⭓ প্রাকৃতিক ভূগােল ⭓
MCQ প্রশ্ন উত্তর _ Multiple Choice Question
⦿ পঞ্চম অধ্যায় - জলবায়ুর পরিবর্তন ও ষষ্ঠ অধ্যায় - জীববৈচিত্র্য
MCQ প্রশ্ন উত্তর _ Multiple Choice Question
⦿ পঞ্চম অধ্যায় - জলবায়ুর পরিবর্তন ও ষষ্ঠ অধ্যায় - জীববৈচিত্র্য
Q1. বায়ুমন্ডলে ওজোন গ্যাসের অস্তিস্ব প্রথম উল্লেখ করেন?
(a) স্কোনবি
(a) স্কোনবি
(b) ফারমেন
(c) ওয়ামিং
(d) ফেরেল
উত্তরঃ (a) স্কোনবি
Q2. ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়?
(a) অলটিমিটার
(b) স্পেকটোমিটার
(c) ডবসনমিটার
(d) ওজমােস্ফিয়ার মিটারের সাইট
উত্তরঃ (c) ডবসনমিটার
Q3. নিম্নলিখিত কোটি ওজোনস্তর ধ্বংসকারী গ্যাস?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) কার্বন-ডাই-অক্সাইড
(d) ক্লোরােফ্লুরােকার্বন
উত্তরঃ (d) ক্লোরােফ্লুরােকার্বন
Q4. কোথায় ওজোন গহুর সৃষ্টি হয়েছে?
(a) অ্যান্টার্কটিকা
(b) সুমেরু
(c) ক্রান্তীয়
(d) উপক্রান্তীয় অঞ্চলের উর্ধ্বাকাশে
উত্তরঃ (a) অ্যান্টার্কটিকায়
Q5. আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস পালিত হয়?
(a) 5ই জুন
(b) 16ই সেপ্টেম্বর
(c) 5ই আগষ্ট
(d) 15ই ডিসেম্বর
উত্তরঃ (b) 16ই সেপ্টেম্বর
Q6. ওজোন স্তর সুরক্ষা নিয়ে প্রথম চুক্তি হল?
(a) কিয়ােটো প্রােটোকল
(b) মন্ট্রিল প্রােটোকল
(c) রিও প্রােটোকল
(d) ওয়াশিংটন প্রােটোকল
উত্তরঃ (b) মন্ট্রিল প্রােটোকল
Q7. প্রধান গ্রিন হাউস গ্যাস হল?
(a) CFC
(b) CH2
(c) CO2
(d) N2O
উত্তরঃ (a) CFC
Q8. বর্তমানে সর্বাধিক কার্বন-ডাই-অক্সাইড উৎপাদনকারী দেশ হল?
(a) চিন
(b) ভারত
(c) জাপান
(d) রাশিয়া
উত্তরঃ (a) চিন
Q9. জলবায়ুর পরিবর্তনের মূল ধরণটি?
(a) চক্রাকার
(b) সরলরেখার মতাে
(c) বক্ররেখার মতাে
(d) কেন্দ্রবিমুখ
রশ্মির মতাে
উত্তরঃ (a) চক্রাকার
Q10. বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে CFC-এর অবদান প্রায়?
(a) 18%
(b) 6%
(c) 14%
(d) 49%.
উত্তরঃ (c) 14%.
Q11. ফ্রেয়ন গ্যাসের একটি অণুর উষ্ণকরণ ক্ষমতা কার্বন-ডাই-অক্সাইডের মােট?
(a) 10,000 অণুর সমান
(b) 2,000) অণুর সমান
(c) 5,000 অণুর সমান
(d) 1,000 অপুর
উত্তরঃ (a) 10,000 অণুর সমান
উত্তরঃ (a) 10,000 অণুর সমান
Q12. ওজোনের একটি অণুতে অক্সিজেন পরমাণু থাকে?
(a) তিনটি
(b) দুটি
(c) একটি
(d) চারটি
উত্তরঃ (a) তিনটি
Q13. বায়ুমন্ডলে CFC যৌগটির পরিমাণ প্রায়?
(a) ().25%
(b) 0.0025%
(c) 0.025%
(d) 0.000225%.
উত্তরঃ (d) 0.000225%
Q14. ওজোন গ্যাসের বর্ণ হল?
(a) লাল
(b) নীল
(c) কালাে
(d) হলুদ
উত্তরঃ (b) নীল
Q15. অতিবেগুনী রশ্মির মধ্যে কোনটি খুব কম ক্ষতিকারক?
(a) UV-A
(b) UV-B
(c) UV-C
(d) UV-D
উত্তরঃ (a) UV-A
Q16. সুপারসনিক জেট বিমান থেকে নির্গত হয়?
(a) সালফার-ডাই-অক্সাইড
(b) নাইট্রোজেন অক্সাইড
(c) হাইড্রোজেন পার-অক্সাইড
(d) কার্বন-ডাই-অক্সাইড
উত্তরঃ (b) নাইট্রোজেন অক্সাইড
Q17. প্রথম বসুধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
(a) 1990 সালে
(b) 1991 সালে
(c) 1992 সালে
(d) 1993 সালে
উত্তরঃ (c) 1992 সালে
Q18. কতগুলি দেশ মন্ট্রিল চুক্তি স্বাক্ষর করে?
(a) ৩টি
(b) ১০টি
(c) ১১টি
(d) ১৩টি
উত্তরঃ (c) ১১টি
Q19. অতিবেগুনি রশ্মির দ্বারা ক্যানসার সৃষ্টি হয়?
(a) ত্বকে
(b) চোখের রেটিনায়
(c) ফুসফুসে
(d) যকৃতে
উত্তরঃ (a) ত্বকে
Q20. আন্টার্কটিকার ওপরে সৃষ্ট বৃহদাকৃতির ওজোন গহ্বরটি আবিষ্কৃত হয়?
(a) ১৯৭০ সালে
(b) ১৯৮০ সালে
(c) ১৯৮৫ সালে
(d) ১৯৯০ সালে
উত্তরঃ (c) ১৯৮৫ সালে
Q21. ধোঁয়াশা বেশি সৃষ্টি হয়?
(a) শীত ঋতুতে
(b) গ্রীষ্ম ঋতুতে
(c) বসন্ত ঋতুতে
(d) শরৎ ঋতুতে
উত্তরঃ (a) শীত ঋতুতে
Q22. ওজোন স্তরের বিনাশের জন্য ক্লোরিন দূষণের ভূমিকার কথা প্রথম বলেছিলেন?
(a) ডবসন
(b) ড. সুসান সলােমান
(c) শেরউড রােল্যান্ড
(d) মারিও মােহিনা
উত্তরঃ (b) ড. সুসান সলােমান
Q23. 'SST’-এর পুরাে অর্থ কী?
(a) Sea Surface temperature
(a) Sea Surface temperature
(b) Sea Sure temperature
(c) Surface Sea temperature
(d) Sea Sea temperature
(d) Sea Sea temperature
উত্তরঃ (a) Sea Surface temperature
Q24. কুমেরু মহাদেশে কোন ঋতুতে ওজোন হােলের অবস্থান লক্ষ্য করা যায় না?
(a) শীতকালে
(b) গ্রীষ্মকালে
(c) বসন্তকালে
(d) বর্ষাকালে
উত্তরঃ (a) শীতকালে
Q25. কোন সালকে বিংশ শতাব্দীর ‘উষ্ণতম বছর' বলে চিহ্নিত করা হয়?
(a) 1967
(b) 1977
(c) 1987
(d) 1998
উত্তরঃ (d) 1998 সাল
Q26.. জলবায়ুর পরিবর্তনের প্রমাণ হিসেবে কোনটি সর্বাধিক গ্রহণযােগ্য?
(a) বৃষ্টিপাতের পরিবর্তন
(b) বায়ুচাপের পরিবর্তন
(c) বায়ুপ্রবাহের পরিবর্তন
(d) ঋতু পরিবর্তন
উত্তরঃ (a) বৃষ্টিপাতের পরিবর্তন
Q27. মিথেন গ্যাসের প্রধান উৎস হল?
(a) বনভূমি
(b) জলাভূমি
(c) মরুভূমি
(d) শস্যভূমি
উত্তরঃ (b) জলাভূমি
Q28. ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক?
(a) এক্সোস্ফিয়ারে
(b) ট্রপােস্ফিয়ারে
(c) স্ট্র্যাটোস্ফিয়ারে
(d) মেসােস্ফিয়ারে
উত্তরঃ (c) স্ট্র্যাটোস্ফিয়ারে
Q29. ওজোনস্তরের ঘনত্বকে প্রকাশ করা হয়?
(a) সেন্টিমিটারে
(b) গ্রামে
(c) কিমিতে
(d) ডবসন এককে
উত্তরঃ (d) ডবসন এককে
Q30. ওজোনস্তরের গর্ত সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন?
(a) ড. সুসান সলােমান
(b) ড. বিশ্বম্ভর সেন
(c) ড. ফারমেন
(d) ড. সলমন রুশদি
উত্তরঃ (c) ড. ফারমেন
Q31. ওজোনস্তরের বিনাশের হার সর্বাধিক হয়?
(a) গ্রীষ্মকালে
(b) বর্ষাকালে
(c) শরৎকালে
(d) বসন্তকালের শুরুতে
উত্তরঃ (d) বসন্তকালের শুরুতে
Q32. জলবায়ুর পরিবর্তন বলতে বােঝায়?
(a) তাপমাত্রার পরিবর্তনকে
(b) বৃষ্টিপাতের পরিবর্তনকে
(c) তুষারপাতের পরিবর্তনকে
(d) আবহাওয়া ও জলবায়ুর সামগ্রিক পরিবর্তনকে
উত্তরঃ (d) আবহাওয়া ও জলবায়ুর সামগ্রিক পরিবর্তনকে
Q33. জলবায়ুর পরিবর্তনের মূল কারণ?
(a) প্রাকৃতিক
(b) মানবীয়
(c) প্রাকৃতিক ও মানবীয়
(d) রাসায়নিক
উত্তরঃ (c) প্রাকৃতিক ও মানবীয়
Q34. পৃথিবীতে উদ্ভিদ জগৎ সৃষ্টি হওয়ার আগে আবহমন্ডলে বেশি ছিল?
(a) অক্সিজেন
(b) কার্বন-ডাই-অক্সাইড
(c) মিথেন
(d) নাইট্রোজেন
উত্তরঃ (b) কার্বন-ডাই-অক্সাইড
Q35. পৃথিবীতে শেষবার হিমযুগ এসেছিল যে সময়ে?
(a) প্লিসটোসিন
(b) অর্ডোভিসিয়ান
(c) কার্বনিফেরাস
(d) পার্সিয়ান
উত্তরঃ (a) প্লিসটোসিন
Q36. সূর্য থেকে তাপতরঙ্গ পৃথিবী অভিমুখে ধাবিত হয়?
(a) ক্ষুদ্রতরঙ্গ রূপে
(b) শব্দতরঙ্গ রূপে
(c) আলােকতরঙ্গ রূপে
(d) দীর্ঘতরঙ্গ রূপে
উত্তরঃ (a) ক্ষুদ্রতরঙ্গ রূপে
Q37. পৃথিবীপৃষ্ঠ থেকে ভূ-বিকিরণ বলে?
(a) পরিবহন
(b) পরিচলন
(c) তাপশােষণ
(d) অবলােহিত বিকিরণ
উত্তরঃ (d) অবলােহিত বিকিরণ
Q38. গ্রীনহাউস প্রভাব সবচেয়ে বেশি হয়?
(a) স্ট্র্যাটোস্ফিয়ারে
(a) স্ট্র্যাটোস্ফিয়ারে
(b) ট্রপােস্ফিয়ারে
(c) মেসােস্ফিয়ারে
(d) এক্সোস্ফিয়ারে
উত্তরঃ (b) ট্রপােস্ফিয়ারে
Q39. আবহমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের প্রধান উৎস হল?
(a) জীবাশ্ম জ্বালানীর দহন
(b) বনভূমি
(c) মেসােস্ফিয়ার
(d) আয়নােস্ফিয়ার
উত্তরঃ (a) জীবাশ্ম জ্বালানীর দহন
Q40. হিমযুগে আবহমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ছিল?
(a) 110 ppm
(b) 210 ppm
(c) 250 ppm
(d) 310 ppm
উত্তরঃ (b) 210 ppm
Q41. আবহমন্ডলে ক্লোরােফ্লুরােকার্বনের পরিমাণ বৃদ্ধি পায়?
(a) জীবাশ্ম জ্বালানীর দহনের ফলে
(b) অরণ্য নিধনের ফলে
(c) রেফ্রিজারেশন
প্রক্রিয়ার কারণে
(d) নাইট্রোজেন সারের ব্যবহারের ফলে
উত্তরঃ (c) রেফ্রিজারেশন প্রক্রিয়ার কারণে
Q42. প্রাকৃতিক সৌর পর্দা হল?
(a) নাইট্রোজেন
(b) ওজোন
(c) হাইড্রোজেন
(d) অক্সিজেন
উত্তরঃ (b) ওজোন
Q43. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণে নিয়ােজিত একটি সংখ্যা হল?
(a) FAO
(b) WHO
(c) UNFCCC
(d) ENSO
উত্তরঃ (c) UNFCCC
Q44. পরিবেশ সম্পর্কিত ‘মন্ট্রিল প্রােটোকল, স্বাক্ষরিত হয়?
(a) 1986 সালে
(b) 1987 সালে
(c) 1990 সালে
(d) 1992 সালে
উত্তরঃ (b) 1987 সালে
Q45. বর্তমানে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান প্রায়?
(a) 49%
(b) 14%
(c) 6%
(d) 96%
উত্তরঃ (d) 18%.
Q46. ক্লোরােফ্লুরাে কার্বনের বাণিজ্যিক নাম?
(a) নিয়ন
(b) ফ্রেয়ন
(c) আর্গন
(d) জেনন
উত্তরঃ (b) ফ্রেয়ন
⦿ ষষ্ঠ অধ্যায় - জীববৈচিত্র্য
Q47. নীচের কোন্ অঞ্চলকে জীব বৈচিত্র্যের সুপার মার্কেট বলে?
(a) জলাভূমি
(b) নদীনালা
(c) হ্রদসমূহ
(d) সমুদ্র
উত্তরঃ (d) সমুদ্র
Q48. কোন জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায়?
(a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
(b) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
(d) নাতিশীতােষ্ণ জলবায়ু অঞ্চল
(d) নাতিশীতােষ্ণ জলবায়ু অঞ্চল
উত্তরঃ (a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
Q49. জীব বৈচিত্র্যে নীচের কোন প্রাণীর সংখ্যা সর্বাধিক?
(a) স্তন্যপায়ী
(b) সরীসৃপ
(c) পাখি
(d) কীটপতঙ্গ
উত্তরঃ (d) কীটপতঙ্গ
Q50. কোন প্রকার প্রাণীর জীববৈচিত্র্য সর্বাধিক দ্রুত বিলােপ পাচ্ছে?
(a) স্তন্যপায়ী
(b) সরীসৃপ
(c) পাখি
(d) কীটপতঙ্গ
উত্তরঃ (c) পাখি
Q51. মেগা জীব বৈচিত্র্যের দেশগুলি পৃথিবীর কোন কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত?
(a) ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চল
(b) উপক্রান্তীয় ও সাভানা
অঞ্চল
(c) নাতিশীতােষ্ণ ও উপমেরু
অঞ্চল
(d) মেরু ও উপমেরু অঞ্চল
উত্তরঃ (a) ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চল
Q52. ভারতে পাওয়া যায় এমন পাখির মােট প্রজাতির সংখ্যা হল?
(a) 1228
(b) 1328
(c) 1428
(d) 1528
উত্তরঃ (a) 1228
Q53. বাস্তুতান্ত্রিক বৈচিত্র কথাটির সমার্থক হল?
(a) জিনগত বৈচিত্র্য
(b) প্রজাতিগত বৈচিত্র্য
(c) আবাস্থলের বৈচিত্র্য
(d) কার্যগত বৈচিত্র্য
উত্তরঃ (c) আবাস্থলের বৈচিত্র্য
Q54. রাজস্থানের রণথম্বােরে কোন প্রাণী সংরক্ষণ প্রকল্প গৃহীত হয়েছে?
(a) বাঘ
(b) সিংহ
(c) কুমীর
(d) নীলগাই
উত্তরঃ (a) বাঘ
Q55. নীচের কোনটি ভারতের সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান?
(a) কানহা
(a) কানহা
(b) করবেট
(c) সুন্দরবন
(d) রন্থম্বাের
উত্তরঃ (b) করবেট
Q56. জাতীয় উদ্যান নীচের কোনটির উদাহরণ?
(a) Ex situ সংরক্ষণ
(b) In situ সংরক্ষণ
(c) A ও B দুটোই ঠিক
(d) A ও B দুটোই ভুল
উত্তরঃ (b) In situ সংরক্ষণ
Q57. ভারতে বর্তমানে প্রায়____অভয়ারণ্য আছে?
(a) 420 টি
(b) 421 টি
(c) 422 টি
(d) 423টি
উত্তরঃ (b) 421 টি
Q58. দচিগ্রাম অভয়ারণ্যটি ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
(a) পাঞ্জাব
(b)
হরিয়ানা
(c) দিল্লী
(d) জম্মু ও
কাশ্মীর
উত্তরঃ (d) জম্মু ও কাশ্মীর
Q59. সুন্দরবনের লেথিয়ান দ্বীপে কোন্ প্রাণী সংরক্ষিত হয়?
(a) ডলফিন
(b) কচ্ছপ
(c) কুমীর
(d) শূকর
উত্তরঃ (c) কুমীর
Q60. কোন উদ্ভিদ প্রজাতি থেকে উচ্চ রক্তচাপের ঔষধ রেসারপিন প্রস্তুত হয়?
(a) সিঙ্কোনা
(b) সর্পগন্ধা
(c) কালমেঘ
(d) বাসক
উত্তরঃ (b) সর্পগন্ধা
Q61. ভারতের কোন প্রতিবেশী দেশের জাতীয় পশু টাকিন?
(a) নেপাল
(b) ভুটান
(c) বাংলাদেশ
(d) শ্রীলঙ্কা
উত্তরঃ (b) ভুটান
Q62. কোন বিজ্ঞানী জীব বৈচিত্র্য’ (Biodiversity) কথাটি প্রথম ব্যবহার করেন?
(a) নরম্যান মায়ারস
(b) নরম্যান বােরলগ
(c) ওয়াল্টার রােজেন স্মিথ
(d) অ্যাডাম স্মিথ
উত্তরঃ (c) ওয়াল্টার রােজেন স্মিথ
Q63. জীব বৈচিত্র্যের ‘তপ্তবিন্দু (Biodiversity Hot spot) কথাটি প্রথম ব্যবহার করেন?
(a) নরম্যান মায়ারস
(b) নরম্যান বােরলগ
(c) লিন্ডেম্যান
(d) ট্যানসলে
উত্তরঃ (a) নরম্যান মায়ারস
Q64. নীচের কোনটি ভারতের জীব বৈচিত্র্যের হট স্পট নয়?
(a) পশ্চিমঘাট পর্বতমালার সাইল্যান্ট ভ্যালি
(b) পেরিয়ার জাতীয় উদ্যান
(c) সুন্দরবন
(d) ভরতপুর পাখিরালয়
উত্তরঃ (d) ভরতপুর পাখিরালয়
Q65. কৃষিক্ষেত্রে কীটনাশকের প্রয়ােগ করায় যে জীবদেহে এটি সবচেয়ে বেশি মাত্রায় সঞ্চিত হয় তা হল?
(a) পতঙ্গ
(b) কেঁচো
(c) বিছে
(d) সাপ
উত্তরঃ (b) কেঁচো
Q66. নীচের কোনটি লুপ্তপ্রায় প্রাণীর সঙ্গে মানানসই?
(a) যে প্রাণী অচিরেই লুপ্ত হবে
(b) যে প্রাণী লুপ্ত হয়ে গেছে
(c) যে প্রাণীর লুপ্ত হওয়ার সম্ভাব
নেই
(d) যে প্রাণীর প্রজাতি আঞ্চলিক ভাবে
সীমাবদ্ধ
উত্তরঃ (a) যে প্রাণী অচিরেই লুপ্ত হবে
Q67. নীচের কোন প্রাণীটি সম্পূর্ণরূপে বিলুপ্ত?
(a) গণ্ডার
(b) বন্যগাধা
(c) পিগমী শূকর
(d) এশিয়াটিক চিতা
উত্তরঃ (d) এশিয়াটিক চিতা
Q68. সংরক্ষণযােগ্য কিন্তু বিপদ সংকেত তথ্য সম্বলিত বইকে বলা হয়?
(a) Green Data Book
(b) Red Data Book
(c) Yellow Data Book
(d) Blue Data Book
উত্তরঃ (b) Red Data Book
Q69. বিপন্ন প্রজাতিগুলিকে তাদের নিজ আবাসে সংরক্ষণের ব্যবস্থা করা হলে তাকে কী
বলে?
(a) ইন সিটু সংরক্ষণ
(b) এক্স সিটু সংরক্ষণ
(c) জিন ভাণ্ডার গঠন
(d) অভয়ারণ্য সৃষ্টি
উত্তরঃ (a) ইন সিটু সংরক্ষণ
Q70. অধিক মাত্রায় বিপন্ন প্রজাতিগুলিকে তাদের নিজ আবাসস্থল থেকে তুলে অন্যত্র সংরক্ষণের ব্যবস্থা করা হলে তাকে কী বলে?
(a) জাতীয় উদ্যান সৃষ্টি
(b) ইন-সিটু সংরক্ষণ
(c) এক্স-সিটু সংরক্ষণ
(d) বায়ােস্ফিয়ার রিজার্ভ
উত্তরঃ (c) এক্স-সিটু-সংরক্ষণ
Q71. একটি নির্দিষ্ট জীবগােষ্ঠীতে উপস্থিত জীব প্রজাতির সংখ্যাকে?
(a) গামা বৈচিত্র্য
(b) বিটা বৈচিত্র্য
(c) আলফা বৈচিত্র্য
(d) থিটা বৈচিত্র্য বলে
উত্তরঃ (c) আলফা বৈচিত্র্য
Q72. নীচের কোন্ দেশটি মেগা জীব বৈচিত্র্যের নয়?
(a) ভারত
(b) অস্ট্রেলিয়া
(c) চিন
(d) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তরঃ (d) আমেরিকা যুক্তরাষ্ট্র
Q73. পরিবেশের বিশেষ কোন উপাদানের পরিবর্তনের অভিমুখে প্রজাতি গত পরিবর্তনের মাত্রাকে?
(a) গামা বৈচিত্র
(b) বিটা বৈচিত্র্য
(c) আলফা বৈচিত্র্য
(d) থিটা বৈচিত্র্য বলে
উত্তরঃ (b) বিটা বৈচিত্র্য
Q74. একই প্রকার প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন একটি বৃহৎ ভৌগােলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে বলে?
(a) গামা বৈচিত্র
(b) বিটা বৈচিত্র্য
(c) আলফা বৈচিত্র্য
(d) থিটা বৈচিত্র্য বলে
উত্তরঃ (a) গামা বৈচিত্র্য