❏ সারসংক্ষেপ : আদিম কথার অর্থ পুরােনাে বা গােড়ার দিকে। খুব পুরােনাে
সময়ের মানুষ বােঝাতে আদিম মানুষ শব্দটি ব্যবহার করা হয়। আদিম মানুষের খোঁজ পাওয়া
গেছে পূর্ব আফ্রিকাতে। মস্তিষ্কের আকার থেকে আদিম মানুষকে নানাভাবে ভাগ করা হয়েছে।
অট্রোলােপিথেকাস আনুমানিক ৪০ লক্ষ থেকে ৩০ লক্ষ বছর আগেকার। এরা দুপায়ে ভর দিয়ে
কোনােক্রমে দাঁড়াতে পারত। শক্ত বাদাম ও শুকনাে ফল চিবিয়ে খেত। চোয়াল শক্ত ও
সুগঠিত ছিল। এরা গাছের ডাল দিয়ে চাক্কা মারত ও পাথর ছুড়তে চেষ্টা করত। হােমাে
হাবিলিস্ আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগেকার। এরা দলবেঁধে থাকত হাঁটতে পারত।
ফলমূলের পাশাপাশি সম্ভবত কঁচা মাংসও খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার
করে। একটা পাথর দিয়ে আরেকটা পাথরে জোরে আঘাত করে অস্ত্র বানাত। হােমাে ইরেকটাস
আনুমানিক ২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বছর আগেকার। দুপায়ে ভর দিয়ে এরা সােজা
হয়ে দাঁড়াতে শেখে। দলবদ্ধ ভাবে গুহায় থাকত। শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের
ব্যবহার শিখেছিল। স্তরকাটা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল এরাই। হােমাে
স্যাপিয়েন্স আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার বছর আগে এসেছিল। এরা দলবেঁধে বড়াে পশু
শিকার করত। নানা কাজে আগুন ব্যবহার করত। পশুর মাংস পুড়িয়ে খেত। পশুর চামড়া পরত।
ছােটো, তীক্ষ ও ধারালাে পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। বর্শা জাতীয় পাথরের
অস্ত্র বানাতে পারত।
You Have to Wait 100 Seconds..
ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ : ক্লাস ৬ ইতিহাস PDF Download ☟☟