Q.1 ‘সি-ইউ-কি’ গ্রন্থের রচয়িতা কে?
(d) হিউয়েন সাং
Q.2 ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিলেন কারা?
(b) পারসিক
Q.3 ফো-কুও-কিং গ্রন্থের রচয়িতা কে?
(b) ফা-হিয়েন
Q.4 ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেছিলেন?
(a) কনিষ্ক
Q.5 পাল রাজাদের মুদ্রার নাম কি?
(a) ক্যাশু
Q.6 এলাহাবাদ প্রশস্তি তে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে?
(b) সমুদ্র গুপ্ত
Q.7 ‘ন্যাচারালিস হিস্টোরিয়া'-গ্রন্থটি লেখক কে?
(a) রোমান পন্ডিত প্লিনি
Q.8 সর্ব প্রথম কোন বিদেশী দূত ভারতে আসেন?
(c) মেগাস্থিনিস
Q.9 ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম কি?
(c) রাজতরঙ্গিনী
Q.10 ভারতবর্ষকে উত্তর দক্ষিণ দুই ভাগে বিভক্ত করেছে কোন পর্বত?
(c) বিন্ধ্য পর্বত
Q.11 ভারতবর্ষকে মহামানবের সাগরতীরে বলেছেন কোন কবি?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
Q.12 অশোকের শিলালিপি কত খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করা হয়?
(a) 1837 খ্রিস্টাব্দে
Q.13 অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেন?
(d) জেমস প্রিন্সেপ
Q.14 চীন দেশের পর্যটক হিউয়েন সাঙ ভারতের নাম কি দিয়েছিলেন?
(b) ইন-তু
Q.15 কার নাম অনুসারে ভারতবর্ষের নাম হিন্দুস্তান হয়েছে?
(a) সিন্ধুর
Q.16 সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে?
(b) রিচার্ড মিডো
Q.17 হরপ্পা সভ্যতার আমাকে একটি বহির ভারতীয় নগরকেন্দ্রিক সভ্যতার নাম লেখ?
(b) মেসোপটেমিয়া সভ্যতা
Q.18 কোন শিলালিপি আর্যদের সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করে?
(a) অশোকের শিলালিপি
Q.19 মহাবীর জন্মগ্রহণ করেন কোন বংশে?
(d) জ্ঞাতৃক বংশে
Q.20 গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোন বংশে?
(c) শাক্য বংশে
Q.21 মহাবীর দেহত্যাগ করেন কোথায়?
(c) পাবা নগরীতে
Q.22 বুদ্ধদেব দেহত্যাগ করেন কোথায়?
(c) কুশী নগরে
Q.23 ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?
(a) মেহেরগড়
Q.24 ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি?
(a) হরপ্পা সভ্যতা
Q.25 ভারতে প্রথম প্রচলিত ধাতুর নাম কি?
(b) তামা
Q.26 ঋক বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি কি ছিল?
(a) কৃষি
Q.27 ভারতের কোন অঞ্চলে তাদের প্রথম বসতি গড়ে তুলেছিল?
(b) সপ্তসিন্ধু
Q.28 ঋক বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখ?
(c) অপালা
Q.29 বিম্বিসার ছিলেন কোথাকার শাসক?
(b) কৌশাম্বী শাসক
Q.30 আলেকজান্ডারের ভারত আক্রমণ কালে মগধের রাজা কে ছিলেন?
(a) ধননন্দ
Q.31 কুষাণ- রা কোন যাযাবর জাতির শাখা ছিল?
(b) ইউ-চি
Q.32 চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্যের আসল নাম কি ছিল?
(b) বিষ্ণুগুপ্ত
Q.33 মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে এসেছিলেন?
(b) সেলুকাস
Q.34 পারস্যরাজের লিপির নাম কি?
(a) অ্যারামাইক
Q.35 গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হয়?
(c) 275 খ্রিস্টাব্দে
Q.36 কুরুর রাজধানীর কি নাম ছিল?
(b) ইন্দ্রপ্রস্থ
Q.37 বিম্বিসার কে অমিত্রাঘাত উপাধি দেন কারা?
(c) গ্রিক
Q.38 কনিষ্কের রাজধানীর নাম কি ছিল?
(a) পুরুষপুর
Q.39 সাতবাহন বংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল?
(b) পৈ- থান
Q.40 মহাজনপদ শব্দের অর্থ কি?
(c) বৃহৎ রাজ্য
Q.41 অশোকের পুত্র জলৌকা কোন অঞ্চলে স্বাধীন রাজ্য গড়ে তোলেন?
(a) কাশ্মীর
Q.42 চিনাসম্রাট তাই-সুং এর দরবারে দূত পাঠান কে?
(a) হর্ষবর্ধন
Q.43 হর্ষবর্ধনের সভা কবি নাম কি ছিল?
(c) বানভট্ট
Q.44 মিত্রাক্ষর গ্রন্থটির রচয়িতা কে?
(d) বিজ্ঞানেশ্বর
Q.45 নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন?
(d) বখতিয়ার খলজি
Q.46 চোল যুগে কোন তামিল কবি তার তামিল ভাষায় রামায়ণের অনুবাদ করেন?
(b) কম্বন
Q.47 সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
(b) সামন্ত সেন
Q.48 কোন চোল রাজা গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন?
(a) প্রথম রাজেন্দ্র চোল
Q.49 ‘দানসাগর ও অদ্ভুতসাগর’- এই দুইখানি গ্রন্থের রচয়িতা কে?
(c) বল্লাল সেন
Q.50 বাংলায় মাৎস্যন্যায় এর অবসান ঘটান কে?
(d) গোপাল