নবম শ্রেণীর জীবন বিজ্ঞান অধ্যায় প্রশ্নও উত্তর [Part-B]

   
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : [ অধ্যায় = জীবন ও তার বৈচিত্র্য / জীবন সংগঠনের স্তর ]
⦿ টেস্ট  ও ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক সেট প্রশ্নও উত্তর প্রস্তুতি ।

প্রশ্নঃ. মিউটেশন বা পরিব্যাক্তি কাকে বলে?
উত্তরঃ ক্রোমােজোমস্থিত কোনাে জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলে।পরিব্যক্তিতা: ক্রোমােজোমস্থিত কোনাে জিনের পরিব্যক্তি ঘটানাের ক্ষমতাকে পরিব্যক্তিতা বলে।

প্রশ্নঃ. জীবন চক্র কাকে বলে?
উত্তরঃ  জীবের জন্ম, বৃদ্ধি, পূর্ণাঙ্গ অবস্থা, বংশবৃদ্ধি এবং মৃত্যু এই পর্যায়গুলির ধারাবাহিকভাবে চক্রবৎ আবর্তনকে জীবনচক্র বলা হয়। যেমন—ব্যাঙের জীবনচক্র।

প্রশ্নঃ. প্রােক্যারিয়ােটিক ও ইউক্যারিয়ােটিক কোশের মধ্যে দুটি পার্থক্য লেখাে?
পার্থক্য‌ ‌বিষয়‌ প্রােক্যারিয়ােটিক কোশ ইউক্যারিয়ােটিক কোশ
সংজ্ঞা প্রকৃত নিউক্লিয়াসবিহীন যে অনুন্নত কোশে কোশপর্দা ছাড়া কোনাে পর্দাবৃত অঙ্গাণু থাকে না, তাকে প্রােক্যারিওটিক কোশ বলে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত যে উন্নত কোশে কোশীয় অঙ্গাণু থাকে, তাকে ইউক্যারিওটিক কোশ বলে
উদাহরণ প্রােক্যারিওটিক কোশের উদাহরণ - এশ্চেরেশিয়া কোলাই ইউক্যারিওটিক কোশের উদাহরণ—উন্নত উদ্ভিদকোশ, উন্নত প্রাণীকোশ।

প্রশ্নঃ. ক্রোমাটিন জালিকার গুরুত্ব লেখাে?
উত্তরঃ নিউক্লিয়াসের ধাত্রে লম্বা সুতাের মতাে বস্তুর জালক থাকে, যা DNA ও হিস্টোন প্রােটিনের সমন্বয়ে গঠিত একে ক্রোমাটিন জালিকা বলে। ক্রোমাটিন জালিকা কোশ বিভাজনের সময়ে ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে

প্রশ্নঃ. ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখাে?
পার্থক্য‌ ‌বিষয়‌ ট্রাকিড ট্রাকিয়া
সংজ্ঞা লিগনিনযুক্ত, স্থুল কোশপ্রকারবিশিষ্ট, সপাড় কুপযুক্ত, দু-প্রান্ত বদ্ধ, ছুঁচোলো ও লম্বাটে মৃত জাইলেম কোশকে ট্রাকিডের গঠন প্রান্তপ্রাচীরবিহীন, নলাকৃতি, সারিবদ্ধভাবে অবস্থিত, মৃত জাইলেম কোশকে ট্রাকিয়া বলে
গঠন কোশে বড়াে গহ্বর (lumen) উপস্থিত কোশের মধ্যে বেশিরভাগ অংশ ফাঁকা থাকে
অবস্থান সপুষ্পক উদ্ভিদ ও টেরিডােফাইট-জাতীয় উদ্ভিদের মূল ও কাণ্ডের জাইলেম কলায় ট্রাকিড অবস্থিত প্রায় সমস্ত গুপ্তবীজী এবং নিটাম নামক ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেম কলায় ট্রাকিয়া অবস্থান করে
কাজ (i)ট্রাকিড জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহণে অংশগ্রহণ করে (ii) কোনাে কোনাে ক্ষেত্রে এটি জল সঞ্চয় করে (i) ট্রাকিয়া জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করে (ii) উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে

প্রশ্নঃ নিউক্লীয় রস কী? 

উত্তরঃ নিউক্লিয়াসের মধ্যে যে স্বচ্ছ, দানাদার, অম্লধর্মী ধাত্র থাকে, তাকে নিউক্লীয় রস বলে। এই রসে পটাশিয়াম, ক্যালশিয়াম, সােডিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস প্রভৃতি লবণ থাকে


প্রশ্নঃ. ট্যাক্সোনমির হায়ারর্কি বলতে কী বােঝাে ? লিনিয়ান হায়ারর্কিতে কটি ধাপ ছিল?

উত্তরঃ বড়াে থেকে ছােটো বিভিন্ন ট্যাক্সনকে ওপর থেকে নীচে ক্রমানুসারে সাজানাের পদ্ধতিকে ট্যাক্সোনমিক হায়ারার্কি (taxonomic hierarchy) বলে।
লিনিয়াস প্রবর্তিত হারারার্কির পাঁচটি ধাপ ছিল
  1. Class বা শ্রেণি 
  2. Order বা বর্গ 
  3. Genus বা গণ
  4. Species বা প্রজাতি
  5. Variety বা প্রকার
প্রশ্নঃ. শৈবালের প্রধান চারটি বৈশিষ্ট্য উল্লেখ করাে?
উত্তরঃ শৈবালের বৈশিষ্ট্য গুলি হলো ....

(i) এরা এককোশী বা বহুকোশী এবং এরা প্রধানত জলে ভাসমান অবস্থায় থাকে (ii) আলগির দেহে ক্লোরােফিল থাকায় এরা সবুজ এবং স্বভােজী হয়। অর্থাৎ, নিজেদের দেহে খাদ্য প্রস্তুত করাতে পারে
(iii) পেয়ালাকার, তারকাকার, পেঁচানাে ইত্যাদি বিভিন্ন আকৃতির ক্লোরােপ্লাস্টের মধ্যে পাইরিনয়েড় দানা থাকে এবং সঞ্চিত খাদ্য হিসেবে শ্বেতসার থাকে (iv) শৈবালে কোশপ্রাচীর প্রধানত সেলুলােজ ও পেকটিন দিয়ে গঠিত

প্রশ্নঃ. পার্থক্য লেখাে : মাইটোকনড্রিয়া ও ক্লোরােপ্লাস্ট?

পার্থক্যর বিষয় মাইটোকনড্রিয়া ক্লোরােপ্লাস্ট
অবস্থান সকল সজীব কোশ অধিকাংশ উদ্ভিদকোশ
কাজ সবাত শ্বসনের ক্রেবস চক্র ও প্রান্তীয় শ্বসন ও ATP উৎপন্ন হয় সালােকসংশ্লেষ ঘটে
অন্তর্গঠন অন্তর্গঠনে ধাত্র ও ক্রিস্টি বর্তমান অন্তর্গঠনে স্ট্রোমা ও থাইলাকয়েড সমন্বিত গ্রানা বর্তমান
রঙ্গক কণা মাইটোকনড্রিয়াতে রঙ্গক কণা অনুপস্থিত ক্লোরােপ্লাস্টত এ রঙ্গক কণা উপস্থিত (ক্লোরােফিল)

প্রশ্নঃ. লিনিয়াসের হায়ারার্কিয়াল শ্রেণিবিন্যাসের ধাপগুলি লেখাে?
 উত্তরঃ লিনিয়াস সর্বপ্রথম হায়ারার্কিতে পাঁচটি ধাপের কথা উল্লেখ করেন। এগুলি হল শ্রেণি, বর্গ, গণ, প্রজাতি এবং প্রকার। পরবর্তীকালে লিনিয়ান হায়ারার্কিতে কিছু পরিবর্তন ঘটানাে হয়। ‘প্রকার’এর পরিবর্তে রাজ্য, পর্ব এবং গােত্র-কে এর অন্তর্ভুক্ত করা হয়। ট্যাক্সোনমির যে ধাপগুলির মাধ্যমে হায়ারার্কিয়াল শ্রেণিবিন্যাস করা হয়,তাদের বাধ্যতামূলক ধাপ বলা হয়। সাতটি বাধ্যতামূলক ক্রমানুসারে সজ্জিত ধাপ হল-

[1] রাজ্য, [2] পর্ব, [3] শ্রেণি, [4] বর্গ, [5] গােত্র, [6] গণ এবং [7] প্রজাতি। উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে যে সকল বৈচিত্র্য রয়েছে, তা অন্বেষণ করতে এই ধাপগুলি ব্যবহৃত হয়। [পরবর্তীকালে এই সাতটি ধাপের মাঝে আরও কয়েকটি নতুন ধাপ যুক্ত করা হয়েছে। ওই ধাপগুলিকে অন্তর্বর্তী ধাপ বলা হয়। এগুলি কোনাে ধাপের নামের পূর্বে উপ’ অথবা অধিঃ সংযােজন করে ভূষিত করা হয়। গণ এবং উপগােত্রের মধ্যে সংযুক্ত নতুন ধাপটি হল ‘ট্রাইব’।]


প্রশ্নঃ. নিউক্লিয়াসের অংশগুলি কী কী?
উত্তরঃ নিউক্লিয়াস সাধারণত গােলাকার বা উপবৃত্তাকার হয়। এটি প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত। এগুলি হল—নিউক্লীয় পর্দা, নিউক্লীয় রস, নিউক্লিওলাস ও নিউক্লীয় জালিকা

প্রশ্নঃ. ভাজক কলার সঙ্গে স্থায়ী কলার তিনটি পার্থক্য উল্লেখ করাে?

পার্থক্যর বিষয় ভাজক কলা স্থায়ী কলা
উৎস আদি বা ভুণজ ভাজক কলা ভাজক কলা
কাজ উদ্ভিদদেহের সামগ্রিক বৃদ্ধি উদ্ভিদদেহের সামগ্রিক বৃদ্ধি। উদ্ভিদের দেহ গঠন, খাদ্য সংশ্লেষ, খাদ্য ও জল সঞ্জয়, দৃঢ়তা প্রদান ইত্যাদি
অবস্থানকাল ভ্রুণ অবস্থা থেকে আমৃত্যু ভ্ৰূণ অবস্থায় অনুপস্থিত

প্রশ্নঃ. নিউক্লিওসাইড কাকে বলে?
উত্তরঃ নিউক্লিক অ্যাসিড (DNA, RNA)-এর যে অংশ একটি N2- ঘটিত ক্ষারক ও একটি পেন্টোজ শর্করা (ডি-অক্সিরাইবােজ, রাইবােজ) দ্বারা ঘটিত, তাকে নিউক্লিওসাইড বলে

প্রশ্নঃ. লাইসােজোমকে ‘আত্মঘাতী থলি’ বলে কেন?
উত্তরঃ কোনাে সজীব কোশ কোনাে কারণে ক্ষতিগ্রস্ত হলে কোশটির কার্যক্ষমতা নষ্ট হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট কোশটির লাইসােজোম বিদীর্ণ হয় এবং আদ্র বিশ্লেষক উৎসেচকসমূহ নির্গত হয়ে সমগ্র কোশটির ধ্বংস ঘটায়। লাইসােজোম নিজে বিদীর্ণ হবার সাথে সাথে কোশটিরও ধ্বংসসাধন করে বলে একে “আত্মঘাতী থলি’ বলা হয়


প্রশ্নঃ. প্রজাতি কাকে বলে?

উত্তরঃ একটি নির্দিষ্ট জীব গোষ্ঠীর অন্তর্গত জীব যারা বংশগতভাবে এক  ও আন্তঃ প্রজনক্ষম এবং জনন এর মাধ্যমে প্রজননক্ষম অপত্যের জন্ম দেয় তাদের প্রজাতি বলে


প্রশ্নঃ. মােনেরাে রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখাে?

উত্তরঃ (i)  বিপাকীয় পদ্ধতি : পুষ্টি পদ্ধতি বা বিপাক পদ্ধতির পরভোজী মিথোজীবী ও  স্বভোজী  প্রকৃতির (ii) বাস্তুতান্ত্রিক ভূমিকা : সালোকসংশ্লেষ কারীরা এবং রাসায়নিক সংশ্লেষ কারীরা বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করে


প্রশ্নঃ. ভিটামিন-A-এর অভাবে কী কী রােগ হয়?

উত্তরঃ (i) রাতকানা বা  নিকটালোপিয়া রোগ দেখা দেয় (ii) স্নায়ুতন্ত্রের অংশ বিশেষ অক্ষয় দেখা দেয়


প্রশ্নঃ. কোয়ান্টোজোম কী?

উত্তরঃ ক্লোরোপ্লাস্ট এর প্রতিটি থাইলাকয়েড এর  আবরণীর  অন্তঃপ্রাচীর অবস্থিত  ক্লোরোফিল যুক্ত, দানার মত যে সংগঠন  গুলি সালোকসংশ্লেষের  আলোক রাসায়নিক বিক্রিয়ার  মুখ্য ভূমিকা পালন করে তাদের কোয়ান্টোজোম বলে


প্রশ্নঃ. অ্যাক্সন ও ডেনড্রনের দুটি পার্থক্য লেখাে?
পার্থক্যর বিষয় অ্যাক্সন ডেনড্রন
নিউরােনের গঠনগত অংশ কোশদেহের দীর্ঘ প্রবর্ধক কোশদেহের খর্ব প্রবর্ধক
কাজ উদ্দীপনা প্রেরণ উদ্দীপনা গ্রহণ


প্রশ্নঃ. নামকরণ কাকে বলে?
উত্তরঃ যে বিশেষ পদ্ধতিতে নির্দিষ্ট গােষ্ঠীভুক্ত প্রত্যেকটি উদ্ভিদ এবং প্রাণীর বিজ্ঞানসম্মত নাম দিয়ে তাদের পৃথক করা হয়, তাকে নামকরণ (nomenclature) বলে।

প্রশ্নঃ. রাফেজ কী?
উত্তরঃ শাকসবজিতে উপস্থিত সেলুলােজ মানবদেহে পাচিত হয় না। খাদ্যের এই অপাচ্য অংশকে রাফেজ (roughage) বলে। রাফেজ মল গঠন করে।

প্রশ্নঃ. অস্থি  কলার দুটি কাজ লেখাে?
উত্তরঃ অস্থি কলার দুটি কাজ হল __ (i) দেহের অন্তঃকঙ্কাল গঠন করা ও দেহের ভার বহনে সহায়তা করা এবং (ii) দেহমধ্যস্থ বিভিন্ন কোমল অঙ্গপ্রত্যঙ্গকে রক্ষা করা উত্তরঃ পারস্পরিক সাদৃশ্য ও সম্পর্কের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে জীবের বিজ্ঞানসম্মত গােষ্ঠীভুক্তকরণ পদ্ধতিকেই শ্রেণিবিন্যাস (classification) বলে।

প্রশ্নঃ. হট 'ডাইলিউট সুপ’ কাকে বলে?
উত্তরঃ কেমােজেনি মতবাদ অনুযায়ী, জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণুর কার্বোহাইড্রেট, অ্যামিনাে অ্যাসিড, স্নেহ পদার্থ এবং অন্যান্য জৈব পদার্থ উৎপত্তি ঘটে। এই উদ্ভূত পদার্থসমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞান হ্যালডেন (1929) এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমাহারকে হট 'ডাইলিউট সুপ' বলে অভিহিত করেন।

প্রশ্নঃ প্রােটিনয়েড কী? এর গুরুত্ব কী?
উত্তরঃ বিজ্ঞানী সিডনি ফক্স (1958) প্রায় 18 প্রকার অ্যামিনাে অ্যাসিডের শুষ্ক মিশ্রণকে 150°C - 180°C উষ্ণতায়  উত্তপ্ত করেন। মিশ্রণটি ঠান্ডা হলে বিভিন্ন অ্যামিনাে অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিপেপটাইডের মতাে বৃহৎ অণু গঠন করে, যাকে প্রােটিনয়েড বলে।
 » গুরুত্ব: প্রােটিনয়েডগুলি একত্রিত হয়ে মাইক্রোস্ফিয়ার গঠন করে। বিজ্ঞানী ফক্স-এর মতে আদিকোশ গঠনে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্নঃ জীবনের প্রধান তিনটি বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে?
(i) প্রজনন ও বংশবৃদ্ধি: জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জনন। প্রজননের মাধ্যমে কোনাে জীব তার জীবনকালে নিজের মতাে নতুন জীব সৃষ্টি করে বংশবৃদ্ধি ঘটায়। বংশবৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে জীবনের অস্তিত্ব বজায় থাকে। (ii) বিপাক : প্রতিটি জীবের বেঁচে থাকা ও বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া কলাপের জন্য শক্তির প্রয়ােজন হয়। শক্তি উৎপাদন ও শক্তি ব্যবহারের এই সমস্ত বিক্রিয়াগুলিকে একত্রে বিপাক বলে। যেমন—সবুজ উদ্ভিদ সালােকসংশ্লেষের মাধ্যমে শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে।
(iii) বৃদ্ধি ও ক্ষয়পূরণ : জীবের আকার, আয়তন এবং শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি জীবনের প্রধান বৈশিষ্ট্য বলে।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন