G.k Question in Bengali. GK Booster or General Knowledge Booster is a study for knowledge, school board & competitive exams or, Online mock test series free online practice set paper with online test based all Quiz very helpful your Knowledge so read now.
✤ Bangla G.k Question and Answer
বাংলা জি.কে বুস্টার #EP-2
● অলিম্পিকের প্রতীক➫ Five rings-Blue, Yellow, Black, Green, Red - represent sporting friendship between people of Europe, Asia, Africa, Australia, America.
● অলিম্পিকের লক্ষ্য
➫ "Citius - Altius - Fortius" (Faster - higher - stronger)
❝ বাংলা জি.কে বুস্টার জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ারর্স ❞
- প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল ➫ ৭৭৬ খ্রিঃ পূঃ গ্রিসের অলিম্পিয়া পর্বতের পাদদেশে প্রাচীন অলিম্পিক ক্রীড়াশুরু করেন এলিস অঙ্গরাজ্যের রাজা এফিতাস।
- আধুনিক অলিম্পিক গেমসের প্রধানরূপকার ➫ ফরাসি ক্রীড়ামােদী ব্যারন পিয়ের দ্য কুবার্তা ১৮৯৬ সালে গ্রিসের রাজধানী এথেন্সে প্যানাথেনিয়াম স্টেডিয়ামে আধুনিক অলিম্পিক শুরু করেন।
- অলিম্পিক গেমসে প্রথম চ্যাম্পিয়ন ➫ জেমস কলােনি আমেরিকা।
- অলিম্পিক গেমসে সােনার পদক দেওয়া শুরু হয় ➫ ১৯০৮-এর লণ্ডন অলিম্পিক থেকে।
- অলিম্পিক গেমসে ক্রিকেট প্রথম ও শেষবার ➫ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে।
- অলিম্পিক গেমসে হকি ও ফুটবল শুরু হয় ➫ ১৯০৮ এর লণ্ডন অলিম্পিক থেকে।
- এশিয়া মহাদেশে প্রথম অলিম্পিক আসর বসে ➫ ১৯৬৪ সালে।
- প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় ➫ ফ্রান্সে।
- 'প্যানক্রেশিয়ন’ হল ➫ প্রাচীন অলিম্পিকে কুস্তি ও বক্সিং-এর মিশ্রিত একটি খেলা।
- প্রথম ভারতীয় হিসেবে, ব্যক্তিগতভাবে অলিম্পিকে ব্যান্টামওয়েট কুস্তিতে ব্রোঞ্জ পদক লাভ করেন ➫ কেশব দাদা যাদব ১৯৫২, হেলসিঙ্কি অলিম্পিক
- অলিম্পিকে সর্বপ্রথম ম্যারাথন দৌড়ে সােনা জেতেন➫ গ্রিসের এক মেষপালক স্পিরােস লিউইস।
- সন্তানের জননী হওয়া সত্ত্বেও বিস্ময়কর মা’ (Marvellous Mamma) নামে পরিচিত ➫ ডেনমার্কের ফ্যানি ব্ল্যাংকার্সকোহেন, ১৯৪৮-এর লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সােনা জেতেন।
নাম | আবিস্কারক |
---|---|
কাগজ (১০৫) | শাইলুন |
সাবমেরিন (১৯০০) | জন হল্যান্ড |
ঘড়ি (১৪৬২) | বার্থোলেমিউ /ম্যান ফ্রাডি |
অডিও ক্যাসেট (১৯৬৩) | সোনি ও ফিলিপ্স |
ল্যাপটপ কম্পিউটর (১৯৮৭) | সিন ক্লেয়ার |
বেলুন /রবার (১৮২৪) | মাইকেল ফ্যারাডে |
টাইপ রাইটার (১৮০৮) | পেলেগ্রিন ট্যারি |
ব্যারোমিটার (১৬৪৪) | টরিসেলি |
পেনিসিলিন (১৯২৮) | আলেকজান্ডার ফ্লেমিং |
পেন্সিল (১৭৯৫) | নিকোলাস জ্যাক কন্টি |
রেল ইঞ্জিন (১৮২০) | স্টিফেনসন |
বলপয়েন্ট পেন (১৮৮৮) | জন টি লাউড |
প্লাস্টিক (১৮৫২) | আলেকজান্ডার পার্কস |
কন্ডোম (১৫৬০) | গ্যাব্রিয়েল ফ্যালোপিয়াস |
গর্ভনিরোধক ওষুধ (১৯৫০) | ডঃ গ্রেগরি পিনকাস |
স্টিম ইঞ্জিন (১৭৬৫) | জেমস ওয়াট |
চশমা (১২৮০) | আলেকজান্দ্রার স্পিনা |
সেলাই মেশিন (১৭৯০) | টমাস সেন্ট |
পেসমেকার (১৯৫৬) | গ্রেট বাখ |
রিভলভার (১৮৩৫) | স্যামুয়েল কোল্ট |
মোটর সাইকেল (১৮৫৫) | গটলিয়েব ডেমলার |
স্কুটার (১৮৯৭) | ওয়াল্টার লাইন্স |
সেফটি পিন (১৮৪৯) | ওয়াল্টার হান্ট |
পলিথিন (১৯৩৩) | আর ও গিবসন |
টেলিফোন (১৮৭৬) | গ্রাহাম বেল |
টেপ রেকর্ডার (১৯২৯) | লুই ব্ল্যাটনার |
❝ জীবনী কুইজ স্যার আইজ্যাক নিউটন ❞
প্রঃ বিজ্ঞানের আশ্চর্য প্রতিভা নিউটন ছােটবেলায় কার কাছে মানুষ হয়েছিলেন?
➫ ঠাকুরমার কাছে।
প্রঃ ঠাকুরমা বারাে বছর বয়সী নিউটনকে কোথায় পাঠিয়েছিলেন?
➫ গ্রানথাম শহরে মিঃ ক্লার্কের বড়িতে।
প্রঃ মিঃ ক্লার্ক কীসের ব্যবসা করতেন?
➫ ওষুধ তৈরির ব্যবসা।
প্রঃ তার বিজ্ঞানী জীবনের ভিত কোথায় তৈরি হয়েছিল ?
➫ মিঃ ক্লার্কের বাড়িতে।
প্রঃ বালক নিউটন ক্লার্কের বাড়ির চিলেকোঠায় বসে সব প্রথম কোন নেশায় মেতে ওঠেন?
➫ সৃষ্টির নেশায়। বাতাসি কলযন্ত্রের গাড়ি, জলঘড়ির নানা মডেল প্রভৃতি বানিয়ে ছিলেন তিনি।
প্রঃ নিউটন মিঃ ক্লার্কের বাড়িতে কতদিন ছিলেন?
➫ প্রায় ৪ বছর।
প্রঃ পারিবারিক কারণে বাড়িতে ফিরে এসে তিনি মায়ের কাছে কীসের আগ্রহ প্রকাশ করেন?
➫ পড়াশােনার আগ্রহ, কলেজে পড়ার আগ্রহ।
প্রঃ লেখাপড়ায় ছেলের আগ্রহ দেখে মা তাকে কোথায় ভর্তি করেন?
➫ ট্রিনিটি কলেজে।
প্রঃ উক্ত কলেজে কার সুপারিশে কলেজ কর্তৃপক্ষ নিউটনকে অঙ্কে ছাত্রবৃত্তি পড়ার সুযােগ দিলেন?
➫ ঠাকুরমার কাছে।
প্রঃ ঠাকুরমা বারাে বছর বয়সী নিউটনকে কোথায় পাঠিয়েছিলেন?
➫ গ্রানথাম শহরে মিঃ ক্লার্কের বড়িতে।
প্রঃ মিঃ ক্লার্ক কীসের ব্যবসা করতেন?
➫ ওষুধ তৈরির ব্যবসা।
প্রঃ তার বিজ্ঞানী জীবনের ভিত কোথায় তৈরি হয়েছিল ?
➫ মিঃ ক্লার্কের বাড়িতে।
প্রঃ বালক নিউটন ক্লার্কের বাড়ির চিলেকোঠায় বসে সব প্রথম কোন নেশায় মেতে ওঠেন?
➫ সৃষ্টির নেশায়। বাতাসি কলযন্ত্রের গাড়ি, জলঘড়ির নানা মডেল প্রভৃতি বানিয়ে ছিলেন তিনি।
প্রঃ নিউটন মিঃ ক্লার্কের বাড়িতে কতদিন ছিলেন?
➫ প্রায় ৪ বছর।
প্রঃ পারিবারিক কারণে বাড়িতে ফিরে এসে তিনি মায়ের কাছে কীসের আগ্রহ প্রকাশ করেন?
➫ পড়াশােনার আগ্রহ, কলেজে পড়ার আগ্রহ।
প্রঃ লেখাপড়ায় ছেলের আগ্রহ দেখে মা তাকে কোথায় ভর্তি করেন?
➫ ট্রিনিটি কলেজে।
প্রঃ উক্ত কলেজে কার সুপারিশে কলেজ কর্তৃপক্ষ নিউটনকে অঙ্কে ছাত্রবৃত্তি পড়ার সুযােগ দিলেন?
➫ অঙ্কের অধ্যাপক আইজ্যাক ব্যারাের সুপারিশে।
প্রঃ কলেজে থাকাকালীন কার প্রেরণায় তার বিজ্ঞান প্রতিভার উন্মেষ ঘটতে থাকে?
➫ অধ্যাপক ব্যারাের প্রেরণায়।
প্রঃ তিনি বৃত্তি পান কবে?
➫ ১৬৬৪ সালে।
প্রঃ তার বৃত্তি পাওয়ার বছরে সমগ্র ইংলন্ড জুড়ে প্লেগ দেখা দিলে তিনি কোথায় চলে আসেন?
➫ নিজেদের খামার বাড়ি উলসথরপে।
প্রঃ বাড়িতে ফিরে জমিদারি দেখাশােনার পাশাপাশি তিনি আর কী কাজ করতে থাকেন?
➫ বৈজ্ঞানিক গবেষণার কাজ।
প্রঃ ইংলন্ড থেকে ফিরে তিনি কতদিন উলসথরপের বাড়িতে ছিলেন ?
➫ প্রায় দেড় বছর।
প্রঃ এই সময়ের মধ্যে তিনি কটি বৈজ্ঞানিক আবিষ্কারের কাজ সম্পূর্ণ করেন ?
➫ তিনটি।
প্রঃ তার আবিষ্কার তিনটির নাম কী ?
➫ বাইনােমিয়াল থিয়ােরেম, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইনটিগ্রাল ক্যালকুলাস।
প্রঃ দেড় বছর পর কেমব্রিজে ফিরে এলে কোন উদ্ভাবক হিসাবে বিজ্ঞানী মহল তাকে স্বীকৃতি জানাল?
➫ প্রভেদক গণনা গণিতের উদ্ভাবক হিসাবে।
প্রঃ কলেজে থাকাকালীন কার প্রেরণায় তার বিজ্ঞান প্রতিভার উন্মেষ ঘটতে থাকে?
➫ অধ্যাপক ব্যারাের প্রেরণায়।
প্রঃ তিনি বৃত্তি পান কবে?
➫ ১৬৬৪ সালে।
প্রঃ তার বৃত্তি পাওয়ার বছরে সমগ্র ইংলন্ড জুড়ে প্লেগ দেখা দিলে তিনি কোথায় চলে আসেন?
➫ নিজেদের খামার বাড়ি উলসথরপে।
প্রঃ বাড়িতে ফিরে জমিদারি দেখাশােনার পাশাপাশি তিনি আর কী কাজ করতে থাকেন?
➫ বৈজ্ঞানিক গবেষণার কাজ।
প্রঃ ইংলন্ড থেকে ফিরে তিনি কতদিন উলসথরপের বাড়িতে ছিলেন ?
➫ প্রায় দেড় বছর।
প্রঃ এই সময়ের মধ্যে তিনি কটি বৈজ্ঞানিক আবিষ্কারের কাজ সম্পূর্ণ করেন ?
➫ তিনটি।
প্রঃ তার আবিষ্কার তিনটির নাম কী ?
➫ বাইনােমিয়াল থিয়ােরেম, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইনটিগ্রাল ক্যালকুলাস।
প্রঃ দেড় বছর পর কেমব্রিজে ফিরে এলে কোন উদ্ভাবক হিসাবে বিজ্ঞানী মহল তাকে স্বীকৃতি জানাল?
➫ প্রভেদক গণনা গণিতের উদ্ভাবক হিসাবে।
প্রঃ সেই সময় বিজ্ঞানীরা গ্রহদের বিষয়ে কোন গুরুত্বপূর্ণ খবর জানতেন না?
➫ গ্রহরা নিজ নিজ কক্ষপথে কার প্রভাবে নিয়মিত আবর্তিত হয়ে চলেছে।
প্রঃ নিউটন তার উদ্ভাবিত সূত্রের নাম কী দিয়েছিলেন?
➫ মাধ্যাকর্ষণ শক্তি।
প্রঃ ১৬৬৫-৬৬ সালে তিনি কী আবিষ্কার করেন?
➫ আলাের প্রতিসরণ সূত্র বা Law of Refraction of Light.
প্রঃ তিনি কী নাড়াচাড়া করে দূরবীনের একটি মারাত্মক ত্রুটি আবিষ্কার করে ফেলেন?
➫ প্রিজম ও লেন্স নাড়াচাড়া করে।
প্রঃ দূরবীনের কোন মারাত্মক ত্রুটি তার নজরে পড়েছিল ?
➫ দূরবীনের লেন্সে সৌরজগতের যে ছবি ভেসে উঠত, তাতে থাকত বর্ণময় রেখার বর্ণমালা। আর এর ফলে গ্রহ-নক্ষত্রের সঠিক অবস্থান নির্ণয়ের কাজ বড় রকমের বাধার সম্মুখীন হত।
প্রঃ দূরবীনের এই বর্ণঘটিত বিভ্রাটকে কী বলা হত?
➫ বর্ণঘটিত স্থানচ্যুতি বা Chromatic Aberration.
প্রঃ সেই সময়ের আলােকবিজ্ঞানীরা দূরবীনের এই ত্রুটি সম্পর্কে কী মনে করতেন?
➫ তারা মনে করতেন দূরবীনের এই ত্রুটি প্রকৃতিগত অর্থাৎ ন্যাচারাল ফ্লো—এই ত্রুটিমুক্ত দূরবীন তৈরি অসম্ভব।
প্রঃ নিউটন যে বর্ণবিভ্রাট মুক্ত দূরবীন তৈরি করেছিলেন তাতে ত্রুটির মাত্রা ছিল কতখানি?
➫ অতি সামান্য।
প্রঃ পরবর্তীকালে কোন বিজ্ঞানী নিউটনের অনুসরণে সম্পূর্ণ ত্রুটিমুক্ত দূরবীন তৈরি করতে সক্ষম হয়েছিলেন?
➫ আলােকবিজ্ঞানী জন ডােনাল্ড।
প্রঃ রয়াল সােসাইটির সদস্য নির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ নিউটন কোন উপহার রয়াল সােসাইটিতে প্রদান করেন?
➫ নিজের বর্ণঘটিত ত্রুটিমুক্ত দূরবীনটি।
প্রঃ তিনি কবে কেমব্রিজের ট্রিনিটি কলেজে অঙ্কের অধ্যাপক পদে নিযুক্ত হন?
➫ ১৬৬৭ সালে।
প্রঃ তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কত বছর অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন ?
➫ দীর্ঘ কুড়ি বছর।
প্রঃ ১৬৮৪ সালে কোন তরুণ সৌরবিজ্ঞানী কেমব্রিজে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন?
➫ এডমুন্ড হ্যালি
প্রঃ এডমুন্ড হ্যালির অনুরােধে নিউটন টানা দুবছর পরিশ্রম করে বিশ্ববিজ্ঞানের এক অমূল্য সম্পদ তার কোন গবেষণা প্রবন্ধটি তৈরি করেন?
➫ “Mathematical Principle of Natural Philosophy".
প্রঃ উক্ত বইটির সংক্ষিপ্ত নাম কী?
➫ প্রিন্সিপিয়া
প্রঃ “প্রিন্সিপিয়া” প্রকাশের পর প্রচুর প্রশংসা, সাধুবাদ আর অপ্রতিহত খ্যাতির সঙ্গে কারা নিউটনকে সদস্যপদে বরণ করেন?
➫ ১৬৮৯ সালে ইংলন্ডের পার্লামেন্ট তাকে সদস্য পদে বরণ করে এবং কেমব্রিজের বিজ্ঞান বিভাগ পরিচালনার সর্বময় দায়িত্ব তার হাতে অর্পণ করেন।
প্রঃ ১৭০১ সালে তিনি কোন গৌরবময় পদের আসন অলংকরণ করেন?
➫ দেশের সমস্ত টাকশালের অধ্যক্ষদ।
প্রঃ তিনি কবে রয়াল সােসাইটির সভাপতির পদ গ্রহণ করেন?
➫ ১৭০৩ সালে।
প্রঃ ১৭০৫ সালে বিজ্ঞানীদের মধ্যে তিনিই প্রথম কোন বিরল সম্মানের অধিকারী হন?
➫ মহারানী অ্যান তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করেন।
প্রঃ বিশ্ববিজ্ঞানের পুরােধা পুরু স্যার আইজ্যাক নিউটন কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
➫ ১৭২৭ সালে।
➫ গ্রহরা নিজ নিজ কক্ষপথে কার প্রভাবে নিয়মিত আবর্তিত হয়ে চলেছে।
প্রঃ নিউটন তার উদ্ভাবিত সূত্রের নাম কী দিয়েছিলেন?
➫ মাধ্যাকর্ষণ শক্তি।
প্রঃ ১৬৬৫-৬৬ সালে তিনি কী আবিষ্কার করেন?
➫ আলাের প্রতিসরণ সূত্র বা Law of Refraction of Light.
প্রঃ তিনি কী নাড়াচাড়া করে দূরবীনের একটি মারাত্মক ত্রুটি আবিষ্কার করে ফেলেন?
➫ প্রিজম ও লেন্স নাড়াচাড়া করে।
প্রঃ দূরবীনের কোন মারাত্মক ত্রুটি তার নজরে পড়েছিল ?
➫ দূরবীনের লেন্সে সৌরজগতের যে ছবি ভেসে উঠত, তাতে থাকত বর্ণময় রেখার বর্ণমালা। আর এর ফলে গ্রহ-নক্ষত্রের সঠিক অবস্থান নির্ণয়ের কাজ বড় রকমের বাধার সম্মুখীন হত।
প্রঃ দূরবীনের এই বর্ণঘটিত বিভ্রাটকে কী বলা হত?
➫ বর্ণঘটিত স্থানচ্যুতি বা Chromatic Aberration.
প্রঃ সেই সময়ের আলােকবিজ্ঞানীরা দূরবীনের এই ত্রুটি সম্পর্কে কী মনে করতেন?
➫ তারা মনে করতেন দূরবীনের এই ত্রুটি প্রকৃতিগত অর্থাৎ ন্যাচারাল ফ্লো—এই ত্রুটিমুক্ত দূরবীন তৈরি অসম্ভব।
প্রঃ নিউটন যে বর্ণবিভ্রাট মুক্ত দূরবীন তৈরি করেছিলেন তাতে ত্রুটির মাত্রা ছিল কতখানি?
➫ অতি সামান্য।
প্রঃ পরবর্তীকালে কোন বিজ্ঞানী নিউটনের অনুসরণে সম্পূর্ণ ত্রুটিমুক্ত দূরবীন তৈরি করতে সক্ষম হয়েছিলেন?
➫ আলােকবিজ্ঞানী জন ডােনাল্ড।
প্রঃ রয়াল সােসাইটির সদস্য নির্বাচিত হওয়ার পর কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ নিউটন কোন উপহার রয়াল সােসাইটিতে প্রদান করেন?
➫ নিজের বর্ণঘটিত ত্রুটিমুক্ত দূরবীনটি।
প্রঃ তিনি কবে কেমব্রিজের ট্রিনিটি কলেজে অঙ্কের অধ্যাপক পদে নিযুক্ত হন?
➫ ১৬৬৭ সালে।
প্রঃ তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কত বছর অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন ?
➫ দীর্ঘ কুড়ি বছর।
প্রঃ ১৬৮৪ সালে কোন তরুণ সৌরবিজ্ঞানী কেমব্রিজে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন?
➫ এডমুন্ড হ্যালি
প্রঃ এডমুন্ড হ্যালির অনুরােধে নিউটন টানা দুবছর পরিশ্রম করে বিশ্ববিজ্ঞানের এক অমূল্য সম্পদ তার কোন গবেষণা প্রবন্ধটি তৈরি করেন?
➫ “Mathematical Principle of Natural Philosophy".
প্রঃ উক্ত বইটির সংক্ষিপ্ত নাম কী?
➫ প্রিন্সিপিয়া
প্রঃ “প্রিন্সিপিয়া” প্রকাশের পর প্রচুর প্রশংসা, সাধুবাদ আর অপ্রতিহত খ্যাতির সঙ্গে কারা নিউটনকে সদস্যপদে বরণ করেন?
➫ ১৬৮৯ সালে ইংলন্ডের পার্লামেন্ট তাকে সদস্য পদে বরণ করে এবং কেমব্রিজের বিজ্ঞান বিভাগ পরিচালনার সর্বময় দায়িত্ব তার হাতে অর্পণ করেন।
প্রঃ ১৭০১ সালে তিনি কোন গৌরবময় পদের আসন অলংকরণ করেন?
➫ দেশের সমস্ত টাকশালের অধ্যক্ষদ।
প্রঃ তিনি কবে রয়াল সােসাইটির সভাপতির পদ গ্রহণ করেন?
➫ ১৭০৩ সালে।
প্রঃ ১৭০৫ সালে বিজ্ঞানীদের মধ্যে তিনিই প্রথম কোন বিরল সম্মানের অধিকারী হন?
➫ মহারানী অ্যান তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করেন।
প্রঃ বিশ্ববিজ্ঞানের পুরােধা পুরু স্যার আইজ্যাক নিউটন কবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
➫ ১৭২৭ সালে।