ஃ অর্থনৈতিক ক্রিয়াকলাপ : কৃষি SAQ দ্বাদশ শ্রেণী প্রশ্ন উত্তর সেট ২০২২ | PDF ফাইল সহ Q1 কাঁচামালের রূপান্তরকরণ কোন স্তরভূক্ত অর্থনৈতিক কাজ?
উত্তরঃ দ্বিতীয় বা গৌণ স্তরভূক্ত অর্থনৈতিক কাজ
Q2. কোন অর্থনৈতিক ক্ষেত্রকে সেবাক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়?
উত্তরঃ তৃতীয় ক্ষেত্র
Q3. PPP এর পুরাে নাম কী?
উত্তরঃ Public Private Partnership
Q4. বাণিজ্য কাকে বলে?
উত্তরঃ দেশীয় ও বৈদেশিক বাজারে পণ্যদ্রব্যের বিনিময়, লেনদেন, আমদানী রপ্তানী ও আনুষঙ্গিক কাজকর্মকে বাণিজ্য বলে
Q5. কীসের উপর ভিত্তি করে দ্বিতীয় স্তরের কাজ গড়ে উঠেছে?
উত্তরঃ যন্ত্রাংশের একত্রীকরণ, প্রক্রিয়াকরণ ও দ্রব্যের রূপান্তর করণ
Q6. তৃতীয় স্তরের কাজ কীসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তরঃ ব্যবসা বাণিজ্যও শ্রম বিশেষীকরণ নির্ভর পরিসেবামূলক কাজ
Q7. পঞ্চম স্তরের বিবর্তনের জন্য কোন ধরণের শ্রমশক্তি প্রয়ােজন?
Q18. কোন কোন কাজ থেকে ব্যবসায়িক পরিসেবা পাওয়া যায়?
উত্তরঃ (১) বাণিজ্য (২) পরিবহন (৩) যােগাযােগ (৪) প্রচার (৫) হােটেল (৬) বিজ্ঞাপন
Q19. হেরিটেজ শিল্প বলতে কী বােঝায়?
উত্তরঃ স্মৃতিসৌধ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অংশে পর্যটনকে হেরিটেজ শিল্প বলে
Q20. গনসংযােগের বড় মাধ্যম কোনটি?
উত্তরঃ সংবাদপত্র
Q21. অতিনব্য অর্থনৈতিক কার্যাবলী কী কী?
উত্তরঃ বিশেষজ্ঞ, নীতিপ্রণেতা, সিদ্ধান্তগ্রহণকারী, পরামর্শদাতা, বিজ্ঞানী
Q22. A.T.M. এর পুরাে নাম কী?
উত্তরঃ Automated Teller Machine.
Q23. GP.S. এর পুরাে নাম কী?
উত্তরঃ Global Positioning system.
Q24. পঞ্চমক্ষেত্রের শ্রমিকদের কী বলা হয়?
উত্তরঃ Golden Collar Worker.
Q25. গানবাজনা, খেলাধূলা ইত্যাদির সাথে নিযুক্ত কর্মীদের কী বলে?
উত্তরঃ White Collar Worker.
Q26. বিউটিশিয়ানরা কোন ক্ষেত্রের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন?
উত্তরঃ ব্যক্তিগত পরিসেবা ক্ষেত্র। এদের ‘Pink Collar Worker' বলে
Q27. উচ্চ পর্যায়ের একাধিক দপ্তরের কাজ যারা সামলান তাদের কী বলে?
উত্তরঃ Think Tank বা বুদ্ধির ভান্ডার
Q28. বাণিজ্যিক কৃষি, বাণিজ্যিক পশুপালন প্রভৃতি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
উত্তরঃ দ্বিতীয় বা গৌণ ক্ষেত্র
Q29. কোন অর্থনৈতিক ক্ষেত্রকে ভিত্তি স্তর বলে?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্র
Q30. কাদের লালকলার শ্রমিক বলে?
উত্তরঃ কৃষিজীবি
Q31. নীতি নির্ধারণ কী ধরণের অর্থনৈতিক কার্যাবলী?
উত্তরঃ কুইনারী কার্যাবলী
Q32. নীল কলার শ্রমিক কাদের বলা হয়?
উত্তরঃ শিল্প বা কলকারখানায় নিযুক্ত শ্রমিকদের
Q33. সাদা কলার শ্রমিক কাদের বলা হয়?
উত্তরঃ শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, নার্স ইত্যাদিদের
Q34. বুদ্ধি ভান্ডার বা Think Tank কাদের বলা হয়?
উত্তরঃ গবেষক, বিজ্ঞানীদের
Q35. ভারতের গম গবেষণাগার দিল্লির কোথায় অবস্থিত?
Q76. কৃষি প্ৰণালী বা কৃষি পদ্ধতি বলতে কী বােঝায়?
➤ কৃষিকাজের প্রাকৃতিক নিয়ন্ত্রক হল তাপমাত্রা, বৃষ্টিপাত বা আদ্রর্তা, মাটি ও ভূপ্রকৃতি। মূলত এদের
বিভিন্নতা এবং আর্থ-সামাজিক তারতম্যের ওপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সুনিয়ন্ত্রিত কৃষি-উৎপাদন প্রক্রিয়া গড়ে উঠেছে। সুনিয়ন্ত্রিত কৃষি-উৎপাদন প্রক্রিয়াকে কৃষি প্ৰণালী বা কৃষিপদ্ধতি বলা হয়।
Q77. স্থানান্তর বা যাযাবরী কৃষি বলতে কী বােঝায়?
➤ স্থানান্তর কৃষি এক প্রকার পরিযায়ী কৃষিকাজ। এক্ষেত্রে চাষবাসের জন্য নির্দিষ্ট কোনাে জমি থাকে না। প্রয়ােজন মতাে জমি বেছে নিয়ে গাছপালা পুড়িয়ে জমি পরিষ্কার করে কয়েক বছর ফসল ফলানাের পর জমির উর্বরতা কমে গেলে মানুষ কৃষিকাজের উদ্দেশ্যে অন্য স্থানে চলে যায়। দু-চার বছর অন্তর অন্তর স্থান বদল করে কৃষিকাজ করার এই পদ্ধতিকে স্থানান্তর বা যাযাবরী কৃষি বলে।
Q78. নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে?
➤ জমির ওপর জনসংখ্যার চাপ বেশি থাকায় খাদ্যের চাহিদা মেটাতে যতটা সম্ভব বেশি শ্রম ও পুঁজি বিনিয়ােগ করে কম পরিমাণ জমি থেকে যে পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণ ফসল উৎপাদন করা হয় তাকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে।
উদাহরণ: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলির নদীগঠিত সমভূমিতে ধান চাষ, কিংবা উত্তর-পশ্চিম ইউরােপে গম, শালগম, বার্লি প্রভৃতি ফসল উৎপাদন।
Q79. বাগিচা বা আবাদি কৃষি কাকে বলে?
➤ ক্রান্তীয় ও উপক্ৰান্তীয় জলবায়ু অঞ্চলে প্রচুর মূলধন, স্থানীয় শ্রমিক, উন্নত যােগাযােগ ব্যবস্থা, উন্নত পরিকাঠামাে ও সুদক্ষ ব্যবস্থাপনার সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানি নির্ভর কৃষি প্রণালী গড়ে উঠেছে, তাকে বাগিচা বা আবাদি কৃষি বলে।
উদাহরণ: ভারতের চা চাষ, উত্তরবঙ্গের আনারস চাষ প্রভৃতি।
Q80. মিশ্র কৃষি কাকে বলে?
➤ মিশ্র কৃষি এক স্বতন্ত্র কৃষিব্যবস্থা। এই কৃষিব্যবস্থায় একই জমিতে একদিকে পশু খাদ্যশস্য, দানাশস্য, তরিতরকারি যেমন উৎপন্ন হয়, তেমনি অন্যদিকে দুধ, মাংস, সার ইত্যাদির প্রয়ােজনে পশুপালন করা হয়। সুতরাং, যে কৃষিব্যবস্থায় একসঙ্গে উদ্ভিদ পালন ও পশুপালনের মাধ্যমে অর্থনৈতিক সমন্বয় ঘটিয়ে
বাণিজ্যিকভাবে অথচ অপেক্ষাকৃত ঝুকিহীন কৃষিকাজ গড়ে ওঠে তাকে মিশ্র কৃষি বলে।
উদাহরণ: ভারতে পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাতে মিশ্র কৃষি গড়ে উঠেছে।
Q82. ইন্টার কালচার বা আন্তঃকৃষি কাকে বলে?
➤ বহু ফসলি কৃষিব্যবস্থায় প্রগাঢ় পদ্ধতিতে জমিতে একই সঙ্গে সারিবদ্ধভাবে বিভিন্ন ফসলের চাষ করা হয়। এক এক ফসল এক এক সময়ে পাকে। তাই, সারাবছর ধরে ফসল ফলানাে ও ফসল তােলা চলতে থাকে। এ ধরনের কৃষিকাজকে ইন্টার কালচার বা আন্তঃকৃষি বলে।
উদাহরণ : ইয়াংসি কিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে এধরনের কৃষিকাজ দেখা যায়।
Q84. সেচ কৃষির সংজ্ঞা দাও?
➤ শস্যের জন্য প্রয়ােজনীয় বৃষ্টিপাতের পরিমাণ কম হলে অথবা বৃষ্টিপাত অনিশ্চিত হলে কেবল জলসেচের ওপর নির্ভর করে ফসল ফলানােকে সেচ কৃষি বলে।
Q86. খরিফ চাষ বলতে কী বােঝায়?
➤ উষ্ণতা ও আর্দ্রতার ওপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন শস্য চাষ করা হয়। যেসব শস্যের চাষ বর্ষাকালে করা হয় ও ফসল তােলা হয় শীতের শুরুতে, সে সব ফসলের চাষকে খরিফ চাষ বলে। উদাহরণ: পশ্চিমবঙ্গে আমন ধান, পাট, শন ইত্যাদির চাষ এর অন্তর্গত। খরিফ শস্যের চাষে পর্যাপ্ত জল ও বেশি তাপমাত্রার দরকার হয়।
Q87. রবি চাষ বলতে কী বােঝায়?
➤ উষ্ণতা ও আর্দ্রতার ওপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন শস্য চাষ করা হয়। সে সব ফসল শীতের শুরুতে কম বৃষ্টিপাত ও কম তাপমাত্রায় চাষ করা হয় এবং শীতের শেষে উত্তোলন করা হয় তাদের রবি চাষ বলে।
উদাহরণ: ভারতের গম ,সরষে ,আলু, পেয়াজ ইত্যাদি রবি ফসল।
📥 File Details :
Size - 282 KB
Total Page - 6
Name - অধ্যায়ঃ অর্থনৈতিক ক্রিয়াকলাপ : কৃষি
File Format - পিডিএফ [PDF]
File Location - Google Drive
👉 Click Hear To Download
উত্তরঃ দ্বিতীয় বা গৌণ স্তরভূক্ত অর্থনৈতিক কাজ
Q2. কোন অর্থনৈতিক ক্ষেত্রকে সেবাক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়?
উত্তরঃ তৃতীয় ক্ষেত্র
Q3. PPP এর পুরাে নাম কী?
উত্তরঃ Public Private Partnership
Q4. বাণিজ্য কাকে বলে?
উত্তরঃ দেশীয় ও বৈদেশিক বাজারে পণ্যদ্রব্যের বিনিময়, লেনদেন, আমদানী রপ্তানী ও আনুষঙ্গিক কাজকর্মকে বাণিজ্য বলে
Q5. কীসের উপর ভিত্তি করে দ্বিতীয় স্তরের কাজ গড়ে উঠেছে?
উত্তরঃ যন্ত্রাংশের একত্রীকরণ, প্রক্রিয়াকরণ ও দ্রব্যের রূপান্তর করণ
Q6. তৃতীয় স্তরের কাজ কীসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তরঃ ব্যবসা বাণিজ্যও শ্রম বিশেষীকরণ নির্ভর পরিসেবামূলক কাজ
Q7. পঞ্চম স্তরের বিবর্তনের জন্য কোন ধরণের শ্রমশক্তি প্রয়ােজন?
উত্তরঃ পেশাদার বুদ্ধিজীবী। এদের Think Tank বলে
Q8. অতি নব্যস্তরের কাজ পৃথিবীর কোন শ্রেণির দেশগুলিতে বিস্তৃত হয়?
উত্তরঃ উন্নত দেশগুলিতে
Q9. ভিত্তাবৃত্তিকে অর্থনৈতিক কাজের অন্তর্ভূক্ত করা হয়না কেন?
উত্তরঃ এই ক্ষেত্রে কায়িক ও মানসিক কোন শ্রমই সেই অর্থে হয়না
Q10. উত্তম পারিশ্রমিক কোন স্তরে নিযুক্ত শ্রমিকেরা পায়?
উত্তরঃ চতুর্থ ও পঞ্চম স্তরের নিযুক্ত শ্রমিকেরা উত্তম পারিশ্রমিক পায়
Q11. কোন পেশাদারী কাজে পারিশ্রমিক সর্বাধিক?
উত্তরঃ পঞ্চম বা অতিনব্যস্তরের পেশাদারদের পারিশ্রমিক সর্বাধিক
Q12. কোন ক্ষেত্রের শ্রমিকদের মজুরী সর্বনিম্ন?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্রের শ্রমিকদের মজুরী সর্বনিম্ন
Q13. চতুর্থক্ষেত্র বা নব্যস্তরের কোন উপক্ষেত্রে কর্মসংস্থান সবচেয়ে বেশি ও সম্ভাবনাময়?
উত্তরঃ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়
Q14. আকরিক লােহা উত্তোলন ও লৌহ ইস্পাত শিল্প কেন একই স্তরের অর্থনৈতিক কাজ নয়?
উত্তরঃ আকরিক লােহা উত্তোলন প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত ও লৌহ ইস্পাত শিল্প দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
Q15. শিল্পায়ন ও নগরায়ণ কোন স্তরের কাজে কর্মসংস্থান ঘটায় না?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্র
Q16. শহরগুলিতে কোন স্তরের কাজের প্রাধান্য দেখা যায়?
উত্তরঃ চতুর্থ ও পঞ্চমস্তরের অর্থনৈতিক কাজ
Q17. সেবা ক্ষেত্রের কাজের উপাদান বা উপক্ষেত্রগুলি কীকী?
উত্তরঃ
Q8. অতি নব্যস্তরের কাজ পৃথিবীর কোন শ্রেণির দেশগুলিতে বিস্তৃত হয়?
উত্তরঃ উন্নত দেশগুলিতে
Q9. ভিত্তাবৃত্তিকে অর্থনৈতিক কাজের অন্তর্ভূক্ত করা হয়না কেন?
উত্তরঃ এই ক্ষেত্রে কায়িক ও মানসিক কোন শ্রমই সেই অর্থে হয়না
Q10. উত্তম পারিশ্রমিক কোন স্তরে নিযুক্ত শ্রমিকেরা পায়?
উত্তরঃ চতুর্থ ও পঞ্চম স্তরের নিযুক্ত শ্রমিকেরা উত্তম পারিশ্রমিক পায়
Q11. কোন পেশাদারী কাজে পারিশ্রমিক সর্বাধিক?
উত্তরঃ পঞ্চম বা অতিনব্যস্তরের পেশাদারদের পারিশ্রমিক সর্বাধিক
Q12. কোন ক্ষেত্রের শ্রমিকদের মজুরী সর্বনিম্ন?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্রের শ্রমিকদের মজুরী সর্বনিম্ন
Q13. চতুর্থক্ষেত্র বা নব্যস্তরের কোন উপক্ষেত্রে কর্মসংস্থান সবচেয়ে বেশি ও সম্ভাবনাময়?
উত্তরঃ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়
Q14. আকরিক লােহা উত্তোলন ও লৌহ ইস্পাত শিল্প কেন একই স্তরের অর্থনৈতিক কাজ নয়?
উত্তরঃ আকরিক লােহা উত্তোলন প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত ও লৌহ ইস্পাত শিল্প দ্বিতীয় ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
Q15. শিল্পায়ন ও নগরায়ণ কোন স্তরের কাজে কর্মসংস্থান ঘটায় না?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্র
Q16. শহরগুলিতে কোন স্তরের কাজের প্রাধান্য দেখা যায়?
উত্তরঃ চতুর্থ ও পঞ্চমস্তরের অর্থনৈতিক কাজ
Q17. সেবা ক্ষেত্রের কাজের উপাদান বা উপক্ষেত্রগুলি কীকী?
উত্তরঃ
- কাজের উপাদান ➺ (১) ব্যবসা, বাণিজ্য (২) পরিবহন (৩) যােগাযােগ (৪) সেবামূলক কাজ
- উপক্ষেত্র ➺ (১) ব্যাক্তিগত পরিসেবা (২) প্রাতিষ্ঠানিক পরিসেবা (৩) উচ্চপর্যায়ের পরিসেবা
Q18. কোন কোন কাজ থেকে ব্যবসায়িক পরিসেবা পাওয়া যায়?
উত্তরঃ (১) বাণিজ্য (২) পরিবহন (৩) যােগাযােগ (৪) প্রচার (৫) হােটেল (৬) বিজ্ঞাপন
Q19. হেরিটেজ শিল্প বলতে কী বােঝায়?
উত্তরঃ স্মৃতিসৌধ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অংশে পর্যটনকে হেরিটেজ শিল্প বলে
Q20. গনসংযােগের বড় মাধ্যম কোনটি?
উত্তরঃ সংবাদপত্র
Q21. অতিনব্য অর্থনৈতিক কার্যাবলী কী কী?
উত্তরঃ বিশেষজ্ঞ, নীতিপ্রণেতা, সিদ্ধান্তগ্রহণকারী, পরামর্শদাতা, বিজ্ঞানী
Q22. A.T.M. এর পুরাে নাম কী?
উত্তরঃ Automated Teller Machine.
Q23. GP.S. এর পুরাে নাম কী?
উত্তরঃ Global Positioning system.
Q24. পঞ্চমক্ষেত্রের শ্রমিকদের কী বলা হয়?
উত্তরঃ Golden Collar Worker.
Q25. গানবাজনা, খেলাধূলা ইত্যাদির সাথে নিযুক্ত কর্মীদের কী বলে?
উত্তরঃ White Collar Worker.
Q26. বিউটিশিয়ানরা কোন ক্ষেত্রের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন?
উত্তরঃ ব্যক্তিগত পরিসেবা ক্ষেত্র। এদের ‘Pink Collar Worker' বলে
Q27. উচ্চ পর্যায়ের একাধিক দপ্তরের কাজ যারা সামলান তাদের কী বলে?
উত্তরঃ Think Tank বা বুদ্ধির ভান্ডার
Q28. বাণিজ্যিক কৃষি, বাণিজ্যিক পশুপালন প্রভৃতি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
উত্তরঃ দ্বিতীয় বা গৌণ ক্ষেত্র
Q29. কোন অর্থনৈতিক ক্ষেত্রকে ভিত্তি স্তর বলে?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্র
Q30. কাদের লালকলার শ্রমিক বলে?
উত্তরঃ কৃষিজীবি
Q31. নীতি নির্ধারণ কী ধরণের অর্থনৈতিক কার্যাবলী?
উত্তরঃ কুইনারী কার্যাবলী
Q32. নীল কলার শ্রমিক কাদের বলা হয়?
উত্তরঃ শিল্প বা কলকারখানায় নিযুক্ত শ্রমিকদের
Q33. সাদা কলার শ্রমিক কাদের বলা হয়?
উত্তরঃ শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, নার্স ইত্যাদিদের
Q34. বুদ্ধি ভান্ডার বা Think Tank কাদের বলা হয়?
উত্তরঃ গবেষক, বিজ্ঞানীদের
⦾ কৃষি :
উত্তরঃ পুসা
Q36. নিবিড় কৃষির প্রধান ফসল কী?
উত্তরঃ ধান
উত্তরঃ ধান
Q37. নীলনদ অববাহিকায় কোন কৃষির প্রাধান্য রয়েছে?
উত্তরঃ সেচন
Q38. ব্রিটিশ যুক্তরাজ্যে হর্টিকালচার কী নামে পরিচিত?
উত্তরঃ মার্কেট গার্ডেনিং
Q39. পৃথিবীর মােট কত অংশ জনসংখ্যা কৃষি কার্যের সাথে যুক্ত?
উত্তরঃ দুই তৃতীয়াংশ
Q40. পৃথিবীর স্থলভাগের প্রায় কত শতাংশ স্থানে কৃষিকাজ হয়?
উত্তরঃ সেচন
Q38. ব্রিটিশ যুক্তরাজ্যে হর্টিকালচার কী নামে পরিচিত?
উত্তরঃ মার্কেট গার্ডেনিং
Q39. পৃথিবীর মােট কত অংশ জনসংখ্যা কৃষি কার্যের সাথে যুক্ত?
উত্তরঃ দুই তৃতীয়াংশ
Q40. পৃথিবীর স্থলভাগের প্রায় কত শতাংশ স্থানে কৃষিকাজ হয়?
উত্তরঃ ১২ %
Q41. লৌহ ও ম্যাঙ্গানীজ মিশ্রিত দোঁয়াশ মাটি কোন চাষের পক্ষে আদর্শ?
উত্তরঃ চা
Q42. জোতের ব্যবহারগত আবর্তন কোন কৃষিতে দেখা যায়?
উত্তরঃ স্থায়ী কৃষি
Q43. ঘানা কোন বাগিচা ফসল উৎপাদনের জন্য বিখ্যাত?
উত্তরঃ কাকাও (Cacao)
Q44. চা-য়ের প্রচলন সর্বপ্রথম কোন দেশে শুরু হয়?
উত্তরঃ চীন
Q45. মিশরের নিবিড় কৃষিতে শীত ঋতুর স্থানীয় নাম কী?
উত্তরঃ শ্বেতুই
Q46. প্রকৃতির ভাণ্ডার থেকে সরাসরি সম্পদ সংগ্রহকে কী বলে?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
Q47. FAO-এর পুরাে নাম কী?
উত্তরঃ Food and Agriculture Organization.
Q48. জলে সার মিশিয়ে মৃত্তিকা বিহীন চাষকে কী বলে?
উত্তরঃ হাইড্রোপনিক্স
Q49. বাজার কেন্দ্রিক কৃষিতে শাক সবজির চাষকে কী বলে?
উত্তরঃ ওলেরিকালচার
Q50. চা পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ট্যানিক
Q51. বৃহদায়তন এস্টেট কোন কৃষিতে দেখা যায়?
Q41. লৌহ ও ম্যাঙ্গানীজ মিশ্রিত দোঁয়াশ মাটি কোন চাষের পক্ষে আদর্শ?
উত্তরঃ চা
Q42. জোতের ব্যবহারগত আবর্তন কোন কৃষিতে দেখা যায়?
উত্তরঃ স্থায়ী কৃষি
Q43. ঘানা কোন বাগিচা ফসল উৎপাদনের জন্য বিখ্যাত?
উত্তরঃ কাকাও (Cacao)
Q44. চা-য়ের প্রচলন সর্বপ্রথম কোন দেশে শুরু হয়?
উত্তরঃ চীন
Q45. মিশরের নিবিড় কৃষিতে শীত ঋতুর স্থানীয় নাম কী?
উত্তরঃ শ্বেতুই
Q46. প্রকৃতির ভাণ্ডার থেকে সরাসরি সম্পদ সংগ্রহকে কী বলে?
উত্তরঃ প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
Q47. FAO-এর পুরাে নাম কী?
উত্তরঃ Food and Agriculture Organization.
Q48. জলে সার মিশিয়ে মৃত্তিকা বিহীন চাষকে কী বলে?
উত্তরঃ হাইড্রোপনিক্স
Q49. বাজার কেন্দ্রিক কৃষিতে শাক সবজির চাষকে কী বলে?
উত্তরঃ ওলেরিকালচার
Q50. চা পাতায় কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ট্যানিক
Q51. বৃহদায়তন এস্টেট কোন কৃষিতে দেখা যায়?
উত্তরঃ বাগিচা
Q52. একই কৃষিক্ষেত্রে একই সময়ে বিভিন্ন সারিতে ভিন্ন ভিন্ন ফসলের চাষকে কী বলে?
Q52. একই কৃষিক্ষেত্রে একই সময়ে বিভিন্ন সারিতে ভিন্ন ভিন্ন ফসলের চাষকে কী বলে?
উত্তরঃ ইন্টার কালচার
Q53. 'Hortus' কথা অর্থ কী?
উত্তরঃ Garden বা বাগান
Q54. অপারেশন ফ্লাড-১ কথাটি কোন উৎপাদনের সাথে যুক্ত?
উত্তরঃ দুগ্ধ উৎপাদন
Q55. গমের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ ট্রিটিকাম অ্যাসটিভাম
Q56. ডাউনস তৃণভূমিতে কোন ফসলের চাষ বেশি হয়?
উত্তরঃ গম
Q57. কফিকে কোন ফসল বলা হয়?
উত্তরঃ বাগিচা
Q58. হটিকালচারের অপর নাম কী?
উত্তরঃ মার্কেট গার্ডেনিং
Q59. ব্রাজিলের প্রধান বাগিচা ফসলের নাম কী?
উত্তরঃ কফি
Q60. কোন দেশে মার্কেট গার্ডেনিং ট্রাক ফার্মিং নামে পরিচিত?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
Q61. বাজরা কোন কৃষির ফসল?
Q53. 'Hortus' কথা অর্থ কী?
উত্তরঃ Garden বা বাগান
Q54. অপারেশন ফ্লাড-১ কথাটি কোন উৎপাদনের সাথে যুক্ত?
উত্তরঃ দুগ্ধ উৎপাদন
Q55. গমের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ ট্রিটিকাম অ্যাসটিভাম
Q56. ডাউনস তৃণভূমিতে কোন ফসলের চাষ বেশি হয়?
উত্তরঃ গম
Q57. কফিকে কোন ফসল বলা হয়?
উত্তরঃ বাগিচা
Q58. হটিকালচারের অপর নাম কী?
উত্তরঃ মার্কেট গার্ডেনিং
Q59. ব্রাজিলের প্রধান বাগিচা ফসলের নাম কী?
উত্তরঃ কফি
Q60. কোন দেশে মার্কেট গার্ডেনিং ট্রাক ফার্মিং নামে পরিচিত?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
Q61. বাজরা কোন কৃষির ফসল?
উত্তরঃ শুষ্ক
Q62. দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন কৃষির প্রাধান্য রয়েছে?
উত্তরঃ প্রগাঢ়
Q63. শীতকালীন শস্যচাষকে কী বলে?
উত্তরঃ রবি
Q64. কৃষিকার্যের বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন?
উত্তরঃ জিমারম্যান
Q65. একটি জমিতে বছরে একটি মাত্র ফসলের চাষ হলে তাকে কোন কৃষি বলে?
উত্তরঃ এক ফসলি
Q66. জলসেচের সাহায্য ছাড়া কেবলমাত্র বৃষ্টির জলে শস্য চাষকে কোন কৃষি বলে?
উত্তরঃ আর্দ্র
Q67. কৃষিকাজ কোন ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ?
উত্তরঃ প্রাথমিক
Q68. কৃষির মতাে প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের কী বলা হয়?
উত্তরঃ Red Collar Workers.
Q69. ব্যাপক কৃষিতে জোতের আকৃতি গড়ে কত একর হয়?
উত্তরঃ ৫০০
Q70. বাণিজ্যিক দানাশস্যের চাষ সাধারণত কোন জলবায়ুতে দেখা যায়?
উত্তরঃ নাতিশীতােষ্ণ
Q71. একবার রােপন করে একাধিকবার ফসল পাওয়া গেলে তাকে কোন কৃষি বলে?
উত্তরঃ বাগিচা
Q72. সারা বছর ফোটে এমন ফুলের চাষকে কী বলে?
উত্তরঃ ফ্লোরিকালচার
Q73. কফি কোন শ্রেণির মৃদু উত্তেজক পানীয়?
উত্তরঃ ক্যাফিন
Q74. ফিলিপিনস এর কোথায় আন্তর্জাতিক ধান গবেষণাগার আছে?
উত্তরঃ ম্যানিলা
Q75. কৃষিকাজ কাকে বলে?Q62. দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন কৃষির প্রাধান্য রয়েছে?
উত্তরঃ প্রগাঢ়
Q63. শীতকালীন শস্যচাষকে কী বলে?
উত্তরঃ রবি
Q64. কৃষিকার্যের বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন?
উত্তরঃ জিমারম্যান
Q65. একটি জমিতে বছরে একটি মাত্র ফসলের চাষ হলে তাকে কোন কৃষি বলে?
উত্তরঃ এক ফসলি
Q66. জলসেচের সাহায্য ছাড়া কেবলমাত্র বৃষ্টির জলে শস্য চাষকে কোন কৃষি বলে?
উত্তরঃ আর্দ্র
Q67. কৃষিকাজ কোন ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ?
উত্তরঃ প্রাথমিক
Q68. কৃষির মতাে প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের কী বলা হয়?
উত্তরঃ Red Collar Workers.
Q69. ব্যাপক কৃষিতে জোতের আকৃতি গড়ে কত একর হয়?
উত্তরঃ ৫০০
Q70. বাণিজ্যিক দানাশস্যের চাষ সাধারণত কোন জলবায়ুতে দেখা যায়?
উত্তরঃ নাতিশীতােষ্ণ
Q71. একবার রােপন করে একাধিকবার ফসল পাওয়া গেলে তাকে কোন কৃষি বলে?
উত্তরঃ বাগিচা
Q72. সারা বছর ফোটে এমন ফুলের চাষকে কী বলে?
উত্তরঃ ফ্লোরিকালচার
Q73. কফি কোন শ্রেণির মৃদু উত্তেজক পানীয়?
উত্তরঃ ক্যাফিন
Q74. ফিলিপিনস এর কোথায় আন্তর্জাতিক ধান গবেষণাগার আছে?
উত্তরঃ ম্যানিলা
➤ কৃষিকাজ মানুষের সুপ্রাচীন অর্থনৈতিক কাজ। অধ্যাপক জিমারম্যান বলেছেন, জমিতে স্থায়ীভাবে বসবাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধিকে কাজে লাগিয়ে নিজের প্রয়ােজন মেটানাের জন্য উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্যাদি উৎপাদন করে তখন সেই উৎপাদন প্রক্রিয়াকে কৃষিকাজ বলে। শস্য উৎপাদন, পশুপালন, বনসৃজন, মৎস্যচাষ, পশম উৎপাদন প্রভৃতি কৃষিকাজের অন্তর্গত।
Q76. কৃষি প্ৰণালী বা কৃষি পদ্ধতি বলতে কী বােঝায়?
➤ কৃষিকাজের প্রাকৃতিক নিয়ন্ত্রক হল তাপমাত্রা, বৃষ্টিপাত বা আদ্রর্তা, মাটি ও ভূপ্রকৃতি। মূলত এদের
বিভিন্নতা এবং আর্থ-সামাজিক তারতম্যের ওপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের সুনিয়ন্ত্রিত কৃষি-উৎপাদন প্রক্রিয়া গড়ে উঠেছে। সুনিয়ন্ত্রিত কৃষি-উৎপাদন প্রক্রিয়াকে কৃষি প্ৰণালী বা কৃষিপদ্ধতি বলা হয়।
Q77. স্থানান্তর বা যাযাবরী কৃষি বলতে কী বােঝায়?
➤ স্থানান্তর কৃষি এক প্রকার পরিযায়ী কৃষিকাজ। এক্ষেত্রে চাষবাসের জন্য নির্দিষ্ট কোনাে জমি থাকে না। প্রয়ােজন মতাে জমি বেছে নিয়ে গাছপালা পুড়িয়ে জমি পরিষ্কার করে কয়েক বছর ফসল ফলানাের পর জমির উর্বরতা কমে গেলে মানুষ কৃষিকাজের উদ্দেশ্যে অন্য স্থানে চলে যায়। দু-চার বছর অন্তর অন্তর স্থান বদল করে কৃষিকাজ করার এই পদ্ধতিকে স্থানান্তর বা যাযাবরী কৃষি বলে।
Q78. নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে?
➤ জমির ওপর জনসংখ্যার চাপ বেশি থাকায় খাদ্যের চাহিদা মেটাতে যতটা সম্ভব বেশি শ্রম ও পুঁজি বিনিয়ােগ করে কম পরিমাণ জমি থেকে যে পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণ ফসল উৎপাদন করা হয় তাকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে।
উদাহরণ: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলির নদীগঠিত সমভূমিতে ধান চাষ, কিংবা উত্তর-পশ্চিম ইউরােপে গম, শালগম, বার্লি প্রভৃতি ফসল উৎপাদন।
Q79. বাগিচা বা আবাদি কৃষি কাকে বলে?
➤ ক্রান্তীয় ও উপক্ৰান্তীয় জলবায়ু অঞ্চলে প্রচুর মূলধন, স্থানীয় শ্রমিক, উন্নত যােগাযােগ ব্যবস্থা, উন্নত পরিকাঠামাে ও সুদক্ষ ব্যবস্থাপনার সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানি নির্ভর কৃষি প্রণালী গড়ে উঠেছে, তাকে বাগিচা বা আবাদি কৃষি বলে।
উদাহরণ: ভারতের চা চাষ, উত্তরবঙ্গের আনারস চাষ প্রভৃতি।
Q80. মিশ্র কৃষি কাকে বলে?
➤ মিশ্র কৃষি এক স্বতন্ত্র কৃষিব্যবস্থা। এই কৃষিব্যবস্থায় একই জমিতে একদিকে পশু খাদ্যশস্য, দানাশস্য, তরিতরকারি যেমন উৎপন্ন হয়, তেমনি অন্যদিকে দুধ, মাংস, সার ইত্যাদির প্রয়ােজনে পশুপালন করা হয়। সুতরাং, যে কৃষিব্যবস্থায় একসঙ্গে উদ্ভিদ পালন ও পশুপালনের মাধ্যমে অর্থনৈতিক সমন্বয় ঘটিয়ে
বাণিজ্যিকভাবে অথচ অপেক্ষাকৃত ঝুকিহীন কৃষিকাজ গড়ে ওঠে তাকে মিশ্র কৃষি বলে।
উদাহরণ: ভারতে পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাতে মিশ্র কৃষি গড়ে উঠেছে।
Q81. শস্যাবর্তন কাকে বলে?
➤ অনুকূল প্রাকৃতিক পরিবেশে একই জমিতে বছরের ভিন্ন ভিন্ন সময়ে পর্যায়ক্রমিকভাবে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্যাবর্তন বলে। মূলত জমির স্বাভাবিক উর্বরতা বজায় রাখার জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়।
➤ অনুকূল প্রাকৃতিক পরিবেশে একই জমিতে বছরের ভিন্ন ভিন্ন সময়ে পর্যায়ক্রমিকভাবে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্যাবর্তন বলে। মূলত জমির স্বাভাবিক উর্বরতা বজায় রাখার জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়।
Q82. ইন্টার কালচার বা আন্তঃকৃষি কাকে বলে?
➤ বহু ফসলি কৃষিব্যবস্থায় প্রগাঢ় পদ্ধতিতে জমিতে একই সঙ্গে সারিবদ্ধভাবে বিভিন্ন ফসলের চাষ করা হয়। এক এক ফসল এক এক সময়ে পাকে। তাই, সারাবছর ধরে ফসল ফলানাে ও ফসল তােলা চলতে থাকে। এ ধরনের কৃষিকাজকে ইন্টার কালচার বা আন্তঃকৃষি বলে।
উদাহরণ : ইয়াংসি কিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে এধরনের কৃষিকাজ দেখা যায়।
Q83. আর্দ্র কৃষির কাকে বলে?
➤ জলসেচের সাহায্য ছাড়া নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের (150 সেমির বেশি) ওপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয়, তাকে আর্দ্র কৃষি বলে। এই কৃষি প্রধানত মৌসুমি জলবায়ুর অন্তর্গত দেশগুলিতে বর্ষাকালে হয়ে থাকে।
➤ জলসেচের সাহায্য ছাড়া নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের (150 সেমির বেশি) ওপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয়, তাকে আর্দ্র কৃষি বলে। এই কৃষি প্রধানত মৌসুমি জলবায়ুর অন্তর্গত দেশগুলিতে বর্ষাকালে হয়ে থাকে।
Q84. সেচ কৃষির সংজ্ঞা দাও?
➤ শস্যের জন্য প্রয়ােজনীয় বৃষ্টিপাতের পরিমাণ কম হলে অথবা বৃষ্টিপাত অনিশ্চিত হলে কেবল জলসেচের ওপর নির্ভর করে ফসল ফলানােকে সেচ কৃষি বলে।
উদাহরণ : নিম্ন নীলনদ-অববাহিকায় ধান, ইক্ষু, শালগম, ভুট্টা, তুলাে প্রভৃতির চাষ হয়। ভারতে আউশ ও বােরাে ধান এবং রবিশস্যের চাষ সেচের জলে হয়ে থাকে।
Q85. শুষ্ক কৃষি কাকে বলে?
➤ যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত 50 সেমির নীচে এবং জলসেচের সুবিধা নেই, সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে। জোয়ার, বাজরা, ভুট্টা, শালগম প্রভৃতি নিম্নমানের দানাশস্য এই কৃষির প্রধান ফসল।
উদাহরণ: পশ্চিম ও দক্ষিণ ভারতে, মধ্য চিনে শুষ্ক কৃষির মাধ্যমে শস্য উৎপাদন করা হয়।
Q85. শুষ্ক কৃষি কাকে বলে?
➤ যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত 50 সেমির নীচে এবং জলসেচের সুবিধা নেই, সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে। জোয়ার, বাজরা, ভুট্টা, শালগম প্রভৃতি নিম্নমানের দানাশস্য এই কৃষির প্রধান ফসল।
উদাহরণ: পশ্চিম ও দক্ষিণ ভারতে, মধ্য চিনে শুষ্ক কৃষির মাধ্যমে শস্য উৎপাদন করা হয়।
Q86. খরিফ চাষ বলতে কী বােঝায়?
➤ উষ্ণতা ও আর্দ্রতার ওপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন শস্য চাষ করা হয়। যেসব শস্যের চাষ বর্ষাকালে করা হয় ও ফসল তােলা হয় শীতের শুরুতে, সে সব ফসলের চাষকে খরিফ চাষ বলে। উদাহরণ: পশ্চিমবঙ্গে আমন ধান, পাট, শন ইত্যাদির চাষ এর অন্তর্গত। খরিফ শস্যের চাষে পর্যাপ্ত জল ও বেশি তাপমাত্রার দরকার হয়।
Q87. রবি চাষ বলতে কী বােঝায়?
➤ উষ্ণতা ও আর্দ্রতার ওপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন শস্য চাষ করা হয়। সে সব ফসল শীতের শুরুতে কম বৃষ্টিপাত ও কম তাপমাত্রায় চাষ করা হয় এবং শীতের শেষে উত্তোলন করা হয় তাদের রবি চাষ বলে।
উদাহরণ: ভারতের গম ,সরষে ,আলু, পেয়াজ ইত্যাদি রবি ফসল।
📥 File Details :
Size - 282 KB
Total Page - 6
Name - অধ্যায়ঃ অর্থনৈতিক ক্রিয়াকলাপ : কৃষি
File Format - পিডিএফ [PDF]
File Location - Google Drive
👉 Click Hear To Download