কম্পিউটার বিষয়ক কিছু প্রশ্ন | Computer-Internet Basic knowledge

Computer Basic General knowledge

কম্পিউটার প্রশ্ন উত্তর বেসিক কম্পিউটার নলেজ 


Q1. FTP কি? URL-এর গঠনটি লেখো।
✏ FTP-এর কথাটির পূর্ণরূপ হল File Transfer Protocol । ইন্টারনেটের আওতাধীন কোনো ফাইল বা ওয়েব সার্ভার থেকে বড়ো আকৃতির কোনো ফাইল বা ডেটা ডাউনলোড এবং আপলোডের জন্য FTP
প্রোটোকল ব্যবহৃত হয়।
✏ URL-এর পূর্ণরূপটি হল Uniform Resource Locator. URL-এর সাধারণত চারটি অংশ থাকে। এগুলি হল—
(i) Protocol
(ii) Server Name
(iii) Domain Name
(iv) Top level domain

Q2. ISP-র পূর্ণরূপ  কী?
✏ Internet Service Provider.
Q3. IP Address কাকে বলে?
✏ IP কথাটির পূর্ণরূপ হলো Internet Protocol TCP/IP প্রোটোকলের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য একই নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের পৃথক পৃথক ঠিকানা বা অ্যাড্রেস প্রয়োজন হয়। TCP/IP তথ্য পাঠানোর সময় বলে দেওয়া হয় কোন অ্যাড্রেসে ওই তথ্যটি যাবে। একেই বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা IP অ্যাড্রেস।

Q4. TCP/IP  কী?
✏ নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে প্রেরণ করা হয়  যাকে প্রোটোকল বলে। TCP/IP হলো এমনি একটি প্রোটোকল যা নেটওয়ার্কের সমস্ত ক্ষেত্রেই তথ্য প্রেরণে এই প্রোটোকল মেনে চলে।

Q5. Firewall - কী?
✏ এক সেট নিয়মনীতি বা রুলস যার মাধ্যমে কম্পিউটারের ইনকামিং ও আউটগোয়িং তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে তা ফিল্টার বা ভালো করে ছেঁকে নেওয়া যায়, তাকে ফায়ারওয়াল বলে।

Firewall

Q6. Bandwidth বলতে কি বোঝো?
✏ একটি তথ্য প্রেরণ মাধ্যমের সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে ব্যান্ডউইথ্ বলে।
Q7. Network Interface Card (NIC) কী?
✏ LAN নেটওয়ার্কে কেবল-এর মাধ্যমে সরাসরি কোনো তথ্য কম্পিউটারে প্রেরণ করা যায় না। এর জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড-এর প্রয়োজন হয়। এটি মূলতঃ একটি হার্ডওয়্যার যন্ত্রাংশ।

Q8. Data Dictionary-এর সংজ্ঞা দাও।
✏ ডেটা ডিকশনারি হল DBMS-এর একটি বিশেষ ফাইল বা অভিধান যেখানে সমস্ত ফাইলগুলির তালিকা, ফিল্ডের নাম ও ধরন, রেকর্ড সংখ্যা ইত্যাদি বইয়ের সূচীপত্রের ন্যায় সঞ্জিত থাকে, যাতে প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে ডেটা পাওয়া যায়।

Q9. Decoder ও Encoder-এর মধ্যে পার্থক্য কী?
  ডিকোডার : 1. এই লজিক সার্কিটে n সংখ্যক ইনপুট থাকলে 2n সংখ্যক আউটপুট থাকবে।
2. এই সার্কিটটি তৈরি হয় NOT ও AND গেট-এর সমন্বয়ে।
 এনকোডার : 1. এই লজিক সার্কিটে 2সংখ্যক ইনপুট থাকলে n সংখ্যক আউটপুট থাকবে।
2. এই সার্কিট তৈরি হয় শুধুমাত্র OR গেট-এর সমন্বয়ে।

Q10. Database-এ Entity বলতে কি বোঝো?
✏ ডেটাবেসে Entity হল এমন একটি নির্দিষ্ট বিষয়, যার সম্পর্কে ডেটাগুলি গ্রহণ করা হয়, সেগুলিকে
প্রসেস বা বিশ্লেষণ করা হয় এবং সঞ্চয় করা হয়। যেমন – Banking পদ্ধতিতে Bank Cheque, ক্রয় পদ্ধতিতে Supplier কিংবা বিক্রয় পদ্ধতিতে Customer হল এক একটি Entity বা সত্তা।

Q11. MS-Access-এ Wizard বলতে কি বোঝো?
✏ MS-Access-এ Wizard ব্যবহার করে on-screen অপশনগুলি ব্যবহার করে সহজেই টেবিল, ফর্ম, রিপোর্ট ইত্যাদি ডিজাইন করা যায়। এখানে টেবিল তৈরির জন্য field name, data type, properties ইত্যাদি কোনোটিই উল্লেখ করতে হয় না। যে কোনো একটিপছন্দ করে তাদের ফিল্ডসমূহের নাম উল্লেখ করে দিলেই Access নিজে থেকেই টেবিল তৈরি করে দেয়। ডেটাবেস সম্পর্কে অধিক জ্ঞান না থাকলেও উইজার্ড ব্যবহার করে একজন সাধারণ ব্যবহারকারী সহজেই টেবিল, রিপোর্ট, ফর্ম ইত্যাদি তৈরি করতে পারে।

Q12. Repeater-এর কাজ কী?
✏ নেটওয়ার্কে ব্যবহৃত কেবল বা তারের মধ্যে দিয়ে প্রবাহিত ডেটা সংকেত নির্দিষ্ট দূরত্বের পর দুর্বল হয়ে পড়ে। রিপিটার এই ক্ষীণ সংকেতকে গ্রহণ করে পুনরায় সতেজ করে, অর্থাৎ রিপিটার ব্যবহারের
ফলে দ্বিগুণ দৈর্ঘ্য পর্যন্ত ঐ গতি ঠিকমতো বজায় থাকে।

Q13. Router কি করে?
✏  রাউটার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠানোর পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ রাউটার স্বয়ংক্রিয়ভাবে তৈরি রুটিং টেবিল-এর সাহায্যে কোনো ডেটাকে খুব কম সময়ে সঠিক পথে গন্তব্যস্থলে পৌঁছে দেয়।

Q14. Internet-এ search engine ব্যবহার করা হয় কেন?
✏ ইন্টারনেট হল বিশাল একটি তথ্যের ভান্ডার। এই বিশাল তথ্যের ভান্ডার থেকে অত্যাবশ্যকীয় কোনো তথ্য চটজলদি খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়।
URL-এর পূর্ণরূপ লেখো।
URL — Uniform Resource Locator.

Q15. Multiplexer ও Demultiplexer-এর মধ্যে পার্থক্য কী?
মাল্টিপ্লেক্সার :
i) এই লজিক সার্কিটে একাধিক ইনপুট ও কন্ট্রোল সিগন্যাল এবং একটি আউটপুট থাকে।
ii) এক্ষেত্রে কন্ট্রোল সিগন্যাল অনেকগুলি ইনপুটের মধ্যে যে কোনো একটিকে বেছে আউটপুটে প্রেরণ করে।
✏  ডি-মাল্টিপ্লেক্সার :
i). এই লজিক সার্কিটে একটিমাত্র ইনপুট এবং  একাধিক আউটপুট ও কন্ট্রোল সিগন্যাল থাকে।
 ii) এক্ষেত্রে কন্ট্রোল সিগন্যাল একটিমাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুট লাইনের যে কোনো
একটিতে প্রেরণ করে।

Q16. Telnet কি?
✏ Telnet হল একটি নেটওয়ার্ক প্রোটোকল যেটির মাধ্যমে একটি কম্পিউটারের ব্যবহারকারী একই
নেটওয়ার্কের অন্য একটি কম্পিউটারের সঙ্গে সংযোগ বা লাইন করতে পারে।
Q17. ISDN এর Full Form?
✏ Integrated Services Digital Network.

Q18. ডোমেন কাকে বলে?
✏ প্রতিটি টেবিল বা রিলেশনের কলাম তথা field-এর সম্ভাব্য সমস্ত মানের সংগ্রহ বা set কে domain
বলা হয়। অনেক ক্ষেত্রে ঐ ফিল্ড বা column-এর data type যেমন, Text, Number ইত্যাদিকে domain
বলা যায়।

Q19. Absolute Cell reference বলতে কি বোঝ?
✏ কোনো ফর্মুলা অন্য Cell-এ কপি করার সময় যখন ফর্মুলায় ব্যবহৃত Cell অ্যাড্রেসটি অপরিবর্তিত
থাকে তখন সেই Cell অ্যাড্রেসকে Absolute Cell reference বলে।

Q20. Relative Cell reference কী?
✏  কোনো ফর্মূলা অন্য Cell এ কপি করার সময় যখন ফর্মুলায় ব্যবহৃত Cell অ্যাড্রেসগুলি নিজে থেকেই পরিবর্তিত হয় তখন সেই Cell অ্যাড্রেসগুলিকে Relative Cell reference বলে।

Q21. ডেটা শর্টিং কী?
✏ ওয়ার্কশীটে বিভিন্ন কলাম ও রো-এ লিখিত তথ্যগুলিকে মানের উর্ধক্রম (Ascending) এবং নিম্নক্রম
(Descending order) অনুসারে সাজানোর পদ্ধতিকে ডেটা শর্টিং বলে।

Q22. ডেটা ফিল্টারিং কী?
✏ MS-Excel-এর বিপুল পরিমাণ তথ্যের ভান্ডার থেকে কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় ডেটা
বা ইনফরমেশন খুঁজে বের করে আলাদা ভাবে প্রদর্শন করার পদ্ধতিকে ডেটা ফিল্টারিং বলে।

Q23. MS Excel এ Macro বলতে কি বোঝো?
✏ ম্যাক্রো হল কতকগুলি নির্দেশ এবং ফাংশনের ক্রম (Series) বা স্বয়ংক্রিয়ভাবে চালিত হয়ে ওয়ার্কশীটে গণনার কাজকে সহজ করে তোলে। এটি V.B. এর module এ সঞ্জিত থাকে কোনো কাজ করার সময় একে Run করা হয়।

Q24. ব্যান্ডউইথ কী? এটি কিভাবে পরিমাপ করা হয়?
✏ একটি তথ্য প্রেরণ মাধ্যমের সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে ব্যান্ডউইথ বলে ৷
ডিজিটাল ডেটার ক্ষেত্রে ব্যান্ডউইথ Kbps, Mbps, Gbps এককে এবং অ্যনালগ ডেটার ক্ষেত্রে KHz বা
MHz এককে পরিমাপ করা হয়।

Q25. ক্লায়েন্ট ও সার্ভার কী? 
✏  সার্ভার : ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এক বা একাধিক শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার থাকে যা
নেটওয়ার্কে যুক্ত অন্যান্য ক্লায়েন্ট কম্পিউটারগুলিকে তাদের চাহিদা অনুযায়ী তথ্যের যোগান বা তথ্য সরবরাহ করে থাকে তাকে সার্ভার বলে। ক্লায়েন্ট : যে সমস্ত কম্পিউটার সার্ভারের সঙ্গে যুক্ত থেকে তথ্যের আদান প্রদান করে তাদেরকে ক্লায়েন্ট বলা হয়।

Q26. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের একটি সুবিধা ও অসুবিধা কী?
সুবিধা : এই নেটওয়ার্কের ক্ষেত্রে সার্ভারটি শক্তিশালী হয় তাই ক্লায়েন্ট কম্পিউটারগুলি মাঝারি মানের হলেই চলে।  অসুবিধা : এই নেটওয়ার্ক সার্ভার এর উপর কেন্দ্রীভূত, এই সার্ভার বিকল হলে সমগ্র নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হয়ে পড়ে।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন