সপ্তম শ্রেণী - পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত পরিবেশ (i) তাপ ২০২৫
১. তিনটি বাটিতে ভিন্ন উষ্ণতার জল আছে। আঙুল ডুবিয়ে কীভাবে ওই অবস্থার
বর্ণনা করবে?
➛ প্রত্যেকটি বাটিতে পৃথক পৃথকভাবে আঙুল ডুবিয়ে দেখলে তিন ধরনের অবস্থা
অনুভূত হবে। যে বাটির উষ্ণতা সবচেয়ে বেশি—সেটি ‘বেশি গরম', যে বাটির উষ্ণতা
স্বাভাবিকের চেয়ে একটু বেশি—সেটি 'গরম' এবং যে বাটির উষ্ণতা সবচেয়ে কম—সেটি
অন্য বস্তুগুলির তুলনায় 'ঠান্ডা'।
২. থার্মোমিটারের সাহায্যে কীভাবে জ্বর মাপা হয়?
অথবা, থার্মোমিটারের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা কীভাবে পরিমাপ করা
হয়?
➛ জ্বর বাড়লে থার্মোমিটারের মধ্যে থাকা সরু সুতোর মতো পারদসূত্রের
দৈর্ঘ্য বাড়তে থাকে। পারদসূত্রের দৈর্ঘ্য যেভাবে বাড়ে তার সঙ্গে সম্পর্ক
রেখেই থার্মোমিটারের গায়ের বিভিন্ন সংখ্যাগুলি ঠিক করা হয়েছে। গরম বা
ঠান্ডা—বিভিন্ন উষ্ণতার অবস্থা প্রকাশের জন্য এভাবে যে সংখ্যাগুলি পাওয়া
যায় সেগুলিকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। বিভিন্নরকম উষ্ণ বস্তুর সংস্পর্শে
পারদসূত্র যখন বিভিন্ন উচ্চতায় ওঠে তখন তা বিভিন্ন উষ্ণতাকে প্রকাশ
করে।
৩. নীচের ছবি দুটি লক্ষ করো এবং সেই অনুযায়ী ছবির নীচের প্রশ্নগুলির
উত্তর দাও।
ছবি : 1 এখানে দুটি
থার্মোমিটার একই রকম, দুটি ছবিতেই থার্মোমিটার দুটি একই তরলের মধ্যে ডোবানো
আছে। 1 নং ছবিতে থার্মোমিটার দুটির পারদসূত্রের উচ্চতা সঠিকভাবে
দেখানো হয়েছে কি ? যুক্তি দিয়ে লেখো।
➛ হ্যাঁ, 1 নং ছবিতে থার্মোমিটার দুটির পারদসূত্রের উচ্চতা সঠিকভাবে
দেখানো হয়েছে। কারণ একইরকম থার্মোমিটার একই তরলের মধ্যে ডোবানোর ফলে
তাদের পারদসূত্রের উচ্চতা একই তলে বা রেখায় রয়েছে।
ছবি : 2 নং ছবিতে
থার্মোমিটার দুটির পারদসূত্রের উচ্চতা কি সঠিক দেখানো আছে? তোমার উত্তরের
সপক্ষে যুক্তি দাও।
➛ না, 2 নং ছবিতে থার্মোমিটার দুটির পারদসূত্রের উচ্চতা সঠিক দেখানো নেই।
কারণ একটি থার্মোমিটারে পারদসূত্রের উচ্চতা অন্য থার্মোমিটারের
তুলনায় অনেক বেশি দেখানো হয়েছে। একইরকম দুটি থার্মোমিটার একই তরলে ডোবালে
পারদসূত্রের উচ্চতা একটিতে বেশি অন্যটিতে কম হতে পারে না।
৪. দুটি আলাদা পাত্রে তরল নেওয়া হল। ছবিটিতে থার্মোমিটারের পারদসূত্রের
উচ্চতা দেখে বলো কোন পাত্রের তরলের উষ্ণতা বেশি
‘ক’ না ‘খ’? উত্তরের সপক্ষে যুক্তি
দাও।
➛ ছবিটিতে থার্মোমিটারের পারদসূত্রের উচ্চতা দেখে বলা যায় 'ক’ পাত্রের
তরলের উষ্ণতা বেশি। ধরা যাক, ‘ক' এবং 'খ' পাত্রের থার্মোমিটার দুটি
একইরকমের। ওই থার্মোমিটার দুটি 'ক' ও 'খ' পাত্রের তরলে পৃথকভাবে ডোবানো
আছে। যে পাত্রের তরলের উষ্ণতা যেমন, সেই অনুযায়ী ভিন্ন পাত্রে ডোবানো
থার্মোমিটারের পারদসূত্রের উচ্চতা ভিন্ন তলে দাঁড়িয়ে আছে। এখানে ‘খ’
পাত্রের থার্মোমিটারটির তুলনায় ‘ক’ পাত্রের থার্মোমিটারটির পারদসূত্র
অধিক উচ্চতায় রয়েছে। তাই বলা যায় ‘ক' পাত্রের তরলের উষ্ণতা ‘খ”
পাত্রের তরলের তুলনায় বেশি।
৫. পাশের ছবিতে হুবহু একই ধরনের থার্মোমিটার ‘ক’ ও ‘খ’ দেখানো হয়েছে।
দুটি থার্মোমিটারেরই পারদকুণ্ড একটি পাত্রে রাখা বরফের মধ্যে ডোবানো
আছে। এই অবস্থায় থার্মোমিটার দুটির পারদসূত্র যে উচ্চতায় উঠেছে
সেখানে দাগ কাটা হয়েছে। ছবিতে ওই দুটি দাগের পাশে নিজের ইচ্ছামতো দুটি
আলাদা সংখ্যা বসাও।
➛ ছবিটিতে 'ক' থার্মোমিটারে দাগের পাশে লেখা সংখ্যা হল 15 এবং 'খ'
থার্মোমিটারে দাগের পাশে লেখা সংখ্যা হল 20।
পাশের ছবিটিতে পাত্রের জলটা ফুটছে। ফুটন্ত জলের একটু ওপরে
থার্মোমিটার দুটির পারদকৃপ্ত রাখলে পারদসূত্রের উচ্চতা বাড়তে বাড়তে
একসময় স্থির হয়। যে উচ্চতায় পারদসূত্র উঠবে থার্মোমিটারের সেখানে
একটা দাগ দেওয়া হয়। ওই দাগটা ওই গরমের মাত্রায় পারদসূত্রের উচ্চতা
কতটা তাকে দেখায়। ছবিতে 'ক' ও ‘খ’ থার্মোমিটারে যে দুটি দাগ দেওয়া
আছে তার পাশে নিজের ইচ্ছামতো দুটি আলাদা সংখ্যা লেখো। মনে রেখো যে
দুটি সংখ্যা লিখবে তা যেন আগের ছবিতে বরফে ডোবানো থার্মোমিটারের
গায়ে লেখা সংখ্যা দুটির চাইতে বেশি হয়।
➛ ছবিতে 'ক' থার্মোমিটারে দাগের পাশে লেখা সংখ্যা হল 35 এবং 'খ'
থার্মোমিটারে দাগের পাশে লেখা সংখ্যা হল 40 ।
৬. উষ্ণতা পরিমাপের কয়েকটি স্কেলের নাম উল্লেখ করো। সেলসিয়াস ও
ফারেনহাইট স্কেলের উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো।
➛ উষ্ণতা পরিমাপের কয়েকটি স্কেল হল— সেলসিয়াস স্কেল, ফারেনহাইট
স্কেল।
❍ কোনো উষ্ণতার পাঠ সেলসিয়াস স্কেলে C এবং ফারেনহাই স্কেলে F হলে
উভয়ের মধ্যে সম্পর্ক হল, `\frac C5=\frac{F-32}9`
৭. উষ্ণতার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক প্রতিষ্ঠা
করো।
➛ সেলসিয়াস স্কেলের 100 ঘর = ফারেনহাইট স্কেলের 180 ঘর
∴ সেলসিয়াস স্কেলের 1 ঘর ফারেনহাইট স্কেলের
`\frac{180}{100}` ঘর
এখন, একটি বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে C ও ফারেনহাইট স্কেলে F
হলে, সেলসিয়াস স্কেলে 0° থেকে C-এর দূরত্ব এবং ফারেনহাইট স্কেলে 32°
থেকে F-এর দূরত্বের সমান।
∴ `\frac{180C}{100}=(F-32)`
বা, `\frac{9C}5=(F-32)`
বা, `\frac C5=\frac{F-32}9` —এটিই নির্ণেয় সম্পর্ক।
৮. 40°C = কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো।
➛ ধরি, ফারেনহাইট স্কেলে উষ্ণতা F
আমরা জানি, `\frac C5=\frac{F-32}9`
বা, `\frac{40}5=\frac{F-32}9`
বা, F – 32 = (8 ✕ 9)
বা, F = (72 + 32) = 104
∴ ফারেনহাইট স্কেলে ওই উন্নতা হবে 104°F
৯. এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী
উষ্ণতার পাঠ, ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে।
➛ ধরি, নির্ণেয় উষ্ণতা = `x`
প্রশ্নানুযায়ী, `\frac x5=\frac{x-32}9`
বা, 9𝑥 =5𝑥 – 160
বা, 4𝑥 = – 160
বা, 𝑥 = – 40
∴ 40°C বা 40°F উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ
দেখাবে।
১০. কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠের
অর্ধেক হবে?
➛ ধরা যাক, সেলসিয়াস স্কেলের পাঠ C
অর্থাৎ ফারেনহাইট স্কেলের পাঠ F হলে, C = `C=\frac F2`
বা, F = 2C
আমরা জানি, `\frac C5=\frac{F\-\32}9`
বা, `\frac{C}5=\frac{2C-32}9`
বা, 9C = 5 ✕ (2C – 32)
বা, 10C – 9C = 32 ✕ 5
বা, C = 160
∴ 160°C উষ্ণতায় সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠের
অর্ধেক হবে।
➛ মিশ্রিত জলের উষ্ণতা গামলার জলের চাইতে কম হয়—সুতরাং গামলার জল তাপ বর্জন করে। আবার মিশ্রিত জলের উষ্ণতা বালতির জলের চাইতে বেশি হয়—সুতরাং বালতির জল তাপ গ্রহণ করে। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে, দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে –উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে।
class 7 science tap question answer
১১. উষ্ণতা কাকে বলে? কীসের সাহায্যে উষ্ণতা মাপা হয়?
➛ কোনো বস্তুর ঠান্ডা বা গরম অবস্থা যা দিয়ে প্রকাশ করা হয়
তাকে বলে উষ্ণতা বা তাপমাত্রা ৷ থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা
মাপা হয়।
১২. তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কী?
বিষয় | তাপ | তাপমাত্রা |
---|---|---|
সংজ্ঞা | দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা বাড়তি যা পায় তাকেই তাপ বলা হয়। | কোনো বস্তুর ঠান্ডা বা গরম অবস্থা যা দিয়ে প্রকাশ করা হয় তাকে বলে তাপমাত্রা ৷ |
অবস্থার পরিবর্তন | অবস্থার পরিবর্তনের সময় বস্তুর মোট তাপের পরিবর্তন হয়। | অবস্থার পরিবর্তনের সময় বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত থাকে। |
১৩. তাপের একক কী?
➛ SI-তে জুল (joule বা J) এ ছাড়া তাপ পরিমাপের একটি প্রচলিত একক
হল ক্যালোরি।
১৪. কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন
বিষয়ের ওপর নির্ভর করে?
➛ বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এবং বস্তুর
উপাদান-এর ওপর।
১৫. কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা হলে
বস্তুর নেওয়া তাপের পরিমাণ কী হবে?
➛ বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা হলে বস্তুর নেওয়া
তাপের পরিমাণ দ্বিগুণ হবে।
১৬. নির্দিষ্ট ভরের কোনো বস্তু বাইরে থেকে কত পরিমাণ তাপ
নিয়েছে বা কত পরিমাণ তাপ ওই বস্তু থেকে বাইরে বেরিয়ে গেছে
সেটা কীসের ওপর নির্ভর করে?
➛ বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ওপর নির্ভর করে।
১৭. উষ্ণতার কোন মান ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলেই
সমান হয়?
➛ – 40°F বা – 40°C উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ
সমান।
১৮. 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট
পরিবর্তনের মধ্যে কোনটি বড়ো?
➛ 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বড়ো। কারণ, 100 ডিগ্রি সেলসিয়াস
পরিবর্তন = 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। ∴ 1 ডিগ্রি সেলসিয়াস
পরিবর্তন = 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন।
১৯. তাপ কী?
➛ দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা
যা বাড়তি পায়, তাকেই তাপ বলা হয়।
২০. বোধগম্য তাপ কাকে বলে?
➛ যে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং বর্জনে উষ্ণতা কমে,
তাকে বোধগম্য তাপ বলে।
২১. ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত?
➛ ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা 212°F
২২. A থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে। B
থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে। কোন
থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে?
➛ B থার্মোমিটার দিয়ে।
➛ এই অবস্থায় গ্লাসের উষ্ণতা 25°C -এর চেয়ে কম হবে। কারণ বরফ গলে জলে পরিণত হওয়ার জন্য যে লীন তাপের দরকার হয় বরফ তা গ্লাস থেকে শোষণ করে। তাই গ্লাসের উষ্ণতা 25°C -এর থেকে অনেক কম হয়। এখন লীন তাপ যেহেতু শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে তাপমাত্রার পরিবর্তন ঘটায় না, তাই থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা পরিমাপ করলে তা 0°C ই দেখায়।
২৩. কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
➛ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে।
২৪. 0°C উষ্ণতার 1 g বিশুদ্ধ বরফ ওই উয়তার 1 g বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত তাপ গ্রহণ করে?
➛ 0°C উষ্ণতার 1g বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1g বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 cal তাপ গ্রহণ করে।
২৫. হাতে স্পিরিট ঢাললে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ স্পিরিট কোথা থেকে গ্রহণ করে?
➛ আশেপাশের পরিবেশ ও হাত থেকে।
২৬. এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয় ৷
➛ কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি পদার্থ কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়।
২৭. মেরুভালুকের দেহে ঘন লোম কী কারণে সৃষ্টি হয়েছে?
➛ শরীরকে গরম রাখার জন্য মেরুভালুকের দেহে ঘন লোম সৃষ্টি হয়েছে।
২৮. মানুষের দেহের রক্তনালীর ব্যাস কখন বেড়ে যায়?
➛ দেহের তাপমাত্রা বেড়ে গেলে।
২৯. দুটি গাছের নাম লেখো যাদের পাতা দিনেরবেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়, আবার রাত হলে মুড়ে যায়।
➛ বাবলা ও আমরুল গাছের পাতা।
Mark- 2/3
১. লীন তাপ কাকে বলে? পদার্থের অবস্থান্তর অনুসারে লীন তাপ কয়প্রকার ও কী কী?
➛ একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তবে ওই পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে ৷
২.বরফ গলনের লীন তাপ 80 cal/g বলতে কী বোঝ?
➛ বরফ গলনের লীন তাপ 80 cal/g বলতে বোঝায় যে 0°C তাপমাত্রার 1 g বিশুদ্ধ বরফ সম্পূর্ণরূপে 0°C তাপমাত্রার 1 g বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 cal তাপ গ্রহণ করবে।
৩. জলের বাষ্পীভবনের লীন তাপ 537 cal/ g বলতে কী বোঝ?
➛ জলের বাষ্পীভবনের লীন তাপ 537 cal/ g বলতে বোঝায় যে 100°C -এর 1g বিশুদ্ধ জল সম্পূর্ণরূপে 100°C উষ্ণতার বাষ্পে পরিণত হতে বাইরে থেকে 537 cal তাপ গ্রহণ করবে।
৪. 0°C উষ্ণতায় 5 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0°C উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে?
➛ 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে ৪০ ক্যালোরি তাপ দিলে তা 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হয়। সুতরাং, 0°C উষ্ণতায় 5 গ্রাম বরফকে (80 × 5) = 400 ক্যালোরি তাপ দিলে তা 0°C উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে।
৫. জ্বর হলে কপালে জলপটি দেওয়া হয় কেন?
➛ বেশি জ্বর হলে কপালে জলপটি দেওয়া হয়। কারণ ওই পটির জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লীন তাপ কপাল থেকে সংগ্রহ করে। এর ফলে কপাল ঠান্ডা হয় ও দেহের তাপমাত্রা কমতে শুরু করে।
৬. মাটির কলশিতে জল ঠান্ডা থাকে কেন?
➛ মাটির কলশির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। সামান্য পরিমাণ জল ওই ছিদ্রপথে কলশির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ কলশি ও কলশির জল থেকে গৃহীত হয়, ফলে কলশি ও কলশির জল ঠান্ডা হয়ে যায়। ধাতু বা কাচের পাত্রের গায়ে এরকম কোনো ছিদ্র না থাকায় জল বাষ্পীভূত হয় না ফলে পাত্রের ভিতরের জলও ঠান্ডা হয় না।
৭. 0°C উষ্ণতার বরফ ও 0°C উষ্ণতার জল— কোনটি বেশি ঠান্ডা? যুক্তি দাও ৷
➛ 0°C উষ্ণতার বরফকে সমপরিমাণ 0°C উষ্ণতার জলে পরিণত করতে হলে প্রতি গ্রাম বরফে 80 cal তাপ প্রয়োগ করতে হয়, কারণ বরফ গলনের লীন তাপ 80 cal/g| সুতরাং, 0°C উষ্ণতার1g জলে 0°C উষ্ণতার 1g বরফের তুলনায় 80 cal তাপ বেশি থাকে। তাই 0°C উষ্ণতার বরফ 0°C উষ্ণতার জলের চেয়ে বেশি ঠান্ডা।
৮. পেঙ্গুইন শীতপ্রধান দেশের প্রাণী হলেও কীভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে?
➛ পেঙ্গুইন বরফাবৃত অঞ্চলে থাকে। শীতকালে তারা শরীরের পুরু পালকের আবরণ ফুলিয়ে রাখে এবং তার মধ্যে বায়ুস্তর জমা হয়ে থাকে। ফলে তাদের শরীরের উত্তাপ সহজে বেরিয়ে যেতে পারে না। এ ছাড়াও তারা একসঙ্গে দলবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে জড়াজড়ি করে পরস্পরের শরীরের তাপকে কাজে লাগিয়ে ঠান্ডা থেকে রক্ষা পায়।
৯. জলে ভেজা গায়ে দাঁড়ালে তোমার ঠান্ডা লাগে। তবে জলে ভেজা গায়ে ঘূর্ণায়মান পাখার তলায় দাঁড়ালে তোমার বেশি ঠান্ডা লাগে কেন?
➛ জলে ভেজা গায়ে দাঁড়ালে দেহের জল স্বাভাবিক উষ্ণতায় বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ দেহ থেকে সংগ্রহ করে, ফলে আমার ঠান্ডা লাগে। তবে জলে ভেজা গায়ে ঘূর্ণায়মান পাখার তলায় দাঁড়ালে আমার বেশি ঠান্ডা লাগে, তার কারণ বায়ুপ্রবাহের বেগ বেশি হওয়ায় ভিজে দেহের উপরিতল থেকে জলের বাষ্পায়ন অতি দ্রুত এবং বেশি পরিমাণে ঘটে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপও আমার দেহ থেকেই অতি দ্রুতগৃহীত হয়, তাই বেশি ঠান্ডা অনুভূত হয় ৷
১০. একটি থার্মোমিটারকে কিছুক্ষণ জলে ডুবিয়ে তারপর বাইরে নিয়ে আসলে, তাপমাত্রা খানিকটা কমে যায় কেন?
➛ একটি থার্মোমিটারকে জলে ডুবিয়ে তুলে আনলে থার্মোমিটারটির পারদকুণ্ডের গায়ে অল্প পরিমাণ জল লেগে থাকে। এই জল বাতাসের সংস্পর্শে এসে বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের প্রয়োজনীয় লীন তাপ | থার্মোমিটারের পারদকুণ্ড থেকেই সংগ্রহ করে। ফলে থার্মোমিটারে পারদকুণ্ডের উষ্ণতা কমে যায় এবং থার্মোমিটারের পাঠ খানিকটা কমে যায় ৷
১১. গ্রীষ্মকালে ঘরের জানালা ও দরজায় ভেজা পর্দা টাঙানো হয় কেন?
➛ গ্রীষ্মকালে ঘরের জানালা ও দরজায় ভেজা পর্দা টাঙানো হলে ঘর ঠান্ডা থাকে। কারণ পর্দার জল পর্দা এবং ঘরের বাতাস থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়, ফলে ঘরের উষ্ণতা কম হয় এবং আরাম বোধ হয়।
১২. জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন?
➛ জল দিয়ে ঘর মোছা হলে জল মেঝে থেকে লীন তাপ সংগ্রহ করে ও বাষ্পীভূত হয়। এই কারণে মেঝে ঠান্ডা হয়।
১৩. বিভিন্ন প্রাণীর দেহে তাপের তারতম্যের কারণগুলি কী কী?
➛ বিভিন্ন প্রাণীর দেহে তাপের তারতম্যের কারণগুলি হল— ➀ প্রাণীর শারীরিক গঠন বিভিন্ন হওয়ায় দেহের অভ্যন্তরে উৎপন্ন তাপশক্তির পরিমাণ আলাদা হয়। ➁ প্রাণীর শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের পদ্ধতিগত পার্থক্য থাকায় তাপের তারতম্য ঘটে। ➂ বাইরের পরিবেশের সঙ্গে বিভিন্ন প্রাণীর তাপ আদানপ্রদানের পরিমাণ বিভিন্ন হয়।
১৪. দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে মানুষ কী কী করে, তা নীচের শব্দভাণ্ডার থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসিয়ে যথাযথভাবে লেখো। শব্দভাণ্ডার: শ্বাসক্রিয়া, খাদ্যগ্রহণের, ঘাম বেরোনোর, কাজে, রক্তনালীর
➛
➀ শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়।
➁ ঘাম বেরোনোর হার বেড়ে যায়।
➂ রক্তনালীর ব্যাস বেড়ে যায়।
➃ খাদ্যগ্রহণের পরিমাণ কমে যায়।
➄ কাজে অনীহা ও কুঁড়েমি দেখা যায়।
১৫. দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গেলে মানুষের শরীরে কী কী ঘটে তা লেখো।
➛ দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গেলে মানুষের শরীরে বিভিন্ন ঘটনা ঘটে। এগুলি হল— ➀ দেহে কাঁপুনি শুরু হয়, ➁ খাদ্যগ্রহণের পরিমাণ কমে যায়, ➂ ঘাম বেরোনোর পরিমাণ কমে যায়, ➃ লোম খাড়া হয়ে ওঠে।
১৬. তোমার চারদিকে জীবজগতের ওপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা আলোচনা করো।
➛ আমার চারদিকে জীবজগতের ওপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা এখানে আলোচনা করা হল – ➀ বাবলা, আমরুল, শুশনি, রাধাচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট উষ্ণতায় খোলে এবং রাতে আবার মুড়ে যায়। ➁ ভোরবেলা সূর্যোদয়ের সময় একটি নির্দিষ্ট উষ্ণতায় পদ্ম ও গোলাপের পাপড়ি খোলে। ➂ ফুলকপি, বাঁধাকপি, মুলো, পালং প্রভৃতি ঠান্ডা আবহাওয়ায় জন্মায়। চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী প্রভৃতি ফুল শীতকালে ঠান্ডা পরিবেশে ফোটে। ➃ ব্যাং, শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীরা শীতের সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য মাটির গর্তে ঢুকে বসে থাকে।
১৭. ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে ও কেন?
➛ ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে বরফ ব্যবহার করা উচিত। কারণ 0°C উষ্ণতার প্রতি গ্রাম বরফ 0°C উষ্ণতার জলে পরিণত হওয়ার সময় শরবতের উপকরণ থেকে ৪০ ক্যালোরি তাপ শোষণ করবে। এর ফলে ঠান্ডা জলের তুলনায় বরফ শরবতকে বেশি ঠান্ডা করতে পারবে।
১৮. হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
➛ ইথার উদ্দ্বায়ী তরল। ফলে খুব দ্রুত বাষ্পে পরিণত হয়। হাতে ইথার ঢাললে এটি বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ হাত থেকেই সংগ্রহ করে ফলে হাত ঠান্ডা হয়ে যায়।
১৯. হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন?
➛ হাত দিয়ে বরফ ধরলে বরফ গলে জল হওয়ার সময় কিছু পরিমাণ লীন তাপ হাত থেকে গ্রহণ করে। ফলে হাতের যতটা অংশ বরফের সংস্পর্শে থাকে, ততটাতে ঠান্ডা অনুভূত হয় ৷
❐ আরো পড়ুন : সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান
❒ MCQ শর্ট কোশ্চেন 👇
১. যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি হল?
Ⓐ 32°F
Ⓑ 40°F
Ⓒ 100°F
Ⓓ 212°F
Answer. Ⓐ 32°F
২. বরফের মধ্যে সেলসিয়াস থার্মোমিটারের পারদকুণ্ডকে রাখলে কত পাঠ দেখাবে?
Ⓐ 0°C
Ⓑ 32 °C
Ⓒ 100 °C
Ⓓ 212 °C
Answer. Ⓐ 0°C
৩. ফারেনহাইট স্কেলের থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা হল?
Ⓐ 0°F
Ⓑ 100°F
Ⓒ 212°F
Ⓓ উপরের কোনোটিই নয়
Answer. Ⓒ 212°F
৪. সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা হল?
Ⓐ 0°C
Ⓑ 100 ° C
Ⓒ 212°F
Ⓓ 300 ° C
Answer. Ⓑ 100 ° C
৫. জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104°F ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে?
Ⓐ 40.1
Ⓑ 40.6
Ⓒ 40
Ⓓ 42
Answer. Ⓒ 40
৬. একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা –1° ও সবচেয়ে বেশি উষ্ণতা 99° মাপা যায়। ওই থার্মোমিটারে 1° করে মোট ক-টি ঘর পাওয়া যাবে?
Ⓐ 50
Ⓑ 80
Ⓒ 100
Ⓓ 110
Answer. Ⓒ 100
৭. SI-তে তাপের একক—
Ⓐ °C
Ⓑ cal
Ⓒ °F
Ⓓ J
Answer. Ⓓ J
৮. উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয়?
Ⓐ অক্সানোমিটার
Ⓑ ক্যালোরিমিটার
Ⓒ থার্মোমিটার
Ⓓ ব্যারোমিটার
Answer. Ⓒ থার্মোমিটার
৯. ফারেনহাইট থার্মোমিটার বরফের মধ্যে ডোবানো অবস্থায় পারদসূত্রে উচ্চতা ও ফুটন্ত জলের বাষ্পে পারদসূত্রে উচ্চতার মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়?
Ⓐ 100
Ⓑ 180
Ⓒ 210
Ⓓ 212
Answer. Ⓑ 180
১০. একটা ভারী ও একটা হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হল—
Ⓐ ভারী ও হালকা দুটো লোহার টুকরোই একই পরিমাণ তাপ গ্রহণ করেছে
Ⓑ ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে
Ⓒ হালকা লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে
Ⓓ গণনা না করলে কে বেশি তাপ গ্রহণ করেছে আর কে কম তাপ গ্রহণ করেছে বলা যাবে না
Answer. Ⓑ ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে
১১. কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে?
Ⓐ গলন
Ⓑ ঘনীভবন
Ⓒ বাষ্পীভবন
Ⓓ কঠিনীভবন
Answer. Ⓐ গলন
১২. গলনের বিপরীত প্রক্রিয়া হল—
Ⓐ স্ফুটন
Ⓑ বাষ্পায়ন
Ⓒ কঠিনীভবন
Ⓓ আয়নীভবন
Answer. Ⓒ কঠিনীভবন
১৩. 100°C উষ্ণতায় 1g জলীয় বাষ্পে তাপ একই উষ্ণতায় 1g জল অপেক্ষা—
Ⓐ বেশি
Ⓑ কম
Ⓒ সমান
Ⓓ উপরের কোনোটিই নয়
Answer. Ⓐ বেশি
১৪. বরফ গলনের লীন তাপ হল—
Ⓐ 0 cal / g
Ⓑ 537 cal / g
Ⓒ 80 cal / g
Ⓓ 70 cal / g
Answer. Ⓒ 80 cal / g
১৫. হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে, কারণ—
Ⓐ হাত ইথার থেকে ঠান্ডা গ্রহণ করে
Ⓑ ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়
Ⓒ ইথারের উষ্ণতা সবসময় হাতের তুলনায় কম হয়
Ⓓ কোনো তরল হাতে লাগলেই হাতে ঠান্ডার অনুভূতি হয়
Answer. Ⓑ ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়
১৬. একটি খালি গ্লাসের মধ্যে একটা বড়ো মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয়। এর কারণ হল—
Ⓐ গ্লাসের ভিতরের বরফ গলা জল গ্লাসের গা দিয়ে বেরিয়ে আসে
Ⓑ গ্লাসের গায়ে আগেই জল ছিল, তা গ্লাসের বাইরের গায়ে জমা হয়
Ⓒ বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়
Ⓓ হাত দিয়ে গ্লাসটা ধরা হয়েছিল, তাই হাত থেকে জল গ্লাসের গায়ে লেগে যায়
Answer. Ⓒ বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়
১৭. 0°C উষ্ণতায় 2 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে?
Ⓐ 50 ক্যালোরি
Ⓑ 100 ক্যালোরি
Ⓒ 540 ক্যালোরি
Ⓓ 160 ক্যালোরি
Answer. Ⓓ 160 ক্যালোরি
১৮. 5g জলের ঘনীভবনের লীন তাপ?
Ⓐ 2675 cal
Ⓑ 2695 cal
Ⓒ 2685 cal
Ⓓ 400 cal
Answer. Ⓒ 2685 cal
১৯. গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কারণ—
Ⓐ গরমকালে কুকুরদের বেশি খেতে ইচ্ছে করে
Ⓑ কুকুরের জিভ থেকে লালা পড়া তার স্বাভাবিক আচরণ
Ⓒ এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে
Ⓓ গরমকালে কুকুরদের একরকম রোগ হয় যার ফলে জিভ থেকে লালা পড়ে
Answer. Ⓒ এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে
২০. পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে পাপড়ি খুলে যায় এমন একটি ফুল হল—
Ⓐ পদ্ম
Ⓑ জবা
Ⓒ গাঁদা
Ⓓ জুঁই
Answer. Ⓐ পদ্ম
২১. গরম বালিতে যে ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়, তাদের মধ্যে অন্যতম হল—
Ⓐ কুকুর
Ⓑ গিরগিটি
Ⓒ ভালুক
Ⓓ পেঙ্গুইন
Answer. Ⓑ গিরগিটি
❒ শূন্যস্থান পূরণ করো 👇
১. বিভিন্নরকম উষ্ণ বস্তুর সংস্পর্শে পারদসূত্র যখন বিভিন্ন উচ্চতায় ওঠে তখন তা বিভিন্ন______ বোঝায়।
➛ উষ্ণতা
২. 9C = 5 ✖________।
➛ (F-32)
৩. সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের____ ঘরের সমান।
➛ 180
৪. 1 সেলসিয়াস ডিগ্রির পরিবর্তন_____ ফারেনহাইট ডিগ্রির পরিবর্তন।
➛ 9/5
৫. দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায়, তাকেই আমরা বলি_____।
➛ তাপ
৬. দুটি ভিন্ন উষ্ণতার পদার্থ সংস্পর্শে থাকলে কোন পদার্থ তাপ গ্রহণ করবে আর কোন পদার্থ তাপ ছাড়বে তা পদার্থ দুটির______ এর ওপর নির্ভরশীল।
➛ উষ্ণতা
৭. SI-তে তাপের একক_________।
➛ জুল
৮. উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে, সেটা ওই বস্তুর ভরের সাথে________ সম্পর্কে থাকে।
➛ সরল
৯. উষ্ণতা একই পরিমাণ বাড়াতে এক বাটি জলের যত তাপ লাগে, এক বালতি জলের তার চেয়ে অনেক______ তাপ লাগে।
➛ বেশি
১০. যে-কোনো পদার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময়ে বাইরে থেকে কিছু_______সংগ্রহ করে অথবা হারায়।
➛ লীন তাপ
১১. হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটায়_________ অনুভূত হয়।
➛ ঠান্ডা
১৩. মাটির কলশির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র______থাকে।
➛ ছিদ্র
১৪. জল দিয়ে ঘর মোছার পর মেঝে_________হয় ৷
➛ ঠান্ডা
১৫. গরমকালে ঘরের জানালা-দরজা খোলা রেখে______ পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা হয় ৷
➛ ভেজা
১৬. জীবের_______ প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে।
➛ আকৃতি
১৭. শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার ওইসব প্রাণীর তুলনায় বেশি______।
➛ লোমশ
১৮. গরমের দিনে কুকুরের জিভ থেকে_____ পড়ে।
➛ লালা
১৯. গরম বালিতে গিরগিটি,_______ মতো ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়।
➛ সাপের
২০. দেহের তাপমাত্রা বেড়ে গেলে_____অনীহা ও কুঁড়েমি দেখা যায় ৷
➛ কাজে
২১. দেহের তাপমাত্রা বেড়ে গেলে মানুষের শ্বাসক্রিয়া______ যায়।
➛ বেড়ে
❒ সত্য অথবা মিথ্যা নির্ণয় করো 👇
১. বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতার বৃদ্ধির সরল সম্পর্ক রয়েছে।
➛ সত্য
২. SI-তে তাপের একক জুল।
➛ সত্য
৩. উপাদান একই থাকলে উষ্ণতা একই পরিমাণ বাড়াতে বেশি ভরের বস্তুর কম তাপ দরকার।
➛ মিথ্যা
৪. ক্যালোরি কিন্তু SI একক নয়।
➛ সত্য
৫. SI-তে তাপ পরিমাপের একক কেলভিন।
➛ মিথ্যা
৬. রাধাচূড়ার পাতা দিনেরবেলায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়।
➛ সত্য
৭. বহু ফুলের পাপড়ি পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে খুলে যায়।
➛ সত্য
৮. আমরুল গাছের পাতা রাত হলে মুড়ে যায়।
➛ সত্য
৯. জ্বর বাড়লে থার্মোমিটারের মধ্যে সরু সুতোর মতো পারদসূত্রের দৈর্ঘ্য বাড়ে।
➛ সত্য
১০. থার্মোমিটারের গায়ে লেখা সংখ্যাটি দৈর্ঘ্যের পরিমাপ নয়।
➛ সত্য
১১. সেলসিয়াস স্কেলে ফুটন্ত জলের উয়তার মান 212°C
➛ মিথ্যা
১২. দুটি বস্তুর উষ্ণতা সমান হলে তাপের আদানপ্রদান হয় না।
➛ মিথ্যা
১৩. বাষ্পীভবনের ফলে গরমের অনুভূতি হয় ৷
➛ মিথ্যা
১৪. স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ।
➛ সত্য
Tags : class 7 poribesh o bigyan chapter 1,class 7,class 7 science,class 7 science chapter 1,class 7 poribesh o bigyan question answer,poribesh o bigyan,class 7 science chapter 1 in bengali,class 7 science chapter 1 heat,w.b poribesh o bigyan class in bengali,w. b poribesh o bigyan class in bengali,class 7 heat,class 7 poribesh,,class 7 poribesh o biggan tap chapter