শিক্ষা ও মূল্যবােধ / সাহিত্যের ধারণা - কম্পোলসারি বাংলা

❇ B.A General কম্পোলসারি বাংলা  SAQ Question & Answer 

⦿ শিক্ষা ও মূল্যবােধ | অম্লান দত্ত

Q1. শিক্ষা ও মূল্যবােধ কার লেখা?
         (a) অম্লান দত্ত
         (b) বুদ্ধদেব বসু
         (c) অম্লান দত্ত
         (d) অজিত দত্ত

উত্তরঃ  (a) অম্লান দত্ত

Q2. শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গটি হল?
          (a) বিশ্বাসবােধ
          (b) শিক্ষাবােধ
          (c) মূল্যবােধ
          (d) মানবপ্রীতি

উত্তরঃ (c) মূল্যবােধ

Q3. সমগ্র সমাজের পক্ষেই নিদারুণ বেদনার কথা তৈরী হয় কোন ঘাটতির দ্বারা?
          (a) অ-মূল্যবােধের ঘাটতি
          (b) বিশ্বাসবােধের ঘাটতি
          (c) মূল্যবােধের ঘাটতি
          (d) টাকাপয়সার ঘাটতি

উত্তরঃ (c) মূল্যবােধের ঘাটতি

Q4. মূল্যবােধের অভাবের একটি লক্ষণ হল?
            (a) অবিশ্বাস
            (b) বিশ্বাসভঙ্গ
            (c) আদর্শপ্রিয়তা
            (d) অসৎ হয়ে যাওয়া

উত্তরঃ (b) বিশ্বাসভঙ্গ

Q5. যে কোনাে সমাজেরই সংহতি রক্ষা পায় নিম্নলিখিত কোন উপাদানটি থাকলে?
         (a) অবিশ্বাস
         (b) কুশিক্ষা
         (c) ধৈর্য
         (d) বিশ্বাস

উত্তরঃ (d) বিশ্বাস

Q6. বিশ্বাসভঙ্গের শেষ আঘাত নেমে এসেছে কোন ব্যবস্থার ক্ষেত্রে?
          (a) স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে
          (b) প্রশাসন ব্যবস্থার ক্ষেত্রে 
          (c) রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে
          (d) শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে

উত্তরঃ (d) শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে

Q7. বিনা বিচারে নিয়ম মেনে চলার থেকে জন্ম হয়?
        (a) অন্ধ আবেগের
        (b) অন্ধ সংস্কারের
        (c) অন্ধ জগতের
        (d) অন্ধ মানুষের

উত্তরঃ  (b) অন্ধ সংস্কারের

Q8. ধনী-দরিদ্রের বিষম পার্থক্যের একটি বড় কারণ?
        (a) লম্বা-ছােট
        (b) জমি সংকট
        (c) কালােবাজারী
        (d) আর্থিক সংকট

উত্তরঃ (d) আর্থিক সংকট

Q9. উচ্চাশাকে পূরণ করতে গিয়ে তারা যে শিক্ষাকে অবহেলা করেছে সেটি হল?
         (a) গণশিক্ষা
         (b) মিশনারী শিক্ষা
         (c) হিন্দুশিক্ষা
         (d) মুসলিম শিক্ষা

উত্তরঃ (a) গণশিক্ষা

Q10. শহরের উন্নয়ন সম্ভব হয়?
       (a) শহরকে পরিষ্কার রাখা
       (b) গ্রামকে উন্নয়ন করা
       (c) বেশি করে গাছ লাগানাে
       (d) দূষণ রােধ করা

উত্তরঃ (b) গ্রামকে উন্নয়ন করা

Q11.  শৈশবে যে নীতিবােধটি কাজ করে সেটি হল?
        (a) প্রতিবাদী হওয়া
        (b) সহযােগী হওয়া
        (c) অসহযােগী হওয়া
        (d) অনুগামী

উত্তরঃ  (d) অনুগামী

Q12. বয়ঃসন্ধি ও যৌবনের যে নীতিবােধটি কাজ করে সেটি?
            (a) অনুগামী
            (b) প্রতিবাদী
            (c) সহযােগী
            (d) প্রতিযােগী

উত্তরঃ (b) প্রতিবাদী

Q13. মানুষ কোন বয়সের ধারার সৃজনশীলতার গুণ প্রাপ্ত হয়?
              (a) বয়ঃসন্ধিকালে
              (b) যৌবনকালে
              (c) প্রাপ্তবয়স্ক
              (d) প্রৌঢ়কালে

উত্তরঃ  (c) প্রাপ্তবয়স্ক

Q14. অহংচেতনা ব্যক্তি ও সমাজের কাছে কেমন বলে লেখক মনে করেছেন?
         (a) মঙ্গলদায়ক
         (b) মঙ্গলদায়ক নয়
         (c) লজ্জাজনক 
         (d) সঠিক চেতনা

উত্তরঃ (b) মঙ্গলদায়ক নয়

Q15. স্থায়ী মূল্যবােধের লক্ষণ হল?
         (a) দেশকাল পক্ষপাতিত্ব থাকবে
         (b) মূল্যবােধে স্বার্থ থাকবে
         (c) দেশকাল নিরপেক্ষ হবে
         (d) মূল্যবােধে অহমিকা থাকবে

উত্তরঃ (c) দেশকাল নিরপেক্ষ হবে

Q16. একজন সুশিক্ষক সর্বদাই______?
(a) শিক্ষার্থীর চরিত্রগঠনের কথা ভাববেন
(b) শিক্ষার্থীর প্রয়ােজনের কথা ভাববেন
(c) শিক্ষার্থীকে অপমান কথা ভাবাবেন
(d) শিক্ষার্থীর স্বাস্থ্যের কথা ভাববেন

উত্তরঃ (b) শিক্ষার্থীর প্রয়ােজনের কথা ভাববেন

Q17.  একটি জরুরী কাজ হিসেবে প্রাবন্ধিক মনে করেছেন?
          (a) মেলা
          (b) নাচ
          (c) খেলা
          (d) গান

উত্তরঃ (c) খেলা

Q18. খেলার মাধ্যমে ব্যক্তিগত সামর্থ্য ও দলগত উদ্দেশ্যের সামঞ্জস্য রক্ষার প্রচেষ্টার ভিতর দিয়ে যে অভ্যাস তৈরি— তা শিক্ষার একটি?
     (a) মূল্যবান অংশ
     (b) বুদ্ধিদীপ্ত অংশ
     (c) অমূল্যবান অংশ
     (d) সাধারণ অংশ

উত্তরঃ (a) মূল্যবান অংশ

Q19.  বর্তমান যুগে শিক্ষার ক্ষেত্রে যে মনােভাবটি আবশ্যক নয় সেটি হল?
            (a) সহযােগিতা
            (b) মারামারি
            (c) প্রতিদ্বন্দ্বিতা
            (d) প্রতিযােগিতা

উত্তরঃ (d) প্রতিযােগিতা

Q20. প্রতিযােগিতার মনােভাবকে কমাতে যে উপাদান অপরিহার্য সেটি হল?
        (a) সহযােগিতা
        (b) কুশিক্ষা
        (c) পরামর্শদান
        (d) ধ্যান করা

উত্তরঃ  (a) সহযােগিতা

Q21. বলিষ্ঠ আদর্শ গড়ে তােলার জন্য কোন বিচারকে আদর্শ হিসেবে বিবেচনা করেছেন?
          (a) পক্ষপাতিত্বমূলক বিচার
          (b) নিজ স্বার্থ পূরণের বিচার
          (c) নিরপেক্ষ বিচার
          (d) অপরকে ফাসানাের বিচার

উত্তরঃ  (c) নিরপেক্ষ বিচার

Q22. মূল্যবােধ এর শেষ লক্ষ্যটি হল?
               (a) নিরপেক্ষ
               (b) শিক্ষা
               (c) অধৈর্য
               (d) সমন্বয়

উত্তরঃ  (d) সমন্বয়

Q23._______উপর ভিত্তি করেই গঠিত হয় জীবনদর্শন ও মূল্যবােধ?
          (a) ব্যক্তি বিশ্বাসের এর
          (b) ব্যক্তি স্বাতন্ত্র- এর
          (c) উন্নয়নের এর
          (d) ব্যক্তি বিশ্বাসঘাত এর

উত্তরঃ (b) ব্যক্তি স্বাতন্ত্র- এর

⦿ সাহিত্যের ধারণা | অমিয়ভূষণ মজুমদার

Q24. অনেক সাহিত্যিকের একটি অন্তরের জিজ্ঞাসা আছে সেটা হল?
             (a) কেন পড়ি
             (b) কেন লিখি
             (c) কেন বলি
             (d) কেন আলােচনা করি

উত্তরঃ (b) কেন লিখি

Q25. সাহিত্যিকেরা সাহিত্য রচনা করেন কারণ?
       (a) প্রয়ােজনের তুলনায় অনেক কম আছে বলে
       (b) নিজের প্রয়ােজনে
       (c) অর্থের প্রয়ােজনে
       (d) প্রয়ােজনের বেশি বাড়তি কিছু আছে বলে

উত্তরঃ (d) প্রয়ােজনের বেশি বাড়তি কিছু আছে বলে

Q26. সাহিত্যিকের সাহিত্য রচনার মধ্য দিয়ে যে উদ্দেশ্যমূলক কাজ করে সেটি হল?
        (a) বেশি কিছু জানানাের জন্য 
        (b) সৌন্দর্য সৃষ্টির জন্য
        (c) সুখ দুঃখকে বােঝানাের জন্য
        (d) পাঠকদের বুদ্ধি বাড়ানাের জন্য

উত্তরঃ (b) সৌন্দর্য সৃষ্টির জন্য

Q27. সৌন্দর্যই সত্য বা কল্যাণ এই কথাগুলি মূলত কারা বলে থাকেন?
            (a) বৈজ্ঞানির
            (b) দার্শনিকরা
            (c) সাধারণ মানুষ
            (d) সাহিত্যিকর

ত্তরঃ  (d) সাহিত্যিকরা

Q28. প্রজাপতি ব্রহ্মার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে?
           (a) সাহিত্যিকদের
           (b) রাজনীতিবিদদের
           (c) ঐতিহাসিকদের
           (d) বৈজ্ঞানিকদের

ত্তরঃ  (a) সাহিত্যিকদের

Q29. সাহিত্যিক কোন বিষয়কে মাধ্যম করে সৌন্দর্য নিয়ে মাখামাখি করে?
           (a) অনুসরণ
           (b) অনুকরণ
           (c) কল্পনা
           (d) অণুবীক্ষণ

উত্তরঃ (b) অনুকরণ

Q30. সৌন্দর্য কার কাছে একটা কাব্যগত প্রত্যয়ামাত্র?
         (a) দেসদিমােনার
         (b) কপালকুণ্ডলার
         (c) শকুন্তলার
         (d) লুসির

উত্তরঃ (d) লুসির

Q31. বস্তুত সত্য, কল্যাণ, সুন্দর প্রভৃতি সাহিত্যিকের হাতে আর কি ছিলো?
           (a) ছবি আঁকা
           (b) তুলির রঙ
           (c) কাগজ ও কলম
           (d) তুলির রঙ

উত্তরঃ  (d) তুলির রঙ

Q32. পৃথিবীর ট্রাজিক ধারণাটাই শেকসস্পীয়র চেতনা এবং সেটাই হলো?
              (a) সাহিত্য
              (b) দর্শন
              (c) ভূগােল
              (d) ইতিহাস

উত্তরঃ  (a) সাহিত্য

Q33. সুন্দরের বােধ আত্ম_______চলতে চলতে পাওয়া?
           (a) বিশ্বাসের
           (b) তত্ত্বের
           (c) অনুসন্ধানে
           (d) মগ্নভাবে

উত্তরঃ  (c) অনুসন্ধানে

Q34. অমিয়ভূষণ মজুমদারের 'সাহিত্যের ধারণা' প্রবন্ধটি কী বিষয়ক?
          (a) দর্শন বিষয়ক
          (b) ইতিহাস বিষয়ক
          (c) সাহিত্য বিষয়ক
          (d) সমাজ বিষয়ক

উত্তরঃ  (c) সাহিত্য বিষয়ক

Q35.______ ই হচ্ছে সাহিত্য সৃষ্টির মূল।
             (a) বােধ
             (b) জ্ঞান
             (c) সৌন্দর্যই
             (d) কর্ম

উত্তরঃ  (a) বােধ

Q36. ঈশ্বর কী বিশ্বজগতের সৌন্দর্য নিয়ে মাখামাখি করেন?
            (a) হ্যাঁ 
            (b) না
            (c) বিশেষ বিশেষ সময়ে করেন
            (d) উত্তর এখনাে পাওয়া যায় নি

উত্তরঃ (a) হ্যাঁ 

Q37. কোন অবস্থায় সত্য কল্যাণ সৌন্দর্য এক হয়ে ওঠে?
             (a) বিশুদ্ধ অবস্থায়
             (b) কোনাে অবস্থায়ই নয়
             (c) শুদ্ধ অবস্থায়
             (d) মিশ্র অবস্থায়

উত্তরঃ (a) বিশুদ্ধ অবস্থায়

Q38.  এমন একটি উদাহরণ দাও যা দৃশ্য হিসেবে সত্য ও সুন্দর?
         (a) বাঘের শিকার এর দৃশ্য
         (b) শিয়ালের শিকারের দৃশ্য
         (c) বকের আকাশে ওড়ার দৃশ্য
         (d) মৃগতৃষ্ণিকা দৃশ্য

উত্তরঃ (d) মৃগতৃষ্ণিকা দৃশ্য

Q39. লুসি যার কোলে মানুষ সেটি হল?
          (a) প্রকৃতির কোলে
          (b) মানুষের কোলে
          (c) শহরের কোলে
          (d) নদ-নদীর কোলে

উত্তরঃ  (a) প্রকৃতির কোলে

Q40. সাহিত্যের ধারণা প্রবন্ধে কার সঙ্গে লুসির তুলনা করেছেন প্রাবন্ধিক?
         (a) কপালকুণ্ডলা
         (b) লবঙ্গলতিকা
         (c) দেবী চৌধুরাণী
         (d) রজনী

উত্তরঃ  (a) কপালকুণ্ডলা

Q41.  সাহিত্যিকের হাতে ধরা তুলির রং?
         (a) অসত্য কল্যাণ সুন্দর
         (b) সৌন্দর্য সুন্দর
         (c) সত্য কল্যাণ সুন্দর
         (d) গাঢ় নীল

উত্তরঃ (c) সত্য কল্যাণ সুন্দর

Q42. সাহিত্যিকের চেতনা ও ঈশ্বরের চেতনার তাগিদ এক সেই তাগিদটি হল?
         (a) গবেষণা করা
         (b) ভ্রমণ করা
         (c) আবিষ্কার করা
         (d) অনুসন্ধান করা

উত্তরঃ (c) আবিষ্কার করা

Q43. অনুসন্ধান এর মানে হল?
          (a) নিজেকে খোঁজার চেষ্টা  
          (b) সত্যকে খোঁজার চেষ্টা
          (c) নিজেকে জানার চেষ্টা
          (d) ঈশ্বরকে খোঁজার চেষ্টা

উত্তরঃ  (a) নিজেকে খোঁজার চেষ্টা

Q44. সাহিত্য সৃষ্টির মূল কী?
        (a) নিজস্ব বিদ্যা
        (b) নিজস্ব কল্পনা
        (c) নিজস্ব বােধ
        (d) নিজস্ব ধৈর্য

উত্তরঃ  (c) নিজস্ব বােধ

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন