💬 Important List Question & Answer History Madhyamik
(a) রমেশচন্দ্র মজুমদার
(b) ইরফান হাবিব
(c) রােমিলা থাপার
(d) রণজিৎ গুহ
Ans. (d) রণজিৎ গুহ
(2) 'একাত্তরের ডায়েরী' গ্রন্থটি লিখেছেন?
(a) অমিয়া ঠাকুর
(b) মণিকুন্তলা সেন
(c) সুফিয়া কামাল
(d) আশালতা সরকার
Ans. (a) অমিয়া ঠাকুর
(3) কে ধর্মতলা একাডেমী' প্রতিষ্ঠা করেন?
(3) কে ধর্মতলা একাডেমী' প্রতিষ্ঠা করেন?
(a) আলেকজান্ডার ডাফ
(b) জন কোলভিন
(c) ডেভিড ড্রামন্ড
(d) বল্লভভাই প্যাটেল
Ans. (c) ডেভিড ড্রামন্ড
(4) কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা চিকিৎসক কে?
(a) তরু দত্ত
(b) কাদম্বরী গাঙ্গুলী
(c) সুখলতা রাও
(d) প্রিয়ংবদা দেবী
Ans. (b) কাদম্বরী গাঙ্গুলী
(5) কেনচিৎ পথিকেন’ ছদ্মনামটি ছিল?
(a) কালিপ্রসন্ন সিংহের
(b) মধুসূদন দত্তের
(c) হরিনাথ মজুমদারের
(d) দীনবন্ধু মিত্রের
Ans. (d) দীনবন্ধু মিত্রের
(6) বিরসা মুন্ডার সেনাপতি কে ছিলেন?
(6) বিরসা মুন্ডার সেনাপতি কে ছিলেন?
(a) সিধু
(b) গয়া মুন্ডা
(c) সুইমুন্ডা
(d) কালাে প্রমাণিক
Ans. (c) সুইমুন্ডা
(7) সাঁওতাল সম্প্রদায়ের আদি নাম ছিল?
(a) খেরওয়ার
(b) ব্রাত্য
(c) চণ্ডাল
(d) হােস
Ans. (a) খেরওয়ার
(8) 'Surrender Not' নামে পরিচিত ছিলেন কে?
(a) দাদভাই নৌরজী
(a) দাদভাই নৌরজী
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(c) বল্লভভাই প্যাটেল
(d) গান্ধীজি
Ans. (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(9) সিপাহী বিদ্রোহ ‘জাতীয় রূপ ধারণ করেছিল কোথায়?
(a) রাজপুতানায়
(b) সিন্ধুপ্রদেশে
(c) পাঞ্জাবে
(d) অযােধ্যায়
Ans. (d) অযােধ্যায়
(10) ললিতা, বিনয় কোন উপন্যাসের চরিত্র?
(a) বিষবৃক্ষ
(b) আনন্দমঠ
(c) পথের দাবী
(d) গােরা
Ans. (a) বিষবৃক্ষ
(11) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?
(a) জগদীশচন্দ্র বসু
(b) সত্যেন্দ্রনাথ বসু
(c) প্রফুল্লচন্দ্র রায়
(d) মেঘনাদ সাহা
Ans. (a) জগদীশচন্দ্র বসু
(12) উইলিয়াম কেরী ছিলেন_______________?
(a) ইংরেজি শিক্ষক
(b) বাংলার শিক্ষক
(c) গণিতের শিক্ষক
(d) বিজ্ঞানের শিক্ষক
Ans. (a) ইংরেজি শিক্ষক
(13) হােমরুল' কথার অর্থ কী?
(a) নবজাগরণ
(b) দল
(c) গােষ্ঠী
(d) স্বায়ত্তশাসন
Ans. (d) স্বায়ত্তশাসন
(14) মানবেন্দ্রনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থ হল?
(a) India in Transition
(b) Hind Swaraj
(c) Poverty and Un-British Rule in India
(c) Poverty and Un-British Rule in India
(d) The Indian Struggle
Ans. (a) India in Transition
(15) ভারতীয় কমিউনিষ্ট পাটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কোথায়?
(a) বার্লিনে
(b) ভিয়েনায়
(c) তাসখন্দে
(d) বেজিং-এ
Ans. (c) তাসখন্দে
(16) বীরাষ্টমী ব্রত’-র সূচনা করেন__________?
(a) সরলাদেবী চৌধুরানী
(b) লেডি রানু মুখার্জী
(c) মৃণালিনী দেবী
(d) কাদম্বরী দেবী
Ans. (a) সরলাদেবী চৌধুরানী
(17) মতুয়া সম্প্রদায় গড়ে তােলেন কে?
(a) মঞ্জুলকৃয় ঠাকুর
(b) বড়ােমা
(c) প্রথমরঞ্জন ঠাকুর
(d) হরিচাঁদ ঠাকুর
Ans. (d) হরিচাঁদ ঠাকুর
(18) জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন?
(a) ব্রাহ্ম সমাজ
(b) আর্য সমাজ
(c) সত্য শােধক সমাজ
(d) প্রার্থনা সমাজ
Ans. (c) সত্য শােধক সমাজ
(19) উদ্বাস্তুদের জীবন সংক্রান্ত ‘Marginal Men' গ্রন্থটির রচয়িতা হলেন?
(a) প্রফুল্ল কুমার চক্রবর্তী
(a) প্রফুল্ল কুমার চক্রবর্তী
(b) অমলেশ ত্রিপাঠী
(c) নেহেরু
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. (a) প্রফুল্ল কুমার চক্রবর্তী
(20) ভারত সরকার রাজ্য পুনগঠন কমিশন গঠন করে কত খ্রিস্টাব্দে?
(a) 1953 খ্রিস্টাব্দে
(b) 1957 খ্রিস্টাব্দে
(c) 1960 খ্রিস্টাব্দে
(d) 1964 খ্রিস্টাব্দে
Ans. (a) 1953 খ্রিস্টাব্দে
(21) সােমপ্রকাশ পত্রিকার প্রকাশক হলেন -
(a) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(b) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
(c) দীনবন্ধু মিত্র
(d) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Ans. (a) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(22) শ্রীরামপুর কলেজ স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে?
(a) ১৮০৩ খ্রিঃ
(b) ১৮১৩ খ্রিঃ
(c) ১৮১৮ খ্রিঃ
(d) ১৮২২ খ্রিঃ
Ans. (c) ১৮১৮ খ্রিঃ
(23) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে?
(a) শিবনাথ শাস্ত্রী
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) রামমােহন রায়
(d) কেশবচন্দ্র সেন
Ans. (c) রামমােহন রায়
(24) চুয়াড় শব্দের অর্থ হল__________?
(a) কৃষক
(b) সহায়ক
(c) রর
(d) বিদ্রোহী
Ans. (a) কৃষক
(25) ভারতবর্ষের প্রথম নীলকর হলেন?
(a) লর্ড বেন্টিঙ্ক
(b) মেকলে
(c) জেমস মিল
(d) লুই বােনার্ড
Ans. (a) লর্ড বেন্টিঙ্ক
(26) ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠা করেন?
(a) শিশিরকুমার ঘােষ
(b) রামগােপাল ঘােষ
(c) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(d) শিবনাথ শাস্ত্রী
Ans. (a) শিশিরকুমার ঘােষ
(27) কে উনিশ শতককে সভা-সমিতির যুগ বলেছেন?
(a) অনিল শীল
(b) তারা মুখার্জী
(c) সুকুমার মিত্র
(d) কালিপ্রসন্ন সিংহ
Ans. (a) অনিল শীল
(28) ‘ভারতমাতা’ ছবিটি কে অঙ্কন করেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) অবনীন্দ্রনাথ ঠাকুর
(c) সরলাদেবী চৌধুরী
(d) ইন্দিরা দেবী
Ans. (b) অবনীন্দ্রনাথ ঠাকুর
(29) হ্যালহেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়েছিল কোথা থেকে?
(a) এন্ড্রোজের ছাপাখানা থেকে
(a) এন্ড্রোজের ছাপাখানা থেকে
(b) পােস্টপ্রেস থেকে
(c) ক্রনিকল প্রেস থেকে
(d) রােজারিয় প্রেস থেকে
Ans. (a) এন্ড্রোজের ছাপাখানা থেকে
(30) রাধানাথ শিকদার কাজ করতেন কোথায়?
(a) হিন্দু কলেজে
(b) জরিপ বিভাগে
(c) 'ভূতত্ত্ব বিভাগে
(d) প্রশাসন বিভাগে
Ans. (b) জরিপ বিভাগে
(31) বাংলাভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল?
(a) সােমপ্রকাশ
(b) দিগদর্শন
(c) সমাচার দর্পণ
(d) বেঙ্গল গেজেট
Ans. (d) বেঙ্গল গেজেট
(32) রম্পা বিদ্রোহে নেতৃত্ব দেন কে?
(a) বুদ্ধভাত
(b) দুর্জন সিং
(c) টিপু গারাে
(d) এ, এস. রাজু
Ans. (d) এ, এস. রাজু
(33) ভারতের প্রথম শ্রমিক সংগঠন হল_________?
(a) মাদ্রাজ লেবার পার্টি
(a) মাদ্রাজ লেবার পার্টি
(b) শ্রমজীবী সমিতি
(c) মজদুর সভা
(d) কলকাতা লেবার ইউনিয়ন
Ans. (a) মাদ্রাজ লেবার পার্টি
(34) মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিবাদ জানান?
(a) রোমা রােলাঁ
(a) রোমা রােলাঁ
(b) যােসেফ স্টালিন
(c) মাহাত্মা গান্ধি
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. (a) রোমা রােলাঁ
(35) রশিদ আলি দিবস পালিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দের________?
(a) ১০ই ফেব্রুয়ারি
(b) ১১ই ফেব্রুয়ারি
(c) ১২ই ফেব্রুয়ারি
(d) ১৩ই ফেব্রুয়ারি
Ans. (c) ১২ই ফেব্রুয়ারি
(36) বাংলায় নম:শুদ্র আন্দোলন শুরু করেন?
(a) প্রমথরঞ্জন ঠাকুর
(a) প্রমথরঞ্জন ঠাকুর
(b) হরিচাদ ঠাকুর
(c) গৌরচাঁদ ঠাকুর
(d) গুরুচাঁদ ঠাকুর
Ans. (b) হরিচাদ ঠাকুর
(37) ইউরােপীয় ক্লাব আক্রমণ করেছিলেন কে?
(a) লীলা নাগ
(b) প্রীতিলতা ওয়াদ্দেদার
(c) কল্পনা দত্ত
(d) প্রীতি দত্ত
Ans. (b) প্রীতিলতা ওয়াদ্দেদার
(38) 'ভারতের স্বাধীনতা ঘােষণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে?
(a) ম্যাকডােনাল্ড
(a) ম্যাকডােনাল্ড
(b) ক্লিমেন্ট এটলি
(c) নেভিল চেম্বারলেন
(d) লর্ড মাউন্টব্যাটেন
Ans. (b) ক্লিমেন্ট এটলি
Ans. (b) ক্লিমেন্ট এটলি
(39) ‘প্রান্তিক মানব’ গ্রন্থটির রচয়িতা হলেন?
(a) খুশবন্ত সিং
(a) খুশবন্ত সিং
(b) প্রফুল্ল চক্রবর্তী
(c) বিনয় রায়
(d) রহমত আলি
Ans. (b) প্রফুল্ল চক্রবর্তী
Ans. (b) প্রফুল্ল চক্রবর্তী
(40) ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথােপকথন’ উক্তিটি করেছেন?
(a) এডমণ্ড বার্ক
(b) লর্ড অ্যাকটন
(c) ই.এইচ. কার
(d) অমলেশ ত্রিপাঠী
Ans. (d) অমলেশ ত্রিপাঠী
(41) গ্রীন ইম্পিরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা কে?
(a) র্যাচেল কারসন
(b) আলফ্রেড ক্রসবি
(c) ইরফান হাবিব
(d) রিচার্ড গ্রোভ
Ans. (d) রিচার্ড গ্রোভ
(42) সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
(a) লর্ড কর্ণওয়ালিশ
(b) লর্ড আমহাস্ট
(c) মেকলে
(d) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ans. (d) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(43) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
(a) ১৮৩০ সালে
(b) ১৮৩৫ সালে
(c) ১৮৪০ সালে
(d) ১৮৫০ সালে
Ans. (b) ১৮৩৫ সালে
(44) কে তত্ত্ববােধিনী সভা প্রতিষ্ঠা করেন?
(a) কেশব চন্দ্র সেন
(b) দেবেন্দ্রনাথ ঠাকুর
(c) রাজা রামমােহন রায়
(d) অক্ষয় কুমার দত্ত
Ans. (c) রাজা রামমােহন রায়
(45) খুৎকাঠি প্রথা হল?
(a) খাস জমির মালিকানা
(b) জমিদারি প্রথা
(c) জমির যৌথ মালিকানা
(d) বেগার প্রথা
Ans. (c) জমির যৌথ মালিকানা
(46) ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়?
(a) ঋষি অরবিন্দকে
(a) ঋষি অরবিন্দকে
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
(c) স্বামী বিবেকানন্দকে
(d) রামমােহন
Ans. (c) স্বামী বিবেকানন্দকে
(47) কে ন্যাশনাল জিমনাসিয়াম প্রতিষ্ঠা করেন?
(47) কে ন্যাশনাল জিমনাসিয়াম প্রতিষ্ঠা করেন?
(a) নবগােপাল মিত্র
(b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(c) রাজেন্দ্রলাল মিত্র
(d) বিপ্লবী ক্ষুদিরাম
Ans. (b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(48) ভারতে প্রথম রাজনীতি সচেতন কার্টুন রচনা করেন?
(a) কুটি
(b) অবনীন্দ্রনাথ ঠাকুর
(c) চণ্ডী লাহিড়ি
(d) গগনেন্দ্রনাথ ঠাকুর
Ans. (d) গগনেন্দ্রনাথ ঠাকুর
(49) কোথায় বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
(a) বর্ধমান জেলায়
(b) নদীয়া জেলায়
(c) মেদিনীপুর জেলায়
(d) হুগলী জেলায়
Ans. (d) হুগলী জেলায়
(50) ইণ্ডিয়ান এ্যাসােসিয়েসন ফর দ্য কান্টিভেসন অব সায়েন্স প্রতিষ্ঠা করেন?
(a) সহেন্দ্রলাল সরকার
(b) প্রফুল্ল চন্দ্র রায়
(c) মেঘনাদ সাহা
(d) জগদীশচন্দ্র বসু
Ans. (a) সহেন্দ্রলাল সরকার
(51) ভূপ সিং ছিলেন?
(a) মােপলা বিদ্রোহের নেতা
(b) রাজস্থান কৃষক বিদ্রোহের নেতা
(c) বরদৌলি বিদ্রোহের নেতা
(c) বরদৌলি বিদ্রোহের নেতা
(d) তেভাগা আন্দোলনের নেতা
And. (b) রাজস্থান কৃষক বিদ্রোহের নেতা
(52) কিষান সভার প্রথম সভাপতি কে?
(a) এন জিরঙ্গ
(b) ফজলুল হক
(c) স্বামী সহজানন্দ
(d) মাদারি পাসি
Ans. (c) স্বামী সহজানন্দ
(53) ওয়ার্কার্স এণ্ড পেজেন্টস পার্টির মুখপত্র কে ছিল?
(a) স্বরাজ
(b) দেশব্রতী
(c) যুগান্তর
(d) লাঙল
Ans. (d) লাঙল
(54) আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
(a) বীনা দাস
(b) কমলাদেবী চট্টোপাধ্যায়
(c) কল্পনা দত্ত
(d) সাখাওয়াত হােসেন
Ans. (d) সাখাওয়াত হােসেন
(55) ভারতের প্রথম ছাত্রী সংগঠন হল_________?
(a) দীপালী ছাত্রী সংঘ
(b) মুক্তি সংঘ
(c) সেবা সংঘ
(d) পূবালী সংঘ
Ans. (a) দীপালী ছাত্রী সংঘ
(56) বুড়ি বালামের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে?
(a) সূর্য সেন
(b) ক্ষুদিরাম
(c) বাঘাযতীন
(d) ভগৎ সিং
Ans. (c) বাঘাযতীন
(57) ভারতের স্বাধীনতা লাভের পর উদ্বাস্তু সমস্যার সম্মুখীন হতে হয়?
(a) বিহারকে
(b) অসমকে
(c) পশ্চিম বাংলাকে
(d) উত্তর প্রদেশকে
Ans. (c) পশ্চিম বাংলাকে
(58) মহারাজা হরি সিং ছিলেন?
(a) হায়দ্রাবাদের নিজাম
(b) জুনাগড়ের রাজা
(c) কোচবিহারের রাজা
(d) কাশ্মীরের রাজা
Ans. (d) কাশ্মীরের রাজা
(59) 'Historiography' কথাটির অর্থ কি?
(a) ইতিহাসের উপাদান
(b) ইতিহাস চর্চা
(c) ঐতিহাসিক তথ্য
(d) ইতিহাসের রূপ
Ans. (b) ইতিহাস চর্চা
(60)‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটি নির্মিত হয় কবে?
(a) ১৯১০ খ্রিঃ
(a) ১৯১০ খ্রিঃ
(b) ১৯১১ খ্রিঃ
(c) ১৯১৩ খ্রিঃ
(d) ১৯১৯ খ্রিঃ
Ans. (c) ১৯১৩ খ্রিঃ
(61) কে ‘হান্টার কমিশন গঠন করেন?
(a) লর্ড বেন্টিঙ্ক
(b) লর্ড ক্যানিং
(c) লর্ড রিপন
(d) লর্ড কার্জন
Ans. (c) লর্ড রিপন
(62) ‘অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশন’ ছিল একটি?
(a) বিতর্ক সভা
(b) ধমীয় সভা
(c) রাজনৈতিক সভা
(d) অর্থনৈতিক সভা
Ans. (a) বিতর্ক সভা
(63) ইন্ডিয়ান একাডেমীর পূর্বনাম ছিল?
(a) এংলো হিন্দু স্কুল
(b) হিন্দু স্কুল
(c) হেয়ার স্কুল
(d) খ্রিস্টান স্কুল
Ans. (a) এংলো হিন্দু স্কুল
(64) চিরাচরিত যৌথ কৃষি ব্যবস্থারু নাম হল?
(a) মাগন
(b) দিকু
(c) খুন্তকাটি
(d) রায়তওয়ারি
Ans. (c) খুন্তকাটি
(65) “The Blue Mutiny' গ্রন্থটির লেখক কে?
(a) ড. রমেশ চন্দ্র মজুমদার
(b) ব্লেয়ার কিং
(c) ড. শশীভূষণ চৌধুরী
(d) ড. সুরেন্দ্রনাথ সেন
Ans. (a) ড. রমেশ চন্দ্র মজুমদার
(66) অযােধ্যায় সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন?
(a) কুনওয়ার সিং
(b) হাকিম আজিমুল্লা
(c) হজরৎ মহল
(d) মণিরাম দেওয়ান
Ans. (c) হজরৎ মহল
(67) মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত”—উক্তিটি করেছেন?
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) স্বামী বিবেকানন্দ
(d) অরবিন্দ ঘােষ
Ans. (c) স্বামী বিবেকানন্দ
(68) বই সর্বপ্রথম কোথায় ছাপা হয় ?
(a) চিনে
(b) ইতালিতে
(c) জার্মানিতে
(d) ফ্রান্সে
Ans. (c) জার্মানিতে
(69) 'কুনবি’ বলা হয়___________ কৃষকদের?
(a) বাংলার
(b) পাঞ্জাবের
(c) বিহারের
(d) গুজরাটের
Ans. (d) গুজরাটের
(70) শের-ই-বাংলা নামে পরিচিত?
(a) মানবেন্দ্রনাথ রায়
(b) ফজলুল হক
(c) কাজী নজরুল ইসলাম
(d) মুজফফর আহমেদ
Ans. (b) ফজলুল হক
(71) নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন?
(a) সরােজিনী নাইডু
(b) সরলদেবী চৌধুরীরাণি
(c) উর্মিলা দেবী
(d) শান্তি দাশ
Ans. (c) উর্মিলা দেবী
(a) এশিয়াটিক সােসাইটি
(b) হাইকোর্ট
(c) হেস্টিংস হাউস
(d) মনুমেন্ট
Ans. (b) হাইকোর্ট
(73) 'A History of Hindu Chemistry' গ্রন্থটি রচনা করেন?
(a) জগদীশচন্দ্র বসু
(b) প্রফুল্লচন্দ্র রায়
(c) মহেন্দ্রলাল সরকার
(d) তারকনাথ পালিত
Ans. (b) প্রফুল্লচন্দ্র রায়
(74) ‘স্কুল বুক সােসাইটি’ প্রতিষ্ঠা করেন?
(a) রাধাকান্ত দেব
(b) রজত রায়
(c) ডেভিড হেয়ার
(d) বেথুন
Ans. (c) ডেভিড হেয়ার
(75) গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন কে?
(a) হরিনাথ মজুমদার
(b) কালীপ্রসন্ন সিংহ
(c) দীনবন্ধু মিত্র
(d) হরিশচন্দ্র মুখার্জী
Ans. (a) হরিনাথ মজুমদার
(76) 'দিকু' কথার অর্থ?
(a) পাওনাদার
(b) আপনজন
(c) বহিরাগত
(d) শত্রু
Ans. (c) বহিরাগত
Ans. (c) বহিরাগত
(77) 'বাংলার নানাসাহেব' বলা হত ?
(a) রামরতন মল্লিককে
(b) তিতুমিরকে
(c) বিরসা মুন্ডাকে
(d) দুদু মিঞাকে
Ans. (a) রামরতন মল্লিককে
(78) ‘The Government of India Act' আইনটি পাস হয় কবে?
(a) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(c) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(d) ১৮৫৮ খ্রিস্টাব্দে
Ans. (d) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(79) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?
(a) ১৮৩০ খ্রিস্টাব্দে
(b) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(c) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(d) ১৮৫৭ খ্রিস্টাব্দে
Ans. (b) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(80) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?
(a) বি, পি, ওয়াদিয়া
(b) দেওয়ান চমনলাল
(c) এস. এ. ডাঙ্গে
(d) লালা লাজপত রায়
Ans. (d) লালা লাজপত রায়
(81) মানবেন্দ্রনাথ রায় কোথায় প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি করেন?
(a) মস্কো
(b) বার্লিন
(c) লন্ডন
(d) তাসখন্ড
Ans. (d) তাসখন্ড
(82) দলিত’ এর বিকল্প হিসাবে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেছিলেন?
(a) বি.আর, আম্বেদকর
(a) বি.আর, আম্বেদকর
(b) মহাত্মা গান্ধি
(c) যােগেন্দ্রনাথ মন্ডল
(d) জ্যোতিবা ফুলে
Ans. (d) জ্যোতিবা ফুলে
(83) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(a) চক্রবর্তী রাজা গােপালাচারী
(b) সৰ্ব্বপল্লী রাধাকৃষ্ণান
(c) বল্লভভাই প্যাটেল
(d) ড. রাজেন্দ্র প্রসাদ
Ans. (d) ড. রাজেন্দ্র প্রসাদ
(84) স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গঠিত হয়?
(a) পশ্চিমবঙ্গ
(b) গুজরাট
(c) অন্ধ্রপ্রদেশ
(d) হায়দ্রাবাদ
Ans. (c) অন্ধ্রপ্রদেশ
(85)‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি?
(a) কাব্যগ্রন্থ
(b) উপন্যাস
(c) জীবনীগ্রন্থ
(d) আত্মজীবনী
Ans. (d) আত্মজীবনী
(86) কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠিত হয় কবে?
(a) ১৮১৩ খ্রিঃ
(b) ১৮২৩ খ্রিঃ
(c) ১৮৩৫ খ্রিঃ
(d) ১৮৪২ খ্রিঃ
Ans. (b) ১৮২৩ খ্রিঃ
(87) সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ১৮৫৫ খ্রিঃ এর-
(a) ২০শে জুন
(b) ২৩ শে জুন
(c) ২৮শে জুন
(d) ৩০শে জুন
Ans. (d) ৩০শে জুন
(88) বর্তমান ভারত রচনা করেছিলেন?
(a) স্বামী বিবেকানন্দ
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) সরলাদেবী চৌধুরাণী
(d) দীনবন্ধু মিত্র
Ans. (a) স্বামী বিবেকানন্দ
(89) শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
(a) ১৯০১ খ্রিঃ
(a) ১৯০১ খ্রিঃ
(b) ১৯০২ খ্রিঃ
(c) ১৯০৩ খ্রিঃ
(d) ১৯০৪ খ্রিঃ
Ans. (a) ১৯০১ খ্রিঃ
(90) জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল?
(a) ১৯০৫ খ্রিঃ
(b) ১৯০৬ খ্রিঃ
(c) ১৯০৭ খ্রিঃ
(d) ১৯০৮ খ্রিঃ
Ans. (b) ১৯০৬ খ্রিঃ
(91) সাধারণ ব্রাহ্সমাজের প্রথম আচার্য কে ছিলেন?
(a) শিবনাথ শাস্ত্রী
(a) শিবনাথ শাস্ত্রী
(b) কেশবচন্দ্র সেন
(c) দেবেন্দ্রনাথ ঠাকুর
(d) বিজয়কৃয় গােস্বামী
Ans. (b) কেশবচন্দ্র সেন
(92) ‘ফরওয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন?
(a) গান্ধিজি
(a) গান্ধিজি
(b) জওহরলাল নেহরু
(c) সুভাষচন্দ্র বসু
(d) মুজফফর আহমেদ
Ans. (c) সুভাষচন্দ্র বসু
(93) ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন?
(a) স্বর্ণকুমারী দেবী
(b) চপলা দেবী
(c) অনিন্দিতা দেবী
(d) সরলাদেবী চৌধুরাণী
Ans. (d) সরলাদেবী চৌধুরাণী
(94) ডেইট্রিক কোথাকার বনাঞ্চল বিশারদ ছিলেন?
(a) ইটালি
(a) ইটালি
(b) জার্মানি
(c) ইংল্যান্ড
(d) ফ্রান্স
Ans. (b) জার্মানি
(95) ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার_______?
(a) অ্যালবার্ট হলে
(b) ডিরােজিও হালে
(c) টাউন হলে
(d) বেকার হতে
Ans. (a) অ্যালবার্ট হলে
(96) 'মিরাৎ উল আখবার’ বইটি কোন ভাষায় প্রকাশিত হয়?
(a) উর্দু
(a) উর্দু
(b) আরবি
(c) ফারসি
(d) হিন্দি
Ans. (b) আরবি
(97) 'বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট' প্রতিষ্ঠিত হয়?
(a) হাওড়ায়
(a) হাওড়ায়
(b) রিষড়ায়
(c) শান্তিনিকেতন
(d) কলকাতায়
Ans. (d) কলকাতায়
(98) বঙ্গভঙ্গের দিন স্থির হয়?
(a) ১৬ই অক্টোবর
(b) ১৬ই জুন
(c) ১৪ই জুলাই
(d) ১৩ই সেপ্টেম্বর
Ans. (a) ১৬ই অক্টোবর
(99) তেভাগা আন্দোলনের সঙ্গে কোন কমিশনের নাম যুক্ত ?
(a) হুইটলি
(a) হুইটলি
(b) ফ্লাউড
(c) বেনােটি কমিশন
(d) কোনেই নয়
Ans. (a) হুইটলি
(100) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় প্রীতিলতার সঙ্গী ছিলেন?
(a) কল্পনা দত্ত
(b) কল্যানী দাস
(c) বীনা
(d) শান্তি ঘােষ
Ans. (a) কল্পনা দত্ত
💬 এতক্ষন ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ 🤝পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধু দের
Vlo hoyece
উত্তরমুছুন