবে না?
উত্তর : ছুটন্ত গাড়ির।
৩. কাকে রেযারিযি করতে বারণ করা হচ্ছে?
উত্তর : গাড়ির চালককে।
৪. পুলিশ তোমার কে হয়?
উত্তর : প্রিয় বন্ধু।
৫. কীসের আইন মেনে চলা ভালো?
উত্তর : লাল-হলুদ-সবুজ আলোর।


প্রশ্নঃ১. ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস-এর কাজকর্মগুলির প্রয়োগ হবে—
Ⓐ ক্রমানুসারে লাফানোয়
Ⓑ লোফার দক্ষতা বাড়াতে
Ⓒ অনুমান ক্ষমতা বাড়াতে

প্রশ্নঃ২. ট্র্যাক অ্যান্ড ইভেন্টস-এর সাজসরঞ্জাম হল—
Ⓐ নরম বর্শা ও চাকতি
Ⓑ চুনের গুঁড়ো বা চিহ্নক
Ⓒ ক্রিকেট উইকেট ও ব্যাট

প্রশ্নঃ৩. রক্ষ করা সব দিকেই ছুটোছুটি করতে পারবে যে খেলায়—
Ⓐ জোন পাসিং
Ⓑ গ্যালারি
Ⓒ বল ছোঁড়া

প্রশ্নঃ৪. জোন পাসিং খেলার নিরাপত্তা ব্যবস্থা হল—
Ⓐ ‘ট্যাকল নয়’ এই নিয়মের প্রয়োগ
Ⓑ খেলাগুলির মধ্যে ব্যবধান রাখো
Ⓒ পিচ্ছিল নয় এমন মাঠ

প্রশ্নঃ৫. নীচের দৈর্ঘ্য এবং প্রস্থের পরিবর্তনের সঙ্গে খেলার ক্ষেত্র, পরিমাপ এবং সংখ্যার তুলনা যে খেলার অঙ্ক—
Ⓐ ক্যাচ ক্রিকেট
Ⓑ বল ছোঁড়া
Ⓒ কবাডি

❑ এককথায় উত্তর দাও :
১. আনন্দদায়ক রিলে রেস খেলার বৈচিত্র্য কী?
উত্তর : শিশুদের সঙ্গে মিলে অথবা তাদের দ্বারা কিছু বলা অথবা খেলা।
২. ক্যাচ ক্রিকেট খেলার নিরাপত্তা ব্যবস্থা কী?
উত্তর : যারা উইকেটের মধ্যে দৌড়োচ্ছে, ফিল্ডাররা তাদের থেকে দূরে থাকবে। সিদ্ধা
৩. খো খো খেলা কাজকর্মের একটি প্রয়োগ লেখো।
উত্তর : খো খো খেলার কাজকর্মের একটি প্রয়োগ হল দুটি শৃঙ্খলে দৌড়ানোর কৌশল শেখায়।
৪. কবাডির প্রস্তুতি খেলা থেকে জ্যামিতির বিষয় কী জানা যায়?
উত্তর : শেকল ভাঙা : যখন শেকল ভাঙবে, তখন শিশুদের বলত বলো তখন কোনো ধরনের কোণের সৃষ্টি হচ্ছ : ডান, সূক্ষ্ম, স্থূল।
৫.  ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস খেলার বৈচিত্র্য কী?
উত্তর : এই খেলার মাধ্যমে শিশুরা সময় মাপত পারে এবং এগুলির রেকর্ড রাখতে পারে ও চ্যালেঞ্জ জানাতে পারে।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন