অষ্টম শ্রেণীর ভূগোল পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর

পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর


Class (Viii) Geography Solved Question রচনাধর্মী / শর্ট কোশ্চেন / ও টীকা সহকারে প্রশ্ন উত্তর সেট অষ্টম শ্রেণীর ভূগোল 

জলবায়ু অঞ্চল সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা

❍ অধ্যায়ঃ- পৃথিবীর অন্দরমহল
মান = [ ১/২/৩ মার্কের ]

        - :   এক বাক্য উত্তর দাও :-
      
প্রশ্নঃ 1 .পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতা কত?
উত্তরঃ 12 কিমি
প্রশ্নঃ 2. কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়?
উত্তরঃ গ্রানাইট শিলায়
প্রশ্নঃ 3. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত?
উত্তরঃ রাশিয়ার কোলা উপদ্বীপে
প্রশ্নঃ 4. পৃথিবীর গভীরতম খনি রবিনসন Deep এর গভীরতা কত?
উত্তরঃ 3-4 কিমি
প্রশ্নঃ 5. ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলা হয়?
উত্তরঃ লাভা
প্রশ্নঃ 6. পৃথিবীর ভিতরের তাপশক্তিকে কী বলে?
উত্তরঃ ভূ-তাপশক্তি
প্রশ্নঃ 7. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
উত্তরঃ 6,370 কিমি
প্রশ্নঃ 8. ভূত্বকের গড় গভীরতা কত?
উত্তরঃ প্রায় ৩০ কিমি
প্রশ্নঃ 9. মহাদেশীয় ভূত্বকের অপর নাম কী?
উত্তরঃ সিয়াল
প্রশ্নঃ 10. মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কী?
উত্তরঃ সিমা
প্রশ্নঃ 11. ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী?
উত্তরঃ ম্যাগনেশিয়াম বেশি ভারী
প্রশ্নঃ 12. আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়?
উত্তরঃ খোসা
প্রশ্নঃ 13. আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়?
উত্তরঃ শাঁস অংশ
প্রশ্নঃ 14. আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়?
উত্তরঃ বীজ বা দানা অংশ
প্রশ্নঃ 15. পৃথিবীর কেন্দ্রের উন্নতা কত?
উত্তরঃ 5000° সেলসিয়াস
প্রশ্নঃ 16. কেন্দ্রমণ্ডল স্তর টিকে কী বলা হয়?
উত্তরঃ নিফে (Ni+Fe)
প্রশ্নঃ 17. লেহম্যান বিযুক্তিরেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে?
উত্তরঃ বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্র মন্ডল
প্রশ্নঃ 18. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা আছে?
উত্তরঃ গুটেনবার্গ বিযুক্তিরেখা
প্রশ্নঃ 19. পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে?
উত্তরঃ গুরুমণ্ডল
প্রশ্নঃ 20. Journey to the Centre of the Earth-বইটি কার লেখা?
উত্তরঃ জুল ভার্নের লেখা
প্রশ্নঃ 21. পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে?
উত্তরঃ 6370 কিমি গভীর
প্রশ্নঃ 22.কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূ-তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ 23. সিয়াল ও সিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?
উত্তরঃ কনরাড বিযুক্তিরেখা
প্রশ্নঃ 24. ক্লোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তিরেখা আছে?
উত্তরঃ রেপিত্তি বিযুক্তিরেখা
প্রশ্নঃ 25. নিফেসিমার প্রধান উপাদান কী?
উত্তরঃ নিকেল, লােহা, সিলিকা,ম্যাগনেশিয়াম

                        -: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :-

প্রশ্নঃ 26. ম্যাগমা কী?
💭 ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস ও মিশ্রিত হয়ে উত্তপ্ত গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। এবং ম্যাগমা যেখানে সঞ্ছিত থাকে তাকে ম্যাগমা চেম্বার বলে।

প্রশ্নঃ 27. তাপীয় বিকিরণ কাকে বলে?
💭 পৃথিবীপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় ততই তাপমাত্রা বৃদ্ধি পায়। বিজ্ঞানীদের মতে প্রতি 33 মি গভীরতায় উন্নতা 1°C হারে বৃদ্ধি পায়। পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও উত্তপ্ত অবস্থায় রয়েছে বলে তাপমাত্রা বেশি হয়। এ ছাড়াও ভূগর্ভের অনেক তেজস্ক্রিয় পদার্থ অনবরত তাপ বিকিরণ করে তাপমাত্রা আরাে বাড়িয়ে তােলে ফলে এইভাবে দেখা যায় পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা বেড়ে 5000°C-এর অধিক হয়ে যায়।

প্রশ্নঃ 28. লাভা (Lava) কী ?
💭 ভূ-আন্দোলনের প্রভাবে সৃষ্ট ভূত্বকের কোনাে ফাটল বা চ্যুতির মাধ্যমে কিংবা আগ্নেয়গিরির -জ্বালামুখ দিয়ে গলিত অর্ধতরল ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে এসে পৌছােয় তখন তার ভিতর থেকে গ্যাস ও বাস্প পৃথক হয়ে যায় এই তরল পদার্থকে লাভা বলা হয়।

 প্রশ্নঃ 29. ভূকম্পীয় তরঙ্গ কাকে বলে?
💭 ভূবিজ্ঞানী জন মিশেল 1755 খ্রিস্টাব্দে 1 নভেম্বর লিসবনে সংঘটিত ভূমিকম্পে প্রথম লক্ষ করেন ভূমিকম্পের কেন্দ্র থেকে কম্পন তরঙ্গ আকারে ভূপৃষ্ঠের দিকে ছড়িয়ে পড়ছে। এই তরঙ্গকেই তিনি ভূমিকম্প তরঙ্গ হিসেবে অভিহিত করেছেন। উদাহরণ হিসাবে ; প্রধানত তিন ধরনের ভূকম্পীয় তরঙ্গের উল্লেখ করা যেতে পারে, যথা— প্রাথমিক বা ‘P’তরঙ্গ, গৌণ বা 'S' তরঙ্গ এবং পৃষ্ঠ বা 'L'তরঙ্গ এই তরঙ্গগুলি চোখে দেখা যায় না।

 প্রশ্নঃ 30. বিযুক্তিরেখা কাকে বলে? 
💭 ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তিরেখা (Discontinuity Line) বলেছেন। 

প্রশ্নঃ 31. ঘনত্ব (Density) কী ? 
💭 একটি নির্দিষ্ট ও একক আয়তনের পদার্থের কতটা ভর বা ওজন আছে তার পরিমাপকেই পদার্থের ঘনত্ব বলে। অর্থাৎ প্রতি বর্গ একক জায়গায় পদার্থের ভর বা ওজন কতটা সেটাই পদার্থের ঘনত্ব।

      -:  সঠিক উত্তর টি নির্বাচন করো :-

প্রশ্নঃ 32. চাপ বাড়লে পদার্থের ঘনত্ব কেমন হয়?
             (a) বাড়ে 
             (b) কমে
             (c) একই থাকে
             (d) এদের মধ্যে সবগুলিই ঠিক
উত্তরঃ ➺ (a) বাড়ে 

প্রশ্নঃ 33. 'S' তরঙ্গ কেবলমাত্র কার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে?
            (a) কঠিন
            (b) তরল 
            (c) গ্যাসীয়
            (d) ভূত্বক
উত্তরঃ ➺ (a) কঠিন

প্রশ্নঃ 34. ভূত্বকের সর্বপ্রধান উপাদান?
        (a) সিলিকন 
        (b) অ্যালুমিনিয়াম
        (c) বক্সাইট
        (d) অক্সিজেন
উত্তরঃ ➺ (d) অক্সিজেন

প্রশ্নঃ 35. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান?
        (a) অক্সিজেন 
        (b) সিলিকন 
        (c) অ্যালুমিনিয়াম 
        (d) তামা
উত্তরঃ ➺ (b) সিলিকন

প্রশ্নঃ 36. ভূত্বকের কত শতাংশ জুড়ে আছে অক্সিজেন?
            (a)  40 %
            (b) 50 %
            (c) 100 %
            (d) 47 %
উত্তরঃ ➺ (d) 47 %

প্রশ্নঃ 37. গুরুমণ্ডলের নীচের অংশকে বলে?
                (a) শিলামণ্ডল 
                (b) কেন্দ্রমণ্ডল 
                (c) অ্যাসথেনোস্ফিয়ার
                (d) শিলামণ্ডল
উত্তরঃ ➺ (b) কেন্দ্রমণ্ডল

প্রশ্নঃ 38. ভুঅভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় কার দ্বারা?
              (a) ভূকম্প তরঙ্গ
              (b)  শব্দ তরঙ্গ 
              (c) ভূমিরূপের পার্থক্য 
              (d) ভূমির উচ্চতা দ্বারা
উত্তরঃ ➺(a) ভূকম্প তরঙ্গ

প্রশ্নঃ 39. অশ্মমণ্ডলের বাইরের অংশকে কি বলে?
                 (a) ভূত্বক 
                 (b) গুরুমণ্ডল 
                 (c) কেন্দ্রমণ্ডল 
                 (d) শিলামণ্ডল বলে
উত্তরঃ ➺(a) ভূত্বক 

প্রশ্নঃ 40. ভৌমজলের উৎস হল?
         (a) কেন্দ্রমণ্ডল 
         (b) গুরুমণ্ডল
         (c)  শিলামণ্ডল
         (d)  ভূত্বক
উত্তরঃ ➺ (c) শিলামণ্ডল

প্রশ্নঃ 41. কেন্দ্রমণ্ডল স্তরটি  হল? 
             (a) 4,500 কিমি
             (b) 2,500 কিমি
             (c) 3,500 কিমি
             (d) 52,000 কিমি
উত্তরঃ ➺ (c) 3,500 কিমি

প্রশ্নঃ 42. অন্তঃকেন্দ্রমণ্ডলের বিস্তার?
            (a) 5,000–6,০০০ কিমি
            (b) 5,100-6,370 কিমি
            (c) 5,250–6,250 কিমি
            (d) 5,100-7,370 কিমি
উত্তরঃ ➺(b) 5,100-6,370 কিমি

প্রশ্নঃ 43. মহাদেশীয় ভূত্বক কোন জাতীয় শিলা দ্বারা গঠিত?
           (a) গ্রানাইট 
           (b) ব্যাসল্ট 
           (c) বেলেপাথর
           (d) স্লেট
উত্তরঃ ➺ (a) গ্রানাইট

প্রশ্নঃ 44. মহাসাগরীয় ভূত্বক কোন জাতীয় শিলা দ্বারা গঠিত?  
           (a) গ্রানাইট
           (b) বেলেপাথর
           (c) ব্যাসল্ট 
           (d) শ্লেট 
উত্তরঃ ➺(c) ব্যাসল্ট

প্রশ্নঃ 45. অ্যাসথেনােস্ফিয়ার অবস্থান করে?
   (a) গুরুমণ্ডলের নিম্নস্তরে 
   (b) গুরুমণ্ডলের উধ্বস্তরে
   (c) কেন্দ্রমণ্ডলের উধ্বস্তরে 
   (d)কেন্দ্রমণ্ডলের নিম্নস্তরে
উত্তরঃ ➺ (b) গুরুমণ্ডলের উধ্বস্তরে

প্রশ্নঃ 46. এদের মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হল?
            (a)  ভূত্বক
            (b) গুরুমণ্ডল
            (c) শিলামণ্ডল
            (d) কেন্দ্রমণ্ডল
উত্তরঃ ➺  (d) কেন্দ্রমণ্ডল

প্রশ্নঃ 47.  শিলা মণ্ডলের গভীরতা প্রায়?
          (a) 60 কিমি
          (b) 80 কিমি
          (c) 100 কিমি
          (d) 180 কিমি
উত্তরঃ ➺(c) 100 কিমি

                                    -: রচনাধর্মী ;-

প্রশ্নঃ 48. ভূত্বক (Crust) কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখাে?
                         অথবা, 
ভূকম্পীয়বিদ্যা অনুসারে ভূগর্ভের শ্রেণিবিভাগ করে বিবরণ দাও?
ロ সবার ওপরে অবস্থিত হালকা ও কঠিন পদার্থে গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে, তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা- (1) কেন্দ্রমণ্ডল (2) গুরুমণ্ডল (3) শিলামণ্ডল। ভূগর্ভের এই বিভিন্ন স্তরগুলির প্রকৃতি, উষ্ণতা , ঘনত্ব ও চাপ ভূকম্প তরঙ্গের গতিবেগের পার্থক্যের মাধ্যমে বােঝা যায়।

❍ ভূগর্ভের শ্রেণিবিভাগ ও বৈশিষ্ট্য :
  • গভীরতা : মহাদেশের নীচে গড়ে 60 কিমি এবং মহাসাগরের নীচে গড়ে 5 কিমি গভীরতা পর্যন্ত ভূত্বক বিস্তৃত এর গড় গভীরতা প্রায় 30 কিমি।
  • উপাদান : ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে অক্সিজেন এছাড়া সিলিকন (Si), ম্যাগনেশিয়াম (Mg),অ্যালুমিনিয়াম (Al) প্রভৃতি উপাদানে ভূত্বক গঠিত।
  • উষ্ণতা বা তাপমাত্রা : পৃথিবী তাপ বিকিরণ করে গ্যাসীয় অবস্থা থেকে ক্রমশ শীতল হয়ে তরল হয়। তরল অবস্থা থেকে ক্রমশ শীতল হয়ে পৃথিবীর উপরিভাগের এই কঠিন আবরণটি সৃষ্টি হয়। ভূ-অভ্যন্তরের তিনটি স্তরের মধ্যে এই স্তরটির উষ্ণতা সবচেয়ে কম | ভূত্বকের গড় তাপমাত্রা 15°C
  • ঘনত্ব : ভূত্বক সবচেয়ে হালকা এর ঘনত্ব 2.2-2.9 গ্রাম/ঘনসেমি।
  • শিলা : ভূত্বক আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই তিন প্রকার শিলা দিয়ে গঠিত। এই শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি।
  • সিয়াল : সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (AI) দ্বারা গঠিত ওপরের অপেক্ষাকৃত হালকা স্তরটি হল সিয়াল (Si + Al = Sial) বা মহাদেশীয় ভূত্বক। এটি গ্রানাইট জাতীয় শিলায় গঠিত এবং মহাসাগরের নীচে অনুপস্থিত।
  • সিমা : সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) দ্বারা গঠিত অপেক্ষাকৃত ভারী স্তরটি হল সিমা (Si + Ma = Sima) বা মহাসাগরীয় ভূত্বক। এটি ব্যাসল্ট জাতীয় শিলায় গঠিত এবংসিয়ালের নীচে অবস্থিত।
  • বিযুক্তিরেখা : ভূত্বকের সিয়াল ও সিমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তিরেখা এবং ভূত্বককে গুরুমণ্ডল থেকে পৃথক করেছে মােহােরােভিসিক বিযুক্তিরেখা।
প্রশ্নঃ 49.  কেন্দ্রমণ্ডল (Core) কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখাে?
ロ গুরুমণ্ডলের নীচে এবং পৃথিবীর কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বা কোর বলে।

❍ কেন্দ্রমণ্ডল এরবৈশিষ্ট্য :
  • গভীরতা :  গুরুমণ্ডলের নীচে 2,900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্র 6,370 কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3,470 কিমি পুরু।
  • উপাদান : এই স্তর অত্যন্ত ভারী নিকেল (Ni) ও লােহা (Fe) দিয়ে গঠিত বলে একে নিফে (Nife) বলে।
  • উষ্ণতা : এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000°C
  • ঘনত্ব : এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি গড় ঘনত্ব প্রায় 9.1-13.1 গ্রাম/ঘনসেমি
❍ বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছেন--
  • বহিঃকেন্দ্রমণ্ডল : 2,900–5,100 কিমি গভীরতায় রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হওয়ায় এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় আছে 
  • অন্তঃকেন্দ্রমণ্ডল : পৃথিবীর কেন্দ্রের চারদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5,100–6,370 কিমি। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যধিক চাপে পদার্থগুলি এখানে কঠিন অবস্থায় আছে।
  • বিযুক্তিরেখা : গুটেনবার্গ বিযুক্তিরেখা দ্বারা কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল থেকে আলাদা। হয়েছে। বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল / অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহম্যান বিযুক্তিরেখা। 

প্রশ্নঃ 50.পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে কীভাবে তথ্যসংগ্রহ করা যায় বিস্তারিত ভাবে লেখো?
  ロ ভূমিকম্প তরঙ্গের গতিবিধি লক্ষ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে নানা তথ্যসংগ্রহ করেছেন। ভূমিকম্প তরঙ্গ তিন প্রকার-P, S ও L তরঙ্গ। এর মধ্যে প্রাথমিক বা 'P' তরঙ্গ ও গৌণ বা 'S' তরঙ্গের গতিবিধি দ্বারা ভূ-অভ্যন্তরের গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। 
 'P' তরঙ্গ থকে প্রাপ্ত অভ্যন্তর সংক্রান্ত ধারণা : 'P' তরঙ্গ কঠিন ও তরল উভয় মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। এবং পদার্থের ঘনত্ব যত বৃদ্ধি পায় 'P' তরঙ্গের গতি ততই বৃদ্ধি পায়। পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় ততই 'P' তরঙ্গের গতি বৃদ্ধি পেতে থাকে। এর থেকে বােঝা যায় ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে পদার্থের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়।
'S' তরঙ্গ থেকে প্রাপ্ত ভূ-অভ্যন্ডর সংক্রান্ত ধারণা : 'S' তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হয়, তরল বা অর্ধতরল পদার্থের সংস্পর্শে এলে হারিয়ে যায়। ভূ-অভ্যন্তরে 'S'তরঙ্গের একটা নির্দিষ্ট স্তরে হারিয়ে যাওয়া এটা প্রমাণ করে যে পৃথিবীর অভ্যন্তরের কোনাে কোনাে অংশ তরল অবস্থায় আছে। এইভাবে 'P' ও 'S' তরঙ্গের গতিবেগের তারতম্য, প্রতিসরণ, তরঙ্গদৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি প্রভৃতির সাহায্যে
ভূ-অভ্যন্তরের গঠন সম্পর্কে বহু তথ্য জানা গেছে।

1 মন্তব্যসমূহ

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন