উচ্চ মাধ্যমিক বায়ুমণ্ডল ছোটো প্রশ্ন ও উত্তর প্র্যাক্টিস সেট


⬟ উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি ২০২২
উচ্চ মাধ্যমিক ভূগোল অধ্যায় : বায়ুমণ্ডল | ছোটো প্রশ্ন ও উত্তর সেট MCQ + SAQ

প্রশ্নঃ1. একটি উর্ধ্বমন্ডলীয় গােলযােগ হল?
                  (a) ঘূর্ণবাত 
                  (b) টর্নেডাে 
                  (c) শিলাবৃষ্টি 
                  (d) জেটস্ট্রিম 

উত্তরঃ  (d) জেটস্ট্রিম

প্রশ্নঃ2. ঘূর্ণাবাতের কেন্দ্রে থাকে কোন চাপ?
                (a) উচ্চচাপ 
                (b) নিম্নচাপ 
                (c) পার্শ্বচাপ 
                (d) উচ্চচাপ

ত্তরঃ  (b) নিম্নচাপ

প্রশ্নঃ3. ঘূর্ণিঝড়ে বায়ুর গতি উত্তর গােলার্ধে কেমন থাকে? 
           (a) ঘড়ির কাটার অনুক্রমে 
           (b) ঘড়ির কাটার বিপরীতক্রমে 
           (c) সরলরেখায় 
           (d) উর্ধ্বমুখী থাকে

ত্তরঃ (b) ঘড়ির কাঁটার বিপরীতক্রমে

প্রশ্নঃ4. সাইক্লোন হল একটি ?
             (a) ক্রান্তীয় ঘূর্ণবাত 
             (b) নাতিশীতােষ্ণ ঘূর্ণবাত 
             (c) শীতল প্রতীপ ঘূর্ণবাত 
             (d) উষ্ণ প্রতীপ ঘূর্ণবাত

ত্তরঃ  (a) ক্রান্তীয় ঘূর্ণবাত 

প্রশ্নঃ5. জেট বায়ু প্রবাহিত হয়?
         (a) স্ট্র্যাটোস্ফিয়ারের উর্ধ্বাংশে 
         (b) ম্যাগনেটোস্ফিয়ারের উর্ধ্বাংশে 
         (c) ট্রপােস্ফিয়ারের উর্ধ্বাংশে 
         (d) ওজনােস্ফিয়ারের উর্ধাংশে

উত্তরঃ  (a) স্ট্র্যাটোস্ফিয়ারের উর্ধ্বাংশে

প্রশ্নঃ6. নাতিশীতােষ্ণ ঘূর্ণর্বত দেখা যায়?
           (a) নিম্ন অক্ষাংশে 
           (b) মধ্য অংশে 
           (c) ITCZ-অঞ্চলে 
           (d) উচ্চ অক্ষাংশে

উত্তরঃ  (b) মধ্য অংশে

প্রশ্নঃ7. ক্রান্তীয় ঘূর্ণবাত সংঘটিত হয় সাধারণত উভয় গােলার্ধে?
               (a) ৫ ডিগ্রী ও ২০ ডিগ্রী অক্ষাংশের মধ্যে 
               (b) ২০ ডিগ্রী ও ৩০ ডিগ্রী  অক্ষাংশের মধ্যে 
               (c) ৩০ ডিগ্রী ও ৪০ ডিগ্রী অক্ষাংশের মধ্যে 
               (d) ৪০ ডিগ্রী ও ৫০ ডিগ্রী অক্ষাংশের মধ্যে

উত্তরঃ (a) ৫ ডিগ্রী ও ২০ ডিগ্রী অক্ষাংশের মধ্যে 

প্রশ্নঃ8. হ্যারিকেন সৃষ্টি হয়?
         (a) ক্যারিবিয়ান সাগরে 
         (b) চীন সাগরে 
         (c) আরব সাগরে 
         (d) জাপান সাগরে

উত্তরঃ (a) ক্যারিবিয়ান সাগরে

প্রশ্নঃ9. নাতিশীতােষ্ণ ঘূর্ণবাতের গতিপথ দেখা যায়?
                (a) উচ্চ অক্ষাংশে 
                (b) নিম্ন অক্ষাংশে 
                (c) মধ্য অক্ষাংশে 
                (d) কোনােটিতেই নয়

উত্তরঃ  (c)  মধ্য অক্ষাংশে

প্রশ্নঃ10. ‘সাইক্লোন’ (Cyclone) শব্দটি প্রথম ব্যবহার করেন?
               (a) রসবি 
               (b) পলম্যান 
               (c) হেনরি পিডিংটন 
               (d) ভি, বার্কনেস

উত্তরঃ  (c)  হেনরি পিডিংটন

প্রশ্নঃ11. আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপত্যকায় সৃষ্ট টর্নেডােকে বলে?
                        (a) টাইফুন 
                        (b) ব্যাণ্ডই 
                        (c) উইলি-উইলি 
                        (d) টুইস্টার

উত্তরঃ (d)  টুইস্টার

প্রশ্নঃ12. বায়ু সঞ্চালন সম্পর্কিত ‘ত্রিকোষ তত্ত্ব’ উপস্থাপিত করেন?
                  (a) রসবি 
                  (b) পলম্যান  
                  (c) ভি, বার্কনেস 
                  (d) জর্জ হ্যাডলি

উত্তরঃ  (b) পলম্যান

প্রশ্নঃ13.‘রসবি তরঙ্গ’ আবিস্কার করেন বিজ্ঞানী?
                  (a) ভি, বার্কনেস 
                  (b) রসবি 
                  (c) পলম্যান 
                  (d) জর্জ হ্যাডলি

উত্তরঃ  (b)  রসবি

প্রশ্নঃ14. 'জেট স্ট্রিম’ নামকরণটি করেন কোন আবহবিদ?
               (a) ডবলু, ওইসি 
               (b) হেইনরিস সিলকোফ 
               (c) ভি. বার্কনেস 
               (d) জর্জ হ্যাডলি

উত্তরঃ  (b)  হেইনরিস সিলকোফ



প্রশ্নঃ15. ‘প্রতীপ ঘূর্ণবত’ (Anticyclone) নামকরণ করেন?
             (a) পলম্যান 
             (b) রসবি 
             (c) ভি. বার্কনেস 
             (d) ফ্রান্সিস গ্যালটন

উত্তরঃ (d)  ফ্রান্সিস গ্যালটন

প্রশ্নঃ16. ওয়াকার সার্কুলেশন দেখা যায় কোন মহাসাগরে ?
                  (a) প্রশান্ত 
                  (b) ভারত 
                  (c) আটলান্টিক 
                  (d) সুমেরু

উত্তরঃ  (a)  প্রশান্ত মহাসাগরে

প্রশ্নঃ17. প্রতীপ ঘূর্ণবাত গঠিত হয়?
              (a) হিম মন্ডলে 
              (b) নাতিশীতােষ্ণ মন্ডলে 
              (c) ক্রান্তীয় মন্ডলে 
              (d) কোনটিতেই নয়

উত্তরঃ (a) হিম মন্ডলে

প্রশ্নঃ18. নিম্নলিখিতগুলির মধ্যে কোটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় নয়?
               (a) টাইফুন 
               (b) হ্যারিকেন 
               (c) সাইক্লোন 
               (d) ফ্রন্টাল সাইক্লোন

উত্তরঃ (d) ফ্রন্টাল সাইক্লোন

প্রশ্নঃ19. ইংরেজী ‘Cyclone'শব্দটির ব্যুৎপত্তি গ্রিক শব্দ?
                   (a) Ciclone 
                   (b) Kukloma 
                   (c) Kikloma 
                   (d) Kuklomaea

উত্তরঃ (b)  Kukloma 

প্রশ্নঃ20. ঘূর্ণবাতের কেন্দ্রস্থলকে বলা হয়?
               (a) ঘূর্ণবাতের চক্ষু 
               (b) নিউক্লিয়াস 
               (c) ফ্রন্টোজেনেসিস 
               (d) ফ্রন্টোলিসিস

উত্তরঃ  (a) ঘূর্ণবাতের চক্ষু

প্রশ্নঃ21. ক্রান্তীয় ঘূর্ণবাতের গতিবেগ ঘন্টায় কত কিমি?
              (a) 10 কিমি 
              (b) 10-100 কিমি 
              (c) 100-250 কিমি 
              (d) 20-200 কিমি

উত্তরঃ (c) 100-250 কিমি

প্রশ্নঃ22. ক্রান্তীয় ঘূর্ণবাতে দেখা যায়?
                    (a) কিউমুলাস মেঘ 
                    (b) নিশ্বাস মেঘ 
                    (c) স্টাটাস মেঘ 
                    (d) কিউমুলােনিম্বাস মেঘ

উত্তরঃ  (d) কিউমুলােনিম্বাস মেঘ

প্রশ্নঃ23. ক্রান্তীয় ঘূর্ণবাতের ব্যাপ্তিকাল সময় হল?
                 (a) হেমন্তকাল 
                 (b) বসন্তকাল
                 (c) বর্ষাকাল 
                 (d) গ্রীষ্ম ও শরৎকাল

উত্তরঃ  (d) গ্রীষ্ম ও শরৎকাল

প্রশ্নঃ24. সর্বাপেক্ষা বিধ্বংসী প্রকৃতির ঝড় হল?
                (a) হ্যারিকেন 
                (b) টর্নেডাে 
                (c) টাইফুন 
                (d) উইলি-উইলি

উত্তরঃ  (b) টনের্ডো

প্রশ্নঃ25. বঙ্গোপসাগরে উৎপন্ন  নিম্নচাপবিশিষ্ট ঝড়কে বলে?
                (a) সাইক্লোন 
                (b) টর্নেডাে 
                (c) টাইফুন 
                (d) হারমাট্টান

উত্তরঃ (a) সাইক্লোন

প্রশ্নঃ26. ‘এল নিনাের প্রভাব সর্বাধিক হয়?
(a) প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে 
(b) ভারত মহাসাগরের অষ্ট্রেলিয়া উপকূলে
(c) আটলান্টি মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড উপকূলে
(d) প্রশান্ত মহাসাগরের জাপান উপকূলে

উত্তরঃ  (a) প্রশান্ত মহাসাগরের পেরু উপকূলে

প্রশ্নঃ27. এল নিনাে হল এক ধরনের
             (a) ঘূর্ণবাত 
             (b) প্রতীপ ঘূর্ণাত
             (c) শীতল সমুদ্রস্রোত 
             (d) উষ্ণ সমুদ্রস্রোত

উত্তরঃ  (d) উষ্ণ সমুদ্রস্রোত

প্রশ্নঃ28. ‘ওয়াকার সেল’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন?
              (a) সি. জি. রসবি 
              (b) গিলবার্ট ওয়াকার 
              (c) পিটারসেন 
              (d) জে. সি. ফারমেন

উত্তরঃ  (b) গিলবার্ট ওয়াকার

প্রশ্নঃ29. এল নিনাের মারাত্মক প্রভাব দেখা যায?
             (a) পুকুরের বাস্তুতন্ত্রে 
             (b) অরণ্যের বাস্তুতন্ত্রে 
             (c) স্থলজ বাস্তুতন্ত্রে 
             (d) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বাস্তুতন্ত্রে 

উত্তরঃ (d) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বাস্তুতন্ত্রে 

প্রশ্নঃ30. ‘লা- নিনা’ হল এক ধরনের কোন শব্দ??
                  (a) গ্রিক শব্দ
                  (b) ল্যাটিন শব্দ 
                  (c) স্পেনীয় শব্দ 
                  (d) আরবি শব্দ

উত্তরঃ  (c) স্পেনীয় শব্দ

প্রশ্নঃ31. লা - নিনা’ হল এক প্রকারের?
               (a) উষ্ণ সমুদ্রস্রোত
               (b) প্রতীপ ঘূর্ণর্বাত 
               (c) ঘূর্ণবাত 
               (d) শীতল সমুদ্রস্রোত

উত্তরঃ (d) শীতল সমুদ্রস্রোত

প্রশ্নঃ32. জেট বায়ুপ্রবাহকে____টি ভাগে ভাগ করা যায়?
              (a) 2 টি 
              (b) 3 টি 
              (c) 4 টি 
              (d) 5 টি 

ত্তরঃ (d) 5 টি

প্রশ্নঃ33. উচ্চচাপ অঞ্চল থেকে বাইরের দিকে প্রবাহিত বায়ুকে বলে?
                (a) ঘূর্ণবাত 
                (b) ডিপ্রেসন 
                (c) 1.T.C.Z 
                (d) প্রতীপ ঘূর্ণর্বাত

উত্তরঃ  (d) প্রতীপ ঘূর্ণর্বাত

প্রশ্নঃ34. "লা-নিনা" শব্দের অর্থ?
                (a) শিশু খ্রিষ্ট 
                (b) দুষ্টু মেয়ে 
                (c) শান্ত মেয়ে 
                (d) শান্ত শিশু

ত্তরঃ  (c) শান্ত মেয়ে


প্রশ্নঃ35. জেট বায়ুর আবিস্কর্তা হলেন?
              (a) পিটারসন
              (b) সি.জি রবসি 
              (c) জে.সি ফরমেন
              (d) হেরোডোটাস 

উত্তরঃ (b) সি.জি রবসি 

⦿ অতিসংক্ষিপ্ত বা এককথায় উত্তর দাও :

Q36. কোন দেশের আবহাওয়া বিজ্ঞানীরা প্রথম ফ্রন্ট' শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ নায়েত আবহাওয়া বিজ্ঞানীরা
Q37. জেট বায়ুর গতিবেগ ঘন্টায় কত কিলােমিটার?
উত্তরঃ ঘটায় 100 থেকে 500 কিমি
Q38. 'ENSO' কথাটির সম্পূর্ণ অর্থ কী?
উত্তরঃ El Nino Southern Oscillation
Q39.  'El Nino' শব্দটি সর্বপ্রথম কবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়?
উত্তরঃ ১৮৯২ সালে
Q40.  IRICS - এর পুরাে নাম কী?
উত্তরঃ International Research Institute of Climate and Society.
Q41. আবহবিদ ব্যারি ও চোরলে-এর মতানুসারে পৃথিবীতে কয়টি প্রধান ক্রান্তীয় ঘূর্ণিঝড় এলাকা আছে?
উত্তরঃ ৭ টি 
Q42. কোন্ বায়ুপ্রবাহের তরঙ্গকে 'সবি তরঙ্গ' বলা হয়?
উত্তরঃ জেট বায়ুপ্রবাহের তরঙ্গকে
Q43. পৃথিবীর সর্বাপেক্ষা টর্নেডাে প্রবণ অঞ্চলটির নাম লেখ?
উত্তরঃ মিসিসিপি অববাহিকা
Q44. অকুডেড সীমান্তের অবস্থান কোন্ ঘূর্ণবাতে?
উত্তরঃ নাতিশীতােষ্ণ ঘূর্ণবাতে
Q45. NASA'-র পুরাে নাম কী?
উত্তরঃ National Aeronautic and Space Administration,
Q46. NASDA'-র পুরাে অর্থ লেখ?
উত্তরঃ National Space Development Agency
Q47. বায়ুর চাপ মাপার এককের নাম কী?
উত্তরঃ মিলিবার
Q48. টর্নেডাে ঝড়টির উৎপত্তি কোন উপসাগরে হয়?
উত্তরঃ মেক্সিকো উপসাগরে
Q49. কোথায় সারা বছরব্যাপী স্থায়ী প্রতীপ ঘূর্ণবাত বিরাজ করে?
উত্তরঃ  গ্রীনল্যান্ডে
Q50. একটি দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লেখাে?
উত্তরঃ পুবালি তরঙ্গ
Q51. কোন্ ঘূর্ণাবাতে চাপের পাথর্ক অধিক হয়?
উত্তরঃ  ক্রান্তীয় ঘূর্ণবাত
Q52. কোন ঘূর্ণবাতে সীমান্ত গঠিত হয়?
উত্তরঃ  নাতিশীতােষ্ণ ঘূর্ণবাত
Q53. তাপীয় প্রত্যক্ষ কোশের নাম কী?
উত্তরঃ  হ্যাডলিকোশ
Q54. রসবিতরঙ্গ কীসের সঙ্গে সম্পর্কযুক্ত?
উত্তরঃ  বায়ুপ্রবাহের সঙ্গে
Q55. 'সীমান্ত বা ফ্রন্ট' কী?
উত্তরঃ সীমান্ত হলাে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের সীমানা
Q56. নাতিশীতােষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি সর্বপ্রথম কে ব্যাখা করেন?
উত্তরঃ ফিৎজরয়
Q57. তরঙ্গ ঘূর্ণবাত কোন্ অঞ্চলে সৃষ্টি হয়?
উত্তরঃ মধ্য ও উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে
Q58.‘ঘূর্ণবাতের’ গবাক্ষ কী?
উত্তরঃ  ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থল।
Q59. হ্যাডলি কোযের বিস্তার কত?
উত্তরঃ উভয় গােলার্ধে 0 ডিগ্রী থেকে  30 ডিগ্রীঅক্ষাংশ বরাবর
Q60. হ্যাডলি কোষের নামকরণ কার নাম অনুসারে হয়?
উত্তরঃ  ইংল্যান্ডের আবহবিদ জর্জ হ্যাডলির নামানুসারে
Q61.নিরক্ষীয় অঞ্চলে কোন ঋতু বিদ্যমান?
উত্তরঃ উষ্ণ ও আর্দ্র ঋতু
Q62. দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কী বলে?
উত্তরঃ দৈনিক উষ্ণতার প্রসর
Q63. নিরক্ষীয় অঞ্চলের অরণ্যের অন্য নাম কী?
উত্তরঃ সেলভা
Q64. পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ আল আজিজিয়া
Q65. মৌসুমি শব্দের অর্থ কী?
উত্তরঃ ঋতু
Q66. উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর সংযােগস্থলকে কী বলে?
উত্তরঃ আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বা ITCZ
Q67. উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমিকে কী বলে?
উত্তরঃ প্রেইরি
Q68.উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে যে তুষার ঝড় হয়, তার নাম কী?
উত্তরঃ ব্লিজার্ড
Q69. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায়?
উত্তরঃ ল্যাটেরাইট
Q70. ফিলিপাইনস দ্বীপপুঞ্জের বিধ্বংসী ঝড়ের নাম কী?
উত্তরঃ টাইফুন


Q71. কোপেন পৃথিবীর জলবায়ুকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করেন?
উত্তরঃ 5 টি
Q72. MONEX কথাটির অর্থ কী?
উত্তরঃ Monsoon Expedition
Q73. গ্রীষ্মকালে থর মরুভূমিতে দিনের বেলা যে ধূলিঝড় হয় তা কী নামে পরিচিত?
উত্তরঃ আঁধি
Q74. মৌসুমি বায়ুর প্রথম ধাক্কায় বিস্তীর্ণ অঞ্চলে বজ্রপাতসহ ব্যাপকভাবে বৃষ্টিপাতকে কী বলে?
উত্তরঃ মৌসুমি বায়ুর বিস্ফোরণ
Q75. পৃথিবীর কোন অঞ্চলকে চিরগােধূলি অঞ্চল বলে?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলকে
Q76. ‘স্তেপ’ কথার অর্থ কী?
উত্তরঃ  বৃক্ষহীন তৃণচ্ছাদিত সমভূমি
 

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন