Q52. মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু ও জীবজগতের প্রভাব বেশি থাকলে তাকে বলে?
(a)
এক্সোডায়নামােমরফিক
(b)
এন্ডােডায়নামােমরফিক
(c)
ডায়নামােমরফিকমৃত্তিকা
(d)
কঙ্কালসার
➤ (a) এক্সোডায়নামােমরফিক
Q53.. নবীন পলি মৃত্তিকা কী নামে পরিচিত?
(a) খাদার
Q53.. নবীন পলি মৃত্তিকা কী নামে পরিচিত?
(a) খাদার
(b) ভার
(c) ভাঙ্গর
(d) ধাক্কার
➤ (a) খাদার
Q54. প্রাচীন পলি মৃত্তিকা কী নামে পরিচিত?
(a) ভার
Q54. প্রাচীন পলি মৃত্তিকা কী নামে পরিচিত?
(a) ভার
(b)
ভাঙ্গর
(c) খাদার
(d)
ধাঙ্কার
➤ (b) ভাঙ্গর
Q55. যে প্রক্রিয়ায় মৃত্তিকা পরিলেখে ক্যালসিয়াম কার্বোনেটের সঞ্চয়ন ঘটে তাকে?
(a) হিউমিফিকেশান বলে
Q55. যে প্রক্রিয়ায় মৃত্তিকা পরিলেখে ক্যালসিয়াম কার্বোনেটের সঞ্চয়ন ঘটে তাকে?
(a) হিউমিফিকেশান বলে
(b)
ক্যালসিফিকেশান বলে
(c)
মিনারেলাইজেশন বলে
(d)
প্লেইজেশান বলে
➤ (b) ক্যালসিফিকেশান
Q56. মাটিতে PH এর মান 7 এর কম হলে তাকে কী বলে?
(a) অন্নধর্মী
➤ (b) ক্যালসিফিকেশান
Q56. মাটিতে PH এর মান 7 এর কম হলে তাকে কী বলে?
(a) অন্নধর্মী
(b) ক্ষারধর্মী
(c) প্রশমমাটি
(d) হিউমাস
➤ (a) অম্লধর্মী
Q57.যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়ায় শিলাস্তরের উপরিভাগ থেকে শিলা-পিয়াজের খােসার মতাে
খুলে যায় তাকে?
(a) ক্ষুদ্রকণা বিশরণ বলে
➤ (a) অম্লধর্মী
Q57.যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়ায় শিলাস্তরের উপরিভাগ থেকে শিলা-পিয়াজের খােসার মতাে
খুলে যায় তাকে?
(a) ক্ষুদ্রকণা বিশরণ বলে
(b) পিন্ড বিশরণ
বলে
(c) শল্কমােচন
বলে
(d) প্রস্তর
খন্ডীকরণ বলে
➤ (c) শল্কমােচন বলে
Q58. শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাকে বলে?
➤ (c) শল্কমােচন বলে
Q58. শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাকে বলে?
(a)
জারন
(b)
জলযােজন
(c)
অঙ্গারযােজন
(d)
কার্বনেশান বলে
➤ (b) জলযােজন
Q59. প্রেইরী ও স্তেপ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা কী নামে পরিচিত?
(a) ধূসর বাদামী
➤ (b) জলযােজন
Q59. প্রেইরী ও স্তেপ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা কী নামে পরিচিত?
(a) ধূসর বাদামী
(b) চেষ্টনাট
(c) চারনােজেম
(d) পডসল
➤ (c) চারনােজেম
Q60. মরুপ্রায় অঞ্চলের মৃত্তিকা গঠন প্রক্রিয়া কী নামে পরিচিত?
(a) ক্যালসিফিকেশান
➤ (c) চারনােজেম
Q60. মরুপ্রায় অঞ্চলের মৃত্তিকা গঠন প্রক্রিয়া কী নামে পরিচিত?
(a) ক্যালসিফিকেশান
(b)
অ্যালকানাইজেশান
(c)
স্যালিনাইজেশান
(d) হিউমিফিকেশন
নামে
➤ (c) স্যালিনাইজেশান
➤ (c) স্যালিনাইজেশান
⦿⦿ ভারতের মৃত্তিকা অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেট ⦿⦿
Q61. অপরিণত মাটিতে কী সম্পষ্টভাবে গড়ে ওঠে না?
উত্তরঃ স্তর
Q62. বালুকাময় মৃত্তিকা জলধারণে অক্ষম, তাই একে কোন মৃত্তিকা বলে?
উত্তরঃ ভৌত শুষ্ক মৃত্তিকা
Q63. যে মুহূর্তে উদ্ভিদ মৃত্তিকা থেকে জল সংগ্রহ করতে পারে না তাকে কী বলে?
উত্তরঃ Wilting Point (বিশুষ্কীভবনাঙ্ক)
Q64. মৃত্তিকা শ্রেণিবিভাগের একক ধরা হয়___?
উত্তরঃ পেড়ন
Q65. দলবদ্ধ পেড়নগুলিকে একত্রে কী বলে?
উত্তরঃ পলিপেড়ন
Q66. মৃত্তিকার কণাসমষ্টি ও জৈবপদার্থের প্রাকৃতিক সংযােজনের মাধ্যমে গঠিত
মৃত্তিকার অংশকে কী বলে?
উত্তরঃ পেড়
Q67. হােরাইজনে কর্দম খনিজের সঞ্চয়ের ফলে যে দৃঢ়, জলপ্রতিরােধীস্তর সৃষ্টি
হয় তাকে কী বলে?
উত্তরঃ কঠিন পাত্র (Hard Pan).
Q68. ইলুভিয়েশন পদ্ধতি মাটির
কোন স্তরে ঘটে থাকে?
উত্তরঃ নীচের B স্তরে
Q69.‘এলুভিয়েশান পদ্ধতি’ মাটির কোন
স্তরে ঘটে থাকে?
উত্তরঃ উপরের A স্তরে
Q70. জলের সাথে দ্রবীভূত পদার্থের নিম্নগমনকে কোন প্রক্রিয়া বলে?
উত্তরঃ ধৌতপ্রক্রিয়া
Q71. সম ভূপ্রকৃতি বিশিষ্ট অঞ্চলে মৃত্তিকার উপরের স্তর থেকে নীচের স্তর
পর্যন্ত মৃত্তিকার পর্যায় ক্রমিক
অবস্থানকে কী বলে?
উত্তরঃ ক্যাটেনা
Q72. 'Soil” শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ‘Solum' (সােলাম থেকে)
Q73. এলুভিয়েশান প্রক্রিয়ায় মাটির হােরাইজনের কোন স্তর গঠিত হয়?
উত্তরঃ A স্তর
Q74. ইলুভিয়েশান প্রক্রিয়ায় মাটির হােরাইজনের কোন স্তর গঠিত হয়?
উত্তরঃ B স্তর
Q75. পেডােক্যাল মৃত্তিকায় কীসের প্রাধান্য আছে?
উত্তরঃ ক্যালসিয়ামকার্বনেট
Q76 মৃত্তিকার অম্লত্ব, ক্ষারকত্ব এবং প্রশমতাকে কী বলে?
উত্তরঃ মৃত্তিকার PH
Q77. মৃত্তিকাস্থিত জলের নিম্নমুখী প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পর মৃত্তিকার উপর
স্তরে যে পরিমাণ জল
থাকে কী বলে?
উত্তরঃ মাঠস্থিত ক্ষমতা (Field Capacity)
Q78. হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
উত্তরঃ হিউমিফিকেশান
Q79. মৃত্তিকার মধ্য দিয়ে উলম্ব প্রস্থচ্ছেদ টানলে যে স্তরবিন্যাস পাওয়া যায়
তাকে কী বলে?
উত্তরঃ মৃত্তিকার স্তরায়ণ
Q80. পডজল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কী নামে পরিচিত?
উত্তরঃ পডজলীকরণ (Podzolisation)
Q81. ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কী নামে পরিচিত?
উত্তরঃ ল্যাটেরাইটিকরণ (Latrization)
Q82. ক্ষারকীয় মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কী নামে পরিচিত?
উত্তরঃ অ্যালকালাইজেশান
Q83. মৃত্তিকাক্ষয়ের আন্তর্জাতিক সূত্রটি লেখ?
উত্তরঃ A=RKLSCP.
Q84. মৃত্তিকায় খাড়া পাড়যুক্ত খাতগুলিকে কী বলে?
উত্তরঃ র্যাভাইন
Q85. চারনোজেম মৃত্তিকা কোন বর্ণের হয়?
উত্তরঃ কৃষ্ণ
Q86. বৃক্ষহীন অঞ্চলে সংকীর্ণনালিকা ও ব্যাভাইন সমৃদ্ধ অঞ্চল কী নামে
পরিচিত?
উত্তরঃ উৎখাত ভূমিরূপ
Q87. মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কী নামে পরিচিত?
উত্তরঃ পেডােজেনেসিস (Pedogenesis)
Q88. মৃত্তিকাস্থিত যে জল মূলরােম দ্বারা উদ্ভিদ শােষণ করতে পারে তাকে কোন জল
বলে?
উত্তরঃ কৈশিক
Q89. জল মাটির সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ থাকলে সেই জলকে কী জল বলে?
উত্তরঃ সংযুক্ত
Q90. আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে____বলে?
উত্তরঃ রেগােলিথ
Q91. A ও B -এর মিলিত স্তরকে বলা হয়?
উত্তরঃ সােলাম
Q92. বহিরাঞ্চলিক মৃত্তিকার অপর নাম কোন মৃত্তিকা?
উত্তরঃ অপরিণত
Q93. আঞ্চলিক মৃত্তিকার অপর নাম কী?
উত্তরঃ পরিণত
Q94.পাইন বনাঞ্চলে অম্লধর্মী কোন মৃত্তিকার উদ্ভব হয়?
উত্তরঃ পডসল
Q95. শঙ্কমােচন প্রক্রিয়া কোন শিলায় সর্বাধিক হয়?
উত্তরঃ গ্রানাইট
Q96. উদ্ভিদ ও প্রাণীর দ্বারা যান্ত্রিক বা রাসায়নিকভাবে শিলা কী
বিচূর্ণীকৃত ও বিয়ােজিত হলে তাকে কী
বলে?
উত্তরঃ জৈব আবহবিকার বলে
Q97. আবহবিকারের ফলে সৃষ্ট সূক্ষ্ম ও শিথিল শিলাচূর্ণকে কী বলে?
উত্তরঃ রেগােলিথ
Q98.জলবায়ু মৃত্তিকা গঠনের কোন ধরণের উপাদান?
উত্তরঃ সক্রিয়
Q99. মৃত্তিকা আদিশিলার উপরে অবস্থান না করে অন্যত্র নীত হলে তাকে কী
মৃত্তিকা বলে?
উত্তরঃ পরিবাহিত
Q100. কোন মৃত্তিকা বিজ্ঞানী মৃত্তিকা
গঠনের উপাদান সম্পর্কে – ‘S=f(cl, o, P, r, t) সূত্রটি দেন?
উত্তরঃ বিজ্ঞানী জেনী
📥 File Details :
Size - 900 KB
Total Page - 15
Name - মৃত্তিকা অধ্যায় এর সব প্রশ্নও উত্তর সেট
File Format - পিডিএফ [PDF]
File Location - Google Drive