class 4 vasapath chapter 3 question answer (ব্যাঞ্জনধ্বনি) হাতেকলমে প্রশ্ন উত্তর

 

❐ আরো পড়ুনঃ  ভাষাপাঠ চতুর্থ শ্রেণি

class 4 vasapath question answer

১। বাঁ-দিকের সঙ্গে ডানদিক মেলাও :
বামদিক ডানদিক
ত, থ, দ, ধ দন্ত্যধ্বনি
ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ অঘোষ ধ্বনি
ঙ, ঞ, ণ, ন, ম নাসিক্য ধ্বনি
ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ধ্বনি
প, ফ, ব, ভ ওষ্ঠ্য ধ্বনি
খ, ঘ, ছ, ঝ মহাপ্রাণ ধ্বনি
শ, ষ, স, হ উষ্মধ্বনি
গ, ঘ, জ, ঝ, ব, ভ ঘোষ ধ্বনি
য, র, ল, ব অন্তঃস্থ ধ্বনি
ক, গ, চ, জ, ট, ড অল্পপ্রাণ ধ্বনি

২। পাশের স্পর্শধ্বনিগুলি কীরকম লেখো : খ, ধ, ব, থ, ঝ, ণ, প, ম।
খ—মহাপ্রাণ, অঘোষ, কণ্ঠ ধ্বনি
ধ—মহাপ্রাণ, ঘোষ, দন্ত্য ধ্বনি
ব—অল্পপ্রাণ, ঘোষ, ওষ্ঠ্য ধ্বনি
থ—মহাপ্রাণ, অঘোষ, দন্ত্য ধ্বনি
ঝ—মহাপ্রাণ, ঘোষ, তালব্য ধ্বনি
ণ—নাসিক্য, মূর্ধন্য ধ্বনি
প—অল্পপ্রাণ, ওষ্ঠ্য, অঘোষ ধ্বনি 
ম—নাসিক্য, ওষ্ঠ্য ধ্বনি

৩। নীচের উক্তিগুলি ঠিক বা ভুল লেখো :
৩.১ হ, একটি উষ্ম ধ্বনি।
উত্তর : ঠিক।
৩.২ ঙ, ঞ নাসিক্য ধ্বনি, কিন্তু স্পর্শধ্বনি নয়।
উত্তর : ভুল।
৩.৩ ম, নাসিক্য ধ্বনি ও ওষ্ঠ্য ধ্বনি।
উত্তর : ঠিক।
৩.৪ য, র, ল, ব—সবকটিই অন্তঃস্থ ধ্বনি।
উত্তর : ঠিক।
৩.৫ ং, ঃ —এগুলিকে অর্ধস্বর বলে।
উত্তর :  ভুল।

৪। নীচের ছবিটিতে বিভিন্ন ধ্বনির উচ্চারণ স্থানগুলি দেখাওঃ  
উত্তর : 


কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্র্যাকটিস 

১. ‘খ’-কে মহাপ্রাণ ধ্বনি বলে কেন? 
উত্তরঃ খ-র উচ্চারণের সময় শ্বাসবায়ু বেশি লাগে বলে একে মহাপ্রাণ ধ্বনি বলে।
২. একটি কম্পিত ধ্বনির নাম লেখো। 
উত্তর : একটি কম্পিত ধ্বনি হল র।
৩. তাড়িত ব্যঞ্জন কোন্‌গুলিকে বলা হয়? 
উত্তর : ড়, ঢ় এই দুটি হল তাড়িত ব্যঞ্জন।
৪. পার্শ্বিক ধ্বনি কোনটি? 
উত্তর : ল।
৫. বর্গের কোন কোন ধ্বনি অল্পপ্রাণ ও কোন কোন ধ্বনি মহাপ্রাণ?
উত্তর : বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি অল্পপ্রাণ এবং বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি মহাপ্রাণ।
৬. স্বরযন্ত্র কোনটি?
উত্তর : আমরা যে— শ্বাসবায়ু ছেড়ে দিই (নিশ্বাস বায়ু), সেই শ্বাসবায়ু গলার এমন একটা অংশের দিয়ে আসে যে তার ফলে ধ্বনির সৃষ্টি হয়। এই অংশটিকে বলে স্বরযন্ত্র।
৭. ঘোষ ও অঘোষ ধ্বনি কোনগুলি?
উত্তর: বর্গের প্রথম দুটি ধ্বনি হল অঘোষ ধ্বনি এবং বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি হল ঘোষ ধ্বনি।
৮. নাসিক্য ধ্বনি কাকে বলে?
উত্তর : শ্বাসবায়ু যখন নাকের পথ দিয়ে বেরোয়, তখন নাকের মধ্যের দেয়ালে ঘষা লেগে যে বিশেষ নাকিসুর তৈরি হয়, তাকে নাসিক্য ধ্বনি বলে। যেমন - ঙ,ঞ,ণ,ন,ম।
৯. কণ্ঠধ্বনি কোন্‌গুলিকে বলে?
উত্তর : ক, খ, গ, ঘ, ঙ

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন