নাইট্রোজেন চক্র Class - X Life Science (Mark-2 Notes) | Class 10 Life Science Chapter-5

Class - X Life Science (Mark-2 Notes)


১. নাইট্রোজেন চক্রের গুরুত্ব কী?
➛ (i) নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষিত হয়। (ii) জীবদেহের কোশ গঠনের জন্য যে নাইট্রোজেনের প্রয়োজন হয়, তা নাইট্রোজেন চক্রের দ্বারা জীবদেহে পরিবাহিত হয়। ফলে জীবজগতের অস্তিত্ব বজায় থাকে।

২. অতিরিক্ত নাইট্রোজেনের প্রভাবে পরিবেশে দুটি ক্ষতিকর পরিবর্তন সম্পের্ক লেখো।
➛ (i) জীবাশ্ম জ্বালানি ও নাইট্রোজেন সার-জাত নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটি বায়ুর উষ্ণতা বৃদ্ধি করে বিশ্ব উষ্ণয়ন ঘটিয়ে থাকে। (ii) অটোমোবাইল-জাত নাইট্রিক অক্সাইড আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে, এটি একটি পরিবেশদূষক যা শ্বাসতন্ত্রের ক্ষতিসাধন করে। ( ii) নাইট্রোজেনের অক্সাইডগুলি অ্যাসিড বৃষ্টি ঘটায়, ফলে বাস্তুতন্ত্র, স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয়।
৩. বজ্রপাতের সঙ্গে নাইট্রোজেন চক্রের সম্পর্ক কী?
অথবা, নাইট্রোজেনের প্রাকৃতিক আবদ্ধকরণ বলতে কী বোঝ?
➛ বজ্রপাতের সময়ে বাতাসের নাইট্রোজেন গ্যাস অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড  ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে। এই NO2 বৃষ্টির জলে নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড রূপে মিশে মাটিতে নেমে আসে। এভাবে প্রাকৃতিক পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে।

৪. জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ বলতে কী বোঝ?
➛ নীলাভ-সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া এবং কিছু বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়া, বাতাসের নাইট্রোজেনকে বিশেষ উৎসেচক, নাইট্রোজিনেজ-এর সাহায্যে বিজারিত করে অ্যামোনিয়ায় পরিণত করে এবং প্রোটোপ্লাজমে অঙ্গীভূত করে। একে জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ বলে।

৫. অ্যামোনিফিকেশন কাকে বলে? উদাহরণ দাও।
➛ অ্যামোনিফিকেশন: যে পদ্ধতিতে বিভিন্ন জীবাণুর দ্বারা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ অথবা প্রাণীর নাইট্রোজেনযুক্ত যৌগ অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, তাকে অ্যামোনিফিকেশন বলে। উদাহরণ: ব্যাসিলাস মাইকয়ডিস এবং মাইক্রোকক্কাস প্রভৃতি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
এই পদ্ধতি সম্পন্ন হতে সাহায্য করে।
৬. নাইট্রিফিকেশন কাকে বলে?
➛ যে পদ্ধতিতে বিভিন্ন জীবাণুর দ্বারা মৃত্তিকাস্থিত অ্যামোনিয়া,নাইট্রাইটে ও তারপর নাইট্রেটে রূপান্তরিত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে। বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন— নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাকটর এই পদ্ধতিটি সম্পন্ন করে।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)