নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : [ অধ্যায় = জীবন ও তার বৈচিত্র্য / জীবন সংগঠনের স্তর ] টেস্ট ও ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক মডেল সেট প্রশ্নও উত্তর।
___ [ সূচিপত্র :] ___
প্রশ্নঃ জীব ও জড়ের পার্থক্য লেখো?
প্রশ্নঃ অ্যালগি ও ফাংগি এর পার্থক্য লেখো?
প্রশ্নঃ কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার পার্থক্য লেখো?
প্রশ্নঃ একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর পার্থক্য লেখো?
প্রশ্নঃ ব্রায়ােফাইটা ও টেরিডােফাইটা-এর মধ্যে বৈসাদৃশ্য লেখো?
প্রশ্নঃ কনড্রিকথিস ও অসটিকথিস-এর পার্থক্য আলোচনা করো?
প্রশ্নঃ নিডারিয়া এবং টিনােফোরার বৈসাদৃশ্য লেখো?
প্রশ্নঃ অ্যানিলিডা এবং আর্থ্রোপােডা পার্থক্য লেখো?
প্রশ্নঃ কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার পার্থক্য লেখো?
প্রশ্নঃ একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর পার্থক্য লেখো?
প্রশ্নঃ ব্রায়ােফাইটা ও টেরিডােফাইটা-এর মধ্যে বৈসাদৃশ্য লেখো?
প্রশ্নঃ কনড্রিকথিস ও অসটিকথিস-এর পার্থক্য আলোচনা করো?
প্রশ্নঃ নিডারিয়া এবং টিনােফোরার বৈসাদৃশ্য লেখো?
প্রশ্নঃ অ্যানিলিডা এবং আর্থ্রোপােডা পার্থক্য লেখো?
প্রশ্নঃ. জীব ও জড়ের পার্থক্য লেখো?
পার্থক্য বিষয় | জীব | জড় |
---|---|---|
উত্তেজিত | জীব উত্তেজনায় সাড়া দেয় | জড় উত্তেজনায় সাড়া দেয় না |
পরিব্যক্তি | জীবের দেহে পরিব্যক্তি ঘটে | জড়ের ক্ষেত্রে পরিব্যক্তি ঘটে না |
পুষ্টি ও বৃদ্ধি | খাদ্য গ্রহণ করার ফলে জীবের পুষ্টি, বৃদ্ধি ঘটে | জড়বস্তু খাদ্য গ্রহণ করে না তাই এদের পুষ্টি, বৃদ্ধি ইত্যাদি ঘটে না |
চলন গমন | জীবের চলন গমন আছে | জড়ের নিজস্ব চলন গমন নেই |
শ্বাসকার্য | জীব শ্বাস কার্য করতে পারে | জড় শ্বাসকার্য করতে পারেনা |
জীবনচক্র | জীবের জীবন চক্র আছে | জড়ের জীবনচক্র নেই |
জরা ও মৃত্যু | জীবের জরা ও মৃত্যু আছে | জড়ের জরা ও মৃত্যু নেই |
প্রশ্নঃ. অ্যালগি ও ফাংগি এর পার্থক্য লেখো?
পার্থক্য বিষয় | অ্যালগি | ফাংগি |
---|---|---|
বসতি | অ্যালগি হলো অধিকাংশই জলজ অল্প কিছু স্থলে বাস করে | ফাংগি হলো মূলত স্থলজ |
পুষ্টি | প্রধানত স্বভোজী পুষ্টি | সকলের পরভোজী ; বেশিরভাগ মৃতজীবী ,কিছু পরজীবী |
কোষপ্রাচীর এর প্রধান উপাদান | প্রধান উপাদান সেলুলোজ | প্রধান উপাদান কাইটিন |
কেন্দ্রীয় গহ্বর | কেন্দ্রীয় গহ্বর উপস্থিত | কেন্দ্রীয় গহ্বর ছোট অনেকগুলি গহ্বর থাকে |
সঞ্চিত খাদ্য | মূলত শ্বেতসার ও অন্যান্য পলিস্যাকারাইড | মূলত গ্লাইকোজেন |
সালোকসংশ্লেষ রঙ্গক | ক্লোরোফিল ও অন্যান্য রঙ্গক | ক্লোরোফিল বা অন্য সংশ্লেষ অনুপস্থিত |
প্রশ্নঃ. কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার পার্থক্য লেখো?
তুলনার বিষয় | কোয়াসারভেট | মাইক্রোস্ফিয়ার |
---|---|---|
সংজ্ঞা | তপ্ত লঘু স্যুপে উৎপন্ন পদাবৃত বিন্দু | সমুদ্রের জলে সৃষ্ট দ্বি-লিপিড পর্দাবৃত বিন্দু |
ভূমিকা | প্রােটোসেল উৎপাদনের পূর্বৰ্গঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | প্রােটোসেল উৎপাদন ক্ষমতাযুক্ত এবং আদি কোশের পূর্বর্গঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
বিভাজন ক্ষমতা | বিভাজন ক্ষমতাবিহীন | বিভাজন ক্ষমতাসম্পন্ন |
গঠনগত উপাদান | প্রােটিন, ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড | প্রােটিনয়েড থেকে উৎপন্ন প্রােটিন ও অন্য জৈব যৌগ |
প্রশ্নঃ. একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর পার্থক্য লেখো?
পার্থক্য বিষয় | একবীজপত্রী | দ্বিবীজপত্রী |
---|---|---|
প্রকৃতি | প্রধানত একবর্ষজীবী বীরুজাতীয় গুল্ম বৃক্ষজাতীয় উদ্ভিদের সংখ্যা খুবই কম | প্রধানত বহুবর্ষজীবী বৃক্ষজাতীয় উদ্ভিদ তবে বীরুৎ ও গুল্ম প্রকৃতিরও হতে পারে |
বীজপত্র | বীজে একটিমাত্র বীজপত্র থাকে। উদাহরণ ধান, গম, ভুট্টা | বীজে দুটি বীজপত্র থাকে। উদাহরণ আম গাছ, জাম গাছ |
পাতা | পাতা সমাঙ্ক পৃষ্ঠ ও শিরাবিন্যাস সমান্তরাল | পাতা বিষমপৃষ্ঠ এবং শিরাবিন্যাস জালিকাকার |
মূল | এইজাতীয় উদ্ভিদের মূল অস্থানিক প্রকৃতির হয় | এইজাতীয় উদ্ভিদের মূল স্থানিক প্রকৃতির হয় |
কাণ্ড | এদের কাণ্ড সাধারণত শাখাবিহীন হয় | এদের কাণ্ড সাধারণত শাখা-প্রশাখাযুক্ত হয় |
প্রশ্নঃ. ব্রায়ােফাইটা ও টেরিডােফাইটা-এর মধ্যে বৈসাদৃশ্য লেখো?
পার্থক্য বিষয় | ব্রায়ােফাইটা | টেরিডােফাইটা |
---|---|---|
দেহ | কাণ্ড ও পত্রে বিভেদিত, প্রকৃত মূল থাকে না | মূল, কাণ্ড ও পত্রে বিভেদিত |
সংবহন কলা | জাইলেম ও ফ্লোয়েম কলা অনুপস্থিত | জাইলেম ও ফ্লোয়েম কলা উপস্থিত |
বাসস্থান | ভিজে, স্যাঁতসেঁতে জায়গায় জন্মায় | শীতল ও শুষ্ক জায়গায় জন্মায় |
মূল | প্রকৃত মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে | রাইজয়েড থাকে না, প্রকৃত মূল থাকে |
দেহ | কাণ্ড ও পত্রে বিভেদিত, প্রকৃত মূল থাকে না | মূল, কাণ্ড ও পত্রে বিভেদিত |
প্রশ্নঃ. কনড্রিকথিস ও অসটিকথিস-এর পার্থক্য আলোচনা করো?
পার্থক্য বিষয় | কনড্রিকথিস | অসটিকথিস |
---|---|---|
ফুলকা ছিদ্র | পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে এগুলি কানকো দ্বারা ঢাকা থাকে না | এগুলি চার জোড়া ফুলকা ছিদ্র কানকো দ্বারা ঢাকা থাকে |
অন্তঃ কঙ্কাল | অন্তঃকঙ্কালটি তরুণাস্থিনির্মিত | অন্তঃকঙ্কালটি অস্থিনির্মিত |
পটকা | দেহে পটকা থাকে না | দেহে পটকা থাকে |
অবসারণী | দেহে অবসারণী আছে | দেহে অবসারণী নেই |
নিষেক | অন্তঃনিষেক ঘটে | বহিঃনিষেক ঘটে |
উদাহরণ | কনড্রিকথিসের উদাহরণ হলো হাঙর, শংকর মাছ | অসটিকথিসের উদাহরণ হলো রুই, কাতলা |
প্রশ্নঃ. নিডারিয়া এবং টিনােফোরার বৈসাদৃশ্য লেখো?
পার্থক্য বিষয় | নিডারিয়া | টিনােফোরা |
---|---|---|
নিডোব্লাস্ট | এদের দেহে নিডােব্লাস্ট থাকে | এদের দেহে নিডােব্লাস্ট কোশ থাকে না |
কোম্বপ্লেট | এদের দেহে কোম্বপ্লেট দেখা যায় না | এদের দেহে কোম্বপ্লেট দেখা যায় |
জীবনচক্রের দশা | পূর্ণাঙ্গ প্রাণীতে পলিপ ও মেডুসা দশা দেখা যায় | পূর্ণাঙ্গ প্রাণীতে শুধুমাত্র মেডুসা দশা দেখা যায় |
কলােব্লাস্ট কোশ | এদের দেহে কলােব্লাস্ট কোশ থাকে না | এদের দেহে কলােব্লাস্ট কোশ থাকে |
উদাহরণ | নিডারিয়ার উদাহরণ হলো হাইড্রা, ওবেলিয়া | টিনােফোরার উদাহরণ হলো বেরাে, হর্মিফোরা |
প্রশ্নঃ. অ্যানিলিডা এবং আর্থ্রোপােডা পার্থক্য লেখো?
পার্থক্যর বিষয় | অ্যানিলিডা | আর্থ্রোপােডা |
---|---|---|
দেহ | অ্যানিলিডা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ মস্তক বক্ষ বা উদরে বিভক্ত নয় | আর্থ্রোপােডা পর্বের অন্তর্গত প্রাণীদের দেহ মস্তক বক্ষ বা উদরে বিভক্ত |
হিমােসিল | এদের দেহে হিমােসিল থাকে না | এদের দেহে হিমােসিল থাকে |
রক্ত সংবহনতন্ত্র | এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয় | এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির হয় |
পুঞ্জাক্ষি | এদের দেহে পুঞ্জাক্ষি থাকে না | এদের দেহে পুঞ্জাক্ষি থাকে |
বহিঃকঙ্কাল | বহিঃকঙ্কাল নেই এবং দেহের বহিরাবর কিউটিকল নির্মিত | কাইটিন-নির্মিত শক্ত বহিঃকঙ্কাল বর্তমান |
উদাহরণ | অ্যানিলিডার উদাহরণ হলো জোঁক ,কেঁচো | আর্থ্রোপােডার উদাহরণ হলো আরশোলা ,চিংড়ি |