ভৌতবিজ্ঞান সাজেশন মাধ্যমিক - ২০২২
Madhyamik Physical Science Final Short & MCQ Question Suggestion 2022
Madhyamik physical science suggestion 2022 bengali version, madhyamik 2022 physical science suggestion,2022 madhyamik physical science suggestion, madhyamik suggestion physical science,2021 madhyamik physical science suggestion, madhyamik physical science suggestion 2022 pdf, madhyamik 2022 physical science suggestion,
⎔
সংশোধিত সিলেবাস অনুযায়ী মাধ্যমিক ২০২২ ভৌতবিজ্ঞান সাজেশন ⎔
⎔ সংশোধিত সিলেবাস অনুযায়ী অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই সাজেশন গুলি এখানে দেওয়া হয়েছে আশা রাখি ৮০-৯৯ % কমন পাবে এবং এর পাশে তোমাদের কে পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে ভালো করে যাতে তোমাদের শর্ট কোশ্চেন করতে কোন অসুবিধায় পড়তে না হয়। আর এই সাজেশন গুলো মুখস্ত করে লিখে লিখে প্র্যাকটিস করবে আশারাখি তোমরা সকলে ভাল রেজাল্ট করবে।
⎔ এখানে তোমাদের তিনটি অধ্যায় একসঙ্গে সাজেশন দেওয়া রয়েছে সেগুলি হলো
..
● গ্যাসের আচরণ
● রাসায়নিক গণনা
☉ পার্ট = A পরিবেশের জন্য ভাবনা || দশম শ্রেণির ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ শর্ট [প্রতিটি প্রশ্নের মান -১]
অধ্যায়ঃ- পরিবেশের জন্য ভাবনা
☉ 'ক' স্তম্ভের সাথে 'খ' মেলাও :
'ক' স্তম্ভ | 'খ' স্তম্ভ |
---|---|
(i) জেট প্লেন চলাচল করে | (A) স্ট্রাটোস্ফিয়ার |
(ii) আয়নােস্ফিয়ারের পরের স্তরটি হল | (B) এক্সোস্ফিয়ার |
(iii) বেতার তরঙ্গ প্রতিফলিত হয় | (C) অয়নােস্ফিয়ার |
(iv) ক্ষুব্ধ মণ্ডল | (D) ট্রপোস্ফিয়ার |
Q1. 'অ্যালবেডো কী?
➫ সুর্য থেকে আগত রশ্মিীর 60% ভুপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে বাকি 40%
সূর্যরশ্মি 'মহাশূন্যে ফিরে যায়। এই 40% সূর্যরশ্মিকে 'অ্যালবেডো'
বলে।
Q2. আদর্শ গ্যাসকে কী তরলে রূপান্তরিত করা সম্ভব?
➫ আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাই আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয়।
Q3. বাস্তব গ্যাসকে কী তরলে রুপান্তরিত করা সম্ভব?
➫ বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বর্তমান, তাই বাস্তব গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব।
Q4. বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কী?
➫ ডবসন স্পেকট্রোমিটার হল ওজোনের পরিমাণ মাপার যন্ত্র।
Q5. বায়ােগ্যাস কাকে বলে?
➫ বায়োমাকে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়োজিত করে যে গ্যাস উৎপাদন করা হয়, তাকে বায়োগ্যাস বলে। এতে মূল উপাদান হিসেবে মিথেন গ্যাস (প্রায় 65%) থাকে।
Q6. ওজোন গহ্বর (Ozone Hole) কী?
➫ বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যজাত কারণে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার-এর অন্তর্গত ওজোনস্তর পাতলা হয়ে যাবার ঘটনাকে ওজোনস্তরের ক্ষয় বা ওজোন-গহ্বর (Ozone Hole) বলে।
Q7. CFC ক্লোরােফ্লুরাে কার্বন কোথায় ব্যবহার করা হত?
➫ এক সময় বাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকুল যন্ত্রে হিমায়করুপ এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে CFC ব্যবহার করা হত।
Q8. দুটি অচিরাচরিত কিন্তু অ-পুনর্নবীকরণযােগ্য শক্তির উৎসের নাম লেখাে?
➫ (i) ভূ-ত্বপশক্তি এবং (i) পারমাণবিক শক্তি।
Q9. বায়ােডিজেল কী থেকে তৈরি করা হয়?
➫ উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বির ট্রান্সএস্টারিফিকেশনের ফলে বায়ােডিজেল তৈরি হয়।
Q10. ‘বৈপরীত্য' উত্তাপ কী?
➫ সাধারণত বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধিতে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। কিন্তু কোনো কোনো সময় উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা না কমে বেড়ে যায় একে বলে 'বৈপরীত্য 'উত্তাপ।
Q11. জ্বালানি-র জ্বলন বিন্দু কাকে বলে?
➫ সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনাে জ্বালানি পৌঁছলে তা বায়ুতে জ্বলতে শুরু করে অর্থাৎ দহন বিক্রিয়া শুরু হয় সেই তাপমাত্রীকে এই জ্বালানির জ্বলন বিন্দু বলে।
Q12. পেট্রোপ্ল্যান্ট’ কাদের বলা হয়?
➫ এমন কিছু উদ্ভিদ আছে যাদের নিঃসৃত রস থেকে কিছু তরল হাইড্রোকার্বন পাওয়া যায় যা পেট্রোলিয়ামজাত জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই উদ্ভিদগুলিকে পেট্রোপ্লান্ট বলে। ইউফোরকিয়েসি, অ্যাসক্লেপিয়াডেসি, অ্যাপােসায়নেসি গোত্রভুক্ত উদ্ভিদগুলি এই গুণসমহিত।
Q13. "Chapman Cycle'-?
➫ স্ট্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজানের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তাকে “Chapman Cycle” বলে।
Q14. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
➫ স্ট্রাটোস্ফিয়ারের ওজোনস্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই এই ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপদা বলে।
Q15. কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে ওজোনস্তরের ঘনত্ব পরিমাপ করা হয়?
➫ বিজ্ঞানি ডবসন আবিষ্কৃত স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে।
Q16. বায়ােমাস কী?
➫ উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলে বায়োমাস। বায়ােমাস পুনরায় নবীকরণ' মূলক শক্তির উৎস।
Q17. কোন যন্ত্রের সাহায্যে কোনাে পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়?
➫ ম্যানােমিটার যন্ত্রের সাহায্যে কোনাে পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়।
Q18. ‘গ্রিনহাউস’ শব্দটির আক্ষরিক অর্থ কী?Q2. আদর্শ গ্যাসকে কী তরলে রূপান্তরিত করা সম্ভব?
➫ আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাই আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয়।
Q3. বাস্তব গ্যাসকে কী তরলে রুপান্তরিত করা সম্ভব?
➫ বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বর্তমান, তাই বাস্তব গ্যাসকে তরলে রূপান্তরিত করা সম্ভব।
Q4. বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ মাপার যন্ত্রটির নাম কী?
➫ ডবসন স্পেকট্রোমিটার হল ওজোনের পরিমাণ মাপার যন্ত্র।
Q5. বায়ােগ্যাস কাকে বলে?
➫ বায়োমাকে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়োজিত করে যে গ্যাস উৎপাদন করা হয়, তাকে বায়োগ্যাস বলে। এতে মূল উপাদান হিসেবে মিথেন গ্যাস (প্রায় 65%) থাকে।
Q6. ওজোন গহ্বর (Ozone Hole) কী?
➫ বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যজাত কারণে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার-এর অন্তর্গত ওজোনস্তর পাতলা হয়ে যাবার ঘটনাকে ওজোনস্তরের ক্ষয় বা ওজোন-গহ্বর (Ozone Hole) বলে।
Q7. CFC ক্লোরােফ্লুরাে কার্বন কোথায় ব্যবহার করা হত?
➫ এক সময় বাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকুল যন্ত্রে হিমায়করুপ এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে CFC ব্যবহার করা হত।
Q8. দুটি অচিরাচরিত কিন্তু অ-পুনর্নবীকরণযােগ্য শক্তির উৎসের নাম লেখাে?
➫ (i) ভূ-ত্বপশক্তি এবং (i) পারমাণবিক শক্তি।
Q9. বায়ােডিজেল কী থেকে তৈরি করা হয়?
➫ উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বির ট্রান্সএস্টারিফিকেশনের ফলে বায়ােডিজেল তৈরি হয়।
Q10. ‘বৈপরীত্য' উত্তাপ কী?
➫ সাধারণত বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধিতে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। কিন্তু কোনো কোনো সময় উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা না কমে বেড়ে যায় একে বলে 'বৈপরীত্য 'উত্তাপ।
Q11. জ্বালানি-র জ্বলন বিন্দু কাকে বলে?
➫ সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনাে জ্বালানি পৌঁছলে তা বায়ুতে জ্বলতে শুরু করে অর্থাৎ দহন বিক্রিয়া শুরু হয় সেই তাপমাত্রীকে এই জ্বালানির জ্বলন বিন্দু বলে।
Q12. পেট্রোপ্ল্যান্ট’ কাদের বলা হয়?
➫ এমন কিছু উদ্ভিদ আছে যাদের নিঃসৃত রস থেকে কিছু তরল হাইড্রোকার্বন পাওয়া যায় যা পেট্রোলিয়ামজাত জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই উদ্ভিদগুলিকে পেট্রোপ্লান্ট বলে। ইউফোরকিয়েসি, অ্যাসক্লেপিয়াডেসি, অ্যাপােসায়নেসি গোত্রভুক্ত উদ্ভিদগুলি এই গুণসমহিত।
Q13. "Chapman Cycle'-?
➫ স্ট্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজানের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তাকে “Chapman Cycle” বলে।
Q14. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
➫ স্ট্রাটোস্ফিয়ারের ওজোনস্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই এই ওজোনস্তরকে প্রাকৃতিক সৌরপদা বলে।
Q15. কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে ওজোনস্তরের ঘনত্ব পরিমাপ করা হয়?
➫ বিজ্ঞানি ডবসন আবিষ্কৃত স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে।
Q16. বায়ােমাস কী?
➫ উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীর বর্জ্য পদার্থকে বলে বায়োমাস। বায়ােমাস পুনরায় নবীকরণ' মূলক শক্তির উৎস।
Q17. কোন যন্ত্রের সাহায্যে কোনাে পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়?
➫ ম্যানােমিটার যন্ত্রের সাহায্যে কোনাে পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়।
➫ শীতপ্রধান দেশগুলিতে সবুজ উদ্ভিদ চাষ করার জন্য স্বচ্ছ কাচের ঘরকেই গ্রিনহাউস বলে।
Q19. ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়?
➫ 1000 কিলােমিটার পর্যন্ত।
Q20. বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে কোন কোন বিষয়ের ভিত্তিতে করা হয়?
➫ দুটি বিষয়ের ভিত্তিতে স্তরবিন্যাস করা হয়—রাসায়নিক গঠনানুসারে ও তাপমাত্রার তারতম্য অনুসারে।
Q21. মেথানােজোনিক ব্যাকটেরিয়া কী?
➫ এটি এক ধরনের ব্যাকটেরিয়া যারা অবাত শ্বসনকারী অর্থাৎ বাতাসের অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে এবং বিপাক ক্রিয়ার ফলে মিথেন গ্যাস উৎপন্ন করে।
Q22. ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কী?
➫ ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুসারে, কোনো রাসায়নিক পরিবর্তনের পূর্বে ও পরে ভর ও শক্তির মােট পরিমাণ সর্বদা একই হয়।
Q23. মিথেন হাইড্রেট কী?
➫ মিথেন হাইড্রেট একটি কলাসাকার কঠিন পদার্থ । জল H2O অণুর সমন্বয়ে গঠিত বরফের মতাে কেলাসটির মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এটির সৃষ্টি হয়।
☉ দশম শ্রেণির ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ শর্ট [প্রতিটি প্রশ্নের মান -২]
অধ্যায়ঃ- পরিবেশের জন্য ভাবনা
Q24.
'জীবাশ্ম জ্বালানি’ বলতে কী বােঝাে?
➫ জীবাশ্ম হল প্রাকৃতিক উপায়ে মাটি বা পাথরের অভ্যন্তরে সঞ্চিত অতি প্রাচীনকালের উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ। ভূগর্ভে প্রচণ্ড তাপ, চাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে জীবাশ্মগুলি থেকে সৃষ্টি হয়েছে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস-এর মতো জ্বালানি এগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিগুলি হল প্রচলিত শক্তির উৎস এবং এরা অনবীকরণযােগ্য।
➫ জীবাশ্ম হল প্রাকৃতিক উপায়ে মাটি বা পাথরের অভ্যন্তরে সঞ্চিত অতি প্রাচীনকালের উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ। ভূগর্ভে প্রচণ্ড তাপ, চাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে জীবাশ্মগুলি থেকে সৃষ্টি হয়েছে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস-এর মতো জ্বালানি এগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিগুলি হল প্রচলিত শক্তির উৎস এবং এরা অনবীকরণযােগ্য।
Q25.
'স্থিতিশীল উন্নয়ন’বলতে কী বােঝায়?
➫ যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করেও দেশ ও দশের মঙ্গল করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। দারিদ্র্য, অশিক্ষা, বুভুক্ষা প্রভৃতি আর্থসামাজিক অভিশাপ থেকে মানুষকে মুক্ত করাই এই ব্যবস্থার উদ্দেশ্য।
➫ যে উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করেও দেশ ও দশের মঙ্গল করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। দারিদ্র্য, অশিক্ষা, বুভুক্ষা প্রভৃতি আর্থসামাজিক অভিশাপ থেকে মানুষকে মুক্ত করাই এই ব্যবস্থার উদ্দেশ্য।
Q26. ‘গ্রিনহাউস প্রভাব' কী?
➫ যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ যেমন, CO2, CH4, CFC, N2O, O2 ইত্যাদি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপের একাংশকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভুপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং ফলস্বরূপ পৃথিবীতে জীবকুলের বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাকে গ্রিনহাউস প্রভাব বলে।
➫ যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ যেমন, CO2, CH4, CFC, N2O, O2 ইত্যাদি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপের একাংশকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভুপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং ফলস্বরূপ পৃথিবীতে জীবকুলের বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাকে গ্রিনহাউস প্রভাব বলে।
Q27. ‘গ্রিনহাউস গ্যাস' কাদের বলে ?
➫ বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় পদার্থ উত্তপ্ত পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য -বিশিষ্ট অবলােহিত রশ্মির কিছু অংশ শোষণ করে এবং অবশিষ্টাংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাকে গ্রিনহাউস গ্যাস বলে। উদাহরণ—কার্বন ডাই-অক্সাইড, মিথেন
➫ বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় পদার্থ উত্তপ্ত পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য -বিশিষ্ট অবলােহিত রশ্মির কিছু অংশ শোষণ করে এবং অবশিষ্টাংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাকে গ্রিনহাউস গ্যাস বলে। উদাহরণ—কার্বন ডাই-অক্সাইড, মিথেন
Q28. মিথেন হাইড্রেট কী?
➫ মিথেন হাইড্রেট হল কেলাসীকার কঠিন বরফ যেখানে মিথেন অণুগুলি জলের অণু দ্বারা সৃষ্ট কেলাস গঠনের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। এর সংকেত 4CH4 23H2O উপযুক্ত উন্নত এবং চাপেই কেবল এর অস্তিত্ব বজায় থাকে। মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস আহরণ খুব সহজ নয়। তবে আমেরিকা
যুক্তরাষ্ট্র এবং জাপানি মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস উত্তোলনে কিছুটা সাফল্য
অর্জন করেছে। ➫ মিথেন হাইড্রেট হল কেলাসীকার কঠিন বরফ যেখানে মিথেন অণুগুলি জলের অণু দ্বারা সৃষ্ট কেলাস গঠনের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। এর সংকেত 4CH4 23H2O উপযুক্ত উন্নত এবং চাপেই কেবল এর অস্তিত্ব বজায় থাকে। মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস আহরণ খুব সহজ নয়। তবে আমেরিকা
Q29. মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয় ? সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কাকে
বলে?
➫ থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নােস্ফিয়ারে (80-400 কিমি) থাকা অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের অণুগুলি সূর্য থেকে বিচ্ছুরিত উচ্চ শক্তিসম্পন্ন গামা রশ্মি এবং X- রশ্মির প্রভাবে আয়নিত হয় সেই সঙ্গে অসংখ্য মুক্ত ইলেকট্রনও উৎপন্ন হয়। এই মুক্ত ইলেকট্রনগুলি আবার অন্য আয়নগুলি দ্বারা গৃহীত হওয়ার সময় আলোকরশ্মি বিকিরণ করে একেই মেরুজ্যোতি বলে। কুমেরু প্রভা :- উত্তর মেরুতে সৃষ্ট মেরুজ্যোতিকে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে সৃষ্ট মেরুজ্যোতিকে কুমেরু প্রভা বলে।
➫ থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নােস্ফিয়ারে (80-400 কিমি) থাকা অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের অণুগুলি সূর্য থেকে বিচ্ছুরিত উচ্চ শক্তিসম্পন্ন গামা রশ্মি এবং X- রশ্মির প্রভাবে আয়নিত হয় সেই সঙ্গে অসংখ্য মুক্ত ইলেকট্রনও উৎপন্ন হয়। এই মুক্ত ইলেকট্রনগুলি আবার অন্য আয়নগুলি দ্বারা গৃহীত হওয়ার সময় আলোকরশ্মি বিকিরণ করে একেই মেরুজ্যোতি বলে। কুমেরু প্রভা :- উত্তর মেরুতে সৃষ্ট মেরুজ্যোতিকে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে সৃষ্ট মেরুজ্যোতিকে কুমেরু প্রভা বলে।
Q30. ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কী?
➫ মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে ওজোন তৈরির 'হার থেকে বিয়োজনের হার অত্যধিক বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোনস্তরটি প্রায় সর্বত্র 'কমবেশি পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকে ওজোনস্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর (Ozone Hole) বলে।
Q31.
গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে?➫ মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে ওজোন তৈরির 'হার থেকে বিয়োজনের হার অত্যধিক বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোনস্তরটি প্রায় সর্বত্র 'কমবেশি পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকে ওজোনস্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর (Ozone Hole) বলে।
➫ বিজ্ঞান নির্ভর আধুনিক জীবনযাএায় মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে। এর প্রভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ক্রমশ গরম হয়ে উঠেছে এবং সারা বিশ্বজুড়ে ক্রমাগত উন্নতা বৃদ্ধির এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলে।
Q32.
'বায়ােফুয়েল’ বলতে কী বােঝাে উদাহরণ দাও?
➫ বায়ােমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয়, তাকে ' বায়োফুয়েল বলা হয়। উদাহরণ—আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বায়ােইথানল একটি বায়োফুয়েল যাকে গ্যাসােলিনের (পেট্রালের) সাথে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়।
➫ বায়ােমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয়, তাকে ' বায়োফুয়েল বলা হয়। উদাহরণ—আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বায়ােইথানল একটি বায়োফুয়েল যাকে গ্যাসােলিনের (পেট্রালের) সাথে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়।
Q33.
বায়ােমাস কী? বায়ােমাস শক্তি বলতে কী বােঝ?
➫ মৃত প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ থেকে জৈব অবশেষ কে বায়োমাস বলে। বায়োমাস শক্তি হল জৈব অবশেষ থেকে বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুর অনুপস্থিতিতে অবায়ুজীবী ব্যাকটেরিয়ার দ্বারা বিয়ােজন জ্বালানি বা বিদ্যুতের উৎস রূপ উৎপন্ন করা দাহ্য মিথেন গ্যাস।
➫ মৃত প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ থেকে জৈব অবশেষ কে বায়োমাস বলে। বায়োমাস শক্তি হল জৈব অবশেষ থেকে বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুর অনুপস্থিতিতে অবায়ুজীবী ব্যাকটেরিয়ার দ্বারা বিয়ােজন জ্বালানি বা বিদ্যুতের উৎস রূপ উৎপন্ন করা দাহ্য মিথেন গ্যাস।
🅐 মিথেন গ্যাস নির্গমন
🅑 জীবাশ্ম জ্বালানির দহন
🅒 ক্লোরোফ্লুরোকার্বন নির্গমন
🅓 নাইট্রাস অক্সাইড নির্গমন
Q35. কোনটি পুনর্নবীকরণযােগ্য সম্পদ বলা হয়?
Q36. ভারতে কত পরিমাণ শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায়?
Q37. পৃথিবী প্রতিদিন গড়ে ____ সৌরশক্তি গ্রহণ করে?
Q42. নিম্নের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি?
Q43. কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে?
Q44. বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম?
Q45. কোন বিজ্ঞানী ওজোন গহ্বর (Ozone Hole) শব্দটির প্রথম ব্যবহার করেন?
Q46. পৃথিবীর কোন অঞ্চল ওজোনস্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
Q47. বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে?
Q50. সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়—
Ans. 🅑 জীবাশ্ম জ্বালানির দহন
Q35. কোনটি পুনর্নবীকরণযােগ্য সম্পদ বলা হয়?
🅐 কয়লা
🅑 প্রাকৃতিক গ্যাস
🅒 ভৌমজল
🅓 পেট্রোলিয়াম
Ans. 🅒 ভৌমজল
Q36. ভারতে কত পরিমাণ শক্তি সৌরশক্তি থেকে পাওয়া যায়?
🅐 245 মেগাওয়াট
🅑 259 মেগাওয়াট
🅒 245 কিলােওয়াট
🅓 254 মেগাওয়াট
Ans. 🅓 254 মেগাওয়াট
Q37. পৃথিবী প্রতিদিন গড়ে ____ সৌরশক্তি গ্রহণ করে?
Ans. 1.4kw/M2
Q38. পশ্চিমবঙ্গের_____ ভূসাগরীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল?
Q38. পশ্চিমবঙ্গের_____ ভূসাগরীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল?
Ans. বক্রেশ্বর
Q39. 'ত্বকে ক্যানসার' হয়________স্তর ক্ষয়ের ফলে?
Q39. 'ত্বকে ক্যানসার' হয়________স্তর ক্ষয়ের ফলে?
Ans. ওজোন
Q40. প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2, -এর তুলনায় প্রায় _______গুণ বেশি?
Q40. প্রতি অণু মিথেনের তাপ আটকে রাখার ক্ষমতা প্রতি অণু CO2, -এর তুলনায় প্রায় _______গুণ বেশি?
Ans. 25
Q41. নিম্নের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
🅐 ডিজেল
🅑 পেট্রোল
🅒 কয়লা
🅓 কাঠ
Ans. 🅓 কাঠ
Ans. 🅓 কাঠ
Q42. নিম্নের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি?
🅐 কেরােসিন
🅑 LPG
🅒 পেট্রোল
🅓 এদের মধ্য়ে কোনোটিই নয়
Ans. 🅑 LPG
Q43. কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে?
🅐 এক্সোস্ফিয়ার
🅑 মেসােস্ফিয়ার
🅒 থার্মোস্ফিয়ার
🅓 ট্রপোস্ফিয়ার
Ans. 🅐 এক্সোস্ফিয়ার
Q44. বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম?
🅐 ডেসিবেল
🅑 সিসমোগ্রাফ
🅒 ডবসন
🅓 রিখটার স্কেল
Ans. 🅒 ডবসন
Q45. কোন বিজ্ঞানী ওজোন গহ্বর (Ozone Hole) শব্দটির প্রথম ব্যবহার করেন?
🅐 ফোরম্যান
🅑 ফেদারম্যান
🅒 ফেয়ারম্যান
🅓 এদের মধ্য়ে কেউ নয়
Ans. 🅓 এদের মধ্য়ে কেউ নয়
Q46. পৃথিবীর কোন অঞ্চল ওজোনস্তর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
🅐 নিরক্ষীয় অঞ্চল
🅑 সমুদ্র উপকূলবর্তী অঞ্চল
🅒 মেরু অঞ্চল
🅓 দক্ষিণ কুমেরু অঞ্চল
Ans. 🅒 মেরু অঞ্চল
Q47. বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে?
🅐 ট্রপোস্ফিয়ার
🅑 মেসােস্ফিয়ার
🅒 থার্মোস্ফিয়ার
🅓 স্ট্যাস্টসস্ফিয়ার
Ans. 🅐 ট্রপোস্ফিয়ার
Q48. “স্টোন-ক্যানসার"-এর কারণ হল—
🅐 অম্লবৃষ্টি
🅑 গ্লোবাল ওয়ার্মিং
🅒 LPG
🅓 ক্লোরোফ্লুরোকার্বন
Ans. 🅐 অম্লবৃষ্টি
Q49. ওজোন স্তরের গভীরতা কমে গেলে ভূপৃষ্ঠে সূর্যের কোন রশ্মি বেশি
করে পৌছায়?
🅐 গামা রশ্মি
🅑 আলােক রশ্মি
🅒 অতিবেগুনি রশ্মি
🅓 কোনােটিই নয়
Ans. 🅒 অতিবেগুনি রশ্মি
🅐 সােলার কুকারে
🅑 ইলেকট্রিক মােটরে
🅒 প্রেসার কুকারে
🅓 ফোটো ভোল্টায়িক কোশে
Ans. 🅓 ফোটো ভোল্টায়িক কোশে
পার্ট = A পরিবেশের জন্য ভাবনা
PDF Download Here
Best Madhyamik Suggestion 2022 Download
উত্তরমুছুন