Geography (MCQ) Short Question with Answer

Geography Basic MCQ 260+ Test Question

  1. পশ্চিমবঙ্গ নীলনদ অববাহিকা ও যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল
  2. এশিয়া মহাদেশ
  3. বারিমন্ডল
  4. বায়ুমণ্ডল
  5. ভারতের শিল্প
  6. ভারতের কৃষিজ ফসল
  7. ভারতের জলসেচ
  8. ভারতের মৃত্তিকা
  9. ভারতের স্বাভাবিক উদ্ভিদ
  10. ভারতের জলবায়ু
  11. ভারতের নদনদী
  12. ভারতের ভূপ্রকৃতি
  13. ভারতের অবস্থান ও রাজনৈতিক বিভাজন
  14. নদী হিমবাহ ও বায়ুর কাজ
  15. আবহবিকার
  16. ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ

❐ পশ্চিমবঙ্গ, নীলনদ অববাহিকা ও যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল

Q1.পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি প্রধানত কীরূপ?
▻ সমভূমি
Q2. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী?
▻ সন্দাকফু
Q3. দার্জিলিং পার্বত্য অঞ্চল কী জাতীয় পর্বত।
▻ ভঙ্গিল পর্বত
Q4. পশ্চিমবঙ্গের প্রধান নদী কী?
▻ ভাগীরথী-হুগলি
Q5. উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কী?
▻ তিস্তা
Q6. শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহ কী নামে পরিচিত?
 ▻ রূপনারায়ণ
Q7. সুন্দরবন কোন বদ্বীপের অন্তর্গত?
▻ সক্রিয় বদ্বীপ
Q8. পশ্চিমবঙ্গের জলবায়ুকে কে বেশি নিয়ন্ত্রণ করে?
▻ মৌসুমি বায়ুপ্রবাহ
Q9. পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড়ে কোন সময় সৃষ্টি হয়?
▻ শরৎকালে
Q10. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে পশমের পোশাক কোথায় প্রয়োজন হয়?
▻ দার্জিলিং পার্বত্য অঞ্চলে
Q11. পশ্চিমবঙ্গে কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে?
▻ দক্ষিণ সমুদ্র উপকূলে
Q12. পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম বলো।
▻ মাতলা
Q13.  নীলনদ কোন মহাদেশে প্রবাহিত হয়েছে?
▻ আফ্রিকা
Q14. নীলনদ কোন দিকে প্রবাহিত?
▻ উত্তর দিকে
Q15. কোন জলবায়ু অঞ্চলে নীলনদের উৎপত্তি হয়েছে?
▻ নিরক্ষীয়
Q16. উৎসস্থলে নীলনদের নাম কী?
▻ কাগেরা বা কাজেরা
Q17. নীলনদের দান কাকে বলা হয়?
▻ মিশরকে
Q18. নীলনদ অববাহিকার প্রধান ফসল কী?
▻ কার্পাস বা তুলা
Q19. পঞ্চহ্রদ অঞ্চলের বৃহত্তম হ্রদের নাম কী?
▻ সুপিরিয়র
Q20. হ্রদ অঞ্চলের প্রধান নদীর নাম কী?
▻ সেন্ট লরেন্স
Q21. হ্রদ অঞ্চলে বিখ্যাত জলপ্রপাতটির নাম বলো।
▻ নায়াগ্রা
Q22. পঞ্চহ্রদ কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত।
▻ আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা

❐ এশিয়া মহাদেশ :

Q1. এশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কী?

▻ স্টেপ
Q2. এশিয়ার কোন জলবায়ুতে সারাবছর ধরে বৃষ্টিপাত হয়?
▻ নিরক্ষীয় জলবায়ু
Q3. আমরা এশিয়ার কোন জলবায়ুতে বসবাস করি?
▻ মৌসুমি
Q4. এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
▻ উত্তর-পূর্ব গোলার্ধ
Q5. আয়তন ও জনসংখ্যায় এশিয়ার স্থান পৃথিবীতে কোথায়?
▻ প্রথমে
Q6. ‘পৃথিবীর ছাদ’ কাকে বলা হয়?
▻ পামির
Q7. এশিয়ার বৃহত্তম উপদ্বীপের নাম বলো।
▻ আরব উপদ্বীপ
Q8. এশিয়ার ভঙ্গিল পর্বতের নাম কী?
▻ হিমালয়
Q9. পৃথিবীর উচ্চতম পর্বতগ্রন্থির নাম কী?
▻ পামির
Q10. এশিয়া ও ইউরোপের সীমানা নির্দেশক পর্বতের নাম কী?
▻ উরাল পর্বত
Q11. এশিয়ার স্বর্ণরেণুর নদীর নাম কী?
▻ ইয়াংসি কিয়াং
Q12. বিশ্বের গভীরতম সুপেয় জলের হ্রদ কোনটি?
▻ বৈকাল
Q13. এশিয়ার শীতলতম বসতিযুক্ত স্থানের নাম কী?
▻ ভারখয়ানস্ক
Q14. এশিয়ার উম্ন মরুভূমির নাম কী?
▻ আরব মরুভূমি
Q15. বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় অরণ্যের নাম কী?
▻ তৈগা

বারিমন্ডল

Q1. প্রতিদিন কতবার জোয়ারভাটা হয়?
▻ দুবার
Q2. মুখ্য জোয়ারের সমকোণে অবস্থিত স্থানগুলিতে কী হয়?
▻ ভাটা
Q3. বানডাকা কোন সময় হয়?
▻ মুখ্য জোয়ারকালে
Q4. চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কী বলা হয়?
▻ সিজিগি বা যোগবিন্দু
Q5. পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর কোনটি?
▻ প্রশান্ত মহাসাগর
Q6. উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
▻ আটলান্টিক মহাসাগরে
Q7. ভারত মহাসাগরীয় একটি স্রোতের নাম বলো।
▻ মৌসুমি স্রোত
Q8. কোন মহাসাগরে শৈবালসাগর সৃষ্টি হয়নি?
▻ ভারত মহাসাগরে
Q9. কোন মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়?
▻ আটলান্টিক মহাসাগরে
Q10. অষ্টমী তিথিতে কোন জোয়ার সৃষ্টি হয়?
▻ মরা জোয়ার

বায়ুমন্ডল


Q1. বায়ুপ্রবাহের মূল কারণ কী?
▻ বায়ুচাপের পার্থক্য
Q2. উত্তর গোলার্ধের আয়নবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
▻ উত্তর-পূর্ব দিক থেকে
Q3. কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?
▻ মৌসুমিবায়ু
Q4. একটি নিয়তবায়ু প্রবাহের নাম বলো।
▻ আয়ন বায়ু
Q5. ঘূর্ণবাত অঞ্চলে কোন চাপ লক্ষ করা যায়?
▻ নিম্নচাপ
Q6. বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কী?
▻ টর্নেডো
Q7. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
▻ ১০০%
Q8. কাকে বাণিজ্য বায়ু বলা হয়?
▻ আয়ন বায়ুকে
Q9. পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?
▻ অনুবাত ঢাল
Q10. আমাদের দেশে বর্ষাকালীন বৃষ্টিপাত কী প্রকৃতির?

▻ শৈলোৎক্ষেপ
Q11. বায়ু যে উন্নতায় সম্পৃক্ত হয়, তাকে কী বলা হয়?
▻ শিশিরাঙ্ক তাপমাত্রা
Q12. ওজোন গ্যাস কোন বায়ুস্তরে আছে?
▻ স্ট্র্যাটোস্ফিয়ার
Q13. কোন বায়ুস্তরে জলন্ত উল্কা নিভে যায়?
▻ মেসোস্ফিয়ার
Q14. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কী?
▻ থার্মোস্ফিয়ার
Q15. বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য সবচেয়ে বেশি?
▻ নাইট্রোজেন
Q16. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর কোনটি?
▻ ট্রপোস্ফিয়ার
Q17. নিম্নবায়ুস্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কীরূপ পরিবর্তন হয়?
▻ প্রতি ১০০০ মিটারে ৬.৪°C হারে উয়তা হ্রাস পায়
Q18. মোট সূর্যরশ্মির কত শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে?
▻ ৬৬ শতাংশ
Q19. উচ্চতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক কী?
▻ ব্যাস্তনানুপাতিক
Q20. উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুচাপের কীরূপ পরিবর্তন হয়?
▻ প্রতি ১০০০ মিটারে ১২.৬০ মিলিবার চাপ হ্রাস পায়
Q21. বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়?
▻ পার্বত্য উপত্যকায়

More Updated Soon ....









Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)