(a) উপত্যকা
(b) জলপ্রপাত
(c) উপত্যকা
(d) ব-দ্বীপ
(a) বারিকণা
(b) ধুলিকণা
উত্তরঃ (a) বারিকণা
Q3. স্বর্গ-মর্ত্য-পাতাল কোন মহাস্ত্রে গাঁথা?
(a) বল্লম
(b) ত্রিশূল
(c) গদা
উত্তরঃ (b) ত্রিশূল
Q4. তুষার রাজ্যে এসে লেখক অজ্ঞান হয়ে পড়লেন কার পদতলে?
(a) মহাদেবের পদতলে
(b) কামাক্ষ্যাদেবীর পদতলে
(c) নন্দাদেবীর পদতলে
উত্তরঃ (c) নন্দাদেবীর পদতলে
Q5. 'ভাগীরথীর উৎস সন্ধানে’ নামকরণ কোন বিষয় কেন্দ্রিক?
(a) ঘটনাকেন্দ্রিক
(b) চরিত্রকেন্দ্রিক
(c) ব্যঞ্জনাকেন্দ্রিক
(d) কোনটিই নয়
উত্তরঃ (a) ঘটনাকেন্দ্রিক
Q6. লেখক কাকে শিব বা রক্ষক বলে মনে করেছেন?
(a) মহাদেব
(b) অলকনন্দা
(c) যম
(d) নন্দাদেবী
Q7. রুদ্র ও সংহারক বলে কাকে মনে হয়েছে?
(a) ত্রিশূলকে
(b) তলােয়ারকে
উত্তরঃ (b) তলােয়ারকে
Q8. 'বেলাভূমি’ শব্দটির অর্থ হল?
(a) মরুভূমি
(b) তটভূমি
(c) জলাভূমি
(d) যে জমিতে প্রচুর বেলগাছ আছে
উত্তরঃ (b) তটভূমি
Q9. জগদীশচন্দ্র বসুর বাড়ির নিম্নে যে নদী প্রবাহিত তার নাম?
(a) যমুনা
(b) সরস্বতী
(c) গঙ্গা
(d) মেঘনা
Q10. জগদীশচন্দ্র বসুর মৃত্যু কত খ্রিঃ হয়ে ছিলো?
(a) ১৯৩৮ খ্রিঃ
(b) ১৯৩৬ খ্রিঃ
(c) ১৯৩৭ খ্রিঃ
(d) ১৯৩৯ খ্রিঃ
উত্তরঃ (c) ১৯৩৭ খ্রিঃ
Q11. 'আয়ুধ’ শব্দটির অর্থ হল?
(a) অস্ত্র
(b) বস্ত্র
(c) শাস্ত্র
(d) ওষুধ
উত্তরঃ (a) অস্ত্র
Q12. 'ভাগীরথীর উৎস সন্ধানে’ কুর্মাচল হলো একটি?
(b) সমতল
(c) নদী
(d) মালভূমি
উত্তরঃ (a) পাহাড়
Q13. 'ভাগীরথীর উৎস সন্ধানে' প্রবন্ধটি রচনা কার?
(a) জগদীশ গুপ্ত
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) জগদীশচন্দ্র বসু
(d) অমিয়ভূষণ মজুমদার
Q14. 'ভাগীরথীর উৎস সন্ধানে' প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়?
(a) ১৮৯৪ খ্রিঃ
(b) ১৮৯৫ খ্রিঃ
(c) ১৮৯০ খ্রিঃ
(d) ১৮৯৬ খ্রিঃ
উত্তরঃ (a) ১৮৯৪ খ্রিঃ
Q15. 'ভাগীরথীর উৎস সন্ধানে' আলােচ্য প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
(b) প্রাচ্য ও পাশ্চাত্য
(c) অব্যক্ত
(d) বিজ্ঞান ও মানুষ
উত্তরঃ (c) অব্যক্ত ১৯২০
Q16. কোন ঋতুতে নদীর ক্ষীণ কলেবর লক্ষ করা যেত?
(a) বসন্তের শেষে
(b) শরতের শেষে
(c) হেমন্তের শেষে
(d) গ্রীষ্মের শেষে
উত্তরঃ (c) হেমন্তের শেষে
Q17. নদীকে জগদীশচন্দ্রের কী বলে মনে হত?
(a) অপরিবর্তনশীল জীব
(b) পরির্তনশীল জীব
(c) স্বর্গের জীব
(d) হিমালয়ের জীব
উত্তরঃ (b) পরির্তনশীল জীব
Q18. জগদীশচন্দ্র বসু কখন সেই কুলু কুলু ধ্বনির মধ্যে কথা শুনতে পেতেন?
(a) দুপুরবেলা
(b) সন্ধ্যাবেলা
(c) সকালবেলা
(d) গভীর রাত্রিবেলা
উত্তরঃ (d) গভীর রাত্রিবেলা
Q19. “বিজন’ শব্দের অর্থ________?
(a) নির্জন
(b) বিসর্জন
(c) নিমজ্জন
(d) ঘন
উত্তরঃ (a) নির্জন
Q20. জগদীশচন্দ্রের জন্ম কত খ্রিঃ হয়ে ছিলো?
(a) ১৮৫৯ খ্রিঃ
(b) ১৮৫৮ খ্রিঃ
(c) ১৮৬০ খ্রিঃ
(d) ১৮৬১ খ্রিঃ
উত্তরঃ (b) ১৮৫৮ খ্রিঃ
উত্তরঃ (c) বৈজ্ঞানিক
Q22. গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেছিলেন?
(a) মেঘনাদ সাহা
(b) ব্রজেন্দ্রনাথ শীল
(c) সত্যেন্দ্রনাথ বসু
(d) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ (d) জগদীশচন্দ্র বসু
(a) পদ্মার
(b) গঙ্গার
(c) যমুনার
(d) ব্রহ্মপুত্রের
Q24. গঙ্গার অপর নাম________?
(b) মাধবী
(c) পল্লবী
উত্তরঃ (d) জাহ্নবী
Q25. বন্ধুর কথাটির অর্থ হল?
(a) উঁচুনিচু
(b) সমতল
(c) সমান
(d) নিচু
উত্তরঃ (a) উঁচুনিচু
Q26. গঙ্গাকে মর্ত্যভূমিতে কে এনেছিলেন?
(a) ঋষি দুর্বাশা
(b) ঋষি গৌতম
(c) ঋষি অষ্টাবক্র
(d) ভগীরথ মুনি
উত্তরঃ (d) ভগীরথ মুনি
Q27. মৃত্যুর পর মানুষের কোথায় স্থান হয়- এই প্রশ্নের উত্তরে গঙ্গা কী জানিয়েছিল?
(a) মহাদেবের পদতলে
(b) মহাদেবের কোলে
(c) গঙ্গাদেবীর কোলে
(d) যমালয়ে
উত্তরঃ (a) মহাদেবের পদতলে
Q28. নদীর সঙ্গে প্রাবন্ধিকের মিল কত দিনের?
(a) একদিনের
(b) দুদিনের
(c) বহুকালের
(d) দশ বছরের
উত্তরঃ (c) বহুকালের
Q29. সরযু নদীর উৎপত্তিস্থান কোথায়?
(a) পূর্বাচল প্রদেশ
(b) কুমাচল প্রদেশ
(c) হিমাচল প্রদেশ
(d) পাঞ্জাব
উত্তরঃ (b) কূর্মাচল প্রদেশ
Q30. এই 'শৃঙ্গে উঠিলেই তােমার অভীষ্ট সিদ্ধ হইবে’কথাটি কে বলেছিল প্রাবন্ধিককে?
(a) ভগবান
(b) পথপ্রদর্শক
(c) মহাদেব
(d) নন্দাদেবী
উত্তরঃ (b) পথপ্রদর্শক
Q31. স্থিতি ও প্রলয়ের চিহ্নরূপী কোন অস্ত্রকে প্রতীকায়িত করেছেন?
(b) তলােয়ার
(c) বল্লম
(d) দা
উত্তরঃ (a) ত্রিশূল
⦿ বাঙ্গালা ভাষা - স্বামী বিবেকানন্দ