Amader Paribesh V Chapter 11 Question Answer | পঞ্চম শ্রেণি পরিবেশ মানবাধিকার ও মূল্যবোধ প্রশ্নোত্তর

আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি মানবাধিকার ও মূল্যবোধ প্রশ্নোত্তর 

Amader Paribesh V Question Answer


আরো পড়ুনঃ ক্লাস - পঞ্চম শ্রেণি

১। রাস্তার কলের মুখ খোলা রাখলে কী হবে?
উত্তর : অযথা জল পড়ে নষ্ট হবে প্রয়োজনে জল পাওয়াই যাবে না।
২। রাস্তায় আলোর সুইচ অনেকে বন্ধ করে না, তোমার মত কী?
উত্তর : রাস্তার জল, আলো সবই আমাদের জাতীয় সম্পত্তি। অসচেতনতার ছলে আমরা ভুলে যাই জলের কলের মুখ, আলোর সুইচ বন্ধ করতে। এটা অমার্জনীয় অপরাধ।
৩। বিয়েতে মেয়ের বয়স কত হতে হবে?
উত্তর : কমপক্ষে ১৮ বছর।
৪। বাল্যবিবাহ কি দেয়া উচিত?
উত্তর : একেবারেই নয় এটি বে-আইনি কাজ।
৫। কারোর মতের বিরুদ্ধে কি বিয়ে দেয়া উচিত?
উত্তর : একেবারেই নয়।
৬। বয়স্কদের সন্মান না করলে কী হবে?
উত্তর : পরে নিজেও সম্মান পাবে না।
৭। দুটি দিবসের নাম করো।
উত্তর : ১৫ জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস ও ১ অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস।


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
(প্রতিটি প্রশ্নের মান-১)

(ক) শিশুদের অধিকারের কথা কত সালে চালু হয়েছে—
🅐 ২০০০ 
🅑 ২০১০ 
🅒 ২০১২ 
🅓 ২০১৪

(খ) শিশুদের প্রধান অধিকার হল—
🅐 ১০ বছর পর্যন্ত লেখাপড়া 
🅑 ২০ বছর পর্যন্ত লেখাপড়া 
🅒 ১৪ বছর পর্যন্ত লেখাপড়া 
🅓 কোনোটিই নয়

(গ) নিজেদের মত প্রকাশের অধিকার কোথায় লিপিবদ্ধ আছে—
🅐 পাঠ্যপুস্তকে 
🅑 পঞ্জিকাতে 
🅒 ডিক্সিনারিতে 
🅓 সংবিধানে

(ঘ) ১ অক্টোবর কোন দিবস পালন করা হয়—
🅐 স্বাধীনতা 
🅑 বিশ্ব পরিবেশ 
🅒 বিশ্ববয়স্ক 
🅓 সবকটি

(ঙ) ১৫ জুন কোন দিবস হিসেবে পালন করা হয়—
🅐 প্রজাতন্ত্র 
🅑 বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ 
🅒 স্বাধীনতা 
🅓 কোনোটিই নয়

(চ) বিয়েতে মেয়ের বয়স কমপক্ষে যত বছর হওয়া উচিত, তা হল—
🅐 ১২ বছর 
🅑 ১৮ বছর 
🅒 ৯ বছর 
🅓 ৮ বছর

(ছ) কম বয়েসে বিবাহের প্রতিবাদ করে ২০০৯ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এরূপ একজন মহিলার নাম লেখো—
🅐 রেখা কালিন্দী 
🅑 উমা ভারতী 
🅒 সুচিত্রা সেন 
🅓 প্রতিভা দেবী সিং পাতিল

(জ) কোনো জিনিস দোকান থেকে কিনতে গেলে কী দেখে জিনিস কেনা উচিত—
🅐 কোম্পানির নাম 
🅑 আগমার্কা 
🅒 প্যাকেট 
🅓 কোনোটি নয়

(ঝ) রাস্তার জল কলের মুখ খোলা রাখলে—
🅐 জল নষ্ট হয় 
🅑 জলের সাশ্রয় হয় 
🅒 পাড়ার পানীয় জলের অভাব মিটে যায় 
🅓 সবকটি

(ঞ) অন্যায় সুবিধা ভোগ করা উচিত কিনা?
🅐 না 
🅑 হ্যাঁ 
🅒 দুটোই 
🅓 কোনোটিই না

২। সঠিক বাক্যের পাশে () আর ভুল বাক্যের পাশে (ㄨ) চিহ্ন দাও :
(প্রতিটি প্রশ্নের মান-১)
(ক) শিশুদের জন্য ভারত সরকার ৭টি অধিকারের কথা আইনত উল্লেখ করেছে। 
উত্তরঃ ✔
(খ) শিশুদের প্রধান অধিকার হল কমপক্ষে ১০ বছর পর্যন্ত লেখাপড়া করা। 
উত্তরঃ 
(গ) সবাইকে কাজ ভাগ করে নেওয়া উচিত।
উত্তরঃ ✔
(ঘ) বয়স্কদের সম্মান করা উচিত নয়। 
উত্তরঃ ✔
(ঙ) বিশ্ব বয়স্ক দিবস হল ১ অক্টোবর। 
উত্তরঃ ✔
(চ) বাল্য বিবাহ দেওয়া উচিত। 
উত্তরঃ 
(ছ) রাস্তায় আলোর সুইচ দিনেরবেলায় বন্ধ করা উচিত।
উত্তরঃ ✔

◉ আমাদের পরিবেশ টেক্সট বইয়ের ছক উত্তর 
◉ চাপ্টারঃ মানবাধিকার ও মূল্যবোধ
◉ ক্লাস : পঞ্চম শ্রেণি


Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন