What is matsonnay protha?
বাংলায় মাৎস্যন্যায় বলতে কী বোঝ?
❒ শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর (৬৫০-৭৫০ খ্রি.) বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার দেখা দেয়, সেই অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়। 'মাৎস্যন্যায়’ শব্দের উল্লেখ পাওয়া যায় বিখ্যাত তিব্বতি ইতিহাসবিদ লামা তারানাথের বর্ণনায় এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে। এর পাশাপাশি বৌদ্ধগ্রন্থ ‘আর্য মঞ্জুশ্রী মূলকল্প’ থেকে এই সময়ের বাংলার রাজাদের দুর্দশার কথা জানা যায়। ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে এই অবস্থার কথা রয়েছে।‘মাৎস্যন্যায়’ শব্দের আক্ষরিক অর্থ হিসেবে মাছের মতো আচরণকে বোঝায়। পুকুরের বড়ো মাছ যেমন সুযোগ পেলে ছোটো মাছকে গিলে খায়, ঠিক তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় শক্তিশালী বিত্তবান পুরুষেরা দুর্বল ও অসহায়দের সর্বস্ব আত্মসাৎ করত এই অবস্থাই হল প্রকৃতরূপে মাৎস্যন্যায় ৷ শক্তিশালী রাজতন্ত্রের পতনের পর গৃহবিবাদ, রাজবংশের দ্রুত পরিবর্তন ও ছোটো ছোটো প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা প্রভৃতি ছিল বাংলার সমকালীন চিত্র। রাজনৈতিক অনৈক্য ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বৈদেশিক রাজন্যবর্গ এই সময় বারবার বাংলা দেশ আক্রমণ করতে থাকেন।
মাৎস্যন্যায়ের মতো অরাজক অবস্থা থেকে বাঁচবার জন্য বাংলার গণ্যমান্য মানুষজন প্রকৃতিপুঞ্জ প্রভাব প্রতিপত্তিশালী সামন্তরাজ গোপালকে বাংলার সিংহাসনে বসান। গোপাল কঠোর হাতে মাৎস্যন্যায়ের অবসান ঘটান। মাৎস্যন্যায়ের অবসানের সঙ্গে সঙ্গে ‘জোর-যার-মুলুক- তার’, এই অবস্থার অবসান হয়, সমাজে শান্তি ফিরে আসে।
-----------------
❏ Matsonnay Protha: About a hundred years after Shashanka's death (650-750 AD), the political turmoil and social unrest in Bengal was called Matsyanaya. The word 'Matsyanyaya' is mentioned in the account of the famous Tibetan historian Lama Taranath and in the economics of Kautilya. Apart from this, the plight of the kings of Bengal at that time is known from the Buddhist scripture 'Arya Manjushri Mulkalpa'. This condition is mentioned in the Khalimpur copperplate of Dharmapala.
The word ‘fishing’ literally means fish-like behavior. Just as the big fish in the pond swallows the small fish whenever it gets a chance, so after the death of Shashanka, the powerful rich men in Bengal used to usurp the possessions of the weak and helpless. After the fall of the powerful monarchy, civil strife, rapid change of dynasty, and establishment of small republics were the contemporary features of Bengal. Taking advantage of the political disunity and chaos, the foreign monarchies kept invading Bengal.
In order to escape the anarchy like the fishery, the influential people of Bengal (Prakritipunj) installed the influential Samantraj Gopal on the throne of Bengal. Gopal put an end to fishing with a stern hand. With the cessation of fisheries, ‘Jor-yar-mukluk-tara’, this state of affairs came to an end and peace returned to the society.