ক্যুইজ কনটেস্ট | Bangla Quiz Question

gk question

Bangla general knowledge gk quiz


১.অশোকচক্রের মধ্যে কটি দাঁড়ি আছে?
➣ ২৪ টি।
২. ১ গিগা কত বছরের সমান?
➣ ১০০ কোটি বছর।
৩. কোন পদার্থ আগুনে পোড়ে না?
➣আসবেসটস্।
৪. রবীন্দ্রনাথের লেখা শেষ গান কোনটি? 
➣ “হে নূতন দেখা দে”।
৫. হীরের রাজধানী বলা হয় কোন শহরকে?
➣ দক্ষিণ আফ্রিকার কিম্বারলিকে।
৬.পাঁচটি Vowel আছে এমন দুটি ইংরাজি শব্দের নাম কি?
➣ Cauliflower- ফুলকপি, Education-শিক্ষা।
৭. রং বদলায় এমন টিলা পাহাড় কোথায় আছে? 
➣ অস্ট্রেলিয়ার একটি ছোট পাহাড় আছে যা রং বদলায়।
৮. মৌমাছির চোখ কয়টি?
➣ ৫টি। দুটি থাকে মাথার দু'পাশে দুরের জিনিস দেখার জন্য। আর তিনটি থাকে মাথার উপর পর পর সাজানো কাছের জিনিস দেখবার জন্য।
৯. পিছন দিকে সাঁতার কাটে কোন প্রাণী? 
➣ অক্টোপাস।
১০. কোন সামুদ্রিক প্রাণী সর্বাধিক বছর জীবিত থাকে? 
➣ মরিয়েন্স কচ্ছপ।
১১. জন্ম মুহুর্তে মানুষের হৃদস্পন্দন কত? 
➣ মিনিটে ১৪০ বার।
১২. পৃথিবীর সবচেয়ে ছোট নদী কোনটি?
➣ মার্কিন যুক্তরাষ্টের ও রেগণ প্রদেশের ‘ডি’ নদী।
১৩. কোন প্রাণীর হাঁটুতে কান থাকে? 
➣ ফড়িং।
১৪.কোন দেশে লোক দুঃখ প্রকাশের জন্য দাড়িও গোঁফেতে কাদা লেপে রাখে? 
➣ এ্যাবরিজিন উইথডোয়ার উপজাতির লোকেরা।
১৫. কোন দেশের সম্রাট দাঁতসহ জন্মগ্রহণ করেছিলেন?
➣ ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই।
১৬. বিশ্বের কোন দেশের ডাকটিকিট থেকে ফুলের গন্ধ ও গান শোনা যায়? 
➣ ভুটানের ডাকটিকিট থেকে।
১৭. পৃথিবীতে সর্বপ্রথম হাসপাতাল কে নির্মাণ করেন?
➣ মৌর্য সম্রাট অশোক।
১৮. কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা আছে?
➣ সাইপ্রাসের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা আছে।
১৯. কোন ব্যক্তি একই সময়ে তিনটি ভিন্ন ভিন্ন দেশের রাষ্ট্রপতি ছিলেন? 
➣ সাইমন বলিভিয়ার। বলিভিয়া, পেরু ও কলম্বিয়ার রাষ্ট্রপতি ছিলেন।
২০. কোন সমুদ্রে তীরভূমি নেই?
➣ সারগোসা সমুদ্রে এর চারদিক আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা।
২১.আকাশবাণী নাম কে করেন? 
➣ রবীন্দ্রনাথ ঠাকুর।
২২. ‘টাইগার অফ দ্য স্নো” কাকে বলা হয়?
➣ তেনজিং নোরগে কে বলা হয়।
২৩.মার্কিন দেশের মুক্তি সংগ্রামের সেই বিখ্যাত গান ‘উই শ্যাল ওভার কাম’ কার লেখা?
➣ পিট সিগর।
২৩. পৃথিবীর সবচেয়ে দামি বই কোনটি? 
➣ পৃথিবীর সবচেয়ে দামি ‘কোকেডস আতলাত্তিকুস’ বইটির দাম এক লক্ষ টাকা। বইটির দৈর্ঘ্য ১৮ × ২৪ ইঞ্চি।
২৪. সবচেয়ে দামি পেন কোনটি?
➣ লণ্ডনের বিখ্যাত মঁ ব্লাঁ কোম্পানীর তৈরি একটি পেন। এই পেনটি আগাগোড়া সোনার তৈরী এবং ৪৮১০ টি খুব ছোট ছোট হীরে বসানো আছে। পেনটির দাম ৩৫ লক্ষ টাকা।
২৫. হাওড়া ব্রীজ চালু কবে হয় এবং তার দৈর্ঘ্য কত? 
➣ ১৯৪১ খ্ৰী. প্রথম চালু হয়। তার দৈর্ঘ্য ২,১০৫ ফুট এবং উচ্চতা ৩০০ ফুট।
২৬. কোন সরীসৃপ উড়তে পারে
➣ ড্রাকে ভোলানাস।
২৭. গ্রীষ্মের দেশের কোন নদী ঠান্ডায় দুবার জমে গিয়েছিল? 
➣ আফ্রিকার নীলনদ।
২৮. সাতটি দ্বীপ নিয়ে তৈরি মুম্বাই শহর ঐ সাতটি দ্বীপের নাম কি?
➣কোলবা, ফোর্ট,বায়কুল্লা, পায়েল, ওরলি, মাতুঙ্গা ও মাইম।
২৯. কোন দেশের সাথে ইংল্যান্ডে সুড়ঙ্গপথে যাতায়াত করে? 
➣ ফ্রান্স।
৩০. হোয়াইট হাউস সাদা কেন? 
➣ ১৮১৪ সালে যুদ্ধের সময় ২৪ আগস্টে ব্রিটিশ সেনাবাহিনী আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারী বাসগৃহটি জ্বালিয়ে দেয়। পরে বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ধোঁয়া ও আগুনের দাগ ঢাকার জন্য দেওয়ালগুলোতে সাদা রং করা হয়। সেই থেকেই বিল্ডিংটি ‘হোয়াইট হাউস' নামে পরিচিত।
৩১. জোনাকী পোকার আলো জ্বলে কেন?
➣ জোনাকী পোকার দেহে লুসিফেরিন নামে এক রকমের পদার্থ থাকে। এই পদার্থ থেকে নির্গত আলোয় তাপ থাকে না। বাতাসের সংস্পর্শে লুসিফেরিন জ্বলে ওঠে।
৩২. কোন পাতা দিয়ে বিড়ি বাঁধা হয়? 
➣ কেন্দু পাতা।
৩৩. মহাভারত কবে রচিত হয়েছিল? 
➣ আনুমানিক খ্রীষ্টপূর্ব চারশো পঞ্চাশ অব্দ থেকে একশো পঞ্চাশ অব্দে।
৩৪.পুরির জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি কিসের তৈরী?
➣ নিম কাঠের।
৩৫. পৃথিবীর প্রাচীনতম লিখিত ভাষা কোনটি?
➣ সুমেরীয়।
৩৬.পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ কি এবং কোথায় অবস্থিত?
➣ ক্যালিফোর্নিয়ার রেড উড্ ট্রি ।
৩৭. পৃথিবীর কোন ব্যাঙ্কে সবথেকে বেশী সোনা আছে?
➣নিউইয়র্কের মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ৮০ ফুট নীচের একটি ঘরে সবচেয়ে বেশী সোনা মজুত আছে। পৃথিবীর প্রায় ৪০টি দেশের সম্পত্তি হল এই সোনা।
৩৮. পৃথিবীর শ্রেষ্ঠ সমাধি মন্দির তাজমহলের প্রধান কারিগর কে?
➣ ওস্তাদ ঈশা।
৩৯. কোন দেশের অধিবাসীরা কথাবার্তার কাজ শিস দিয়ে চালায়? 
➣ ক্যানারী দ্বীপপুঞ্জের অধিবাসীরা।
৪০. ভারতে রবিবার ছুটি চালু করেন কে ? 
➣ বড়লাট লর্ড ওয়েলসলী।

Tags: bangla dhadha,bangla question,bangla quiz video,bangla gk video,bangla question for interview,bangla quiz show,gk question,bangla hottest question,quiz question,gk bangla,,bangla question and answer,bangla gk 2020,bangla gk question answer 2022,

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন