ভারতের ভূগোল জি.কে শর্ট | Indian Geography Short MCQ Practice Episode 1


ভারতের ভূগোল জি.কে শর্ট MCQ

Indian Geography MCQ Question Practice | For All Competitive Exam | Episode 1 Total (50) MCQ Question


১. কোন রাজ্যে সর্বাধিক টিন উৎপাদন হয়?
Ⓐ রাজস্থান
Ⓑ ওড়িশা
Ⓒ ঝাড়খণ্ড
Ⓓ ছত্রিশগড় 
উত্তরঃ Ⓓ ছত্রিশগড় 

২. নিম্নলিখিত কোন রাজ্যে ইরাবতী (Ravi) নদীর উৎসস্থল রয়েছে?
Ⓐ উত্তরাখণ্ড
Ⓑ হিমাচল প্রদেশ
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ পাঞ্জাব 
উত্তরঃ Ⓑ হিমাচল প্রদেশ

৩. দণ্ডকারণ্য ভারতের কোন ভাগে অবস্থিত?
Ⓐ উত্তর-পূর্বে 
Ⓑ দক্ষিণ-পূর্বে
Ⓒ মধ্যভাগে
Ⓓ উত্তরে 
উত্তরঃ Ⓒ মধ্যভাগে

৪. ভারতের কোন অঞ্চলকে ‘ধানের গোলা’ বলা হয়?
Ⓐ সিন্ধু-গঙ্গা সমভূমি
Ⓑ কৃষ্ণা  গোদাবরী ব-দ্বীপ 
Ⓒ উত্তর-পূর্ব অঞ্চল 
Ⓓ কেরালা ও তামিলনাড়ু
উত্তরঃ Ⓑ কৃষ্ণা  গোদাবরী ব-দ্বীপ

৫. নিম্নলিখিত কোন মৃত্তিকা 'Self Mulching Soil' নামে পরিচিত?
Ⓐ ধূসর মাটি
Ⓑ লাল মাটি
Ⓒ বাদামী মাটি
Ⓓ কালো -মাটি 
উত্তরঃ Ⓓ কালো -মাটি 

৬. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয়?
Ⓐ লু 
Ⓑ আঁধি 
Ⓒ কালবৈশাখী
Ⓓ আশ্বিনের ঝড়
উত্তরঃ Ⓓ আশ্বিনের ঝড়

৭. কোন রাজ্যে ভারতের সর্বাধিক চিনির কারখানা আছে?
Ⓐ গুজরাট
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ বিহার 
Ⓓ উত্তরপ্রদেশ 
উত্তরঃ Ⓓ উত্তরপ্রদেশ 

৮. নিচের কোন বন্দরটি একটি লেগুনে গড়ে উঠেছে?
Ⓐ চেন্নাই
Ⓑ মুম্বই
Ⓒ কোচি
Ⓓ বিশাখাপত্তনম
উত্তরঃ Ⓒ কোচি

৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ বিহার
Ⓒ কর্ণাটক
Ⓓ মধ্যপ্রদেশ
উত্তরঃ Ⓓ মধ্যপ্রদেশ

১০. তিস্তা নিম্নলিখিত কোন নদীর উপনদী?
Ⓐ সুবর্ণসিরি
Ⓑ মেঘনা
Ⓒ গঙ্গা
Ⓓ ব্রহ্মপুত্র 
উত্তরঃ Ⓓ ব্রহ্মপুত্র 


১১. ভারতের কোন রাজ্য গমের বৃহত্তম উৎপাদক?
Ⓐ উত্তরপ্রদেশ
Ⓑ হরিয়ানা
Ⓒ পাঞ্জাব
Ⓓ রাজস্থান
উত্তরঃ Ⓐ উত্তরপ্রদেশ

১২. রাজস্থান খাল (ইন্দিরা গান্ধি খাল) কোন নদী থেকে উৎপত্তি লাভ করেছে?
Ⓐ যমুনা খাল
Ⓑ চম্বল খাল
Ⓒ ইরাবতী
Ⓓ শতদ্রু ও বিপাশা
উত্তরঃ  Ⓓ শতদ্রু ও বিপাশা

১৩. ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্য হল?
Ⓐ গুজরাট 
Ⓑ পাঞ্জাব 
Ⓒ উত্তরপ্রদেশ
Ⓓ রাজস্থান
উত্তরঃ  Ⓒ উত্তরপ্রদেশ

১৪. ভারতের পূর্ব থেকে পশ্চিমে ইস্পাত-কারখানার সঠিক ক্রম কোনটি?
Ⓐ জামসেদপুর, রাউরকেল্লা, দুর্গাপুর, ভিলাই
Ⓑ ভিলাই, রাউরকেল্লা, দূর্গাপুর, জামসেদপুর
Ⓒ দুর্গাপুর, জামসেদপুর, রাউরকেল্লা, ভিলাই
Ⓓ দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই, জামসেদপুর
উত্তরঃ Ⓒ দুর্গাপুর, জামসেদপুর, রাউরকেল্লা, ভিলাই

১৫. ভারতের কোন শিল্পাঞ্চলকে ‘ভারতের রূঢ়' বলা হয়?
Ⓐ বেঙ্গালুরু তামিলনাড়ু, শিল্পাঞ্চল
Ⓑ ছোটনাগপুর শিল্পাঞ্চল
Ⓒ বিশাখানাপত্তনম-গুন্টুর শিল্পাঞ্চল
Ⓓ হুগলি শিল্পাঞ্চল
উত্তরঃ Ⓑ ছোটনাগপুর শিল্পাঞ্চল

১৬.  ভারতের ‘জাতীয় জলনীতি’ গৃহীত হয়েছিল কত সালে?
Ⓐ 1985 সালে
Ⓑ 1987 সালে
Ⓒ 2002 সালে
Ⓓ 2007 সালে
উত্তরঃ Ⓑ 1987 সালে

১৭. ভারতের মোট লৌহ আকরিক উৎপাদনের 85% উৎপাদন করে_________।
Ⓐ ঝাড়খণ্ড ও ওডিশা 
Ⓑ কর্ণাটক ও ওড়িশা
Ⓒ বিহার ও মধ্যপ্রদেশ
Ⓓ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ Ⓐ ঝাড়খণ্ড ও ওড়িশা 

১৮. কোথা থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে?
Ⓐ মানস সরোবর 
Ⓑ ভেরিনাগ
Ⓒ লোকটাক হ্রদ
Ⓓ তিব্বত
উত্তরঃ Ⓐ মানস সরোবর 

১৯. নিম্নলিখিত কোন নদীটিতে বদ্বীপ গড়ে ওঠেনি?
Ⓐ মহানদী
Ⓑ গোদাবরী
Ⓒ তাপ্তী 
Ⓓ গঙ্গা
উত্তরঃ Ⓒ তাপ্তী 

২০. হিমালয়ের 1600-3300 মিটার উচ্চতায় অবস্থিত সরলবর্গীয় বনভূমির প্রধান প্রজাতিগুলি হল-
Ⓐ সিড়ার, পাইন, সাইন (sine), সিলভারফার, প্রুশ 
Ⓑ সেগুন এবং স্যাকু
Ⓒ স্যান্ডাল উড এবং রোজউড
Ⓓ ওক, চেস্টনাট, চির, চিল
উত্তরঃ Ⓐ সিড়ার, পাইন, সাইন (sine), সিলভারফার, প্রুশ 

২১. নিম্নলিখিত কোন উপকূলটি ঝড় ঝঞ্ঝার দ্বারা বেশি প্রভাবিত হয়?
Ⓐ অন্ধ্ৰ উপকূল
Ⓑ পশ্চিমবঙ্গ উপকূল
Ⓒ চেন্নাই উপকূল
Ⓓ কেরালা উপকূল
উত্তরঃ Ⓐ অন্ধ্ৰ উপকূল

২২. পশ্চিমে প্রবাহিত বৃহত্তম উপদ্বীপীয় নদীটি হল?
Ⓐ গোদাবরী
Ⓑ কৃষ্ণা
Ⓒ নর্মদা
Ⓓ তাপ্তী 
উত্তরঃ Ⓓ তাপ্তী 

২৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজ্য সড়কপথটি হল?
Ⓐ WB SH 4
Ⓑ WB SH 2
Ⓒ WB SH 14
Ⓓ WB SH 24
উত্তরঃ Ⓐ WB SH 4

২৪. স্থানান্তরী কৃষি ওড়িশাতে কী নামে পরিচিত?
Ⓐ পোড়ু
Ⓑ বেওয়ার
Ⓒ পেন্ডো 
Ⓓ ঝুম 
উত্তরঃ Ⓐ পোড়ু

২৫. শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম হল?
Ⓐ কুরিয়ান ভার্গিস
Ⓑ সি. রঙ্গরাজন
Ⓒ এম. এস. স্বামীনাথন
Ⓓ জে. ভি. নর্দিকার
উত্তরঃ Ⓐ কুরিয়ান ভার্গিস

২৬. বুন্দেলখণ্ড মালভূমি কোন দুটি রাজ্যে রয়েছে?
Ⓐ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়
Ⓑ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ
Ⓒ ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ
Ⓓ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়
উত্তরঃ Ⓑ উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ

২৭. ডুংরি কোথায় দেখা যায়?
Ⓐ অযোধ্যা মালভূমি
Ⓑ পুরুলিয়া
Ⓒ তরাই অঞ্চল
Ⓓ ডুয়ার্স
উত্তরঃ Ⓐ অযোধ্যা মালভূমি

২৮. ভারতের বৃহত্তম ভূ-প্রাকৃতিক বিভাগটি হল?
Ⓐ উত্তরের সমভূমি অঞ্চল
Ⓑ ভারতের মালভূমি অঞ্চল
Ⓒ বৃহত্তম হিমালয়
Ⓓ উপকূলীয় সমভূমি অঞ্চল
উত্তরঃ Ⓑ ভারতের মালভূমি অঞ্চল

২৯. ভারতের নিম্নলিখিত কোন দ্বীপপুঞ্জ থেকে অগ্ন্যুৎগমের উৎপত্তি হতে দেখা যায়?
Ⓐ কার নিকোবর 
Ⓑ ব্যারেন
Ⓒ উত্তর আন্দামান
Ⓓ ছোট আন্দামান
উত্তরঃ Ⓑ ব্যারেন

৩০. 2011 অনুযায়ী কোন রাজ্যে সাক্ষরতার হার নিম্নতম ছিল?
Ⓐ তামিলনাড়ু 
Ⓑ নাগাল্যান্ড
Ⓒ কেরালা
Ⓓ বিহার
উত্তরঃ  Ⓓ বিহার

৩১. জার্মানির সহায়তায় কোন স্টীল প্লান্ট 1965 সালে শুরু হয়েছিল?
Ⓐ জামশেদপুর টাটা স্টীল প্ল্যান্ট
Ⓑ বোকারো স্টীল প্লান্ট
Ⓒ দুর্গাপুর স্টীল প্লান্ট
Ⓓ রাউরকেল্লা স্টীল প্ল্যান্ট
উত্তরঃ Ⓓ রাউরকেল্লা স্টীল প্ল্যান্ট

৩২. চিল্কা হ্রদ কোন উপকূলে অবস্থিত?
Ⓐ অন্ধ্ৰ উপকূলীয় সমভূমি
Ⓑ তামিলনাড়ু উপকূলীয় সমভূমি
Ⓒ উৎকল উপকূলীয় সমভূমি
Ⓓ কোনোটিই নয়
উত্তরঃ Ⓓ কোনোটিই নয়

৩৩. ব্যারেন আগ্নেয় দ্বীপপুঞ্জটি কোথায়  অবস্থিত?
Ⓐ উত্তর আন্দামানের উত্তরে
Ⓑ পোর্ট ব্লেয়ারের উত্তরে
Ⓒ কার নিকোবরের দক্ষিণে
Ⓓ গ্রেট নিকোবরের দক্ষিণে
উত্তরঃ Ⓑ পোর্ট ব্লেয়ারের উত্তরে

৩৪. কালবৈশাখীর (Nor westers) দ্বারা বৃষ্টিপাত____নামে পরিচিত।
Ⓐ Spring storm showers
Ⓑ Mango showers
Ⓒ Tea showers
Ⓓ Cherry blossom
উত্তরঃ Ⓐ Spring storm showers

৩৫. তিলপাড়া ব্যারেজ নদীর ওপর নির্মিত?
Ⓐ অজয়
Ⓑ ময়ূরাক্ষী
Ⓒ কংসাবতী
Ⓓ বরাকর
উত্তরঃ Ⓑ ময়ূরাক্ষী

৩৬. ভারতে সর্বাধিক তামা উত্তোলন করা হয় কোন রাজ্যে?
Ⓐ রাজস্থান
Ⓑ ঝাড়খণ্ড
Ⓒ কর্ণাটক
Ⓓ মধ্যপ্রদেশ
উত্তরঃ Ⓓ মধ্যপ্রদেশ

৩৭. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হল—
Ⓐ টাইগার হিল
Ⓑ টংলু
Ⓒ সান্দাকফু
Ⓓ সুকিয়াপোখরি
উত্তরঃ Ⓒ সান্দাকফু

৩৮. নিম্নলিখিত কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বনিম্ন?
Ⓐ ওড়িশা
Ⓑ বিহার
Ⓒ অসম
Ⓓ সিকিম
উত্তরঃ Ⓓ সিকিম

৩৯. নিম্নলিখিত কোনটি জাইদ ঋতুতে চাষ হয়?
Ⓐ ধান
Ⓑ ভুট্টা
Ⓒ চিনাবাদাম
Ⓓ সবগুলি
উত্তরঃ Ⓓ সবগুলি

৪০. পশ্চিম উপকূলে কাজুবাদাম কোন মৃত্তিকায় চাষ হয়?
Ⓐ কৃষ্ণ মৃত্তিকা
Ⓑ ল্যাটেরাইট মৃত্তিকা
Ⓒ তরাই মৃত্তিকা
Ⓓ কোনোটাই নয়
উত্তরঃ Ⓑ ল্যাটেরাইট মৃত্তিকা

৪১. নিম্নলিখিত কোন জেলায় পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার অবস্থিত?
Ⓐ হুগলি জেলা 
Ⓑ উত্তর 24 পরগণা
Ⓒ পশ্চিম মেদিনীপুর
Ⓓ পশ্চিম বর্ধমান
উত্তরঃ Ⓐ হুগলি জেলা 

৪২. 1937 সালে ভারতের প্রথম অ্যালুমিনিয়াম কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল?
Ⓐ ওড়িশা
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ কর্ণাটক
Ⓓ তামিলনাড়ু
উত্তরঃ Ⓑ পশ্চিমবঙ্গ

৪৩. নিম্নলিখিত কোন উপদ্বীপীয় নদীটি পশ্চিমদিকে প্রবাহিত হয়েছে?
Ⓐ মহানদী
Ⓑ গোদাবরী
Ⓒ তাপ্তী
Ⓓ কাবেরী
উত্তরঃ Ⓓ কাবেরী

৪৪. তিলাইয়া বাঁধ (Dam) কোন রাজ্যে অবস্থিত?
Ⓐ পাঞ্জাব
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ ঝাড়খণ্ড
Ⓓ হিমাচল প্রদেশ
উত্তরঃ Ⓓ হিমাচল প্রদেশ

৪৫. নিম্নলিখিত কোন মৃত্তিকাটি খাদ্যশস্য চাষের জন্য সর্বাধিক উপযুক্ত?
Ⓐ পলি মৃত্তিকা
Ⓑ লোহিত মৃত্তিকা
Ⓒ ল্যাটেরাইট মৃত্তিকা
Ⓓ এগুলির কোনোটিই নয়
উত্তরঃ Ⓐ পলি মৃত্তিকা

৪৬. দুধসাগর জলপ্রপাত নীচের কোন রাজ্যে অবস্থিত?
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ হরিয়ানা
Ⓓ গোয়া
উত্তরঃ Ⓓ গোয়া

৪৭. ভারতের কোন রাজ্যটি সর্বাধিক পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদন করে?
Ⓐ তামিলনাড়ু
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ কেরালা
Ⓓ অসম
উত্তরঃ Ⓒ কেরালা

৪৮. ভারতের ক্ষুদ্রতম Tiger Reserve টি কোথায় অবস্থিত?
Ⓐ অন্ধ্রপ্রদেশ
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ মধ্যপ্রদেশ
Ⓓ ওড়িশা
উত্তরঃ Ⓑ মহারাষ্ট্র

৪৯. ভারতের জলবায়ু হল_________।
Ⓐ উপক্রান্তীয় প্রকৃতির
Ⓑ ক্রান্তীয় প্রকৃতির
Ⓒ সাভানা প্রকৃতির
Ⓓ উষ্ণ -ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির
উত্তরঃ Ⓓ উষ্ণ -ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির

৫০. নিম্নলিখিত কোনটি গভীরতম স্থলবেষ্টিত সুরক্ষিত বন্দর?
Ⓐ কান্দালা
Ⓑ বিশাখাপত্তনম
Ⓒ হলদিয়া
Ⓓ তুতিকোরিন
উত্তরঃ Ⓑ বিশাখাপত্তনম

⌚ ভারতের ভূগোল ফ্রি মকটেস্ট :



[জেনেরাখা ভালো Highlight Notes] :
☞ পশ্চিমবঙ্গ স্বাধীনতা লাভ করে  15 আগস্ট 1947 সালে।
☞ পশ্চিমবঙ্গের অবস্থান হল 21°30° উত্তর অক্ষাংশ –27°30° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ 85°30° পূর্ব–89°45′ পূর্ব।
কর্কটক্রান্তিরেখা পশ্চিমবঙ্গে বিস্তৃত হয়েছে নদীয়া (কৃষ্ণনগর, ধুবুলিয়া), পূর্ব বর্ধমান (পূর্বস্থলী, গুসকরা, আউসগ্রাম) বর্ধমান পশ্চিম (দুর্গাপুর), বাঁকুড়া (বড়জোড়া, গঙ্গাজলঘাটি), পুরুলিয়া (আদ্রা)
☞ পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে বিস্তার  623 কিমি।
☞ পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার  320 কিমি।
☞ পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ চোপড়া (উত্তর দিনাজপুর, মাত্র 9 কিমি. বিস্তার পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রেখা বাংলাদেশের সঙ্গে (2272 কিমি.)
☞ আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে 13 তম (। ম-রাজস্থান, 2য়- মধ্যপ্রদেশ, 3য়-মহারাষ্ট্র)
☞ পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিমি।
☞ পশ্চিমবঙ্গের আয়তন ভারতের আয়তনের 2.67 শতাংশ।
☞ পশ্চিমবঙ্গের মোট লোকসংখ্যা 91276115
☞ ভারতের মোট জনসংখ্যার পশ্চিমবঙ্গে বাস করে → ৪ ভাগ (2011 অনুযায়ী)
☞ পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা 23 টি।
☞ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
☞ কলকাতা থেকে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে।
☞ পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা (আয়তন 9,660 বর্গ কিমি.)
☞ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা (আয়তন 185 বর্গ কিমি.)
☞ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট জেলা উত্তর 24 পরগনা – 2011 অনুযায়ী।
☞ পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যাবিশিষ্ট জেলা  দক্ষিণ দিনাজপুর – 2011 অনুযায়ী।
☞ পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।
☞ পশ্চিমবঙ্গের উদ্বৃতম স্থান আসানসোল (45° সে.) 
☞ পশ্চিমবঙ্গের শীতলতম স্থান সান্দাকফু।
☞ পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্স (আলিপুরদুয়ার 500 সেমি.)
☞ পশ্চিমবঙ্গের মোট আয়তনের 19.04% জমিতে বনভূমি আছে (Source India State Forest Report 2019)
☞ পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর (বীরভূম, 95 সেমি)
☞ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি গরম পড়ে মে মাসে।
☞ পশ্চিমবঙ্গে বর্ষার শুরু হয় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে।
☞ পশ্চিমবঙ্গে বৃষ্টিবহুল মাস জুলাই।
☞ পশ্চিমবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাত  180 সেমি।

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন