কবিতা : রূপনারানের কূলে [উচ্চমাধ্যমিক MCQ Question Suggestion 2022 Examinations]
Class 12 Bengali question and answer Suggestion
1Q. "জানিলাম এ জগৎ”—
Ⓐ মায়ামুক্ত
Ⓐ মায়ামুক্ত
Ⓑ কঠিন
Ⓒ স্বপ্ন নয়
Ⓓ মিথ্যা নয়
উত্তরঃ Ⓒ স্বপ্ন নয়
2Q. কবিতায় ‘রূপনারায়ন' নদীটি কিসের প্রতীক?
Ⓐ বাসভূমির স্থল
Ⓑ মৃত্যুর
Ⓒ কল্পনার
Ⓓ বিশ্বসংসারের
উত্তরঃ Ⓓ বিশ্বসংসারের
3Q. 'রূপনারানের কূলে' কবিতাটি যে কাব্যগ্রথ থেকে নেওয়া হয়েছে সেটি হলো?
Ⓐ শেষ লেখা
Ⓑ শেষ সপ্তক
Ⓒ সেঁজুতি
Ⓓ জন্মদিনে
উত্তরঃ Ⓐ শেষ লেখা
4Q. 'রূপনারানের কূলে' কবিতাটি রচিত হয় ইংরেজী কত সালে?
Ⓐ ২৮ মে, ১৯৪১ সালে
Ⓑ ১৩ মে, ১৯৪১ সালে
Ⓒ ১৬ মে, ১৯৪১ সালে
Ⓓ ৩০ মে, ১৯৪১ সালে
উত্তরঃ Ⓑ ১৩ মে, ১৯৪১ সালে
5Q. ‘রূপনারানের কূলে' কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
Ⓐ ১১
Ⓐ ১১
Ⓑ ১৩
Ⓒ ১৮
Ⓓ ১৯
উত্তরঃ Ⓐ ১১ সংখ্যক
7Q. 'রূপনারানের কূলে' কবিতাটি রবীন্দ্রনাথ কোথা থেকে লিখেছিলেন?
6Q. 'রূপনারানের কূলে' কবিতাটি রচিত হয় বাংলার কত সালে?
Ⓐ ২৮ বৈশাখ, ১৩৪৮
Ⓑ ২৬ বৈশাখ, ১৩৪৮
Ⓒ ২৯ বৈশাখ, ১৩৪৮
Ⓓ ৩০ বৈশাখ, ১৩৪৮
উত্তরঃ Ⓓ ৩০ বৈশাখ, ১৩৪৮7Q. 'রূপনারানের কূলে' কবিতাটি রবীন্দ্রনাথ কোথা থেকে লিখেছিলেন?
Ⓐ শিলাইদহে
Ⓑ শান্তিনিকেতনে
Ⓒ জোড়াসাঁকোতে
Ⓓ রংপুর
উত্তরঃ Ⓑ শান্তিনিকেতনে
8Q. কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন—
Ⓐ গােদাবরীর কূলে
Ⓑ কাবেরীর কুলে
Ⓒ রূপনারানের কূলে
Ⓓ দামোদরের কূলে
উত্তরঃ Ⓒ রূপনারানের কূলে
9Q. 'রক্তের অক্ষরে দেখিলাম' - কবি কি দেখলেন?
Ⓐ জগৎ-সংসার
Ⓑ সম্প্রীতির চেহারা
Ⓒ আপনার রূপ
Ⓓ আপনার জগৎ
উত্তরঃ Ⓒ আপনার রূপ
10Q. ‘রূপনারানের কূলে' কবিতায় রূপনারান হল___?
Ⓐ রূপময় জগৎ-সংসার
Ⓑ বৈতরণী
Ⓒ নিদ্রাজগৎ
Ⓓ ব্যাখ্যার অতীত
উত্তরঃ Ⓐ রূপময় জগৎ-সংসার
11Q. “দেখিলাম আপনার রূপ”—কীসে দেখলেন?
Ⓐ জীবনের মধ্যে
Ⓑ সত্যের মধ্যে
Ⓒ স্বপ্নের মধ্যে
Ⓓ রক্তের অক্ষরে
Ⓐ জীবনের মধ্যে
Ⓑ সত্যের মধ্যে
Ⓒ স্বপ্নের মধ্যে
Ⓓ রক্তের অক্ষরে
উত্তরঃ Ⓐ জীবনের মধ্যে
12Q. “চিনিলাম আপনারে"- কবি কীভাবে নিজেকে চিনলেন?
Ⓐ দুঃখে/লোকে
Ⓑ সুখে/আনন্দে।
Ⓒ বেদনায়/আঘাতে
Ⓓ আঘাতে আঘাতে/বেদনায় বেদনায়
উত্তরঃ Ⓓ আঘাতে আঘাতে/বেদনায় বেদনায়
13Q. কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হল___?
Ⓐ দুর্বোধ্য
Ⓑ আক্তেয়
Ⓒ কঠিন
Ⓓ ব্যাখ্যার অতীত
উত্তরঃ Ⓒ কঠিন
14Q. “সে কখনাে করে না বঞ্চনা”—‘সে’ বলতে বােঝানাে হয়েছে?
Ⓐ কঠিনকে
Ⓐ কঠিনকে
Ⓑ মৃত্যুকে
Ⓒ সত্যকে
Ⓒ সত্যকে
Ⓓ জীবনকে
উত্তরঃ Ⓒ সত্যকে
15Q. কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন জীবনের সকল দেনা____?
Ⓐ জমা রাখতে
Ⓑ গ্রহণ করতে
Ⓒ শোধ করতে
Ⓓ অনুভব করতে
উত্তরঃ Ⓒ শোধ করতে
উত্তর: ‘রূপনারানের কূলে' কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারানের তীরে জেগে উঠেছিলেন।
17Q. “জেগে উঠিলাম”—জেগে উঠে কবি কী উপলদ্ধি করেছিলেন?
উত্তর: বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কূলে' জেগে উঠে রক্তের অক্ষরে তার নিজের রূপ দেখেছিলেন।
18Q. “জানিলাম এ জগৎ/স্বপ্ন নয় ।" কবির চোখে এ জগৎ কেমন?
উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘রূপনারানের কূলে'জেগে উঠে জেনেছিলেন, যে জগতে তিনি ছিলেন তা স্বপ্ন নয় তা আঘাত-সংঘাতে ভরা কঠিন বাস্তব।
19Q. "চিনিলাম আপনারে"- কবি কিভাবে নিজেকে চিনলেন?
উত্তরঃ দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে-আঘাতে বেদনায়-বেদনায় নিজেকে চিনলেন।
20Q. 'কঠিনেরে ভালোবাসিলাম'- কঠিনকে ভালোবাসার কারণ কি?
উত্তরঃ 'রূপনারায়ণের কূলে' কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ সে কখনো কাউকে বঞ্চনা করেনা।
21Q. কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন?
উত্তরঃ মানবজীবনে অপ্রাপ্তি ও যন্ত্রণা পারিপার্শ্বিক আঘাত সংঘাত ইত্যাদির তীব্রতাকে বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 'রূপনারায়ণের কূলে' কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন।
22Q. "সত্যের দারুন মূল্য লাভ করিবারে" সত্যের দারুন মূল্য বলতে কী বোঝো?
উত্তরঃ সত্যের দারুন মূল্য বলতে কবি অপ্রিয় কঠিন সত্য কে স্বীকার করার জন্য যে মনোবল ও নিরাসক্ত মনোভাবের প্রয়োজন তার কথা বলেছেন।
23Q. ".... সকল দেনা শোধ করে দিতে।"-সকল দেনা বলতে কী বোঝো?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'রূপনারায়ণের কূলে' কবিতায় সকল দেনা বলতে কোন মানুষ তার জীবনে যা অর্জন করে সে সবের কথা বলেছেন।
● কবিতা - মহুয়ার দেশ [Suggestion MCQ Question 2022]
Ⓐ খােলা চিঠি
Ⓑ কয়েকটি কবিতা
Ⓒ নানাকথা
Ⓓ তিনপুরুষ
উত্তরঃ Ⓑ কয়েকটি কবিতা
2Q.'ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে-ফিরে আসে' -
Ⓐ উজ্জ্বল স্তব্ধতার মতো
2Q.'ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে-ফিরে আসে' -
Ⓐ উজ্জ্বল স্তব্ধতার মতো
Ⓑ নির্জন নিঃসঙ্গতার মতো
Ⓒ শীতের সুস্বপ্নের মতাে
Ⓓ সমুদ্রের দীর্ঘশ্বাসের মতাে
উত্তরঃ Ⓐ উজ্জ্বল স্তব্ধতার মতো
3Q. 'ঘুরে ফিরে ঘরে আসে' কী?
Ⓐ ধুলোর কলঙ্ক
Ⓐ ধুলোর কলঙ্ক
Ⓑ ময়া ফুলের গন্ধ
Ⓒ কয়লাখনির শব্দ
Ⓓ ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস
উত্তরঃ Ⓓ ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস
4Q. অনেক দূরে আছে,.. 'অনেক দূরে যা আছে'?
Ⓐ কয়লাখনি
Ⓑ মহুয়ার দেশ
Ⓒ সূর্য
Ⓓ কবির বাড়ি
উত্তরঃ Ⓑ মহুয়ার দেশ
5Q. মহুয়ার দেশ হল—
Ⓐ মেঘমদির
Ⓑ দেবদারু আচ্ছাদিত
Ⓒ সবুজ
Ⓓ ছায়াবৃত দেশ
উত্তরঃ Ⓐ মেঘমদির
6Q. “পথের দুধারে ছায়া ফেলে'?
Ⓐ শাল গাছ
Ⓑ তাল গাছ
Ⓒ দেবদারু গাছ
Ⓓ মহুয়া গাছ
উত্তরঃ Ⓒ দেবদারু গাছ
7Q. 'মহুয়ার দেশ" কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে--
Ⓐ অবসন্ন মানুষের আনাগোনা
Ⓑ নিশাচরের কোলাহল
Ⓒ শিকারির আনাগোনা
Ⓓ সমুদ্রের দীর্ঘশ্বাস
উত্তরঃ Ⓓ সমুদ্রের দীর্ঘশ্বাস
8Q. “আমার ক্লান্তির উপরে ঝরুক..."
Ⓐ বকুল ফুল
Ⓑ মহুয়ার ফুল
Ⓒ শিউলি ফুল
Ⓓ এদের কোনােটিই নয়
উত্তরঃ Ⓑ মহুয়ার ফুল
9Q. 'মহুয়ার দেশ” কবিতাটি রচিত হয় ___ খ্রিস্টাব্দে?
Ⓐ ১৯৩৭ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৩৮ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৩৯ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৩৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ Ⓐ ১৯৩৭ খ্রিস্টাব্দে
10Q. 'মহুয়ার দেশ' কবিতাটির ক-টি স্তবক?
Ⓐ ২ টি স্তবক
Ⓑ ৩ টি স্তবক
Ⓒ ৪ টি স্তবক
Ⓓ ১১ টি স্তবক
উত্তরঃ Ⓐ ২ টি স্তবক
11Q. 'ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরেফিরে আসে'____?
Ⓐ শীতের দুঃস্বপ্নের মতো
Ⓑ নির্জন নিঃসঙ্গতার মতো
Ⓒ সন্ধ্যার জলস্রোতের মতো
Ⓓ উজ্জ্বল স্তব্ধতার মতো
উত্তরঃ Ⓐ শীতের দুঃস্বপ্নের মতো
12Q. সমর সেনের জন্ম হয় কত খ্রিস্টাব্দে?
Ⓐ ১৯১৬ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর
Ⓑ ১৯১৭ খ্রিস্টাব্দে ২০ অক্টোবর
Ⓒ ১৯১৮ খ্রিস্টাব্দে ২৬ অক্টোবর
Ⓓ ১৯১৯ খ্রিস্টাব্দে ২৯ অক্টোবর
উত্তরঃ Ⓐ ১৯১৬ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর
13Q. সমর সেনের প্রথম কবিতা কোনটি?
Ⓐ আমি ও তুমি
Ⓑ তুমি ও আমি
Ⓒ কয়েকটি কবিতা
Ⓓ দিন দুপুর
উত্তরঃ Ⓑ তুমি ও আমি
14Q. সমর সেন কোন পত্রিকা সম্পাদনা করতেন?
Ⓐ ফ্রন্টিয়ার
Ⓑ মিরর
Ⓒ আনন্দ বাজার
Ⓓ কর্মসংস্থান
উত্তরঃ Ⓐ ফ্রন্টিয়ার
15Q ‘মহুয়ার দেশ’ কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ⓐ “নানাকথা”
Ⓑ “খােলা চিঠি”
Ⓒ “তিনপুরুষ”
Ⓓ “কয়েকটি কবিতা”
উত্তরঃ Ⓓ “কয়েকটি কবিতা”
16Q.সবুজ সকাল কীসে ভেজা?
Ⓐ জলে
Ⓑ মেঘে
Ⓒ শিশিরে
Ⓓ ভোরের আলোতে
উত্তরঃ Ⓒ শিশিরে
17Q.'অবসন্ন মানুষের শরীরে দেখি' ___
Ⓐ ধুলোর কলঙ্ক
Ⓑ পোড়া দাগ
Ⓒ চাঁদের কলঙ্ক
Ⓓ অপমানের কলঙ্ক
উত্তরঃ Ⓐ ধুলোর কলঙ্ক
18Q.'অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়'?
Ⓐ ঘুম
Ⓑ ক্লান্ত দুঃসপ্ন
Ⓒ ধুলোর কলঙ্ক
Ⓓ গভীর শব্দ
উত্তরঃ Ⓑ ক্লান্ত দুঃসপ্ন
● Full PDF File Download Link Uploaded Soon