Class - III Bengali | অধ্যায়ঃ ভিত্তিক তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর প্রথম পাঠ

প্রথম পাঠঃ তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘সত্যি সােনা’


☞ ১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ বুড়াে চাষির সংসারে কে কে ছিল?
 উত্তরঃ বুড়াে চাষির সংসারে তার একমাত্র ছেলে আর ছেলের বউ ছিল।
১.২ চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল?
উত্তরঃ  চাষির ছেলে খুব অলস প্রকৃতির ছিল।
১.৩ বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হল?
উত্তরঃ বাপের কথা শুনে ছেলের চোখ দুটি লােভে চকচক করে উঠল।
১.৪ বুড়াে চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি?
উত্তরঃ মাটির নীচে সােনা ঠিক কোন জায়গায় পোঁতা আছে তা বুড়াে চাষি তার একমাত্র ছেলেকে বলে যাননি।

২ . সংক্ষেপে উত্তর দাও:
২.১ চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল?
উত্তরঃ চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড পরিশ্রম করে পাঁচ বিঘে (১০০ কাঠা) জমি খুঁড়েছিল।
২.২ চাষির ছেলের প্রথম রােজগারে কে খুশি হয়েছিল?
উত্তরঃ চাষির ছেলের প্রথম রােজগারে তার বউ খুব খুশি হয়েছিল।
২.৩ গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তােমার জানা আছে?
উত্তরঃ কোদাল ছাড়াও লাঙল, শাবল, বেলচা,পাওয়ার টিলার, ট্রাক্টর প্রভৃতি দিয়ে মাটি খোঁড়া যায়।
২.৪ ‘সত্যি সােনা’ গল্পটির মতাে আর কোনাে গল্প তােমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শােনাও।
উত্তরঃ হ্যাঁ। 'একতাই বল' গল্পটি আমার জানা আছে। এক চাষির ছিল তিন ছেলে। তারা তিনজন খুব ঝগড়া করত। চাষি একদিন তাদের তিনজনকে ডেকে একগােছা লাঠি দিয়ে ভাঙতে বলল। তারা কেউ পারল না। তখন চাষি তাদের একটি করে লাঠি নিয়ে ভাঙতে বলল। এবার তারা অনায়াসে ভেঙে ফেলল। তখন চাষি তাদের বােঝালাে যে লাঠিগুলি একসঙ্গে ছিল বলে তারা ভাঙতে পারেনি। ঠিক সেইভাবে তারা তিনভাই যদি নিজেদের মধ্যে ঝগড়া না করে ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে তাদের কেউ ক্ষতি করতে
পারবে না। ছেলেরা বাবার কথা বুঝতে পারল এবং তারপর থেকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে লাগলাে।

☞ ৩ . বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে পুরাে কথাটা আবার নীচে লেখাে।
৩.১ ছেলের চোখ দুটো লােভে (ঝকঝক/চকচক/ঝকমক/ ঝিকমিক) করে ওঠে।
উত্তরঃ ছেলের চোখ দুটো লােভে চকচক করে ওঠে।
৩.২ চাষির ছেলের বউ ছিল খুব (চালাক/সরল/বােকা/বুদ্ধিমতী)।
উত্তরঃ চাষির ছেলে বউ ছিল খুব বুদ্ধিমতী।
৩.৩ 'বউ বলেছিল, ‘সােনা যদি পাও তবে (আমাদের/তােমার/মজুরদের/আমার) কপাল ফিরে যাবে।
উত্তরঃ বউ বলেছিল, সােনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে।
৩.৪ চাষির ছেলে ফসল কাটার পর তা (কম পয়সায়/ দোকানে/হাটে/বাজারে বিক্রি করে।
উত্তরঃ চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে।

৪ . সংক্ষিপ্ত উত্তর লেখাে।
৪.১ চাষির ছেলে নিজে চাষ-আবাদ করার কথা ভাবতে পারতাে না কেন?
উত্তরঃ চাষির ছেলে খুব অলস ও লােভী প্রকৃতির ছিল। সে কোনাে কাজ করত না। চিরকাল সে শুয়ে বসে কাটিয়েছে। তাই সে নিজে চাষ-আবাদ করার কথা ভাবতে পারত না।
৪.2 শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কী ছিল?
উত্তরঃ মৃত্যুশয্যায় চাষির বলা লুকোনাে সােনার লােভে এবং বউয়ের কথায় দুজন আবার মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। অন্যদিকে মজুররা যেন সােনার তাল সরিয়ে ফেলতে না পারে তা ভেবে নিজেও কোদাল নিয়ে কাজে লেগে যায়। এভাবে মজুর ও চাষির ছেলে মিলে পাঁচ বিঘা জমি খুঁড়ে ফেলে। তারপর সে ভাবে জমি যখন খোঁড়াই হয়েছে তখন চাষ করা ভালাে। এই ভেবে সে শেষ পর্যন্ত চাষ করতেও যায়।
৪.৩ চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বােনার উপযুক্ত সময় বলেছে?
উত্তরঃ তন্ত্র চাষি প্রতিবছর বর্ষার আগে জমিতে ধানের চাষ করতেন। তাই চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বােনার উপযুক্ত সময় বলেছে।
৪.৪ সে কোথা থেকে বীজ কিনেছিল?
উত্তরঃ চাষির ছেলের বউ হাট থেকে বীজ কিনে এনেছিল।
৪.৫ সে কীসের বীজ কিনেছিল ?
উত্তরঃ সে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল।
৪.৬ গল্পের কোন্ মানুষটাকে তােমার সবচেয়ে বেশি পছন্দ হল?
উত্তরঃ চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। তাই গল্পে চাষির ছেলের বউয়ের বুদ্ধিমত্তার কারণে আমার তাকে সবচেয়ে বেশি পছন্দ হল।

 ৫ .  নিজের ভাষায় উত্তর দাও।
৫.১ ‘সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়’—কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কী বলার জন্য ডেকেছিল?
উত্তরঃ গল্পে বৃদ্ধ চাষি এই কথা বলেছে। সে তার একমাত্র ছেলেকে এই কথা বলেছে। সে তাকে তার লুকোনাে সােনার ঠিকানা অর্থাৎ, পরিশ্রম করে টাকা রােজগার করার কথা বলার জন্য ডেকেছিল।
৫.২ গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কীভাবে সাহায্য করেছে তা লেখাে।
উত্তরঃ চাষির ছেলের বউ অত্যন্ত বুদ্ধিমতী ছিল। সে চাষির কথার প্রকৃত অর্থ বুঝতে পেরেছিল। তাই তার স্বামীকে সােজাসুজি কিছু না বলে সে সােনার লােভ দেখিয়ে, তাকে বুদ্ধি দিয়ে, হাট থেকে ধানের বীজ কিনে এনে, মাঠে খাবার পৌঁছে দিয়ে, তামাক সাজিয়ে দিয়েছে। এভাবে তার পাশে থেকে চাষির ছেলেকে সাহায্য করে।
৫,৩ ‘সত্যি সত্যি সােনা ফলেছে মাঠে’—কে এই কথা বলেছে? সােনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বােঝানাে হয়েছে? সেই জিনিসটা সােনা না হলেও তার সঙ্গে সােনার কী কী মিল আছে?
উত্তরঃ এই কথাটি চাষির ছেলের বউ বলেছে। সােনা বলতে আসলে ধান গাছের ফুলকে বােঝানাে হয়েছে
জিনিসটা সােনা না হলেও জিনিসটির সঙ্গে সােনার রং-এর মিল আছে। ধান বিক্রি করেও অর্থ রােজগার করা সম্ভব। অর্থই হল এখানে সােনা।

৫.৪ চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হল?
উত্তরঃ চাষির ছেলের প্রথম রােজগার ফসল বিক্রির টাকা। কারণ জমিতে সত্যিই সােনা পোঁতা ছিল।
৫.৫ চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কী পুরস্কার পেয়েছে?
উত্তরঃ চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে ধানের চাষ করে তা থেকে টাকা রােজগার করেছে। তার সঙ্গে সঙ্গে চাষির অলস ছেলে এও বুঝতে পেরেছে যে বুদ্ধি খাটালে ও পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই পাওয়া যায়। অর্থাৎ, তারা বুদ্ধি খাটিয়েছে বলেই সােনার মতাে পুরস্কার পেয়েছে।
৫.৬ 'ছেলের বউ খুব বুদ্ধিমতী’—তার বুদ্ধির প্রকাশ গল্পে কীভাবে লক্ষ করা গেল?
উত্তরঃ বৃদ্ধ চাষির কথার আসল অর্থ একমাত্র চাষির ছেলের বউ বুঝেছিল। তাই সে প্রথমে অলস স্বামীকে সােনার লােভ দেখিয়ে পাঁচ বিঘা জমি খোঁড়ায়। তারপর ধীরে ধীরে, ভালাে ভালাে কথা বলে তার পাশে থেকে তাকে দিয়ে জমিতে চাষ করায়। এভাবে তার অলস স্বামী পরিশ্রমী হয়ে ওঠে। চাষির ছেলের বউয়ের এই ধরনের কাজের মধ্য দিয়ে তার বুদ্ধির সঠিক পরিচয় পাওয়া যায়।

৬ . সােনা সকলের কাছে পছন্দের। কারণ তার কতগুলাে গুণ আছে। সেই গুণগুলাে পাশের বাক্স থেকে নিয়ে তুমি নীচের ফাঁকা জায়গাগুলােয় বসাওঃ 
(চকচকে, আসল, দামি, ঝলমলে)।
৬.১ পিতলের থালাটা সােনার মতােই_________ ।
উত্তরঃ পিতলের থালাটা সােনার মতােই চকচকে
৬.২ পাকা ধান সােনার মতােই______________।
উত্তরঃ পাকা ধান সােনার মতােই ঝলমলে
৬.৩ ______ সােনা দিয়ে গয়না বানানাে যায় না।
উত্তরঃ আসল সােনা দিয়ে গয়না বানানাে যায় না।
৬.৪ রূপাে চকচকে হলেও সােনার চেয়ে কম________ ।
উত্তরঃ রূপাে চকচকে হলেও সােনার চেয়ে কম দামি

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘আমরা চাষ করি আনন্দে’
রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম পাঠঃ তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ ‘আমরা চাষ করি আনন্দে

☞ ১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ চাষ করার জমিকে কী বলা হয়?
উত্তরঃ চাষ করার জমি কে খেত বলা হয়।
১.২ চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না ?
উত্তরঃ চাষের কাজে জল, আলাে, হাওয়া, তাপ, মাটি, বীজ, চাষি এবং লাঙল না হলে চলে না।
১.৩ ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই?
উত্তরঃ ধান গাছ থেকে আমরা ধান, চাল, মুড়ি, খৈ এবং খড়।
১.৪ 'সকল ধরা হেসে ওঠে'—এখানে 'ধরা' শব্দটির অর্থ কী?
ত্তরঃ এখানে ধরা বলতে সমস্ত খেতের জমি বােঝানাে হয়েছে। অর্থাৎ প্রকৃতিকে।
১.৫ ‘ধরা’ শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখাে।
ত্তরঃ ‘ধরা'—অনেক চেষ্টা করেও তাকে ধরা গেল না।
১.৬ ‘পুলক’ শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করাে।
ত্তরঃ পুলক—আকাশে মেঘ করলে ময়ুরের পুলক জাগে।
১.৭ 'অঘ্রান’ মাসটির পুরাে নামটি কী?
ত্তরঃ অঘ্রান মাসটির পুরাে নামটি হল ‘অগ্রহায়ণ।'

☞ ২ . শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করাে।
(ক) স _____  উত্তরঃ সন্ধে
(খ) গ _____   উত্তরঃ গন্ধে
(গ) বৃ _____   উত্তরঃ বৃষ্টি
(ঘ) শি_____   উত্তরঃ শিষ
(ঙ) অ_____  উত্তরঃ অঘ্রান
(চ) রৌ_____ উত্তরঃ রৌদ্রে

☞ ৩ . তােমার পড়া গানটির একটি পঙ্তি নীচে দেওয়া আছে। তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখাে।
সবুজ প্রাণের গানের লেখা।
রেখায় রেখায় দেয় রে দেখা
মাতে রে কোন কবি নৃত্য-দোদুল ছন্দে

☞ ৪. বাঁদিকের সঙ্গে ডানদিক মেলাও:


উত্তরঃ বাঁদিক  ------- ডানদিক
             (ক)    一一 (ঙ) পাতা নড়ে।
             (খ)     一一 (গ) হেঁসে ওঠে।
             (গ)     一一 (ঘ) চষা মাটির গন্ধে।
             (ঘ)     一一 (খ) সকাল হতে সন্ধে।
             (ঙ)    一一  (ক) পুলক ছােটে।

☞ ৫ .  শূন্যস্থান পূরণ করাে।
৫.১ সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল ____ ।
উত্তরঃ সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল লেখা।
৫.২ অঘ্রান মাসের আগের মাসের নাম হল____ ।
উত্তরঃ অঘ্রান মাসের আগের মাসের নাম হল কার্তিক।
৫.৩ অঘ্রান মাসের পরের মাসের নাম হল____ ।
উত্তরঃ অঘ্রান মাসের পরের মাসের নাম হল পৌষ।
৫.৪ অঘ্রান মাস____ ঋতুর মধ্যে পড়ে।
উত্তরঃ অঘ্রান মাস হেমন্ত ঋতু হেমন্ত ঋতুর মধ্যে পড়ে।

 ৬. যাঁরা চাষ করেন তাঁদের চাষি বলে।
  1. তাহলে, যাঁরা কবিতা লেখেন তাদের বলে কবি।
  2. যাঁরা কাঠ দিয়ে খাট, চেয়ার-টেবিল, আলনা, দরজা-জানালা বানান তাঁদের বলে ছুতাের।
  3. যাঁরা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রী।
  4. যাঁরা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি।
  5. যাঁরা মাছ ধরেন তাঁদের বলে জেলে।
৭ . নীচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনাে না কোনাে কাজ বােঝাচ্ছে। তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নীচে লেখাে, যা দিয়ে কাজ করা বােঝায়।
(ক) রৌদ্র ওঠে। 
(খ) বৃষ্টি পড়ে। 
(গ) পাতা নড়ে। 
(ঘ) চাষ করি আনন্দে।

উত্তরঃ বেলা কাটে।
গানের লেখা।
দেয় রে দেখা।
পুলক ছােটে।
মাতে রে কোন।
হেসে ওঠে।

৮. সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কীভাবে কাটাবে, নীচে চার লাইনে লেখাে।
উত্তরঃ আমি সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পড়তে বসব। তারপর পড়াশেষে বারান্দায় বসে বৃষ্টি দেখব আর বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসাবাে। দুপুরে চান করে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব। ঘুম থেকে উঠে দাদু-ঠাকুমার সঙ্গে বসে বৃষ্টি দেখব আর অনেক গল্প শুনব। তারপর সন্ধ্যেবেলায় পড়াশুনা শেষ করে খেয়েদেয়ে রাতে ঘুমিয়ে পড়ব।

তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর অধ্যায়ঃ নিজের হাতে নিজের কাজ

☞ ১ . সংক্ষেপে উত্তর দাও।
১.১ একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন?
উত্তরঃ  একজন ডাক্তারবাবু রােগী দেখে, তাদের ওষুধ দিয়ে রােগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন।
১.২ কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়?
উত্তরঃ কুলিদের সাধারণত রেল স্টেশনে, বাজার-হাটে এবং বড়াে বড়াে বাসস্ট্যান্ডে কাজ করতে দেখা যায়।
☞ ২ .  একটি বাক্যে উত্তর দাওঃ
২.১ বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন?
উত্তরঃ বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন।
২.২ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন?
উত্তরঃ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন
২.৩ ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন?
উত্তরঃ ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন।
২.৪ কুলিটি তার নিজের নাম কী বলেছিলেন?
উত্তরঃ কুলিটি তার নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা।

☞  ৩ . বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিযে শূন্যস্থানে বসিয়ে শব্দ তৈরি করাে :

(শ্ৰ, ঙ্কু, ক্ষা, ক্তা, জ্জি, ন্মা।)
উত্তরঃ
  1. ডাক্তা
  2. ম্মা
  3. অপেক্ষা
  4. পারিশ্রমিক
  5. জ্জি
  6. ঙ্কুচিত
☞  ৪ . নীচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে ☑ চিহ্ন আর যেটা ভুল তার পাশে ☒ চিহ্ন দাও।
৪.১ ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। ☑
৪.২ ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। ☒
৪.৩ কুলি-কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জা বােধ হয়। ☑
৪.৪ গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড়াে ছিলেন। ☑

☞ ৫ . বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করাে
  1. শ্ + ই + ক্ + ষ্ + আ = উত্তরঃ শিক্ষা।
  2. ড্ + আ + ক্ + ত্ + আ + র্ + ব্ + আ + ব্ + উ = উত্তরঃ ডাক্তারবাবু।
  3. অ + প্ + এ +ক্ + ষ্ + আ  = উত্তরঃ অপেক্ষা।
  4. ব্+ য্ + আ + গ্ = উত্তরঃ ব্যাগ।
৬ . বর্ণ বিশ্লেষণ করাে 
  1. কারমাটার = উত্তরঃ ক্ + আ + র্ + ম্+ আ + ট + আ + র্
  2. স্টেশন = উত্তরঃ স্ + ট্ + এ + শ্ + অ + ন্
  3. পারিশ্রমিক = উত্তরঃ প্ + আ + র্+ ই +শ্ + র্ + অ + ম্ + ই + ক্ + অ
  4. ঈশ্বরচন্দ্র = উত্তরঃ ঈ + শ্ +ব্ + র্ + চ্ +ন্ + দ + র + 
  5. ক্ষমা = উত্তরঃ ক্ + ষ্+ ম্ + আ
☞ ৭ . একই অর্থের শব্দ লেখাে : উপস্থিত, ক্ষুদ্র, মর্যাদা, কুণ্ঠিত, থলে।
উত্তরঃ উপস্থিত—হাজির। ক্ষুদ্র—ছােটো। মর্যাদা—সম্মান। কুষ্ঠিত—সঙ্কুচিত। থলে—ব্যাগ
৮ . বিপরীতার্থক শব্দ লেখাে : সম্মান, লজ্জা, শিক্ষা, উচিত, সঙ্কুচিত।
উত্তরঃ সম্মান—অসম্মান। লজ্জা—নির্লজ্জ। শিক্ষা—অশিক্ষা। উচিত—অনুচিত। সঙ্কুচিত—প্রসারিত
 ৯ . বাক্য বাড়াও:
৯.১ কুলি হাজার (কোথায় ?)
উত্তরঃ বাবু ডাকার সঙ্গে সঙ্গে স্টেশনে কুলি হাজির।
৯.২ ডাক্তারবাবু চমকে উঠলেন। (কেন?)
উত্তরঃ ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন।
৯.৩ তিনি প্রতিজ্ঞা করলেন (কী প্রতিজ্ঞা ?)
উত্তরঃ তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে কুণ্ঠিত হবেন না।
৯.৪ ট্রেন এসে দাঁড়াল। (কোথায় ?)
উত্তরঃ ট্রেন এসে কারমাটার রেল স্টেশনে দাঁড়াল।

১০. গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখাে:
(১) ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। 
(২) ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হল।
(৩) কুলি বলল, পয়সা লাগবে না
(৪) ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির  হল।
(৫) একটি ট্রেন এসে দাঁড়ালো

উত্তরঃ একটি ট্রেন এসে দাঁড়ালো
উত্তরঃ ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন
উত্তরঃ  ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির  হল
উত্তরঃ কুলি বলল, পয়সা লাগবে না
উত্তরঃ  ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হল

☞ ১১. নিজের ভাষায় উত্তর দাও:
১১.১ কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবােধ হয়েছিল ?
উত্তরঃ বাঙালি ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবােধ হয়েছিল।
১১-২ ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কী?
উত্তরঃ তিনি একজন ডাক্তার, সম্মানীয় মানুষ। তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন। 
১১.৩ ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন ?
উত্তরঃ কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল আর তিনি ছিলেন উদার মনের মানুষ। তাই তিনি কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন 
১১.৪ ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন ?
উত্তরঃ কুলির কাজটি তার বৃত্তি নয়। তিনি বিপদে ডাক্তারবাবুকে কেবলমাত্র সাহায্য করছেন।
১২। তােমার জানা একটা রেল স্টেশনের নাম ।
উত্তরঃ আমার জানা একটা রেল স্টেশনের নাম হল হাওড়া।
১৩। গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হল :
উত্তরঃ গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি।
 
       
Download
Click to Download
332. KB

5 মন্তব্যসমূহ

Type Here ....

  1. এর পরের গল্প গুলোর answer gulo করে দিলে খুবই উপকৃত হব please এর পরের গল্প গুলোর answer করে দেন please English geography histo
    ry সব answer post করুন 🥰🥰😘

    উত্তরমুছুন
  2. এর পরের গল্প গুলো র answer gulo kore den please

    উত্তরমুছুন
  3. খুবই ভালো কাজ করছেন এর পরের অধ্যায়গুলো উত্তর ও করে দেন প্লি

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
    2. উত্তর গুলি দেওয়া হয়েছে। https://www.trendingpagetoday.in/2022/10/class-3-all-subject-answer-solution.html

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন