Class - III Bengali Patabhar Solved Answer | তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার ষষ্ঠপাঠ উত্তর

Class - III Bengali Patabhar Text Book Lesson - Six Part Question Answer

 অধ্যায় ভিত্তিক তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার সমাধান 

✏ হাতে কলমে :
১ . একটি বাক্যে উত্তর দাওঃ
১.১ কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে?
উত্তরঃ অনেক অনেক বছর আগে যখন গাছপাতা চলাফেরা করত তখনকার কথা গল্পে বলা হয়েছে।
১.২ একসময়ে গাছেরা কীভাবে চলাফেরা করত?
উত্তরঃ গাছেরা তাদের শেকড়বাকড় মাটির নীচ দিয়ে চালাচালি করে চলাফেরা করত।
১.৩ তখন পৃথিবী কেমন ছিল?
উত্তরঃ তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর।
১.৪ মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল?
উত্তরঃ  মানুষ এবং গাছ তখন একে অপরকে উপকারী সাথি বলে মনে করত। তারা ভালাে বন্ধু ছিল।
১.৫ মানুষ কীভাবে তখন যাতায়াত করত?
উত্তরঃ মানুষ তখন পায়ে হেঁটে যাতায়াত করত। গাছেরাই বুড়াে লােকেদের গন্তব্যে পৌছে দিত।
১.৬ গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত?
উত্তরঃ গাছেরা তখন মানুষের ভারী ভারী মালপত্র, বাক্স, থলি নির্দিষ্ট গন্তব্যে পৌছে দিত।
১.৭ মানুষ গাছের শাখাপ্রশাখায় কী কী ঝুলিয়ে রাখত?
উত্তরঃ মানুষ গাছের শাখাপ্রশাখায় পােশাক-আশাক, বাক্স-প্যাটরা, মালপত্র ঝুলিয়ে রাখত।
১.৮ গাছেরা কীভাবে বুড়াে লােকেদের উপকারে আসত?
উত্তরঃ গাছের ডালে বুড়াে লােকেরা চড়ে বসলে, গাছেরাই তাদের নির্দিষ্ট জায়গায় পৌছে দিত।
১.৯ জঙ্গল থেকে ফেরার পথে একদল লােক কী করল? 
উত্তরঃ জঙ্গল থেকে ফেরার পথে একদল লােক তাদের ভারী মালপত্র গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়েছিল।
১.১০ ডালগুলাে কাত হয়ে নীচে ঝুঁকে পড়ল কেন?
উত্তরঃ ডালগুলাে ভারী মালপত্রের ভার সহ্য করতে না পেরে নীচে ঝুঁকে পড়েছিল।
১.১১ ডালগুলাে ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কী করল?
উত্তরঃ ডালগুলাে ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কুৎসিতভাবে হাসাহাসি করে এবং আনন্দে হাততালি দিতে থাকে তারা গাছেদের এভাবে উপহাস করল।
১.১২ গাছেরা অপমানিত বােধ করল কেন ?
উত্তরঃ মালপত্রের ভারে গাছেদের করুণ অবস্থা দেখে মানুষেরা কুৎসিত ভাবে হাততালি দিয়ে আনন্দ করেছিল। সেই উপহাস গাছেরা সহ্য করতে পারেনি। তারা অপমানিত বােধ করে।
১.১৩ তখন তারা কী ঠিক করল?
উত্তরঃ মানুষের যন্ত্রণাদায়ক ব্যবহার দেখে গাছেরা ঠিক করল তারা আর চলাফেরা করবে না।
১.১৪ তারপর থেকে কী হয়?
উত্তরঃ তারপর থেকে মানুষদের নিজেদের মালপত্র নিজেদেরই বইতে হয়।
১.১৫ গাছেরা আজও মানুষের কী কী উপকার করে?
উত্তরঃ গাছেরা মানুদের অক্সিজেন দেয়, ফল-ফুল দেয়, মানুষকে রােদ-বৃষ্টি থেকে বাঁচায়, নদীর ভাঙন রােধ করে, ওষুধ তৈরিতে সাহায্য করে, পাখিদের বাসা বাঁধতে দেয়, এভাবে গাছ আজও মানুষের উপকার করে।

২. বন্ধনীর থেকে  ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
২.১ (শেকড়বাকড়/শাখাপ্রশাখা) মাটির নীচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াত।
উত্তরঃ শেকড়বাকড় মাটির নীচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াত।
২.২ মানুষকে (ট্রেনে বাসে/ হেঁটে হেঁটেই) দূর-দূরান্তরে যেতে হত।
উত্তরঃ মানুষকে হেঁটে হেঁটেই দূর-দূরান্তরে যেতে হত।
২.৩ একবার একদল লোক (জঙ্গল/বন্দরে) গিয়েছিল।
উত্তরঃ একবার একদল লােক জঙ্গলে গিয়েছিল।
২.৪ সকলে মিলে (দুঃখে/আনন্দে) হাততালি দিল।
উত্তরঃ সকলে মিলে আনন্দে হাততালি দিল।


৩. বাক্য বাড়াও :
৩.১ মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতাে। (কোথায় ?)
উত্তরঃ মানুষকে হেঁটে হেঁটেই দূর-দূরান্তরে যেতে হতাে।
৩.২ মানুষ গাছের শাখাপ্রশাখায় ঝুলিয়ে রাখত। (কী ?)
উত্তরঃ মানুষ গাছের শাখাপ্রশাখায় পােশাক-আশাক, বাক্স, মালপত্র ঝুলিয়ে রাখত।
৩.৩ ফিরে আসার পর সকলেই ক্লান্ত। (কেমন?)
উত্তরঃ ফিরে আসার পর সকলেই ভীষণ ক্লান্ত ছিল।
৩.৪ ডালগলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নীচে। (কেন?)
ত্তরঃ ডালগুলি ভারী জিনিসপত্র সহ্য করতে না পেরে কাত হয়ে ঝুঁকে পড়ল নীচে।
৩.৫ মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। (কখন?)
উত্তরঃ লােকগুলাের উপহাস সহ্য করতে না পেরে গাছেরা ঠিক করেছিল তারা আর চলাফেরা করবে না। এরপর থেকে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকে বইতে হয়।

৪. বাক্য রচনা করাে :
 গাছগাছালি, সহযােগিতা, অক্ সিজেন, বাক্ সো-প্যাঁটরা, ভ্রমণ।
● গাছগাছালি বিভিন্ন গাছগাছালি থেকে মানুষ বিভিন্ন ধরনের ওষুধ পায়।
● সহযােগিতা — সর্বদা একে অপরকে সহযােগিতা করা উচিত। 
● অক্ সিজেন অক্ সিজেন ছাড়া প্রাণীরা বাঁচতে পারে না। 
● বাক্ সো-প্যাঁটরা গােপালবাবু প্রচুর বাক্ সো-প্যাঁটরা নিয়ে ভ্রমণে বেরিয়েছেন।
● ভ্রমণ — বাঙালিরা বরাবরই ভ্রমণ করতে ভালোবাসে। 

৫ .শুন্যস্থান পূরণ করাে:
৫.১ একসময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত
৫.২ কোনাে যানবাহন ছিল না
৫.৩ তােমরাও দেখােনি
৫.৪ তারা অপমানিত বােধ করল
৫.৫  কত পাখি গাছে বাসা বাঁধে

৬. এলােমেলাে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করাে:
লিডালগু, খাপ্রশাশাখা, রীপউকা, সজিপনিত্ৰ, লারাফেচ।
উত্তরঃ ডালগুলি, শাখাপ্রশাখা, উপকারী, জিনিসপত্র, চলাফেরা।
৭. বর্ণ বিশ্লেষণ করাে :
নির্দেশ, ভাঙ্গন , ভীষণ, দেখেনি, আনন্দ।
● নির্দেশ   ন্ + ই + র্ + অ + দ্ + এ + শ্ + অ
● ভাঙ্গন — ভ্ + আ + ঙ + ন
● ভীষণ — ভ্ + ঈ + ষ্ + অ + ণ + অ
● দেখেনি — দ্ + এ + খ্ + এ + ন্ + ই
● আনন্দ — আ + ন্ + অ + ন্ + দ্ + অ

৮. নিচের ছবি অনুযায়ী পরে লেখা কথাগুলি মিলিয়ে লেখো :
উত্তরঃ ৮.১ একসময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত।
উত্তরঃ ৮.২ মানুষকে হেঁটে হেঁটেই দূর-দূরান্তরে যেতে হতাে। কোনাে যানবাহন ছিল না।
উত্তরঃ ৮.৩ মানুষ তাদের পােশাক-আশাক, বাক্ সো-প্যাঁটরা, থলি গাছের শাখাপ্রশাখায় ঝােলাতাে।
উত্তরঃ ৮.৪ এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না, ডালগুলি কাত হয়ে ঝুলে পড়ল নীচে।
উত্তরঃ ৮.৫ এমন উপহাস গাছেদের সহ্য হলাে না। তারা অপমানিত বােধ করল।
উত্তরঃ ৮.৬ তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়।

জুঁই ফুলে রুমাল Class - III


✏ হাতে কলমে :
১ . একটি বাক্যে উত্তর দাওঃ
১.১ লিপিকে দেখলে কারা খুশি হয় ?
উত্তরঃ গাছেরা এবং পাখিরা লিপিকে দেখলে খুশি হয়।
১.২ খুশি হয়ে তারা কী করে?
উত্তরঃ গারাে পাতায় পাতায় হাততালি দিয়ে, ডাল দুলিয়ে, ফুলের গন্ধ ছড়িয়ে আনন্দ প্রকাশ করে এবং পাখিরা শব্দ করে আনন্দ  প্রকাশ করে। 
১.৩ লিপিদের বাড়ি কোথায়?
ত্তরঃ লিপিদের বাড়ি এগরায়।
১.৪ বাড়ির পাশের বাগানটা কাদের?
ত্তরঃ বাড়ির পাশের বাগানটা মল্লিকবাবুদের।
১.৫ লিপি কখন বাগানে যায়?
ত্তরঃ স্কুল ছুটি হলেই লিপি বাগানে চলে যায়।
১.৬ তার সঙ্গে কে কে থাকে?
উত্তরঃ তার সঙ্গে কখনও টুসি বা দোলন বা কখনও সুধাদিদি বা বিটু থাকে।
১.৭ চারাগাছ কোথায় খুশিতে হিলহিলিয়ে ওঠে?
উত্তরঃ যেখানে ভালাে জল, হাওয়া, আলাে সেখানেই চারাগাছ খুশিতে হিলহিলিয়ে ওঠে।
১.৮ লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায়?
উত্তরঃ লিপি কারও উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসায়।
১.৯ মাঝিপাড়ার ছাগল তিনটে বিদঘুটে কেন?
উত্তরঃ মাঝিপাড়ার ছাগল তিনটে বিদঘুটে কারণ এরা গাছে চারা দেখলেই মুড়িয়ে দেয়।
১.১০ বাগানের খরগােশ দুটো কেমন?
উত্তরঃ বাগানের খরগােশ দুটো খুব ভালাে কিন্তু ভীতু।
১.১১ ড্রয়িং খাতায় লিপি কীসব ছবি এঁকেছে?
উত্তরঃ ড্রয়িং খাতায় লিপি অনেকরকম রংবেরংয়ের গাছের ছবি এঁকেছে।
১.১২ কাঠবেড়ালি বউ কোথা থেকে, কী শুনেছিল?
উত্তরঃ কাঠবেড়ালি বউ শানুদের বাড়ি থেকে শুনেছিল যে মল্লিকদের বাগানে আঁকাশ ছোঁয়া বাড়ি উঠবে, সব শহর হয়ে যাবে।
১.১৩ শানুর বাবা কী বলেছিলেন ?
উত্তরঃ শানুর বাবা বলেছিলেন মল্লিকবাবুদের বাগানে আঁকাশ ছোঁয়া বাড়ি উঠবে। গাছপালা, পুকুর আর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে।
১.১৪ কাদের দেখে পাখিরা চেঁচিয়েমেচিয়ে উঠলাে?
উত্তরঃ শহুরে মানুষদের দেখে পাখিরা চেঁচিয়েমেচিয়ে উঠলাে।
১.১৫ লিপি কাদের কানে কানে কথা বলেছিল ?
উত্তরঃ লিপি সুধাদিদি, লুসি, টুপাই আর টুসিকে কানে কানে কথা বলেছিল।
১.১৬ কাঠুরেরা এলে লিপিরা কী করল?
উত্তরঃ কাঠুরেরা এলে লিপিরা সবাই একটা একটা করে গাছ জড়িয়ে ধরল।
১.১৭ কে পুলিশে খবর দিল?
উত্তরঃ মল্লিকবাবুর বড়াে ছেলে পুলিশে খবর দিল।
১.১৮ কে লিপিদের উপহার দিতে চাইল?
উত্তরঃ প্রথমে পুলিশ এবং তারপর টিয়া, বাবুই লিপিদের উপহার দিতে চাইল।
১.১৯ বাবুইগিন্নি কী উপহার দিয়েছিল?
উত্তরঃ বাবুইগিন্নি প্রত্যেককে একটা করে জুঁইফুলের রুমাল বুনে দিয়েছিল।
১.২০ জুঁইফুল কোন্ ঋতুতে ফোটে?
উত্তরঃ গ্রীষ্মকালে ফোটে।


২. নীচের শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে ঠিক স্তম্ভে বসাও:

গাছ পাখি
শাল, কদম, আকাশমণি, কৃষ্ণচূড়া,জামরুল, সেগুন, কামরাঙা, জাম,বকুল, চাপা, আম।  শালিক, বাবুই, বেনেবউ,টিয়া, চন্দনা, টুনটুনি,ছাতারে।

২। গাছ কাটার ব্যাপারে লিপি আর বিট্ট তাদের বন্ধুদের আগেই কানে কানে কিছু কথা বলে এসেছিল। কে কাকে। বলেছিল মনে রেখে নির্দিষ্ট খােপে তাদের নাম বসাও।

৩। এই গল্পে মােট চারটি পশুর নাম আছে। কাঠবেড়ালি, ছাগল, খরগােশ আর পুষিবেড়াল। এদের প্রত্যেকের সম্বন্ধে একটি করে বাক্য লেখাে।
উত্তরঃ কাঠবেড়ালি—কাঠবেড়ালি গাছে গাছে ঘুরে বেড়ায়। ছাগল—ছাগল গৃহপালিত পশু, এরা দুধ দেয়। খরগােশ—খরগােশ খুব দ্রুত চলাফেরা করতে পারে। পুষিবেড়াল—পুষিবেড়াল ঘরে পােষা হয় এরা দুধভাত, মাছ খায়।
৪। এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে, তাদের নিয়েও একটি করে বাক্য লেখাে। এ ছাড়াও তােমার জানা আরও কিছু গাছ আর পাখির নাম লেখাে।
উত্তরঃ গাছ  শাল—শাল গাছের কাঠ খুব মূল্যবান। সেগুন—সেগুন গাছের কাঠ আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। কদম—কদম গাছ বলের মতাে দেখতে হলদে ফুল হয়। কৃষ্ণচূড়া—কৃষ্ণচূড়া গাছে লালরঙের সুন্দর ফুল হয়। আকাশমণি—আকাশমণি গাছের পাতাগুলি লম্বাটে ধরনের হয়। জামরুল—জামরুল গাছে সাদা জামরুল ফুল হয়। জাম—জামগাছে ছােটো ছােটো রসালাে ফল হয়। চাপা—চাপা গাছে সুগন্ধি ফুল হয়। কামরাঙা—কামরাঙা গাছে টক ফল হয়। আম—আমগাছ খুবই পরিচিত রসালাে আম ভারতের জাতীয় ফল। এ ছাড়া আরও কয়েকটি গাছের নাম হল—কলাগাছ, বটগাছ, অশ্বখগাছ, অর্জুনগাছ, পেয়ারা গাছ, আপেল গাছ, ইত্যাদি।

পাখি  শালিক—শালিক পাখি আকারে ছােটো, এরা বাড়ির ঘুলঘুলিতে বাসা করে। বাবুই—বাবুই খুব ভালাে বাসা বানাতে পারে তাই এদের তাঁতি পাখি বলে। বেনেবউ—বেনেবউ পাখি খুব সুন্দর ডাকতে পারে। টিয়া—টিয়া খুব সুন্দর দেখতে হয় লাল সবুজ রঙের। এদের ঠোট লাল হয়। চন্দনা—চন্দনা পাখিকে কথা শেখালে কথা বলতে পারে। টুনটুনি—টুনটুনি পাখি আকারে খুব ছােটো হয়। আরও কয়েকটি পাখির নাম হল—কাকাতুয়া, চড়াই, পায়রা, চিল, বাজ, মাছরাঙা, ঘুঘুপাখি, দোয়েল, শ্যামা, ফিঙে, কোকিল, ময়ুর ইত্যাদি।

৫। এই গল্প পড়ে লিপিকে তােমার কেমন লেগেছে? যদি ভালাে লাগে তবে কেন ভালাে লেগেছে বুঝিয়ে  বলো। 
উত্তরঃ লিপি এই গল্পের প্রধান চরিত্র। গল্পটি লিপিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। লিপি খুবই ভালাে মেয়ে। সে খুবই সাহসী। গাছপালা খুবই ভালােবাসে। গাছপালা, বাগান, পাখিদের নিয়েই তার জীবন। সে অটুট বিশ্বাস এবং সাহস নিয়ে তার বন্ধুদের সঙ্গে মিলে মল্লিকবাবুদের বাগান বাঁচিয়েছিল। গাছপালা, পাখিরাও তাদের বাসা ফিরে পেয়েছিল এই কারণে লিপিকে আমার ভালাে লেগেছে।
৬। বড় দারােগাবাবু লােকটা কেমন?
উত্তরঃ বড়াে দারােগাবাবু লােকটা খুবই ভালাে মানুষ ছিলেন। তিনি লিপিদের সঙ্গে মিলে গাছকাটা বন্ধ করেছিলেন। লিপিদের পুরস্কার হিসেবে তিনি চকলেট দিয়েছিলেন।
৭। নীচে এমন কয়েকজনের নাম দেওয়া হল যারা গাছের বন্ধু, আর কয়েকজনের নাম থাকল যারা গাছের শত্রু। যারা বন্ধু তাদের নাম গাছের আশেপাশে লেখাে, আর যারা বন্ধু নয় তাদের নাম সরিয়ে অন্য একদিকে লেখাে :

গাছের বন্ধু  গাছের শত্রু
লিপি, টুসি, সুধাদিদি, বেনেবউ, বড়াে দারােগা, বাবুইগিন্নি, পল্টন, বিটু, খরগােশ, দোলন, কাঠবেড়ালি, শানুর বাবা, গাবলু, সেপাই। মল্লিকবাবু, মাঝিপাড়ার ছাগল, কাঠুরে ,মল্লিকবাবুর বড়াে ছেলে

 

✏ হাতে কলমে :
১ . একটি বাক্যে উত্তর দাওঃ
১.১ তালগাছ কোথায় একলা বাড়ল?
উত্তরঃ তালগাছ চারদিক ধু ধু করা তেপান্তরের মাঠে একলা বাড়ল।
১.২ ঘন নীল ছায়ার মতাে কাদের দেখা যায়?
উত্তরঃ মাঠ-ঘেরা বনের লতাপাতা গলাগলি করে আছে, তাদের দেখা যায়।
১.৩ মাঠের চেয়ে বড়াে কে?
উত্তরঃ মাঠের চেয়ে বড়াে আকাশ।
১.৪ হাওয়ার সঙ্গে কে আসে?
উত্তরঃ হাওয়ার সঙ্গে তার সাথি ফুলের গন্ধ আসে।
১.৫ ঝড়ের সঙ্গে কে কে আসে?
উত্তরঃ ঝড়ের সঙ্গে আসে তার সাথি আঁধি আর বৃষ্টি।
১.৬ শরতের মেঘের সাথি কে?
ত্তরঃ শরতের মেঘের সাথি বলাকা।
১.৭ তালগাছ কেন বৃথা আঁকুপাঁকু করে?
ত্তরঃ তালগাছ সবার সঙ্গে চলতে চেয়ে আঁকুপাঁকু করে।
১.৮ তালগাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগল?
উত্তরঃ তালগাছের কাছে দুটি বাবুইপাখি যাওয়া-আসা করতে লাগল।
১.৯ বাবুইপাখিরা কোথায় বাসা বাঁধল?
উত্তরঃ বাবুইপাখিরা তালগাছের ডালে বাসা বাঁধল।
১.১০ তালগাছ চুপ করে ভাবে কেন?
উত্তরঃ বাবুইপাখিরা চলে যাওয়াতে তালগাছ আবার একা হয়ে পড়েছিল।


২. উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও :
২.১ চারদিকে ধু ধু করছে।
২.২ সেখানে লতাপাতা সব গলাগলি করে আছে।
২.৩ সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে।
২.৪ তারা দুটিতে মিছিমিছি কত কী বকাবকি করে।
২.৫ মাঠের থেকে কুটোকাটা নিয়ে বাসা বাঁধে।

৩. নীচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করাে:
 তেপান্তর, বলাকা, আঁকুপাঁকু, মিছিমিছি, ঝিলমিল।
● তেপান্তর—তেপান্তরের মাঠের শেষে বিশাল রাজপ্রাসাদ আছে।
● বলাকা—আকাশ দিয়ে বলাকারা ঝাঁক বেঁধে উড়ে যায়।।
● আঁকুপাঁকু—পাখিদের দেখে আমার মনটাও ওড়বার জন্য আঁকুপাঁকু করে।
● মিছিমিছি—মিছিমিছি কাউকে দুঃখ বা আঘাত দিতে নেই।
● ঝিলমিল—জলে সূর্যের আলাে পড়ে ঝিলমিল করছে।

৪. একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখাে :
 নীড়, ভৎসনা, গগন, প্রান্তর, বিজলি।
উত্তরঃ  নীড়—বাসা। ভৎসনা—বকাবকি। গগন—আকাশ। প্রান্তর—মাঠ। বিজলি—বিদ্যুল্লতা।
৫. বিপরীতার্থক শব্দ লেখাে : 
ঘন, দূরে, আছে, ছােটো।
উত্তরঃ ঘন—হালকা। দূরে—কাছে। আছে—নেই। ছােটো—বড়াে।
৬. ‘হার’ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহৃত করে দুটি বাক্য লেখাে।
উত্তরঃ হার—নবনীতার গলার সােনার হারটা খুব সুন্দর। 
উত্তরঃ হার—মিঠুন ক্লাসের কিছুতেই হার মানলো না।
৭ . টীকা লেখাে : 
শরতের মেঘ, তালগাছ।
উত্তরঃ শরতের মেঘ : বর্ষার পর শরতের আগমনে বাংলার প্রকৃতি অপরুপ সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। শরৎকালে মেঘের রং অত্যন্ত সাদা হয়, তার সঙ্গে এই সময়ের মেঘ বেশ ফোলা ফোলা হয়। এই সময়ের মেঘে নানারকম আকৃতি দেখা যায়। বিশেষত এই সময়ের মেঘ অনেকক্ষেত্রেই বরফে ঢাকা পাহাড়ের সাথে সাদৃশ্য রক্ষা করে। এই ঋতুতে বাংলার শ্রেষ্ঠ উৎসবগুলি পালিত হয়।
তালগাছ : তালগাছ এমন একটি গাছ যা সাধারণত সােজা ওপরদিকে ওঠে। এর কোনাে ডালপালা হয় না। কেবলমাত্র বড়াে বড়াে পাতা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘তালগাছ’ কবিতাটিতে তালগাছ সম্পর্কে খুব সুন্দর বর্ণনা পাওয়া যায়।

৮ .বর্ণ বিশ্লেষণ করাে : 
বিশ্বাস, কুটোকাটা, বলাকা, দুটি।
● বিশ্বাস — ব্ + ই  + শ্ + ব্ + আ + স্ + অ
● কুটোকাটা — ক্ + উ + ট্ + ও + ক্ + আ + ট্ + আ
● বলাকা —  ব্ + অ + ল্ + আ + ক্ + আ
● দুটি — দ্ + উ + ট্ + ই
৯ .যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো।
উত্তরঃ সঙ্গে , গন্ধ, সুন্দরী, নিশ্বাস, বিদ্যুল্লতা।

১০. বাক্য বাড়াও :
১০.১ তার মাঝে একটি তালগাছ। (কোথায় ? কেমন?)
উত্তরঃ তেপান্তরের মাঠের মাঝে একা একটি তালগাছ।
১০.২ ঝড় আসে। (কাকে নিয়ে ?)
উত্তরঃ ঝড় আসে তার সঙ্গে তার সাথি আঁধি আর বৃষ্টি।
১০.৩ তালগাছ কেবলই ডাকে। (কাদের? কীভাবে?)
উত্তরঃ  তালগাছ উড়ন্ত বলাকাদের কেবলই তার পাতা নাড়িয়ে ডাকে।
১০. ৪ একলা গাছ বৃথা আঁকুপাকু করে। (কেন ?)
উত্তরঃ তালগাছ বলাকাদের সঙ্গে উড়ে যেতে চায়, কিন্তু পারে না। একলা গাছ তাই বৃথা আঁকুপাঁকু করে।
১০.৫ তারপর একদিন তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। (কারা? কোথায়? কী দিয়ে ?)
উত্তরঃ তারপর বাবুইপাখি দুটি তালগাছের ডালে কুটোকাটা দিয়ে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়।


১১. শিক্ষিকা/শিক্ষকের সাহায্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’ কবিতাটি এই পাঠের শেষে মিলিয়ে পড়ো। 
উত্তরঃ  তুমি নিজে করাে।
১২. তােমার সব থেকে প্রিয় বন্ধু সম্বন্ধে চার-পাঁচটি বাক্য লেখাে।
উত্তরঃ আমার প্রিয় বন্ধু রোহিত । আমরা এক ক্লাসে পড়ি ও এক পাড়ায় থাকি। রােজ আমরা একসঙ্গে পড়তে যাই। বিকেলবেলা একসঙ্গে খেলি। আমরা আমাদের প্রতিটি দুঃখ ও আনন্দ একে অন্যের সঙ্গে ভাগ করে নিই।
১৩. নীচের ছবি দুটির মধ্যে অন্তত দুটি অমিল খুঁজে বের করাে?
উত্তরঃ ১। বাবুইপাখির বাসার সংখ্যা কম।
২। তালগাছের সংখ্যা কম।
৩ | মেঘের সংখ্যা কম।
৪। পাখির সংখ্যা কম।
৫ | কচুপাতার সংখ্যা কম।
৬ | ঘরের সংখ্যা কম।

☞ আগের অধ্যায় গুলির উত্তর সমাধান ☟☟☟

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন