বিভিন্ন রকমের ক্লার্ক / গ্রুপ - C ও গ্রুপ - D এবং Police , PSC, আসন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ Gk প্রশ্ন উত্তর বাংলা সিরিজ সব বিষয়ে একত্রে
Dear Student's আরো আপলোডেড হতে চলেছে জেনারেল নলেজ কুইজ ও জি.কে প্রশ্ন উত্তর। যদি এ রকম বিভিন্ন ধরণের জেনারেল নলেজ পড়তে চাও তাহলে অবশ্যই ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করতে ভুলোনা যেন
জি কে প্রশ্ন উত্তর (Part - #1 Total - 123)
Q1. সুলতানি যুগে সুলতানগণের বিশ্বস্ত অনুচর ও বন্ধুবান্ধবদের সভার নাম কী ছিল?
(a) মজলিস ই খালওয়াৎ
(a) মজলিস ই খালওয়াৎ
(b) বার-ই-খাস
(c) বার-ই-আম
(d) মণ্ডব
Ans. (a) মজলিস ই খালওয়াৎ
Q2. সীতারাম রাজু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
(a) সিপাহী বিদ্রোহ
(b) নীল বিদ্রোহ
(c) রাম্মা আদিবাসী বিদ্রোহ
(d) কোনটিই নয়
Ans. (c) রাম্মা আদিবাসী বিদ্রোহ
Q3. হর্ষবর্ধনকে ‘পঞ্চভারতের' অধিপতি কে বলেছেন?
(a) বানভট্ট
(b) বাকপতি
(c) হিউয়েন সাঙ
(d) শশাঙ্ক
Ans. (c) হিউয়েন সাঙ
Q4. চর্যাপদ কোন যুগে রচিত হয়?
(a) গুপ্ত যুগে
(b) পাল যুগে
(c) কুষাণ যুগে
(d) সেন যুগে
Ans. (b) পাল যুগে
Q5. নালন্দা বিশ্ববিদ্যালয় কে গড়ে তােলেন?
(a) স্কন্দগুপ্ত
(b) সমুদ্রগুপ্ত
(c) প্রথম কুমারগুপ্ত
(d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Ans. (c) প্রথম কুমারগুপ্ত
Q6. সাইমন কমিশনে কতজন সদস্য ছিলেন?
(a) 9 জন
(b) 7 জন
(c) 5 জন
(d) 6 জন
Ans. (b) 7 জন
Q7. শিবাজির পতাকার নাম কী ছিল?
(a) গেরুয়া ঝান্ডা
(b) লাল ঝান্ডা
(c) শ্বেত ঝান্ডা
(d) ভাগােয়া ঝান্ডা
Ans. (d) ভাগােয়া ঝান্ডা
Q8. মহম্মদ জিয়াউদ্দিন কার ছদ্মনাম?
(a) রাসবিহারী বসু
(b) মানবেন্দ্র রায়
(c) সুভাষচন্দ্র বসু
(d) শচীন্দ্রনাথ সান্যাল
Ans. (c) সুভাষচন্দ্র বসু
Q9. কোন বাঙালি বিপ্লবী সবচেয়ে দীর্ঘসময় কারারুদ্ধ ছিলেন?
(a) অরবিন্দ ঘােষ
(b) সূর্য সেন
(c) গণেশ ঘােষ
(d) দীনেশচন্দ্র মজুমদার
Ans. (c) গণেশ ঘােষ
Q10. ‘আড়াইদিনকা-ঝােপড়া' কে নির্মাণ করেন?
(a) কুতুবউদ্দিন আইবক
(b) আলাউদ্দিন খলজি
(c) ফিরােজ শাহ
(d) কেউই নন
Ans. (a) কুতুবউদ্দিন আইবক
Q11. কৃষ্ণদেব রায় রচিত 'আমুক্ত মাল্যদা’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?
(a) তেলুেগু
(b) কানাড়া
(c) সংস্কৃত
(d) পালি
Ans. (a) তেলুেগু
Q12. কোন বাহমনি সুলতানকে 'জালিম' নামে আখ্যায়িত করা হয়?
(a) হুমায়ুন শাহ
(b) কলিমউল্লাহ শাহ
(c) নিজাম শাহ
(d) তৃতীয় মহম্মদ শাহ
Ans. (a) হুমায়ুন শাহ
Q13. নীচের কাকে “আয়ুর্বেদের জনক বলা হয়?
(a) শুশ্রুত
(b) ধন্বন্তরী
(c) পতঞ্জলি
(d) চরক
Ans. (d) চরক
Q14. কোন সুলতান বিশ্ব সম্রাট হওয়ার জন্য বিশ্বজয়ের পরিকল্পনা করেন?
(a) ইলতুৎমিস
(b) আলাউদ্দিন খলজি
(c) মহম্মদ বিন তুঘলক
(d) গিয়াস উদ্দীন তুঘলক
Ans. (c) মহম্মদ বিন তুঘলক
Q15. মুঘল যুগে কোথায় পাহাড়ি শিল্পরীতি কাংড়া শিল্প গড়ে উঠেছিল?
(a) রাজপুতনায়
(b) পাঞ্জাবে
(c) দিল্লিতে
(d) বিহারে
Ans. (b) পাঞ্জাবে
Q16. মুঘল যুগে ভারতের প্রধান শিল্প ছিল?
(a) সােরা শিল্প
(b) বস্ত্রবয়ন শিল্প
(c) ধাতু শিল্প
(d) গন্ধক শিল্প
Ans. (b) বস্ত্রবয়ন শিল্প
Q17. কোন শাসকের আমলে ইবনবতুতা ভারতে এসেছিলেন?
(a) আকবর
(b) মহম্মদ বিন তুঘলক
(c) ইলতুৎমিস
(d) আলাউদ্দিন খলজি
Ans. (b) মহম্মদ বিন তুঘলক
Q18. দাম কী?
(a) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(a) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(b) আকবর প্রবর্তিত তাম্র মুদা
(c) শাহজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
(d) ঔরঙ্গজেব প্রবর্তিত মুদ্রা
Ans. (a) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
Q19. ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন?
(a) ইব্রাহিম লােদি
(b) সিকন্দর লােদি
(c) দৌলত খাঁ লােদি
(d) শের খাঁ
Ans. (c) দৌলত খাঁ লােদি
Q20. দিল্লির কোন সুলতান অশােকস্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?
(a) ইলতুৎমিস
(b) আলাউদ্দিন খলজি
(c) মহম্মদ বিন তুঘলক
(d) ফিরােজ শাহ তুঘলক
Ans. (d) ফিরােজ শাহ তুঘলক
Q21. অদ্বৈতবাদের প্রবক্তা হলেন?
(a) রামানুজ
(b) শঙ্করাচার্য
(c) মাধবাচার্য
(d) বল্লভাচার্য
Ans. (b) শঙ্করাচার্য
Q22. ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন?
(a) নিনাে দ্য-কুহনা
(b) আলবুকার্ক
(c) ফ্রান্সিসকো আলামিডা
(d) ভাস্কো-দা-গামা
Ans. (c) ফ্রান্সিসকো আলামিডা
Q23. উইলিয়াম হকিন্স কার রাজসভায় এসেছিলেন?
(a) শাহজাহান
(b) আকবর
(c) ঔরঙ্গজেব
(d) জাহাঙ্গির
Ans. (d) জাহাঙ্গির
Q24. সঁওতাল বিদ্রোহ শুরু হয়?
(a) 1850 সালে
(b) 1853 সালে
(c) 1855 সালে
(d) 1456 সালে
Ans. (c) 1855 সালে
Q25. কোন দেশের কন্যাকে বিবাহ করে রাসবিহারী বসু সেই দেশের স্বাভাবিক নাগরিকত্ব (Naturalized Citizenship) লাভ করেছিলেন?
(a) সুইৎজারল্যান্ড
(b) ফ্রান্স
(c) জাপান
(d) জার্মানি
Ans. (c) জাপান
Q26. 1853 সালে 'রেলওয়ে মিনিট' রচনা করেন?
(a) লর্ড ওয়েলেসলি
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড মেকলে
(d) লর্ড বেন্টিক
Ans. (b) লর্ড ডালহৌসি
Q27. নৌ-বিদ্রোহীদের নেতা এম .এস খনকে ডুবিয়ে হত্যা করা হয়?
(a) বঙ্গোপসাগরে
(b) ভারত মহাসাগরে
(c) আরব সাগরে
(d) প্রশান্ত মহাসাগরে
Ans. (c) আরব সাগরে
Q28. কার চেষ্টায় 1668 খ্রিস্টাব্দে সুরাটে ফরাসি কোম্পানির প্রথম কুঠির প্রতিষ্ঠা হয়?
(a) ন্যারো
(b) প্যারো
(c) ক্যারো
(d) হ্যারো
Ans. (d) হ্যারো
Q29. August Offer-এর প্রস্তাবক কে ছিলেন?
(a) লর্ড লিনলিথগো
(b) লর্ড মেয়ো
(c) লর্ড মউন্টব্যাটেন
(d) লর্ড ওয়াভেল
Ans. (a) লর্ড লিনলিথগো
Q30. আয়নমুক্ত জলের অক্ষরতার মাত্রা কত?
(a) দুই
(b) চার
(c) শূন্য
(d) এক
Ans. (c) শূন্য
Q31. চারটি ধাতুর মিশ্রণে উষ্পন্ন সংকর ধাতুটির নাম?
(a) পিতল
(b) জার্মান সিলভার
(c) অ্যালয় স্টিল
(d) ডুরালুমিন
Ans. (d) ডুরালুমিন
Q32. কোন উপাদানের শিখা ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়?
(a) অক্সি-হাইড্রোজেন শিখা
(b) অক্সি-অ্যাসিটিলিন শিখা
(c) অক্সি-ইথিলিন শিখা
(d) অক্সি-নাইট্রোজেন শিখা
(d) অক্সি-নাইট্রোজেন শিখা
Ans. (b) অক্সি-অ্যাসিটিলিন শিখা
Q33. কোন উষ্ণতায় গ্লোবার লবণের দ্রাব্যতা সর্বোচ্চ?
(a) 25°C
(b) 32.4°C
(c) 40°C
(d) 59°C
Ans. (b) 32.4°C
Q34. বিজ্ঞানী ফ্যারাড়ে কোথা থেকে বেঞ্জিন আবিষ্কার করেন?
(a) কয়লার অন্তর্ভূম পাতন থেকে
(b) তিসির তেল থেকে
(c) অ্যাসিটিলিন থেকে
(d) পেট্রোলিয়াম থেকে
(d) পেট্রোলিয়াম থেকে
Ans. (b) তিসির তেল থেকে
Q35. বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালাে হয়ে যায়?
(a) N2O
(b) H2S
(c) C2O
(d) S2O
Ans. (b) H2S
Q36. কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়?
(a) C.G.S
(b) F.P.S
(c) S.I
(d) 777 TC
Ans. (c) S.I
Q37. স্ক্রগেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়?
(a) ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জন্য
(b) সরু তারের ব্যাস মাপার জন্য
(c) গােলকের আয়তন মাপার জন্য
(d) ফাপা নলের ব্যাসার্ধ মাপার জন্য
Ans. (b) সরু তারের ব্যাস মাপার জন্য
Q38. A এবং B দু'টি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হল, B-এর আপেক্ষিক তাপ A-এর দ্বিগুণ। A ও B-এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত?
(a) 2:1
(b) 1:2
(c) 1:1
(d) 4:1
Ans. (a) 2:1
Q39. শীতের দেশে মােটরগাড়ির রেডিয়েটারের জলের সঙ্গে কী মেশানাে হয়?
(a) গ্লিসারল
(b) কেরােসিন
(c) পেট্রোল
(d) ডিজেল
Ans. (a) গ্লিসারল
Q40. চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জলভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন?
(a) বায়ু চাপশূন্য
(b) চাঁদের অভিকর্ষ বল কম
(c) চাঁদের অভিকর্ষজ বল বেশি
(d) সঠিক ব্যাখ্যা নেই
Ans. (a) বায়ু চাপশূন্য
Q41. 17CI35 - এর নিউট্রন সংখ্যা কত?
(a) 17
(b) 18
(c) 35
(d) 52
Ans. (b) 18
Q42. ETS কে ব্যক্ত করেন?
(a) ইমারসন
(b) হিল
(c) বার্নের্স
(d) কেলভিন
Ans. (b) হিল
Q43. MAB-এর পুরাে নাম কী ?
(a) ম্যান অ্যান্ড বায়ােলজিক্যাল প্রােগ্রাম
(b) ম্যান অ্যান্ড বায়াে ডাইভারসিটি প্রােগ্রাম
(c) ম্যান অ্যান্ড বায়ােস্ফিয়ার প্রােগ্রাম
(c) ম্যান অ্যান্ড বায়ােস্ফিয়ার প্রােগ্রাম
(d) ম্যান অ্যান্ড বােটানিক্যাল প্রােগ্রাম
Ans. (c) ম্যান অ্যান্ড বায়ােস্ফিয়ার প্রােগ্রাম
Q44. ABS বা অ্যালকালাইন বেঞ্জিন সালফোনেট কোন ব্যবহার্য দ্রব্য উৎপাদনে পাওয়া যায়?
(a) খাবার সােডা
(b) ডিটারজেন্ট
(c) কীটনাশক
(d) অজৈব সার
Ans. (b) ডিটারজেন্ট
Q45. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কী বলে?
(a) ডিপ্লোজোম
(b) কোয়ান্টোজোম
(c) অক্সিজোম
(d) মাইক্রোজোম
Ans. (c) অক্সিজোম
Q46. বাষ্পমােচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
(a) আকইন্ডিকেটর
(b) প্রােটোমিটার
(c) অক্সানােমিটার
(d) হিমনােমিটার
Ans. (b) প্রােটোমিটার
Q47. জিয়াটিন কী?
(a) প্রাকৃতিক সাইটোকাইনিন
(b) প্রাকৃতিক অক্সিন
(c) প্রাকৃতিক ইথিলিন
(d) কৃত্রিম অক্সিন
Ans. (a) প্রাকৃতিক সাইটোকাইনিন
Q48. পলিটিন ক্রোমােজোম কথাটি কে প্রবর্তন করেন?
(a) ওয়াটসন
(b) ওয়াটসন ও ক্রিক
(c) মেন্ডেল
(d) ই জি বালবিয়ানি
Ans. (d) ই জি বালবিয়ানি
Q49. বেমতন্তু বিশ্লিষ্টকারী উপাদান কোনটি ?
(a) কলচিসিন
(b) রেসারপিন
(c) অ্যাট্রোপিন
(d) অ্যাসিটোকারমিন
Ans. (a) কলচিসিন
Q50. নীচের কোনটি দেহের ভারসাম্য রক্ষা করে?
(a) কটিযন্ত্র
(a) কটিযন্ত্র
(b) আইরিশ
(c) অটোলিথ যন্ত্র
(d) ইউস্টেচিয়ান নালি
Ans. (a) কটিযন্ত্র
Q51. মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে?
(a) বিটা ক্যারােটিন
(b) বিটা সায়ানিন
(c) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
(d) ক্যালসিফেরল
Ans. (c) 7 ডিহাইড্রোকোলেস্টেরল
Q52. যে ভারতীয় নাগরিকের বয়স 80 বছর, তার ক্ষেত্রে আয়কর ছাড়ের পরিমাণ?
(a) Rs 2,00,000
(b) Rs. 2,50,000
(c) Rs. 4,00,000
(d) Rs. 5,00,000
Ans. (d) Rs. 5,00,000
Q53. কোন পরিভাষাটি ব্যাঙ্ক-এর ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
(a) Interest rate swap
(b) Cut motion
(c) Zero hour
(d) Privilege motion
Ans. (a) Interest rate swap
Q54. কোন বিদেশি ব্যাঙ্কের এ-দেশে শাখার পরিমাণ অধিক?
(a) সিটি ব্যাঙ্ক
(b) এইচ এস বি সি
(c) স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্ক
(d) ফেডারেল ব্যাঙ্ক
Ans. (a) সিটি ব্যাঙ্ক
(a) দার্জিলিং
(b) কার্শিয়াং
(c) মেঘালয়
(d) সিকিম
Ans. (b) কার্শিয়াং
Q56. কোন প্রচার সংস্থার মূলমন্ত্র ‘বহুজন হিতায়, বহুজন সুখায়?
(a) অল ইন্ডিয়া রেডিও
(b) দূরদর্শন
(c) জি টিভি
(d) ই টিভি বাংলা
Ans. (a) অল ইন্ডিয়া রেডিও
Q57. ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার (পুরুষ) 2019 ক্যাটাগরিতে ভারতের কোন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন?
(a) চেতেশ্বর পুজারা
(b) রােহিত শর্মা
(c) বিরাট কোহলি
(d) এম এস ধােনি
Ans. (c) বিরাট কোহলি
Q58. IB-এর বর্তমান ডিরেক্টর হলেন?
(a) ঋষি কুমার শুক্লা
(b) অনিল ধাসমানা
(c) অরবিন্দ কুমার
(d) রজনীকান্ত মিশ্র
Ans. (b) অনিল ধাসমানা
Q59. বর্তমান লােকসভার স্পিকার হলেন?
(a) এম ভেঙ্কাইয়া নাইডু
(b) ওম বিড়লা
(c) শ্রী হরিবংশ
(d) এদের কেউই নন
Ans. (b) ওম বিড়লা
(a) স্নেহলতা শ্রীবাস্তব
(b) রাজীব মেহর্ষি
(c) সুনীল আরােরা
(d) দেশ দীপক ভার্মা
Ans. (b) রাজীব মেহর্ষি
Q61. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান হলেন?
(a) পল্লব মহাপাত্র
(b) শক্তিকান্ত দাশ
(c) রজনীশ কুমার
(d) কে কে বেণুগােপাল
Ans. (c) রজনীশ কুমার
Q62. বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন?
(a) অরবিন্দ সাকসেনা
(b) তুষার মেহতা
(c) এন কে সিং
(d) সুনীল আরােরা
Ans. (d) সুনীল আরােরা
Q63. বর্তমানে ISRO-এর চেয়ারম্যান হলেন?
(a) প্রসূন জোশী
(b) এইচ এল ডাটু
(c) কে শিবন
(d) এঁদের কেউই নন
Ans. (c) কে শিবন
Q64. মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন?
(a) দেবেন্দ্র ফড়নবিশ
(b) আদিত্য ঠাকরে
(c) উদ্ধব ঠাকরে
(d) শারদ পাওয়ার
Ans. (c) উদ্ধব ঠাকরে
Q65. ভারতের বর্তমান বিদেশসচিব হলেন?
(a) বিজয়কেশব গােখলে
(b) রাজীব গাউবা
(c) সঞ্জয় মিত্র
(d) বিবেক জোশী
Ans. (a) বিজয়কেশব গােখলে
Q66. ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন?
(a) অমিত শাহ
(b) রাজনাথ সিং
(c) জে পি নাড্ডা
(d) এদের কেউই নন
Ans. (a) অমিত শাহ
Q67. লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত?
(a) নিমজ্জিত পর্বত
(b) প্রবাল
(c) লবণাক্ত মালভূমি
(d) মৃত আগ্নেয়গিরি
Ans. (b) প্রবাল
Q68. মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত?
(a) ব্রহ্মপুত্র নদ, অসম
(b) গঙ্গানদী, বিহার
(c) শােন নদী, বিহার
(d) মহানন্দা, পশ্চিমবঙ্গ
Ans. (a) ব্রহ্মপুত্র নদ, অসম
Q69. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়?
(a) শতদ্রু
(b) ইরাবতী
(c) চন্দ্রভাগা
(d) ঝিলাম
Ans. (d) ঝিলাম
Q70. নর্মদা নদীর উৎপত্তি কোথায়?
(a) অমরকণ্টক
(b) বিন্ধ্য
(c) বৈকাল
(d) পালনি পর্বত
Ans. (a) অমরকণ্টক
Q71. সিন্ধুনদের উৎপত্তিস্থল হচ্ছে?
(a) শেষনাগ হদ
(b) ভীমজল হুদ
(c) নামের হদ
(d) মানস সরােবর হ্রদ
Ans. (d) মানস সরােবর হ্রদ
Q72. গঙ্গা নদী বঙ্গোপসাগরে কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
(a) বদ্বীপ
(b) এসচুয়ারি
(c) Bird's foot বদ্বীপ
(d) চ্যুতিরেখা
Ans. (b) এসচুয়ারি
Q73. পূর্ব কলকাতা জলাভূমিকে কোন নামে অভিহিত করা হয় ?
(a) World Heritage Site
(b) Ramsar Site
(c) জীববৈচিত্র অঞ্চল
(d) কোনওটিই নয়
Ans. (b) Ramsar Site
Q74. আঁধি নামক ঝড় কোন স্থানে ঘটে?
(a) পাঞ্জাব
(b) পশ্চিমবঙ্গ
(c) অসম
(d) উত্তরপ্রদেশ
Ans. (a) পাঞ্জাব
Q75. আল্পিকো আন্দোলনের নেতৃত্ব দেন?
(a) আমেদাবাদের সরলাবেন
(a) আমেদাবাদের সরলাবেন
(b) রাজাকোটের থিরাবেন
(c) সিরসিকের পান্ডুরাও হেগড়ে
(d) কৌসেনের সুন্দরলাল
Ans. (a) আমেদাবাদের সরলাবেন
Q76. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়?
(a) মহারাষ্ট্র
(b) গুজরাট
(c) অন্ধ্রপ্রদেশ
(d) পাঞ্জাব
Ans. (b) গুজরাট
Q77. ভাকরানাঙ্গাল জলাধার কোন নদীর ওপর অবস্থিত?
(a) ঝিলাম
(b) শতদ্রু
(c) বিপাশা
(d) সিন্ধু
Ans. (a) ঝিলাম
Q78. ভারতের কয়লা প্রধানতঃ____?
(a) অ্যানথ্রাসাইট
(b) বিটুমিনাস
(c) লিগনাইট
(d) পিট
Ans. (b) বিটুমিনাস
Q79. দামােদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি?
(a) তালচের
(b) বিসরামপুর
(c) বােকারাে
(d) রানিগঞ্জ
Ans. (d) রানিগঞ্জ
Q80. ONGC-র পুরাে নাম?
(a) অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি
(b) অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
(c) অর্গানাইজেশন অব নন গভর্নমেন্ট কোম্পানি
(d) অর্গানাইজেশন অব নন গভর্নমেন্ট কমিশন
Ans. (b) অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
Q81. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল?
(a) কার্পাস শিল্প
(b) সার
(c) লৌহ-ইস্পাত
(d) অ্যালুমিনিয়াম
Ans. (c) লৌহ-ইস্পাত
Q82. কলকাতা মুম্বই জাতীয় সড়ক কী নামে পরিচিত?
(a) NH-5
(b) NH-8
(c) NH44
(d) NH-6
Ans. (d) NH-6
Q83. মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়?
(a) 1980 সালে
(b) 1990 সালে
(c) 1995 সালে
(d) 2000 সালে
Ans. (b) 1990 সালে
(a) রেগুলেটিং অ্যাক্ট, 1773
(b) পিটের ভারত আইন, 1784
(c) চার্টার অ্যাক্ট, 1813
(c) চার্টার অ্যাক্ট, 1813
(d) চার্টার অ্যাক্ট 1833
Ans. (a) রেগুলেটিং অ্যাক্ট, 1773
Q85. ভারতীয় কোন দুটি রাজ্যের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন 1954 প্রয়ােগযােগ্য নয়?
(a) মেঘালয়
(b) নাগাল্যাণ্ড
(c) ত্রিপুরা
(d) জম্মু ও কাশ্মীর
Ans. (d) জম্মু ও কাশ্মীর
Q86. নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন?
(a) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
(b) কম্পট্রোলার অ্যাণ্ড অডিটর জেনারেল
(c) রাজ্যের রাজ্যপাল
(a) অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া
(b) কম্পট্রোলার অ্যাণ্ড অডিটর জেনারেল
(c) রাজ্যের রাজ্যপাল
(d) এদের সবাই
Ans. (d) এদের সবাই
Q87. “আধার'' (AADHAR) প্রকল্পটি গৃহীত হয়েছে?
(a) প্রবীণ নাগরিকদের সাহায্যের জন্যে
(b) ভারতের কিশাের কিশােরীদের পুষ্টিকর খাদ্য সরবরাহের
(c) সমাজে প্রতিরক্ষার জন্য মানুষকে অনুশীলন করানাে
(d) ভারতীয় নাগরিকদের নিজেদের অভিজ্ঞানপত্র সরবরাহ করার জন্য
Ans. (d) ভারতীয় নাগরিকদের নিজেদের অভিজ্ঞানপত্র সরবরাহ করার জন্য
Q88. ভারতীয় সংবিধানের কোন ধারায় ‘অস্পৃশ্যতা দূরীকরণ’-এর বিষয়টি উল্লিখিত আছে?
(a) 15 নং ধারা
(b) 16নং ধারা
(c) 17নং ধারা
(d) 1 ৪নং ধারা
Ans. (c) 17নং ধারা
Q89. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে?
(a) নয়টি
(b) এগারােটি
(c) বারােটি
(c) বারােটি
(d) কুড়িটি
Ans. (b) এগারােটি
Q90. নীচের কোনটি প্রথম অ্যান্টিবায়ােটিক হিসাবে চিহ্নিত হয়েছে ?
(a) নিওমাইসিন
(b) স্ট্রেপ্টোমাইসিন
(c) টেরামাইসিন
(d) পেনিসিলিন
Ans. (d) পেনিসিলিন
Q92. সিল্ক উৎপাদিত হয়?
(a) গুটিপােকার ডিম থেকে
(b) গুটিপােকার পিউপা থেকে
(c) গুটিপােকার লার্ভা থেকে
(c) গুটিপােকার লার্ভা থেকে
(d) গুটিপােকার নিজের থেকে
Ans. (b) গুটিপােকার পিউপা থেকে
Q93. রসুন, যেটি মশালা তৈরিতে ব্যবহৃত হয়, সেটি পাওয়া যায়?
(a) মূল থেকে
(b) গাছের কাণ্ড থেকে
(c) ফুলের কুঁড়ি থেকে
(d) ফল থেকে
Ans. (c) ফুলের কুঁড়ি থেকে
Q94. মিনামাটা রােগটির জন্য কোন উপাদানটি দায়ী?
(a) সীসা
(b) সায়নাইড
(c) পারদ
(d) মিথাইল আইসােসায়ানেট
Ans. (c) পারদ
Q95. এয়ার ফোর্স অ্যাকাডেমি অবস্থিত?
(a) হায়দরাবাদে
(b) কোয়েম্বাটোরে
(c)কাকিনাড়াতে
(d) মুম্বাইতে
Ans. (a) হায়দরাবাদে
Q96. ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?
(a) রিখটার
(b) মেট্রিক
(c) সেন্টিগ্রেড
(d) নিউটন
Ans. (a) রিখটার
Q97. কম্পিউটারকে প্রয়ােজন অনুযায়ী চালিত করার জন্য যে সাংকেতিক নির্দেশাবলী (Programs) যেগুলি সঞ্চিত থাকে ROM অংশে, তাকে বলে?
(a) সফটওয়্যার
(a) সফটওয়্যার
(b) ফ্রিওয়্যার
(c) ফার্মওয়্যার
(d) কোনােটিই নয়
Ans. (c) ফার্মওয়্যার
Q98. API এর পুরাে কথাটি হল?
(a) অ্যাপ্লিকেশন প্রােগ্রাম ইন্টারফেস
(b) অ্যাপ্লিকেশন প্রােগ্রাম ইন্টার্যাকশান(c) অ্যাপ্লাইড প্রােগ্রাম ইন্টার্যাকশান
(d) অ্যাপ্লিকেশন প্রােসেস ইন্টারফেস
Ans. (a) অ্যাপ্লিকেশন প্রােগ্রাম ইন্টারফেস
(a) কঠিন কার্বন ডাই অক্সাইড
(b) তরল নাইট্রোজেন
(c) বরফের ঘনক এবং কাঠের গুঁড়াে
(d) বরফের ঘনক এবং লবণ
(c) বরফের ঘনক এবং কাঠের গুঁড়াে
(d) বরফের ঘনক এবং লবণ
Ans. (a) কঠিন কার্বন ডাই অক্সাইড
Q100. পারদ একপ্রকার?
(a) কঠিন ধাতু
(b) তরল ধাতু
(c)কঠিন অধাতু
(d) তরল অধাতু
Ans. (b) তরল ধাতু
Q101. নিম্নের কোন বৈশিষ্ট্যটি অ্যামােনিয়াতে আছে?
(a) এটি জলে দ্রবণীয় নয়
(b) এটি গন্ধবিহীন একপ্রকার গ্যাসীয় পদার্থ
(c) এটি একটি হলুদ বর্ণের গ্যাসীয় পদার্থ
(d) এটি একটি এমন জলীয় মিশ্রণ যেটি লাল লিটমাসকে নীল করে
Ans. (d) এটি একটি এমন জলীয় মিশ্রণ যেটি লাল লিটমাসকে নীল করে
Q102. লিটমাস পাওয়া যায় নিম্নের কোনটিতে?
(a) ব্যাকটেরিয়া থেকে
(b) বাঙের ছাতা থেকে
(c) সমুদ্রশৈবাল থেকে
(d) একপ্রকার হলুদ ছত্রাক যেগুলি গাছে বা দেওয়ালের গায়ে হয়ে থাকে
(c) সমুদ্রশৈবাল থেকে
(d) একপ্রকার হলুদ ছত্রাক যেগুলি গাছে বা দেওয়ালের গায়ে হয়ে থাকে
Ans. (d) একপ্রকার হলুদ ছত্রাক যেগুলি গাছে বা দেওয়ালের গায়ে হয়ে থাকে
Q103. ক্লোরােফিলের মধ্যে যে খনিজটি থাকে?
(a) লােহা
(b) ম্যাগনেশিয়াম
(c) ক্যালসিয়াম
(d) পটাশিয়াম
Ans. (b) ম্যাগনেশিয়াম
Q104. ই-মেল এর চিন্তাধারার সম্প্রসারক হলেন?
(a) বিল গেটস্
(b) আর্থার সি ক্লার্ক
(c) রে টমলিনসন
(d) সাবির ভর্ডিয়া
(b) আর্থার সি ক্লার্ক
(c) রে টমলিনসন
(d) সাবির ভর্ডিয়া
Ans. (c) রে টমলিনসন
Q105. দুটি দেশের মধ্যে পণ্যের বিনিময় নীতিকে বলা হয়?
(a) বাণিজ্য ভারসাম্য
(b) দ্বিপাক্ষিক বাণিজ্য
(c) আয়তন বাণিজ্য
(d) বহুমুখী বাণিজ্য
Ans. (b) দ্বিপাক্ষিক বাণিজ্য
Q106. WTO-এর পূর্ববর্তী নাম ছিল?
(a) UNCTAD
(b) GATT
(c) UNIDO
(d) OECD
Ans. (b) GATT
Q107. Ai-Da কী?
(a) কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি রােবট
(b) এটি একটি ভিডিওগেম অ্যাপ্লিকেশন
(c) এটি একটি অ্যাপ্লিকেশন ডিভাইস
(d) ওপরের কোনােটিই নয়
Ans. (a) কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি রােবট
Q108. বর্তমানে কমনওয়েলথের সদস্য দেশ?
(a) 101
(b) 103
(c) 53
(d) 27
Ans. (c) 53
Q109. বারনামা সংবাদ সংস্থাটি কোন দেশের?
(a) মায়ানমার
(b) মালয়েশিয়া
(c) জাপান
(d) শ্রীলঙ্কা
Ans. (b) মালয়েশিয়া
Q110. জোরামথাঙ্গা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
(a) নাগাল্যান্ড
(b) মিজোরাম
(c) অরুণাচল প্রদেশ
(d) মণিপুর
Ans. (b) মিজোরাম
Q111. ‘দ্যা সাইলেন্ট পেশেন্ট’ বইটির লেখক কে?
(a) আলেক্স মিচেলিড
(a) আলেক্স মিচেলিড
(b) লিজা টাডেও
(c) আন্না প্যাচেট
(d) স্টিফেন কিং
Ans. (a) আলেক্স মিচেলিড
Q112. ম্যাডিসন স্কোয়ার কোথায় অবস্থিত ?
(a) নিউইয়র্ক
(b) লন্ডন
(c) প্যারিস
(d) মস্কো
Ans. (a) নিউইয়র্ক
Q113. সম্প্রতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সােরেন। তিনি কোন দলের হয়ে নির্বাচিত হন?
(a) ঝাড়খণ্ড বিকাশ মাের্চা
(a) ঝাড়খণ্ড বিকাশ মাের্চা
(b) ঝাড়খণ্ড রাষ্ট্রীয় জনতা দল
(c) কংগ্রেস
(d) ঝাড়খণ্ড মুক্তি মাের্চা
Ans. (d) ঝাড়খণ্ড মুক্তি মাের্চা
Q114. বার লেভ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
(a) প্যালেস্তাইন-মিশর
(b) ইজরায়েল-মিশর
(c) ইজরায়েল- প্যালেস্তাইন
(d) লেবানন-প্যালেস্তাইন
Ans. (b) ইজরায়েল-মিশর
Q115. মীরা শেঠ কমিটি কীসের সঙ্গে যুক্ত?
(a) ব্যাঙ্ক সংস্কার
(b) তাঁতশিল্প
(c) কর সংস্কার
(d) আর্থিক দুর্নীতি
Ans. (b) তাঁতশিল্প
Q116. ২০১৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় ফণির তান্ডবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিচের কোন রাজ্যটি?
(a) পশ্চিমবঙ্গ
(b) ওড়িশা
(c) আন্ধ্রপ্রদেশ
(d) তামিলনাড়ু
Ans. (b) ওড়িশা
Q117. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে?
(a) কুষান যুগে
(b) শক যুগে
(c) গুপ্ত যুগে
(d) সাতকাহন যুগে
Ans. (a) কুষান যুগে
Q118. কোনাে বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি তে প্রয়ােজনীয় তাপকে কী বলা হয়?
(a) জলসম
(b) তাপগ্রাহিতা
(c) আপেক্ষিক তাপ
(d) কোনােটিই নয়
Ans. (b) তাপগ্রাহিতা
Q119. আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি (Estimates Committee) কতজন সদস্য নিয়ে গঠিত?
(a) 30
(b) 25
(c) 15
(d) 17
Ans. (a) 30
(a) 60
(b) 82
(c) 72
(d) 62
Ans. (c) 72
Q121. সমান্তরাল লাইনে পরস্পর বিপরীতমুখী দুটি ট্রেন প্ল্যাটফর্মে দণ্ডায়মান এক ব্যক্তিকে 27 ও 17 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে 23সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করলে ট্রেনদ্বয়ের বেগের
অনুপাত কত?
(a) 3:2
(a) 3:2
(b) 3:5
(c) 6:8
(d) ৪:4
Ans. (a) 3:2
Q122. কিছু পরিমাণ টাকা সরল সুদে বিনিয়ােগ করলে 3 বছর পর ৪15 টাকা পাওয়া যায়। আবার ওই পরিমাণ টাকা একই হারে সরল সুদে বিনিয়ােগ করে 4 বছর পর 854 টাকা পাওয়া যায়। টাকার পরিমাণ কত?
(a) 748
(b) 556
(c) 722
(d) 698
Ans. (d) 698
Q123. একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে গড় 3.2. যদি 50 ওভারের ইনিংসে 282 রানের লক্ষ্য থাকে তবে বাকি 40 ওভারের আনুপাতিক হার কত হবে?
(a) 6.25
(b) 7.4
(c) 6.85
(d) ৪
Ans. (a) 6.25