রাষ্ট্রবিজ্ঞান শর্ট কোশ্চেন প্রশ্ন উত্তর প্র্যাক্টিস সেট
West Bengal Board Class 12th Political Science
প্রতিটি প্রশ্নের মান = 1
Q1. ঠাণ্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘােষণা করেন।
Ⓐ লিপম্যান
Ⓑ টুম্যান
Ⓒ চার্চিল
Ⓓ স্তালিন
Answer : Ⓒ চার্চিল
Q2. ঠান্ডা যুদ্ধে মহাশক্তিধর রাষ্ট্র হল।
Ⓐ ব্রিটেন-মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓑ সােভিয়েত ইউনিয়ন-জার্মানি
Ⓒ সােভিয়েত ইউনিয়ন-চিন
Ⓓ মার্কিন যুক্তরাষ্ট্র-সােভিয়েত ইউনিয়ন
Answer : Ⓓ মার্কিন যুক্তরাষ্ট্র-সােভিয়েত ইউনিয়ন
Ⓐ ১৯১৪ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৩৯ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯১৮ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৪৫ খ্রিস্টাব্দে
Answer : Ⓐ ১৯১৪ খ্রিস্টাব্দে
Q4. ঠান্ডা যুদ্ধের একটি মূলকারণ হল।
Ⓐ বিশ্ব-দারিদ্র্য
Ⓑ জাতিপুঞ্জের ভূমিকা
Ⓒ কোনােটিই নয়
Ⓓ মতাদর্শগত বিরােধ
Answer : Ⓓ মতাদর্শগত বিরােধ
Q5. সল্ট-1 স্বাক্ষরিত হয়েছিল।
Ⓐ ১৯৬৩ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৬৪ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৭২ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৭৩ খ্রিস্টাব্দে
Answer : Ⓒ ১৯৭২ খ্রিস্টাব্দে
Q6. ম্যানিলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
Ⓐ ১৯৫০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৫২ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৫৪ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৬২ খ্রিস্টাব্দে
Answer : Ⓒ ১৯৫৪ খ্রিস্টাব্দে
Q7. একটি জোটনিরপেক্ষ দেশ হল।
Ⓐ আমেরিকা
Ⓑ ইংল্যান্ড
Ⓒ রাশিয়া
Ⓓ ভারত
Answer : Ⓓ ভারত
Q8. পঞ্চশীলের একটি নীতি হল।
Ⓐ শান্তিপূর্ণ সহাবস্থান
Ⓑ যুদ্ধ
Ⓒ আগ্রাসন
Ⓓ আক্রমণ
Answer : Ⓐ শান্তিপূর্ণ সহাবস্থান
Q9. ঠাণ্ডা যুদ্ধকে ‘গরম শক্তি' বলে চিহ্নিত করেছেন।
Ⓐ চার্চিল
Ⓑ টুম্যান
Ⓒ বার্নেট
Ⓓ ফ্রিডম্যান
Answer : Ⓒ বার্নেট
Q10. ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে।
Ⓐ ১৯৩০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৬০ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৮০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৯০ খ্রিস্টাব্দে
Answer : Ⓓ ১৯৯০ খ্রিস্টাব্দে
Q11. ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহৃত হয়।
Ⓐ ১৯৪৫ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৫০ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৬০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৭১ খ্রিস্টাব্দে
Answer : Ⓐ ১৯৪৫ খ্রিস্টাব্দে
12. ফালটন বক্তৃতায় সভাপতিত্ব করেন।
Ⓐ রুজভেল্ট
Ⓑ চার্চিল
Ⓒ টুম্যান
Ⓓ কুশ্চেভ
Answer : Ⓑ চার্চিল
Ⓐ দক্ষিণ কোরিয়া
Ⓑ উত্তর কোরিয়া
Ⓒ কিউবা
Ⓓ জাপান
Answer : Ⓓ জাপান
Q14. ন্যাটো গঠিত হয়______খ্রিস্টাব্দে।
Ⓐ ১৯৪৭ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৪৯ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৫০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৫২ খ্রিস্টাব্দে
Answer : Ⓑ ১৯৪৯ খ্রিস্টাব্দে
Q15. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
Ⓐ বেলগ্রেডে
Ⓑ নিউইয়র্কে
Ⓒ কলম্বােয়
Ⓓ বাদুং এ
Answer : Ⓐ বেলগ্রেডে
Q16. তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
Ⓐ ভারত ও পাকিস্তানের মধ্যে
Ⓑ আমেরিকা ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে
Ⓒ ইংল্যান্ড ও ভারতের মধ্যে
Ⓓ চীন ও ভারতের মধ্যে
Answer : Ⓐ ভারত ও পাকিস্তানের মধ্যে
Q17. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূলবৈশিষ্ট্য হল।
Ⓐ শিক্ষার প্রসার
Ⓑ কূটনীতি
Ⓒ পঞ্চশীল নীতির অনুসরণ
Ⓓ কোনােটিই নয়
Answer : Ⓒ পঞ্চশীল নীতির অনুসরণ
Q18. পররাষ্ট্রনীতির প্রধান বিবেচ্য হল।
Ⓐ জাতীয় স্বার্থ
Ⓑ অন্য রাষ্ট্রকে ধীনে আনা
Ⓒ জোটনিরপেতা
Ⓓ পঞ্চশীল
Answer : Ⓐ জাতীয় স্বার্থ
Q19. ভারতে পররাষ্ট্রনীতির প্রতিষ্টাতা হলেন।
Ⓐ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Ⓑ লালবাহাদুর শাস্ত্রী
Ⓒ ইন্দিরা গান্ধি
Ⓓ জওহরলাল নেহরু
Answer : Ⓓ জওহরলাল নেহরু
Q20. বিদেশনীতির প্রধান উদ্দেশ্য হল।
Ⓐ ক্ষমতা প্রদর্শন
Ⓑ জাতীয় স্বার্থরক্ষা
Ⓒ ভীতিপ্রদর্শন
Ⓓ শিক্ষার সংকোচন
Answer : Ⓑ জাতীয় স্বার্থরক্ষা
Q21. জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়েছিল।
Ⓐ ১৯৬০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৬১ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৬৪ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৬৭ ১৯৬৭
Answer : Ⓑ ১৯৬১ খ্রিস্টাব্দে
Q22. পঞ্চশীলের প্রণেতা হলেন।
Ⓐ গান্ধিজি ও মার্শাল টিটো
Ⓑ জওহরলাল নেহরু ও চৌ -এন-লাই
Ⓒ নাসের ও সুকর্ণ
Ⓓ নেহরু ও কুশ্চেভ
Answer : Ⓑ জওহরলাল নেহরু ও চৌ -এন-লাই
Q23. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
Ⓐ ১৯৫২ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৫৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৩০ খ্রিস্টাব্দে
Ⓓ কোনােটিই নয়।
Answer : Ⓑ ১৯৫৫ খ্রিস্টাব্দে
Q24. সার্ক গঠিত হয়।
Ⓐ ১৯৮১ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৮৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৯০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৯৫ খ্রিস্টাব্দে
Answer : Ⓑ ১৯৮৫ খ্রিস্টাব্দে
Q25. সার্কের সদর দফতর_______।
Ⓐ কাঠমান্ডুতে
Ⓑ নতুন দিল্লিতে
Ⓒ সার্বিয়ায়
Ⓓ হেগ শহরে
Answer : Ⓐ কাঠমান্ডুতে
Q26. NPT স্বাক্ষরিত হয়?
Ⓐ ১৯৬৮ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৬৯ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৯৪ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৯৬ খ্রিস্টাব্দে
Answer : Ⓐ ১৯৬৮ খ্রিস্টাব্দে
Q27. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়—
Ⓐ ১৮৫৪ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল
Ⓑ ১৯৫৪ খ্রিস্টাব্দের ২৯ এপ্রিল
Ⓒ ১৮৬০ খ্রিস্টাব্দের ১ মার্চ
Ⓓ ১৮৬০ খ্রিস্টাব্দের ২ মার্চ
Answer : Ⓑ ১৯৫৪ খ্রিস্টাব্দের ২৯ এপ্রিল
Q28. সার্কের জন্ম?
Ⓐ আমেরিকায়
Ⓑ ভারত
Ⓒ বাংলাদেশে
Ⓓ পাকিস্তানে
Answer : Ⓒ বাংলাদেশে
Q29. ভারত-চিন সংঘর্ষ শুরু হয়।
Ⓐ ১৯৭০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৭১ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৬০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৬২ খ্রিস্টাব্দে
Answer : Ⓓ ১৯৬২ খ্রিস্টাব্দে
Q30. বিশ্ববিবেকের প্রতিনিধি বলা হয়—
Ⓐ জাতিসংঘকে
Ⓑ নিরাপত্তা পরিষদকে
Ⓒ জাতিপুঞ্জকে
Ⓓ মার্কিন যুক্তরাষ্ট্রকে
Answer : Ⓒ জাতিপুঞ্জকে
Q31. জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয়।
Ⓐ জেনারেল অ্যাসেমব্লি
Ⓑ সাধারণ সভা
Ⓒ প্রস্তাবনা
Ⓓ সনদ
Answer : Ⓓ সনদ
Q32. জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন।
Ⓐ সাধারণ সভার সভাপতি
Ⓑ মহাসচিব
Ⓒ আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি
Ⓓ কেউই নন
Answer : Ⓑ মহাসচিব
Q33. জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণ হিসেবে কাজ করেন।
Ⓐ নিরাপত্তা পরিষদ
Ⓑ সাধারণ সভা
Ⓒ জাতিপুঞ্জের মহাসচিব
Ⓓ অছিপরিষদ
Answer : Ⓒ জাতিপুঞ্জের মহাসচিব
Q34. UN0-এর সনদে ধারা আছে।
Ⓐ ১১টি
Ⓑ ১৯ টি
Ⓒ ১১০টি
Ⓓ ১১১টি
Answer : Ⓓ ১১১টি
Q35. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।
Ⓐ ১৯৪৫ খ্রিস্টাব্দে
Ⓑ ১৮৪৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৫৪ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯২০ খ্রিস্টাব্দে
Answer : Ⓐ ১৯৪৫ খ্রিস্টাব্দে
Q36. বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল।
Ⓐ নিরাপত্তা পরিষদ
Ⓑ সাধারণ সভা
Ⓒ অছি পরিষদ
Ⓓ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
Answer : Ⓑ সাধারণ সভা
Q37. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল।
Ⓐ ৫
Ⓑ ৮
Ⓒ ৯
Ⓓ ১০
Answer : Ⓓ ১০
Q38. সনদ সংশোধনের ক্ষমতা রয়েছে কেবলমাত্র।
Ⓐ সাধারণ সভার
Ⓑ নিরাপত্তা পরিষদের
Ⓒ অছি পরিষদের
Ⓓ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের
Answer : Ⓐ সাধারণ সভার
Q39. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মােট সংখ্যা হল।
Ⓐ ১০
Ⓑ ১৫
Ⓒ ২০
Ⓓ ২৫
Answer : Ⓑ ১৫
Q40. জাতিপুঞ্জের মূললক্ষ্যগুলি সম্পর্কে আলােচনা করা হয়েছে।
Ⓐ ৩৯ নং ধারায়
Ⓑ ৯৯ নং ধারায়
Ⓒ প্রস্তাবনায়
Ⓓ ১১১ নং ধারায়
Answer : Ⓒ প্রস্তাবনায়
Q41. ভারত ও পাকিস্তানের মধ্যে লাহাের ঘােষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল।
Ⓐ ১৯৯৪ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৯৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৯৭ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৯৯ খ্রিস্টাব্দে
Answer : Ⓓ ১৯৯৯ খ্রিস্টাব্দে
Q42. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল।
Ⓐ ৫ বছর
Ⓑ ৮ বছর
Ⓒ ৯ বছর
Ⓓ ১০ বছর
Answer : Ⓒ ৯ বছর
Q43. সরকারের বিভাগ রয়েছে?
Ⓐ তিনটি
Ⓑ চারটি
Ⓒ দুটি
Ⓓ পাঁচটি
Answer : Ⓐ তিনটি
Q44. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রয়ােগ ঘটেছে।
Ⓐ পাকিস্তানে
Ⓑ নেপালে
Ⓒ মার্কিন যুক্তরাষ্ট্রে
Ⓓ ব্রিটেনে
Answer : Ⓒ মার্কিন যুক্তরাষ্ট্রে
Q45. মনােনীত শাসকের উদাহরণ হল।
Ⓐ জাপানের রাজা
Ⓑ মার্কিন রাষ্ট্রপতি
Ⓒ ভারতের রাষ্ট্রপতি
Ⓓ কোনােটিই নয়
Answer : Ⓐ জাপানের রাজা
Q46. দ্বিকক্ষবিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন।
Ⓐ লর্ড ব্রাইস
Ⓑ বেত্থাম
Ⓒ ফ্রাঙ্কলিন
Ⓓ ল্যাক্সি
Answer : Ⓐ লর্ড ব্রাইস
Q47. সম্মিলিত জাতিপুঞ্জের বিভাগ রয়েছে।
Ⓐ ৬ টি
Ⓑ ৫ টি
Ⓒ ৭ টি
Ⓓ ৯ টি
Answer : Ⓐ ৬ টি
Q48. নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল।
Ⓐ নিউ ইয়র্কে
Ⓑ সানফ্রান্সিসকোতে
Ⓒ লন্ডনে
Ⓓ প্যারিসে
Answer : Ⓐ নিউ ইয়র্কে
Q49. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
Ⓐ প্যারিস সম্মেলনে
Ⓑ ভিয়েনা সম্মেলনে
Ⓒ সানফ্রান্সিসকো সম্মেলনে
Ⓓ ইয়াল্টা সম্মেলনে
Answer : Ⓐ প্যারিস সম্মেলনে
Q50. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন।
Ⓐ মন্তেস্কু
Ⓑ লর্ড ব্রাইস
Ⓒ ব্লাকস্টোন
Ⓓ বেন্থাম
Answer : Ⓐ মন্তেস্কু
Q51. ‘আইনসভার জননী' বলা হয়।
Ⓐ ভারতের পার্লামেন্টকে
Ⓑ মার্কিন পার্লামেন্টকে
Ⓒ জার্মানির পার্লামেন্টকে
Ⓓ ব্রির্টিশ পার্লামেন্টকে
Answer : Ⓓ ব্রির্টিশ পার্লামেন্টকে
Q52. অরাজনৈতিক অধৰা স্থায়ী প্রশাসকরা হলেন।
Ⓐ আইন বিভাগের সদস্য
Ⓑ মন্ত্রীপরিষদের সদস্য
Ⓒ বিচার বিভাগের সদস্য
Ⓓ আমলাতন্ত্রের সদস্য
Answer : Ⓓ আমলাতন্ত্রের সদস্য
Q53. ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম।
Ⓐ রাজ্যসভা
Ⓑ লােকসভা
Ⓒ কংগ্রেস
Ⓓ জনপ্রতিনিধি সভা
Answer : Ⓐ রাজ্যসভা
Q54. “বিচার বিভাগ ছাড়া সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না।'—কথাটি বলেছেন?
Ⓐ মার্কস
Ⓑ গেটেল
Ⓒ গার্নার
Ⓓ হব্সহাউস
Answer : Ⓒ গার্নার
Q55. এককক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক হলেন।
Ⓐ জন স্টুয়ার্ট মিল
Ⓑ হেনরি মেইন
Ⓒ লর্ড ব্রাইস
Ⓓ হ্যারল্ড ল্যাক্সি
Answer : Ⓓ হ্যারল্ড ল্যাক্সি
Q56. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হল।
Ⓐ বাংলাদেশ
Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓒ চিন
Ⓓ বুলগেরিয়া
Answer : Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র
Q57. একটি বহুপরিচালক বিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ হল।
Ⓐ কানাড়া
Ⓑ ভারত
Ⓒ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓓ সুইটজারল্যান্ড
Answer : Ⓓ সুইটজারল্যান্ড
Q58. একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের একটি উদাহরণ হল।
Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓑ এথেন্স
Ⓒ সুইটজারল্যান্ড
Ⓓ কোনােটিই নয়
Answer : Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
Q59. অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে।
Ⓐ আইন বিভাগের
Ⓑ বিচার বিভাগের
Ⓒ শাসন বিভাগের
Ⓓ কোনােটিই নয়
Answer : Ⓒ শাসন বিভাগের
Q60. ভারতের শাসনব্যবস্থা।
Ⓐ ক্যাবিনেটশাসিত
Ⓑ জোটনিরপেক্ষ
Ⓒ রাষ্ট্রপতিশাসিত
Ⓓ সংসদীয়
Answer : Ⓓ সংসদীয়
Q61. ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন।
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ প্রধান বিচারপতি
Ⓓ স্পিকার
Answer : Ⓐ রাষ্ট্রপতি
Q62. রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন।
Ⓐ স্পিকার
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ উপরাষ্ট্রপতি
Ⓓ জনপালনকৃত্যক
Answer : Ⓑ প্রধানমন্ত্রী
Q63. ভারতের রাষ্ট্রপতি সংবিধানের_____নং ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন।
Ⓐ ৩৫২ নং
Ⓑ ৩৬০ নং
Ⓒ ৩৫৬ নং
Ⓓ কোনােটিই নয়
Answer : Ⓒ ৩৫৬ নং
Q64. ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন।
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ প্রধান বিচারপতি
Ⓓ অ্যাটর্নি জেনারেল
Answer : Ⓑ প্রধানমন্ত্রী
Q65. ভারতের রাষ্ট্রপতি জাতীয় অবস্থা জারি করতে পারেন_____ নং ধারা অনুসারে।
Ⓐ ৩৫০ নং
Ⓑ ৩৫২ নং
Ⓒ ৩৫৬ নং
Ⓓ ৩৬০ নং
Answer : Ⓑ ৩৫২ নং
Q66. ভারতের উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন?
Ⓐ রাজ্যসভাতে
Ⓑ লােকসভাতে
Ⓒ রাজ্যসভা ও লােকসভা উভয়ক্ষেত্রেই
Ⓓ কোনােটিতেই নয়
Answer : Ⓐ রাজ্যসভাতে
Q67. ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়।
Ⓐ মন্ত্রীসভার দ্বারা
Ⓑ স্পিকারের দ্বারা
Ⓒ সাংসদের ভােটের দ্বারা
Ⓓ ইমপিচমেন্ট দ্বারা
Answer : Ⓓ ইমপিচমেন্ট দ্বারা
Q68. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক প্রধান হলেন।
Ⓐ রাজাপাল
Ⓑ মুখ্যমন্ত্রী
Ⓒ সচিব
Ⓓ মুখ্যসচিব
Answer : Ⓑ মুখ্যমন্ত্রী
Q69. ভারতের সর্বোচ্চ শাসনবিভাগীয় কর্তৃপক্ষ হলেন।
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ রাজ্যপাল
Ⓒ উপরাষ্ট্রপতি
Ⓓ প্রধানমন্ত্রী
Answer : Ⓐ রাষ্ট্রপতি
Q70. ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হল।
Ⓐ ৪ বছর
Ⓑ ৫ বছর
Ⓒ ৬ বছর
Ⓓ ৭ বছর
Answer : Ⓑ ৫ বছর
Q71. স্বেচ্ছাধীন ক্ষমতা ভােগ করেন?
Ⓐ রাজ্যপাল
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ মুখ্যমন্ত্রী
Ⓓ প্রধানমন্ত্রী
Answer : Ⓐ রাজ্যপাল
Q72. রাজ্য প্রশাসনের শীর্ষে আছেন?
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ রাজ্যপাল
Ⓒ প্রধানমন্ত্রী
Ⓓ মুখ্যমন্ত্রী
Answer : Ⓑ রাজ্যপাল
Q73. ভারতের রাজ্যসভার সদস্য সংখ্যা।
Ⓐ 250
Ⓑ 260
Ⓒ 275
Ⓓ 290
Answer : Ⓐ 250
Q74. লােকসভার সাধারণ কার্যকালের মেয়াদ হল।
Ⓐ ৪ বছর
Ⓑ ৬ বছর
Ⓒ ৫ বছর
Ⓓ ৭ বছর
Answer : Ⓒ ৫ বছর
Q75. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনােনীত করতে পারেন?
Ⓐ ২ জন
Ⓑ ৪ জন
Ⓒ ৬ জন
Ⓓ ১২ জন
Answer : Ⓓ ১২ জন
Q76. লােকসভায় রাষ্ট্রপতি সদস্য মনােনীত করতে পারেন।
Ⓐ ২ জন
Ⓑ ১০ জন
Ⓒ ১২ জন
Ⓓ ২২ জন
Answer : Ⓐ ২ জন
Q77. পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন।
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ লােকসভার স্পিকার
Ⓓ উপরাষ্ট্রপতি
Answer : Ⓒ লােকসভার স্পিকার
Q78. কোনাে বিল অর্থবিল কিনা সে-সম্পর্কে চুড়ান্ত সিদ্বান্ত গ্রহণ করেন।
Ⓐ স্পিকার
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ রাষ্ট্রপতি
Ⓓ মুখ্যসচিব
Answer : Ⓐ স্পিকার
Q79. লােকসভার স্পিকারকে নিযুক্ত করেন।
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ লোকসভার সদস্যগণ
Ⓓ রাজ্যগুলি
Answer : Ⓒ লোকসভার সদস্যগণ
Q80. রাজ্যপাল বিধানসভায় অ্যাংলাে-ইন্ডিয়ান সম্প্রদায়ের সংখ্যা মনােনীত করতে পারেন।
Ⓐ ১ জন
Ⓑ ২ জন
Ⓒ ৩ জন
Ⓓ ৪ জন
Answer : Ⓐ ১ জন
Q81. রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম।
Ⓐ বিধান পরিষদ
Ⓑ বিধানসভা
Ⓒ রাজ্যসভা
Ⓓ লর্ড সভা
Answer : Ⓑ বিধানসভা
Q82. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় কক্ষটি হল।
Ⓐ লর্ডসভা
Ⓑ কমনসভা
Ⓒ জনপ্রতিনিধি সভা
Ⓓ সিনেট
Answer : Ⓓ সিনেট
Q83. ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম।
Ⓐ সুপ্রিমকোর্ট
Ⓑ হাইকোর্ট
Ⓒ লােকআদালত
Ⓓ ক্রেতাসুরক্ষা আদালত
Answer : Ⓐ সুপ্রিমকোর্ট
Q84. রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম।
Ⓐ হাইকোর্ট
Ⓑ মুনসেফ আদালত
Ⓒ সুপ্রিমকোর্ট
Ⓓ ট্রাইবিউনাল কোর্ট
Answer : Ⓐ হাইকোর্ট
Q85. ভারতীয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা বলা হয়।
Ⓐ হাইকোর্টকে
Ⓑ সুপ্রিমকোর্টকে
Ⓒ সংসদকে
Ⓓ রাষ্ট্রপতিকে
Answer : Ⓑ সুপ্রিমকোর্টকে
Q86. সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়ােগ করেন?
Ⓐ রাজ্যপাল
Ⓑ প্রধানমন্ত্রী
Ⓒ রাষ্ট্রপতি
Ⓓ জনগণ
Answer : Ⓒ রাষ্ট্রপতি
Q87. বর্তমানে ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতির সংখ্যা।
Ⓐ ২৮ জন
Ⓑ ২৬ জন
Ⓒ ৩০ জন
Ⓓ ৩১ জন
Answer : Ⓓ ৩১ জন
Q88. সুপ্রিমকোর্টের কার্যাবলিকে ভাগ করা হয়।
Ⓐ ২ ভাগে
Ⓑ ৩ ভাগে
Ⓒ ৪ ভাগে
Ⓓ ৫ ভাগে
Answer : Ⓒ ৪ ভাগে
Q89. বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা।
Ⓐ ২৫ টি
Ⓑ ২১টি
Ⓒ ২৬টি
Ⓓ ৩০টি
Answer : Ⓑ ২১টি
Q90. লােকআদালত গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
Ⓐ গান্ধিজি
Ⓑ জওহরলাল নেহরু
Ⓒ ইন্দিরা গান্ধি
Ⓓ পি এন ভগবতী
Answer : Ⓓ পি এন ভগবতী
Q91. সুপ্রিমকোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন।
Ⓐ পার্লামেন্ট
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ প্রধানমন্ত্রী
Ⓓ জনগণ
Answer : Ⓑ রাষ্ট্রপতি
Q92. সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসরের বয়স।
Ⓐ ৬০ বছর
Ⓑ ৬২ বছর
Ⓒ ৬৫ বছর
Ⓓ ৬৮ বছর
Answer : Ⓒ ৬৫ বছর
Q93. হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স।
Ⓐ ৬২ বছর
Ⓑ ৬৫ বছর
Ⓒ ৬০ বছর
Ⓓ ৬১ বছর
Answer : Ⓐ ৬২ বছর
Q94. জেলা জজকে নিয়ােগ করেন।
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ রাজ্যপাল
Ⓒ রাষ্ট্রপতি
Ⓓ ম্পিকার
Answer : Ⓑ রাজ্যপাল
Q95. লােক আদালতের উদ্ভব হয়—
Ⓐ ১৯৮০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৮৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৯০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৯৪ খ্রিস্টাব্দে
Answer : Ⓑ ১৯৮৫ খ্রিস্টাব্দে
Q96. ক্রেতাসুরক্ষা আইন পাস হয়।
Ⓐ ১৯৮০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৮৫ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৯০ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৯২ খ্রিস্টাব্দে
Answer : Ⓑ ১৯৮৫ খ্রিস্টাব্দে
Q97. ভারতে সর্বপ্রথম লােকআদালতের কাজ শুরু হয়।
Ⓐ গুজরাটে
Ⓑ কলকাতায়
Ⓒ দিল্লিতে
Ⓓ চেন্নাই-এ
Answer : Ⓒ দিল্লিতে
Q98. ক্রেতার অধিকার রক্ষার জন্য গঠিত হয়েছে।
Ⓐ জেলা আদালত
Ⓑ ক্রেতাসুরক্ষা আদালত
Ⓒ লােকআদালত
Ⓓ হাইকোর্ট
Answer : Ⓑ ক্রেতাসুরক্ষা আদালত
Q99. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা স্তরবিশিষ্ট।
Ⓐ এক স্তরবিশিষ্ট
Ⓑ দুই স্তরবিশিষ্ট
Ⓒ তিন স্তরবিশিষ্ট
Ⓓ চার স্তরবিশিষ্ট
Answer : Ⓒ তিন স্তরবিশিষ্ট
Q100. পশ্চিমবঙ্গা পৌর আইন কার্যকর হয়।
Ⓐ ১ জুন, ১৯৯৪ খ্রিস্টাব্দে
Ⓑ ১ জানুয়ারি, ১৯৯৩ খ্রিস্টাব্দে
Ⓒ ৬ আগস্ট, ১৯৭৫ খ্রিস্টাব্দে
Ⓓ ১ জানুয়ারি, ২০০২ খ্রিস্টাব্দে
Answer : Ⓐ ১ জুন, ১৯৯৪ খ্রিস্টাব্দে
Q101. কলকাতা পৌরপ্রতিষ্ঠান আইন প্রণীত হয়।
Ⓐ ১৯৫০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৮৪ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৮৩ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৫১ খ্রিস্টাব্দে
Answer : Ⓓ ১৯৫১ খ্রিস্টাব্দে
Q102. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিকে ক-টি শ্রেণিতে বিভক্ত করা যায়?
Ⓐ ৩ টি
Ⓑ ৪ টি
Ⓒ ৫ টি
Ⓓ ৬ টি
Answer : Ⓒ ৫ টি
Q103. গ্রাম পঞ্চায়েত গঠিত হয়_____জন সদস্য নিয়ে।
Ⓐ ১ - ১০
Ⓑ ৫ - ৩০
Ⓒ ১০ - ২০
Ⓓ ২০ - ৪০
Answer : Ⓑ ৫ - ৩০
Q104. ৭৩-তম এবং ৭৪-তম সংবিধান সংশােধনী আইন পাস হয়?
Ⓐ ১৯৯০ খ্রিস্টাব্দে
Ⓑ ১৯৯২ খ্রিস্টাব্দে
Ⓒ ১৯৯৩ খ্রিস্টাব্দে
Ⓓ ১৯৯৯ খ্রিস্টাব্দে
Answer : Ⓑ ১৯৯২ খ্রিস্টাব্দে
Q105. খুদে জেলাশাসক বলা হয়।
Ⓐ DM-কে
Ⓑ SDO-কে
Ⓒ BDO-কে
Ⓓ SDM-কে
Answer : Ⓑ SDO-কে
Q106. নবগঠিত গ্রাম পায়েতের প্রথম সভা আহ্বান করেন।
Ⓐ SDO
Ⓑ BDO
Ⓒ DM
Ⓓ CBI
Answer : Ⓒ DM
Q107. পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত।
Ⓐ একের তিন অংশ
Ⓑ একের চার অংশ
Ⓒ একের পাঁচ অংশ
Ⓓ অর্ধেক
Answer : Ⓓ অর্ধেক
Q108. গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ_____বছর।
Ⓐ ৫ বছর
Ⓑ ৬ বছর
Ⓒ ৮ বছর
Ⓓ ১০ বছর
Answer : Ⓐ ৫ বছর
Q109. জেলাপরিষদের প্রধানকে বলা হয়?
Ⓐ কাউন্সিলার
Ⓑ সভাপতি
Ⓒ মেয়র
Ⓓ সভাধিপতি
Answer : Ⓓ সভাধিপতি
Q110. গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন?
Ⓐ প্রধান
Ⓑ BDO
Ⓒ সভাপতি
Ⓓ মেয়র
Answer : Ⓐ প্রধান
Q111. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় দ্বিতীয় স্তরটি হল—
Ⓐ পঞ্চায়েত সমিতি
Ⓑ জেলাপরিষদ
Ⓒ গ্রাম পঞ্চায়েত
Ⓓ কোনােটিই নয়
Answer : Ⓐ পঞ্চায়েত সমিতি
Q112. কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল।
Ⓐ ১০০
Ⓑ ১২০
Ⓒ ১৪১
Ⓓ ১৪৪
Answer : Ⓒ ১৪১
Q113. গ্রাম সংসদের সভা বসে______ মাসে?
Ⓐ নভেম্বর ও মে মাসে
Ⓑ মার্চ ও জুন মাসে
Ⓒ জুলাই ও সেপ্টেম্বর মাসে
Ⓓ এপ্রিল ও অক্টোবর মাসে
Answer : Ⓐ নভেম্বর ও মে মাসে
Q114. বড়াে শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়?
Ⓐ কর্পোরেশন
Ⓑ পৌরসভা
Ⓒ পৌর পরিষদ
Ⓓ কোনােটিই নয়
Answer : Ⓐ কর্পোরেশন
❍ ☞ অতিসংক্ষিপ্ত [SAQ Short] প্রশ্ন উত্তর : Updated Soon