B.A General ল্যাবরেটরি কম্পোলসারি বাংলা MCQ Question


❇ B.A General কম্পোলসারি বাংলা MCQ Question & Answer

গল্পঃ ➤ ল্যাবরেটরি - রবীন্দ্রনাথ ঠাকুর
মোট - 79

Q1. 'ল্যাবরেটরি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
          (a) গল্পস্বল্প
          (b) লিপিকা
          (c) তিনসঙ্গী
          (d) জীবন সঙ্গী 

উঃ (c) তিনসঙ্গী

Q2. গল্পগুচ্ছের কোন খণ্ডে 'ল্যাবরেটরি’ গল্পটি রয়েছে?
            (a) ১ম
            (b) ২য়
            (c) ৩য়
            (d) ৪র্থ

উঃ (d) ৪র্থ

Q3. ল্যাবরেটরি’ গল্পটি কখন প্রকাশিত হয়?
       (a) আশ্বিন, ১৩০০ বঙ্গাব্দে
       (b) আশ্বিন, ১৩২১ বঙ্গাব্দে
       (c) আশ্বিন, ১৩৪৭ বঙ্গাব্দে
       (d) আশ্বিন, ১৩৪৮ বঙ্গাব্দে

উঃ  (c) আশ্বিন, ১৩৪৭ বঙ্গাব্দে

Q4. ল্যাবরেটরি’ গল্পটি প্রকাশ হয় কোন পত্রিকায়?
        (a) আনন্দবাজার
        (b) বর্তমান
        (c) সাধন
        (d) কর্মসংস্থান 

উঃ (a) আনন্দবাজার

Q5. ল্যাবরেটরি’ গল্পটি কত খ্রিঃ প্রকাশ হয়?
         (a) ১৯৪১ খ্রিঃ
         (b) ১৯৪৮ খ্রিঃ
         (c) ১৯৪০ খ্রিঃ
         (d) ১৯৩৯ খ্রিঃ

উঃ  (c) ১৯৪০ খ্রিঃ

Q6. ল্যাবরেটরি' গল্পটি ১৯৪০ সালে আনন্দবাজার পত্রিকার কোন সংখ্যায় প্রকাশ হয়?
        (a) ফাল্গুন
        (b) আশ্বিন
        (c) বর্ষা
        (d) আশ্বিন মাসের শারদীয়া

উঃ  (d) আশ্বিন মাসের শারদীয়া

Q7. নন্দকিশোর মল্লিক কোন গল্পের চরিত্র?
        (a) দেনাপাওনা
        (b) স্ত্রীর পত্র
        (c) ল্যাবরেটরি
        (d) পােস্টমাস্টার

উঃ  (c) ল্যাবরেটরি

Q8. নন্দকিশাের মল্লিক কোন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে?
        (a) কলকাতা
        (b) অঙ্গপুর আই আই,টি
        (c) শালবপুর
        (d) লন্ডন

উঃ (d) লন্ডন

Q9. নন্দকিশোর ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথমে কিসে কাজ করতেন?
     (a) ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে
     (b) জামসেদপুর টাটা কোম্পানিতে
     (c) রেল কোম্পানিতে
     (d) শিবপুর ইঞ্জিনিয়ারিং-এ

উঃ (c) রেল কোম্পানিতে

Q10. নন্দকিশাের কলকাতার কোন জায়গায় ল্যাবরেটরি বানিয়েছিল?
        (a) শিকদারপাড়ায়
        (b) জোড়াসাঁকোতে
        (c) মল্লিক পাড়ায়
        (d) লেক টাউনে

উঃ (a) শিকদারপাড়ায়

Q11. নন্দকিশাের তার বিশাল ল্যাবরেটরিতে গবেষণার জন্য কোথা থেকে বড়াে বড়াে দামি দামি যন্ত্র কিনে এনেছিল?
     (a) ইংল্যান্ড ও আমেরিকা
     (b) আমেরিকা ও জার্মান
     (c) রাশিয়া ও জার্মান
     (d) ফ্রান্স ও সুইজারল্যান্ড

উঃ (b) আমেরিকা ও জার্মান

Q12. “তখন য়ুরােপের প্রথম যুদ্ধের বাজার সরগরম।”- কোন গল্পে আছে?
        (a) জননী
        (b) ল্যাবরেটরি
        (c) রসময়ীর রসিকতা
        (d) সোনারকেল্লা

উঃ (b) ল্যাবরেটরি

Q13. ল্যাবরেটরি’ গল্পটি কার লেখা?
        (a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
        (b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
        (c) মানিক বন্দ্যোপাধ্যায়
        (d) রবীন্দ্রনাথ ঠাকুর

উঃ (d) রবীন্দ্রনাথ ঠাকুর

Q14. নন্দকিশাের পাঞ্জাবে থাকাকালীন সােহিনীর সঙ্গে যখন পরিচয় হয় তখন সােহিনীর বয়স কত ছিলো?
    (a) পনেরাে বছর 
    (b) কুড়ি বছর 
    (c) সতেরাে বছর 
    (d) ষােলাে বছর 

উঃ (b) কুড়ি বছর 

Q15. নন্দকিশােরের পদৰী কী ছিল?
        (a) গাঙ্গুলী
        (b) মণ্ডল
        (c) সরকার
        (d) মল্লিক

উঃ (d) মল্লিক

Q16. সােহিনী নন্দকিশােরকে কার দেনার টাকা শােধ করে দিতে বলেছিলেন?
         (a) সােহিনীর আইমার
         (b) সােহিনীর নিজের
         (c) নন্দকিশােরের
         (d) সােহিনীর মেয়ে নীলার

উঃ (a) সােহিনীর আইমার

Q17. আচ্ছা বেশ, রইল কথা। এই পরাে আমার আংটি'। - এই বাক্যটি কোথায় আছে?
        (a) রসময়ীর রসিকতা
        (b) পােস্টমাস্টার
        (c) ল্যাবরেটরি
        (d) জননী গল্পে

উঃ (গ) ল্যাবরেটরি

 Q18. মেয়েটিকে ডাকত সবাই কি বলে?
       (a) নিরুপমা
       (b) সােহিনী
       (c) রােহিনী
       (d) সােহিনী

উঃ (d) সােহিনী

Q19. সােহিনীর আইমা থাকত পাঞ্জাবের কোন জায়গায়? 
         (a) অমৃতসরে
         (b) লুধিয়ানায়
         (c) আম্বালায়
         (d) লাহোরে

উঃ (c) আম্বালায়

Q20. নন্দকিশােরের মৃত্যু হল কোন বয়সে?
      (a) কিশাের
      (b) মাঝ বয়সে
      (c) যুবক
      (d) প্রৌঢ়

উঃ (d) প্রৌঢ়

Q21. নন্দকিশােরের মৃত্যু হল কীভাবে?
(a) এক দুঃসাহসিক বৈজ্ঞানিক গবেষণার অপঘাতে
(b) দাঙ্গা-হাঙ্গামায়
(c) মারাত্মক রােগে
(d) সাপের কামড়ে

উঃ (a) এক দুঃসাহসিক বৈজ্ঞানিক গবেষণার অপঘাতে

Q22. সােহিনীর মেয়েটির নাম কী?
       (a) নিরুপমা
       (b) রীণা
       (c) নীলিমা
       (d) দেবলীনা

উঃ (c) নীলিমা

Q23. সােহিনীর মেয়ে নীলার পিতা কে ছিল?
      (a) নন্দকিশাের
      (b) কোনাে এক কাশ্মীরী পুরুষ
      (c) অধ্যাপক মন্মথ চৌধুরী
      (d) এক ইংরেজ সাহেব

উঃ (b) কোনাে এক কাশ্মীরী পুরুষ

Q24. সােহিনী চরিত্রটি কোন গল্পে আছে?
     (a) ল্যাবরেটরি
     (b) দেনাপাওনা
     (c) মেঘ ও রৌদ্র
     (d) স্ত্রীর পত্র

উঃ (a) ল্যাবরেটরি

Q25. নীলিমা কে?
(a) ল্যাবরেটরির একজন গবেষিকা
(b) ল্যাবরেটরির কর্মচারী
(c) সােহিনীর মেয়ে
(d) নন্দকিশােরের মেয়ে

উঃ (c) সােহিনীর মেয়ে

Q26. 'ল্যাবরেটরি’ গল্পে নন্দকিশােরের মৃত্যুর সময় নীলার বয়স কত ছিল?
         (a) পনেরাে
         (b) কুড়ি
         (c) সতেরাে
         (d) ষােলাে

উঃ (d) ষােলাে

Q27. রেবতী ভট্টাচার্য কোন গল্পের চরিত্র?
    (a) জননী
    (b) ল্যাবরেটরি
  . (c) কাবুলিওয়ালা
    (d) রসময়ীর রসিকতা

উঃ (b) ল্যাবরেটরি

Q28. রেবতী ভট্টাচার্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযােগ পেয়েও পিসিমার জন্য পড়তে পারল না?
      (a) কেমব্রিজ
      (b) অক্সফোর্ড
      (c) ক্যালিফোর্নিয়া
      (d) হার্ভার্ড

উঃ (a) কেমব্রিজ

Q29. সােহিনী কাকে ল্যাবরেটরির সভাপতি করেছিল?
(a) অধ্যাপক মন্মথ চৌধুরীকে 
(b) নীলিমাকে
(c) নন্দকিশােরকে
(d) রেবতী ভট্টাচার্যকে

উঃ (d) রেবতী ভট্টাচার্যকে

Q30.  'ল্যাবরেটরি’ গল্পে বন্ধুবাবুর পেশা কী ছিল?
           (a) শিক্ষকতা
           (b) উকিল
           (c) গবেষক
           (d) চাকুরী

উঃ (b) উকিল

Q31. সােহিনী পাঞ্জাবে চলে গেলে ল্যাবরেটরির প্রহরার জন্য কয়জন প্রহরী রেখে গিয়েছিল?
      (a) পাঁচজন
      (b) দুইজন
      (c) চারজন
      (d) চারজন

উঃ (d) চারজন

Q32. নীলা রেবতীকে কোন ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল?
        (a) নেতাজী ক্লাব
        (b) জাগানী ক্লাব
        (c) দেশবন্ধু ক্লাব
        (d) দিব্যায়ন ক্লাব

উঃ (b) জাগানী ক্লাব

Q33. “হাঁ, সত্যি। বঙ্কুবাবু আমার সােলিসিটর। উক্ত কথাটি কে কোথায় বলেছে?
(a) নীলা, ল্যাবরেটরি গল্পে
(b) রােহিনী, কৃষ্ণকান্তের উইল উপন্যাসে
(c) রসময়ী, রসময়ীর রসিকতা গল্পে
(d) নীলা, ল্যাবরেটরি গল্পে

উঃ (a) নীলা, ল্যাবরেটরি গল্পে

Q34. “কিগাে সার আইজাক নিউটন", রেজিস্ট্রিআপিসে নােটিস তাে দেওয়া হয়েছে, ফিরিয়ে নিতে চাও নাকি। এখানে কাকে সার আইজাক নিউটন বলা হয়েছে?
(a) অধ্যাপক মন্মথ চৌধুরীকে
(b) রেবতী ভট্টাচার্যকে
(c) নন্দকিশাের মল্লিককে
(d) বন্ধুবাবুকে

উঃ (b) রেবতী ভট্টাচার্যকে

Q35. ও ভাঙন ধরানাে মেয়ে। ওর হাতে যা পড়বে তা আস্ত থাকবে না।'- কাকে ভাঙন  ধরানাে মেয়ে বলা হয়েছে?
(a) সােহিনীকে
(b) নীলাকে
(c) লাবণ্যকে
(d) রসময়ীকে

উঃ (b) নীলাকে

Q36. আমার মেয়েটি মদের পাত্র। কানায় কানায় ভরা। এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে?
           (a) সােহিনী
           (b) রসময়ী
           (c) বিনােদিনী
           (d) নীলা

উঃ (d) নীলা

Q37.  'ফিরে এসে যদি হিসাব নেবার সময় হয় তাে হিসাব নেব'। কথাটির বক্তা কে?
          (a) অধ্যাপক মন্মথ চৌধুরী
          (b) রেবতী
          (c) নন্দকিশাের
          (d) সােহিনী

উঃ   (d) সােহিনী

Q38. “চিনতে পারছি নে'।- কে কাকে চিনতে পারছে না?
         (a) সােহিনী নন্দকিশােরকে
         (b) সােহিনী নীলাকে
         (c) সােহিনী রেবতীকে
         (d) সােহিনী অধ্যাপক মন্মথ চৌধুরীকে

উঃ (d) সােহিনী রেবতীকে

Q39. রেবি চলে আয়'। 'রেবি' বলতে কাকে বােঝানাে হয়েছে?
     (a) রবীন্দ্রনাথকে
     (b) রেবতীকে
     (c) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কে
     (d) রূপচাঁদকে 

উঃ (b) রেবতীকে

Q40. সুড়সুড় করে রেবতী পিসিমার পিছন পিছন চলে গেল, ____(শূন্যস্থান পূরণ করাে)
       (a) একবার ভাবলও না
       (b) একবার কথাও বলল না
       (c) একবার ফিরেও তাকাল না
       (d) একবার কাদলও না

উঃ (c) একবার ফিরেও তাকাল না

Q41. 'ব্রজেন্দ্রবাবু' চরিত্রটি কোন গল্পে আছে?
      (a) জননী
      (b) রসময়ীর রসিকতা
      (c) ল্যাবরেটরি
      (d) কাবুলিওয়ালা

উঃ (c) ল্যাবরেটরি

Q42. তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রির মেয়ে। ব্রাহ্মণের ছেলেটি কে? আর ছত্রির মেয়েটিই বা কে?
(a) রবীন্দ্রনাথ, মৃণালিনী দেবী
(b) মন্মথ চৌধুরী, সােহিনী
(c) নন্দকিশাের, সােহিনী
(d) রেবতী, সােহিনী

উঃ (d) রেবতী, সােহিনী

Q43. নন্দকিশোর ছিলেন ইউনিভার্সিটির থেকে পাশ করা এঞ্জিনিয়ার'। এই লাইনটি হল ‘ল্যাবরেটরি’ গল্পের?
(a) শেষ লাইন
(b) মাঝখানের লাইন
(c) প্রথম লাইন
(d) শেষ লাইনের ঠিক আগের লাইন

উঃ  (d) প্রথম লাইন

Q44. নন্দকিশোর লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন?
              (a) এঞ্জিনিয়ারিং
              (b) ওকালতি
              (c) কলাবিদ্যা
              (d) ডাক্তারি

উঃ (a) এঞ্জিনিয়ারিং

Q45.  নন্দকিশাের ছিলেন—?
       (a) ব্রিলিয়ান্ট
       (b) মারভেলাস
       (c) এক্সপার্ট
       (d) দক্ষ

উঃ (a) ব্রিলিয়ান্ট

Q46. ব্রিলিয়ান্ট শব্দটির অর্থ কী?
     (a) ভালো
     (b) দেদীপ্যমান
     (c) উপহার 
     (d) মাঝারি বুদ্ধিসম্পন্ন

উঃ (b) দেদীপ্যমান

Q47. নন্দকিশােরের কাজে কর্তারা তাকে কী বলত?
     (a) জিনিয়াস
     (b) দক্ষ
     (c) এক্সপার্ট
     (d) ব্রিলিয়ান্ট

উঃ (a) জিনিয়াস

Q48. সােহিনী দৃষ্টিপাত করছিল যার দিকে তার নাম?
      (a) রেবতী ভট্টাচার্য
      (b) সুমিত ভট্টাচার্য
      (c) অটল ভট্টাচার্য
      (d) অধ্যাপক মন্মথ চৌধুরী

উঃ (a) রেবতী ভট্টাচার্য

Q49. রেবতীর প্রথম দিককার অধ্যাপক কে?
      (a) মন্মথ চৌধুরী
      (b) বিলাস বটব্যাল
      (c) অতনু পাল
      (d) নন্দকিশাের

উঃ (a) মন্মথ চৌধুরী

Q50. মিসেস মল্লিক কে?
     (a) সােহিনী
     (b) কামিনী
     (c) ভ্রমর
     (d) নীলা

উঃ (a) সােহিনী

Q51. এই আমার ধর্মকর্ম কথাটি বলেছেন?
      (a) রেবতী
      (b) ভ্রমর
      (c) মিসেস মল্লিক
      (d) নীলা

উঃ (c) মিসেস মল্লিক

Q52. সােহিনী কাকে ল্যাবরেটরিতে বসাতে চেয়েছে?
      (a) রেবতীকে
      (b) মন্মথকে
      (c) দশরথকে
      (d) নন্দকিশােরকে

উঃ (a) রেবতীকে

Q53. “শিলা জলে ভাসে’ কথাটি বলেছেন?
             (a) নন্দকিশাের
             (b) মিসেস মল্লিক
             (c) অধ্যাপক চৌধুরী
             (d) বঙ্কবিহারী

উঃ (c) অধ্যাপক চৌধুরী

Q54.  দ্রাবিড়ি সমাজ হল______?
(a) মেট্রিয়ার্কাল সমাজ
(b) অধ্যাপক চৌধুরী
(c) বন্ধুবিহারী
(d) মেট্রিয়ালজিক্যাল সমাজ

উঃ (a) মেট্রিয়ার্কাল সমাজ (মেট্রিয়ার্কাল সমাজে মেয়েরা পুরুষের সেরা)

Q55. রেবতী কার কাছে মানুষ হয়?
     (a) পিসি
     (b) প্রতিবেশী
     (c) মাসি
     (d) মামা

উঃ  (a) পিসি

Q56. আকাশ নিল বিথীকার তলায় রেবতী কোন বার কাটায়?
         (a) রবিবার
         (b) বৃহস্পতিবার
         (c) সােমবার
         (d) শুক্রবার

উঃ (a) রবিবার

Q57. রেবতীর বাবা কোন পেশায় যুক্ত ছিলেন?
(a) যজন যাজন
(b) ওকালতি
(c) ডাক্তারি
(d) ব্যবসায়ী

উঃ (a) যজন যাজন

Q58. আমার শুকনাে পাঞ্জাবী মন’ - কথাটি বলেছে?
      (a) সােহিনী
      (b) নীলা
      (c) সুরভি
      (d) রসময়ী

উঃ (a) সােহিনী

Q59. নন্দকিশাের গাছপালার খোঁজে কোথায় গিয়েছিলেন?
       (a) সিঙ্গাপুরে
       (b) বর্মায়
       (c) বিহারে
       (d) আমেরিকায়

উঃ (b) বর্মায়

Q60. নন্দকিশাের বর্মা থেকে কোন গাছের চারা এনেছিল?
        (a) কোম্মাইটানিয়েঙ্গ
        (b) ভ্যানিলাপেন
        (c) টানিয়েঙ্গলুমিয়া
        (d) হিবিসকাস

উঃ (a) ক্কোম্মাইটানিয়েঙ্গ

Q61 “ক্কোমাইটানিয়েঙ্গ’- এর ল্যাটিন নাম কী?
       (a) গিলেটিয়া
       (b) মিলেটিয়া
       (c) চুরুটিয়া
       (d) ল্যাঙ্গারিয়া

উঃ (b) মিলেটিয়া

Q62. নীলাকে সােহিনী কোথায় বসিয়ে রেখেছিল?
         (a) স্টীমারে
         (b) স্টীমলঞ্চে
         (c) পার্কে
         (d) বকুল গাছের তলায়

উঃ (a) স্টীমারে

Q63. সােহিনীর মতে পুরুষ মানুষের দরকার?
         (a) বিদ্যা
         (b) ম্যাগনেটিজম
         (c) পার্সোনালিটি
         (d) প্রখর বুদ্ধি

উঃ (b) ম্যাগনেটিজম

Q64. নন্দকিশােরের নেশা ছিল?
(a) দামী যন্ত্র সংগ্রহের
(b) বিদেশী ফুল সংগ্রহের
(c) ফুলের বীজ সংগ্রহের
(d) দামী মােটরগাড়ি সংগ্রহের

উঃ (a) দামী যন্ত্র সংগ্রহের

Q65. রেবতীকে চা দিয়েছিল কে?
       (a) ব্রাহ্মণ চাকর
       (b) মুসলমান খানসামা
       (c) চাকরানী
       (d) নীলা

উঃ (b) মুসলমান খানসামা

Q66. সােহিনী রেবতীকে কী করতে চেয়েছিল?
(a) ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট
(b) ট্রাস্ট সম্পত্তির মালিক
(c) ট্রাস্ট সম্পত্তির এম.ডি.
(d) ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট

উঃ (a) ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট

Q67. সােহিনী সােহিনী না বলে অধ্যাপক চৌধুরীকে কী বলে ডাকতে বলেছিল?
          (a) সুহি
          (b) মােহিনী
          (c) সােহিনী
          (d) সােহা

উঃ (a) সুহি

Q68. অধ্যাপক চৌধুরী রেবতীকে কটি গ্যালভানােমিটার দেখিয়েছিল?
         (a) তিনটি
         (b) দুইটি
         (c) চারটি
         (d) ছয়টি

উঃ (b) দুইটি

Q69. ল্যাবরেটরির হেড মিস্ত্রি কে?
       (a) মানিক
       (b) মিলন
       (c) আব্দুল
       (d) মনু

উঃ (a) মানিক

Q70. চৌধুরীমশায়ের সতীর্থ কে ছিলেন?
       (a) অমূল্য আড়ি
       (b) অমূল্যরতন
       (c) অমূল্য রেডি
       (d) অমূল্যভূষণ

উঃ (a) অমূল্য আড়ি

Q71. অমূল্য আড়ি পেশায় কী ছিলেন?
           (a) শিক্ষানবীশ
           (b) ব্যারিস্টার
           (c) নেতা
           (d) ডাক্তার

উঃ (d) ডাক্তার

Q72. সােহিনী কোথাকার মেয়ে?
    (a) পাঞ্জাবের
    (b) তামিলনাড়ুর
    (c) কাশ্মীরের
    (d) গুজরাটের

উঃ (a) পাঞ্জাবের

Q73. রেবতী ব্লটিঙের উপর কী  লিখেছিল?
     (a) যাব না যাব না যাব না
     (b) যাব যাব যাব
     (c) না না না
     (d) আমি যাব না

উঃ (a) যাব না যাব না যাব না

Q74. লাল রঙের রুমালে কী লেখা ছিল?
      (a) লীলা
      (b) নীলা
      (c) নীলু
      (d) নীলিমা

উঃ (b) নীলা

Q75. জাগানী ক্লাবের পেট্রন কে?
         (a) ব্রজেন্দ্র বাবু
         (b) বাজেন্দ্র বাবু
         (c) মিহির বাবু

উঃ (a) ব্রজেন্দ্র বাবু

Q76. নীলা রেবতীকে চায়ের নেমন্তন্নের সময় বলেছিল?
         (a) চারটে পঁয়তাল্লিশ
         (b) চারটে পঁয়ত্রিশ
         (c) তিনটে পঁয়তাল্লিশ
         (d) চারটে ত্রিশ

উঃ  (a) চারটে পঁয়তাল্লিশ

Q77. সােহিনী খরচের টাকা রেবতীকে কি বারে পাঠিয়েছিল?
     (a) শুক্রবারে
     (b) সােমবারে
     (c) রবিবারে
     (d) মঙ্গলবারে

উঃ (a) শুক্রবারে

Q78. সিনেমার গায়কের এক রাতের পাওনা কত?
        (a) পাঁচশাে টাকা
        (b) চারশাে টাকা
        (c) দুশাে টাকা
        (d) সাড়ে তিনশাে টাকা

উঃ (b) চারশাে টাকা

Q79. রেবতীর নিমন্ত্রিত অতিথি ছিল?
     (a) ৬০ জন
     (b) ৬৭ জন
     (c) ৬৮ জন
     (d) ৬৫ জন

উঃ (d) ৬৫ জন

1 মন্তব্যসমূহ

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন