ক্লাস ৬ বাংলা অধ্যায় (১. বিসর্গসন্ধি প্রশ্ন ও উত্তর সমাধান)

ক্লাস ৬ বাংলা অধ্যায় (১. বিসর্গসন্ধি প্রশ্ন ও উত্তর সমাধান)
          ✔ হাতে কলমে : টেক্সট বই পৃষ্ঠা - ২০


⚡ PDF Download Link এই পোস্টের নীচে

১.সন্ধিতে কতরকম নিয়মে দুটি ধ্বনি যুক্ত হয়? এই নিয়মগুলির প্রত্যেকটি একটি করে উদাহরণ দিয়ে দেখাও। বিসর্গসন্ধির ক্ষেত্রে কোন নিয়ম খাটে?
২.বিসর্গসন্ধির ফলে বিসর্গটি কোন কোন ধ্বনিতে রূপান্তরিত হতে পারে? প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

৩.নীচে উল্লিখিত বাক্য থেকে বিসর্গ সন্ধিযুক্ত পদগুলিকে চিহ্নিত করো :
৩.১ অহোরাত্র পরিশ্রম করে শেষে তার পুরস্কার পেলাম।
৩.২ নিরামিষ নানা পদ দিয়ে প্রাতরাশ সারলেন।
৩.৩ দুরবস্থার কিছুটা উন্নতি হলে মনোবাসনা পূর্ণ হতে পারে।
৩.৪ চতুষ্পার্শ্ব পরিষ্কার রাখলে মশার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়।
৩.৫ নিস্তব্ধ বাড়িতে বসে দুর্দান্ত সব জোতির্বিজ্ঞানের আবিষ্কার করেন।


৪.নীচের পদগুলিকে বিসর্গসন্ধির নিয়মে বিশ্লেষণ করো :
মনোবাঞ্ছা, সরোজ, নিরীশ্বর, আবিষ্কার, অহর্নিশ, পরিষ্কার, চতুরানন, নির্মোহ

৫.বিসর্গসন্ধিতে কীভাবে বিসর্গ ( ঃ) টি কখনো(র) ধ্বনিতে বা কখনো (৴) রেফ-এ রূপান্তরিত হয় দৃষ্টান্ত দিয়ে দেখাও।
৬.(শ), (ষ), (স) – বিসর্গসন্ধির ফলে কীভাবে সন্ধিবদ্ধ পদে এই তিনটি ধ্বনি সৃষ্টি হয় দৃষ্টান্ত দিয়ে দেখাও ৷

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)