⭓ প্রাকৃতিক ভূগােল ⭓
অধ্যায় : জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ
⦿⦿ উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্ততি ⦿⦿
⭓ ভারতের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ MCQ এবং ছােটো প্রশ্নও উত্তর সেট ২০২২ পিডিএফ ফাইল সহকারে !
Q1. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তরঃ সুন্দরবন
Q2. বৃক্ষকে পাদপ বলা হয় কেন?
উত্তরঃ বৃক্ষ মূল দিয়ে জল শােষণ করে তাই বৃক্ষকে পাদপ বলে
Q3. একটি ভূমধ্যসাগরীয় মেসােফাইটের নাম লেখাে?
উত্তরঃ জলপাই
Q4. কোন্ লবণাম্বু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরােদগম হয় না?
উত্তরঃ সুন্দরী গাছের
Q5. ক্লাইম্বার’ কাকে বলে?
উত্তরঃ কোনাে কোনাে লতানাে উদ্ভিদ অন্য কোনাে আশ্রয় দাতাকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, তাকে ক্লাইম্বার বলে
Q6. ‘লিথােফাইট' কী?
উত্তরঃ শিলার গায়ে জন্মানাে উদ্ভিদ
Q7. ‘অ্যানজিওম্পার্ম' কাকে বলে?
উত্তরঃ গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদকে
Q8. ‘উদাসীন উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যে সকল উদ্ভিদ সূর্যালােকের বিষয়ে উদাসীন, যেমন- তুলাে
Q9. অধ্যাপক ওয়ারমিং-এর লেখা উদ্ভিদবিদ্যা সম্পর্কিত গ্রন্থটির নাম কী?
উত্তরঃ 'Oecology of Plants: An introduction to the Study of Plants".
Q10. যে সকল উদ্ভিদ সম্পূর্ণ জলজ পরিবেশে জন্মায় তাদের কী বলে?
উত্তরঃ হাইড্রোফাইট
Q11. লবণাক্ত মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তাদের কী বলে?
উত্তরঃ হ্যালােফাইট
Q12. ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলকে কী বলে?
উত্তরঃ নিউম্যাটোফোর
Q13. রােদ পছন্দ করে এরূপ মেসসাফাইট উদ্ভিদকে কী বলে?
উত্তরঃ হেলিওফাইট
Q14. এক বর্ষজীবি জেরােফাইট উদ্ভিদ কী নামে পরিচিত?
উত্তরঃ এফিমেরাল
Q15. জলের ওপরে শ্বাস-প্রশ্বাসের জন্য হ্যালােফাইট উদ্ভিদের কী থাকে?
উত্তরঃ শ্বাসমূল
Q16. দিন ও রাত্রির তাপমাত্রায় উদ্ভিদের যে প্রতিক্রিয়া হয়, তাকে কী বলে?
উত্তরঃ আলােকপর্যায় বৃত্তি
Q17. কোন্ জাতীয় উদ্ভিদের পাতার উভয়দিকে পত্ররন্ধ্র থাকে?
উত্তরঃ মেসােফাইট
Q18. যে সকল উদ্ভিদ ঠান্ডা মাটিতে জন্মায় তাদের কী বলে?
উত্তরঃ সাইক্রোফাইট
Q19. অধঃক্ষেপণের দুটি রূপ লেখ?
উত্তরঃ বৃষ্টিপাত ও তুষারপাত
Q20. কোন্ ঋতুতে বায়ুর আর্দ্রতার পরিমাণ বাড়ে?
উত্তরঃ বর্ষা ঋতুতে
Q21. একটি আলােকপর্ব নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ দাও?
উত্তরঃ টম্যাটো
Q22. জাঙ্গল উদ্ভিদের মূল কী প্রকৃতির হয়?
উত্তরঃ মূলগুলি সুগঠিত ও প্রচুর শাখা-প্রশাখাযুক্ত হয়
Q23.ফলের মধ্যেই বীজের অঙ্কুরােদ্গম প্রক্রিয়াকে কী বলে?
উত্তরঃ জরায়ুজ অঙ্কুরােদ্গম
Q24. ঠেসমূলের অপর নাম কী?
উত্তরঃ সুন্দরবন
Q2. বৃক্ষকে পাদপ বলা হয় কেন?
উত্তরঃ বৃক্ষ মূল দিয়ে জল শােষণ করে তাই বৃক্ষকে পাদপ বলে
Q3. একটি ভূমধ্যসাগরীয় মেসােফাইটের নাম লেখাে?
উত্তরঃ জলপাই
Q4. কোন্ লবণাম্বু উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরােদগম হয় না?
উত্তরঃ সুন্দরী গাছের
Q5. ক্লাইম্বার’ কাকে বলে?
উত্তরঃ কোনাে কোনাে লতানাে উদ্ভিদ অন্য কোনাে আশ্রয় দাতাকে জড়িয়ে ধরে ওপরে ওঠে, তাকে ক্লাইম্বার বলে
Q6. ‘লিথােফাইট' কী?
উত্তরঃ শিলার গায়ে জন্মানাে উদ্ভিদ
Q7. ‘অ্যানজিওম্পার্ম' কাকে বলে?
উত্তরঃ গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদকে
Q8. ‘উদাসীন উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যে সকল উদ্ভিদ সূর্যালােকের বিষয়ে উদাসীন, যেমন- তুলাে
Q9. অধ্যাপক ওয়ারমিং-এর লেখা উদ্ভিদবিদ্যা সম্পর্কিত গ্রন্থটির নাম কী?
উত্তরঃ 'Oecology of Plants: An introduction to the Study of Plants".
Q10. যে সকল উদ্ভিদ সম্পূর্ণ জলজ পরিবেশে জন্মায় তাদের কী বলে?
উত্তরঃ হাইড্রোফাইট
Q11. লবণাক্ত মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তাদের কী বলে?
উত্তরঃ হ্যালােফাইট
Q12. ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলকে কী বলে?
উত্তরঃ নিউম্যাটোফোর
Q13. রােদ পছন্দ করে এরূপ মেসসাফাইট উদ্ভিদকে কী বলে?
উত্তরঃ হেলিওফাইট
Q14. এক বর্ষজীবি জেরােফাইট উদ্ভিদ কী নামে পরিচিত?
উত্তরঃ এফিমেরাল
Q15. জলের ওপরে শ্বাস-প্রশ্বাসের জন্য হ্যালােফাইট উদ্ভিদের কী থাকে?
উত্তরঃ শ্বাসমূল
Q16. দিন ও রাত্রির তাপমাত্রায় উদ্ভিদের যে প্রতিক্রিয়া হয়, তাকে কী বলে?
উত্তরঃ আলােকপর্যায় বৃত্তি
Q17. কোন্ জাতীয় উদ্ভিদের পাতার উভয়দিকে পত্ররন্ধ্র থাকে?
উত্তরঃ মেসােফাইট
Q18. যে সকল উদ্ভিদ ঠান্ডা মাটিতে জন্মায় তাদের কী বলে?
উত্তরঃ সাইক্রোফাইট
Q19. অধঃক্ষেপণের দুটি রূপ লেখ?
উত্তরঃ বৃষ্টিপাত ও তুষারপাত
Q20. কোন্ ঋতুতে বায়ুর আর্দ্রতার পরিমাণ বাড়ে?
উত্তরঃ বর্ষা ঋতুতে
Q21. একটি আলােকপর্ব নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ দাও?
উত্তরঃ টম্যাটো
Q22. জাঙ্গল উদ্ভিদের মূল কী প্রকৃতির হয়?
উত্তরঃ মূলগুলি সুগঠিত ও প্রচুর শাখা-প্রশাখাযুক্ত হয়
Q23.ফলের মধ্যেই বীজের অঙ্কুরােদ্গম প্রক্রিয়াকে কী বলে?
উত্তরঃ জরায়ুজ অঙ্কুরােদ্গম
Q24. ঠেসমূলের অপর নাম কী?
উত্তরঃ স্তম্ভমূল
Q25.স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে কোন উপাদানের প্রভাব সর্বাধিক?
উত্তরঃ জলবায়ু
Q26. এক-একটি উদ্ভিদ বলয়কে বাস্তুতান্ত্রিকভাবে কী বলা হয়?
উত্তরঃ প্রাকৃতিক বাসস্থান
Q27. জলবায়ু বলয়গুলিকে কারা চিহ্নিত করে?
উত্তরঃ উদ্ভিদ
Q28. পৃথিবীতে উদ্ভিদের বিস্তার ও বিকাশ মূলত কোন কারণে ঘটেছে?
উত্তরঃ সূর্যালােকের জন্য
Q29. যেসব উদ্ভিদের ফুল ফুটতে দিনের আলাে বেশি লাগে সেসব উদ্ভিদ কোথায়
জন্মায়?
উত্তরঃ উচ্চ অক্ষাংশে
Q30. আলাের পছন্দ অনুসারে কোন শ্রেণির উদ্ভিদের পাতার উভয়তলে পত্ররন্ধ আছে?
উত্তরঃ আলােক-বিদ্বেষী
Q31. বাতাস শুষ্ক হলে গাছের কোন ক্রিয়া বেড়ে যায়?
উত্তরঃ প্রস্বেদন ক্রিয়া
Q32. বক্র গঠনের গাছ কোন অঞ্চলে বেশি দেখা যায়?
উত্তরঃ উপকূলবর্তী অঞ্চলে
Q33. কোন ধরনের উদ্ভিদ দ্রুত জীবনচক্র সম্পন্ন করে?
উত্তরঃ খরা বর্জনকারী উদ্ভিদ
Q34. কোন জাতীয় উদ্ভিদ পরিবেশের সঙ্গে অভিযােজন ঘটাতে কোশের হ্রাসবৃদ্ধি
ঘটায়?
উত্তরঃ জাঙ্গল উদ্ভিদ
Q35. আম্লিক মাটিতে জন্মায় এ ধরনের উদ্ভিদের নাম করাে?
উত্তরঃ পাইন, রডােডেনড্রন
Q36. কোন জাতীয় উদ্ভিদ প্রস্বেদন ক্রিয়া নিম্নস্তরে নামিয়ে আনে?
উত্তরঃ জাঙ্গল উদ্ভিদ
Q37. পৃথিবীর মরু ও মরুপ্রায় অঞ্চলে স্বল্প বৃষ্টিপাতের জন্য কী ধরনের উদ্ভিদ
জন্মায়?
উত্তরঃ জেরােফাইট বা জাঙ্গল উদ্ভিদ
Q38. সুন্দরবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিজ্জের ধরন কী?
উত্তরঃ লবণাম্বু চিরসবুজ উদ্ভিদ
Q39. স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ মানুষের কোনাে প্রচেষ্টা বা হস্তক্ষেপ ছাড়াই যেসব উদ্ভিদ প্রধানত জলবায়ু,
ভূপ্রকৃতি ও মাটির প্রভাবে প্রকৃতিতে যেসব উদ্ভিদ প্রধানত জলবায়ু, ভূপ্রকৃতি
ও মাটির প্রভাবে প্রকৃতিতে আপনাআপনি জন্মায় বা প্রাকৃতিক বাসস্থান গড়ে
তোলে সেসব উদ্ভিদকে স্বাভাবিক উদ্ভিদ বলে।
Q40. উদ্ভিদের বিশ্রামকাল বলতে কী বােঝ?
উত্তরঃ উচ্চ তাপমাত্রায় উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজকর্ম বৃদ্ধি পায়। কিন্তু
তাপমাত্রা হ্রাস পেলে উদ্ভিদ তাদের প্রস্বেদন ইত্যাদি ক্রিয়াকলাপের মাত্রা
সর্বনিম্ন করে দেয়। যেসময়ে উদ্ভিদের ক্রিয়াকলাপ সর্বনিম্ন হয় এবং
তখনই উদ্ভিদের বিশ্রামকাল তােলে, সেসব উদ্ভিদকে উদ্ভিদের
বিশ্রামকাল বলা হয়।
Q41. জলজ উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ সম্পূর্ণ জলজ পরিবেশে কিংবা প্রচুর পরিমাণ জল বা আর্দ্র মাটিতে যেসব
উদ্ভিদ জন্মায় তাদের জলজ উদ্ভিদ বলে। নদনদী, হ্রদ, জলাশয়, পুকুর প্রভৃতি জলজ
পরিবেশে এই শ্রেণির উদ্ভিদ জন্মায়।
উদাহরণ : কচুরিপানা, টোপাপানা, উদ্ভিদ প্ল্যাঙ্কটন, পাতাশ্যাওলা
ইত্যাদি।
Q42. জলজ উদ্ভিদ কেন জলে ভাসতে পারে?
উত্তরঃ জলজ উদ্ভিদের স্পঞ্জের মতাে কলাগুলি কোশে ভরতি থাকে। এই কোশগুলির মধ্যবর্তী
অংশের ফাকগুলি বাতাসে পরিপূর্ণ থাকায় জলজ উদ্ভিদ জলে ভাসতে পারে।
Q43. উভচর বা অ্যাম্ফিবিয়াস উদ্ভিদ বলতে কী বােঝ?
উত্তরঃ কিছু কিছু জলজ উদ্ভিদ আছে যারা অগভীর জলে বেড়ে ওঠে এবং যাদের আত্তীকরণ অঙ্গ
জলের ওপরে থাকে ও মূলজ অংশ কাদামাটিতে আবদ্ধ থাকে এদের উভচর উদ্ভিদ বলে। এরা
খাল, বিল, ডােবা, পুকুর ইত্যাদির ধারে জন্মায়, যেমন—হােগলা, হিংচে
প্রভৃতি।
Q44. জেরােফাইট বা জাঙ্গল উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত উদ্ভিদ অঙ্গসংস্থান, শারীরস্থানীয় ও শারীরবৃত্তীয় পরিবর্তনের
মাধ্যমে শুষ্ক পরিবেশ বা মরু পরিবেশে সাফল্যের সঙ্গে মানিয়ে নিয়ে জীবনচক্র
সম্পূর্ণ করে কিংবা বেঁচে থাকে তাদের জাঙ্গল উদ্ভিদ বলা হয়। উদাহরণ : আকন্দ,
করবী, ফণীমনসা, ঘৃতকুমারী ইত্যাদি।
Q45. বর্ষজীবী উদ্ভিদ বলতে কী বােঝ?
উত্তরঃ কিছু কিছু জাঙ্গল বা মরু উদ্ভিদ আছে যারা সংক্ষিপ্ত বর্ষা ঋতুর শুরুতে
বীজের অঙ্কুরােদ্গম ঘটায়, বৃদ্ধি পায়, ফুল ফোটায় ও মাটি শুকিয়ে যাওয়ার
আগেই বীজ উৎপন্ন করে। বীজের মধ্যেই এরা বেঁচে থাকে এবং খরাকে এড়িয়ে যায়। এ
ছাড়া, কিছু কিছু উদ্ভিদ তাদের মূল অংশকে মাটির মধ্যে এক বা দুবছর রেখে দিয়ে
খরা থেকে নিষ্কৃতি পায়। মাটি কোনােভাবে সরস হলে ওই অংশ থেকে পুনরায় উদ্ভিদ
জন্মায়। খুব অল্প সময়ের মধ্যে অথবা এক-দু-বছরের মধ্যে এদের জীবনচক্র সম্পূর্ণ
হয়। তাই এরা বর্ষজীবী উদ্ভিদ নামে পরিচিত।
Q46. ভারতের কোথায় কোথায় লবণাম্বু ৰা ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়?
উত্তরঃ ভারতের গঙ্গা-ব্রক্ষ্মপুত্র নদীর বদ্বীপ ও খাড়িতে ; ওড়িশা, তামিলনাড়ু,
অন্ধ্রপ্রদেশ, কেরল,
কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাত রাজ্যের সমুদ্র উপকূলবর্তী ও নদী মােহানা অঞ্চলে
লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদের বনভূমি রয়েছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের
সুন্দরবন সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত।
Q47. অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলা হয়।
উদাহরণ : বিভিন্ন ধরনের শৈবাল, মস, ফার্ন, পান ইত্যাদি।
Q48. সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
উত্তরঃ যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলা হয়। এইসব উদ্ভিদ
ব্যক্তবীজী ও গুপ্তবীজী—এই দু-ধরনের হয়। সব ধরনের কাষ্ঠল উদ্ভিদ, পরাশ্রয়ী।
উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ এর উদাহরণ।
Q49. মেরু অঞ্চলে উদ্ভিদের ফুল ফুটতে দীর্ঘ সময় লাগে কেন?
উত্তরঃ মেরু অঞ্চলে উদ্ভিদের ফুল ফুটতে দীর্ঘ সময় লাগার কারণ উচ্চ অক্ষাংশের জন্য
মেরু অঞ্চলে দিন বা রাতের দৈর্ঘ্য নিম্ন অক্ষাংশের দিন বা রাতের দৈর্ঘ্যের
তুলনায় অনেক বেশি বা দীর্ঘ। এ ছাড়া, উন্নতাও অনেক কম থাকে। তাই দিনের পরিমাণ
অনেক বেশি হওয়ায় উদ্ভিদও তার ফুলকে ফোটাতে দীর্ঘ সময় নেয়।
Q50. হাইগ্রোফাইট কাকে বলে?
উত্তরঃ আদ্রর্তাপূর্ণ ভারী আবহাওয়া ও ভিজে সেতসেঁতে মাটিতে যেসব উদ্ভিদ জন্মায়
তাদের হাইগ্রোফাইট বলে। বাতাস শুষ্ক হলে এসব উদ্ভিদ মারা যায়। নিরক্ষীয়
বৃষ্টি অরণ্যে প্রচুর হাইগ্রোফাইট জন্মায়। ফাঙ্গি, ফার্ন—এই জাতীয় উদ্ভিদের
উদাহরণ।
⦿ Multiple Choice Question (MCQ)
Q51. একটি ভাসমান জলজ উদ্ভিদের উদাহরণ হল?
(a) হােগলা
(b) পদ্ম
(c) কচুরিপানা
(d) শালুক
উত্তরঃ (c) কচুরিপানা
Q52. একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ হল?
(a) শুশনি
(b) পানিফল
(c) ঝাঁঝি
(d) হােগলা
উত্তরঃ (c) ঝাঁঝি
Q53. খরা সহিষ্ণু উদ্ভিদের উদাহরণ হল?
(a) ফণীমনসা
(b) বােরাসিনেসি
(c) ঘৃত কুমারী
(d) বাবলা
উত্তরঃ (d) বাবলা
Q54. খরা প্রতিরােধকারী উদ্ভিদের উদাহরণ হল?
(a) বাবলা
(b) আকন্দ
(c) করবী
(d) ফণীমনসা
উত্তরঃ (d) ফণীমনসা
Q55. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় কোন প্রকৃতির উদ্ভিদ জন্মায়?
(a) জেরােফাইট
(b) হ্যালােফাইট
(c) হাইড্রোফাইট
(d) মেসােফাইট
উত্তরঃ (b) হ্যালােফাইট
Q56. স্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন ধরনের উদ্ভিদের?
(a) লবণাস্তু
(b) জাঙ্গল
(c) জলজ
(d) সাধারণ
উত্তরঃ (a) লবণাম্বু
Q57. জরায়ুজ অঙ্কুরােদগম দেখা যায়?
(a) জলজ উদ্ভিদের
(b) সাধারণ উদ্ভিদের
(c) জাঙ্গল উদ্ভিদের
(d) লবণাম্বু উদ্ভিদের
উত্তরঃ (d) লবণাম্বু উদ্ভিদের
Q58. পৃথিবীর সর্বাধিক অরণ্য দেখা যায় কোন্ দেশে?
(a) ভারত
(b) অষ্ট্রেলিয়া
(c) রাশিয়া (ইউরােপীয় অংশ
সহ)
(d) চিন
উত্তরঃ (c) রাশিয়া (ইউরােপীয়
অংশ সহ)
Q59. আম গাছ কোন্ প্রকৃতির উদ্ভিদ?
(a) মেসােফাইট
(b) হাইড্রোফাইট
(c) জেরােফাইট
(d) হ্যালােফাইট
উত্তরঃ (a) মেসােফাইট
Q60. আম্লিক মৃত্তিকায় জন্মানাে উদ্ভিদকে বলে?
(a) অক্সিলোেফাইট
(b) লিথােফাইট
(c) সাইকোলােফাইট
(d) স্যামােফাইট
উত্তরঃ (a) অক্সিলােফাইট
Q61. জলজ উদ্ভিদের মূল কী প্রকৃতির হয়?
(a) ছােটো
(b) মাঝারি
(c) বড়াে
(d) খুব বড়াে
উত্তরঃ (a) ছােটো
Q62. স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য ও ভৌগােলিক বন্টনের অন্যতম নিয়ন্ত্রক
হল?
(a) জলবায়ু
(b) অরণ্য নীতি
(c) অরণ্যের
পরিবেশ
(d) জনসংখ্যা
উত্তরঃ (a) জলবায়ু
Q63. অম্লযুক্ত মাটিতে জন্মায়?
(a) লিথােফাইট
(b) অক্সিলােফাইট
(c) সামােফাইট
(d) সাইক্রোফাইট
উত্তরঃ (b) অক্সিলােফাইট
Q64. উচ্চ তাপমাত্রায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে?
(a) মেগাথার্মস
(b) মেসােথার্মস
(c) মাইক্রোথার্মস
(d) হেকিন্সটোথার্মস
উত্তরঃ (a) মেগাথার্মস
Q65. অতি নিম্ন তাপমাত্রায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে?
(a) মেসােথার্মস
(b) মেগাথার্মস
(c) মাইক্রোথার্মস
(d) হেকিসটোথার্মস
উত্তরঃ (d) হেকিসটোথার্মর্স
Q66. তাপমাত্রার চাহিদা অনুসারে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেন?
(a) ওয়ারমিং
(b) শ্চিমপার
(c) রন কাইয়ার
(d) কোপেন
উত্তরঃ (c) রন কাইয়ার
Q67.. উদ্ভিদ কোশের বৃদ্ধিতে সাহায্য করে?
(a) নীল রশ্মি
(b) অতি বেগুনী রশ্মি
(c) লাল রশ্মি
(d) সবুজ রশ্মি
উত্তরঃ (c) লাল রশ্মি
Q68. জল ও মৃত্তিকার সম্পর্কের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেন?
(a) গ্রাবণার
(b) ওয়ারমিং
(c) রন কাইয়ার
(d)শ্চিমপার
উত্তরঃ (b) ওয়ারমিং
Q69. সালােক সংশ্লেষ জন্যে যে উপাদানের প্রয়ােজন আছে?
(a) মাটি
(b) জল
(c) সার
(d) হিউমাস
উত্তরঃ (b) জল
Q70. মরু ও মরুপ্রায় জলবায়ুতে যে উপাদান কম পাওয়া যায় তা হলো?
(a) প্রবাহ
(b) অভিমুখ
(c) আর্দ্রতা
(d) গতি
উত্তরঃ (c) আর্দ্রতা
Q71. মরু ও মরুপ্রায় অঞ্চলে যে প্রক্রিয়ার হার বেশি?
(a) বাষ্পীভবন
(b) অধঃক্ষেপণ
(c) বিয়ােজন
(d) পুঞ্জিত ক্ষয়
উত্তরঃ (a) বাস্পীভবন
Q72. আলােকপ্রিয় উদ্ভিদ যে শ্রেণির অন্তর্গত?
(a) হ্যালােফাইট
(b) হেলিওফাইট
(c) স্কিওফাইট
(d) টেরিডােফাইট
উত্তরঃ (b) হেলিওফাইট
Q73. ছায়াপ্রিয় উদ্ভিদ যে শ্রেণির অন্তর্গত?
(a) হ্যালােফাইট
(b) হেলিওফাইট
(c) স্কিওফাইট
(d) টেরিডােফাইট
উত্তরঃ (c) স্কিওফাইট
Q74. পৃথিবীর মােট আয়তনের অরণ্য দ্বারা আবৃত অংশ হল প্রায়?
(a) 30%
(b) 40%
(c) 50%
(d) 60%
উত্তরঃ (a) 30%
Q75. উলফিয়া’ এক প্রকারের?
(a) জাঙ্গল উদ্ভিদ
(b) জলজ উদ্ভিদ
(c) সাধারণ উদ্ভিদ
(d) ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তরঃ (b) জলজ উদ্ভিদ
Q76. উদ্ভিদ প্রজাতির সংখ্যা সর্বাধিক_____?
(a) ক্রান্তীয় অঞ্চলে
(b) নিরক্ষীয় অঞ্চলে
(c) মেরু অঞ্চলে
(d) তুন্দ্রা অঞ্চলে
উত্তরঃ (a) ক্রান্তীয় অঞ্চলে
Q77. পান হল একটি?
(a) স্কিওফাইট
(b) হাইড্রোফাইট
(c) মেসােফাইট
(d) ম্যানগ্রোভ উদ্ভিদ
উত্তরঃ (a) স্কিওফাইট
Q78. শিলাগাত্রে কোন প্রজাতির গাছ জন্মায়?
(a) জেরােফাইট
(b) মেসােফাইট
(c) লিথােফাইট
(d) সাইকোলােফাইট
উত্তরঃ (c) লিথােফাইট
Q79. বরফাবৃত মৃত্তিকায় কোন্ গাছ জন্মায়?
(a) জেরােফাইট
(b) মেসােফাইট
(c) লিথােফাইট
(d) সাইকোলােফাইট
উত্তরঃ (d) সাইকোলােফাইট
Q80. অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায়?
(a) পর্ণমােচী উদি
(b) চিরহরিৎ উদ্ভিদ
(c) মরু উদ্ভিদ
(d) বীরুৎজাতীয় উদ্ভিদ
উত্তরঃ (b) চিরহরিৎ বৃক্ষ
Q81. মেহগনি এক ধরনের?
(a) মেগাথার্মস
(b) মেসােথার্মস
(c) মাইক্রোথার্মস
(d) হেকিসটোথার্মস
উত্তরঃ (a) মেগাথার্মস
Q82. সবুজ উদ্ভিদের আলােক প্রাপ্তির সময়কালকে বলে?
(a) আলােকবর্ষ
(b) আলােকপর্ব
(c) আলােক প্রিয়
(d) আলােক বিদ্বেষী
উত্তরঃ (a) আলােকপর্ব
Q83. ভারতে হাইড্রোফাইটস দেখা যায়?
(a) মরু অঞ্চলে
(b) পাবর্ত্য অঞ্চলে
(c) মালভূমি অঞ্চলে
(d) সমভূমির বন্যাপ্রবণ অঞ্চলে
উত্তরঃ (d) সমভূমির বন্যাপ্রবণ
অঞ্চলে
Q84. ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সর্বাধিক দেখা যায়?
(a) হাইড্রোফাইটস
(b) মেসােফাইটস
(c) জেরােফাইটস
(d) হ্যালােফাইট
উত্তরঃ (b) মেসােফাইটস
Q85. মেসােথার্মস দেখা যায়?
(a) তুন্দ্রা
(b) স্তেপ
(c) নিরক্ষীয়
(d) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
উত্তরঃ (d) ভূমধ্যসাগরীয়
জলবায়ু অঞ্চলে
Size - 396 KB
Total Page - 10
Name - জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ পিডিএফ
File Format - পিডিএফ [PDF]
File Location - Google Drive
👉 Click Hear To Download