➧ B.A Philosophy Mcq Question Set in Bengali Version
Philosophy New Syllabus Short MCQ Type Question and Answer Practice Set
[Total - 50 Question]
Q1. যথার্থ জ্ঞানলাভের উপায়কে বলা হয়?
(a) প্রমাণ
(b) প্রমা
(c) বিশ্বাস
(d) মতামত
Ans. (b) প্রমা
Q2. ন্যায়দর্শন কয়টি প্রমাণে বিশ্বাস করে?
(a) এক
(b) দুই
(c) তিন
(d) চার
Ans. (d) চার
Q3. প্রত্যক্ষজনিত অবধারণকে নীচের কোন্টির পর্যায়ভুক্ত করা যাবে?
(a) নির্বিকল্প প্রত্যক্ষ
(b) সবিকল্প প্রত্যক্ষ
(c) নেতিবাচক প্রত্যক্ষ
(d) সাধারণ প্রত্যক্ষ
Ans. (c) নেতিবাচক প্রত্যক্ষ
Q4. অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার?
(a) দুই
(b) তিন
(c) চার
(d) পাঁচ
Ans. (a) দুই
Q5. অনুমানের বিভাগগুলির মধ্যে আছে?
(a) স্বার্থ
(b) ‘A’ ও ‘Bউভয়েই
(c) সংবেদন
(d) পরার্থ
Ans. (d) পরার্থ
Q6. ন্যায় দর্শন বিশ্বাস করে?
(a) তেইশ প্রকার দ্রব্যে
(b) একুশ প্রকার প্রমাণে
(c) বাইশ প্রকার কমে
(d) চব্বিশ প্রকার গুণে
Ans. (c) বাইশ প্রকার কর্মে
Q7. সামান্য হলাে?
(a) শাশ্বত
(b) এক
(c) A ও B উভয়েই
(d) বাহ্য
Ans. (a) শাশ্বত
Q8. সমবায় সম্পর্ক হলো?
(a) অবিচ্ছেদ্য শাশ্বত সম্পর্ক
(b) বিচ্ছেদযােগ্য বাহ্যিক সম্পর্ক
(c) কার্যকারণ সম্পর্ক
(d) তদাত্ম্য সম্পর্ক
Ans. (c) কার্যকারণ সম্পর্ক
Q9. বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(a) গঙ্গেশ
(b) কণাদ
(c) গৌতম
(d) নাগার্জুন
Ans. (b) কণাদ
Q10. সৎকার্যবাদে কোন্ ভারতীয় দর্শন সম্প্রদায় বিশ্বাস করে?
(a) ন্যায় দর্শন
(b) বৈশেষিক দর্শন
(c) বৌদ্ধ দর্শন
(d) সাংখ্য দর্শন
Ans. (d) সাংখ্য দর্শন
Q.11 পুরুষ হলাে?
(a) দেই
(b) চেতনা
(c) ঈশ্বর
(d) কোনটিই নয়
Ans. (b) চেতনা
Q12. যােগজী লক্ষণ প্রত্যক্ষ একপ্রকার?
(a) লৌকিক প্রত্যক্ষ
(b) নির্বিকল্প প্রত্যক্ষ
(c) অলৌকিক প্রত্যক্ষ
(d) কোনটিই নয়
Ans. (c) অলৌকিক প্রত্যক্ষ
Q13. চোখের সঙ্গে গােলাপ ফুলের সংযােগকে বলা হয়?
(a) সংযুক্ত সমবায় সন্নিকর্ষ
(b) অনুমান
(c) উপমান
(d) কোনটিই নয়
Ans. (a) সংযুক্ত সমবায় সন্নিকর্ষ
Q14. দর্শনে যুক্তি বলতে বােঝায়?
(a) বিভিন্ন ব্যক্তির মধ্যে তথ্যগত মতপার্থক্য
(b) বিশ্বাসের পক্ষে যুক্তি প্রদান
(c) কোন চিৎকার করার ঘটনা
(d) কোন আলােচনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মৌখিক প্রচেষ্টা
Ans. (b) বিশ্বাসের পক্ষে যুক্তি প্রদান
Q15. সকল রাজা হয় এমন যারা রাজ্য শাসন করে, সকল রাণী হয় এমন যারা রাজাকে শাসন করে; সুতরাং সকল রাণী হয় এমন রাজা যারা রাজ্য শাসন করে এই ন্যায়টি অবৈধ, কারণ?
(a) হেতুপদ আশ্রয়বাক্যগুলিতে ব্যাপ্য হয়নি
(b) এই ন্যায়টিতে তিনটির বেশি পদ আছে
(c) সাধ্যপদ আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে,
(d) পক্ষ পদটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে
Ans. (b) এই ন্যায়টিতে তিনটির বেশি পদ আছে
Q16. নিম্নলিখিত কোন বাক্যটির প্রতীকায়িত রূপ ~ (R.M)?
(a) রিতা ও মিতা অধ্যক্ষ হবে না।
(b) রিতা ও মিতা উভয়েই অধ্যক্ষ হবে না
(c) এমন নয় যে রিতা অথবা মিতা অধ্যক্ষ হবে
(d) রিতা বা মিতা কেউই অধ্যক্ষ হবে না
Ans. (b) রিতা ও মিতা উভয়েই অধ্যক্ষ হবে না
Q17. DIMARIS কোন সংস্থানের বৈধ মূর্তি ?
(a) প্রথম সংস্থান
(b) দ্বিতীয় সংস্থান
(c) তৃতীয় সংস্থান
(d) চতুর্থসংস্থান
Ans. (d) চতুর্থ সংস্থান
Q18. অবরােহ যুক্তির বৈধতা নির্ধারিত হয়?
(a) যুক্তির উপাদানের মাধ্যমে।
(b) আকার ও উপাদান উভয় দ্বারাই
(c) যুক্তির আকার দ্বারা
(d) সিদ্ধান্তের সত্যতা দ্বারা
Ans. (d) সিদ্ধান্তের সত্যতা দ্বারা
Q19. নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোটি সত্য ?
(a) ব্যাকরণে প্রত্যেক শব্দই তর্কবিজ্ঞানে পদ রূপে গণ্য হয়
(b) একটি দ্বিপ্রাকল্পিক বাক্য মিথ্যা হয় যদি তার উভয় উপাদানই মিথ্যা হয়
(c) যদি উভয় বিকল্প সত্য হয় তাহলে বৈকল্পিক বচনও মিথ্যা হয়।
(d) উপরের কোনটিই নয়
Ans. (b) একটি দ্বিপ্রাকল্পিক বাক্য মিথ্যা হয় যদি তার উভয় উপাদানই মিথ্যা হয়
Q20. মানুষ এবং অমানুষ— এই পদ দুইটি?
(a) পরিপূরক পদ
(b) বিপরীত পদ
(c) এদের মধ্যে কোন সম্পর্ক নেই
(d) তাদাত্ম সম্পর্কযুক্ত
Ans. (b) বিপরীত পদ
Q21. এই সংবাদটি এত ভালাে যে সত্য হতে পারে না’–এটি কিসের উদাহরণ?
(a) প্রথম পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়
(b) ন্যায়
(c) চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়
(d) বচন
Ans. (d) চতুর্থ পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়
Q22. 'ইউনিকনের অস্তিত্ব নেই’– নীচের কোন্ চিত্রটি এই বাক্যটির সঙ্গে সঙ্গতিপূর্ণ?
Q23. যদি “সকল মানুষ হয় মরণশীল” বাক্যটি সত্য হয় তাহলে কোন কোন মানুষ হয় মরণশীল বাক্যটির সত্যমূল্য কি হবে?
(a) সত্য
(b) অনিশ্চিত
(c) মিথ্যা
(d) কোনটি নয়
Ans. (a) সত্য
Q24. সব বচনই হয় সত্য অথবা মিথ্যা হবে— বচনের এই ধর্মকে বলে?
(a) গ্রাহক
(b) সত্যমূল্য
(c) সত্যপেক্ষ
(d) ধ্রুবক
Ans. (b) সত্যমূল্য
Q25. সিদ্ধান্তের বিধেয় পদ বলতে কোন্ পদকে বােঝায়?
(a) সাধ্য পদ
(b) হেতু পদ
(c) পদ পদ
(d) নঞর্থক পদ
Ans. (a) সাধ্য পদ
Q26. P √ P নিচের কোনটিকে নির্দেশ করে?
(a) বিরােধিতা
(b) বৈপরীত্য
(c) অধীন বৈপরীত্য
(d) স্বতঃসত্যতা
Ans. (d) স্বতঃসত্যতা
Q27. 'সমাজ হলাে সামাজিক সম্পর্কের জালবিশেষ’– কে বলেছেন?
(a) কুলি
(b) ম্যাকাইভার
(c) পার্সনস
(d) ডেভিড
Ans. (b) ম্যাকাইভার
Q28. নিম্নলিখিত কোনটি সামাজিক গােষ্ঠীর বৈশিষ্ট্য নয়?
(a) একত্ববােধ
(b) আমরা-বােধ
(c) সাধারণ স্বার্থ
(d) নির্দিষ্ট ভূখণ্ড
Ans. (a) একত্ববােধ
Q29. সামাজিক গােষ্ঠীকে প্রাথমিক ও গৌণ এই দুইভাগে ভাগ করেছেন?
(a) কুলি
(b) টনিস
(c) সামার
(d) ম্যাকাইভার
Ans. (a) কুলি
Q30. নিম্নলিখিত কোনটি গৌণ গােষ্ঠীভুক্ত নয়?
(a) রাজনৈতিক দল
(b) পৌরনিগম
(c) উপকণ্ঠ
(d) শ্রমিক ইউনিয়ন
Ans. (b) পৌরনিগম
Q31. নিচের কোনটি থেকে গণতন্ত্র” শব্দটি এসেছে?
(a) ডেমােক্রেশিয়া
(b) ডেমােক্রেটিয়া
(c) ডেমােস
(d) ক্রেটিয়া
Ans. (a) ডেমােক্রেশিয়া
Q32. গণতন্ত্র অবশ্যই ___উপর প্রতিষ্ঠিত হবে?
(a) একদলীয় ব্যবস্থা
(b) অবাধ ও সুষ্ট নির্বাচন
(c) কেবলমাত্র শাসক দলের পছন্দ
(d) উপরের সব কটি
Ans. (b) অবাধ ও সুষ্ট নির্বাচন
Q33. কোন প্রকার সাম্য সমাজের সকল সদস্যদের প্রতি সমদর্শিতায় বিশ্বাস করে?
(a) সিভিল সাম্য
(b) রাজনৈতিক সাম্য
(c) সামাজিক সাম্য
(d) স্বাভাবিক সাম্য
Ans. (c) সামাজিক সাম্য
Q34. স্বাধীনতা ও সাম্য হলাে?
(a) পরিপূরক
(b) বিপরীত বিচি
(c) পরিপূরকও নয়, বিপরীতও নয়
(d) কোনােটিই নয়
.
Ans. (a) পরিপূরক
Q35. 'Cultural lag' ধারণাটি কে উপস্থাপন করেছিলেন?
(a) ওগবার্ন
(b) ম্যালিনােউস্কি
(c) ম্যাকাইভার
(d) রিসলে তার
Ans. (c) ম্যাকাইভার
Q36. প্রতিষ্ঠান তুলনামূলকভাবে সংঘ অপেক্ষা?
(a) স্থায়ী
(b) ক্ষণস্থায়ী
(c) কৃত্রিম
(d) স্বল্পকাল স্থায়ী
Ans. (a) স্থায়ী
Q37. সমাজ স্বীকৃত আচরণ বা ব্যবহারকে কার্যকারী করার জন্য যে পুরস্কার বা শাস্তি প্রদানের বিধান প্রচলিত আছে তাকে বলে?
(a) সংস্কৃতি
(b) নিয়ন্ত্রণ
(c) আইন
(d) শিক্ষা
Ans. (d) শিক্ষা
Q38. সমাজের নির্দিষ্ট আচরণবিধিকে বলে?
(a) নিয়ম
(b) আইন
(c) সাবেকিয়ানা
(d) প্রথা
Ans. (d) প্রথা
Q39. একটি বৈকল্পিক বচনে যদি একটি উপাদান বচন মিথ্যা হয় তাহলে সম্পূর্ণ-বৈকল্পিক বচনটি হবে?
(a) মিথ্যা
(b) নঞর্থক
(c) সত্য
(d) সত্য ও মিথ্যা উভয়ই
Ans. (a) মিথ্যা
Q40. একটি শর্তসাপেক্ষ বচনে প্রথম অংশটিকে বলে পূর্বর্গ এবং দ্বিতীয় অংশটিকে বলে?
(a) অনুগ
(b) উদ্দেশ্য
(c) বিকল্প
(d) বিধেয়
Ans. (a) অনুগ
Q41. দুটি বচন গ্রাহক যুক্তি একটির যুক্তির সত্যসারণীতে প্রথম স্তম্ভটিতে নিম্নলিখিত কোন সত্যমূল্যগুলি থাকবে?
(a) TTFF
(b) FFTT
(c) TFTF
(d) TFFF
Ans. (a) TTFF
Q42. চারটি যৌক্তিকসংযােজকের নাম?
(a) সংযােগ, প্রাকল্পিক, যৌগিক, বৈকল্পিক
(b) সংযােগ, বচন, বিকল্প, প্রাকল্পিক
(c) প্রাকল্পিক, বৈকল্পিক, নিষেধক, সংযােগ
(d) সংযােগ, বৈকল্পিক, প্রাকল্পিক, নিষেধক
Ans. (c) প্রাকক্সিক, বৈকল্পিক, নিষেধক, সংযােগ
Q43. কোন ধারণার মৌখিক প্রকাশকে বলে?
(a) বচন
(b) যুক্তি
(c) অবধারণ
(d) পদ
Ans. (b) যুক্তি
Q44. অবরােহযুক্তিতে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে___সম্পর্ক বর্তমান?
(a) কার্যকরণ
(b) অভিজ্ঞতাপূর্ব-অভিজ্ঞতাভিত্তিক
(c) বিশ্লেষক-সংশ্লেষক
(d) প্রতিপাদন
Ans. (a) কার্যকরণ
Q45. দ্রব্যের সমষ্টির উপর নিম্নলিখিত শব্দগুলির কোনটি প্রযােজ্য?
(a) ব্যাক্তার্থ
(b) ক্রিয়া
(c) জিন্সবার্গ
(d) ওগবার্ন
Ans. (a) ব্যাক্তার্থ
Q46. আপাত গােষ্ঠী (কোয়াসি গ্রুপ) শব্দটির উদ্ভাবন করেন কে?
(a) ম্যাকাইভার
(b) সােরােকিন
(c) জিন্সবার্গ
(d) ওগবার্ন
Ans. (c) জিন্সবার্গ
Q47. আন্তঃগােষ্ঠী এবং বহির্গোষ্ঠী—এই শ্রেণীবিভাগ কে কেরন?
(a) কুলি
(b) কিংসলি ডেভিস
(c) সামার
(d) সিমেল
Ans. (c) সামার
Q48. কোন ইন্দ্রিয় সন্নিকর্যের মাধ্যমে বিভিন্ন ঘটের প্রত্যক্ষের দ্বারা ঘটত্বের প্রত্যক্ষ করা যায়?
(a) সামান্যলক্ষণ প্রত্যক্ষ
(b) জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ
(c) যােগজ
(d) সংযুক্ত সমবেত সমবায়
Ans. (b) জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ
Q49. দুইটি আশ্রয়বাক্য কোন সিদ্ধান্তকে নিঃসৃত করে না?
(a) সামান্য
(b) বিশেষ
(c) সদর্থক
(d) নিরপেক্ষ
Ans. (b) বিশেষ
Q50. অধীন বিপরীত বিরােধিতার ক্ষেত্রে একটি বচন যদি সত্য হয় তাহলে অন্যটি হবে?
(a) সত্য
(b) মিথ্যা
(c) সংশয়াত্মক
(d) সত্যও নয়, মিথ্যাও নয়
Ans. (c) সংশয়াত্মক