[জেনারেল নলেজ ] ভারতের ইতিহাস জি.কে প্রশ্নও উত্তর

জেনারেল নলেজ : G.k Indian History in Bengali questions and answer

Q.1 ‘সি-ইউ-কি’ গ্রন্থের রচয়িতা কে?




... Answer is (d)
(d) হিউয়েন সাং



Q.2 ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিলেন কারা?




... Answer is (b)
(b) পারসিক



Q.3 ফো-কুও-কিং গ্রন্থের রচয়িতা কে?




... Answer is (b)
(b) ফা-হিয়েন



Q.4 ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেছিলেন?




... Answer is (a)
(a) কনিষ্ক



Q.5 পাল রাজাদের মুদ্রার নাম কি?




... Answer is (a)
(a) ক্যাশু



Q.6 এলাহাবাদ প্রশস্তি তে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে?




... Answer is (b)
(b) সমুদ্র গুপ্ত



Q.7 ‘ন্যাচারালিস হিস্টোরিয়া'-গ্রন্থটি লেখক কে?




... Answer is (a)
(a) রোমান পন্ডিত প্লিনি



Q.8 সর্ব প্রথম কোন বিদেশী দূত ভারতে আসেন?




... Answer is (c)
(c) মেগাস্থিনিস



Q.9 ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম কি?




... Answer is (c)
(c) রাজতরঙ্গিনী



Q.10 ভারতবর্ষকে উত্তর দক্ষিণ দুই ভাগে বিভক্ত করেছে কোন পর্বত?




... Answer is (c)
(c) বিন্ধ্য পর্বত



Q.11 ভারতবর্ষকে মহামানবের সাগরতীরে বলেছেন কোন কবি?




... Answer is (a)
(a) রবীন্দ্রনাথ ঠাকুর



Q.12 অশোকের শিলালিপি কত খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করা হয়?




... Answer is (a)
(a) 1837 খ্রিস্টাব্দে



Q.13 অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পাঠোদ্ধার করেন?




... Answer is (d)
(d) জেমস প্রিন্সেপ



Q.14 চীন দেশের পর্যটক হিউয়েন সাঙ ভারতের নাম কি দিয়েছিলেন?




... Answer is (b)
(b) ইন-তু



Q.15 কার নাম অনুসারে ভারতবর্ষের নাম হিন্দুস্তান হয়েছে?




... Answer is (a)
(a) সিন্ধুর



Q.16 সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে?




... Answer is (b)
(b) রিচার্ড মিডো



Q.17 হরপ্পা সভ্যতার আমাকে একটি বহির ভারতীয় নগরকেন্দ্রিক সভ্যতার নাম লেখ?




... Answer is (b)
(b) মেসোপটেমিয়া সভ্যতা



Q.18 কোন শিলালিপি আর্যদের সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করে?




... Answer is (a)
(a) অশোকের শিলালিপি



Q.19 মহাবীর জন্মগ্রহণ করেন কোন বংশে?




... Answer is (d)
(d) জ্ঞাতৃক বংশে



Q.20 গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোন বংশে?




... Answer is (c)
(c) শাক্য বংশে



Q.21 মহাবীর দেহত্যাগ করেন কোথায়?




... Answer is (c)
(c) পাবা নগরীতে



Q.22 বুদ্ধদেব দেহত্যাগ করেন কোথায়?




... Answer is (c)
(c) কুশী নগরে



Q.23 ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?




... Answer is (a)
(a) মেহেরগড়



Q.24 ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি?




... Answer is (a)
(a) হরপ্পা সভ্যতা



Q.25 ভারতে প্রথম প্রচলিত ধাতুর নাম কি?




... Answer is (b)
(b) তামা



Q.26 ঋক বৈদিক যুগে অর্থনীতির মূল ভিত্তি কি ছিল?




... Answer is (a)
(a) কৃষি



Q.27 ভারতের কোন অঞ্চলে তাদের প্রথম বসতি গড়ে তুলেছিল?




... Answer is (b)
(b) সপ্তসিন্ধু



Q.28 ঋক বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখ?




... Answer is (c)
(c) অপালা



Q.29 বিম্বিসার ছিলেন কোথাকার শাসক?




... Answer is (b)
(b) কৌশাম্বী শাসক



Q.30 আলেকজান্ডারের ভারত আক্রমণ কালে মগধের রাজা কে ছিলেন?




... Answer is (a)
(a) ধননন্দ



Q.31 কুষাণ- রা কোন যাযাবর জাতির শাখা ছিল?




... Answer is (b)
(b) ইউ-চি



Q.32 চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্যের আসল নাম কি ছিল?




... Answer is (b)
(b) বিষ্ণুগুপ্ত



Q.33 মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে এসেছিলেন?




... Answer is (b)
(b) সেলুকাস



Q.34 পারস্যরাজের লিপির নাম কি?




... Answer is (a)
(a) অ্যারামাইক



Q.35 গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হয়?




... Answer is (c)
(c) 275 খ্রিস্টাব্দে



Q.36 কুরুর রাজধানীর কি নাম ছিল?




... Answer is (b)
(b) ইন্দ্রপ্রস্থ



Q.37 বিম্বিসার কে অমিত্রাঘাত উপাধি দেন কারা?




... Answer is (c)
(c) গ্রিক



Q.38 কনিষ্কের রাজধানীর নাম কি ছিল?




... Answer is (a)
(a) পুরুষপুর



Q.39 সাতবাহন বংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল?




... Answer is (b)
(b) পৈ- থান



Q.40 মহাজনপদ শব্দের অর্থ কি?




... Answer is (c)
(c) বৃহৎ রাজ্য



Q.41 অশোকের পুত্র জলৌকা কোন অঞ্চলে স্বাধীন রাজ্য গড়ে তোলেন?




... Answer is (a)
(a) কাশ্মীর



Q.42 চিনাসম্রাট তাই-সুং এর দরবারে দূত পাঠান কে?




... Answer is (a)
(a) হর্ষবর্ধন



Q.43 হর্ষবর্ধনের সভা কবি নাম কি ছিল?




... Answer is (c)
(c) বানভট্ট



Q.44 মিত্রাক্ষর গ্রন্থটির রচয়িতা কে?




... Answer is (d)
(d) বিজ্ঞানেশ্বর



Q.45 নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন?




... Answer is (d)
(d) বখতিয়ার খলজি



Q.46 চোল যুগে কোন তামিল কবি তার তামিল ভাষায় রামায়ণের অনুবাদ করেন?




... Answer is (b)
(b) কম্বন



Q.47 সেন বংশের প্রতিষ্ঠাতা কে?




... Answer is (b)
(b) সামন্ত সেন



Q.48 কোন চোল রাজা গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন?




... Answer is (a)
(a) প্রথম রাজেন্দ্র চোল



Q.49 ‘দানসাগর ও অদ্ভুতসাগর’- এই দুইখানি গ্রন্থের রচয়িতা কে?




... Answer is (c)
(c) বল্লাল সেন



Q.50 বাংলায় মাৎস্যন্যায় এর অবসান ঘটান কে?




... Answer is (d)
(d) গোপাল

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন