Class 12th West Bengal Board Political Science


Q1. ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখাে।
➠ ক্ষমতা হল বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক আচরণ ও সম্পর্কের বিচার।
Q2. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বােঝাে?
Q2. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বােঝাে?
➠ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক, কূটনৈতিক, সামরিক
প্রভৃতি বিষয়ের আলোচনা কে আন্তর্জাতিক সম্পর্ক ।
Q3. শক্তির দুটি উপাদানের নাম লেখাে।
Q3. শক্তির দুটি উপাদানের নাম লেখাে।
➠ প্রাকৃতিক সম্পদ ও ভৌগােলিক অবস্থান।
Q4. বিশ্বায়ন কী?বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য লেখাে।
Q4. বিশ্বায়ন কী?বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য লেখাে।
➠ বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ ও জনগণের মধ্যে নিবিড় সংযােগসাধনের
আন্তর্জাতিক প্রক্রিয়া কে বিশ্বায়ন বলে।
➠ বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য : বেসরকারিকরণ ও উদারীকরণ।
➠ বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য : বেসরকারিকরণ ও উদারীকরণ।
Q5. কূটনীতি বলতে কী বােঝাে?
➠অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রচনায় কোনাে রাষ্ট্র আন্তর্জাতিক
ক্ষেত্রে যে-নীতি গ্রহণ করে তাকে বলে কূটনীতি।
Q6. আন্তর্জাতিক আইন বলতে কী বােঝায়?
Q6. আন্তর্জাতিক আইন বলতে কী বােঝায়?
➠ যে আইন গুলির দ্বারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়, সেই
নিয়মকানুন কে আন্তর্জাতিক আইন বলে।
Q7. বিশ্বায়নকে প্রসারিত করেছে এমন দুটি সংস্থার নাম লেখাে।
➠ WTO এবং IMF
Q8.বিশ্বায়নের একটি ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া লেখাে।
Q8.বিশ্বায়নের একটি ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া লেখাে।
➠ তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতি। এবং জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের
সংকট।
Q9. NIEO কথাটির সম্পূর্ণ নাম লেখাে।
Q9. NIEO কথাটির সম্পূর্ণ নাম লেখাে।
➠ New International Economic order
Q10.ঠান্ডা যুদ্ধ বলতে কী বােঝাে?
Q10.ঠান্ডা যুদ্ধ বলতে কী বােঝাে?
➠ বিংশ শতাব্দীর শেষে বিবদমান মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত
ইউনিয়ন দুটি পক্ষের নরম প্রকৃতির দ্বন্দ্ব ঠান্ডা যুদ্ধ নামে
খ্যাত।
Q11. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবির্ভূত দুই মহাশক্তির নাম কী?
Q11. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবির্ভূত দুই মহাশক্তির নাম কী?
➠ ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ও ইউনিয়ন অব সােভিয়েত সােশ্যালিস্ট
রিপাবলিক।
Q12. প্রথম ও দ্বিতীয় বিশ্ব কী?
Q12. প্রথম ও দ্বিতীয় বিশ্ব কী?
➠ আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমি রাষ্ট্রগুলি প্রথম বিশ্ব ও সােভিয়েত রাশিয়ার
নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রগুলি দ্বিতীয় বিশ্ব।
Q13. তৃতীয় বিশ্ব কোন কোন দেশ নিয়ে গঠিত?
Q13. তৃতীয় বিশ্ব কোন কোন দেশ নিয়ে গঠিত?
➠ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি নিয়ে
গঠিত।
Q14. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী?
Q14. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী?
➠ সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট।
Q15. জোটনিরপেক্ষতা বলতে কী বােঝাে?
Q15. জোটনিরপেক্ষতা বলতে কী বােঝাে?
➠ একটি পররাষ্ট্রনীতিকে বােঝায় যারা পশ্চিমি কোনাে শক্তিজোটের সঙ্গে
যুক্ত নয়।
Q16. জোটনিরপেক্ষ নীতির একটি বৈশিষ্ট্য লেখাে।
Q16. জোটনিরপেক্ষ নীতির একটি বৈশিষ্ট্য লেখাে।
➠ সকল জাতির সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা।
Q17. দক্ষিণ-দক্ষিণ সহযােগিতা বলতে কী বােঝাে?
Q17. দক্ষিণ-দক্ষিণ সহযােগিতা বলতে কী বােঝাে?
➠ জোটনিরপেক্ষ দেশগুলির পারস্পরিক সহযােগিতাকে দক্ষিণ-দক্ষিণ সহযােগিতা
বলে।
Q18. ঠান্ডা লড়াই-এর ভাঙন কবে হয়েছিল?
Q18. ঠান্ডা লড়াই-এর ভাঙন কবে হয়েছিল?
➠ ১৯৯০ খ্রিস্টাব্দে।
Q19. কত খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
➠ ১৯৫৫ খ্রিস্টাব্দে।
Q20.দাঁতাত বলতে কী বােঝাে?
Q20.দাঁতাত বলতে কী বােঝাে?
➠ বিশ্বে রাজনৈতিক উত্তেজনা, হ্রাস করার একটি প্রক্রিয়া।
Q21. সিয়াটো কী?
Q21. সিয়াটো কী?
➠ দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা।
Q22. কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘােষণা করা হয়?
Q22. কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘােষণা করা হয়?
➠১৯৬২ খ্রিস্টাব্দে।
Q23. NATO কী?
➠ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
Q24. পররাষ্ট্রনীতির যে-কোনাে একটি উদ্দেশ্য লেখাে।
Q24. পররাষ্ট্রনীতির যে-কোনাে একটি উদ্দেশ্য লেখাে।
➠ দেশের সার্বভৌমিকতা, নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করা।
Q25. ভারতের পররাষ্ট্রনীতির যে-কোনাে একটি বৈশিষ্ট্য লেখাে।
Q25. ভারতের পররাষ্ট্রনীতির যে-কোনাে একটি বৈশিষ্ট্য লেখাে।
➠জোটনিরপেক্ষতা সাম্রাজ্যবাদের
বিরােধিতা।
Q26. ভারতের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির মূলকথা কী ছিল?
Q26. ভারতের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির মূলকথা কী ছিল?
➠গতিশীল জোটনিরপেক্ষতা।
Q27.“The Making of Foreign Policy' গ্রন্থটির লেখক কে?
Q27.“The Making of Foreign Policy' গ্রন্থটির লেখক কে?
➠ জোসেফ ফ্রাংকেল।
Q28. আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করাে।
Q28. আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করাে।
➠1945 খ্রিস্টাব্দ।
Q29. SAARC-এর পুরােকথাটি লেখাে।
Q29. SAARC-এর পুরােকথাটি লেখাে।
➠South Asian Association for Regional
Co-operation.
Q30. ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূলকারণ কী?
Q30. ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের মূলকারণ কী?
➠ কাশ্মীর সমস্যা।
Q31. সার্ক কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
Q31. সার্ক কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
➠ ১৯৮৫ খ্রিস্টাব্দে।
Q32. সার্কের একটি নীতির উল্লেখ করাে।
Q32. সার্কের একটি নীতির উল্লেখ করাে।
➠ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে
গ্রহণ করা।
Q33. পঞশীল নীতি কে প্রথম ঘােষণা করেছিলেন?
Q33. পঞশীল নীতি কে প্রথম ঘােষণা করেছিলেন?
➠ চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই
এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
Q34. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Q34. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
➠ বাংলাদেশের ঢাকায়।
Q35. একটি ‘পঞশীল নীতির’ উল্লেখ করাে।
Q35. একটি ‘পঞশীল নীতির’ উল্লেখ করাে।
➠ শান্তিপূর্ণ সহাবস্থান।
Q36. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী?
Q36. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী?
➠ জাতিসংঘ।
Q37. সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে?
Q37. সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে?
➠৬টি।
Q38. নিরাপত্তা পরিষদের যে-কোনাে দুটি স্থায়ী সদস্যের নাম লেখাে।
Q38. নিরাপত্তা পরিষদের যে-কোনাে দুটি স্থায়ী সদস্যের নাম লেখাে।
➠ রাশিয়া ও আমেরিকা।
Q39. সম্মিলিত জাতিপুঞ্জের দুটি এজেন্সির নাম লেখাে।
Q39. সম্মিলিত জাতিপুঞ্জের দুটি এজেন্সির নাম লেখাে।
➠ বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং খাদ্য
কৃষিসংস্থা।
Q40. সাধারণ সভাকে ‘বিশ্বনাগরিক সভা’ বলে অভিহিত করেছেন কে?
Q40. সাধারণ সভাকে ‘বিশ্বনাগরিক সভা’ বলে অভিহিত করেছেন কে?
➠অধ্যাপক গেটেল।
Q41. জাতিপুঞ্জের মহাসচিবের যে-কোনাে একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করাে।
Q41. জাতিপুঞ্জের মহাসচিবের যে-কোনাে একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করাে।
➠ প্রশাসন পরিচালনা করা।
Q42. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?
Q42. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?
➠ নিরাপত্তা-পরিষদের সুপারিশক্রমে
সাধারণ সভার দ্বারা।
Q43. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কী বােঝাে?
Q43. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কী বােঝাে?
➠কোনাে কিছুতে অসম্মতি জ্ঞাপন করা।
Q44. সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতির উল্লেখ করাে।
Q44. সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতির উল্লেখ করাে।
➠ জাতিপুঞ্জের ক্ষুদ্র-বৃহৎ
সব সদস্য-রাষ্ট্রই সমান।
Q45. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
Q45. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
➠ নেদারল্যান্ডের হেগ শহরে ।
Q46. সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কী?
Q46. সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কী?
➠ শান্তির পরিপন্থী রাষ্ট্রের
বিরুদ্ধে ব্যবস্থা।
Q47. সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশােধনে অংশগ্রহণ করে?
Q47. সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশােধনে অংশগ্রহণ করে?
➠সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ।
Q48. সম্মিলিত জাতিপুঞ্জা গঠিত হওয়ার সময়ে সদস্য-রাষ্ট্রের সংখ্যা কত ছিল?
Q48. সম্মিলিত জাতিপুঞ্জা গঠিত হওয়ার সময়ে সদস্য-রাষ্ট্রের সংখ্যা কত ছিল?
➠ রাষ্ট্রের সংখ্যা
৫১ টি।
Q49. উদারনীতিবাদের মূলকথাটি কী?
➠ ব্যক্তিস্বাধীনতা।
Q50. মার্কসবাদের দুটি মূলনীতি কী?
Q50. মার্কসবাদের দুটি মূলনীতি কী?
➠দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং উদ্বৃত্ত
মূল্যের তত্ত্ব।
Q51. উৎপাদন সম্পর্ক বলতে কী বােঝায়?
Q51. উৎপাদন সম্পর্ক বলতে কী বােঝায়?
➠ উৎপাদন প্রক্রিয়ায়
মানুষে-মানুষে, শ্রেণিতে-শ্রেণিতে উৎপাদনভিত্তিক সম্পর্ক।
Q52. ইতিহাস ব্যাখ্যার উদ্দেশ্যে মার্কসীয় দর্শনের নাম কী?
Q52. ইতিহাস ব্যাখ্যার উদ্দেশ্যে মার্কসীয় দর্শনের নাম কী?
➠ঐতিহাসিক বস্তুবাদ।
Q53. সর্বহারা শ্রেণি কী?
Q53. সর্বহারা শ্রেণি কী?
➠ শ্রমশক্তি ছাড়া যাদের হারানাের
মতাে কিছু নেই।
Q54. গান্ধিজির মতাদর্শের দুটি মূলনীতি কী?
Q54. গান্ধিজির মতাদর্শের দুটি মূলনীতি কী?
➠ সর্বোদয় ও সত্যাগ্রহ।
Q55. মার্কসবাদের ভিত্তি কী?
Q55. মার্কসবাদের ভিত্তি কী?
➠ দ্বন্দ্বমূলক বস্তুবাদ।
Q56. মার্কসের মতে, শ্রেণিসংগ্রামের চূড়ান্ত পরিণতি কী?
Q56. মার্কসের মতে, শ্রেণিসংগ্রামের চূড়ান্ত পরিণতি কী?
➠ শ্রমিক শ্রেণির একনায়কত্ব।
Q57. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বােঝাে?
Q57. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বােঝাে?
➠ সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ
স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়ােগ করার নীতি।
Q58. সরকারের বিভাগ কটি ও কী কী?
Q58. সরকারের বিভাগ কটি ও কী কী?
➠ ৩টি-শাসন বিভাগ, আইন বিভাগ, ও
বিচার বিভাগ।
Q59. একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের দুটি উদাহরণ দাও।
Q59. একক পরিচালকবিশিষ্ট শাসন বিভাগের দুটি উদাহরণ দাও।
➠ হিটলার ও মার্কিন যুক্তরাষ্টের
শাসন বিভাগ।
Q60.দুজন মনােনীত শাসকের উদাহরণ দাও।
Q60.দুজন মনােনীত শাসকের উদাহরণ দাও।
➠ব্রিটেনের রাজা বা রানি ও জাপানের রাজা।
Q61. বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়ােজনীয়তা উল্লেখ করাে।
➠ গণতন্ত্রের সাফল্যের জন্য।
Q62. রাজনৈতিক প্রশাসক বলতে কী বােঝো?
➠ গণতন্ত্রের সাফল্যের জন্য।
Q62. রাজনৈতিক প্রশাসক বলতে কী বােঝো?
➠ শাসন বিভাগের রাজনৈতিক অংশ,
যথা—রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদ।
Q63. আমলা কাদের বলে?
Q63. আমলা কাদের বলে?
➠ সরকারি স্থায়ী
কর্মচারী।
Q64. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি লেখাে।
Q64. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি লেখাে।
➠ নিম্নকক্ষের স্বৈরাচারিতা রােধ
এবং সুচিন্তিত আইন প্রণয়ন।
Q65.দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি লেখাে।
Q65.দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি লেখাে।
➠ অকারণে বিলম্ব ঘটে এবং
ব্যয়বহুল।
Q66. শাসন বিভাগের মুখ্য কাজ কী?
Q66. শাসন বিভাগের মুখ্য কাজ কী?
➠ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায়
রাখা।
Q67. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়ােগ করেন?
Q67. ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়ােগ করেন?
➠ রাষ্ট্রপতি।
Q68. ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন?
Q68. ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন?
➠সংসদের সদস্য ও রাজ্যবিধান সভার
সদস্যরা।
Q69. কোন কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য?
Q69. কোন কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য?
➠ অর্থবিল ও সংবিধান
সংশােধনসংক্রান্ত বিল।
Q70. ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক?
Q70. ভারতের রাষ্ট্রপতি কী ধরনের শাসক?
➠নামসর্বস্ব শাসক।
Q71. ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?
➠ রাজ্যসভায় সভাপতিত্ব
করা।
Q72. কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
Q72. কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
➠একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক
প্রতিনিধিত্বের মাধ্যমে।
Q73. রাজ্যপ্রশাসনের শীর্ষে কে আছেন?
Q73. রাজ্যপ্রশাসনের শীর্ষে কে আছেন?
➠ রাজ্যপাল।
Q74.রাজ্যের মন্ত্রীসভায় কত ধরনের মন্ত্রী থাকেন?
Q74.রাজ্যের মন্ত্রীসভায় কত ধরনের মন্ত্রী থাকেন?
➠তিন ধরনের মন্ত্রী ক্যাবিনেট
মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রী।
Q75. কেন্দ্রীয় মন্ত্রীসভা কার কাছে দায়বদ্ধ থাকে?
Q75. কেন্দ্রীয় মন্ত্রীসভা কার কাছে দায়বদ্ধ থাকে?
➠কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ লােকসভার
কাছে।
Q76. ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে?
Q76. ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে?
➠প্রধানমন্ত্রী ।
Q77.সচিবালয় বলতে কী বােঝায়?
Q77.সচিবালয় বলতে কী বােঝায়?
➠মন্ত্রীর দফতর।
Q78. মুখ্যসচিবকে কে নিয়ােগ করেন?
Q78. মুখ্যসচিবকে কে নিয়ােগ করেন?
➠ মুখ্যমন্ত্রী।
Q79.কে ‘Casting Vote' প্রদান করতে পারেন?
Q79.কে ‘Casting Vote' প্রদান করতে পারেন?
➠ অধ্যক্ষ।
Q80.ভারতে শাসন বিভাগের প্রধান কে?
➠রাষ্ট্রপতি।
Q81.অনাস্থা প্রস্তাব কাকে বলে?
Q80.ভারতে শাসন বিভাগের প্রধান কে?
➠রাষ্ট্রপতি।
Q81.অনাস্থা প্রস্তাব কাকে বলে?
➠লােকসভায় সরকারের নীতি ও কর্মসূচি
সম্পর্কে আস্থার অভাব জ্ঞাপন করে যে-প্রস্তাব আনা হয়।
Q82.ছাঁটাই প্রস্তাব কাকে বলে?
➠ সরকারি ব্যয়ের দাবি
বিচারবিবেচনার সময় বিরােধীপক্ষের ব্যয় হ্রাসের যে-প্রস্তাব সেটিকেই
ছাঁটাই প্রস্তাব বলে।
Q83.ভারতীয় পার্লামেন্টের দুটি স্থায়ী কমিটির নাম লেখাে।
Q83.ভারতীয় পার্লামেন্টের দুটি স্থায়ী কমিটির নাম লেখাে।
➠সরকারি গাণিতিক কমিটি ও আনুমানিক ব্যয়
হিসাব কমিটি।
Q84.প্রশ্নোত্তর পর্ব কাকে বলে?
Q84.প্রশ্নোত্তর পর্ব কাকে বলে?
➠ সংসদের প্রতিদিনের
অধিবেশনের প্রথম ঘণ্টাকে প্রশ্নোত্তর পর্ব বলে।
Q85. সংসদীয় কর্মপদ্ধতি বলতে কী বােঝায়?
➠ সংসদের কাজকর্ম যথাযােগ্যভাবে
সম্পন্ন করার জন্য সংগৃহীত নিয়মকানুন ও পদ্ধতি।
Q86.দুটি সর্বভারতীয় কৃত্যকের নাম লেখাে।
Q86.দুটি সর্বভারতীয় কৃত্যকের নাম লেখাে।
➠ভারতীয় প্রশাসনিক কর্তৃক এবং
ভারতীয় পুলিশ কর্তৃক।
Q87.সচিব কাকে বলে?
Q87.সচিব কাকে বলে?
➠বিভাগের প্রশাসনিক প্রধানকে সচিব বলে।
Q88.অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কী বােঝায়?
➠ লােকসভা কর্তৃক অর্পিত শাসন
বিভাগ কর্তৃক প্রণীত আইনকানুন।
Q89.অভিলেখ আদালত কী?
Q89.অভিলেখ আদালত কী?
➠ নিজের অবমাননার জন্যে যে-আদালত
শাস্তি দিতে পারে।
Q90.জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ লেখাে।
Q90.জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ লেখাে।
➠ অর্থনৈতিক অগ্রসরতা এবং
জাতীয়তাবাদ।
Q91.ভারতে বিচারব্যবস্থার প্রকৃতি কীরূপ?
➠এক ও অখণ্ড প্রকৃতির।
Q92.সুপ্রিমকোর্টের গঠন উল্লেখ করাে।
Q92.সুপ্রিমকোর্টের গঠন উল্লেখ করাে।
➠১ জন প্রধান বিচারপতি এবং অন্যান্য
৩০ জন বিচারপতি অর্থাৎ মােট ৩১ জন বিচারপতি নিয়ে গঠিত।
Q93.সুপ্রিমকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন?
Q93.সুপ্রিমকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন?
➠ রাষ্ট্রপতি।
Q94.হাইকোর্টের মূলএলাকা কী?
Q94.হাইকোর্টের মূলএলাকা কী?
➠ সরাসরি মামলা দায়ের করার
এলাকা।
Q95.হাইকোর্ট কোন কোন ক্ষেত্রে লেখ জারি করতে পারে?
Q95.হাইকোর্ট কোন কোন ক্ষেত্রে লেখ জারি করতে পারে?
➠ মৌলিক অধিকার ও আইনগত অধিকার
বলবৎকরণের ক্ষেত্রে।
Q96.লােকআদালত গঠনের উদ্দেশ্য কী?
Q96.লােকআদালত গঠনের উদ্দেশ্য কী?
➠ সমাজের দুর্বল ও দরিদ্র
শ্রেণিকে বিনা খরচে ন্যায়বিচার পাইয়ে দেওয়া।
Q97.ক্রেতা আদালত গঠনের একটি উদ্দেশ্য-এর উল্লেখ করাে।
Q97.ক্রেতা আদালত গঠনের একটি উদ্দেশ্য-এর উল্লেখ করাে।
➠ ক্রেতাকে ন্যায্য দামে সঠিক
জিনিস পাইয়ে দেওয়া।
Q98.'পরমাদেশ' কথাটির অর্থ কী?
Q98.'পরমাদেশ' কথাটির অর্থ কী?
➠ আমরা আদেশ দিচ্ছি।
Q99.লােকআদালতের জনক কে?
Q99.লােকআদালতের জনক কে?
➠ পি এন ভগবতী।
Q100.পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার ক-টি স্তর?
Q100.পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার ক-টি স্তর?
➠তিনটি।
Q101.পশ্চিমবঙ্গো পায়ের ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
Q101.পশ্চিমবঙ্গো পায়ের ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?
➠তিনটি।
Q102.জেলা প্রশাসনের শীর্ষে কে আছেন?
Q102.জেলা প্রশাসনের শীর্ষে কে আছেন?
➠ জেলাপরিষদ।
Q103.জেলাশাসকের একটি কাজের উল্লেখ করাে।
Q103.জেলাশাসকের একটি কাজের উল্লেখ করাে।
➠ভূমিরাজস্ব সংগ্রহ, করসংগ্রহ।
Q104.পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কাকে বলা হয়?
Q104.পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কাকে বলা হয়?
➠ ব্লক উন্নয়ন আধিকারিককে।
Q105.গ্রাম সংসদ কীভাবে গঠিত হয়?
Q105.গ্রাম সংসদ কীভাবে গঠিত হয়?
➠ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সকল
ভােটদাতাদের নিয়ে।
Q106.গ্রামসভার দুটি কাজের উল্লেখ করাে।
Q106.গ্রামসভার দুটি কাজের উল্লেখ করাে।
➠ জনস্বাস্থ্য সংরক্ষণ ও পানীয় জল
সরবরাহ।
Q107.গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?
Q107.গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?
➠প্রাপ্তবয়স্ক ভােটাধিকারপ্রাপ্ত
নাগরিকদের দ্বারা।
Q108 গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ করাে।
Q108 গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ করাে।
➠সরকারি অনুদান ও জমি, ঘর, বাড়ি
প্রভৃতির ওপর ধার্য কর।
Q109.জেলাপরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করাে।
Q109.জেলাপরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করাে।
➠জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটি এবং
উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী কমিটি।
Q110.জেলাশাসক কীভাবে নিযুক্ত হন?
Q110.জেলাশাসক কীভাবে নিযুক্ত হন?
➠ভারতীয় প্রশাসনিক কর্তৃক (IAS)
মাধ্যমে।
Q111.পঞ্চায়েত সমিতির প্রধান দুটি কার্যের উল্লেখ করাে।
Q111.পঞ্চায়েত সমিতির প্রধান দুটি কার্যের উল্লেখ করাে।
➠ উন্নয়ন পরিকল্পনার মধ্যে
সমন্বয়সাধন এবং রাজ্য সরকার আরােপিত প্রকল্পের বাস্তবায়ন।
Q112.পৌরসভার আয়ের দুটি উৎস লেখাে।
Q112.পৌরসভার আয়ের দুটি উৎস লেখাে।
➠ রাজ্য সরকার প্রদত্ত আর্থিক
সাহায্য এবং কর সংগ্রহ।
Q113.পৌরসভার দুটি কার্যের উল্লেখ করাে।
Q113.পৌরসভার দুটি কার্যের উল্লেখ করাে।
➠ পানীয় জল সরবরাহ এবং জন্ম-মৃত্যু
নথিভুক্তকরণ ।
Q114.মেয়র কীভাবে নির্বাচিত হন?
Q114.মেয়র কীভাবে নির্বাচিত হন?
➠ কর্পোরেশনের কাউন্সিলারগণ
কর্তৃক।
Q115. পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
Q115. পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
➠ মােট আসনের অর্ধেক।
Q116.NAM-এর পুরােকথাটি কী?
➠ Non-Aligned movement.
Q117.জোটনিরপেক্ষ আন্দোলনের কবে, কোথায় প্রথম সূচনা হয়?
➠১৯৫৫ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুং
শহরে।
Q118.CENTO কী?
➠ মধ্যএশিয়ার চুক্তি সংস্থা।
Q119.চার্চিল কোন খ্রিস্টাব্দে ফালটন বক্তৃতা দিয়েছিলেন?
➠ ১৯৪৫ খ্রিস্টাব্দে।
Q120.NATO প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
➠ পূর্বইউরােপে রাশিয়ার প্রভাব
সৃষ্টিতে বাধাদান।
Q121.ভারতের পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী?
➠জাতীয় স্বার্থরক্ষা।
Q122.সার্কের উদ্দেশ্য কী?
➠'সদস্য-রাষ্ট্রগুলির মধ্যে সহযােগিতা করা।
Q123.সার্কের যে-কোনাে চারটি সদস্য-রাষ্ট্রের নাম লেখাে।
➠ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান।
Q124.সম্মিলিত জাতিপুরে সনদে ক-টি ধারা আছে?
➠১১১ টি
Q125.সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য-রাষ্ট্রগুলি সাধারণ সভায় কতজন প্রতিনিধি
প্রেরণ করতে পারে?
➠৫ জন।
Q126.নিরাপত্তা পরিষদের দুটি কাজের উল্লেখ করাে।
➠ শান্তিপূর্ণ উপায়ে বিরােধ মীমাংসা
করা এবং সনদ সংশােধন করা।
Q127.সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি কী?
➠আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা।
Q128.সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
➠প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয়
মঙ্গলবার।
Q129.নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতার উল্লেখ করা।
➠বিরােধ মীমাংসায় শান্তিপূর্ণ পদ্ধতির
অভাব।
Q130.উৎপাদন শক্তি বলতে কী বােঝায়?
➠ শ্রমিক ও তার শ্রম ক্ষমতা,
যন্ত্রপাতি, হাতিয়ার, কলকারখানা ইত্যাদির সমষ্টি কে।
Q131.গান্ধিজির সত্যাগ্রহের দুটি পদ্ধতির উল্লেখ করাে।
➠ আইন অমান্য ও অসহযােগিতা।
Q132.দুটি বহুপরিচালকবিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ দাও।
➠ অতীতে এথেন্স, স্পার্টা।
Q133.আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখাে।
➠ স্থায়িত্ব।
Q134.আইনসভার মুখ্য কাজ কী?
➠ আইন প্রণয়ন করা।
Q135.জেলাপরিষদের আয়ের একটি উৎস লেখাে।
➠ কেন্দ্র ও রাজ্য সরকার প্রদত্ত
অনুদান।