উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্র 2023 || West Bengal Board Political Science

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন পত্র 2023



Class 12th West Bengal Board Political Science


animated-new-image-0047   উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2023 SAQ

Q1. ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখাে।
➠ ক্ষমতা হল বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক আচরণ ও সম্পর্কের বিচার।
Q2. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বােঝাে?
➠ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক, কূটনৈতিক, সামরিক প্রভৃতি বিষয়ের আলোচনা কে আন্তর্জাতিক সম্পর্ক ।
Q3. শক্তির দুটি উপাদানের নাম লেখাে।
➠ প্রাকৃতিক সম্পদ ও ভৌগােলিক অবস্থান। 
Q4. বিশ্বায়ন কী?বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য লেখাে।
➠ বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ ও জনগণের মধ্যে নিবিড় সংযােগসাধনের আন্তর্জাতিক প্রক্রিয়া কে বিশ্বায়ন বলে। 
➠ বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য : 
বেসরকারিকরণ ও উদারীকরণ।
Q5. কূটনীতি বলতে কী বােঝাে?
অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রচনায় কোনাে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে যে-নীতি গ্রহণ করে তাকে বলে কূটনীতি।
Q6. আন্তর্জাতিক আইন বলতে কী বােঝায়?
➠ যে আইন গুলির দ্বারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়, সেই নিয়মকানুন কে আন্তর্জাতিক আইন বলে। 
Q7. বিশ্বায়নকে প্রসারিত করেছে এমন দুটি সংস্থার নাম লেখাে।
➠  WTO এবং IMF
Q8.বিশ্বায়নের একটি ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া লেখাে।
➠ তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতি। এবং জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের সংকট। 
Q9. NIEO কথাটির সম্পূর্ণ নাম লেখাে।
 New International Economic order
Q10.ঠান্ডা যুদ্ধ বলতে কী বােঝাে?
 বিংশ শতাব্দীর শেষে বিবদমান মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন দুটি পক্ষের নরম প্রকৃতির দ্বন্দ্ব ঠান্ডা যুদ্ধ নামে খ্যাত। 
Q11. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবির্ভূত দুই মহাশক্তির নাম কী?
➠ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ও ইউনিয়ন অব সােভিয়েত সােশ্যালিস্ট রিপাবলিক।
Q12. প্রথম ও দ্বিতীয় বিশ্ব কী?
➠ আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমি রাষ্ট্রগুলি প্রথম বিশ্ব ও সােভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রগুলি দ্বিতীয় বিশ্ব।
Q13. তৃতীয় বিশ্ব কোন কোন দেশ নিয়ে গঠিত?
➠ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি নিয়ে গঠিত।
Q14. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী?
 সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট।
Q15. জোটনিরপেক্ষতা বলতে কী বােঝাে?
 একটি পররাষ্ট্রনীতিকে বােঝায় যারা পশ্চিমি কোনাে শক্তিজোটের সঙ্গে যুক্ত নয়।
Q16. জোটনিরপেক্ষ নীতির একটি বৈশিষ্ট্য লেখাে।
 সকল জাতির সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা।
Q17. দক্ষিণ-দক্ষিণ সহযােগিতা বলতে কী বােঝাে?
 জোটনিরপেক্ষ দেশগুলির পারস্পরিক সহযােগিতাকে দক্ষিণ-দক্ষিণ সহযােগিতা বলে। 
Q18. ঠান্ডা লড়াই-এর ভাঙন কবে হয়েছিল?
➠ ১৯৯০ খ্রিস্টাব্দে।
Q19. কত খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
➠ ১৯৫৫ খ্রিস্টাব্দে।
Q20.দাঁতাত বলতে কী বােঝাে?
➠ বিশ্বে রাজনৈতিক উত্তেজনা, হ্রাস করার একটি প্রক্রিয়া।
Q21. সিয়াটো কী?
 দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। 
Q22. কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘােষণা করা হয়?
➠১৯৬২ খ্রিস্টাব্দে।
Q23. NATO কী?
➠ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
Q24. পররাষ্ট্রনীতির যে-কোনাে একটি উদ্দেশ্য লেখাে।
➠ দেশের সার্বভৌমিকতা, নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করা। 
Q25. ভারতের পররাষ্ট্রনীতির যে-কোনাে একটি বৈশিষ্ট্য লেখাে।
জোটনিরপেক্ষতা সাম্রাজ্যবাদের বিরােধিতা। 
Q26. ভারতের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির মূলকথা কী ছিল?
গতিশীল জোটনিরপেক্ষতা।
Q27.“The Making of Foreign Policy' গ্রন্থটির লেখক কে?
➠ জোসেফ ফ্রাংকেল।
Q28. আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করাে।
1945 খ্রিস্টাব্দ।
Q29. SAARC-এর পুরােকথাটি লেখাে।
South Asian Association for Regional Co-operation. 
Q30. ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূলকারণ কী?
 কাশ্মীর সমস্যা। 
Q31. সার্ক কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
➠ ১৯৮৫ খ্রিস্টাব্দে।
Q32. সার্কের একটি নীতির উল্লেখ করাে।
➠ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণ করা।
Q33. পঞশীল নীতি কে প্রথম ঘােষণা করেছিলেন?
➠ চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
Q34. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
➠ বাংলাদেশের ঢাকায়।
Q35. একটি ‘পঞশীল নীতির’ উল্লেখ করাে।
 শান্তিপূর্ণ সহাবস্থান।
Q36. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী?
➠ জাতিসংঘ।
Q37. সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে?
৬টি।
Q38. নিরাপত্তা পরিষদের যে-কোনাে দুটি স্থায়ী সদস্যের নাম লেখাে।
➠ রাশিয়া ও আমেরিকা।
Q39. সম্মিলিত জাতিপুঞ্জের দুটি এজেন্সির নাম লেখাে।
 বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং খাদ্য কৃষিসংস্থা। 
Q40. সাধারণ সভাকে ‘বিশ্বনাগরিক সভা’ বলে অভিহিত করেছেন কে?
অধ্যাপক গেটেল।
Q41. জাতিপুঞ্জের মহাসচিবের যে-কোনাে একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করাে।
➠  প্রশাসন পরিচালনা করা।
Q42. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?
➠ নিরাপত্তা-পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভার দ্বারা।
Q43. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কী বােঝাে?
কোনাে কিছুতে অসম্মতি জ্ঞাপন করা।
Q44. সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতির উল্লেখ করাে।
➠  জাতিপুঞ্জের ক্ষুদ্র-বৃহৎ সব সদস্য-রাষ্ট্রই সমান।
Q45. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
➠ নেদারল্যান্ডের হেগ শহরে ।
Q46. সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কী?
➠ শান্তির পরিপন্থী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা।
Q47. সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশােধনে অংশগ্রহণ করে?
সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ।
Q48. সম্মিলিত জাতিপুঞ্জা গঠিত হওয়ার সময়ে সদস্য-রাষ্ট্রের সংখ্যা কত ছিল?
➠ রাষ্ট্রের সংখ্যা ৫১ টি। 
Q49. উদারনীতিবাদের মূলকথাটি কী?
➠ ব্যক্তিস্বাধীনতা।
Q50. মার্কসবাদের দুটি মূলনীতি কী?
দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব।
Q51. উৎপাদন সম্পর্ক বলতে কী বােঝায়?
 উৎপাদন প্রক্রিয়ায় মানুষে-মানুষে, শ্রেণিতে-শ্রেণিতে উৎপাদনভিত্তিক সম্পর্ক। 
Q52. ইতিহাস ব্যাখ্যার উদ্দেশ্যে মার্কসীয় দর্শনের নাম কী?
ঐতিহাসিক বস্তুবাদ। 
Q53. সর্বহারা শ্রেণি কী?
➠ শ্রমশক্তি ছাড়া যাদের হারানাের মতাে কিছু নেই।
Q54. গান্ধিজির মতাদর্শের দুটি মূলনীতি কী?
➠ সর্বোদয় ও সত্যাগ্রহ।
Q55. মার্কসবাদের ভিত্তি কী?
➠ দ্বন্দ্বমূলক বস্তুবাদ।
Q56. মার্কসের মতে, শ্রেণিসংগ্রামের চূড়ান্ত পরিণতি কী?
➠ শ্রমিক শ্রেণির একনায়কত্ব।
Q57. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বােঝাে?
➠ সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়ােগ করার নীতি।
Q58. সরকারের বিভাগ কটি ও কী কী?
➠ ৩টি-শাসন বিভাগ, আইন বিভাগ, ও বিচার বিভাগ।
Q59. একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের দুটি উদাহরণ দাও।
➠ হিটলার ও মার্কিন যুক্তরাষ্টের শাসন বিভাগ।
Q60.দুজন মনােনীত শাসকের উদাহরণ দাও।
ব্রিটেনের রাজা বা রানি ও জাপানের রাজা।
Q61. বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়ােজনীয়তা উল্লেখ করাে।
➠ গণতন্ত্রের সাফল্যের জন্য।
Q62. রাজনৈতিক প্রশাসক বলতে কী বােঝো?
➠  শাসন বিভাগের রাজনৈতিক অংশ, যথা—রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদ।
Q63. আমলা কাদের বলে?
➠  সরকারি স্থায়ী কর্মচারী।
Q64. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি লেখাে।
➠ নিম্নকক্ষের স্বৈরাচারিতা রােধ এবং সুচিন্তিত আইন প্রণয়ন।
Q65.দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি লেখাে।
 অকারণে বিলম্ব ঘটে এবং ব্যয়বহুল।
Q66. শাসন বিভাগের মুখ্য কাজ কী?
➠ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
Q67. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়ােগ করেন?
➠ রাষ্ট্রপতি।
Q68. ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন?
সংসদের সদস্য ও রাজ্যবিধান সভার সদস্যরা।
Q69. কোন কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য?
➠ অর্থবিল ও সংবিধান সংশােধনসংক্রান্ত বিল।
Q70. ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক?
নামসর্বস্ব শাসক।
Q71. ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
➠  রাজ্যসভায় সভাপতিত্ব করা।
Q72. কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে।
Q73. রাজ্যপ্রশাসনের শীর্ষে কে আছেন?
➠  রাজ্যপাল। 
Q74.রাজ্যের মন্ত্রীসভায় কত ধরনের মন্ত্রী থাকেন?
তিন ধরনের মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রী।
Q75. কেন্দ্রীয় মন্ত্রীসভা কার কাছে দায়বদ্ধ থাকে?
কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ লােকসভার কাছে।
Q76. ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে?
প্রধানমন্ত্রী । 
Q77.সচিবালয় বলতে কী বােঝায়?
মন্ত্রীর দফতর।
Q78. মুখ্যসচিবকে কে নিয়ােগ করেন?
 মুখ্যমন্ত্রী।
Q79.কে ‘Casting Vote' প্রদান করতে পারেন?
 অধ্যক্ষ।
Q80.ভারতে শাসন বিভাগের প্রধান কে?
রাষ্ট্রপতি।
Q81.অনাস্থা প্রস্তাব কাকে বলে?
লােকসভায় সরকারের নীতি ও কর্মসূচি সম্পর্কে আস্থার অভাব জ্ঞাপন করে যে-প্রস্তাব আনা হয়।
Q82.ছাঁটাই প্রস্তাব কাকে বলে?
➠ সরকারি ব্যয়ের দাবি বিচারবিবেচনার সময় বিরােধীপক্ষের ব্যয় হ্রাসের যে-প্রস্তাব সেটিকেই ছাঁটাই প্রস্তাব বলে। 
Q83.ভারতীয় পার্লামেন্টের দুটি স্থায়ী কমিটির নাম লেখাে।
সরকারি গাণিতিক কমিটি ও আনুমানিক ব্যয় হিসাব কমিটি।
Q84.প্রশ্নোত্তর পর্ব কাকে বলে?
➠ সংসদের প্রতিদিনের অধিবেশনের প্রথম ঘণ্টাকে প্রশ্নোত্তর পর্ব বলে। 
Q85. সংসদীয় কর্মপদ্ধতি বলতে কী বােঝায়?
➠ সংসদের কাজকর্ম যথাযােগ্যভাবে সম্পন্ন করার জন্য সংগৃহীত নিয়মকানুন ও পদ্ধতি।
Q86.দুটি সর্বভারতীয় কৃত্যকের নাম লেখাে।
ভারতীয় প্রশাসনিক কর্তৃক এবং ভারতীয় পুলিশ কর্তৃক।
Q87.সচিব কাকে বলে?
বিভাগের প্রশাসনিক প্রধানকে সচিব বলে।
Q88.অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কী বােঝায়?
➠ লােকসভা কর্তৃক অর্পিত শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকানুন।
Q89.অভিলেখ আদালত কী?
➠ নিজের অবমাননার জন্যে যে-আদালত শাস্তি দিতে পারে।
Q90.জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ লেখাে।
➠ অর্থনৈতিক অগ্রসরতা এবং জাতীয়তাবাদ।
Q91.ভারতে বিচারব্যবস্থার প্রকৃতি কীরূপ?
এক ও অখণ্ড প্রকৃতির।
Q92.সুপ্রিমকোর্টের গঠন উল্লেখ করাে।
১ জন প্রধান বিচারপতি এবং অন্যান্য ৩০ জন বিচারপতি অর্থাৎ মােট ৩১ জন বিচারপতি নিয়ে গঠিত।
Q93.সুপ্রিমকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন?
➠ রাষ্ট্রপতি।
Q94.হাইকোর্টের মূলএলাকা কী?
➠ সরাসরি মামলা দায়ের করার এলাকা।
Q95.হাইকোর্ট কোন কোন ক্ষেত্রে লেখ জারি করতে পারে?
➠ মৌলিক অধিকার ও আইনগত অধিকার বলবৎকরণের ক্ষেত্রে। 
Q96.লােকআদালত গঠনের উদ্দেশ্য কী?
➠  সমাজের দুর্বল ও দরিদ্র শ্রেণিকে বিনা খরচে ন্যায়বিচার পাইয়ে দেওয়া।
Q97.ক্রেতা আদালত গঠনের একটি উদ্দেশ্য-এর উল্লেখ করাে।
➠ ক্রেতাকে ন্যায্য দামে সঠিক জিনিস পাইয়ে দেওয়া। 
Q98.'পরমাদেশ' কথাটির অর্থ কী?
➠ আমরা আদেশ দিচ্ছি। 
Q99.লােকআদালতের জনক কে?
➠ পি এন ভগবতী।
Q100.পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার ক-টি স্তর?
তিনটি।
Q101.পশ্চিমবঙ্গো পায়ের ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
তিনটি। 
Q102.জেলা প্রশাসনের শীর্ষে কে আছেন?
➠ জেলাপরিষদ।
Q103.জেলাশাসকের একটি কাজের উল্লেখ করাে।
ভূমিরাজস্ব সংগ্রহ, করসংগ্রহ। 
Q104.পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কাকে বলা হয়?
 ব্লক উন্নয়ন আধিকারিককে।
Q105.গ্রাম সংসদ কীভাবে গঠিত হয়?
➠ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সকল ভােটদাতাদের নিয়ে।
Q106.গ্রামসভার দুটি কাজের উল্লেখ করাে।
➠ জনস্বাস্থ্য সংরক্ষণ ও পানীয় জল সরবরাহ।
Q107.গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?
প্রাপ্তবয়স্ক ভােটাধিকারপ্রাপ্ত নাগরিকদের দ্বারা।
Q108 গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ করাে।
সরকারি অনুদান ও জমি, ঘর, বাড়ি প্রভৃতির ওপর ধার্য কর।
Q109.জেলাপরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করাে।
জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটি এবং উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী কমিটি।
Q110.জেলাশাসক কীভাবে নিযুক্ত হন?
ভারতীয় প্রশাসনিক কর্তৃক (IAS) মাধ্যমে।
Q111.পঞ্চায়েত সমিতির প্রধান দুটি কার্যের উল্লেখ করাে।
➠ উন্নয়ন পরিকল্পনার মধ্যে সমন্বয়সাধন এবং রাজ্য সরকার আরােপিত প্রকল্পের বাস্তবায়ন। 
Q112.পৌরসভার আয়ের দুটি উৎস লেখাে।
➠ রাজ্য সরকার প্রদত্ত আর্থিক সাহায্য এবং কর সংগ্রহ। 
Q113.পৌরসভার দুটি কার্যের উল্লেখ করাে।
➠ পানীয় জল সরবরাহ এবং জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ ।
Q114.মেয়র কীভাবে নির্বাচিত হন?
➠ কর্পোরেশনের কাউন্সিলারগণ কর্তৃক।
Q115. পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
➠ মােট আসনের অর্ধেক।
Q116.NAM-এর পুরােকথাটি কী?
 Non-Aligned movement. 
Q117.জোটনিরপেক্ষ আন্দোলনের কবে, কোথায় প্রথম সূচনা হয়?
১৯৫৫ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে।
Q118.CENTO কী?
➠ মধ্যএশিয়ার চুক্তি সংস্থা।
Q119.চার্চিল কোন খ্রিস্টাব্দে ফালটন বক্তৃতা দিয়েছিলেন?
➠  ১৯৪৫ খ্রিস্টাব্দে।
Q120.NATO প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
➠ পূর্বইউরােপে রাশিয়ার প্রভাব সৃষ্টিতে বাধাদান। 
Q121.ভারতের পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী?
জাতীয় স্বার্থরক্ষা।
Q122.সার্কের উদ্দেশ্য কী?
'সদস্য-রাষ্ট্রগুলির মধ্যে সহযােগিতা করা।
Q123.সার্কের যে-কোনাে চারটি সদস্য-রাষ্ট্রের নাম লেখাে।
ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান।
Q124.সম্মিলিত জাতিপুরে সনদে ক-টি ধারা আছে?
১১১ টি
Q125.সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য-রাষ্ট্রগুলি সাধারণ সভায় কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে?
৫ জন। 
Q126.নিরাপত্তা পরিষদের দুটি কাজের উল্লেখ করাে।
 শান্তিপূর্ণ উপায়ে বিরােধ মীমাংসা করা এবং সনদ সংশােধন করা।
Q127.সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি কী?
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা।
Q128.সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
Q129.নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতার উল্লেখ করা।
বিরােধ মীমাংসায় শান্তিপূর্ণ পদ্ধতির অভাব।
Q130.উৎপাদন শক্তি বলতে কী বােঝায়?
 শ্রমিক ও তার শ্রম ক্ষমতা, যন্ত্রপাতি, হাতিয়ার, কলকারখানা ইত্যাদির সমষ্টি কে। 
Q131.গান্ধিজির সত্যাগ্রহের দুটি পদ্ধতির উল্লেখ করাে।
➠ আইন অমান্য ও অসহযােগিতা।
Q132.দুটি বহুপরিচালকবিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ দাও।
➠ অতীতে এথেন্স, স্পার্টা। 
Q133.আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখাে।
➠ স্থায়িত্ব।
Q134.আইনসভার মুখ্য কাজ কী?
➠ আইন প্রণয়ন করা। 
Q135.জেলাপরিষদের আয়ের একটি উৎস লেখাে।
➠ কেন্দ্র ও রাজ্য সরকার প্রদত্ত অনুদান।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন