Geography Basic MCQ 260+ Test Question
- পশ্চিমবঙ্গ নীলনদ অববাহিকা ও যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল
- এশিয়া মহাদেশ
- বারিমন্ডল
- বায়ুমণ্ডল
- ভারতের শিল্প
- ভারতের কৃষিজ ফসল
- ভারতের জলসেচ
- ভারতের মৃত্তিকা
- ভারতের স্বাভাবিক উদ্ভিদ
- ভারতের জলবায়ু
- ভারতের নদনদী
- ভারতের ভূপ্রকৃতি
- ভারতের অবস্থান ও রাজনৈতিক বিভাজন
- নদী হিমবাহ ও বায়ুর কাজ
- আবহবিকার
- ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ
❐ পশ্চিমবঙ্গ, নীলনদ অববাহিকা ও যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল
▻ সমভূমি
Q2. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী?
▻ সন্দাকফু
Q3. দার্জিলিং পার্বত্য অঞ্চল কী জাতীয় পর্বত।
▻ ভঙ্গিল পর্বত
Q4. পশ্চিমবঙ্গের প্রধান নদী কী?
▻ ভাগীরথী-হুগলি
Q5. উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কী?
▻ তিস্তা
Q6. শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহ কী নামে পরিচিত?
▻ রূপনারায়ণ
Q7. সুন্দরবন কোন বদ্বীপের অন্তর্গত?
Q7. সুন্দরবন কোন বদ্বীপের অন্তর্গত?
▻ সক্রিয় বদ্বীপ
Q8. পশ্চিমবঙ্গের জলবায়ুকে কে বেশি নিয়ন্ত্রণ করে?
Q8. পশ্চিমবঙ্গের জলবায়ুকে কে বেশি নিয়ন্ত্রণ করে?
▻ মৌসুমি বায়ুপ্রবাহ
Q9. পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড়ে কোন সময় সৃষ্টি হয়?
Q9. পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড়ে কোন সময় সৃষ্টি হয়?
▻ শরৎকালে
Q10. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে পশমের পোশাক কোথায় প্রয়োজন হয়?
Q10. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে পশমের পোশাক কোথায় প্রয়োজন হয়?
▻ দার্জিলিং পার্বত্য অঞ্চলে
Q11. পশ্চিমবঙ্গে কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে?
Q11. পশ্চিমবঙ্গে কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে?
▻ দক্ষিণ সমুদ্র উপকূলে
Q12. পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম বলো।
▻ মাতলা
Q13. নীলনদ কোন মহাদেশে প্রবাহিত হয়েছে?
▻ আফ্রিকা
Q14. নীলনদ কোন দিকে প্রবাহিত?
▻ উত্তর দিকে
Q15. কোন জলবায়ু অঞ্চলে নীলনদের উৎপত্তি হয়েছে?
Q12. পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম বলো।
▻ মাতলা
Q13. নীলনদ কোন মহাদেশে প্রবাহিত হয়েছে?
▻ আফ্রিকা
Q14. নীলনদ কোন দিকে প্রবাহিত?
▻ উত্তর দিকে
Q15. কোন জলবায়ু অঞ্চলে নীলনদের উৎপত্তি হয়েছে?
▻ নিরক্ষীয়
Q16. উৎসস্থলে নীলনদের নাম কী?
Q16. উৎসস্থলে নীলনদের নাম কী?
▻ কাগেরা বা কাজেরা
Q17. নীলনদের দান কাকে বলা হয়?
Q17. নীলনদের দান কাকে বলা হয়?
▻ মিশরকে
Q18. নীলনদ অববাহিকার প্রধান ফসল কী?
▻ কার্পাস বা তুলা
Q18. নীলনদ অববাহিকার প্রধান ফসল কী?
▻ কার্পাস বা তুলা
Q19. পঞ্চহ্রদ অঞ্চলের বৃহত্তম হ্রদের নাম কী?
▻ সুপিরিয়র
Q20. হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম কী?
Q20. হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম কী?
▻ সেন্ট লরেন্স
Q21. হ্রদ অঞ্চলে বিখ্যাত জলপ্রপাতটির নাম বলো।
Q21. হ্রদ অঞ্চলে বিখ্যাত জলপ্রপাতটির নাম বলো।
▻ নায়াগ্রা
Q22. পঞ্চহ্রদ কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত।
▻ আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
Q22. পঞ্চহ্রদ কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত।
▻ আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা
❐ এশিয়া মহাদেশ :
Q1. এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কী?
▻ স্টেপ
Q2. এশিয়ার কোন জলবায়ুতে সারাবছর ধরে বৃষ্টিপাত হয়?
▻ নিরক্ষীয় জলবায়ু
Q3. আমরা এশিয়ার কোন জলবায়ুতে বসবাস করি?
▻ মৌসুমি
Q4. এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
▻ উত্তর-পূর্ব গোলার্ধ
Q3. আমরা এশিয়ার কোন জলবায়ুতে বসবাস করি?
▻ মৌসুমি
Q4. এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
▻ উত্তর-পূর্ব গোলার্ধ
Q5. আয়তন ও জনসংখ্যায় এশিয়ার স্থান পৃথিবীতে কোথায়?
▻ প্রথমে
Q6. ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয়?
▻ পামির
Q7. এশিয়ার বৃহত্তম উপদ্বীপের নাম বলো।
Q6. ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয়?
▻ পামির
Q7. এশিয়ার বৃহত্তম উপদ্বীপের নাম বলো।
▻ আরব উপদ্বীপ
Q8. এশিয়ার ভঙ্গিল পর্বতের নাম কী?
▻ হিমালয়
Q8. এশিয়ার ভঙ্গিল পর্বতের নাম কী?
▻ হিমালয়
Q9. পৃথিবীর উচ্চতম পর্বতগ্রন্থির নাম কী?
▻ পামির
▻ পামির
Q10. এশিয়া ও ইউরোপের সীমানা নির্দেশক পর্বতের নাম কী?
▻ উরাল পর্বত
Q11. এশিয়ার স্বর্ণরেণুর নদীর নাম কী?
Q11. এশিয়ার স্বর্ণরেণুর নদীর নাম কী?
▻ ইয়াংসি কিয়াং
Q12. বিশ্বের গভীরতম সুপেয় জলের হ্রদ কোনটি?
Q12. বিশ্বের গভীরতম সুপেয় জলের হ্রদ কোনটি?
▻ বৈকাল
Q13. এশিয়ার শীতলতম বসতিযুক্ত স্থানের নাম কী?
▻ ভারখয়ানস্ক
Q13. এশিয়ার শীতলতম বসতিযুক্ত স্থানের নাম কী?
▻ ভারখয়ানস্ক
Q14. এশিয়ার উম্ন মরুভূমির নাম কী?
▻ আরব মরুভূমি
Q15. বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কী?
Q15. বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কী?
▻ তৈগা
❐ বারিমন্ডল
Q1. প্রতিদিন কতবার জোয়ারভাটা হয়?
▻ দুবার
▻ দুবার
Q2. মুখ্য জোয়ারের সমকোণে অবস্থিত স্থানগুলিতে কী হয়?
▻ ভাটা
Q3. বানডাকা কোন সময় হয়?
Q3. বানডাকা কোন সময় হয়?
▻ মুখ্য জোয়ারকালে
Q4. চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কী বলা হয়?
▻ সিজিগি বা যোগবিন্দু
Q5. পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর কোনটি?▻ প্রশান্ত মহাসাগর
Q6. উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
Q6. উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
▻ আটলান্টিক মহাসাগরে
Q7. ভারত মহাসাগরীয় একটি স্রোতের নাম বলো।
▻ মৌসুমি স্রোত
Q7. ভারত মহাসাগরীয় একটি স্রোতের নাম বলো।
▻ মৌসুমি স্রোত
Q8. কোন মহাসাগরে শৈবালসাগর সৃষ্টি হয়নি?
▻ ভারত মহাসাগরে
▻ ভারত মহাসাগরে
Q9. কোন মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়?
▻ আটলান্টিক মহাসাগরে
Q10. অষ্টমী তিথিতে কোন জোয়ার সৃষ্টি হয়?
Q10. অষ্টমী তিথিতে কোন জোয়ার সৃষ্টি হয়?
▻ মরা জোয়ার
❐ বায়ুমন্ডল
Q1. বায়ুপ্রবাহের মূল কারণ কী?
▻ বায়ুচাপের পার্থক্য
Q2. উত্তর গোলার্ধের আয়নবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
Q2. উত্তর গোলার্ধের আয়নবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
▻ উত্তর-পূর্ব দিক থেকে
Q3. কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?
Q3. কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?
▻ মৌসুমিবায়ু
Q4. একটি নিয়তবায়ু প্রবাহের নাম বলো।
▻ আয়ন বায়ু
Q5. ঘূর্ণবাত অঞ্চলে কোন চাপ লক্ষ করা যায়?
Q5. ঘূর্ণবাত অঞ্চলে কোন চাপ লক্ষ করা যায়?
▻ নিম্নচাপ
Q6. বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কী?
▻ টর্নেডো
Q6. বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কী?
▻ টর্নেডো
Q7. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
▻ ১০০%
▻ ১০০%
Q8. কাকে বাণিজ্য বায়ু বলা হয়?
▻ আয়ন বায়ুকে
Q12. ওজোন গ্যাস কোন বায়ুস্তরে আছে?▻ আয়ন বায়ুকে
Q9. পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?
▻ অনুবাত ঢাল
Q10. আমাদের দেশে বর্ষাকালীন বৃষ্টিপাত কী প্রকৃতির?
▻ শৈলোৎক্ষেপ
Q11. বায়ু যে উন্নতায় সম্পৃক্ত হয়, তাকে কী বলা হয়?
Q10. আমাদের দেশে বর্ষাকালীন বৃষ্টিপাত কী প্রকৃতির?
▻ শৈলোৎক্ষেপ
Q11. বায়ু যে উন্নতায় সম্পৃক্ত হয়, তাকে কী বলা হয়?
▻ শিশিরাঙ্ক তাপমাত্রা
▻ স্ট্র্যাটোস্ফিয়ার
Q13. কোন বায়ুস্তরে জলন্ত উল্কা নিভে যায়?
Q13. কোন বায়ুস্তরে জলন্ত উল্কা নিভে যায়?
▻ মেসোস্ফিয়ার
Q14. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কী?
▻ থার্মোস্ফিয়ার
Q15. বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য সবচেয়ে বেশি?
Q14. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কী?
▻ থার্মোস্ফিয়ার
Q15. বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য সবচেয়ে বেশি?
▻ নাইট্রোজেন
Q16. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর কোনটি?
▻ ট্রপোস্ফিয়ার
Q17. নিম্নবায়ুস্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কীরূপ পরিবর্তন হয়?
▻ প্রতি ১০০০ মিটারে ৬.৪°C হারে উয়তা হ্রাস পায়
Q18. মোট সূর্যরশ্মির কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে?
Q16. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর কোনটি?
▻ ট্রপোস্ফিয়ার
Q17. নিম্নবায়ুস্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কীরূপ পরিবর্তন হয়?
▻ প্রতি ১০০০ মিটারে ৬.৪°C হারে উয়তা হ্রাস পায়
Q18. মোট সূর্যরশ্মির কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে?
▻ ৬৬ শতাংশ
Q19. উচ্চতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক কী?
▻ ব্যাস্তনানুপাতিক
Q19. উচ্চতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক কী?
▻ ব্যাস্তনানুপাতিক
Q20. উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুচাপের কীরূপ পরিবর্তন হয়?
▻ প্রতি ১০০০ মিটারে ১২.৬০ মিলিবার চাপ হ্রাস পায়
Q21. বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়?
▻ পার্বত্য উপত্যকায়
More Updated Soon ....