✹ Bengali B.A General MCQ কোশ্চেন সেট || বি.এ পাস কোর্স বাংলা জেনারেল MCQ কোশ্চেন
Q1. 'এবার ফিরাও মােরে’ কবিতার প্রথম লাইন হল?(a) মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষগ্ন তরুচ্ছায়ে
(b) কবি তবে উঠে এসাে— যদি থাকে প্রাণ
(c) এবার ফিরাও মােরে, লয়ে যাও সংসারের তীরে
(d) সংসারে সবাই যবে সারাক্ষণ শত কর্মে রত
উত্তরঃ (d) সংসারে সবাই যবে সারাক্ষণ শত কর্মে রত
Q2. এবার ফিরাও মােরে' কবিতার শেষ চরণ হল?
(a) যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে
(b) সংসারে সবাই যবে সারাক্ষণ শত কমে রত
(c) অন্ন চাই, প্রাণ চাই, আলাে চাই, চাই মুক্ত রায়
(d) তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্ব প্রেম তৃষা
উত্তর (d) তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্বপ্রেম তৃষা
Q3. “চিত্রা’ পূর্ববর্তী কাব্যগ্রন্থটির নাম হল?
(a) ছবি ও গান
(b) সােনার তরী
(c) সােনার তরী
(d) কড়ি ও কোমল
উত্তরঃ (b) সােনার তরী
Q4. আগুন লেগেছে মানে?
(a) সাধারণ মানুষের দুঃখ দুর্দশা
(b) জমিদার মানুষদের অবস্থা
(c) শহরের শিক্ষিত মানুষের মন
(d) মজুতদারদের জন্য যে বই
উত্তরঃ (a) সাধারণ মানুষের দুঃখ দুর্দশা
Q5. সৃষ্টি ছাড়া সৃষ্টি মাঝে বহুকাল কে বাস করেছেন?
(a) কবি স্বয়ং
(b) সাধারণ মানুষ
(c) লােকেন পালিত
(d) শখ ঘােষ
উত্তরঃ (a) কবি স্বয়ং
Q6. দেবতা কাদের প্রতি বিমুখ হয়ে আছেন?
(a) সাধারণ মানুষদের
(b) শিক্ষিত মানুষদের
(c) জমিদার মানুষদের
(d) দারার
উত্তরঃ (a) সাধারণ মানুষদের
Q7. কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাস্তব সংসার জীবনের মানুষদের নিয়ে যে কাব্য কবিতার চর্চার উপকরণ হিসেবে যাকে প্রতীকায়িত করেছেন সেটি হল?
(a) ত্রিশূল
(a) ত্রিশূল
(b) আগুন
(c) ভ্রমণ
(d) শঙ্খ
উত্তরঃ (d) শঙ্খ
Q8. 'এইসব মূঢ় ম্লান মূক'- বলতে কাদের বােঝানাে হয়েছে?
(a) গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ
(b) শহরের মানুষ
(c) জমিদার মানুষ
(d) বােবা মানুষ
(c) জমিদার মানুষ
(d) বােবা মানুষ
উত্তরঃ (a) গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ
(a) জন্মদিনে
(b) বনফুল
(c) বলাকা
(d) চিত্রা
উত্তরঃ (b) 1875 সালে বনফুল
Q10. কাব্যাকারে প্রকাশিত হওয়ার দিক থেকে প্রথম কাব্যটি হল?
(a) কবি ও কাহিনী
(b) খেয়া
(c) সন্ধ্যাসঙ্গীত
(d) বনফুল
উত্তরঃ কবি ও কাহিনী 1878 সালে
Q11. “চিত্রা’ কাব্যের প্রকাশকাল কত খ্রিস্টাব্দে?
(a) ১৮৯৬ খ্রিঃ
(b) ১৮৯৮ খ্রিঃ
(a) ১৮৯৬ খ্রিঃ
(b) ১৮৯৮ খ্রিঃ
(c) ১৮৯৬ খ্রিঃ
(d) ১৮৯৭ খ্রিঃ
(d) ১৮৯৭ খ্রিঃ
উত্তরঃ (a) ১৮৯৬ খ্রিস্টাব্দে
Q12. রবীন্দ্রনাথ 'এবার ফিরাও মােরে' - কবিতাটি রচনা করেন কোন বন্ধুর বাড়িতে বসে?
(a) বন্ধু লােকেন পালিত
(b) বন্ধু চারু বন্দ্যোপাধ্যায়
(c) বন্ধু সত্যেন্দ্রনাথ দত্ত
(d) বন্ধু যতীন্দ্রনাথ সেনগুপ্ত
উত্তরঃ (a) বন্ধু লােকেন পালিত
Q13. 'এবার ফিরাও মােরে’ কবিতাটি রবীন্দ্রনাথ যে স্থানটিতে লিখেছেন সেটি হল?
(a) পাবনা জেলার কুমারগঞ্জ
(b) যশােহর জেলার রাধাগঞ্জ
(c) শিলাইদহ
(d) রাজশাহী অঞ্চলের রামপুরের বােয়ালিয়র
উত্তরঃ (d) রাজশাহী অঞ্চলের রামপুরের বােয়ালিয়র
Q14. “চিত্রা’ পূর্ববর্তী কাব্যগ্রন্থে কবি যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন সেটি হল?
(a) বাস্তবধর্মীতা
(b) সৌন্দর্য
(a) বাস্তবধর্মীতা
(b) সৌন্দর্য
(c) কল্পনাধর্মীতা
(d) আবেগ
(d) আবেগ
উত্তরঃ (c) কল্পনাধর্মীতা
Q15. 'চিত্রা' কাব্যগ্রন্থে কবি যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন সেটি হল?
(a) কল্পনাধর্মীতা
(b) বাস্তবধর্মীতা
(c) আবেগ
(d) প্রহসন
উত্তরঃ (b) বাস্তবধর্মীতা
Q16. কবি যে বাস্তবের দিকে চোখ খুলে দেন তার পেছনে মূল কারণ হল?
(a) নগর দর্শন
(b) তীর্থ দর্শন
(c) প্রকৃতি দর্শন
(d) জমিদারী পরিদর্শন
উত্তরঃ (d) জমিদারী পরিদর্শন
Q17. কবি রবীন্দ্রনাথ ঠাকুর যাদের দেখে মর্মাহত হয়েছেন তারা হলেন?
(a) সাধারণ খেটে খাওয়া মানুষ
(b) বনদপ্তরের লােকজন
(c) শহুরে শিক্ষিত মানুষ
(d) কয়লাখনির শ্রমিক
Q17. কবি রবীন্দ্রনাথ ঠাকুর যাদের দেখে মর্মাহত হয়েছেন তারা হলেন?
(a) সাধারণ খেটে খাওয়া মানুষ
(b) বনদপ্তরের লােকজন
(c) শহুরে শিক্ষিত মানুষ
(d) কয়লাখনির শ্রমিক
উত্তরঃ সাধারণ খেটে খাওয়া মানুষ
Q18. কবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারী দেখাশােনা করতে যে নদী বেয়ে চলেছিলেন সেটির নাম কি?
(a) গঙ্গা
(b) মেঘনা
(c) পদ্মা
(d) যমুনা
উত্তরঃ (c) পদ্মা
Q19. 'এবার ফিরাও মােরে’ - কবিতাটিতে যে জীবনের জয়গানের মুখরিত হওয়ার কথা বলা হয়েছে সেটি হল?
(a) সীমাবদ্ধ জীবন
(b) ক্ষুদ্র জীবন
(c) বৃহৎ জীবন
(d) কোনটিই নয়
উত্তরঃ (গ) বৃহৎ জীবন
Q20. ক্ষুদ্র, বদ্ধ অন্ধকারে যাঁরা দিন কাটাচ্ছে তারা হল?
(a) দরিদ্র মানুষ
(b) শিক্ষিত মানুষ
(c) শিক্ষিত চাকুরে মানুষ
(d) সাফাইকর্মী
উত্তরঃ (a) দরিদ্র মানুষ
Q21. যে মানুষদের প্রতি বিমুখ হয়ে থাকতে পারেন না তারা হলেন?
(a) শিক্ষিত মানুষ
(b) ধুলিমলিন মানুষ
(c) আদিম
(d) সিনেমার জগতের মানুষ
উত্তরঃ (b) ধুলিমলিন মানুষ
Q22. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা কত খ্রিঃ?
(a) ২৫ বৈশাখ, ১৯৬১ খ্রিঃ (b) ২৫ বৈশাখ, ১২৬৮ খ্রিঃ
(c) ২৫ বৈশাখ, ১২৬১ খ্রিঃ
(c) ২৫ বৈশাখ, ১২৬১ খ্রিঃ
(d) ২৫ বৈশাখ, ১২৪১ খ্রিঃ
উত্তরঃ (b) ২৫ বৈশাখ, ১২৬৮ খ্রিঃ
Q23. বড়াে দুঃখ, বড়াে ব্যথা____এই লাইনটির পরের অংশটুকু হল?
(a) সম্মুখেতে বড়াে অন্ধকার
(b) শূন্য কষ্টের সংসার
(c) বড়ােই দারিদ্র, শূন্য
(d) সম্মুখেতে কষ্টের সংসার
উত্তরঃ (d) সম্মুখেতে কষ্টের সংসার
Q24. রবীন্দ্রনাথের ইংরেজি কত সালে জন্ম?
(a) ৭ মে, ১৮৬১ সালে
(b) ৯ মে, ১৮৬৮ সালে
(c) ৭ মে, ১৯৪১ সালে
(d) ৭ মে, ১৮৬২ সালে
(b) ৯ মে, ১৮৬৮ সালে
(c) ৭ মে, ১৯৪১ সালে
(d) ৭ মে, ১৮৬২ সালে
উত্তরঃ (a) ৭ মে, ১৮৬১ খ্রিঃ
Q25. সৃষ্টি ছাড়া সৃষ্টি মাঝে বহুকাল করিয়াছি বাস সঙ্গীহীন রাত্রিদিন; এই অংশটির বক্তা কে?
(a) জীবনানন্দ দাশ
(b) কাজী নজরুল ইসলাম
(c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (d) রবীন্দ্রনাথ ঠাকুর
Q26. রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি কত সালে মৃত্যু হয়েছিল?
(a) ৭ মে, ১৯৪০ সালে
(b) ৭ আগস্ট, ১৯৪১ সালে
(c) ৭ মে, ১৮৬১ সালে
(d) ৭ মে, ১৯৪১ সালে
(b) ৭ আগস্ট, ১৯৪১ সালে
(c) ৭ মে, ১৮৬১ সালে
(d) ৭ মে, ১৯৪১ সালে
উত্তরঃ (b) ৭ আগস্ট, ১৯৪১ খ্রিঃ
Q27. সারাদিন বাজাইলি বাঁশি’– এখানে ‘বাঁশি’ বলতে কোন বাঁশিকে বলতে চেয়েছেন কবি?
(a) বাঁশের বাঁশি
(b) কাব্য-কবিতা চর্চার ক্ষেত্রে কল্পনা ও অলীক জগতের কথা
(c) বিভিন্ন রাগ-রাগিনীযুক্ত গানের কথা
(d) বিয়ে বাড়ি বাজানাের বাঁশি
উত্তরঃ (b) কাব্য-কবিতা চর্চার ক্ষেত্রে কল্পনা ও অলীক জগতের কথা
Q28. এই সব শান্ত শুষ্ক ভগ্ন____ধ্বনিয়া তুলিতে হবে আশা?
(a) মুখে
(b) পিঠে
(c) বুকে
(d) হৃদয়ে
(a) মুখে
(b) পিঠে
(c) বুকে
(d) হৃদয়ে
উত্তরঃ (c) বুকে
Q29. নিচের পংক্তিগুলি কবিতানুসারে পর পর সাজালে কোনটি সঠিক হবে লিখ?
(1) চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু
(2) সাহস বিস্তৃত বক্ষপট। এ দৈন্য-মাঝারে, কবি
(3) অন্ন চাই, প্রাণ চাই, আলাে চাই, চাই মুক্ত বায়ু
(4) একবার নিয়ে এসাে স্বর্গ হতে বিশ্বাসের ছবি
(a) 3 1 2 4
(b) 3 4 1 2
(c) 1 3 2 4
(d) 1 2 3 4
উত্তরঃ (a) 3 1 2 4
Q30. কে কল্পনার কুঞ্জ থেকে ফিরে এসেছেন কর্মচঞ্চল মানুষের কাছে?
(a) অবনীন্দ্রনাথ ঠাকুর
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অজিত বাবু
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অজিত বাবু
(d) এদের মধ্যে কেউ না
উত্তরঃ (b) রবীন্দ্রনাথ ঠাকুর
Q31. কবি কার সঙ্গে রঙ্গময়ীর তুলনা করেছেন?
(a) কল্পনা বিলাসিতা
(b) আদর্শপ্রিয়তা
(c) বাস্তববােধ
(d) হিংসাপ্রবণ
উত্তরঃ (a) কল্পনা বিলাসিতা
Q32. সুখ-দুঃখের মধ্যেও একটা সত্য খোঁজার চেষ্টা করেছেন যে কবিতায়?
(a) বসুন্ধরা
(b) দুই বিঘা জমি
(c) এবার ফিরাও মােরে
(d) সােনার তরী
(d) সােনার তরী
উত্তরঃ (c) এবার ফিরাও মােরে
Q33. কবি কাদের উচ্চশিখরে দাঁড়াতে বলেছেন?
(a) সাধারণ মানুষদের
(b) জমিদারদের
(c) শহুরে শিক্ষিত মানুষদের
(d) পর্বতারােহীদের
উত্তরঃ (a) সাধারণ মানুষদের
Q34. কবি ‘এবার ফিরাও মােরে’ কবিতাটিতে বাস্তব জীবন মুখর বলতে বুঝিয়েছেন?
(a) সত্য ও সুন্দরকে
(b) কল্পনা ও অতীতকে
(c) বিলাসবহুল জীবনকে
(d) অসত্য ও সুন্দরকে
উত্তরঃ (d) সত্য ও সুন্দরকে
Q35. 'এবার ফিরাও মােরে’ - কবিতাটিতে যে বাণী শুনতে পাই সেটি হল?
(a) বিশ্বমানবতার বাণী
(b) বিশ্বদেবতার বাণী
(c) বিশ্বজননীর বাণী
(d) কল্পনাসুন্দরীর রানী
উত্তরঃ (a) বিশ্বমানবতার বাণী
(a) ধর্মগত সুখ
(b) চিরকালীন সুখ
(c) সমষ্টিগত সুখ
(d) উদার সুখ
উত্তরঃ (c) সমষ্টিগত সুখ
Q37. আত্মস্বার্থ লাভে যে সুখটি আসে তা হল?
(a) মহাসুখ
(b) সাময়িক সুখ
উত্তরঃ (b) সাময়িক সুখ
Q38. 'বাঁশী’ - শব্দটিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন?
(a) কল্পনার
(b) বাস্তব
(c) জীবনভাবনা
উত্তরঃ (a) কল্পনার
Q39. চিত্রা’ কাব্যের পূর্বের কাব্যগুলিতে মর্তের ছবি না এঁকে কবি মনে মনে?
(a) খুশি হয়েছেন
(b) অর্থদণ্ড দিয়েছেন
(c) আপশােষ করেছেন
Q40. ‘এবার ফিরাও মােরে’ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি কোন কাব্যে আছে?
উত্তরঃ (c) চিত্রা
Q41. ‘এবার ফিরাও মােরে’ কবিতাটি কবি কোথায় বসে রচনা করেন?
(a) কলকাতা
(b) শিলাইদহ
(c) বিশ্বভারতী
(d) রামপুর বােয়ালিয়া,রাজশাহী
উত্তরঃ (d) রামপুর বােয়ালিয়া,রাজশাহী
Q42 ‘এবার ফিরাও মােরে’ কবিতাটির রচনাকাল?
(a) ২৩ ফাল্গুন, ১২৯৮
(b) ২৩ ফাল্গুন, ১৩০০
(c) ৭ মে, ১৮৬১
(d) ২২ শ্রাবণ, ১৯৪১
উত্তরঃ (b) ২৩ ফাল্গুন, ১৩০০ (ইংরেজি 1893)
Q43.‘এবার ফিরাও মােরে’ কবিতায় 'মােরে’ বলতে কাকে বােঝানাে হয়েছে?
(a) কবি রবীন্দ্রনাথ নিজেকে
(d) উদার সুখ
উত্তরঃ (c) সমষ্টিগত সুখ
Q37. আত্মস্বার্থ লাভে যে সুখটি আসে তা হল?
(a) মহাসুখ
(b) সাময়িক সুখ
(c) জাগতিক সুখ
(d) সমষ্টিগত সুখ
(d) সমষ্টিগত সুখ
উত্তরঃ (b) সাময়িক সুখ
Q38. 'বাঁশী’ - শব্দটিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন?
(a) কল্পনার
(b) বাস্তব
(c) জীবনভাবনা
(d) সুর
উত্তরঃ (a) কল্পনার
Q39. চিত্রা’ কাব্যের পূর্বের কাব্যগুলিতে মর্তের ছবি না এঁকে কবি মনে মনে?
(a) খুশি হয়েছেন
(b) অর্থদণ্ড দিয়েছেন
(c) আপশােষ করেছেন
(d) কোনটিই নয়
উত্তরঃ (c) আপশােষ করেছেন
Q40. ‘এবার ফিরাও মােরে’ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি কোন কাব্যে আছে?
(a) সােনার তরী
(b) নৈবেদ্য
(c) চিত্রা
(d) গীতাঞ্জলি
(b) নৈবেদ্য
(c) চিত্রা
(d) গীতাঞ্জলি
উত্তরঃ (c) চিত্রা
Q41. ‘এবার ফিরাও মােরে’ কবিতাটি কবি কোথায় বসে রচনা করেন?
(a) কলকাতা
(b) শিলাইদহ
(c) বিশ্বভারতী
(d) রামপুর বােয়ালিয়া,রাজশাহী
উত্তরঃ (d) রামপুর বােয়ালিয়া,রাজশাহী
Q42 ‘এবার ফিরাও মােরে’ কবিতাটির রচনাকাল?
(a) ২৩ ফাল্গুন, ১২৯৮
(b) ২৩ ফাল্গুন, ১৩০০
(c) ৭ মে, ১৮৬১
(d) ২২ শ্রাবণ, ১৯৪১
উত্তরঃ (b) ২৩ ফাল্গুন, ১৩০০ (ইংরেজি 1893)
Q43.‘এবার ফিরাও মােরে’ কবিতায় 'মােরে’ বলতে কাকে বােঝানাে হয়েছে?
(a) কবি রবীন্দ্রনাথ নিজেকে
(b) সাধারণ খেটে খাওয়া মানুষকে
(c) ধনী অত্যাচারী মানুষদের
(d) কবি পত্নীকে
(c) ধনী অত্যাচারী মানুষদের
(d) কবি পত্নীকে
উত্তরঃ (a) কবি রবীন্দ্রনাথ নিজেকে
Q44. অন্ন চাই,____চাই, আলাে চাই, চাই মুক্ত বায়ু?
(a) জীবন
(b) প্রাণ
(c) মরণ
(d) কাপড়
(b) প্রাণ
(c) মরণ
(d) কাপড়
উত্তরঃ (b) প্রাণ