নবম শ্রেণী বিজ্ঞান MCQ & Short Answer Type Question With Answer
গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ক্রমিক জীবন বিজ্ঞান প্রশ্নও উত্তর প্র্যাক্টিস সেট
গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ক্রমিক জীবন বিজ্ঞান প্রশ্নও উত্তর প্র্যাক্টিস সেট
সেট নং - ১
মোট - ৭০ টি
(MCQ) ➺ Multiple Choice Question
Q1. বায়ােলজি শব্দের প্রবর্তক হলেন?
Q2. সাইটোলজিতে যে বিষয়ে পড়াশুনা করতে হয় তা হল ?
(a) দেহগঠন
Q3. কোনটি কোটি প্রকরণ সৃষ্টির কারণ নয়?
Q4. অ্যামাইনাে অ্যাসিড গঠনে অপ্রয়ােজনীয় মৌলটির নাম কি?
Q6. প্রােটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু?
Q7. ম্যান্টল নামক আবরণী নীচের যে প্রাণী পর্বের বৈশিষ্ট্য সেটি হল?
(a) অ্যানিলিডা
Q8. নীচের কোনটি একটি মনােস্যাকারাইড বা সরল শর্করার উদাহরণ?
(a) সুক্রোজ
Q10. Amoeba Proteus এই দ্বিপদ নামে ‘Proteus’ অংশটি হল?
Q11. ট্যাক্সোনমির জনক হলেন?
Q12. উদ্ভিদজগতের উভচর হল?
Q13. মানব রক্তের পরিশােধন ঘটায় যে অঙ্গটি তা হল?
Q15. পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গােষ্ঠী হল?
Q18. ফুলের পাপড়ির লালবর্ণের জন্য দায়ী রঙ্গকটি হল?
(a) ফাইকোএরিথ্রিন
Q20. কোলোব্লাস্ট কোশ কোন পর্বে দেখা যায়?
উত্তরঃ (c) টিনােফোরা
Q22. লেপটোম বলতে কােন কলাকে বােঝায়?
Q23. বহিরা ও অন্ত:রা উভয় গ্রন্থি হিসেবে কাজ করে?
Q24. 'সিস্টেমেটিক্স’ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী?
Q25. ভিটামিন-C এর অভাবে যে রােগ দেখা দেয়, তা হল?
Q26. গুলোকোজ কোথায় গ্লাইকোজেন হিসেবে জমা থাকে?
Q29. দেহ প্রাচীরে কোন জায়গায় অসংখ্য ছিদ্র থাকে?
Q30. সরল শর্করার উদাহরণ কী?
Q31. কোশের 'মস্তিষ্ক’ কাকে বলে?
Q34. কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়?
Q35. 'সিস্টেম ন্যাচুরি’ (Sistema Nature) বইটির রচয়িতা কে?
(a) লিনিয়াস
উত্তরঃ (b) অ্যারিস্টটল
Q39. ইনসুলিন কোন্ গ্রন্থি থেকে নির্গত হয়?
Q41. একটি সিলিয়াযুক্ত প্রােটোজোয়ার নাম লেখাে?
Q43. মানবদেহের সবথেকে বড়াে অঙ্গ কী?
Q45. মাইক্রোস্ফিয়ার মডেল কে প্রবর্তন করেন?
Q46. কোন্ পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম নামক জল পরিবহণ ব্যবস্থা দেখা যায়?
উত্তরঃ পরিফেরা
Q49. মাইকোপ্লাজমা যে রাজ্যের অন্তর্গত তার নাম কী?
Q50. প্রােটিনের গঠনগত এককের নাম কী?
Q51. প্রােটোটিউবিউল কী দ্বারা নির্মিত?
Q52. অনেকগুলি রাইবােজোমের সমষ্টি কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত?
Q53. ER থেকে সৃষ্টি হয় যে অঙ্গাণু তার নামকী?
Q54. একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলের পরিবর্তে কী প্রকৃতির মূল দেখতে পাই আমরা?
Q55. কোয়াসারভেট মডেল কে নাম দেন?
উত্তরঃ বিজ্ঞানী ওপারিন
Q56. রাজ্য অ্যানিমালিয়াদের পুষ্টি পদ্ধতি কীরূপ?
Q59. কোম্বপ্লেটযুক্ত একটি প্রাণীর উদাহরণ দাও?
Q60. দুটি সেন্ট্রিওলকে একসঙ্গে কী বলে?
Q61. F1 দানার অপর নাম কী?
Q62. মহাকাশ বিজ্ঞানে ব্যবহৃত শৈবালটির নাম কী?
Q63. ছত্রাকের কোশ প্রাচীরের প্রধান উপাদান কী?
Q64. ভিটামিন- 'K'-এর রাসায়নিক নাম কী?
Q66. আথ্রোপােডা পর্বভুক্ত প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কী বলে?
Q69. জাইলেম কলায় উপস্থিত জীবিত উপাদান কী?
(MCQ) ➺ Multiple Choice Question
(a) ডারউইন
(b) অ্যারিস্টটল
(c) ল্যামার্ক
(d) ওপারিন
উত্তরঃ (c) ল্যামার্ক
Q2. সাইটোলজিতে যে বিষয়ে পড়াশুনা করতে হয় তা হল ?
(a) দেহগঠন
(b) প্রাণীদেহের পুষ্টি
(c) কোশ
(d) সামাজিক আচরণ
উত্তরঃ (c) কোশ
Q3. কোনটি কোটি প্রকরণ সৃষ্টির কারণ নয়?
(a) ক্রসিংওভার
(b) মাইটোসিস
(c) অঙ্গজ জনন
(d) মিউটেশন
উত্তরঃ (a) ক্রসিংওভার
Q4. অ্যামাইনাে অ্যাসিড গঠনে অপ্রয়ােজনীয় মৌলটির নাম কি?
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রোজেন
(d) সোডিয়াম
উত্তরঃ (d) সোডিয়াম
Q5. উৎসেচকে কোন জৈব অণু থাকে?
(a) প্রোটিন
(b) শর্করা
(c) ফ্যাট
(d) ভিটামিন
উত্তরঃ (a) প্রোটিন
Q6. প্রােটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু?
(a) লাইসােজোম
(b) রাইবােজোম
(c) গলগি বস্তু
(d) সেন্ট্রিওল
উত্তরঃ (b) রাইবােজোম
(a) অ্যানিলিডা
(b) আথ্রোপােডা
(c) মােলাস্কা
(d) কর্ডাটা
উত্তরঃ (c) মােলাস্কা
Q8. নীচের কোনটি একটি মনােস্যাকারাইড বা সরল শর্করার উদাহরণ?
(a) সুক্রোজ
(b) রাইবােজ
(c) র্যাফিনােজ
(d) সেলুলােজ
উত্তরঃ (a) সুক্রোজ
Q9. জীববিজ্ঞানের যে শাখায় অধ্যয়নের বিষয় হল সমগ্ৰ অণুজীব জগৎ তা হল?
(a) প্রােটোজুলজি
(a) প্রােটোজুলজি
(b) প্যালিয়াে-বােটানি
(c) মাইক্রো-বায়ােলজি
(d) মাইক্রোমেট্রি
উত্তরঃ (c) মাইক্রো-বায়ােলজি
Q10. Amoeba Proteus এই দ্বিপদ নামে ‘Proteus’ অংশটি হল?
(a) গণ (Genus)
(b) প্রজাতি (Species)
(c) উপপ্রজা(Subspecies)
(d) প্রজাতিগত এপিথেট (Specific epithet)
উত্তরঃ (b) প্রজাতি (Species)
Q11. ট্যাক্সোনমির জনক হলেন?
(a) অ্যারিস্টটল
(b) প্লেটো
(c) লিনিয়াস
(d) ক্যানডােলে
উত্তরঃ (c) লিনিয়াস
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) টেরিডােফাইটা
(d) ব্রায়ােফাইটা
উত্তরঃ (d) ব্রায়ােফাইটা
Q13. মানব রক্তের পরিশােধন ঘটায় যে অঙ্গটি তা হল?
(a) বৃক
(b) পাকস্থলী
(c) হৃৎপিণ্ড
(d) ত্বক
উত্তরঃ (b) পাকস্থলী
Q14. পৃথিবীর কেন্দ্রের দিকে কোন্ কোন্ মৌলের উপস্থিতি দেখা যায়?
(a) তামা, অ্যালুমিনিয়াম
Q14. পৃথিবীর কেন্দ্রের দিকে কোন্ কোন্ মৌলের উপস্থিতি দেখা যায়?
(a) তামা, অ্যালুমিনিয়াম
(b) লােহা, নিকেল
(c) লােহা, তামা
(d) নিকেল, অ্যালুমিনিয়াম
উত্তরঃ (b) লােহা, নিকেল
Q15. পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গােষ্ঠী হল?
(a) গােত্র
(b) বর্গ
(c) রাজ্য
(d) গণ
উত্তরঃ (d) গণ
Q16. কোনটি জৈব অ্যাসিড?
(a) সালফিউরিক অ্যাসিড
(a) সালফিউরিক অ্যাসিড
(b) নাইট্রিক অ্যাসিড
(c) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(d) ম্যালিক অ্যাসিড
উত্তরঃ (d) ম্যালিক অ্যাসিড
Q17. নীচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিড?
(a) ভিটামিন-K
(a) ভিটামিন-K
(b) ভিটার্মিন-C
(c) ভিটামিন-D
(d) ভিটামিন-E
উত্তরঃ (b) ভিটার্মিন-C
Q18. ফুলের পাপড়ির লালবর্ণের জন্য দায়ী রঙ্গকটি হল?
(a) ফাইকোএরিথ্রিন
(b) ফাইকোজ্যানথিন
(c) জ্যানথিন
(d) ক্যারােটিনয়েড
উত্তরঃ (d) ক্যারােটিনয়েড
Q19. 'ট্যাক্সোনমি’ শব্দটি প্রথম প্রবর্তন করেন?
Q19. 'ট্যাক্সোনমি’ শব্দটি প্রথম প্রবর্তন করেন?
(a) জন রে
(b) লিনিয়াস
(c) টি ক্যানডােলে
(d) থিওফ্রেসটাস
উত্তরঃ (c) টি ক্যানডােলে
Q20. কোলোব্লাস্ট কোশ কোন পর্বে দেখা যায়?
(a) পরিফেরা
(b) নিডারিয়া
(c) টিনােফোরা
(d) মােলাস্কা
উত্তরঃ (c) টিনােফোরা
Q21. DNA-এর শর্কটি হল?
(a) ট্রায়ােজ
(b) পেন্টোজ
(c) হেক্সোজ
(d) হেপ্টোজ
উত্তরঃ (b) পেন্টোজ
Q22. লেপটোম বলতে কােন কলাকে বােঝায়?
(a) জাইলেম
(b) ভাজক কলা
(c) ফ্লোয়েম
(d) প্যারেনকাইম
উত্তরঃ (a) জাইলেম
Q23. বহিরা ও অন্ত:রা উভয় গ্রন্থি হিসেবে কাজ করে?
(a) লালাগ্রন্থি
(b) পাকস্থলী
(c) অগ্ন্যাশয়
(d) আন্ত্রিক প্রশি
উত্তরঃ (a) লালাগ্রন্থি
Q24. 'সিস্টেমেটিক্স’ শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী?
(a) ল্যামার্ক
(b) লিনিয়াস
(c) অ্যারিস্টটল
(d) জন রে
উত্তরঃ (b) লিনিয়াস
Q25. ভিটামিন-C এর অভাবে যে রােগ দেখা দেয়, তা হল?
(a) রিকেট
(b) স্কার্ভি
(c) অস্টিওম্যালেশিয়া
(d) বেরিবেরি
উত্তরঃ (b) স্কার্ভি
Q26. গুলোকোজ কোথায় গ্লাইকোজেন হিসেবে জমা থাকে?
(a) অগ্ন্যাশয়ে
(b) যকৃতে
(c) প্লিহাতে
(d) বৃক্কতে
উত্তরঃ (b) যকৃতে
Q27. পেলো যে ভিটামিনের অভাবে হয় তা হল?
(a) B5 (b) B2 (c) B12 (d) B6
উত্তরঃ (b) B2
Q28. মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোশীয় জীব’ একথা বলেছিলেন?
(a) ওপারিন
(b) মেয়র
(c) হ্যালডেন
(d) ফক্স
উত্তরঃ (d) ফক্স
(a) নিডারিয়া পর্বে
(b) একাইনােডার্ম পর্বে
(c) অ্যানিলিডা পর্বে
(d) পরিফেরা পর্বে
উত্তরঃ (d) পরিফেরা পর্বে
Q30. সরল শর্করার উদাহরণ কী?
(a) গুকোজ
(b) সুক্রোজ
(c) সেলুলােজ
(d) ল্যাকটোজ
উত্তরঃ (a) গুকোজ
Q31. কোশের 'মস্তিষ্ক’ কাকে বলে?
(a) রাইবােজোমকে
(b) লাইসােজোমকে
(c) নিউক্লিয়াসকে
(d) সাইটোপ্লাজমকে
উত্তরঃ (c) নিউক্লিয়াসকে
Q32. P-P ফ্যাক্টর বা পেলেগ্রা প্রিভেনটিভ ফ্যাক্টর হল?
(a) ভিটামিন A
(b) ভিটামিন B12
(c) ভিটামিন D
(d) ভিটামিন B5
উত্তরঃ (c) নিউক্লিয়াসকে
Q33. 'হট ডাইলিউট সুপ’ কথাটির প্রবক্তা হলেন?
(a) হ্যালডেন
(b) মিলার
(c) সিডনি ফক্স
(d) ওপারিন
উত্তরঃ (a) হ্যালডেন
Q34. কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়?
(a) উত্তেজিতা
(b) অভিযােজন
(c) প্রজনন
(d) ক্ষয়
উত্তরঃ (d) ক্ষয়
Q35. 'সিস্টেম ন্যাচুরি’ (Sistema Nature) বইটির রচয়িতা কে?
(a) লিনিয়াস
(b) অ্যারিস্টটল
(c) থিওফ্রেসটাস
(d) জন রে
উত্তরঃ (b) অ্যারিস্টটল
☖ (SAQ) ➺ Short Answer Type Question : অতি সংক্ষিপ্ত
Q36. সিংহের দ্বিপদ বা বৈজ্ঞানিক নামটি লেখাে?
উত্তরঃ Penthera Leo
Q37. কেঁচো কোন্ পর্বের অন্তর্গত?
উত্তরঃ অ্যানেলিডা (Annelida)
Q38. তারামাছ কোন পর্বের অন্তর্গত?
উত্তরঃ ইকাইনোডার্মাটা
Q39. ইনসুলিন কোন্ গ্রন্থি থেকে নির্গত হয়?
উত্তরঃ অগ্ন্যাশয়
Q40. রক্ততঞ্চনে সাহায্য করে কোন্ ভিটামিন?
উত্তরঃ ভিটামিন K
Q41. একটি সিলিয়াযুক্ত প্রােটোজোয়ার নাম লেখাে?
উত্তরঃ পরিফেরা
Q42. কোন্ কোশীয় অঙ্গাণুকে ‘আত্মঘাতী থলি’ বলে?
উত্তরঃ লাইসোজোম
Q43. মানবদেহের সবথেকে বড়াে অঙ্গ কী?
উত্তরঃ যকৃৎ
Q44. কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম লেখাে?
উত্তরঃ ক্যাটলা (Catla)
Q45. মাইক্রোস্ফিয়ার মডেল কে প্রবর্তন করেন?
উত্তরঃ বিজ্ঞানী ফ্রক
Q46. কোন্ পর্বের প্রাণীদের দেহে ক্যানাল সিস্টেম নামক জল পরিবহণ ব্যবস্থা দেখা যায়?
উত্তরঃ পরিফেরা
Q47. শ্রেণিবিন্যাসবিধির জনক কে?
উত্তরঃ ক্যারোলাস লিনিয়াস
Q48. জলে দ্রবণীয় দুটি ভিটামিনের নাম লেখাে?
উত্তরঃ C,B
Q49. মাইকোপ্লাজমা যে রাজ্যের অন্তর্গত তার নাম কী?
উত্তরঃ মোনেরা
Q50. প্রােটিনের গঠনগত এককের নাম কী?
উত্তরঃ অ্যামাইনো আসিড
Q51. প্রােটোটিউবিউল কী দ্বারা নির্মিত?
উত্তরঃ প্রোটিন
Q52. অনেকগুলি রাইবােজোমের সমষ্টি কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত?
উত্তরঃ RNA
Q53. ER থেকে সৃষ্টি হয় যে অঙ্গাণু তার নামকী?
উত্তরঃ রাইবােজোম
Q54. একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলের পরিবর্তে কী প্রকৃতির মূল দেখতে পাই আমরা?
উত্তরঃ অস্থানিক গুচ্ছমূল
Q55. কোয়াসারভেট মডেল কে নাম দেন?
উত্তরঃ বিজ্ঞানী ওপারিন
Q56. রাজ্য অ্যানিমালিয়াদের পুষ্টি পদ্ধতি কীরূপ?
উত্তরঃ হলজোয়িক ,পরভোজী
Q57. গুয়ানিন সাইটোসিনের সঙ্গে কটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে?
উত্তরঃ তিনটি
Q58. বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখাে?
উত্তরঃ Panthera Tigris
Q59. কোম্বপ্লেটযুক্ত একটি প্রাণীর উদাহরণ দাও?
উত্তরঃ বেরো
Q60. দুটি সেন্ট্রিওলকে একসঙ্গে কী বলে?
উত্তরঃ ডিপ্লোজোন
Q61. F1 দানার অপর নাম কী?
উত্তরঃ অক্সিজোম
Q62. মহাকাশ বিজ্ঞানে ব্যবহৃত শৈবালটির নাম কী?
উত্তরঃ ক্লোরেল্লা
Q63. ছত্রাকের কোশ প্রাচীরের প্রধান উপাদান কী?
উত্তরঃ কাইটিন
Q64. ভিটামিন- 'K'-এর রাসায়নিক নাম কী?
উত্তরঃ ন্যাপথোকুইনন
Q65. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কীসের দ্বারা?
উত্তরঃ স্নায়ুই
Q66. আথ্রোপােডা পর্বভুক্ত প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কী বলে?
উত্তরঃ হিমোসিল
Q67. বুক লাং কোন পর্বের কোন প্রাণীর শ্বাসঅঙ্গ?
উত্তরঃ মাকড়শা, কাঁকড়া বিছে
Q68. অ্যামিবা কোন রাজ্যের জীব?
উত্তরঃ প্রোটিস্টা
Q69. জাইলেম কলায় উপস্থিত জীবিত উপাদান কী?
উত্তরঃ প্যারেনকাইমা
Q70. লিনিয়ান হায়ারার্কিতে কটি ধাপ আছে?
উত্তরঃ সাতটি