Amader Poribesh Class 3 Lesson -1 Solved Answer
তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর
❏ আরো পড়ুনঃ
❍ রোজ বিকেলে নানা খেলা
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলিনীচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে। সেগুলো কোনটা কী কাজ করে? ছবির পাশে লেখো :

হাতের এই অংশ দিয়ে কাউকে ডাকা ও অন্যান্য কাজকর্ম করা যায়। |

হাতের এই অংশ দিয়ে লেখা, ছবি আঁকা, সুঁচে সুতো পরানো ও খুব ছোটো জিনিস ধরা যায়, চিমটি কাটা যায়, কানমলা খাওয়া যায়। |

কব্জির সাহায্যে আমরা যেভাবে খুশি হাতকে ঘুরিয়ে কোনো কিছু ধরা ও অন্যান্য কাজ করতে পারি। ক্রিকেট খেলায় বল করার জন্য কব্জির জোের চাই। |

হাতের এই অংশ দিয়ে অনেক বেশি কাজ করা যায়। যেমন সাইকেল ও মোটর সাইকেলের হাতল ধরা, দরজার হাতল ধরে খোলা ও বন্ধ করা। |

এই অংশ দিয়ে হাতকে সহজে ভাঁজ করে বিভিন্ন রকম কাজ করা যায় এর নাম কনুই। |

পায়ের হাঁটু সহজে চলতে সাহায্য করে ও পা-কে ভাঁজ করতে ও খুলতে সাহায্য করে এর ফলে সহজেই আমরা ওঠাবসা করতে পারি। |

পায়ের পিছনের পাতার ওপর ভর দিয়ে আমরা হাঁটতে ও দৌড়াতে পারি। |

পায়ের এই অংশ দিয়ে আমরা কোনো কিছু ভাঙতে পারি, সাইকেল চালাতে পারি ও অন্যান্য কাজ করতে পারি এবং ফুটবল খেলতে পারি। |
❍ ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
কীভাবে কী করো? কী করলে কী হয়? নীচে লেখো :
শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? | নাক দিয়ে আমরা শ্বাস নিই। |
শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? | শ্বাস নিলে শরীরের বক্ষদেশ ফুলে ওঠে। |
কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? | কথা বলার সময় মুখমণ্ডল কাজ করে। |
কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে? | কান ছাড়া মুখমণ্ডলের নাকের ভিতর নোংরা জমে। |
❍ গা,হাত,পায়ের যত্ন
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
নখ, মাথা, গা-হাত-পা পরিষ্কার করতে গিয়ে কী কী সমস্যা হয়েছে /দেখেছ/হতে পারে? নীচে লেখো :শরীরের অংশ | কী সমস্যা হয়েছে | কীভাবে তা মিটেছে |
---|---|---|
১.নখ | আঙুলের নখের নীচে খুব নোংরা জমেছে। | প্রথমে নেল-কাটার দিয়ে নখ কাটতে হয়েছে। তারপর হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হয়েছে। নখগুলি ঘষে নিতে হবে। |
২.মাথা | ময়লা জমেছে। | শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়েছে। |
৩.গা | পিঠে, ঘাড়ে, কানের পিছনে নোংরা হয়েছে। | সাবান দিয়ে পরিষ্কার করেছি। |
৪.হাত-পা | কনুইতে, পায়ের পাতায়, গোড়ালিতে নোংরা জমেছে। | সাবান দিয়ে আগে পরিষ্কার করতে হয়েছে। ভিত্তে অবস্থায় হাত দিয়ে ঘষতে হয়েছে তেল মেখেছি। |
❍ নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলে মিশে পাঁচজন
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
১। ইন্দ্রিয়গুলোর কী কী কাজ নীচে লেখো :
ইন্দ্রিয়ের নাম | ইন্দ্রিয়ের কাজ |
---|---|
জিভ | খাবারের স্বাদ নেওয়া নানারকম স্বাদের তফাত বোঝা। |
চোখ | বিভিন্ন ধরনের জিনিস দেখতে ও তাদের চিনতে আমাদের সাহায্য করে। |
কান | কান শুনতে সাহায্য করে। এর দ্বারা আমরা শব্দ গ্রহণ করে বিভিন্ন জিনিস চিহ্নিত করতে পারি। |
নাক | নাক আমাদের গন্ধ শুঁকতে সাহায্য করে। এর দ্বারা আমরা গন্ধ শুঁকে কোনো বস্তুকে চিহ্নিত করতে পারি। |
ত্বক বা চামড়া | এটি আমাদের স্পর্শ অনুভব করতে সাহায্য করে। |
২। নীচে একজন মানুষের ছবি আঁকো। মাথা, মুখমণ্ডল, গলা, হাত, পা, আঙুল দেখাও। কোন অঙ্গ কী কাজ করে?
অঙ্গগুলি কীভাবে পরিষ্কার করবে লেখো :
মানুষের ছবি ও নানা অঙ্গের নাম | ওই অঙ্গ দিয়ে আমরা কী করি | ওই অঙ্গগুলি কীভাবে পরিষ্কার করবে |
---|---|---|
মাথা | এই অঙ্গটি আমাদের শরীরের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে। | হ্যাঁ, মাথা পরিষ্কার করার দিকে নজর দিতে হবে তেল ও শ্যাম্পু ব্যবহার করতে হবে। |
মুখমণ্ডল | এই অঙ্গটির দ্বারা আমরা খাবার খাই ও কথা বলি। | হ্যাঁ, মুখ পরিষ্কার করার জন্য নিয়মিত ব্রাশ করতে হবে। |
গলা | গলার সাহায্যে আমরা ইচ্ছামতো মুখ ঘোরাতে পারি। | হ্যাঁ, সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। |
হাত | হাত আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে। | হ্যাঁ, সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। |
পা | পা-এর দ্বারা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। | হ্যাঁ, সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। |
আঙুল | আঙুলের সাহায্যে আমরা কোনো জিনিসকে ধরতে পারি ও লিখতে পারি। | হ্যাঁ, সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এজন্য আমরা নখ কাটি। |
❍ কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
কানামাছি খেলার এই দুই নিয়মে কোন ইন্দ্ৰিয়টা চোখের বদলে কাজ করে? | কান |
---|---|
আর কী নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে? | প্রথমে কানামাছি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর একজন এসে তাকে স্পর্শ করে সরে যাবে। আর কানামাছি তার সেই স্পর্শ-এর দিক অনুসরণ করে তাকে ছোঁবে। এক মিনিটের মধ্যে না-পারলে আবার অন্য একজন স্পর্শ করবে। |
যে নিয়মের কথা লিখেছ তাতে কোন ইন্দ্ৰিয়টা চোখের বদলে কাজ করে? | ত্বক বা চামড়া। |
❍ চোখের মতো বন্ধু নেই
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
তোমাদের কার চোখের অসুখ হয়েছিল? সেই অসুখে চোখে কী কষ্ট হয়েছিল? চোখের অসুখে কী কষ্ট হয় বাড়িতে বড়োদের কাছে জেনে নাও। তারপর নীচে লেখো :
চোখের অসুখের নাম | কী কষ্ট |
---|---|
মাথাব্যথা | পড়তে গেলে কষ্ট হয়। দূরের জিনিস ভালো দেখা যায় না। |
রাতকানা রোগ | রাতেরবেলায় ভালো দেখা যায় না। বই পড়তে কষ্ট হয়। |
জল পড়ে | চোখ থেকে জল পড়তে থাকায় ঠিকমতো কিছু পড়া যায় না। |
❍ ইন্দ্রিয়দের সাড়া, সহজে বুঝতে পারা
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কীভাবে সাড়া দেয় তা নীচে লেখো :
চারপাশের প্রভাব | ইন্দ্রিয়ের ও মনের সাড়া |
---|---|
কারোর বকুনি | চোখে জল আসা। কান্না পাওয়া। মনে দুঃখ হওয়া। রাগ হওয়া। |
বাজ পড়ার শব্দ | চমকে ওঠা। ভয় পাওয়া। চোখে আলো লাগা। |
আঙুলে ছ্যাঁকা লাগলে | ফোসকা পড়ে ও জ্বালা করে। |
আঘাত পাওয়া | দেহের কোথাও আঘাত লাগলে রক্তক্ষরণ হয় ও ব্যথা লাগে। |
❍ সাঁতরে চলা এপার ওপার
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
শরীরের কোথায় কোথায় হাড়ের জোড় আছে নীচে এঁকে দেখাও। হাঁটায়, বিভিন্ন খেলায় আর আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গার ব্যায়াম হয় তা নীচে লেখো:
হাঁটা : | হাঁটলে হাত, পায়ের ব্যায়াম হয়। দেহের বিভিন্ন জোড়গুলি সক্রিয় হয়। |
---|---|
ফুটবল খেলা: | এই খেলায় পায়ের সবচেয়ে বেশি ব্যায়াম হয়। এছাড়া লম্বা শ্বাস নেওয়া যায় এটি শরীরের পক্ষে উপযোগী। |
কবাডি খেলা : | এই খেলায় হাত ও পায়ের ব্যায়াম বেশি হয়। |
ক্রিকেট (বল করা) : | পা ও হাতের জোড়ের ব্যায়াম হয়। |
ক্রিকেট (ব্যাট করা) : | হাতের ব্যায়াম হয়। |
ক্রিকেট (ফিল্ডিং করা) : | ছোটো ও লম্বা শ্বাস নেওয়ার জন্য শরীরের উপকার হয়। |
স্কিপিং করা : | স্কিপিং করার সময় হাতের ব্যায়াম ভালো হয়। অন্যান্য অংশেরও ব্যায়াম হয়। |
ব্যাডমিন্টন খেলা : | এই খেলার সময় হাত-পা ও শরীরের অন্যান্য অংশের ব্যায়াম হয়। |
সাঁতার কাটা : | সাঁতার কাটার সময় শরীরের সমস্ত অংশের ব্যায়াম ভালো। |
❍ চারপাশ, বারো মাস বন্ধুতে ভরা
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
আগের পাতায় যাদের কথা হলো তাদের কী কী অঙ্গ আছে? ক-টা, কেমন? নীচে লেখো :
অঙ্গের নাম | গোরু | শালিখ/কাক | টিকটিকি/গিরগিটি | প্রজাপতি/ফড়িং |
---|---|---|---|---|
পা | আছে/চারটে,বড়ো বড়ো | আছে/দুটো ছোটো ছোটো | আছে/চারটে ছোটো ছোটো | আছে/দুটো খুব ছোটো |
নখ | আছে/ নাম: খুর ভোঁতা | আছে/তিনটে করে ধারালো | আছে/তিনটে করে, খুব ছোটো | নেই |
লোম | আছে/গা ভরতি, নানা রং | নেই | নেই | নেই |
দাঁত | আছে/ভোঁতা | নেই | নেই | নেই |
ডানা | নেই | আছে/দুটো | নেই | আছে/দুটো রঙিন, খুব সুন্দর |
শিং | আছে/দুটো শক্ত শক্ত | নেই | নেই | নেই |
চোখ | আছে/ দুটো বড়ো বড়ো | আছে/দুটো ছোটো ছোটো | আছে/দুটো | আছে/দুটো খুব ছোটো |
পালক | নেই | আছে/গা ভরতি, শালিকের খয়েড়ি, কাকের কালো | নেই/আঁশ আছে। নেই বাদামি রং | নেই |
লাফাতে পারে কোন কোন প্রাণী | উড়তে পারে কোন কোন প্রাণী |
---|---|
শালিখ, কাক, চড়াই, টিয়া ইত্যাদি। আর মুরগি, বিড়াল, বাছুর। | সব পাখি উড়তে পারে। পশুরা উড়তে পারে না। |
মিল বেশি, পার্থক্য কম এমন প্রাণীদের দল করো। একটা/দুটো করে নাম লেখা আছে, আরও নাম লেখো :
গোরু, ছাগল, বাঘ, সিংহ, হাতি, জলহস্তী, নেকড়ে, হায়না, শিয়াল, ভালুক, কুকুর, বিড়াল |
---|
চড়াই, শালিখ,কাক, টিয়া, ময়না, বাবুই |
টিকটিকি, গিরগিটি, আরশোলা |
কাতলা, ইলিশ,বোয়াল, রুই, কই, তেলাপিয়া, পমফ্রেট |
প্রজাপতি, ফড়িং, বোলতা, মৌমাছি। |
❍ চারপাশ, বারো মাস বন্ধুতে ভরা
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
মানুষের চার পায়ের বদলে দু-পা আর দু-হাত। তাতে কিছু কিছু কাজ করতে মানুষের কী কী সুবিধে হয়? নীচে লেখো:
খেলা | দু-পায়ে ফুটবল খেলা হয় কিন্তু হাত না-থাকলে ক্রিকেট খেলা যেত না। |
---|---|
খাওয়া | হাত আছে বলে আমরা খেতে পারি। |
চাষ করা | হাত আছে বলে চাষ করতে পারি। চাষের কাজে পায়েরও কাজ আছে। |
মাছ ধরা | হাত আছে বলে মাছ ধরতে পারি—ছিপ দিয়ে বা জাল ফেলে। |
রান্না করা | হাত না-থাকলে রান্না করা যেত না। |
ঘুমানো | হাত আছে বলে আমরা বিছানা পাততে পারি, চাদর গায়ে দিতে পারি। |
❍ মানুষের মতো আরো যারা
▻ দলে করি বলাবলি তারপরে লিখে ফেলি
যাদের কথা বললে, ভাবলে তাদের সঙ্গে কোথায় কোথায় মানুষের মিল ও অমিল আছে তা নীচে লেখো :
যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম | কী কী বিষয়ে তারা প্রায় মানুষের মতো | কী কী বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে |
---|---|---|
শিম্পাঞ্জি | হাঁটা, খাওয়া | বুদ্ধি |
গিবন | খাওয়া, তাকানো | বুদ্ধি, ঘাড় ঘোরানো |
গোরিলা | স্তন্যপায়ী/জল খায় | ভাত খায় |
ওরাং ওটাং | স্তন্যপায়ী/বাচ্চা হয় | ভাত, চাল, খায় |
class 3 amader paribesh question answer 2022
❍ আমাদের পরিবেশ (অধ্যায়ঃ শরীর) শুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট :
চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ
ক. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
[প্রতিটি প্রশ্নের মান-১]
১। শরীর ঠিক রাখতে নীচের কোনটির প্রয়োজন?—
(i) বসে থাকা
(ii) গল্প শোনা
(iii) খেলাধূলা করা
(iv) সিনেমা দেখা
২। ক্রিকেট খেলার বল করার জন্য শরীরের কোন অংশের প্রয়োজন?—
(i) কব্জির
(ii) মুখ গহ্বর
(iii) পায়ের আঙুল
(iv) কোনোটিই নয়
৩। ফুটবল খেলার জন্য শরীরের কোন অংশের বেশি প্রয়োজন?—
(i) চোখের
(ii) আঙুলের
(iii) হাড়ের
(iv) পায়ের
৪। ক্রিকেট খেলা পরিচালনা করেন—
(i) শিক্ষক
(ii) পুলিশ
(iii) আম্পায়ার
(iv) রেফারি
৫। ফুটবল খেলা পরিচালনা করেন—
(i) পুলিশ
(ii) আম্পায়ার
(iii) রেফারি
(iv) শিক্ষক
৬। শরীরের কোন অংশ দিয়ে শ্বাস নেওয়া হয়?
(i) কান
(ii) নাক
(iii) চোখ
(iv) মাথা
৭। কান ময়লায় বন্ধ হয়ে গেলে কী অসুবিধা হয়?
(i) দেখতে
(ii) শুনতে
(iii) খেতে
(iv) চলতে
৮। খাবারের স্বাদ নেওয়ার জন্য শরীরের কোন অঙ্গের প্রয়োজন?
(i) চোখ
(ii) কান
(iii) নাক
(iv) জিভ
৯। স্পর্শ অনুভব করতে সাহায্য করে_____?
(i) চোখ
(ii) কান
(iii) নাক
(iv) ত্বক
১০। চোখ, কান, জিভ, নাক ও ত্বক বা চামড়াকে একসঙ্গে কী বলা হয়?
(i) ষষ্ঠেন্দ্রিয়
(ii) পঞ্চেন্দ্ৰিয়
(iii) দুটোই
(iv) কোনোটিই নয়
১১। রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গেলে?
(i) রাতকানা হয়
(ii) রক্তাল্পতা হয়
(iii) জন্ডিস হয়
(iv) বেরিবেরি হয়
১২। খাওয়ার সময় সামনের পাদুটি হাত হয়ে খায় কোন প্রাণীর?
(i) ইঁদুর
(ii) সাপ
(iii) কাঠবিড়ালি
(iv) গিরগিটি