সারি A এর সঙ্গে সারি B এর মিল করো :
2. Fill in the blanks with suitable words.
উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো :
(a) We see the sun, the clouds, stars and the moon in the sky.
আমরা আকাশে সূর্য, মেঘ, নক্ষত্র ও চাঁদ দেখি।
(b) We cannot touch these.
আমরা ওইগুলিকে ছুঁতে পারি না।

It was 10 o'clock in the night. Mimi and Raju had not yet gone to bed. They wanted to hear a bedtime story from their mother. So Mimi and Raju's mother lay down with them on the bed. "All right, then," mother said, "I will tell you a story. I heard this from my mother when I was your age." "What is the story all about?" Mimi and Raju asked, all excited. "It's about the sky," mother said, smiling, "Do you want to hear it?" "Oh yes!" they said. Mother began the tale:
বাংলা মানে : এটা ছিল রাত ১০টা। মিমি ও রাজু যদিও বিছানায় যায়নি। তারা মায়ের কাছ থেকে রাতে ঘুমোবার সময় একটি গল্প শুনতে চাইল। তাই মিমি ও রাজুর মা বিছানায় শুলেন গল্প বলার জন্য। 'ঠিক আছে, বলছি' মা বললেন, ‘আমি তোমাদের একটা গল্প বলব। আমি যখন তোমাদের বয়সি ছিলাম তখন আমি আমার মায়ের কাছে এই গল্প শুনেছি।’ ‘গল্পটা কী তাহলে?’ মিমি ও রাজু উত্তেজনা সহকারে জিজ্ঞাসা করল। ‘এটা আকাশ সম্বন্ধীয়, মা বললেন হেসে, ‘তোমরা কি এটা শুনতে চাও?' 'হ্যাঁ হ্যাঁ' তারা বলল। মা গল্পটা বলতে শুরু করলেন :
Long ago, everybody could touch the Sky. The Sky stretched like an umbrella over the Earth. He played with little children. They threw balls at him. He threw the balls back. The Sky and the children laughed together in happiness. The Sky was very close to the Earth.
অনেক বছর আগে, সকলেই আকাশ ছুঁতে পারত। আকাশটি পৃথিবীর ওপর ছাতার মতো বিস্তৃত ছিল। সে সব ছোট্ট শিশুদের সঙ্গে খেলত। তারা তার দিকে বলগুলি ছুঁড়ত। সেও বলটি ফেরত পাঠাত। আকাশ ও শিশুরা একসঙ্গে আনন্দে উৎফুল্ল হয়ে হেসে উঠত। আকাশটি ছিল পৃথিবীর খুব কাছে।
Write 'T' for true and 'F' for false statements in the given boxes :
বক্সে সত্য বিবরণের জন্য ‘T’ ও মিথ্যার জন্য ‘F’ লেখো :
(a) Mimi and Raju were not excited about hearing the story.
মিমি ও রাজু গল্পটি শুনতে উত্তেজিত ছিল না।
Answer : F
(b) Once upon a time, children played with the sky.
একদা শিশুরা আকাশের সঙ্গে খেলত।
Answer : T
(c) The sky and the children were very happy then.
আকাশ ও শিশুরা তখন খুবই আনন্দিত ছিল।
Answer : T
(d) At that time, the sky was far away from the earth.
সেই সময়, আকাশটি পৃথিবী থেকে অনেক দূরে ছিল।
Answer : F
What would you do if you could touch the sky? Discuss with your partner.
যদি তুমি আকাশটিকে ছুঁতে পারো তাহলে তুমি কী করবে? তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো।
Answer : It would be a splendid event if I could touch the sky. I could ride on the moon and drift away in the sky with a great joy. I can meet then with the Chader Buri (old woman of the moon). Birds will sit in the cloud as my companion. Stars are glittering and made me adventurous,
এটি একটি চমৎকার ঘটনা হবে যদি আমি আকাশকে ছুঁতে পারি। আমি চাঁদের ওপর চড়ে বসতে পারব ও খুব আনন্দের সঙ্গে ভেসে যেতে পারব। আমি চাঁদের বুড়ির সঙ্গে তাহলে দেখা করতে পারব। পাখিরা আমার সঙ্গী হিসেবে মেঘের ওপর বসবে। তারাগুলি আলোয় ঝকমক করছে এবং আমাকে দুঃসাহসী করে তুলেছে।
In those days, there lived an old woman. She was the oldest woman in the village. She lived in a little mud hut. Her hut was beside a paddy field. There were coconut trees at a distance. She had very little work to do. She had nowhere to go. So all day long, she cleaned her hut. One hot summer day, there was dust everywhere. People were coughing and sneezing with the dust. Even the Sky coughed and sneezed. The old woman's hut was also covered with dust. She swept and swept the little hut. She swept the inside of her hut. She swept the outside of her hut. Dust rose all around her in brown clouds.
সেইসময়, সেখানে একজন বৃদ্ধা মহিলা বাস করতেন। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বৃদ্ধা মহিলা। তিনি মাটির তৈরি একটি ছোট্ট কুটিরে বাস করতেন। তাঁর কুটিরটি ধানখেতের পাশেই ছিল। একটু দূরে ছিল নারকেল গাছগুলি। তাঁকে খুব কম কাজই করতে হত। তাঁর কোথাও যাওয়ার ছিল না। সারা দিন ধরে তিনি তাই তাঁর কুটির পরিষ্কার করতেন। প্রচণ্ড গরমের একটি দিন, সর্বত্র ধুলো ছড়িয়ে ছিল। জনগণ ধুলোতে কাশছিল ও হাঁচছিল। এমনকি আকাশটি কাশছিল ও হাঁচছিল। বৃদ্ধা মহিলার কুটিরটি ধুলোয় ঢাকা ছিল। তিনি ছোট্ট কুটিরটিতে ঝাঁট দিচ্ছেন তো দিচ্ছেনই। তিনি তাঁর কুটিরের ভিতরে ঝাঁট দিচ্ছেন। তিনি তাঁর কুটিরের বাইরেও ঝাঁট দিচ্ছেন। ধুলো বাদামি মেঘের মতো তাঁকে ঢোক দিচ্ছিল।
The Sky could not breathe easily. The dust got into his nose and made him sneeze. The sneeze shook the world with its loud sound. The sneeze of the Sky was thunder. People covered their heads and ran indoors in fear. But the old woman kept on sweeping with her broom. The dust from her broom got into the sky's eyes and made them water. The water fell as drops of rain. Raindrops fell on to the areas she had just swept.
আকাশ সহজেই শ্বাসপ্রশ্বাস নিতে পারছিল না। তার নাকের ভিতর ধুলো ঢুকছে আর হাঁচি হচ্ছিল। তার হাঁচির চোটে উঁচু শব্দের ফলে পৃথিবী কাঁপছিল। আকাশটির হাঁচি ছিল বাজ পড়া। জনগণ ভয়ে তাদের মাথা ঢেকে রেখেছিল আর দৌড়ে বাড়ির ভিতরে চলে গিয়েছিল। কিন্তু বৃদ্ধা মহিলা তাঁর লম্বা হাতলওয়ালা ঝাঁটাটি দিয়ে ঝাঁট দিয়েই চলছিল। তাঁর ঝাঁটার ধুলোগুলি আকাশের চোখে ঢুকে গিয়েছিল আর তার ফলে জলের সৃষ্টি হয়েছিল। ওই জল থেকেই বৃষ্টির ফোঁটা পড়ছিল। যেখানে সে এইমাত্র ঝাঁট দিয়ে গিয়েছিল সেখানে বৃষ্টির ফোঁটাগুলি পড়ছিল।
Complete the following sentences with words from the text
পাঠ থেকে শব্দগুলি নিয়ে নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো :
(a) The old woman lived in a mud hut.
বৃদ্ধা মহিলাটি একটি মাটির কুটিরে বাস করতেন।
(b) The hut was beside a paddy field.
কুটিরটি একটি ধানের খেতের পাশে ছিল।
(c) One hot summer day there was dust everywhere.
এক প্রচণ্ড গরমের দিনে সেখানে সর্বত্র ছিল ধুলো।
(d) The old woman swept her hut with a broom.
বৃদ্ধা মহিলাটি তাঁর কুটির একটি ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছিলেন।


The old woman looked angrily at the Sky. "Stop raining at once," she ordered. The Sky could not stop raining. His eyes were full of dust with all her sweeping. She picked up her broom, and started to sweep. She swept harder and harder. More and more dust flew up. The Sky jumped out of her way. He tried to avoid the dust "Please, stop sweeping," he pleaded. The old woman did not listen to his request. She kept on sweeping. She wanted to keep her hut clean. The Sky could take it no more. He sneezed and coughed. He thundered and rained. At last, the Sky flew up. He flew out of reach of the old woman's broom. The Sky never came down again. But the Sky is still a friend to little children. From a distance, he watches them play and smiles happily.
বৃদ্ধা মহিলা সক্রোধে আকাশের দিকে তাকালেন। ‘এখনই বৃষ্টি থামাও', তিনি আদেশ করলেন। আকাশ বৃষ্টি থামাতে পারল না। তার চোখগুলি ধুলোয় ভরে গিয়েছিল তাঁর ঝাঁট দেওয়ার জন্য। তিনি তাঁর ঝাঁটাটা তুলে নিলেন এবং ঝাঁট দিতে শুরু করলেন। তিনি অনমনীয় ভাবে ঝাঁট দিতে লাগলেন। আরও ধুলো উড়তে লাগল। আকাশ তাঁর পথ থেকে লাফ দিয়ে সরে দাঁড়াল। সে ধুলোকে এড়িয়ে চলতে চেষ্টা করছিল সে নিজপক্ষ সমর্থন করে অনুরোধ জানাল, 'অনুগ্রহ করে ঝাড় দেওয়া বন্ধ করুন।' বৃদ্ধা মহিলাটি তার অনুরোধ শুনলেন না। তিনি ঝাঁড় দিতেই থাকলেন। তিনি তাঁর কুটির পরিষ্কার রাখতে চাইছিলেন। আকাশ এটা সহ্য করতে পারছিল না। সে হাঁচছিল ও কাশছিল। বাজ পড়তে লাগল আর বৃষ্টি পড়তে লাগল। অবশেষে, আকাশ উড়ে চলে গেল। সে বৃদ্ধা মহিলাটির ঝাঁটার থেকে অনেক দূরে উড়ে গেল। আকাশ আর কখনো নীচে নেমে আসেনি । কিন্তু আকাশ এখনও ছোট্ট শিশুদের বন্ধু। একটু দূরত্বে, সে তাদের খেলাধুলা দেখছে আর আনন্দে হাসছে।
Arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. One is done for you. সঠিক ক্রম অনুসারে নীচের বাক্যগুলিকে সাজাও। প্রদত্ত খোপে নম্বরটি বসাও। তোমার জন্য একটি করে দেওয়া হল :
(a) The sky flew out of reach of the old woman's broom.
Answer : 5
(b) The sky could take it no more.
Answer : 4
(c) The old woman ordered the sky to stop raining.
Answer : 1
(d) The old woman kept on sweeping.
Answer : 3
(e) The sky could not stop raining.
Answer : 2
Answer the following questions.
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(a) Why was the old woman angry at the sky ?
বৃদ্ধা মহিলা আকাশের ওপর ক্রুদ্ধ হয়েছিল কেন ?
Answer : The dust from the old woman's broom got into the sky's eyes and made them water. The water fell as drops of rain. Raindrops fell on to the areas she had just swept.
বৃদ্ধা মহিলার ঝাঁটা থেকে ধুলো এসে আকাশের চোখে পড়ছিল আর তার ফলে জল পড়ছিল। ওই জল বৃষ্টির আকারে ফোঁটা হিসেবে পড়ছিল। যে এলাকায় তিনি ঝাঁট দিয়েছিলেন সেখানে বৃষ্টির ফোঁটা পড়ছিল।
(b) What did the sky do to avoid the dust ?
ধুলো এড়ানোর জন্য আকাশ কী করেছিল?
Answer : The sky jumped out of her way as he tried to avoid the dust.
আকাশ তাঁর পথ থেকে সরে দাঁড়াল, কারণ সে ধুলো এড়ানোর জন্য চেষ্টা করছিল।
(c) Why did the woman keep on sweeping?
বৃদ্ধা মহিলা ঝাঁট দিয়েই যাচ্ছিলেন কেন?
Answer : The old woman kept on sweeping because she wanted to keep her hut clean.
বৃদ্ধ মহিলাটি ঝাঁট দিয়েই যাচ্ছিলেন কারণ তিনি তাঁর কুঁড়েঘর পরিষ্কার রাখতে চাইছিলেন।
(d) Is the sky your friend? Give reasons for your answer.
আকাশ কি তোমার বন্ধু? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Answer : Yes, the sky is my friend. The sky gives us rain. The sky gives shelter to the sun, the moon and the stars. As the cap protects our head, sky also protects us from dangerous sunrays.
হ্যাঁ, আকাশ আমার বন্ধু। আকাশ আমাদের বৃষ্টি দেয়। আকাশ সূর্য, চাঁদ ও তারাদের আশ্রয় দেয়। টুপি যেমন আমাদের মাথাকে রক্ষা করে, আকাশও তেমনি ক্ষতিকর সূর্যালোক থেকে আমাদের রক্ষা করে।
Circle the words which are the names of persons, places or things.
ব্যক্তি, স্থান ও বস্তুর নামের শব্দগুলিতে গোল দাগ দাও :
(a) Mira is a girl.
মীরা একটি মেয়ে।
(b) My uncle lives in Kolkata.
আমার কাকা কলকাতায় বাস করেন।
(c) The Statesman is a famous newspaper.
দ্য স্টেটস্ম্যান একটি বিখ্যাত সংবাদপত্র।
(d) Piku went to Agra to see the Taj Mahal
পিকু তাজমহল দেখতে আগ্রা গিয়েছিল।
লক্ষ করো : (ওপরের বাক্যগুলিতে মীরা, পিকু ব্যক্তির নাম, কলকাতা, আগ্রা স্থানের নাম এবং দ্য স্টেটসম্যান,সংবাদপত্র, তাজমহল বস্তুর নাম।)
Underline the Proper Nouns in the following passage.
নীচের অনুচ্ছেদে নামবাচক বিশেষ্য পদের নীচে দাগ দাও ।
There lived a young boy in a village. His name was Rajib. He studied in class VI. His sister Bihu studied in class IV. One day they went to visit the zoo in Kolkata. They alsò visited the Victoria Memorial. They enjoyed the day very much.
একটি গ্রামে একটি তরুণ ছেলে বাস করত। তার নাম ছিল রাজীব। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বোন বিহু চতুর্থ শ্রেণিতে পড়ত। একদিন তারা কলকাতায় চিড়িয়াখানা দেখতে গিয়েছিল। তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালও দেখেছিল। তারা ওইদিনটা খুব ভালোমতো উপভোগ করেছিল।
Underline the neuter gender in the following sentences
নীচের বাক্যগুলির মধ্যে ক্লীবলিঙ্গে দাগ দাও :
(a) The old woman swept with her broom.
(b) The calender is on the wall.
(c) The teacher is writing on the blackboard.
(d) The lion lives in the forest.
Underline the common gender in the following sentences
নীচের বাক্যগুলিতে উভয়লিঙ্গে দাগ দাও :
(a) The servant is sweeping the floor.
চাকরটি মেঝে ঝাঁড় দিচ্ছে।
(b) The students are going out for a picnic.
ছাত্ররা একটি বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছে।
(c) The king was a kind person.
রাজা একজন দয়ালু ব্যক্তি ছিলেন।
(d) The son of my neighbour is my classmate.
আমার প্রতিবেশীর ছেলেটি আমার সহপাঠী।
Fill in the blanks with words from the help box. One is done for you.
সাহায্য বাক্স থেকে শব্দগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করো।
(a) My pet cat has green eyes.
আমার পোষা বিড়ালটির চোখগুলি সবুজ।
(b) The old man was coughing the entire night.
বৃদ্ধ মানুষটি সারা রাত ধরে কাশছিল।
(c) After the rain, there was no dust on the road.
বৃষ্টির পর, রাস্তার ওপর কোনো ধুলো ছিল না।
(d) We should always try to avoid telling lies.
আমাদের সবসময় মিথ্যা বলা এড়ানো উচিত।
(e) The bird flew off to the sky.
পাখিটি আকাশে উড়ে গিয়েছিল।
Make sentences of your own using the following words.
নীচের শব্দগুলি ব্যবহার করে নিজে বাক্য তৈরি করো :
village (গ্রাম) :
The name of our village is Sundorpur.
আমাদের গ্রামের নাম সুন্দরপুর।
broom (লম্বা হাতলওয়ালা ঝাঁটা) :
My mother uses broom to clean rooms.
আমার মা ঘরগুলি পরিষ্কার করার জন্য ঝাঁটা ব্যবহার করেন।
stop (থামা) :
Stop pollution, save life.
দূষণ বন্ধ করো, জীবন রক্ষা করো
play (খেলা) :
Everyday Maithili plays with her friends in the nearby field.
মৈথিলী রোজ তার বন্ধুদের সঙ্গে পাশের মাঠে খেলে ।
Write four sentences on how the community workers keep your school area clean. Use the following hints.
কীভাবে সমাজবন্ধুরা তোমাদের বিদ্যালয়ের এলাকা পরিষ্কার রাখেন তা নিয়ে চারটি বাক্য লেখো। নীচের সংকেতগুলি ব্যবহার করো ।
Using broom and water
ঝাঁটা ও জল ব্যবহার করছিল।
Sweeping the dust regularly
নিয়মিত ধুলো ঝাঁট দিচ্ছিল।
Removing the garbage
জঞ্জাল সরাচ্ছিল।
Write four sentences on how one should take care of old people. Use the following hints. কীভাবে একজন বৃদ্ধ মানুষের প্রতি যত্ন নেবে তা নিয়ে চারটি বাক্য লেখো। নীচের সংকেতগুলি ব্যবহার করো ।
Q. Looking after the needs of old people
Answer : One should look after the needs of old people.
বৃদ্ধ মানুষদের দেখাশোনা করার জন্য কোনো একজনের থাকা উচিত।
Q. Providing healthy food
Answer : By providing healthy food and proper medicines, one can take care of them.
স্বাস্থ্যকর খাদ্য ও উপযুক্ত ওষুধ দিয়ে কারুর যত্ন নেওয়া যায়।
Q. Helping in daily work
Answer : Helping in the daily work can be an option to take care of them..
সারাদিনের কাজকর্মে সাহায্য করা তাদের যত্ন নেওয়ার একটি অভিরুচি হতে পারে।
There was an old woman
There was an old woman tossed up in a basket
Seventeen times as high as the moon;
And where she was going
I couldn't but ask it,
For in her hand she carried a broom.
"Old woman, old woman, old woman," said I
"O whither, O whither, O whither so high?"
"To sweep the cobwebs off the sky!
And I'll be with you by and by."
সেখানে ছিল এক বৃদ্ধা মহিলা
ঝুড়ির মধ্যে বসে এক বৃদ্ধা মহিলা দুলছিল
সতেরোবার দুলে চাঁদের ওপরে যাচ্ছিল;
আর সে যাচ্ছে কোথায়
পারলাম না তা না জিজ্ঞেস করতে,
কারণ তাঁর হাতে ছিল একটা ঝাঁটা।
'বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলা' আমি ডাকলাম
‘ম্লান হওয়া, ম্লান হওয়া, ম্লান হওয়া এত ওপরে যাচ্ছ কোথায়?’
‘আকাশের ঝুল ঝাড়ার জন্য !
আর আমি থাকব অচিরেই তোমার সঙ্গে।'
English All Lesson Answer Click Here ☟
➀ Why is the sky so high
➁ A girl in a fair
➂ Taste of Bengal
➃ The hero
➄ Meeting barre miya
➅ Swadesh
➆ A dream journey
➇ Sisters
➈ A profile in kindness
➉ Santiniketan
চতুর্থ শ্রেণী ইংলিশ উইংস
English Wings Answer Click Here ☟
➀ Revision lesson Click Here
➁ Why is the sky so high Click Here
➂ A girl in a fair Click Here
Wings Part-II Answer Click Here ☟
➃ The hero Click Here
➄ Meeting barre miya Click Here
➅ Swadesh Click Here
➆ A dream journey Click Here
Wings Part-III Answer Click Here ☟
➇ Sisters Click Here