ভারতের মৃত্তিকা Mcq প্রশ্ন উত্তর প্র্যাক্টিস সেট (B)



⭓ প্রাকৃতিক ভূগােল ⭓ ⋙ চতুর্থ অধ্যায় -  মৃত্তিকা

উচ্চ মাধ্যমিক ভূগোল নতুন সিলেবাস 2022 ভারতের মৃত্তিকা MCQ & SAQ প্রশ্ন উত্তর পরীক্ষা প্রস্তুতি সেট 

Q33.মৃত্তিকা বলয়ের বৈশিষ্ট্য লেখাে?
মাটি গঠনকারী উপাদানগুলির তারতম্যের জন্য পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের মাটি দেখা
যায়। প্রত্যেক প্রকার মাটি ভূপৃষ্ঠে এক-একটি বলয় আকারে অবস্থান করছে। মৃত্তিকা বলয়গুলির বৈশিষ্ট্যগুলি হল— (i)মাটি সৃষ্টির প্রধান কারণ হল মাটি সৃষ্টিতে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রভৃতি উপাদানের তারতম্য হয়। (ii) মৃত্তিকা বলয়ের সব মাটি পরিণত ও সুস্পষ্ট স্তরবিশিষ্ট এবং ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য সমন্বিত হয়।

Q34.আঞ্চলিক মাটি কাকে বলে?
 জনক শিলার প্রভাব ছাড়াই কেবলমাত্র জলবায়ুর প্রভাবে বিভিন্ন জলবায়ু অঞ্চলে যেসব মাটি গঠিত হয় অর্থাৎ নিরক্ষরেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত জলবায়ুর তারতম্য অনুযায়ী যেসব বিভিন্ন প্রকার মাটি গঠিত হয় তাদের আঞ্চলিক মাটি (Zonal soil) বলে।

Q35.অ-আঞ্চলিক মাটি কাকে বলে?
  জল, বায়ু, হিমবাহ, তরঙ্গের প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকারজাত পদার্থ বাহিত হয়ে অন্যত্র সঞ্চিত হয় এবং মাটি-গঠন প্রক্রিয়ার প্রভাব ছাড়াই মাটিতে পরিনত হয়। এদের অ-আঞ্চলিক মাটি (Azonal soil) বলে। এসব মাটি অপরিণত ও স্তরহীন উদাহরণ—লােয়েশ, পলিমাটি ইত্যাদি।


           -: MCQ বা এক কথায় উত্তর :-

Q1. জীবাণুর কাজের ফলে মাটিতে কোন পদার্থের সৃষ্টি হয়?
➤ হিউমাস
Q2. হিউমাস কোন পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে পুনরায় ফিরে আসে?
➤ খনিজ পদার্থে
Q3. ক্ষুদ্রকণা বিশরণ কোন শিলায় ঘটে থাকে?
➤ গ্রানাইট শিলায়
Q4. কার্বনিক অ্যাসিড চুনাপাথরে বিক্রিয়া ঘটিয়ে কী তৈরি করে?
➤ ক্যালশিয়াম বাই কার্বনেট
Q5. মাটি গঠনের পূর্বে আবহবিকারের ফলে কী সৃষ্টি হয়?
➤ রেগােলিথ
Q6. মাটির মধ্যে কোন কোন দ্রব্য সংযােজিত হয়?
➤ বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য, জৈব পদার্থ ও জল
Q7. রাসায়নিক বিক্রিয়ার ফলে মাটি থেকে কোন বস্তু অপসারিত হয়?
➤ কার্বন ডাইঅক্সাইড
Q৪. মাটি মূল শিলার ওপর স্বত্থানিক হলে তাকে কোন মাটি বলা হয়?
➤ স্থিতিশীল মাটি
Q9. উৎপত্তিপত অবস্থান থেকে মাটি অন্যত্র সরে গেলে তাকে কোন মাটি বলা হয়?
➤ পরিবাহিত মাটি (Transported Soil)
Q10. কোন বুননযুক্ত মাটির জলধারণ ক্ষমতা বেশি?
➤ কাদামাটির
Q11. উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত উচ্চ পার্বত্য অঞ্চলের মাটির রং কী হয়?
➤ লালচে
Q12. নিম্ন পার্বত্য অংশে সবুজ, ধূসর, নীলচে ধূসর রঙের মাটি কোন অবস্থায় সৃষ্টি হয়?
➤ জলনিকাশি ব্যবস্থা ভালাে না হলে
Q13. শেষ পর্যায়ে গঠিত নবীন মৃত্তিকা দেহকে কী বলে?
➤ সােলাম
Q14. উত্তর গােলার্ধের দক্ষিণমুখী ঢালে কোন ধরনের মাটি দেখা যায়?
➤ ক্ষারধর্মী চুনময় মাটি
Q15. উত্তর গােলার্ধের উত্তরমুখী ঢালে কোন ধরনের মাটির উৎপত্তি ঘটে?
➤ অন্নধর্মী মাটি
Q16. মাটির ক্যাটেনার কোন অংশে মাটির রং হলদে হয়?
➤মধ্য অংশে
Q17. চেস্টনাট ও সিরােজেম কোন জলবায়ু অঞ্চলের মাটি?
➤মরু জলবায়ু অঞ্চলের মাটি
Q18. কোন কোন খনিজ থাকলে মাটির রং সাদা, ধূসর হয়?
➤ খনিজ লবণ, চুনাপাথর ও কোয়ার্টজ
Q19. দুটি শারীরবৃত্তীয় শুষ্ক মাটির উদাহরণ দাও?
➤ সােলনচাক ও সােলনেৎজ


Q20.একটি ভৌত শুষ্ক মাটির উদাহরণ দাও?
➤ রেগােসল বা লিথােসল
Q21.হাইড্রোজেন আয়ন বেশি হলে মাটি কোন চরিত্রের হয়?
➤ অল্মধর্মী
Q22.মাটির দুটি রাসায়নিক ধর্ম কী কী?
➤ অল্মতা ও ক্ষারত্ব
Q23.সিরােজেম মাটি ভারতের কোথায় দেখা যায়?
➤ থর মরুভূমিতে
Q24. আদ্র-ক্রান্তীয় জলবায়ুতে কোন আঞ্চলিক মাটি দেখা যায়?
➤ ল্যাটেরাইট মাটি
Q25.সিরাজেম বা চেস্টনাট মাটি কোন জলবায়ুতে দেখা যায়?
➤ মরু জলবায়ুতে
Q26. হার্ডপ্যান কোন মাটিতে দেখা যায়?
➤ ল্যাটেরাইট মাটি

               -: MCQ বা বহুবিকল্পভিত্তিক প্রশ্নও উত্তর :-

Q27. রেনজিনা ও চারনােজেম মাটি সৃষ্টির জন্য কোন রাসায়নিক প্রক্রিয়াটি দায়ী?
         (a) হাইড্রেশান
         (b) অক্সিডেশান
         (c) কার্বনেশান 
         (d) হাইড্রোলিসিস

⇨ (c) কার্বনেশান 

Q28. হাইড্রোলিসিস প্রক্রিয়ায় হেমাটাইট কোন খনিজে পরিবর্তিত হয়?
                  (a) জিপসাম 
                  (b) লিমােনাইট 
                  (c) সিডেরাইট 
                  (d) সার্পেন্টাইন

 (b) লিমােনাইট

Q29. নীচের কোনটি মাটির উৎপত্তির মৌলিক প্রক্রিয়া নয়?
            (a) হিউমিফিকেশান
            (b) আবহবিকার 
            (c) এভিয়েশন 
            (d) পড়জুলাইজেশন

  (d) পড়জুলাইজেশন

Q30. আয়রন অক্সাইড আয়রন হাইড্রাক্লাইডে পরিণত হলে মাটির রং কী হয়?
           (a) সবুজ 
           (b) সাদা 
           (c) হলুদ 
           (d) লাল

  (c) হলুদ

Q31. শীর্ষস্তরের মৃত্তিকা ক্ষয়ে প্রধান ভূমিকা গ্রহণ করে কোন প্রক্রিয়া?
               (a) চাদর প্রবাহ 
               (b) নালীক্ষয় 
               (c) খাতক্ষয় 
               (d) রাভাইন

  (a) চাদর প্রবাহ 

Q32. অধিকাংশ শস্য উৎপাদনের জন্য মাটির 'এর উপযুক্ত মাত্রা হল?
             (a) 6-7.5
             (b) 7 
             (c) 7–8 
             (d) 6–9

 (a) 6-7.5

Q33. C:N অনুপাত সাধারণত হয়?
         (a) 8:1–15:1 
         (b) 10:1-20:1
         (c) 11:1–21:1 
         (d) 25:1-35:1

  (a) 8:1–15:1

Q34. U.S.D.A এর চার্ট অনুযায়ী মৃত্তিকার শ্রেণিবিভাগকে বলা হয়?
            (a) 6th Approximation 
            (b) 7th Approximation 
            (c) 8th Approximation
            (d) 9th Approximation

⇨ (b) 7th Approximation

Q35. সােলানচাক মৃত্তিকার প্রকৃতি হল?
              (a) লবণময় 
              (b) চুনময় 
              (c) অম্লময় 
              (d) প্রস্তরময়

 (a) লবণময়

Q36. রেনজিনা মৃত্তিকার প্রকৃতি হল?
            (a) লবণময় 
            (b) চুনাময় 
            (c) অম্লময়
            (d) শিলাময়

⇨  (b) চুনাময়

Q37. জলাভূমির মৃত্তিকা_____নামে পরিচিত?
             (a) সিরােজেম
             (b) সােলনেজ 
             (c) বগ 
             (d) পিট নামে পরিচিত

 (c) বগ

Q38. পেডােক্যাল মৃত্তিকার প্রকৃতি হল?
             (a) ক্ষারকীয় 
             (b) আম্লিক 
             (c) লবণাক্ত 
             (d) কোনটিই নয়

 (a) ক্ষারকীয়

Q39. পেডালক্ষার মৃত্তিকার প্রকৃতি হল?
           (a) ক্ষারকীয় 
           (b) আম্লিক 
           (c) লবণাক্ত 
           (d) কোনটিই নয়

 (b) আম্লিক

Q40. পড়সল হল একটি?
           (a) পেডালফার 
           (b) পেডােক্যাল 
           (c) সিরােজেম মাটি 
           (d) অপরিণত মাটি

 (a) পেডালফার

Q41. সিরােজেম মাটিতে ধৌত প্রক্রিয়া______?
           (a) খুব কম 
           (b) বেশি 
           (c) মাঝারি 
           (d) খুব বেশি হয়

 (a) খুব কম

Q42.আর্দ্রতার পরিপ্রেক্ষিতে বালিমাটি কোন শ্রেণিভুক্ত?
           (a) শারীরবৃত্তীয় শুষ্কমৃত্তিকা 
           (b) ভৌত শুষ্কমৃত্তিকা 
           (c) বগ মৃত্তিকা 
           (d) রেগুর

⇨ (b) ভৌত শুষ্কমৃত্তিকা

Q43. 'NPK' একযােগে যে মৌল নামে পরিচিত তা হল?
           (a) অনুঘটক মৌল 
           (b) সংকটী মৌল 
           (c) সাংগঠনিক মৌল 
           (d) উপকারী মৌল

⇨  (b) সংকটী মৌল

Q44. উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটি গঠনের হার হয়?
            (a) দ্রুত 
            (b) ধীর 
            (c) মাঝারী 
           (d) অতিধী

 (a) দ্রুত

Q45.মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে বলে?
              (a) পরিলেখ 
              (b) হরাইজন 
              (c) ক্যাটেসা
              (d) পেড

⇨ (a) পরিলেখ

Q46. ক্যালসিয়াম কার্বোনেটের প্রাধান্য আছে?
         (a) পডসল ও ল্যাটেরাইট মাটিতে 
         (b) ল্যাটেরাইট ও চারনােজেম মাটিতে 
         (c) চারনােজেম ও চেস্টনাট মাটিতে 
         (d) পলি ও লােয়েস মাটিতে

⇨ (c) চারনােজেম ও চেষ্টনাট মাটিতে


Q47. অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড বেশি আছে?
          (a) পডসল 
          (b) চারনােজেম 
          (c) ল্যাটেরাইট 
          (d) পলিমাটিতে

⇨ (b) চারনােজেম

Q48.পেডােক্যাল মাটি সৃষ্টিতে______বেশী?
            (a) বৃষ্টি বেশী 
            (b) বাষ্পীভবন বেশী 
            (c) বাষ্পীভবন কম 
            (d) বৃষ্টিকম হয়

⇨ (b) বাষ্পীভবন বেশী

Q49.পিট বা বগ মাটি সৃষ্টি হয়?
           (a) সমভূমিতে 
           (b) মালভূমিতে 
           (c) প্লাবনভূমিতে 
           (d) জলাভূমিতে

⇨ (d) জলাভূমিতে

Q50. সােলানচাক মাটি সৃষ্টির প্রক্রিয়াটি হল?
           (a) ধৌত 
           (b) কৈশিক 
           (c) ইলুভিয়েশান 
           (d) অনুস্রাবণ

⇨  (d) কৈশি

Q51. মাটির রং লাল হওয়ার কারণ?
           (a) জিঙ্কের উপস্থিতি 
           (b) তামার উপস্থিতি 
           (c) লােহার উপস্থিতি 
           (d) সীসার উপস্থিতি

⇨ (c) লােহার উপস্থিতি

👉 বাকি প্রশ্নও উত্তর পরের পাতায় দেখুন  [৩]


Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন