CLASS 4 VASAPATH QUESTION ANSWER | CLASS 4 BENGALI VASAPATH LESSON 1
১. ভাষা কাকে বলে?
➛ মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত সংকেতময় ধ্বনিকে ভাষা বলে।
২. মাতৃভাষা কাকে বলে?
➛ যে ভাষায় যে জাতি জন্মগতসূত্রে তার মনের ভাব প্রকাশ করে, তাকে মাতৃভাষা বলে।
৩. কথা বলতে গেলে আমাদের শরীরের কোন কোন অঙ্গের প্রয়োজন হয়?
➛ কথা বলতে গেলে আমাদের শরীরের যেসব অঙ্গের প্রয়োজন হয়, সেগুলি হল—গলা, ঠোঁট, মুখ, দাঁত, জিভ।
৪. নিশ্বাস কাকে বলে?
➛ আমরা যখন শ্বাস ছাড়ি, তাকেই নিশ্বাস বলে।
৫. প্রশ্বাস কী?
➛ শ্বাস নেওয়া হল প্রশ্বাস।
৬. আমরা যে শ্বাস নিই তা কীভাবে, কোথায় জমা হয়?
➛ আমরা যখন শ্বাস নিই তখন সেই হাওয়াটা নাক আর মুখ দিয়ে ঢুকে শ্বাসনালি দিয়ে ফুসফুসে জমা হয়।
৭. স্বরযন্ত্র দেখতে কীসের মতো?
➛ আংটির মতো।
৮. স্বরযন্ত্র কী?
➛ নিশ্বাসবায়ু যখন শ্বাসনালি দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আছে। এই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায় এই যন্ত্রটির নাম স্বরযন্ত্র।
৯. স্বরতন্ত্রী কাকে বলে?
➛স্বরযন্ত্রের মধ্যে দুটি খুব সূক্ষ্ম তন্ত্রী আছে এদের স্বরতন্ত্রী বলে।
১০. ধ্বনি কাকে বলে?
➛ হাওয়া যখন স্বরযন্ত্রের মধ্য দিয়ে যায়, তখন এই তন্ত্রীদুটি কাঁপতে থাকে। এর ফলে ধ্বনির সৃষ্টি হয়। ধ্বনি হল গলার আওয়াজ।
১১.‘মাদার টাং’ কী?
➛ মাতৃভাষা। টাংবা জিভের সঙ্গে ভাষার সম্পর্ক আছে।
১২. ‘ল্যাংগুয়েজ' শব্দের অর্থ কী?
➛ ভাষা। লাতিন ভাষায় ‘লিঙ্গুয়া’ শব্দের অর্থ জিভ। ‘লিঙ্গুয়া’ থেকেই এসেছে ল্যাংগুয়েজ শব্দ।
১৩. জিভের কাজ কী?
➛ কথা বলার সময় সবচেয়ে বেশি পরিশ্রম করে জিভ। এর সঙ্গে যোগ হয় ঠোঁট। এই জিভ মুখের মধ্যে নানা জায়গা ছুঁয়ে আর ঠোঁটদুটো একে অপরকে স্পর্শ করে আমরা এতরকম আওয়াজ করতে পারি।
১৪. কথা বলতে গেলে তিনটি জিনিস কী কী দরকার?
➛ কথা বলতে গেলে প্রথমে দরকার হাওয়া, দ্বিতীয় দরকার ফুসফুসের ও তৃতীয় দরকারি জিনিস শ্বাসনালি আর দরকার স্বরযন্ত্র। এরপর দরকার জিভ, মূর্ধা, তালু, দাঁত, ঠোঁট ও নাক।