Class XI (Semester - I) History MCQ Practice | Unit 1 : Learning History


Class XI Semester : I
Subject : History


Pre-History, Proto-History :
ইতিহাসে আমরা সেই প্রাচীন থেকে বর্তমানকালের বিভিন্ন ঘটনাবলি, মানুষের জীবনধারণসহ বহু তথ্য জানতে পারি। সেই জানার আগ্রহকে পূর্ণতা দেওয়ার জন্য ইতিহাসের ধারাকে প্রাপ্ত লিখিত উপাদানের ওপর ভিত্তি করে বিভিন্ন যুগে বিভক্ত করা হয়। ইতিহাসকে প্রধানত তিনটি পর্বে ভাগ করা যায়। যথা— প্রাচীন যুগ (Ancient Age), মধ্যযুগ ( Medieval Age) এবং আধুনিক যুগ (Modern Age )।

কোনো ঐতিহাসিককে ইতিহাস রচনা করতে গেলে বিভিন্ন যুগের প্রাপ্ত উপাদানের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে ওই সমস্ত উপাদানের ধরনের ভিত্তিতে ঐতিহাসিক অনেকসময় কালপর্ব বিভাজন করে থাকেন। এই পরিপ্রেক্ষিতে প্রাচীন যুগে প্রাপ্ত উপাদানসমূহের দিকে নজর রেখেই এই কালপর্বের ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা— প্রাক্-ইতিহাস (Pre-History), প্রায়-ইতিহাস (Proto- History ) এবং ইতিহাস।
✹ প্রাক্-ইতিহাস (Pre-History) : যে সময়ে ইতিহাসের কোনো লিখিত উপাদান আবিষ্কৃত হয়নি, কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে নানান কথা জানতে হয়, সেই সময়কে বলা হয় প্রাক্-ঐতিহাসিক যুগ। ১৮৩৩ খ্রিস্টাব্দ নাগাদ ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল মানবসভ্যতার ইতিহাসকে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক —এই দুটি পর্বে বিভক্ত করেছিলেন। তিনিই ফরাসি ভাষায় প্রথম প্রাক্-ইতিহাস শব্দটির উল্লেখ করেছিলেন। ১৮৫১ খ্রিস্টাব্দে পুরাতত্ত্ববিদ স্যার ড্যানিয়েল উইলসন তাঁর 'The Archaeology and Prehistoric Annals of Scotland' নামক রচনায় সর্বপ্রথম ইংরেজিতে Pre-Historic কথাটি ব্যবহার করেছিলেন। রবার্ট ব্রুস ফুট ছিলেন একজন ব্রিটিশ ভূতত্ত্ববিদ এবং প্রত্নতাত্ত্বিক যিনি ভারতের ভূতাত্ত্বিক জরিপ-এর জন্য প্রাগৈতিহাসিক অবস্থানগুলির ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করেছিলেন। ভারতীয় প্রত্নতত্ত্বে তার অবদানের জন্য তাকে ভারতীয় প্রাগৈতিহাসের জনক  'Father of Indian Pre - History' বলা হয়। আবার প্রাক্-ইতিহাসের সময় কালকে গবেষকরা তিনটি পর্বে বিভক্ত করেছেন। 

(১) তাম্র বা তামার যুগ (Chalcolithic Age) : গ্রিক ভাষায় Chalkos শব্দের অর্থ তামা এবং Lithos শব্দের অর্থ হল পাথর। প্রাচীনকালে ধাতু হিসেবে তামার ব্যবহার যথেষ্ট জনপ্রিয় ছিল। সেসময় তাম্র পাত্র, অলংকার ইত্যাদি কাজেও তামা ব্যবহার হত। তামাকে প্রধান ধাতুরূপে ব্যবহারের কালকে তামার যুগ বা তাম্রযুগ বলে চিহ্নিত করা হয়ে থাকে। এটি হলোসিন যুগের অন্তর্গত। সময়কাল আনুমানিক ৫০০০ - ১২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এ যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। প্রধান উৎপাদিত ফসল ছিল যব, গম, ডাল।
(২) ব্রোঞ্জ যুগ : (Bronze Age ) : সম্ভবত ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দে মধ্যপ্রাচ্যে ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল। তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জের আবিষ্কার হয়। যে সুদীর্ঘ বছর ধরে ব্রোঞ্জ ধাতুর ব্যবহারের প্রাধান্য ছিল সেই সময়কে ব্রোঞ্জ যুগ হিসেবে চিহ্নিত করা হয় ৷ ধাতু আবিষ্কারের পর বুদ্ধিমান মানুষ সেই প্রাচীনকাল থেকে, অস্ত্র, যন্ত্র, বাসনকোশন, অলংকার, বাক্স ইত্যাদি ব্যবহার করেছে। 
(৩) লৌহ বা লোহার যুগ (Iron Age) : লোহা ব্যবহারের দীর্ঘ সময়কে লৌহ বা লোহার যুগ বলা হয়। এই সময় লোহার যন্ত্রপাতি, লোহার অস্ত্র ব্যবহার করা হত। কৃষিক্ষেত্রে লাঙল তৈরির জন্যেও লোহার ব্যবহার হত। এই যুগের সূচনা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ নাগাদ।

✹ প্রায়-ইতিহাস (Proto- History ) : প্রাগৈতিহাসিক যুগের পরবর্তী সময় মানুষ বিভিন্ন লিপি বা চিত্রের মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। ওই লিপিগুলির পাঠোদ্ধার সম্ভব হয়নি এবং সেই সময়কে বলা হয় প্রায়-ঐতিহাসিক যুগ। ক্রিস্টোফার হকার সর্বপ্রথম আমাদের প্রায় ইতিহাস যুগের ধারণা দেন।

✹ ইতিাহস : প্রাক্-ইতিহাস ও প্রায়-ইতিহাসের কাল অতিক্রম করে যে সময়কার লিখিত উপাদান সংগ্রহ এবং তার পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, সেই সময়কে বলা হয় ঐতিহাসিক বা ইতিহাস।
প্রত্নতত্ত্ববিদ্যা (Archaeology) :  প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান হল ইতিহাসের মূল উপাদান প্রত্নকথার অর্থ প্রাচীন। প্রত্নতত্ত্ব বলতে প্রাচীন যুগের লিপি, মুদ্রা, শীলমোহর, পাথরের অস্ত্রশাস্ত্র, ধাতুনির্মিত অস্ত্রশস্ত্র, মাটির বাসনপত্র, দৈনন্দিন ব্যবহৃত বস্তুসমূহ ইত্যাদি বোঝায়। প্রত্নতাত্ত্বিক উপাদানের মূল উৎস হল ‘ক্ষেত্রানুসন্ধান’বা ‘ক্ষেত্রসমীক্ষা’এবং উৎখনন। ভারতের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারকদের  মধ্যে উল্লেখযোগ্য হলেন, প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানী, প্রিন্সেপ, কানিংহাম, হ্যামিলটন, বুকানন, জন মার্শাল, ভগবান লাল ইন্দ্রজী প্রমুখ। ভারতে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের চরম সাফল্য হরপ্পা সভ্যতার আবিষ্কার ও এছাড়া রাজগৃহ, নালন্দা, বিক্রমশীলা, খজুরাহো তক্ষশীলা, সোমপুরী, মহাবিহার, বাংলাদেশের পাহাড়পুর এবং মেহেরগড় সভ্যতা। এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে প্রাচীন ভারতের গৌরবোজ্জল ইতিহাস সম্বন্ধে বহু তথ্য পাওয়া গেছে। প্রাগৈতিহাসিক ও প্রায়-ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবেই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল। মাটির নীচে চাপা পড়ে যাওয়া প্রাচীন সামগ্রীর উৎখনন এবং তার ব্যাখ্যা সংক্রান্ত বিদ্যাই প্রত্নতত্ত্ববিদ্যা (Archaeology) নামে পরিচিত। 
দুটি প্রধান উপায়ে প্রত্নতত্ত্ববিদ পুরাবস্তু উদ্ধার করেন যথা — অনুসন্ধান (Exploration) এবং উৎখনন (Excavation )। ভারতে উৎখননের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র অনুমতি নেওয়া প্রয়োজন। সাধারণত দুটি পদ্ধতিতে উৎখনন করা হয়ে থাকে, যথা— উল্লম্ব বা খাড়াখাড়ি (Vertical) এবং অনুভূমিক বা আড়াআড়ি (Horizontal)। উল্লম্ব বা খাড়াখাড়ি উৎখনন অনুভূমি বা আড়াআড়ি উৎখনন। আলেকজান্ডার কানিংহাম ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও সংগঠক ছিলেন। তিনি 1861 সালে তিনি ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক জরিপকারীর নবনিযুক্ত পদে নিযুক্ত হন। আলেকজান্ডার কানিংহাম ছিলেন একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ। ভারতের প্রত্নতত্ত্ব নিয়ে অসাধারণ কিছু কাজ করার জন্য তাকে 'ফাদার অফ আর্কলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' বলা হয়।

১. কোন তিনটি বেদকে একত্রে 'ত্রয়ী' বলা হয়?
Ⓐ ঋক, সাম ও যজুর্বেদকে 
Ⓑ সাম, যজুঃ ও অথর্ববেদকে
Ⓒ ঋক, যজুঃ ও অথর্ববেদকে
Ⓓ ঋক, সাম ও অথর্ববেদকে

২. 'প্যাপিরাস' কী?
Ⓐ কাগজ
Ⓑ পাথর
Ⓒ গাছের ছাল
Ⓓ হাতিয়ার

৩. পবিত্র বা দেবলিপি কাকে বলা হয়?
Ⓐ হায়রোগ্লিফিক লিপিকে
Ⓑ কিউনিফর্ম লিপিকে
Ⓒ ডিমোটিক লিপিকে
Ⓓ উপরের কোনটিই নয় 

৪. পোড়ামাটির ভাস্কর্যের প্রচলন শুরু হয়েছিল―
Ⓐ প্রাগৈতিহাসিক পর্ব থেকে
Ⓑ মেহেরগড় সভ্যতা থেকে
Ⓒ প্রায়-ঐতিহাসিক পর্ব থেকে
Ⓓ বৈদিক যুগ থেকে

৫. কোথায় 'ভারতীয় চিত্রকলার' শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছিল?
Ⓐ পাথরের সমস্ত গুহাগুলিতে
Ⓑ আলতামিরা গুহায়
Ⓒ ভীমবেটকা গুহা
Ⓓ অজন্তার গুহায়
৬. মুদ্রার পঠনপাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়?
Ⓐ এপিগ্রাফি
Ⓑ প্যালিওগ্রাফি
Ⓒ নিউমিসমেটিকস
Ⓓ হিস্টোরিওগ্রাফি

৭. ভারতে মুদ্রার প্রচলন  কবে ঘটেছিল?
Ⓐ সপ্তম-ষষ্ঠ শতকে
Ⓑ ষষ্ঠ-পঞ্চম শতকে
Ⓒ পঞ্চম-চতুর্থ শতকে
Ⓓ চতুর্থ-তৃতীয় শতকে 

৮. কোথায় প্রাচীন ভারতে মুদ্রার উল্লেখ রয়েছে?  
Ⓐ পাণিনির অষ্টাধ্যায়ীতে
Ⓑ ঋকবেদে
Ⓒ পুরাণে
Ⓓ অশোকের শিলালেখতে

৯. প্রাচীন ভারতের মুদ্রাগুলি ছিল মূলত কী দিয়ে তৈরি?
Ⓐ ব্রোঞ্জ, সীসা ও কাঁসা
Ⓑ ব্রোঞ্জ, রুপো ও পাথর
Ⓒ সোনা, রুপো ও তামা
Ⓓ উপরের সবকটিই

১০. ভীমবেটকা গুহা অবস্থিত ভারতের ―
Ⓐ বিহারে 
Ⓑ মধ্যপ্রদেশে 
Ⓒ রাজস্থানে 
Ⓓ ওড়িশায়

১১. অধিকাংশ গুহাচিত্রগুলির সন্ধান মিলেছে?
Ⓐ উত্তর-পশ্চিম ইউরোপ ও আমেরিকায়
Ⓑ চিন ও জাপানে
Ⓒ জাপান ও অস্ট্রেলিয়ায়
Ⓓ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম ইউরোপ এবং আফ্রিকায়

১২. কী দিয়ে মূলত গুহাচিত্রগুলি আঁকা হত?
Ⓐ কাঠ কয়লা, হাড় ও পাথর দিয়ে
Ⓑ রঙ দিয়ে
Ⓒ মাটি দিয়ে
Ⓓ রঙ, তুলি ও ব্রাশ দিয়ে
১৩. পিরামিড হল –
Ⓐ প্রাচীন রোমের রাজাদের সমাধি
Ⓑ প্রাচীন গ্রিসের রাজাদের সমাধি
Ⓒ প্রাচীন মিশরের রাজাদের সমাধি
Ⓓ প্রাচীন আফ্রিকার রাজাদের সমাধি

১৪. মিশরের সবচেয়ে বৃহৎ পিরামিড কোনটি?
Ⓐ খুফুর পিরামিড
Ⓑ চিয়াং শেকের পিরামিড
Ⓒ তুতেন খামুনের পিরামিড
Ⓓ ক্লিওপেট্রার পিরামিড

১৫. ভারতে ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হল?
Ⓐ হরপ্পা সভ্যতা
Ⓑ বৈদিক সভ্যতা 
Ⓒ মেহেরগড় সভ্যতা
Ⓓ মায়া সভ্যতা

১৬. লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে?
Ⓐ প্রাগৈতিহাসিক যুগে
Ⓑ প্রায় ঐতিহাসিক যুগে
Ⓒ ঐতিহাসিক যুগে
Ⓓ সবকটি ঠিক

১৭. স্যার জেমস প্রিন্সেপ (James Prinsep)-এর মতে অশোকের লেখতে উৎকীর্ণ ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপির সময়কাল কত ছিল?
Ⓐ ২৫০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓑ ২৬০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓒ ২৭০ খ্রিস্টপূর্বাব্দ
Ⓓ ২৮০ খ্রিস্টপূর্বাব্দ

১৮. ইংরেজি ‘Archaeology' শব্দটির অর্থ হল?
Ⓐ পুথি 
Ⓑ উৎখনন 
Ⓒ লিপি
Ⓓ প্রত্নতত্ত্ব

১৯. 'প্রায়-ইতিহাস' শব্দটির অর্থ হল?
Ⓐ ইতিহাসের আগের যুগ
Ⓑ ইতিহাসের পরের যুগ
Ⓒ প্রাক্-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
Ⓓ যেসময় মানুষ লিখনপদ্ধতি জানত না
২০. প্রায়-ঐতিহাসিক (Proto-Historic) যুগের ধারণা আমাদের সর্বপ্রথম কে দেন?
Ⓐ ডেভিড ব্রুনো
Ⓑ ক্রিস্টোফার হকার
Ⓒ উইলার্ড ফ্রাঙ্ক লিবি
Ⓓ মার্ক ব্লখ

২১. প্রায়-ইতিহাস সংস্কৃতির নিদর্শন কোনটি?
Ⓐ সিন্ধু লিপি
Ⓑ সুমেরের কিউনিফর্ম লিপি
Ⓒ মিশরের হায়রোগ্লিফিক লিপি
Ⓓ ভারতীয় উপমহাদেশের খরোষ্ঠী লিপি

২২. ভারতে প্রায়-ইতিহাস যুগের সূচনা হয়?
Ⓐ পাথরের ব্যবহারের সময় থেকে
Ⓑ তাম্র-ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনাকাল পর্যন্ত
Ⓒ ব্রোঞ্জ যুগের সূচনা থেকে
Ⓓ লৌহ যুগের শেষ থেকে

২৩. নীচের কে হরপ্পায় প্রাপ্ত বিশাল শস্যাগারটিকে বর্তমান কালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন ?
Ⓐ দয়ারাম সাহানি
Ⓑ ম্যাসন
Ⓒ এ এল ব্যাসাম
Ⓓ ভিনসেন্ট স্মিথ 

২৪. ‘মহেনজোদাড়ো' শব্দটির অর্থ হল?
Ⓐ মৃতের স্তূপ
Ⓑ পশুপতি
Ⓒ নতুন শহর
Ⓓ পুরোহিত শাসক

২৫. নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল?
Ⓐ আগুনের আবিষ্কার
Ⓑ লোহার ব্যবহার
Ⓒ তামার ব্যবহার
Ⓓ কৃষি পদ্ধতির ব্যবহার

২৬. প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়?
Ⓐ ধান 
Ⓑ গম 
Ⓒ যব
Ⓓ তুলো

২৭. কোন যুগে মানুষ প্রথম লাঙলের ব্যবহার শুরু করে?
Ⓐ প্রাচীন প্রস্তর যুগে
Ⓑ মধ্য প্রস্তর যুগে
Ⓒ নব্য প্রস্তর যুগে
Ⓓ তাম্র-প্রস্তর যুগে

২৮. কৃষি পদ্ধতির ব্যবহারের মাধ্যমে প্রথম শস্য উৎপাদন শুরু হয়?
Ⓐ প্রাচীন প্রস্তর যুগে
Ⓑ মধ্য প্রস্তর যুগে
Ⓒ নব্য প্রস্তর যুগে
Ⓓ তাম্র-প্রস্তর যুগে

২৯. ‘নব্য প্রস্তর যুগের বিপ্লব' (Neolithic Revolution) কথাটি প্রথম উদ্ভাবন করেন?
Ⓐ বিউরি
Ⓑ গর্ডন চাইল্ড
Ⓒ উইলিয়ম জোনস
Ⓓ ড্যানিয়েল উইলসন
৩০. মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল?
Ⓐ আগুন আবিষ্কার
Ⓑ লোহা আবিষ্কার 
Ⓒ তামা আবিষ্কার
Ⓓ কৃষি পদ্ধতির আবিষ্কার

৩১. মাইক্রোলিথ (Microlith) কথাটির দ্বারা বোঝানো হয়?
Ⓐ অমসৃণ ও ভোঁতা অস্ত্র
Ⓑ গাছের পাতলা ছাল
Ⓒ ধাতুনির্মিত তীক্ষ্ণ অস্ত্র
Ⓓ পাথরের তৈরি ছোটো ছোটো অথচ কার্যকরী অস্ত্র

Page 2 3 4 5 6 7 8


Class XI History MCQ Practice

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন