জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর সিরিজ সব বিষয়ে একত্রে পার্ট - ৩
ロロ বিভিন্ন রকমের
ক্লার্ক / গ্রুপ - C ও গ্রুপ - D এবং Police , PSC, আসন্ন প্রতিযোগিতা
মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ G.k প্রশ্ন উত্তর বাংলা
সিরিজ সব বিষয়ে একত্রে পার্ট - ৩ ロロ
Q175. সূর্যালােকের কোন রশ্মিভূপৃষ্ঠে আপতিত হলে সালােকসংশ্লেষ প্রক্রিয়া
ব্যাহত হয়?
(a) রেডিও তরঙ্গ
(b) আন্ট্রা ভায়ােলেট
রশ্মি
(c) অতিবেগুণী রশ্মি
(d) কোনােটি নয়
(c) অতিবেগুণী রশ্মি
(d) কোনােটি নয়
Ans. (c) অতিবেগুণী রশ্মি
Q176. প্রয়াত কোবে ব্রায়ান্ট কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
(a) ফুটবল
(b)
ক্রিকেট
(c)
বাস্কেটবল
(d) দাবা
Ans. (c) বাস্কেটবল
Q177. প্ৰবাহী হল________?
(a) কঠিন, তরল ও গ্যাস
(b) তরল ও গ্যাস
(c) কঠিন ও গ্যাস
(d) কোনােটি নয়
Ans. (c) কঠিন ও গ্যাস
Q178. সঈদ আহমেদ কোন আন্দোলনের নেতা ছিলেন?
(a) তারিকা আন্দোলন
(b) ধর্ম সংস্কার আন্দোলন
(c) মুসলীম লীগ ডেমােক্র্যাট
মুভমেন্ট
(d) গুজরাত প্রাদেশিক বিপ্লব
Ans. (a) তারিকা আন্দোলন
Q179. ‘ডরসি' কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a) দাবা
(b) ক্রিকেট
(c) ফেন্সিং
(d) গলফ
Ans. (d) গলফ
Q180. তেজস এক্সপ্রেস হল ভারতের প্রথম?
(a) বেসরকারি ট্রেন
(b) বাতানুকুল ট্রেন
(c) সরকারি ট্রেন
(d) দ্রুতগামী ট্রেন
Ans. (a) বেসরকারি ট্রেন
Q181. গিরীশ গুপ্ত এখন নীচের কোন সংস্থার চেয়ারম্যান?
(a) ভারতীয় অভিভাসন
দফতর
(b)রাজ্য নির্বাচন
কমিশন
(c) স্টেট ফ্যামিলি
প্লানিং বাের্ড
(d) রাজ্য মানবাধিকার
কমিশন
Ans. (d) রাজ্য মানবাধিকার কমিশন
Q182. নিম্নলিখিত কোটি মানুষের ক্ষেত্রে প্রযােজ্য নয়?
(a) সর্বভূক
(b) স্বভােজী
(c) পরভােজী
(d) মাংশাসী
(c) পরভােজী
(d) মাংশাসী
Ans. (b) স্বভােজী
Q183. রাতকানা রােগ হয় যে ভিটামিনটির অভাবে সেটি হল?
(a) ভিটামিন D
(b) ভিটামিন K
(c) ভিটামিন C
(d) ভিটামিন A
Q184. আপনার ক্যারিজ হলে, আপনি কার কাছে যাবেন?
(a) কার্ডিয়ােলজিস্ট
(b) ডেন্টিস্ট
(c) অর্থপেডিক্স
(d) নিউরােলজিস্ট
Q185. ‘প্লেয়িং ইট মাই ওয়ে' গ্রন্থটির লেখক?
(a) সৌরভ গাঙ্গুলী
(b) সচীন তেন্ডুলকর
(c) সুনীল গাভাসকার
(d) জি, আর, বিশ্বনাথ
Ans. (b) সচীন তেন্ডুলকর
(a) বিধানসভা
(b) রাজ্যপাল
(c) মুখ্যমন্ত্রী
(d) স্পীকার
Q187. মােহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল___সালে?
(a) 1911 সালে
(b) 1901 সালে
(c) 1910 সালে
(d) 1905 সালে
Q188. এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি?
(a) তাপ বিদ্যুৎ
(b) পেট্রোলিয়াম
(c) পারমাণবিক বিদ্যুৎ
(d) সৌর বিদ্যুৎ
Ans. (d) সৌর বিদ্যুৎ
(a) পশ্চিমবঙ্গ
(b) অসম
(c) ওড়িশা
(d) মহারাষ্ট্র
Ans. (a) পশ্চিমবঙ্গ
(a) নির্মলা সীতারামন
(b) অরুণ জেটলী
(c) প্রকাশ জাভড়েকার
(d) স্মৃতি ইরানী
Ans. (b) অরুণ জেটলী
Q191. পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যে দিকে আবর্তন করে তা হল?
(a) দক্ষিণ থেকে উত্তরে
(b) পশ্চিম থেকে পূর্বে
(c) উত্তর থেকে দক্ষিণে
(d) পূর্ব থেকে পশ্চিমে
Ans. (b) পশ্চিম থেকে পূর্বে
Q192. 2 থেকে 12-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যােগফল হল?
(a) 25
(b) 30
(c) 20
(d) 28
Ans. (d) 28
(a) 25,000 টাকা
(b) 22,500 টাকা
(c) 20,000 টাকা
(d) 27,০০০ টাকা
Ans. (a) 25,000 টাকা
(a) 1070.115
(b) 1063.115
(c) 979.214
(d) 1032.651
Ans. (d) 1032.651
(a) 8100
(b) 100
(c) 8100
(d) 1000
Ans. (b) 100
(a) 5 মিটার
(b) 10 মিটার
(c) 16 মিটার
(d) 21 মিটার
Ans. (c) 16 মিটার
(a) `4\frac{2}{3}`
(b) `4\frac{1}{6}`
(c) `\frac{39}{12}`
(d) `\frac{47}{12}`
Ans. (a) `4\frac{2}{3}`
(a) 20 দিন
(b) 36 দিন
(c) 40 দিন
(d) 52 দিন
Ans. (b) 36 দিন
Q199. সকাল দশটার সময় R এবং S যথাক্রমে (respectively) 3 কিমি/ঘণ্টা এবং
4 কিমি/ঘণ্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের
মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয় তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে?
(a) 11:30 AM
(b) 12:30 AM
(c) 1:30 AM
(d) 2:00 AM
Ans. (b) 12:30 AM
(a) 1998
(b) 2004
(c) 2021
(d) 2012
Ans. (d) 2012
(a) সােডিয়াম বাই কার্বোনেট
(b) ক্যালশিয়াম কার্বোনেট
(c) হাইড্রেটেড সােডিয়াম কার্বোনেট
(d) সােডিয়াম ক্লোরাইড
Ans. (a) সােডিয়াম বাই কার্বোনেট
Q202. ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা (perfect square number) 150062 ‘ক’ ছাপা হল। ক’-এর মান (value) কত?
(a) 3
(b) 5
(c) 8
(d) 10
Ans. (b) 5
Q203. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে ‘বুলন্দ দরওয়াজা' নির্মাণ করা হয়েছিল?
(a) বিহার
(b) বাংলা
(c) দাক্ষিণাত্য
(d) গুজরাট
(b) বাংলা
(c) দাক্ষিণাত্য
(d) গুজরাট
Ans. (d) গুজরাট
Q204. ‘স্বচ্ছ সমীক্ষা’ (Cleanliness survey) অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল?
(a) পাটনা
(b) চেন্নাই
(c) ইন্দোর
(d) কলকাতা
(d) কলকাতা
Ans. (c) ইন্দোর
Q205. একটি জাহাজ যখনআন্তর্জাতিক তারিখ রেখা(International Date Line)-কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে?
(a) অর্ধেক দিন এগিয়ে যায়
(b) অর্ধেক দিন পিছিয়ে যায়
(c) একদিন এগিয়ে যায়
(d) একদিন পিছিয়ে যায়
Ans. (d) একদিন পিছিয়ে যায়
Q206. যদি 55 + 66 = 33 এবং 22 + 99 = 33 হয়, তবে 44 + 88 = ?
(a) 38
(b) 40
(c) 36
(d) 33
Ans. (c) 36
Q207. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন?
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) জন কেরি
(d) মাইকেল মধুসূদন দত্ত
Ans. (d) মাইকেল মধুসূদন দত্ত
(a) 2:9
(b) অনির্ণেয় (can't be determined)
(c) 1: 12
(d) 5: 24
Ans. (c) 1: 12
Q209. 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা (number) আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য (divisible) এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক (digit)?
(a) 7
(b) 20
(c) 21
(d) 10
Ans. (a) 7
Q210. পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী?
(a) পাকিস্তান পিপলস পার্টি
(b) আওয়ামী ন্যাশানাল পার্টি
(c) জামাত-এ-ইসলামি
(d) তহরিক-ই-ইনসাফ
Ans. (d) তহরিক-ই-ইনসাফ
Q211. নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী?
(a) স্ট্রেপটোকক্কাস (Streptococcus)
(b) স্ট্যাফিলােকক্কাস (Staphylococcus)
(c) ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)
(d) সামনেল্লা (Salmonella)
Ans. (c) ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)
Q212. E, A-এর পুত্র D, B-এর পুত্র E-এর সাথেC-এর বিবাহ হয়। C, B -এর কন্যা হলে, D -এর সাথে E -এর সম্পর্ক কী?
(a) শশুরমশাই
(b) শালা/ভাসুর
(c) কাকা/মামা
(d) ভাই
Q212. E, A-এর পুত্র D, B-এর পুত্র E-এর সাথেC-এর বিবাহ হয়। C, B -এর কন্যা হলে, D -এর সাথে E -এর সম্পর্ক কী?
(a) শশুরমশাই
(b) শালা/ভাসুর
(c) কাকা/মামা
(d) ভাই
Ans. (b) শালা/ভাসুর
Q213. 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য (divisible)?
(a) 99875
(b) 99৪55
(c) 99985
(d) 99435
Ans. (b) 99৪55
Q214. 'ভারতের নেপােলিয়ন' কাকে বলা হত?
(a) সমুদ্রগুপ্ত
(b) স্কন্দগুপ্ত
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) প্রথম চন্দ্রগুপ্ত
Ans. (a) সমুদ্রগুপ্ত
Q215. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের (United Nations) নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কী?
(a) 2
(b) 4
(c) 5
(d) 7
Ans. (c) 5
🟔 সেট -১/২/৩ একসঙ্গে পিডিএফ ফাইল ডাউনলোড
📥 File Details :
Size - 688 KB
Total Page - 55
Name - গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ Total - 215
File Format - পিডিএফ [PDF]
File Location - Google Drive