অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
(প্রতিটি প্রশ্নের মান-১)
-: ইতিহাসের ধারণা :-
Q1. সামাজিক ইতিহাস কটি পর্বে বিভক্ত?
উত্তরঃ দুটি পর্বে বিভক্ত
Q2. কত খ্রিস্টাব্দে 'বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২ খ্রিস্টাব্দে
Q3. সামরিক ইতিচর্চা প্রথম কোথায় শুরু হয়?
উত্তরঃ ইংল্যান্ডে
Q4. সংঘরাম কী?
উত্তরঃ বৌদ্ধমঠগুলিকে সংঘারাম বলা
হয়
Q5. সরকারি নথি কোথায় সংরক্ষিত হয়?
উত্তরঃ অভিলেখ্যাগারে
Q6. কৃষ্ণনগর ও চন্দননগরের বিখ্যাত খাবারগুলির নাম লেখাে?
উত্তরঃ কৃষ্ণনগর - সরপুরিয়া আর
চন্দননগর-জলভরা সন্দেশ
Q7. ইমহােটেপ কে ছিলেন?
উত্তরঃ প্রাচীন মিশরের চিকিৎসক ও
প্রযুক্তিবিদ
Q8. স্তম্ভ মেলায় :
ক - স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
❶ নিম্নবর্গের ইতিহাসচর্চা | 🅐 নীরা দেশাই |
❷ বাগেশ্বরী প্রবন্ধমালা | 🅑 রণজিৎ গুহ |
❸ খেলার ইতিহাসচৰ্চা | 🅒 বােরিয়া মজুমদার |
❹ নারী ইতিহাস | 🅓 অবনীন্দ্রনাথ ঠাকুর |
উত্তরঃ ❶ - 🅑 ❷ - 🅓
❸ - 🅒 ❹ - 🅐
Q9. ‘ছেড়ে আসা গ্রাম’ কী ধরনের সাহিত্য?
উত্তরঃ স্মৃতিকথামূলক গ্রন্থ
Q10. 'সােমপ্রকাশ’ পত্রিকার প্রকাশনা কিছুদিন স্থগিত রাখতে হয়েছিল কেন?
উত্তরঃ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
রাজদ্রোহের অভিযােগে
Q11. ভারতের নিম্নবর্গের ইতিহাসচর্চার সূত্রপাত কে করেন?
উত্তরঃ রণজিৎ গুহ
Q12. শুশ্রুত ও ধন্বন্তরি কে ছিলেন?
উত্তরঃ প্রাচীন ভারতের চিকিৎসক
Q13. অ্যানাল গােষ্ঠীর ঐতিহাসিকগণ ইতিহাসের কোন ধারণা চর্চা করেন?
উত্তরঃ নতুন সামাজিক ইতিহাস
Q14. দুটি ভারতীয় খেলার নাম লেখাে?
উত্তরঃ দাবা, পাশা
Q15. মােহনবাগান ক্লাব ১৯১১ খ্রিস্টাব্দে শিল্ডজয় করে কোন বিদেশি
ক্লাবকে হারিয়ে?
উত্তরঃ ইস্ট ইয়র্কশায়ার
Q16. 'রিদিম অফ লাইফ' গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ উদয়শঙ্করের
Q17. ‘সােমপ্রকাশ’ পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ
Q18. 'কুলীন সর্বস্ব' নাটকটি কার লেখা?
উত্তরঃ রামনারায়ণ তর্কালঙ্কারের
Q19. ভারতে প্রথম চলচ্চিত্র কবে প্রদর্শিত হয়?
উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে
Q20. বাংলার চলচ্চিত্র ব্যাবসার সূত্রপাত কে করেন?
উত্তরঃ বীরেন্দ্রনাথ সরকার
Q21. ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়?
উত্তরঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে
Q22. প্রাচীন ভারতের দুটি গুহাচিত্রের নাম লেখাে?
উত্তরঃ অজন্তা ও ইলােরা
Q23. স্তম্ভ মেলায় :
ক - স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
❶ বঙ্গদর্শন | 🅐 ১৯৫৪ খ্রিস্টাব্দে |
❷ সােমপ্রকাশ | 🅑 ১৮৭২ খ্রিস্টাব্দে |
❸ জীবনের ঝরাপাতা | 🅒 ১৮৫৮ খ্রিস্টাব্দে |
❹ সত্তর বৎসর | 🅓 ১৯৪৪-৪৫ খ্রিস্টাব্দে |
উত্তরঃ ❶ - 🅑 ❷ -
🅒 ❸ - 🅓 ❹ - 🅐
উত্তরঃ ঠিক ☑
Q25. বাগেশ্বরী প্রথমালা রবীন্দ্রনাথের লেখা।
উত্তরঃ ভুল ☒
Q26. “হিস্ট্রি অফ হিন্দু কেমেস্ট্রি’ প্রফুল্ল রায়ের লেখা।
উত্তরঃঠিক ☑
Q27. থানীয় ইতিহাসচর্চা জাতীয় ইতিহাসচর্চার পরিপূরক।
উত্তরঃঠিক ☑
Q28. সমাজে নারীর অবস্থান আলােচনা করা নারী ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য।
উত্তরঃঠিক ☑
Q29. মহাফেজখানাতে সরকারি নথি সংরক্ষিত হয়।
উত্তরঃঠিক ☑
Q30. 'সত্তর বছর' রবীন্দ্রনাথ-এর আত্মজীবনী।
উত্তরঃভুল ☒
Q31. 'জীবনের ঝরাপাতা'সরলাদেবীর লেখা।
উত্তরঃ ঠিক ☑
Q32. 'বঙ্গদর্শন' পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ।
Q33. কাদের উদ্যোগে 'পার্থেনন’ নামে সাপ্তাহিক ইংরেজি পত্রিকা
প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ নব্যবঙ্গ গােষ্ঠীর
Q34. কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয়?
উত্তরঃ ভুল ☒
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
(প্রতিটি প্রশ্নের মান-১)
-: সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা :-
উত্তরঃ নব্যবঙ্গ গােষ্ঠীর
Q34. কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয়?
উত্তরঃ ১৮২৯ খ্রিস্টাব্দে
Q35.‘গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
Q35.‘গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তরঃ কুমারখালি
Q36. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
Q36. কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮১৭ খ্রিস্টাব্দে
Q37. ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী,কে এটি প্রকাশ করেন?
Q37. ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী,কে এটি প্রকাশ করেন?
উত্তরঃ বেঙ্গল গেজেট, হিকি
Q38. কে, কবে ‘দিগদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন?
Q38. কে, কবে ‘দিগদর্শন’ পত্রিকাটি প্রকাশ করেন?
উত্তরঃ ১৮১৮ খ্রিস্টাব্দে, জন ক্লার্ক
মার্শম্যান
Q39. বামাবােধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয় ?
Q39. বামাবােধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৬৩ খ্রিস্টাব্দে
Q40. হিন্দু পেট্রিয়ট পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
Q40. হিন্দু পেট্রিয়ট পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ গিরিশচন্দ্র ঘােষ
Q41. হরিশচন্দ্র মুখােপাধ্যায় কে ছিলেন?
Q41. হরিশচন্দ্র মুখােপাধ্যায় কে ছিলেন?
উত্তরঃ 'হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার
সম্পাদক
Q42. 'হুতােম পেঁচার নক্শা’ কে রচনা করেন?
Q42. 'হুতােম পেঁচার নক্শা’ কে রচনা করেন?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ
Q43. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
Q43. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কাঙাল হরিনাথের
Q44. কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী?
Q44. কাঙাল হরিনাথের প্রকৃত নাম কী?
উত্তরঃ হরিচরণ মজুমদার
Q45. 'নীলদর্পণ’নাটকটি কার লেখা?ইংরেজিতে কে নাটকটির অনুবাদ করেন ?
Q45. 'নীলদর্পণ’নাটকটি কার লেখা?ইংরেজিতে কে নাটকটির অনুবাদ করেন ?
উত্তরঃ দীনবন্ধু মিত্রের, মধুসূদন
দত্ত
Q46. 'ফিল্টারেশন থিয়ােরি’র প্রবক্তা কে?
Q46. 'ফিল্টারেশন থিয়ােরি’র প্রবক্তা কে?
উত্তরঃ মেকলে
Q47. চার্লস উড কে ছিলেন?
Q47. চার্লস উড কে ছিলেন?
উত্তরঃ বাের্ড অব কন্ট্রোলের
সভাপতি
Q48. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
Q48. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ড্রিঙ্কওয়াটার বেথুন
Q49. কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
Q49. কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ মেকলে
Q50. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Q50. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে
Q51. কবে মেকলে মিনিট পেশ হয়?
Q51. কবে মেকলে মিনিট পেশ হয়?
উত্তরঃ ১৮৩৫ খ্রিস্টাব্দে
Q52. নব্যবঙ্গ গােষ্ঠীর প্রবক্তা কে?
Q52. নব্যবঙ্গ গােষ্ঠীর প্রবক্তা কে?
উত্তরঃ ডিরােজিয়াে
Q53. বিধবাবিবাহ আইন কবে পাশ হয়?
Q53. বিধবাবিবাহ আইন কবে পাশ হয়?
উত্তরঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে
Q54. নববিধান কে প্রতিষ্ঠা করেন?
Q54. নববিধান কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কেশবচন্দ্র সেন
Q55. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
Q55. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ
🔴 ঠিক বা ভুল সঠিক
উত্তর নির্ণয় করে লেখো :
Q56. হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীলকরদের সমর্থন করেন।
উত্তরঃ ভুল ☒
Q57. গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কুমারখালি গ্রাম থেকে প্রকাশিত হত।
Q57. গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কুমারখালি গ্রাম থেকে প্রকাশিত হত।
উত্তরঃ ঠিক ☑
Q58. লর্ড হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
Q58. লর্ড হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
উত্তরঃ ঠিক ☑
Q59. বিটন বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন।
Q59. বিটন বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন।
উত্তরঃ ঠিক ☑
Q60. স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার।
Q60. স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার।
উত্তরঃ ভুল ☒
Q61. সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমােহন রায়।
Q61. সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমােহন রায়।
উত্তরঃ ভুল ☒
Q62. ডিরােজিয়াে নব্যবঙ্গ গােষ্ঠীর প্রতিষ্ঠাতা।
Q62. ডিরােজিয়াে নব্যবঙ্গ গােষ্ঠীর প্রতিষ্ঠাতা।
উত্তরঃ ঠিক ☑
Q63. বিদ্যাসাগর বিধবাবিবাহের বিরােধিতা করেন।
Q63. বিদ্যাসাগর বিধবাবিবাহের বিরােধিতা করেন।
উত্তরঃ ভুল ☒
Q64. স্তম্ভ মেলায় :
ক - স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
❶ নব বৈষ্ণব ধর্ম | 🅐 রামকৃষ্ণ |
❷ নব্য বেদান্ত | 🅑 বিবেকানন্দ |
❸ সর্বধর্ম সমন্বয় | 🅒 কেশবচন্দ্র সেন |
❹ নববিধান | 🅓 বিজয়কৃষ্ণ গােস্বামী |
উত্তরঃ ❶ - 🅓 ❷ - 🅑 ❸ - 🅐 ❹ - 🅒
Q65. স্তম্ভ মেলায় :
ক - স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
❶ এশিয়াটিক সােসাইটি | 🅐 রামমােহন |
❷ হিন্দু কলেজ | 🅑 ডেভিড হেয়ার |
❸ স্কুল বুক সােসাইটি | 🅒 ১৭৮৪ খ্রিস্টাব্দে |
❹ ব্র্রামসমাজ | 🅓 ১৮১৭ খ্রিস্টাব্দে |
উত্তরঃ ❶ - 🅒 ❷ -
🅓 ❸ - 🅑 ❹ - 🅐
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
(প্রতিটি প্রশ্নের মান-১)
-: প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ :-
উত্তরঃ বুদ্ধ ভগত, জোয়া ভগত
Q67. “উলগুলান’ শব্দের অর্থ কী?
🔴 ঠিক বা ভুল সঠিক উত্তর নির্ণয় করে লেখো :
Q93. ব্রিটিশ সরকার বনভূমির সংরক্ষণের জন্য অরণ্য আইন পাশ করে?
Q67. “উলগুলান’ শব্দের অর্থ কী?
উত্তরঃ বিদ্রোহ
Q68. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
Q68. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
উত্তরঃ লুই বােনার্ভ
Q69. কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন?
Q69. কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ রানি শিরােমণি
Q70. সাঁওতাল বিদ্রোহে আর কোন কোন উপজাতিরা যােগদান করেছিল?
Q70. সাঁওতাল বিদ্রোহে আর কোন কোন উপজাতিরা যােগদান করেছিল?
উত্তরঃ কামার, কুমোর
Q71. তিতুমিরের প্রকৃত নাম কী ছিল?
Q71. তিতুমিরের প্রকৃত নাম কী ছিল?
উত্তরঃমির নিশার আলি
Q72. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
Q72. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তরঃ দুদুমিঞা
Q73. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
Q73. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
উত্তরঃ ব্রিটিশ প্রশাসন
Q74. রানি শিরােমণি কে ছিলেন?
Q74. রানি শিরােমণি কে ছিলেন?
উত্তরঃ চুয়াড় বিদ্রোহের নেত্রী
Q75. 'চুয়াড় বিদ্রোহ’ কোথায় হয়?
Q75. 'চুয়াড় বিদ্রোহ’ কোথায় হয়?
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ
বাঁকুড়ায়
Q76. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
Q76. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
উত্তরঃ সিধু
Q77. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
Q77. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে
Q78. 'দিকু’ কাদের বলা হয়?
Q78. 'দিকু’ কাদের বলা হয়?
উত্তরঃ বহিরাগত জমিদার ও
মহাজনদের
Q79. ‘দামিন-ই-কোহ’কথাটির অর্থ কী?
Q79. ‘দামিন-ই-কোহ’কথাটির অর্থ কী?
উত্তরঃ পাহাড়ের প্রান্তদেশ
Q80. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
Q80. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
উত্তরঃ ১৮৬৪ খ্রিস্টাব্দ
Q81. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
Q81. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
উত্তরঃ বীরসা মুন্ডা
Q82. 'বীরসাইট’ কাদের বলা হয়?
Q82. 'বীরসাইট’ কাদের বলা হয়?
উত্তরঃ বীরসা মুন্ডার অনুগামীদের
Q83. 'ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
Q83. 'ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ নবজাগরণ
Q84. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
Q84. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তরঃ শাহওয়ালিউল্লাহ ও
তাঁর পুত্র আজিজ
Q85. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন?
Q85. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন?
উত্তরঃ মির নিশার আলি
Q86. 'ফরাজি’ শব্দটির অর্থ কী?
Q86. 'ফরাজি’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ ইসলামের নির্দিষ্ট
বাধ্যতামূলক কর্তব্য
Q87. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন?
Q87. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তরঃ হাজি শরিয়উল্লাহ
Q88. ‘লাল প্রজাতন্ত্রী' কাদের বলা হয়?
Q88. ‘লাল প্রজাতন্ত্রী' কাদের বলা হয়?
উত্তরঃ ফরাজিদের
Q89. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
Q89. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
উত্তরঃ দিগম্বর বিশ্বাস
Q90. নীল কমিশন কবে গঠিত হয়?
Q90. নীল কমিশন কবে গঠিত হয়?
উত্তরঃ ১৮৬০ খ্রিস্টাব্দে
🔴 ঠিক বা ভুল সঠিক উত্তর নির্ণয় করে লেখো :
Q91. বাংলার নানাসাহেব বলা হয় রামরতন মল্লিককে?
উত্তরঃ ঠিক ☑
উত্তরঃ ঠিক ☑
Q92. হাজি শরিয়তউল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেন?
উত্তরঃ ঠিক ☑
উত্তরঃ ভুল ☒
Q94. দেবী সিং-এর অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ শুরু হয়?
Q94. দেবী সিং-এর অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ শুরু হয়?
উত্তরঃ ঠিক ☑
Q95. কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা চালু করে?
Q95. কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা চালু করে?
উত্তরঃ ঠিক ☑
Q96. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে?
Q96. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে?
উত্তরঃ ঠিক ☑
Q97. বীরসা অনুগামীরা বীরসাইট নামে পরিচিত?
Q97. বীরসা অনুগামীরা বীরসাইট নামে পরিচিত?
উত্তরঃ ঠিক ☑
Q98.পাগলপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান?
Q98.পাগলপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান?
উত্তরঃ ভুল ☒
Q99. খুৎকাঠি প্রথা জমির যৌথ মালিকানা স্বীকার করে না?
Q99. খুৎকাঠি প্রথা জমির যৌথ মালিকানা স্বীকার করে না?
উত্তরঃ ভুল ☒
Q100.১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়?
Q100.১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়?
উত্তরঃ ঠিক ☑
Q101. তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘােষণা করেন?
Q101. তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘােষণা করেন?
উত্তরঃ ঠিক ☑
Q102. স্তম্ভ মেলায় :
ক - স্তম্ভ | খ - স্তম্ভ |
---|---|
❶ উলগুলান | 🅐 মুন্ডা বিদ্রোহ |
❷ হুল | 🅑 ১৮৫৮-৫৯ খ্রিস্টাব্দ |
❸ নীল বিদ্রোহ | 🅒 ১৮৩১-৩২ খ্রিস্টাব্দ |
❹ কোল বিদ্রোহ | 🅓 সাঁওতাল বিদ্রোহ |
উত্তরঃ ❶ - 🅐 ❷ -
🅓 ❸ - 🅑 ❹ - 🅒
📝 মাধ্যমিক ইতিহাস অনলাইন মক টেস্ট :
📢 লাইভ মক টেস্ট পর্ব - ১
🔴তিনটি উপরের অধ্যায়ঃ থেকে টোটাল
প্রশ্ন - ৩০ টি MCQ