WBCS MCQ Practice ইতিহাস প্রশ্ন (ভারতের স্বাধীনতা সংগ্রাম)
১. ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন?
🄰 মহাত্মা গান্ধী
🄱 জয় প্রকাশ নারায়ণ
🄲 আচার্য বিনোবা ভাবে
🄳 জওহরলাল নেহরু
২. কোন ভাইসরয়কে ‘উজ্জল বিফলতা’ বলা হয়?
🄰 লর্ড কার্জন
🄱 লর্ড ক্যানিং
🄲 লর্ড রিপন
🄳 লর্ড লিটন
৩. ভারত ও পাকিস্তানের মধ্যে কোথায় 2রা জুলাই 1972 তারিখে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
🄰 বার্নস কোর্ট রাজভবন
🄱 Ellerslie বিল্ডিং
🄲 ভাইসারেগাল লজ
🄳 গর্টন ক্যাসেল
৪. কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন?
🄰 জি .ভি যোশী
🄱 এম জি রানাডে
🄲 পি এইচ দেশমুখ
🄳 নৌরজি ফাড়ুনজি
৫. “আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন’-কথাটি কে বলেছিলেন?
🄰 লর্ড কার্জন
🄱 লর্ড লিটন
🄲 লর্ড রিপন
🄳 লর্ড আরউইন
৬. নিচের কোনটির মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল?
🄰 ওয়েভেল পরিকল্পনা
🄱 ক্যাবিনেট মিশন পরিকল্পনা
🄲 ক্রিপস প্রস্তাব
🄳 সাইমন কমিশন রিপোর্ট
৭. 'ভারত ছাড়ো' স্লোগানটি কে তৈরি করেন?
🄰 পন্ডিত জওহরলাল নেহরু
🄱 মহাত্মা গান্ধী
🄲 অরুনা আসাফ আলী
🄳 ইউসুফ মেহের আলী
৮. 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত ভারতে ক্যাবিনেট মিশন-এর নেতৃতে কে ছিলেন?
🄰 স্ট্যাফোর্ড ক্রিপস
🄱 এ. ভি. আলেকজাণ্ডার
🄲 স্যার প্যাথিক লরেন্স
🄳 লর্ড লুইস
৯. ‘আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা’ কে বলেছিলেন?
🄰 স্বামী বিবেকানন্দ
🄱 গোপালকৃষ্ণ গোখলে
🄲 দাদাভাই নৌরজী
🄳 রমেশচন্দ্র দত্ত
১০. 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে জওহরলাল নেহেরু সংসদে বক্তৃতা দেওয়ার পরে নিম্নলিখিত দের মধ্যে কে পরবর্তী বক্তা ছিলেন?
🄰 সি. রাজাগোপালাচারী
🄱 সর্দার বল্লভভাই প্যাটেল
🄲 রাজেন্দ্র প্রসাদ
🄳 সর্বপল্লী রাধাকৃষ্ণন
১১. ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কী ছিল?
🄰 আগস্ট ক্রান্তি
🄱 অসহযোগ
🄲 নাগরিক অমান্য
🄳 কোনোটিই নয়
১২. জমিদারী পদ্ধতিতে নিম্নলিখিত ফলাফলগুলির মধ্যে কোনটি ব্রিটিশদের পক্ষে সুবিধা ছিল না?
🄰 রাজনৈতিক জোট গঠন
🄱 রাজস্ব প্রশাসনিক ব্যয় হ্রাসকরণ
🄲 রাজস্ব চাহিদা স্থায়ী স্থিতিকরণ
🄳 আর্থিক সুরক্ষার বিধান
১৩. নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন?
🄰 বীনা দাশগুপ্ত
🄱 রানী গুইডিনলিউ
🄲 সরোজিনী নাইডু
🄳 প্রীতিলতা ওয়াদেদ্দার
১৪. স্বদশীকে কে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন?
🄰 পুলিন দাস
🄱 মুকুন্দ দাস
🄲 বিপিন চন্দ্র পাল
🄳 অশ্বিনীকুমার দত্ত
১৫. ‘প্যাসিভ রেসিস্টান্স’ মতবাদের প্রবক্তা কে?
🄰 গোপালকৃষ্ণ গোখলে
🄱 মতিলাল নেহেরু
🄲 লালা রাজপথ রায়
🄳 রঙ্গলাল বন্দোপাধ্যায়
১৬. কে বলেছিলেন ‘আজ বাংলা যা ভাবে, কাল ভারত তা ভাবে’?
🄰 আবুল কালাম আজাদ
🄱 নেহেরু
🄲 গোপালকৃষ্ণ গোখলে
🄳 কোনটাই নয়
১৭. বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে?
🄰 কেশব চন্দ্র সেন
🄱 এম জি রানাডে
🄲 শ্রীমতি অ্যানি বেসান্ত
🄳 পি এইচ দেশমুখ
১৮. “New lamps for old” প্রবন্ধটি কে লিখেছিলেন?
🄰 জে এন ব্যানার্জী
🄱 শ্রী অরবিন্দ ঘোষ
🄲 বাল গঙ্গাধর তিলক
🄳 সুরেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায়
১৯. কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন?
🄰 লর্ড কার্জন
🄱 লর্ড রিপন
🄲 লর্ড কর্নওয়ালিস
🄳 লর্ড ওয়েলেসলি
২০. Govt. of India act : 1935-কে কে বলেছিলেন দাসত্বের নতুন অধ্যায়?
🄰 জওহরলাল নেহরু
🄱 মহাত্মা গান্ধী
🄲 সর্দার প্যাটেল
🄳 বাল গঙ্গাধর তিলক
২১.‘আগস্ট অফার’—এ প্রস্তাবগুলি কি ছিল?
🄰 ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
🄱 ডোমিনিয়ান স্ট্যাটাস
🄲 প্রাদেশিক স্বায়ত্বশাসন
🄳 কেন্দ্রে প্রতিনিধিমূলক সরকার
২২. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
🄰 দাদাভাই নওরোজী
🄱 এম.কে. গান্ধি
🄲 সুরেন্দ্রনাথ ব্যানার্জী
🄳 উমেশচন্দ্র ব্যানার্জী
২৩. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
🄰 দাদাভাই নৌরজি
🄱 সুরেন্দ্রনাথ ব্যানার্জী
🄲 ডব্লু. সি. ব্যানার্জী
🄳 এম. কে গান্ধী
২৪. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
🄰 সরোজিনী নাইডু
🄱 অরুণা আসফ আলি
🄲 অ্যানি বেসান্ত
🄳 বিজয়লক্ষ্মী পন্ডিত
২৫. কোন সালে কংগ্রেসী মন্ত্রীসভাগুলি প্রদেশগুলিতে কাজ করতে শুরু করেছিল?
🄰 ১৯৩৭ সালে
🄱 ১৯৪৮ সালে
🄲 ১৯৩০ সালে
🄳 ১৯৩৮ সালে
২৬. ১৯৩৮ খ্রিঃ কার সভাপতিত্বে প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠিত হয়?
🄰 জওহরলাল নেহরু
🄱 জয়প্রকাশ নারায়ণ
🄲 সুভাষচন্দ্র বসু
🄳 বল্লভভাই প্যাটেল
২৭. জাতীয় কংগ্রেস কবে মৌলিক অধিকার এবং ন্যাশনাল ইকোনমিক পলিসি প্রস্তাব দু'টি পাশ করেছিল?
🄰 ১৯২১ সালে
🄱 ১৯৩১ সালে
🄲 ১৯৪০ সালে
🄳 ১৯৩৫ সালে
২৮. ভারতের ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়?
🄰 ১৯০৫ খ্রিঃ বঙ্গভঙ্গ আন্দোলন
🄱 চৌরিচৌরা কৃষক আন্দোলন
🄲 ১৮৫৭ সালের মহাবিদ্রোহ
🄳 ১৯১৬ খ্রিঃ হোমরুল আন্দোলন
২৯. আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে—উক্তিটি কার?
🄰 জি.কে. গোখলে
🄱 মৌলানা আবুল কালাম আজাদ
🄲 মতিলাল নেহরু
🄳 মহাত্মাগান্ধী
৩০. 'ভারতে ব্রিটিশ শাসন হল অব্রিটিশ’—কে বর্ণনা করেন?
🄰 রমেশচন্দ্র দত্ত
🄱 মহাদেব গোবিন্দ রানাডে
🄲 গোপালকৃষ্ণ গোখলে
🄳 দাদাভাই নৌরজী
৩১.'মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই' গানটির রচয়িতা কে?
🄰 মুকুন্দ দাস
🄱 দ্বিজেন্দ্রলাল রায়
🄲 নবীনচন্দ্র সেন
🄳 রবীন্দ্রনাথ ঠাকুর
৩২. 'আমি নিষ্পত্তি হওয়া সত্যটিকে অনিশ্চিত করব’— উক্তিটি কার?
🄰 লর্ড কার্জন
🄱 মহাত্মা গান্ধি
🄲 বালগঙ্গাধর তিলক
🄳 সুরেন্দ্রনাথ ব্যানার্জী
৩৩. দিল্লির দরবারে ইংল্যান্ডের মহারানী কবে ভারতসাম্রাজ্ঞী রূপে ঘোষিত হয়?
🄰 ১৮৭৭ সালে
🄱 ১৮৯২ সালে
🄲 ১৯১১ সালে
🄳 ১৯২১ সালে
৩৪. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক অংশের প্রতিনিধিত্ব করে এই ধারণা কে পোষণ করতেন?
🄰 লর্ড এলগিন
🄱 লর্ড ডাফরিন
🄲 লর্ড ল্যান্সডাউন
🄳 লর্ড কার্জন
৩৫. কে 35 বছর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে 1923 সালে কংগ্রেসের বিশেষ অধিবেশন-এ সভাপতিত্ব করেছিলেন?
🄰 রাম মনোহর লোহিয়া
🄱 মহাদেব গোবিন্দ
🄲 বালগঙ্গাধর তিলক
🄳 মৌলানা আবুল কালাম আজাদ
৩৬. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলীম সভাপতি কে ছিলেন?
🄰 আজমল খান
🄱 আবুল কালাম আজাদ
🄲 রহিমদুল্লা এম. সায়ানী
🄳 এম. এ. জিন্না
৩৭.‘বন্দেমাতরম্' গানটি ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম কবে গাওয়া হয়?
🄰 ১৮৮৬ খ্রিস্টাব্দে
🄱 ১৮৯২ খ্রিস্টাব্দে
🄲 ১৯০৪ খ্রিস্টাব্দে
🄳 ১৮৯৬ খ্রিস্টাব্দে
৩৮. ভারতের জাতীয় আন্দোলনের ঘটনাগুলিকে পর্যায়ক্রমে সাজাও।
(i) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা
(ii) সাইমন কমিশন
(iii) হোমরুল মুভমেন্ট
(iv) কেবিনেট মিশন
🄰 (i) – (iii) – (ii) – (iv)
🄱 (iii) – (i) – (iv) – (ii)
🄲 (i) – (ii) – (iv) – (iii)
🄳 (i) – (iv)– (iii) – (ii)
৩৯. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন?
🄰 নুরুল হাসান
🄱 অনীল শীল
🄲 আতহার আলি
🄳 ইরফান হাবিব
৪০. ব্রিটিশরা জাতীয়তাবাদ প্রচারের জন্য কবে অপরাধ আইন পাশ করে?
🄰 ১৮৯০ খ্রিস্টাব্দে
🄱 ১৮৯৮ খ্রিস্টাব্দে
🄲 ১৮৯৫ খ্রিস্টাব্দে
🄳 ১৯০৪ খ্রিস্টাব্দে
৪১. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় কত দিন পর্যন্ত ছিল?
🄰 ১৯১০ খ্রিস্টাব্দ
🄱 ১৯১২ খ্রিস্টাব্দ
🄲 ১৯০৯ খ্রিস্টাব্দ
🄳 ১৯১১ খ্রিস্টাব্দ
৪২. ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য?
🄰 নাফটা
🄱 সার্ক
🄲 ই-ইউ
🄳 কোনটিই নয়
৪৩. চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয় ক্লাবে কে সশস্ত্র অভিযান চালিয়েছিলেন?
🄰 অনন্ত সিং
🄱 প্রীতিলতা ওয়াদ্দেদার
🄲 সূর্য সেন
🄳 লোকনাথ বল
৪৪. 'বাংলার ঘরে যত ভাইবোন এক হোক, হে ভগবান’ গানটির রচয়িতা কে?
🄰 রবীন্দ্রনাথ ঠাকুর
🄱 রজনীকান্ত সেন
🄲 মুকুন্দ দাস
🄳 দ্বিজেন্দ্রনাথ রায়
৪৫. ব্রতচারী আন্দোলন কে সংগঠিত করেন?
🄰 বাল গঙ্গাধর তিলক
🄱 স্বামী বিবেকানন্দ
🄲 দয়ানন্দ সরস্বতী
🄳 গুরু সদয় দত্ত
৪৬. অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন?
🄰 যতীন দাস
🄱 পি. মিত্র
🄲 বটুকেশ্বর দত্ত
🄳 অশ্বিনী কুমার দত্ত
৪৭. জাতীয় আন্দোলনে সর্বশ্রেষ্ঠ দুই নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত কার বিপ্লবী সহকর্মী ছিলেন?
🄰 সূর্য সেন
🄱 ভগৎ সিং
🄲 চাপেকর ভ্রাতৃদ্বয়
🄳 উপরের কোনোটিই নয়
৪৮. 1818 সালের রেগুলেশন III-এর অধীনে প্রথম মহিলা রাজবন্দী ছিলেন—
🄰 ননীবালা দেবী
🄱 দুকড়িবালা দেবী
🄲 কল্পনা দত্ত
🄳 বীনা দাস
৪৯. কৃষি সংক্রান্ত আন্দোলনে যোগদান করার জন্য লালা লাজপৎ রায় কবে মান্দালয়ে দ্বীপান্তরিত হন?
🄰 ১৯০৫ সালে
🄱 ১৯০৭ সালে
🄲 ১৯০৯ সালে
🄳 ১৯১১ সালে
৫০. নিম্নের কোন ব্যক্তি অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না?
🄰 অবণী মুখার্জী
🄱 জ্যোতিন্দ্রনাথ ব্যানার্জী
🄲 বারীন্দ্রকুমার ঘোষ
🄳 প্রমথ মিত্র
৫১. ‘সিটে সোসাইটি অভিনব ভারত’-এর প্রতিষ্ঠাতা কে?
🄰 যতীন মুখার্জী
🄱 দামোদর চাপেকর
🄲 নরেন ভট্টাচার্য
🄳 গণেশ সাভারকার
৫২. ভারতে প্রথম ফাঁসি হয় কোন বিপ্লবীর?
উত্তরঃ ➛ দামোদর হরি চাপেকার (১৮৯৮ সালের ১৮ এপ্রিল যেরোয়াদা সেন্ট্রাল জেলে)।
৫৩.‘আর্যসমাজে’র প্রধান কার্যালয় কোথায় ছিল?
উত্তরঃ ➛ লাহোরে।
৫৪. কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিল?
উত্তরঃ ➛ রামপ্রসাদ বিসমিল।
৫৫. রামমোহন রায়কে কে ‘রাজা’ উপাধি দেন?
উত্তরঃ ➛ দ্বিতীয় বাহাদুর শাহ।
৫৬. রামমোহনের সমাধি কোথায় আছে?
উত্তরঃ ➛ লন্ডনের ব্রিস্টল শহরে।
৫৭. ‘দাক্ষিণাত্য বিদ্রোহ কমিশন’ কোন বছর গড়া হয়?
উত্তরঃ ➛ ১৮৭৬ সালে।
৫৮. কবে ঠগী' (Thugs) উচ্ছেদ হয়?
উত্তরঃ ➛ ১৮৩০ সালে।
৫৯. ভারতের পূর্ণ স্বরাজ লাভের জন্য মাদ্রাজের কোন চরমপন্থী নেতারা সংগ্রামের ডাক দেন?
উত্তরঃ ➛ চিদম্বরম পিল্লাই ও সুব্রহ্মনিয়ম শিব (তুতিকোরিন শহরে)।
৬০. ভারতে পশ্চিমী শিক্ষা ব্যবস্থার প্রচলন কে করেন?
উত্তরঃ ➛ উইলিয়াম ম্যাকলে।
৬১. ভারতে প্রথম ‘সিপাহী বিদ্রোহ’ কবে হয়?
উত্তরঃ ➛ ১৮০৬ সালের ১০ জুলাই, ভেলোরে (ব্যারাকপুরে হয় দ্বিতীয় বিদ্রোহ)।
৬২. মোহনদাস করমচাঁদ গান্ধী কোন বছর কংগ্রেস সভাপতি নির্বাচিত হন?
উত্তরঃ ➛ ১৯২৪ সালে বেলগাঁও অধিবেশনে।
৬৩. B.P.S.A. ছাত্র সংগঠন কার নেতৃত্বে কবে গঠিত হয়?
উত্তরঃ ➛ সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ১৯২৮ সালের ১৭ ফেব্রুয়ারি।
৬৪. ‘আর.সি.পি.আই.’ দল কবে কে গঠন করেন?
উত্তরঃ ➛ সৌমেন্দ্রনাথ ঠাকুর, ১৯৩৪ সালের আগস্টে।
৬৫. 'নিখিল ভারত ব্যক্তি স্বাধীনতা সঙ্ঘ' কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ➛ ১৯৩৬ সালের জুলাইয়ে (জওহরলাল নেহেরুর উদ্যোগে ও সভাপতি হন রবীন্দ্রনাথ ঠাকুর)।
৬৬. ‘আর.এস.পি.’ দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ➛ অতীন্দ্রমোহন রায় (১৯৪০ সালের ১৯ মার্চ)।
৬৭. চারণ কবি মুকুন্দ দাসের আসল নাম কী?
উত্তরঃ ➛ যজ্ঞেশ্বর দাস।
৬৮. ভারতের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় হয়?
উত্তরঃ ➛ রংপুরে (১৯০৫ সালের ৮ নভেম্বর)।
৬৯. গুপ্ত সমিতি ‘যুগান্তর’ দলের আগে নাম কী ছিল?
উত্তরঃ ➛ আত্মোন্নতি সমিতি।
৭০. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ ➛ প্রথম আচার্য লর্ড ক্যানিং ও প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল।
৭১. কলিকাতার ‘সংস্কৃত কলেজ’ কবে স্থাপিত হয়?
উত্তরঃ ➛ ১৮২৫ সালে, লর্ড আমহার্স্টের শাসনকালে।
৭২.‘পরমহংসমণ্ডলী’ কী?
উত্তরঃ ➛ মহারাষ্ট্রের এক সমাজ সংস্কারপন্থী সংগঠন।
৭৩. রামমোহন রায় কোন সংবাদ-সাপ্তাহিকের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ ➛ বঙ্গদূত।
৭৪. মহাত্মা জ্যোতিবা ফুলে কে ছিলেন?
উত্তরঃ ➛ মহারাষ্ট্রের পুণের এক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বিধবা-বিবাহের উগ্র সমর্থক ও জাতিভেদ প্রথা আর ব্রাহ্মণ্যবাদের বিরোধী।
৭৫. কে মুমূর্ষুর গঙ্গায় নিয়ে যাওয়াকে ‘Ghat Murder' বলেন?
উত্তরঃ ➛ রামকমল সেন।
৭৬. কার উদ্যোগে হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজ থেকে অপসৃত হন?
উত্তরঃ ➛ রামকমল সেন।
৭৭. 'The Society for the Acquisition of General Knowledge' কারা গড়ে তোলেন?
উত্তরঃ ➛ ডিরোজিওপন্থীরা।
৭৮. কাকে 'Pioneer of Indian journalism' বলা হয়?
উত্তরঃ ➛ রাজা রামমোহন রায়কে।
৭৯. কোন আইনে ভারতীয়দের শিক্ষার উন্নয়নে বার্ষিক এক লাখ টাকা বরাদ্দ হয়?
উত্তরঃ ➛ ১৮১৩র সনদ আইনে।
৮০. কে ভারতে ইংরিজি ভাষার মাধ্যমে উচ্চশিক্ষার ব্যবস্থা করেন?
উত্তরঃ ➛ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮৩৫ সালে)।
৮১. কে প্রথম ঘোষণা করেন, একমাত্র ইংরিজি শিক্ষিত ব্যক্তিরাই সরকারি চাকরি পাবেন?
উত্তরঃ ➛ লর্ড হার্ডিঞ্জ।
৮২. নাথুরাম গডসে কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন?
উত্তরঃ ➛ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।
৮৩. ‘মাদারিপুর সমিতি’ কবে গঠিত হয়?
উত্তরঃ ➛১৯১২ সালে।
৮৪. ভারতের শ্রমিক শ্রেণির প্রথম সংগঠন কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ➛ ১৮৮৪ সালের বোম্বাই শহরে (মিলহ্যান্ডস অ্যাসোসিয়েশন নামে)।
৮৫. ‘দি কমনওয়েলথ’ পত্রিকা কে কবে প্রকাশ করেন?
উত্তরঃ ➛ অ্যানি বেসান্ত ১৯১৪ সালের ২ জানুয়ারি।
৮৬. কোন গভর্নর জেনারেলের সময় মেকলে মিনিট’ গৃহীত হয়?
উত্তরঃ ➛ লর্ড উইলিয়াম হেনরি ক্যাভেন্ডিশ বেন্টিঙ্ক।
৮৭. ‘কংগ্রেস আসলে অস্ত্র ছাড়া গৃহযুদ্ধ’ কে অভিহিত করেন?
🄰 লর্ড ডাফরিন
🄱 মহম্মদ আলি জিন্নাহ
🄲 স্যার সৈয়দ আহমেদ
🄳 লর্ড কার্জন
৮৮. বঙ্গভঙ্গ কবে প্রত্যাহৃত হয়?
🄰 ১৯০৫ সালে
🄱 ১৯০৬ সালে
🄲 ১৯০৯ সালে
🄳 ১৯১১ সালে
৮৯. কোন সময়কে কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়?
🄰 ১৮৮৫-১৮৯৫
🄱 ১৮৮৫-১৯০৫
🄲 ১৯০৫-১৯১৫
🄳 ১৮৯৫-১৯২৫
৯০. কে জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী নীতির সমালোচনা করেছেন তাঁর রচিত ‘সিরিজ নিউ ল্যাম্পস ফর ওল্ড’ গ্রন্থে?
🄰 অরবিন্দ ঘোষ
🄱 আর.সি. দত্ত
🄲 সৈয়দ আহমেদ খান
🄳 উপরের কেউই নন
৯১. কালানুক্রমানুসারে ভারতীয় জাতীয় নেতৃত্বের তালিকা সাজাও।
a. আবুল কালাম আজাদ i) বোম্বাই পত্রিকা
b. ফিরোজ শাহ ii) আল হিলাল মেহেতা
c. মিসেস অ্যানি বেসান্ত iii) ইয়ং ইন্ডিয়া
d. মহাত্মা গান্ধী iv) নিউ ইন্ডিয়া
🄰 a-ii, b-i, c-iv, d-iii
🄱 a-i, b-ii, c-iii, d-iv
🄲 a-ii, b-i, c-iii, d-iv
🄳 a-iii, b-ii, c-i, d-iv
৯২. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের (1906) ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে চিহ্নিত কারণ—
🄰 বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা এবং স্ব-সরকার সম্পর্কিত প্রস্তাবগুলি গৃহীত হয়েছে
🄱 ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী প্রাধান্যের শেষ অধিবেশন ছিল
🄲 এটি ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যবর্তী পর্যায়ের সমাপ্তি চিহ্নিত করেছে
🄳 রতীয় জাতীয় কংগ্রেসের ২০ বছরের সমাপ্তি চিহ্নিতকরেছে
৯৩. বন্য জাতীয়তাবাদী নামে পরিচিত ছিল—
🄰 স্বরাজ্যবাদী
🄱 মধ্যপন্থী
🄲 বিপ্লবী
🄳 চরমপন্থী
৯৪. কে বলেছেন যে, ‘কংগ্রেস তার পতনের দিকে ঝুঁকছে, এবং ভারতে থাকাকালীন আমরা অন্যতম বড় উচ্চাকাঙ্খা কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করবো।
🄰 লর্ড ডাফরিন
🄱 সৈয়দ আহমেদ খান
🄲 রাজা শিবপ্রসাদ
🄳 লর্ড কার্জন
৯৫. কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে?
🄰 কলকাতা
🄱 দিল্লি
🄲 বেনারস
🄳 ওয়ার্ধা
৯৬. 1907 সালে সুরাট কংগ্রেসে বিভক্ত হওয়ার পর, কংগ্রেসে দ্বিতীয় বিভাজন 1918 সালে হয়েছিল কোন ঘটনাতে?
🄰 লখনউ চুক্তি
🄱 মন্টেগু ঘোষণা
🄲 মিসেস অ্যানি বেসান্তের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচন
🄳 উপরের কোনোটিই নয়
৯৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরী ছিল—
🄰 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
🄱 কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান
🄲 ভারতীয় জাতীয় সম্মেলন
🄳 ভারতীয় ইউনিয়ন
৯৮. কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?
🄰 স্যার উইলিয়াম হান্টার
🄱 ধন্দো কেশব কার্ভে
🄲 স্যার সৈয়দ আহমেদ খান
🄳 বিদ্যাসাগর
৯৯. 'Songs from Prison' হল প্রাচীন ভারতের ধর্মীয় গীতিকবিতার একটি পঙ্কতি; যা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এটির সাথে নিম্নের কোন ব্যক্তি যুক্ত?
🄰 বাল গঙ্গাধর তিলক
🄱 মোহনদাস করমচাঁদ গান্ধি
🄲 জহরলাল নেহরু
🄳 সরোজিনী নাইডু
১০০. ‘ভারত বিভাজন হল কেবলমাত্র সমাধান’ কে বলেছেন?
🄰 মহম্মদ ইকবাল
🄱 জিন্না
🄲 চৌধুরী রহমৎ আলি
🄳 ফজলুল হক
১০১. “আমি তোমাকে দিয়েছি মুসলিম প্রদেশ”— কে বলেছেন?
🄰 লর্ড মাউন্ট ব্যাটেন
🄱 লর্ড কার্জন
🄲 ফজলুল হক
🄳 স্ট্যাফোর্ড ক্রিপস
১০২. “নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনৈতিক”—উক্তিটি কার?
🄰 মৌলানা আজাদ
🄱 মহাত্মা গান্ধী
🄲 মহম্মদ ইকবাল
🄳 আব্দুল গফ্ফর খান
১০৩. জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
🄰 ডঃ জাকির হোসেন
🄱 সৌকত আলি
🄲 ডঃ জাকির নায়েক
🄳 আগা খাঁ
১০৪. All India Communist Party, 1924 সালে কে প্রতিষ্ঠা করেন?
🄰 এম.এন.রায়
🄱 সত্যভক্তা
🄲 সি. আর. দাস
🄳 এন. ডি. মজুমদার
১০৫. নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন বিখ্যাত মহিলা বিপ্লবী, চট্টগ্রাম আমরি রাইড মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত হয়েছিল, 1999 সালে মুক্তি পাওয়ার পরে তিনি ভারতের কমিউনিষ্ট পার্টিতে যোগদান করেছিলেন?
🄰 প্রীতিলতা ওয়াদ্দেদার
🄱 বিনা দাস
🄲 লীলা নাগ
🄳 কল্পনা দত্ত
১০৬. রাসবিহারী বসু প্রকৃত কোথায় করণিকের কাজ করত?
🄰 দিল্লি
🄱 দেরাদুন
🄲 বোম্বাই
🄳 মিরাট
১০৭. লবণ সত্যাগ্রহ অভিযান 1930 সালে শুরু হয়েছিল কোথা থেকে?
🄰 ভাবনাগর
🄱 রাজকোট
🄲 আমেদাবাদ
🄳 বরোদা
১০৮. গান্ধিজী ‘কাইজার-ই-হিন্দ’ পদক ত্যাগ করেছিল—
🄰 জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের জন্য
🄱 তুরস্কের বিচার প্রত্যাখান করার জন্য
🄲 চৌরিচৌরা ঘটনার জন্য
🄳 রাওলাট আইনের জন্য
১০৯. কোন আইনকে কালা কানুন বলা হয়?
🄰 ইলবার্ট বিল
🄱 হান্টার আইন
🄲 রাওলাট আইন
🄳 ১৯০৯-এর আইন
১১০. অসহযোগ আন্দোলনের সময় অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় একটি শক্তিশালী উপজাতি আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের নাম কী ছিল?
🄰 মাইনর আন্দোলন
🄱 নাইকাদা আন্দোল
🄲 তানা ভগত আন্দোলন
🄳 চঞ্চু আন্দোলন
১১১. সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয়___________ অনুসারে।
🄰 ক্রিপস মিশন
🄱 ওয়েভেল প্ল্যান
🄲 নেহরু রিপোর্ট
🄳 কেবিনেট মিশন প্ল্যান
১১২. আজাদ হিন্দ ফৌজ ব্রিগেডের চারটি নামকরণ হয়েছিল?
🄰 গান্ধিজী, আজাদ, নেহরু, সুভাষ
🄱 গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী
🄲 সূর্য, চন্দ্র, যতীন, ভগৎ
🄳 কোনোটিই নয়
১১৩. ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গে ব্রিটিশদের কে বলেছিলেন “এই সুশৃঙ্খল নিয়মানুবর্তিত অরাজকতার ফলস্বরূপ যদি সম্পূর্ণ অনাচার হয় তবে আমি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেব।”
🄰 বল্লভভাই প্যাটেল
🄱 জওহরলাল নেহরু
🄲 রাজাগোপালাচারী
🄳 মহাত্মা গান্ধী
১১৪. মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কী?
🄰 ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
🄱 ওয়ার্কাস ওয়েলফেয়ার লীগ
🄲 সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
🄳 মজদুর মহাজন
১১৫. আমেদাবাদ টেক্সটাইল শ্রম সমিতি প্রতিষ্ঠা করেন কে?
🄰 জে.বি.কৃপালনী
🄱 সর্দার বল্লভ ভাই প্যাটেল
🄲 মহাত্মা গান্ধী
🄳 এম. এন. যোশী
১১৬. কোন পত্রিকায় প্রথম 'National Congress' কথাটি উচ্চারিত হয়?
🄰 Young India
🄱 The Bengali
🄲 হিতবাদী
🄳 কেশরী
১১৭. কবে প্রথম ‘National Congress' কথাটি উচ্চারিত হয়?
🄰 ২০ মে, ১৮৮২
🄱 ২০ মে, ১৮৮১
🄲 ২০ মে, ১৮৮০
🄳 ২০ মে, ১৮৮৩
১১৮. নাগাল্যান্ডে জাতীয় পতাকা কে প্রথম উত্তোলন করেন?
🄰 বিনা দাশগুপ্ত
🄱 সরোজিনী নাইডু
🄲 প্রীতিলতা ওয়াদ্দেদার
🄳 গাইদিন লিউ
১১৯. কে বলেছেন শতফুল বিকশিত হোক?
🄰 মাও সে তুঙ
🄱 জওহরলাল নেহরু
🄲 মহাত্মা গান্ধী
🄳 সুভাষচন্দ্র বসু
১২০. 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রীসভা গঠিত হয়নি?
🄰 পাঞ্জাব
🄱 বিহার
🄲 মাদ্রাজ
🄳 ওড়িষ্যা
১২১. জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডের তদন্তের জন্য হান্টার কমিশন কে নিয়োগ করেছিলেন?
🄰 লর্ড লিটন
🄱 লর্ড লিনলিথগো
🄲 লর্ড উইলিংডন
🄳 লর্ড চেমসফোর্ড
১২২. কোন নেতা 1903 সালে ‘স্বরাজ’-এর ধারণা সম্পর্কে বিদ্রুপ করে বলেছিলেন “পাগল আশ্রয়ের বাইরে পাগলরা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে।”
🄰 মিসেস অ্যানি বেসান্ত
🄱 ফিরোজশাহ
🄲 গোপালকৃষ্ণ গোখলে
🄳 হিউম
১২৩. 1937-এর জুলাইতে কংগ্রেস ক-টি প্রদেশে সরকার গঠন করে?
🄰 ৫টি
🄱 ৭টি
🄲 ৮টি
🄳 ১২টি
১২৪. সাইমন কমিশন গঠন করা হয় কী উদ্দেশ্যে?
🄰 ভারতীয় সাংবিধানিক সংস্কার
🄱 প্রশাসনিক সংস্কার
🄲 শিক্ষা সংস্কার
🄳 জেল কোড সংস্কার
১২৫. ভারতছাড়ো আন্দোলনকে 1857 সালের পর সবচেয়ে গুরুতর আন্দোলন হিসাবে কে বর্ণনা করেন?
🄰 ভাইসরয় লর্ড লিনলিথগো
🄱 ফ্রাঙ্কলিন রুজভেল্ট
🄲 চিয়াৎ কাইশেক
🄳 উইনস্টন চার্চিল
১২৬. নিচে বর্ণিত চারটি ঘটনার মধ্যে সর্বশেষ কোনটি?
🄰 নৌ বিদ্রোহ
🄱 সিমলা সম্মেলন
🄲 মন্ত্রীপরিষদ মিশন
🄳 ক্রিপস মিশন
১২৭. ‘A Passage to India’ বইটি কার লেখা?
🄰 জওহরলাল নেহরু
🄱 ই. এম. ফরস্টার
🄲 ভিক্টর ব্যানার্জী
🄳 সরোজিনী নাইডু
১২৮. কে 1927 সালে সর্বভারতীয় মহিলা সম্মেলন প্রতিষ্ঠিত করেছিলেন?
🄰 লতিকা ঘোষ
🄱 উর্মিলা দেবী
🄲 সরোজিনী নাইডু
🄳 মার্গারেটের মামাত ভাই
১২৯. অসহযোগ আন্দোলনের সময় কোন ভারতীয় নেতাকে প্রথম গ্রেপ্তার করা হয়?
🄰 মোতিলাল নেহরু
🄱 মহাত্মা গান্ধী
🄲 চিত্তরঞ্জন দাশ
🄳 হসরৎ মোহানি
১৩০. নাগা মহিলা নেতা গাইদিন লিউ কে রানি উপাধি কে দেন?
🄰 থাক্কর বাপা
🄱 সুভাষচন্দ্র বসু
🄲 জহরলাল নেহরু
🄳 মহাত্মা গান্ধি
১৩১. স্বরাজ্য পার্টির প্রধান নেতারা ছিলেন?
🄰 বিঠলভাই জে. প্যাটেল এবং ডঃ আনসারি
🄱 এম.এন রায় এবং মুজফ্ফর আহমেদ
🄲 মতিলাল নেহরু এবং সি.আর. দাস
🄳 বি.আর. আম্বেদকর এবং পি.সি. যোশী
১৩২. ‘সন্ধ্যা’ শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
🄰 সতীশচন্দ্র মুখোপাধ্যায়
🄱 শিশির কুমার ঘোষ
🄲 ভূপেন্দ্রনাথ দত্ত
🄳 ব্রহ্মবান্ধব উপাধ্যায়
১৩৩. ব্রিটিশ শাসনকালে একমাত্র ব্রিটিশ রাজা ভারত সফরে এসেছিলেন এবং তাঁর দূর্দান্ত দরবার ধারনা করেছিলেন তিনি হলেন—
🄰 দ্বিতীয় জেমস
🄱 সপ্তম এডওয়ার্ড
🄲 পঞ্চম জর্জ
🄳 ষষ্ঠ এডওয়ার্ড
১৩৪. 1918 সালের Ahmedabad Mill Strike- এ গান্ধিজী মধ্যস্থতা করেন। ফলস্বরূপ কত শতাংশ বেতন বৃদ্ধি করা হয়?
🄰 10%
🄱 15%
🄲 25%
🄳 35%
১৩৫. কে বলেছিলেন— 'শিক্ষার জন্য অপেক্ষা করা যেতে পারে, কিন্তু স্বাধীনতা নয়।'
🄰 বাল গঙ্গাধর তিলক
🄱 চিত্তরঞ্জন দাশ
🄲 গান্ধিজী
🄳 রাজা গোপালাচারী