Bangla general knowledge
❐ বাংলা জেনারেল নলেজ প্রশ্নোত্তর : (50 MCQ)
প্রশ্নঃ 1. দারাশিকো কর্তৃক পারসিক ভাষায় অনুদিত উপনিষদের নাম ছিল—
Ⓐ মায়মা-উল-বাহরিন
Ⓑ অল-ফিহরিস্ত
Ⓒ কিতাবুল বয়ান
Ⓓ সির-ই-আকবর
প্রশ্নঃ 2. নীচের কোন ফসলটি সম্পর্কে বৈদিক যুগের লোকেদের জানা ছিল না?
Ⓐ বার্লি
Ⓑ গম
Ⓒ তামাক
Ⓓ ধান
প্রশ্নঃ 3. গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল?
Ⓐ সংস্কৃত
Ⓑ পালি
Ⓒ প্রাকৃত
Ⓓ হিন্দি
প্রশ্নঃ 4. কোন রাজার সময়কালে নেপালে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ সমুদ্রগুপ্ত
Ⓒ অশোক
Ⓓ চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ 5. কোন জাদুঘরে কুষাণ যুগের শিল্পকলার সর্বাধিক নিদর্শন রয়েছে?
Ⓐ মথুরা জাদুঘর
Ⓑ বম্বে জাদুঘর
Ⓒ দিল্লি জাদুঘর
Ⓓ মাদ্রাজ জাদুঘর
প্রশ্নঃ 6. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে নীচের কোন রাজা যুদ্ধে পরাজিত করেন?
Ⓐ প্রথম পরমেশ্বর বর্মন
Ⓑ প্রথম মহেন্দ্র বর্মন
Ⓒ জটিল পরান্তক
Ⓓ প্রথম নরসিংহ বর্মন
প্রশ্নঃ 7. নিম্নলিখিত কোনটির মাধ্যমে ভারতে সম্প্রদায়ভিত্তিক নির্বাচকমণ্ডলীর ধারণার সূচনা হয়?
Ⓐ মর্লে-মিন্টো সংস্কার, 1909
Ⓑ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892
Ⓒ মন্টেগু-চেমসফোর্ড সংস্কার, 1919
Ⓓ ভারত শাসন আইন, 1935
প্রশ্নঃ ৪. কাদের মধ্যস্থতার মাধ্যমে রয়্যাল ইন্ডিয়ান নেভি (RIN)-র বিদ্রোহীরা 1946 সালের 23 ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন?
Ⓐ মহাত্মা গান্ধি
Ⓑ বল্লভভাই প্যাটেল ও মহম্মদ আলি জিন্না
Ⓒ জওহরলাল নেহরু ও আবুল কালাম আজাদ
Ⓓ মোরারজি দেশাই ও জে বি কৃপলানি
প্রশ্নঃ 9. যে কারণে 1932 সালের 20 সেপ্টেম্বর মহাত্মা গান্ধি যারবেদা কারাগারে আমরণ অনশন শুরু করেন?
Ⓐ গান্ধি-আরউইন চুক্তি অগ্রাহ্য করা
Ⓑ সত্যাগ্রহীদের ওপর ব্রিটিশ সরকারের দমন নীতি
Ⓒ রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি
Ⓓ কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা
প্রশ্নঃ 10. একসময়ে গান্ধিজির অনুগত, কিন্তু পরবর্তীকালে তার সংসর্গ ত্যাগ করে 'Self-Respect Movement' নামের পৃথক আন্দোলন শুরু করেন। তিনি হলেন—
Ⓐ ই ভি রামাস্বামি নাইকার
Ⓑ পি ত্যাগরাজ শেট্টি
Ⓒ ছত্রপতি মহারাজ
Ⓓ জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে
প্রশ্নঃ 11. জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত ‘সত্যশোধক সমাজ’-এর প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল?
Ⓐ জাতিভেদ প্রথাকে আক্রমণ করা
Ⓑ সাতারায় মহাজন ও জমিদার বিরোধী আন্দোলন সংগঠিত করা
Ⓒ ব্রাহ্মণ ও সুবিধাবাদী ব্রাক্ষ্মণ্যবাদী ধর্মগ্রন্থগুলি থেকে তথাকথিত নিম্নবর্ণের মানুষদের রক্ষা করা
Ⓓ অস্পৃশ্যদের জন্য পৃথক প্রতিনিধিত্বের দাবী জানানো
প্রশ্নঃ 12. নীচের কোন আন্দোলনের ক্ষেত্রে মহাত্মা গান্ধি প্রথম অনশনকে আন্দোলনের মাধ্যম হিসেবে ব্যবহার করেন?
Ⓐ আহমেদাবাদ ধর্মঘট
Ⓑ রাওলাট সত্যাগ্রহ
Ⓒ অসহযোগ আন্দোলন
Ⓓ বারদৌলি সত্যাগ্রহ
প্রশ্নঃ 13. শেল রূপান্তরিত হয়ে কোন পাথরে পরিণত হয়?
Ⓐ মার্বেল
Ⓑ গ্রাফাইট
Ⓒ নিস
Ⓓ স্লেট
প্রশ্নঃ 14. ঝুলন্ত উপত্যকা সর্বাধিক দেখতে পাওয়া যায়?
Ⓐ মেরুপ্রদেশীয় অঞ্চল
Ⓑ হিমবাহ নিকটবর্তী অঞ্চল
Ⓒ উপকূলীয় অঞ্চল
Ⓓ পার্বত্য অঞ্চল
প্রশ্নঃ 15. কুলু ভ্যালি নিম্নলিখিত কোন দুটির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত?
Ⓐ লাদাখ ও পিরপাঞ্জাল
Ⓑ রনজোতি ও নাগটিব্বা
Ⓒ মধ্য হিমালয় ও শিবালিক
Ⓓ ধৌলাধর ও পিরপাঞ্জাল
প্রশ্নঃ 16. জোজিলা নিম্নলিখিত কোন দুটি স্থানকে সংযুক্ত করে?
Ⓐ নেপাল ও তিব্বত
Ⓑ লেহ ও শ্রীনগর
Ⓒ লেহ ও কার্গিল
Ⓓ কাশ্মীর ও তিব্বত
প্রশ্নঃ 17. নিম্নোক্ত কোনটি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে?
Ⓐ পশ্চিমঘাট
Ⓑ দাক্ষিণাত্য মালভূমি
Ⓒ লাক্ষাদ্বীপ
Ⓓ হিমালয়
প্রশ্নঃ 18. ভারতের দীর্ঘতম সেচখাল হল—
Ⓐ ইন্দিরা গান্ধি খাল
Ⓑ যমুনা খাল
Ⓒ সিরহান্দ খাল
Ⓓ উচ্চ বড়ি দোয়াব খাল
প্রশ্নঃ 19. ‘Caste’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে?
Ⓐ জার্মান
Ⓑ পোর্তুগিজ
Ⓒ ওলন্দাজ
Ⓓ ইংরেজি
প্রশ্নঃ 20. কোন অংশটিকে ড. বি আর আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’-রূপে উল্লেখ করেছেন?
Ⓐ ধর্মীয় স্বাধীনতার অধিকার
Ⓑ সাম্যের অধিকার
Ⓒ শোষণের বিরুদ্ধে অধিকার
Ⓓ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
প্রশ্নঃ 21. নিম্নোক্ত কোনটির নীতি হল— 'Persons may change but rules should not change'?
Ⓐ সাংবিধানিক সরকার
Ⓑ প্রজাতন্ত্র
Ⓒ চরম রাজতন্ত্র
Ⓓ অলিখিত সংবিধান
প্রশ্নঃ 22. জন লকের গণতন্ত্রের উদারনৈতিক তত্ত্বের প্রধান দুটি নীতি হল—
Ⓐ সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ও সম্পত্তির অধিকার
Ⓑ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ও শ্রমিকদের অধিকার
Ⓒ জনপ্রিয় সার্বভৌমত্ব ও সাংবিধানিক সরকার
Ⓓ মহিলাদের ভোটাধিকার ও জনপ্রিয় সার্বভৌমত্ব
প্রশ্নঃ 23. ভারতীয় সংবিধানের ক্যাবিনেট সিস্টেম’ ও ‘যৌথ দায়বদ্ধতা’ কোন দেশ থেকে গৃহীত হয়েছে?
Ⓐ আয়ার্ল্যান্ড
Ⓑ জার্মানি
Ⓒ আমেরিকা
Ⓓ ব্রিটেন
প্রশ্নঃ 24. প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে নীচের কোন বিকল্পটি সঠিক?
Ⓐ জনগণ প্রত্যক্ষভাবে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করে
Ⓑ জনগণ সিভিল সার্ভেন্টদের নির্বাচিত করে
Ⓒ জনগণ দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক ব্যবস্থায় প্রত্যক্ষ অংশগ্রহণ করে
Ⓓ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সরকারি আধিকারিকরা জনগণের সঙ্গে আলোচনা করেন
প্রশ্নঃ 25. ভারতে আইনগত সার্বভৌমত্ব নিয়োজিত রয়েছে যার ওপর—
Ⓐ রাষ্ট্রপতি
Ⓑ ক্যাবিনেট
Ⓒ বিচারবিভাগ
Ⓓ সংবিধান
প্রশ্নঃ 26. নীচের কোনটি কোনো রাষ্ট্রের একটি আবশ্যিক উপাদান নয়?
Ⓐ জমি
Ⓑ জনগণ
Ⓒ সৈন্যবাহিনী
Ⓓ সরকার
প্রশ্নঃ 27. যে সর্বোচ্চ সংস্থা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে—
Ⓐ পরিকল্পনা কমিশন
Ⓑ জাতীয় উন্নয়ন পর্ষদ
Ⓒ অর্থ মন্ত্রক
Ⓓ কেন্দ্রীয় ক্যাবিনেট
প্রশ্নঃ 28. ভারতীয় অর্থনীতিতে ‘হিন্দু রেট অব্ গ্রোথ' কথাটি প্রথম ব্যবহার করেন—
Ⓐ এ.কে সিং
Ⓑ মন্টেক সিং আলুওয়ালিয়া
Ⓒ কীর্তি . এস পারিখ
Ⓓ রাজ কৃষ্ণা
প্রশ্নঃ 29. ভারতে কোন কমিশনটি কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য, ইত্যাদি নির্ধারণ করে?
Ⓐ Agricultural Prices Commission
Ⓑ Planning Commission
Ⓒ Agricultural Costs & Prices Commission
Ⓓ National Marketing Commission
প্রশ্নঃ 30. ভারতের জাতীয় আয়ের বৃহত্তম ক্ষেত্র হল—
Ⓐ কৃষিক্ষেত্র
Ⓑ পরিসেবাক্ষেত্র
Ⓒ শিল্পক্ষেত্র
Ⓓ বাণিজ্যক্ষেত্র
প্রশ্নঃ 31. একটি বরফের ঘনক জলে ভাসছে। বরফের মধ্যে একটুকরো লেড আছে। সমস্ত বরফ গলে গেলে জলতল—
Ⓐ ওপরে উঠবে
Ⓑ নীচে নামবে
Ⓒ প্রথমে নামবে, পরে উঠবে
Ⓓ অপরিবর্তিত থাকবে
প্রশ্নঃ 32. নীচের কোনটি তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়?
Ⓐ জেনার ডায়োড
Ⓑ জাংশন ডায়োড
Ⓒ টানেল ডায়োড
Ⓓ গান ডায়োড
প্রশ্নঃ 33. আলোর বর্ণ কীসের ওপর নির্ভর করে?
Ⓐ বিস্তার
Ⓑ বেগ
Ⓒ কম্পাঙ্ক
Ⓓ গুণ
প্রশ্নঃ 34. ফ্লুরোসেন্ট টিউবে সর্বাধিক ব্যবহৃত উপাদান হল—
Ⓐ পারদ বাষ্প ও আর্গন
Ⓑ পারদ বাষ্প ও নিয়ন
Ⓒ সোডিয়াম বাষ্প ও নিয়ন
Ⓓ সোডিয়াম অক্সাইড ও আর্গন
প্রশ্নঃ 35. সিল্ক বা রেশমের তন্তু হল প্রকৃতপক্ষে—
Ⓐ ফ্যাট
Ⓑ সেলুলোজ
Ⓒ কার্বোহাইড্রেট
Ⓓ প্রোটিন
প্রশ্নঃ 36. মিল্ক অব্ ম্যাগনেশিয়া নীচের কোন যৌগটির প্রলম্বন?
Ⓐ ম্যাগনেশিয়াম সালফেট
Ⓑ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড
Ⓒ ম্যাগনেশিয়াম কার্বনেট
Ⓓ ম্যাগনেশিয়াম ক্লোরাইড
প্রশ্নঃ 37. সন্ধান প্রক্রিয়ায় জৈবযৌগ কীসের মাধ্যমে বিশ্লেষিত হয়?
Ⓐ অনুঘটক
Ⓑ উৎসেচক
Ⓒ মূলক
Ⓓ কার্বানিয়ন
প্রশ্নঃ 38.পাকস্থলীর অভ্যন্তরে ক্ষারকীয় পিচ্ছিল আবরণের কাজ কী?
Ⓐ স্টার্চ পরিপাক করা
Ⓑ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করা
Ⓒ পেপসিনের ক্রিয়া থেকে রক্ষা করা
Ⓓ ভাইরাসজনিত ইনফেকশন থেকে রক্ষা করা
প্রশ্নঃ 39. ‘PC-XT’ শব্দটির অর্থ হল-
Ⓐ Personal Computer-Extended Technology
Ⓑ Personal Computer-External Technology
Ⓒ Personal Computer-Expanded Technology
Ⓓ Personal Computer-Embeded Technology
প্রশ্নঃ 40. নিম্নোক্ত কোনটি একপ্রকার অপটিক্যাল ডিস্ক?
Ⓐ Worm disk
Ⓑ Jaz disk
Ⓒ Super disk
Ⓓ Zip disk
প্রশ্নঃ 41. অটো হান নীচের কোনটি আবিষ্কারের জন্য বিখ্যাত?
Ⓐ পরমাণু বোমা
Ⓑ X রশ্মি
Ⓒ খনির সুরক্ষা বাতি
Ⓓ টেলিভিশন
প্রশ্নঃ 42. ব্যালিস্টিক মিসাইল কে আবিষ্কার করেন?
Ⓐ এডওয়ার্ড টেলার
Ⓑ ওয়ার্নেয়ার ভন ব্রাউন
Ⓒ রবার্ট জে ওপেনহাইমার
Ⓓ স্যামুয়েন কোহেন
প্রশ্নঃ 43. কোন সংস্থা 'Report on Trend and Progress of Banking in India' প্রকাশ করেছে?
Ⓐ অর্থ মন্ত্ৰক
Ⓑ নীতি আয়োগ
Ⓒ রিজার্ভ ব্যাংক অব্ ইন্ডিয়া
Ⓓ অর্থ কমিশন
প্রশ্নঃ 44. সম্প্রতি খবরের শিরোনামে আসা 'ভারতীয় নির্দেশক দ্রব্য’ হল—
Ⓐ কোভিড-19 ভ্যাকসিনেশন ফ্রেমওয়ার্ক
Ⓑ সার্টিফায়েড রেফারেন্স মেটেরিয়াল
Ⓒ স্পেস টেকনোলজি ফ্রেমওয়ার্ক
Ⓓ ক্রিপটোকারেন্সি টেকনিক
প্রশ্নঃ 45. 'Neptune Declaration' কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
Ⓐ পরিযায়ী শ্রমিক
Ⓑ বিমান চলাচল
Ⓒ জাহাজ চলাচল
Ⓓ ক্রীড়া
প্রশ্নঃ 46. ভারতে অমরুত মহোৎসব পালিত হতে চলেছে যে উদ্দেশ্যে—
Ⓐ নেতাজির 125 তম জন্মজয়ন্তী
Ⓑ 75 তম স্বাধীনতা দিবস
Ⓒ 1971-এর যুদ্ধের 50তম বর্ষপূর্তি
Ⓓ কার্গিল যুদ্ধের 50 বছর পূর্তি
প্রশ্নঃ 47. কোন রাজ্য সরকার ‘জু কুটপুই’ নামক আদিবাসী সাংস্কৃতিক উৎসব আয়োজন করে?
Ⓐ মেঘালয়
Ⓑ সিকিম
Ⓒ মিজোরাম
Ⓓ অসম
প্রশ্নঃ 48. সম্প্রতি প্রয়াত আকবর পদমসি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
Ⓐ চিত্রকলা
Ⓑ রাজনীতি
Ⓒ সাহিত্য
Ⓓ ক্রীড়া
প্রশ্নঃ 49. উত্তর ভারতে পালিত মকর সংক্রান্তির সঙ্গে ভারতের অন্যান্য প্রান্তে পালিত উৎসবগুলির মধ্যে কোনটি সম্পর্কিত নয়?
Ⓐ বিশু
Ⓑ পেদ্দা পদাঙ্গা
Ⓒ মাঘ বিহু
Ⓓ থাই পোঙ্গল
প্রশ্নঃ 50. কোন রাজ্য সম্প্রতি 'National Innovation Foundation'-এর সঙ্গে যৌথ উদ্যোগে 'Innovation Festival' আয়োজন করেছে?
Ⓐ কর্ণাটক
Ⓑ তেলেঙ্গানা
Ⓒ অরুণাচলপ্রদেশ
Ⓓ মধ্যপ্রদেশ