উচ্চ মাধ্যমিক ভূগোল SAQ / অতিসংক্ষিপ্ত / প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষাথীর জন্য পরিবর্তিত ও সংশোধিত সিলেবাস অনুযায়ী 2022 এর  উচ্চ মাধ্যমিক ভূগোল SAQ / অতিসংক্ষিপ্ত / প্রশ্ন উত্তর :


[ অধ্যায়ঃ- শিল্প ⬌ প্র্যাকটিস সেট ]

⦿ পেট্রো-রসায়ন শিল্পের মৌলিক উপাদান কী?
উত্তরঃ ন্যাপথা
⦿ ফোর্ড মােটর কোম্পানি কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বই
⦿ বজাজ-কাওয়াসাকি কোথায় তৈরি হয়?
উত্তরঃ পুনে
⦿ ওয়েবার শিল্পের অবস্থানগত তত্ত্ব কবে প্রকাশ করেন?
উত্তরঃ ১৯০৯ সালে
⦿ পুরুষদের শেরওয়ানি পােষাক ভারতের কোন অঞ্চলে অধিক প্রচলিত?
উত্তরঃ উত্তর ভারতে 
⦿ ইস্পাতের সাথে ক্রোমিয়াম ও কী মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়?
উত্তরঃ নিকেল
⦿ কত সালে TISCO স্থাপিত হয়?
উত্তরঃ ১৯০৭ সালে
⦿ পৃথিবীর সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে কোন দেশে?
উত্তরঃ  ব্রিটিশ যুক্তরাজ্য
⦿ কানাডার কোন প্রদেশকে বিশ্বের কাগজ রাজধানী বলে?
উত্তরঃ কুইবেক
⦿ ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় কোন সালে?
উত্তরঃ ১৮৪০ সালে
⦿ ভারতে খাদি গ্রামােদ্যোগ সংস্থা কীজন্য বিখ্যাত?
উত্তরঃ  হস্তচালিত পােষাক তৈরীতে
⦿ 'Automobile city of the world' কাকে বলা হয়?
উত্তরঃ ডেট্রয়েট কে
⦿ ভারতের একটি উদীয়মান শিল্পের উদাহরণ দাও?
উত্তরঃ পেট্রো-রসায়ন
⦿ কানাডায় কাগজশিল্পের জন্য কোন নদীর জল অধিক ব্যবহৃত হয়?
উত্তরঃ সেন্ট লরেন্স
⦿ মসলিন কী ?
উত্তরঃ  একধরণের সূক্ষ্ম বস্ত্র যা মূলত বাংলাদেশের ঢাকায় উৎপাদন হয়
⦿ কার্পাস বস্ত্রবয়ন শিল্প কোন শ্রেণির কাঁচামাল ভিত্তিক শিল্প?
উত্তরঃ বিশুদ্ধ
⦿ রৌরকেল্লা ইস্পাত কারখানা পশ্চিম জার্মানীর কোন কোম্পানির সহযােগিতায় গড়ে উঠেছে?
 উত্তরঃ ক্রপস এন্ড ডেমার্গ
⦿ কাগজ শিল্প কী ভিত্তিক শিল্প?
উত্তরঃ বন
⦿ কোন পরিকল্পনাকালে ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠে?
উত্তরঃ তৃতীয় পরিকল্পনাকালে
⦿ লৌহ ইস্পাত শিল্প কোন কাঁচামাল ভিত্তিক শিল্প?
উত্তরঃ ওজন হ্রাসকারী
⦿ হিন্দুস্থান মােটরস লিমিটেড কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ
⦿ খনিভিত্তিক অধাতব শিল্পের একটি উদাহরণ দাও?
উত্তরঃ পেট্রো রসায়ন
⦿ বিশ্বের বৃহত্তম মােটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ডেট্রয়েট
⦿ বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত?
উত্তরঃ ১
⦿ শক্তিমান ট্রাক তৈরির জন্য জাপানের কোন গােষ্ঠীর উদ্যোগ কার্যকরী হয়েছে?
উত্তরঃ নিশান
⦿ SAIL এর পুরাে নাম কী?
উত্তরঃ Steel Authority of India Limited
⦿ সমপরিবহন ব্যয় রেখাকে কী বলে?
উত্তরঃ আইসােটিম
⦿ পূর্ব মেদিনীপুরের কোথায় পেট্রো রসায়ন শিল্প আছে?
উত্তরঃ হলদিয়া
⦿ শিল্প কোন পর্যায়ের অর্থনৈতিক কাজ?
উত্তরঃ দ্বিতীয়
⦿ শিল্পকার্য ছােট আকারে বাড়িতে গড়ে উঠলে তাকে কী বলে?
উত্তরঃ কুটির শিল্প
⦿ শিল্প স্থানিকতা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ ওয়েবার
⦿ গলিত লােহ আকরিকের ওপরের গাদকে কী বলে?
উত্তরঃ ধাতুমল বা স্ন্যাগ
⦿ কাঁচামালের ওজন উৎপাদিত সামগ্রীর ওজনের অনুপাতকে কী বলে?
উত্তরঃ পণ্যসূচক
⦿ বেসরকারি উদ্যোগে স্থাপিত ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কী?
উত্তরঃ TISCO
⦿ পশ্চিমবঙ্গের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ দুর্গাপুর
⦿ উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানার নাম কী?
উত্তরঃ ভিলাই
⦿ ভারতের কোথায় ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন হয়েছে?
উত্তরঃ পূর্ব ও মধ্য ভারত
⦿ কোন বনভূমির নরম কাঠ কাগজ শিল্পের প্রধান কাঁচামাল?
ত্তরঃ সরলবর্গীয়
⦿ ভদোদরার পেট্রোরসায়ন শিল্পটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
ত্তরঃ ১৯৭৩ খ্রিস্টাব্দে
⦿ আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয় ?
উত্তরঃ  পেট্রো রসায়ন
⦿ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কোথায় অবস্থিত?
উত্তরঃ  হাজিরা


[ অধ্যায়ঃ- জনসংখ্যা ⬌ প্র্যাকটিস সেট ]

⦿ জনঘনত্বের দুটি বৈশিষ্ট্য লেখাে?
উত্তরঃ (i) জনঘনত্ব হল মানুষ ও জমির পরিমাণগত সম্পর্ক (ii) জনঘনত্ব থেকে কোন দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা করা যায় না।
⦿ মানুষ-জমি-অনুপাতের দুটি বৈশিষ্ট্য লেখাে?
উত্তরঃ (i) মানুষ ও জমির মধ্যে এক্ষেত্রে গুনগত সম্পর্ক রয়েছে (ii) এই অনুপাত থেকে দেশের কাম্য জনসংখ্যা সম্বন্ধে ধারণা করা যায়।
⦿ কার্যকর জমি কাকে বলে?
উত্তরঃ যেসব জমি মানুষের কাজে লাগে এবং যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে,সেই সব জমিকে কার্যকর জমি বলে।
⦿ ভারতের বর্তমান জনঘনত্ব কত?
উত্তরঃ বর্তমানের ভারতের জনঘনত্ব ৩৮২জন / বা কিমি
⦿ ভারতের বর্তমান লিঙ্গ অনুপাত কত?
উত্তরঃ বর্তমানে ভারতের লিঙ্গ অনুপাত পুরুষ: নারী = 1000:940
⦿ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ
⦿ ভারতের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজা হল সিকিম
⦿ সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য বিহার, ১১০২ জন প্রতি বর্গ কিমিতে বাস করে
⦿ ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতের সবচেয়ে জনঘনত্বযুক্ত রাজ্য হল অরুনাচলপ্রদেশ। এখানে প্রতি বর্গকিমিতে ১৭ জন বাস করে
⦿ ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য কোনটি?
উত্তরঃ ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য হল কেরালা, এখানকার গড় সাক্ষরতা 93.91%,
⦿ জনবিবর্তন তত্ত্বটি কী?
উত্তরঃ (i) উচ্চজন্মহার ও উচ্চ মৃত্যুহার = স্বল্পজনসংখ্যার বৃদ্ধি; (ii) উচ্চজন্মহার ও নিম্ন মৃত্যুহার জনসংখ্যার দ্রুত বৃদ্ধি; (iii) নিম্নজন্মহার ও নিম্ন মৃত্যুহার জনসংখ্যার বৃদ্ধিহ্রাস; (iv) নিম্নজন্মহার ও অতি নিম্ন মৃত্যুহার জনসংখ্যার স্থিতাবস্থা
⦿ ভারতের অত্যাধিক জনঘনত্ব যুক্ত অঞ্চলগুলির নাম লেখাে?
উত্তরঃ পশ্চিমবঙ্গ, কেরালা, বিহার, দিল্লী, চন্ডীগড় ইত্যাদি
⦿ মরণশীলতা কাকে বলে?
উত্তরঃ জন্মের পর কোনাে একসময় জীবনের সমস্ত প্রমানাদি বিলপ্ত হওয়ার ঘটনাকে মরণশীলতা বলে
⦿ মৃত্যুহারের নিয়ন্ত্রকগুলি কীকী?
উত্তরঃ (i)  মাথাপিছু আয়, (ii) পেশাগত ঝুঁকি, (ii) শিক্ষার অভাব, (iv) অপ্রতুল স্বাস্থ্য পরিসেবা, (iv) নারীপুরুষের অবাধ মেলামেশা।
⦿ পরিব্রাজন কাকে বলে?
উত্তরঃ মানুষ যখন কোন স্থানে স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে একস্থান থেকে অন্য স্থানে
গমনকরে তখন তাকে পরিব্রাজন বলে।

⦿ জনসংখ্যা পিরামিড কাকে বলে?
উত্তরঃ জনসংখ্যা গঠনের প্রকৃতি সহজে অনুধাবন করতে বিভিন্ন বয়সের ব্যবধানে নারী পুরুষের
অনুপাতকে অনুভূমিক স্তম্ভচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় যা জনসংখ্যা পিরামিড নামে পরিচিত।

⦿ জনসংখ্যা পিরামিড় থেকে কী কী জানা যায়?
উত্তরঃ (i) নারী-পুরুষের অনুপাত জানা যাবে, (ii) নির্ভরশীল জনসংখ্যা এবং স্বাধীন জনসংখ্যা জানা যাবে (ii) বয়স ভিত্তিক নারী-পুরুষ অনুপাত জানা যাবে
⦿ পৃথিবীর অসমজন বন্টনের প্রাকৃতিক কারণগুলি লেখাে?
উত্তরঃ (i) অবস্থান, (ii) ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, (iii) জলবায়ুগত বৈচিত্র্য, (iv) শিলা ও মৃত্তিকার প্রকৃতি,
(v) জলের প্রাপ্যতা,  (vi) খনিজ সম্পদ

⦿ পৃথিবীর অসম জনবন্টনের অপ্রাকৃতিক কারণগুলি লেখাে?
উত্তরঃ (i) অর্থনৈতিক, (ii) সামাজিক, (iii) ধর্মীয়, (iv) রাজনৈতিক পরিবেশগত বৈচিত্র্য অসম জনবন্টন সৃষ্টি করেছে।


[ অধ্যায়ঃ- জনবসতি  ⬌ প্র্যাকটিস সেট ]

⦿ আফ্রিকার জুলু উপজাতির বৃত্তাকার বসতি কী নামে পরিচিত?
উত্তরঃ ক্রাল
⦿ চন্ডীগড় কী ধরণের শহর?
উত্তরঃ  প্রশাসনিক
⦿ এস্কিমােদরে গ্রীষ্মকালীন সীল মাছের চামড়া দিয়ে তৈরী বাসগৃহকে কী বলে?
উত্তরঃ টিউপিক
⦿ এস্কিমােদরে শীতকালীন তৈরী বরফ গৃহকে কী বলে?
ত্তরঃ ইগলু
⦿ পৌরবসতির অথিকাংশ জনগণ কোন ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত?
উত্তরঃ দ্বিতীয় ও তৃতীয়
⦿ গ্রামীন জনবসতির অধিকাংশ জনগণ কোন ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত?
উত্তরঃ প্রাথমিক
⦿ আদমশুমারী অনুযায়ী ভারতের চতুর্থ শ্রেণির গ্রামের জনসংখ্যা কত জন?
উত্তরঃ ১০০০-২০০০জন
⦿ আদমসুমারী অনুযায়ী ভারতের চতুর্থশ্রেণির শহরের জনসংখ্যা কত জন?
উত্তরঃ  ১০,০০০—১৯,৯৯৯ জন
⦿ শহরের বসতির প্রকৃতি কেমন?
উত্তরঃ গােষ্ঠীবদ্ধ
⦿ পৌরজনবসতির ভারতের ক্ষেত্রে নূন্যতম জনঘনত্ব প্রতিবর্গ কিমিতে কত জন?
উত্তরঃ  ৪০০
⦿ গ্রামীন জনবসতির শাসনতন্ত্র কার দ্বারা পরিচালিত হয়?
উত্তরঃ পঞ্চায়েতরায়
⦿ শহর জনবসতির শাসনতন্ত্র কার দ্বারা পরিচালিত হয়?
ত্তরঃ পৌরসভা
⦿ মেট্রোপলিস কথার অর্থ কী?
উত্তরঃ মূলনগরী বা ‘Mother City'
⦿ একটি মহানগরপুঞ্জের উদাহরণ দাও?
উত্তরঃ টোকিও
⦿ গ্রামীন জনবসতির বাহ্যিক রূপকে কী বলে?
উত্তরঃ প্যাটার্ন
⦿ ভারতের বৃহত্তম মহানগরীর নাম কী?
উত্তরঃ মুম্বাই
⦿ Nearest Neighbors Analysis পদ্ধতিতে কিসের মান নির্ণীত হয়?
উত্তরঃ R
⦿ জেরুজালেম কোন ধরণের শহর?
 উত্তরঃ ধর্মীয়
⦿ স্থায়ী বা অস্থায়ী বসতি অঞ্চলকে কী বলে?
 উত্তরঃ জনবসতি
⦿ কুলু, মানালি, দীঘা প্রভৃতি কোন শহরের উদাহরণ?
 উত্তরঃ পর্যটন
⦿ মেগালােপলিস বা পৌরমহাপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন কে?
 উত্তরঃ গটম্যান
⦿ গির্জাশাসিত আর্চ বিশপ বা ক্যাথিড্রালবিশিষ্ট শহরকে কী বলে?
 উত্তরঃ প্রাইমেট সিটি (Primate city)
⦿ ম্যাকেঞ্জী শহরের শ্রেণীবিভাগে কীসের উপর অধিক গুরুত্ব আরােপ করেছেন?
 উত্তরঃ অর্থনৈতিক ক্রিয়াকলাপ
⦿ কত খ্রীষ্টাব্দে চ্যান্সি ডি.হ্যারিস শহরে শ্রেণীবিভাগ করেন?
 ত্তরঃ ১৯৪৩ 
⦿ জামশেদপুর, ল্যাঙ্কাশায়ার প্রভৃতি কি ধরণের শহর নামে পরিচিত?
উত্তরঃ শিল্প 
⦿ নেক্রোপলিস কথাটির অর্থ কী?
উত্তরঃ মৃতের শহর বা ভূতের শহর
⦿ পঞ্চাশ লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে কী বলে?
উত্তরঃ মেগাসিটি 
⦿ পৌরপুঞ্জ বা করবেশান কথাটি প্রথম ব্যবহার করেন কে?
উত্তরঃ প্যাট্রিক গেডেস
⦿ শহরের কেন্দ্রের ব্যবসা বাণিজ্যের অঞ্চলকে কী বলে?
উত্তরঃ C.B.D. বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল
⦿ একাধিক শহর যুক্ত হয়ে গঠিত হয়?
উত্তরঃ নগর
⦿ উপকূল বরাবর মৎস্য সংগ্রাহক গ্রামীন জনবসতির কেমন আকৃতির হয়?
ত্তরঃ রৈখিক
⦿ তিনদিক থেকে আসা তিনটি রাস্তা পরস্পরের সাথে প্রায় স্থূলকোণে মিলিত হলে কোন আকৃতির বসতি গড়ে ওঠে?
উত্তরঃ Y আকৃতি
⦿ পৃথিবীর বৃহত্তম মহানগরীর নাম কী?
ত্তরঃ টোকিও 
⦿ C.B.D. এর পুরাে নাম কী?
উত্তরঃ Central Business District
⦿ বৃহদাকার লৈখিক জনবসতি কোন প্যাটার্ন নামে পরিচিত?
উত্তরঃ স্ট্রিং (String)
⦿ মরুভূমি মধ্যস্থিত বাণিজ্যপথের নিকটে বণিকদের রাত্রিবাসের জন্য গড়ে ওঠা জনবসতিকনামে পরিচিত?
উত্তরঃ ক্যারাভান সরাই
⦿ বনভূমি ভিত্তিক গ্রামগুলি কী গ্রাম নামে পরিচিত?
উত্তরঃ  সবুজ

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন