নতুন বাংলা জি.কে প্রশ্ন ও উত্তর

G.k Question in Bengali. GK Booster or General Knowledge Booster is a study for knowledge, school board & competitive exams or, Online mock test series free online practice set paper with online test based all Quiz very helpful your Knowledge so read now.

✤ Bangla G.k Question and Answer

 বাংলা জি.কে বুস্টার #EP-2

● অলিম্পিকের প্রতীক
Five rings-Blue, Yellow, Black, Green, Red - represent sporting friendship between people of Europe, Asia, Africa, Australia, America.
● অলিম্পিকের লক্ষ্য 
➫ "Citius - Altius - Fortius" (Faster - higher - stronger)
  1.  প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল  ৭৭৬ খ্রিঃ পূঃ গ্রিসের অলিম্পিয়া পর্বতের পাদদেশে প্রাচীন অলিম্পিক ক্রীড়াশুরু করেন এলিস অঙ্গরাজ্যের রাজা এফিতাস।
  2. আধুনিক অলিম্পিক গেমসের প্রধানরূপকার ➫ ফরাসি ক্রীড়ামােদী ব্যারন পিয়ের দ্য কুবার্তা ১৮৯৬ সালে গ্রিসের রাজধানী এথেন্সে প্যানাথেনিয়াম স্টেডিয়ামে আধুনিক অলিম্পিক শুরু করেন।
  3. অলিম্পিক গেমসে প্রথম চ্যাম্পিয়ন ➫ জেমস কলােনি আমেরিকা।
  4. অলিম্পিক গেমসে সােনার পদক দেওয়া শুরু হয় ➫ ১৯০৮-এর লণ্ডন অলিম্পিক থেকে।
  5. অলিম্পিক গেমসে ক্রিকেট প্রথম ও শেষবার ➫ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে।
  6. অলিম্পিক গেমসে হকি ও ফুটবল শুরু হয় ➫ ১৯০৮ এর লণ্ডন অলিম্পিক থেকে।
  7. এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিক আসর বসে ➫ ১৯৬৪ সালে।
  8.  প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় ➫ ফ্রান্সে।
  9. 'প্যানক্রেশিয়ন’ হল ➫ প্রাচীন অলিম্পিকে কুস্তি ও বক্সিং-এর মিশ্রিত একটি খেলা।
  10. প্রথম ভারতীয় হিসেবে, ব্যক্তিগতভাবে অলিম্পিকে ব্যান্টামওয়েট কুস্তিতে ব্রোঞ্জ পদক লাভ করেন ➫ কেশব দাদা যাদব ১৯৫২, হেলসিঙ্কি অলিম্পিক
  11.  অলিম্পিকে সর্বপ্রথম ম্যারাথন দৌড়ে সােনা জেতেন➫ গ্রিসের এক মেষপালক স্পিরােস লিউইস।
  12. সন্তানের জননী হওয়া সত্ত্বেও বিস্ময়কর মা’ (Marvellous Mamma) নামে পরিচিত ➫ ডেনমার্কের ফ্যানি ব্ল্যাংকার্সকোহেন, ১৯৪৮-এর লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সােনা জেতেন।

❝ বাংলা জি.কে বুস্টার জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ারর্স ❞

 
নাম আবিস্কারক
কাগজ (১০৫) শাইলুন
সাবমেরিন (১৯০০) জন হল্যান্ড
ঘড়ি (১৪৬২) বার্থোলেমিউ /ম্যান ফ্রাডি
অডিও ক্যাসেট (১৯৬৩) সোনি ও ফিলিপ্স
ল্যাপটপ কম্পিউটর (১৯৮৭) সিন ক্লেয়ার
বেলুন /রবার (১৮২৪) মাইকেল ফ্যারাডে
টাইপ রাইটার (১৮০৮) পেলেগ্রিন ট্যারি
ব্যারোমিটার (১৬৪৪) টরিসেলি
পেনিসিলিন (১৯২৮) আলেকজান্ডার ফ্লেমিং
পেন্সিল (১৭৯৫) নিকোলাস জ্যাক কন্টি
রেল ইঞ্জিন (১৮২০) স্টিফেনসন
বলপয়েন্ট পেন (১৮৮৮) জন টি লাউড
প্লাস্টিক (১৮৫২) আলেকজান্ডার পার্কস
কন্ডোম (১৫৬০) গ্যাব্রিয়েল ফ্যালোপিয়াস
গর্ভনিরোধক ওষুধ (১৯৫০) ডঃ গ্রেগরি পিনকাস
স্টিম ইঞ্জিন (১৭৬৫) জেমস ওয়াট
চশমা (১২৮০) আলেকজান্দ্রার স্পিনা
সেলাই মেশিন (১৭৯০) টমাস সেন্ট
পেসমেকার (১৯৫৬) গ্রেট বাখ
রিভলভার (১৮৩৫) স্যামুয়েল কোল্ট
মোটর সাইকেল (১৮৫৫) গটলিয়েব ডেমলার
স্কুটার (১৮৯৭) ওয়াল্টার লাইন্স
সেফটি পিন (১৮৪৯) ওয়াল্টার হান্ট
পলিথিন (১৯৩৩) আর ও গিবসন
টেলিফোন (১৮৭৬) গ্রাহাম বেল
টেপ রেকর্ডার (১৯২৯) লুই ব্ল্যাটনার


❝ জীবনী কুইজ স্যার আইজ্যাক নিউটন ❞

প্রঃ বিজ্ঞানের আশ্চর্য প্রতিভা নিউটন ছােটবেলায় কার কাছে মানুষ হয়েছিলেন?
➫ ঠাকুরমার কাছে।
প্রঃ ঠাকুরমা বারাে বছর বয়সী নিউটনকে কোথায় পাঠিয়েছিলেন?
➫ গ্রানথাম শহরে মিঃ ক্লার্কের বড়িতে।
প্রঃ মিঃ ক্লার্ক কীসের ব্যবসা করতেন?
➫ ওষুধ তৈরির ব্যবসা।
প্রঃ তার বিজ্ঞানী জীবনের ভিত কোথায় তৈরি হয়েছিল ?
➫ মিঃ ক্লার্কের বাড়িতে।
প্রঃ বালক নিউটন ক্লার্কের বাড়ির চিলেকোঠায় বসে সব প্রথম কোন নেশায় মেতে ওঠেন?
➫ সৃষ্টির নেশায়। বাতাসি কলযন্ত্রের গাড়ি, জলঘড়ির নানা মডেল প্রভৃতি বানিয়ে ছিলেন তিনি।
প্রঃ নিউটন মিঃ ক্লার্কের বাড়িতে কতদিন ছিলেন?
➫ প্রায় ৪ বছর।
প্রঃ পারিবারিক কারণে বাড়িতে ফিরে এসে তিনি মায়ের কাছে কীসের আগ্রহ প্রকাশ করেন?
➫ পড়াশােনার আগ্রহ, কলেজে পড়ার আগ্রহ।
প্রঃ লেখাপড়ায় ছেলের আগ্রহ দেখে মা তাকে কোথায় ভর্তি করেন?
➫ ট্রিনিটি কলেজে।
প্রঃ উক্ত কলেজে কার সুপারিশে কলেজ কর্তৃপক্ষ নিউটনকে অঙ্কে ছাত্রবৃত্তি পড়ার সুযােগ দিলেন?
➫ অঙ্কের অধ্যাপক আইজ্যাক ব্যারাের সুপারিশে।
প্রঃ কলেজে থাকাকালীন কার প্রেরণায় তার বিজ্ঞান প্রতিভার উন্মেষ ঘটতে থাকে?
➫ অধ্যাপক ব্যারাের প্রেরণায়।
প্রঃ তিনি বৃত্তি পান কবে?
➫ ১৬৬৪ সালে।
প্রঃ তার বৃত্তি পাওয়ার বছরে সমগ্র ইংলন্ড জুড়ে প্লেগ দেখা দিলে তিনি কোথায় চলে আসেন?
➫ নিজেদের খামার বাড়ি উলসথরপে।
প্রঃ বাড়িতে ফিরে জমিদারি দেখাশােনার পাশাপাশি তিনি আর কী কাজ করতে থাকেন?
➫ বৈজ্ঞানিক গবেষণার কাজ।
প্রঃ ইংলন্ড থেকে ফিরে তিনি কতদিন উলসথরপের বাড়িতে ছিলেন ?
➫ প্রায় দেড় বছর।
প্রঃ এই সময়ের মধ্যে তিনি কটি বৈজ্ঞানিক আবিষ্কারের কাজ সম্পূর্ণ করেন ?
➫ তিনটি।
প্রঃ তার আবিষ্কার তিনটির নাম কী ?
➫ বাইনােমিয়াল থিয়ােরেম, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইনটিগ্রাল ক্যালকুলাস।
প্রঃ দেড় বছর পর কেমব্রিজে ফিরে এলে কোন উদ্ভাবক হিসাবে বিজ্ঞানী মহল তাকে স্বীকৃতি জানাল?
➫ প্রভেদক গণনা গণিতের উদ্ভাবক হিসাবে।
প্রঃ সেই সময় বিজ্ঞানীরা গ্রহদের বিষয়ে কোন গুরুত্বপূর্ণ খবর জানতেন না?
➫ গ্রহরা নিজ নিজ কক্ষপথে কার প্রভাবে নিয়মিত আবর্তিত হয়ে চলেছে।
প্রঃ নিউটন তার উদ্ভাবিত সূত্রের নাম কী দিয়েছিলেন?
➫ মাধ্যাকর্ষণ শক্তি।
প্রঃ ১৬৬৫-৬৬ সালে তিনি কী আবিষ্কার করেন?
➫ আলাের প্রতিসরণ সূত্র বা Law of Refraction of Light.
প্রঃ তিনি কী নাড়াচাড়া করে দূরবীনের একটি মারাত্মক ত্রুটি আবিষ্কার করে ফেলেন?
➫ প্রিজম ও লেন্স নাড়াচাড়া করে।
প্রঃ দূরবীনের কোন মারাত্মক ত্রুটি তার নজরে পড়েছিল ?
➫ দূরবীনের লেন্সে সৌরজগতের যে ছবি ভেসে উঠত, তাতে থাকত বর্ণময় রেখার বর্ণমালা। আর এর ফলে গ্রহ-নক্ষত্রের সঠিক অবস্থান নির্ণয়ের কাজ বড় রকমের বাধার সম্মুখীন হত।
প্রঃ দূরবীনের এই বর্ণঘটিত বিভ্রাটকে কী বলা হত?
➫ বর্ণঘটিত স্থানচ্যুতি বা Chromatic Aberration.
প্রঃ সেই সময়ের আলােকবিজ্ঞানীরা দূরবীনের এই ত্রুটি সম্পর্কে কী মনে করতেন?
➫ তারা মনে করতেন দূরবীনের এই ত্রুটি প্রকৃতিগত অর্থাৎ ন্যাচারাল ফ্লো—এই ত্রুটিমুক্ত দূরবীন তৈরি অসম্ভব।
প্রঃ নিউটন যে বর্ণবিভ্রাট মুক্ত দূরবীন তৈরি করেছিলেন তাতে ত্রুটির মাত্রা ছিল কতখানি?
➫ অতি সামান্য।
প্রঃ পরবর্তীকালে কোন বিজ্ঞানী নিউটনের অনুসরণে সম্পূর্ণ ত্রুটিমুক্ত দূরবীন তৈরি করতে সক্ষম হয়েছিলেন?
➫ আলােকবিজ্ঞানী জন ডােনাল্ড।
প্রঃ রয়াল সােসাইটির সদস্য নির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ নিউটন কোন উপহার রয়াল সােসাইটিতে প্রদান করেন?
➫ নিজের বর্ণঘটিত ত্রুটিমুক্ত দূরবীনটি।
প্রঃ তিনি কবে কেমব্রিজের ট্রিনিটি কলেজে অঙ্কের অধ্যাপক পদে নিযুক্ত হন?
➫ ১৬৬৭ সালে।
প্রঃ তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কত বছর অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন ?
➫ দীর্ঘ কুড়ি বছর।
প্রঃ ১৬৮৪ সালে কোন তরুণ সৌরবিজ্ঞানী কেমব্রিজে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন?
➫ এডমুন্ড হ্যালি
প্রঃ এডমুন্ড হ্যালির অনুরােধে নিউটন টানা দুবছর পরিশ্রম করে বিশ্ববিজ্ঞানের এক অমূল্য সম্পদ তার কোন গবেষণা প্রবন্ধটি তৈরি করেন?
➫ “Mathematical Principle of Natural Philosophy".
প্রঃ উক্ত বইটির সংক্ষিপ্ত নাম কী?
➫ প্রিন্সিপিয়া
প্রঃ “প্রিন্সিপিয়া” প্রকাশের পর প্রচুর প্রশংসা, সাধুবাদ আর অপ্রতিহত খ্যাতির সঙ্গে কারা নিউটনকে সদস্যপদে বরণ করেন?
➫ ১৬৮৯ সালে ইংলন্ডের পার্লামেন্ট তাকে সদস্য পদে বরণ করে এবং কেমব্রিজের বিজ্ঞান বিভাগ পরিচালনার সর্বময় দায়িত্ব তার হাতে অর্পণ করেন।
প্রঃ ১৭০১ সালে তিনি কোন গৌরবময় পদের আসন অলংকরণ করেন?
➫ দেশের সমস্ত টাকশালের অধ্যক্ষদ।
প্রঃ তিনি কবে রয়াল সােসাইটির সভাপতির পদ গ্রহণ করেন?
➫ ১৭০৩ সালে।
প্রঃ ১৭০৫ সালে বিজ্ঞানীদের মধ্যে তিনিই প্রথম কোন বিরল সম্মানের অধিকারী হন?
➫ মহারানী অ্যান তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করেন।
প্রঃ বিশ্ববিজ্ঞানের পুরােধা পুরু স্যার আইজ্যাক নিউটন কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
➫ ১৭২৭ সালে।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন