উচ্চ মাধ্যমিক (H.S) ভূগোল ভারতের মৃত্তিকা mcq প্রশ্ন উত্তর



দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষাথীর জন্য পরিবর্তিত ও সংশোধিত সিলেবাস  2022 
🟒উচ্চ মাধ্যমিক ভূগোল New সিলেবাস  সুচিপত্র :

                            প্রাকৃতিক ভূগােল
 
প্রথম অধ্যায় - 
  • ভূমিরূপ প্রক্রিয়া–বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ
  • ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ 
 চতুর্থ অধ্যায় - 
  • মৃত্তিকা
পঞ্চম অধ্যায় - 
  • বায়ুমণ্ডল
  • জলবায়ুর শ্রেণিবিভাগ
  • জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ
  • জলবায়ুর পরিবর্তন
ষষ্ঠ অধ্যায় -
  •  জীববৈচিত্র্য
                      ⭓ অর্থনৈতিক ভূগােল

অষ্টম অধ্যায় – 
  • অর্থনৈতিক ক্রিয়াকলাপ
  • কৃষি
  • শিল্প
 নবম অধ্যায় - 
  • জনসংখ্যা
  • জনবসতি
________________________________________


   ⦿⦿ পরীক্ষার প্রস্ততি   ⦿⦿

দ্বাদশ শ্রেণি ভূগােল : চতুর্থ অধ্যায় ◄ মৃত্তিকা বা মাটি { উচ্চ মাধ্যমিক ভূগোল SAQ / MCQ / অতিসংক্ষিপ্ত / প্রশ্ন উত্তর ? } নীচের দিকে সুন্দর ভাবে দেওয়া রয়েছে। 

Q1. রেগােলিথ বলতে কী বােঝায়?
▷ মাটি গঠনের প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণ-বিচূর্ণ হয়। এই শিলাচূর্ণ পদার্থ ভূত্বকের ওপর শিথিলভাবে এক পাতলা নরম আস্তরণ তৈরি করেএকে রেগােলিথ বলে। রেগােলিথ কোনাে মাটি নয়। ট্যালাস, স্ক্রী ইত্যাদি হল রেগােলিথজাতীয় পদার্থ। রেগােলিথের সঙ্গে জৈবপদার্থ মিশলে পরবর্তীকালে তা মাটিতে পরিণত হয়।

Q2. মাটি কাকে বলে?
▷ বহুকাল ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে মূল বা জনক শিলার পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে জৈব ও অজৈব পদার্থসমৃদ্ধ যে পাতলা ভঙ্গুর আবরণী বা স্তর সৃষ্টি হয়, যা উদ্ভিদ জন্মানাের অনুকুল, তাকে মাটি বলা হয়। যেমন—চারনােজেম, পডসল,চেস্টনাট ইত্যাদি

Q3. রাসায়নিক আবহবিকার কী?
▷ রাসায়নিক আবহবিকার এক বিশেষ ধরনের আবহবিকার যেখানে বাতাসের অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড, আদ্রর্তা বা জলীয় বাষ্প ইত্যাদি এবং জীবজগতের কাজের ফলে সৃষ্ট বিভিন্ন অম্ল শিলাস্থ খনিজ দ্রব্যের সংস্পর্শে এলে কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন প্রভৃতি রাসায়নিক বিক্রিয়া ঘটে। এতে শিলাস্থ মূল খনিজের মৌলিক পরিবর্তন ঘটে এবং নতুন খনিজ বা গৌণ খনিজে পরিণত হয়। রাসায়নিক আবহবিকার প্রধানত 5টি প্রক্রিয়ায় সংঘটিত হয়।

Q4.Weathering Complex বলতে কী বােঝ?
▷ প্ল্যাজিওক্লেজ ফেল্ডসম্পার, অভ্র পাইরক্সিন প্রভৃতি অধিকতর জটিল খনিজ আদ্রবিশ্লেষণের 
অন্তর্গত হলে পটাশিয়াম, সােডিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের ন্যায় ক্ষার ও ক্ষারকীয় পদার্থ এমনকি লােহা ও অ্যালুমিনিয়াম মূল খনিজ থেকে পৃথক হয়ে যায় এবং গৌণ অ্যালুমিনাে বা গৌণ ফেরাে- অ্যালুমিনাে সিলিকেট গঠন করে। ক্ষার ও ক্ষার জাতীয় পদার্থ মূল খনিজ থেকে বেরিয়ে যাওয়ায় এই গৌণ অ্যালুমিনাে সিলিকেট খনিজ তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এভাবে নবগঠিত পদার্থের একত্র সমাবেশকে Weathering Complex বলে।

Q5.মাটি গঠনের প্রধান সমীকরণটি কী?
▷ মাটি গঠনে মৃৎবিজ্ঞানী জেনির সমীকরণটি বিশেষ উল্লেখযােগ্য। এটি হল-
    S = f(Cl, O, P, r, t)
যেখানে S = মাটি (soil), f = ক্রিয়া (function), Cl = জলবায়ু
(climate), O=জীবজগৎ (organic matter), P = আদি শিলা
(parent materials), r = ভূপ্রকৃতি (relief) এবং t = সময় (time)

Q6. ডুরিক্রাস্ট বলতে কী বােঝাে?
তৃণভূমি অঞ্চলে যেখানে সারনােজেম মৃত্তিকার সৃষ্টি হয়, সেখানে বৃষ্টিপাতের স্বল্পতা হেতু ধৌত প্রক্রিয়ায় ক্ষয় খুব কমই হয়ে থাকে। এর ফলে মৃত্তিকার নিম্নস্তরে চুনজাতীয় পদার্থ সঞ্জিত হয়ে যে কঠিন স্তর গঠিত হয়, তাকে ডুরিক্রাস্ট বলা হয়।

Q7. রেনজিনা কী?
গাঢ় রঙের এক ধরনের আঞলিক মৃত্তিকাকে বলা হয় রেনজিনা। এই মৃত্তিকার A স্তর ভঙ্গুর প্রকৃতির হয়।

Q8. ডাফ ও মাল কাকে বলে?
সরলবর্গীয় অরণ্য অঞ্চলে অবস্থিত মৃত্তিকা প্রােফাইলের ‘O' স্তরটিকে বলা হয় ডাফ। পর্ণমােচী অরণ্য অঞ্চলে অবস্থিত মৃত্তিকা প্রােফাইলের ‘O' স্তরটিকে বলা হয় মাল।

Q9. মাটি গঠনে ডকুচেভের সমীকরণটি লেখাে?
▷ ডকুচেভের সমীকরণটি হল ,  S= f(Cl, O, P, t) যেখানে S = মাটি, F = ক্রিয়া,
       Cl = জলবায়ু, O = জীবকুল, P = আদি শিলা এবং t = সময়।

Q10. মাটি সৃষ্টির উপাদান বা নিয়ন্ত্রক বা কারণগুলি কী কী?
 মাটি সৃষ্টির পাঁচটি উপাদান আছে। এদের প্রধান দুটি বিভাগ হল—সক্রিয় উপাদান ও নিষ্ক্রিয় উপাদান।
  • সক্রিয় উপাদান: (i) জলবায়ু (বৃষ্টিপাত, বাষ্পীভবন, উন্নতা) এবং (ii) জীবজগৎ (উদ্ভিদ, প্রাণী, জীবাণু)।
  • নিস্ক্রিয় উপাদান: (i) আদি শিলা বা জনক শিলা, (ii) ভূপ্রকৃতি এবং (ii) সময়।

Q11. মাটি গঠনকারী প্রক্রিয়াগুলি কী কী?
মাটি গঠনে চারটি মৌলিক প্রক্রিয়া আছে। এগুলি হল— (i) সংযােজন, (ii) অপসারণ, (iii) রূপান্তর
এবং (iv) স্থানান্তর। রূপান্তর ঘটে হিউমিফিকেশন ও খনিজকরণের মাধ্যমে, স্থানান্তর ঘটে-এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মাধ্যমে। এ ছাড়া, রয়েছে নির্দিষ্ট বা বিশেষ কিছু প্রক্রিয়া যেগুলি বিশেষ বিশেষ মাটি গঠন করে। এগুলি হল—ল্যাটেরাইজেশন, পডজলাইজেশন, গ্লেইজেশন,ক্যালশিফিকেশন, স্যালিনাইজেশন ও অ্যালকালাইজেশন।

Q12. মাটি গঠনে সময়ের পর্যায়গুলি কী কী?
 মৃত্তিকাবিজ্ঞানী Mohr 1969 খ্রিস্টাব্দে মাটি গঠনে সময়ের পর্যায়গুলিকে পাঁচটি ভাগে ভাগ করেছেন। ভাগগুলি হল— (i) প্রারম্ভিক, (ii)  তরুণ, (iii) যৌবন, (4) বার্ধক্য (5) পরিণত।

Q13. মাটি সৃষ্টিতে উদ্ভিদ কীভাবে সাহায্য করে?
  উদ্ভিদের শিকড় শিলায় প্রবেশ করে তাকে ফাটিয়ে দেয় এবং জল ও বাতাস চলাচলের পথ তৈরি করে। উদ্ভিদের শিকড় মাটির নীচে মরে যায় ও পচে যায়। তখন একাধিক জৈব অ্যাসিড নির্গত হয় এ ছাড়া, জীবন্ত শিকড় কার্বনিক অ্যাসিড ও অন্যান্য পদার্থ নির্গত করে। জলের সঙ্গে এসব অ্যাসিড ও
পদার্থ মিশে শিলা ও খনিজের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে মাটি গঠন করে।

Q14. বৃষ্টিপাত ও বাষ্পীয়ভবন কীভাবে মাটি গঠনে প্রভাব ফেলে?
▷ বাষ্পীয়ভবন অপেক্ষা বৃষ্টিপাত বেশি হলে ধৌত প্রক্রিয়ায় মাটির উপরি স্তরের খনিজ অনুস্রাবন  প্রক্রিয়ায় জলে দ্রবীভূত ও ভাসমান অবস্থা মাটির নীচের স্তরে চলে যায়। এতে মাটির ওপর ও নীচের স্তরের ভৌত ও রাসায়নিক ধর্মের তফাৎ হয়। এতে পোড়ালফারজাতীয় মাটি সৃষ্টি হয়। অন্যদিকে বাষ্পীয়ভবন বেশি হলে কৈশিক প্রয়ািয়য় নীচের লবণ ওপরে উঠে আসে ও লবনাক্ত মাটি গঠন করে। এতে পােডােক্যালজাতীয় মাটি গড়ে ওঠে।

Q15. কোন জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয় এবং কেন?
▷ উষ্ণ-আর্দ্র জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয় কারণ, এই প্রকার জলবায়ুতে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে। এতে শিলার দ্রুত বিয়ােজন ও পরিবর্তন ঘটে। এ ছাড়া, এই জলবায়ুতে উদ্ভিদ প্রচুর জম্মায় এবং জীবাণুকুলের সংখ্যা অনেক বেশি ও সক্রিয়। মৃত উদ্ভিদ ও মৃত জীবজন্তুর দেহকে আণুবীক্ষণিক জীব দ্রুত পচিয়ে দেয় উল্লিখিত প্রক্রিয়াগুলির মিলিত প্রভাবে মাটি দ্রুত গঠিত হয়।

Q16. মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম মূল শিলার দ্বারা কীভাবে নির্ধারিত হয়?
▷ মাটির ভৌত ধর্ম হল বুনন, কাঠামাে, জলধারণ ক্ষমতা, রং এবং রাসায়নিক ধর্ম হল অম্লতা ও ক্ষারকীয়তা যা pH মান দ্বারা জানা যায়। এই ধর্মগুলিতে  শিলাতে উপস্থিত খনিজের বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়।  যেমন- গ্রানাইট ও নিস্ শিলায় ফেল্ডসপারের পরিমাণ বেশি থাকলে কাদামাটি সৃষ্টি হয়। এই মাটির জলধারণ ক্ষমতা বেশি। ব্যাসল্ট শিলা থেকে ল্যাটেরাইট ও লালমাটি গঠিত হয় এবং এটি আম্লিক চুনাপাথর থেকে ক্ষারধর্মী মাটি গড়ে ওঠে।

Q17. স্থিতিশীল মাটি কাকে বলে?
▷ জনক শিলা বা মূল শিলায় গঠিত মাটি যদি ওই শিলার ওপর অবস্থান করে তখন তাকে স্থিতিশীল
 মাটি বলে। ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিসমূহ (জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি) বিশেষ ক্রিয়াশীল না হলে স্থিতিশীল মাটি উৎপন্ন হয়।

Q18.পরিবাহিত মাটি কাকে বলে?
▷ মাটি যদি আদি শিলার ওপর অবস্থান না করে জল, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র স্থানান্তরিত সঞ্চিত হয়, তখন তাকে পরিবাহিত মাটি বলা হয়। এই প্রকার মাটিতে কোনাে স্তর থাকে না এবং এই মাটি আদি শিলারকোনাে বৈশিষ্ট্য বহন করে না। উদাহরণ—পলিমাটি,লোয়েস ইত্যাদি। 

Q19. কঙ্কালসার মাটি কীভাবে সৃষ্টি হয়?
 কঙ্কালসার মাটি সাধারণত পর্বতের অবতল ঢালে দেখা যায়। পর্বতের উচ্চঢালের চূর্ণবিচূর্ণ শিলাখণ্ড,
বােল্ডার, নুড়ি, বড়াে বড়াে পাথর প্রভৃতি গড়িয়ে গড়িয়ে অবতল চালে একত্রিত হয়। পলি ও বালির সঙ্গে এইসব পদার্থ মিশে কঙ্কালসার মাটি তৈরি হয়। এই মাটি অপরিণত ও বয়সে নবীন।

Q20. কঙ্কালসার মাটিকে কেন রেগােলিথ বলা হয় না?
▷  আবহবিকারের পরবর্তী পর্যায়ে উচ্চঢ়ালের চূর্ণীকৃত পদার্থ অপসারিত হয়ে নিম্নঢ়লে সঞ্চিত হয়ে কঙ্কালসার মাটি সৃষ্টি হয়। কিন্তু আবহবিকারের আদি পর্বের চূর্ণীকৃত পদার্থ হল রেগােলিথ ,তাই কঙ্কালসার মাটি রেগােলিথ নয়।

Q21. হিউমাস কাকে বলে?
 মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির জীবানুকূল  দ্বারা পচন ক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালাে রঙের জটিল কলয়েড পদার্থ সৃষ্টি করে তাকে হিউমাস বলে। হিউমাস মাটিতে বেশিদিন থাকে না। এটি খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। হিউমাস-সমৃদ্ধ মাটি খুব উর্বর হয় এবং এর জলধারণ ক্ষমতা বেশি।

Q22. মিশেল কী?
মৃত্তিকার কলয়েডগুলির মধ্যে ঋণাত্মক তড়িৎ, খনিজ এবং জৈব কলয়েড থাকলে তাকে মিশেল বলে।

Q23. মৃত্তিকার স্তরায়ণ কাকে বলে?
ভূপৃষ্ঠের কোনাে স্থানের মৃত্তিকাকে উল্লম্বভাবে প্রস্তচ্ছেদ করলে কতকগুলি সুস্পষ্ট স্তর দেখা যায়, এগুলিকে বলা হয় মৃত্তিকার স্তরায়ণ।

Q24. জনক শিলা কাকে বলে?
ভূত্বকের উপরিভাগে বারিমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডলের ক্রিয়ার ফলে যে মৃত্তিকার সৃষ্টি হয়, তাকে বলা হয় জনক শিলা।

Q25. ল্যাটেরাইজেশন কী?
▷ আদ্র-গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চলে যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপর স্তর থেকে সিলিকা অপসৃত হয় এবং আয়রন ও অ্যালুমিনিয়াম কণা সঞ্চিত হয়ে থাকে, তাকে ল্যাটেরাইজেশন বলে।

Q26. হিউমিফিকেশন কাকে বলে ?
সাধারণত রেগােলিথের ওপর মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে এক ধরনের জটিল কালাে রঙের পদার্থ সৃষ্টি করে, যাকে হিউমাস বলে। এইরূপে হিউমাস গঠন প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন।

Q27. মৃত্তিকার অবনমন কাকে বলে?
 প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে যখন মৃত্তিকার গুণগত মান নষ্ট হয় এবং মৃত্তিকা উর্বরতা হারায়, তখন তাকে মৃত্তিকার অবনমন বলে।

Q28. সােলাম কাকে বলে?
▷ আদি শিলার ওপরে অবস্থিত পরিণত মাটির সমস্ত স্তরগুলিকে একত্রে সােলাম (Solum) বা মৃত্তিকা দেহ (Soil body) বলে। অপরিণত মাটিতে কোনাে সােলাম গঠিত হয় না।

Q29. মাটির ক্যাটেনা কী?
▷  জলনিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই আদি শিলা ও একই জলবায়ু অধ্যুষিত অঞ্চলে উচ্চ উপত্যকা থেকে নিম্ন উপত্যকা পর্যন্ত মাটির পরিলেখ বা প্রােফাইলের পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায় একে মাটির ক্যাটেনা বলা হয়। উচ্চ ঢাল থেকে নিম্ন ঢাল পর্যন্ত পরিলেখে ক্রমান্বয়ে দেখা যায় লালচে, হলদে ও সবুজ, ধূসর, নীলচে ধূসর মাটি।

Q30. হার্ডপ্যান বলতে কী বােঝ?
▷ হার্ডপ্যান হল অদ্রবণীয় পদার্থের শক্ত মাটির স্তর যা পড়সল মাটির B-স্তরে পডসলিকরণ প্রক্রিয়ায় গঠিত হয়। এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির A-স্তর থেকে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতি ক্ষার জাতীয় পদার্থ অপসারিত হয়ে 'B-স্তরে জমা হয়। এ ছাড়া, কর্দমযৌগের সেসকুঅক্সাইড ও কিছু সূক্ষ্ম পলি ইলুভিয়েশন প্রক্রিয়ায় B-স্তরে চলে আসে। এর ফলে B-স্তরটি আরও সুসংবদ্ধ হয় ও অপেক্ষাকৃত অপ্রবেশ্য হয়। যখন এই স্তরটি শুকিয়ে যায় তখন তা শক্ত হয়ে যায় একে হার্ডপ্যান বলে।

Q31. মাটির pH বলতে কী বােঝ?
▷ pH বলতে বােঝায় এক লিটার দ্রবণে সক্রিয় বা মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণ। কোনাে দ্রবণের মাধ্যমে মাটিতে এরূপ হাইড্রোজেন আয়নের উপস্থিতিকে মাটির pH বলা হয়। pH মানের দ্বারা মাটির রাসায়নিক ধর্ম—অম্লতা ও ক্ষারত্ব পরিমাপ করা যায়।

Q32. পেডােক্যাল মাটি কাকে বলে?
▷  বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন বেশি হলে (শুষ্ক জলবায়ু অঞলে) কৈশিক প্রক্রিয়ায় মাটির নীচের স্তর থেকে ক্যালশিয়াম কার্বনেট ও লবণ উঠে এসে ওপরের স্তরে সতি হয়। এভাবে যে ক্ষারধর্মী মাটি গঠিত হয় তাকে পেডােক্যাল মাটি বলে। উদাহরণ—সিরােজেম, চেস্টনাট, মরু মাটি ইত্যাদি।

👉 বাকি প্রশ্নও উত্তর পরের পাতায় দেখুন  [২]

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন