অষ্টম শ্রেণি – গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 [পার্ট -৬]



                মডেল অ্যাক্টিভিটি টাস্ক
                           অষ্টম শ্রেণি
                            গণিত
               ____________________

⦿ নিচের প্রশ্নগুলির উত্তর লেখো
১. বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন
(i)  এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2; এই ধরনের 28 কিগ্রা. পিতলে তামা আছে
       (a)  8 কিগ্রা          (b) 11.2 কিগ্রা 
       (c) 16.8 কিগ্রা      (✔) 20 কিগ্রা

Name -  মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
File Size - 296 KB
Page - 3








                মডেল অ্যাক্টিভিটি টাস্ক
                           অষ্টম শ্রেণি
                    পরিবেশ ও বিজ্ঞান 
              ____________________

১. সঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ যে পথটি তাপের কুপরিবাহী সেটি হলাে -
(ক) তামা (খ) লােহা (গ) কাঠ (ঘ) অ্যালুমিনিয়াম।
উত্তরঃ (গ) কাঠ
১.২ যেটি তড়িৎবিশ্লেষ্য সেটি হলাে –
(ক) সোডিয়াম মেরাইড (খ) অ্যামোনিয়াম সালফেট (গ) সালফিউরিক অ্যাসিড (ঘ) অ্যাসেটিক অ্যাসিড।
উত্তরঃ (ঘ) অ্যাসেটিক অ্যাসিড।
১.৩ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলাে –
(ক) ভি পিউপা – লার্ভা পূর্ণাঙ্গ
(খ) ডিম → লার্ভা → পূর্ণাঙ্গ → পিউপা
(গ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ
(ঘ) ডিম → পূর্ণাঙ্গা → লার্ভা → পিউপা
উত্তরঃ (গ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ

২. শূন্যস্থান পূরণ করাে :
২.১   কোনাে কঠিন অনুঘটককে গুড়াে করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়।
২.২   বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।
২.৩  ক্যাফিনের  উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।

 ৩ . একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ জলে অ্যামােনিয়াম ক্লোরাইডের প্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে?
উত্তরঃ জলে অ্যামোনিয়া ক্লোরাইড (NH4CL) দ্রবীভূত হওয়ার মিনিট দুয়েকের মধ্যে দেখা যায় টেস্টটিউবের বাইরের গায়ে ফোটা ফোটা জল জমে যায়। এই রাসায়নিক বিক্রিয়াতে পরিবেশ থেকে তাপ শোষিত হয় বলেই এমনটি ঘটে  সুতরাং এটি একটি তাপগ্রাহী । 

 বিক্রিয়ার সমীকরণ টি হল - NH4CL + H2O ➡ NH4OH + HCL - তাপ

৩.২ যক্ষা রোগের লক্ষণ  কী কী?
উত্তরঃ যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত বায়ুবাহিত রোগ। এ রোগের লক্ষণ গুলি হল ---
(i) ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া। 
(ii)  রাতের দিকে কষ্ট বাড়ে। 
(iii)  প্রচন্ড ঘাম হয়।
(iv)  দেহের ওজন ক্রমশ কমতে থাকে।

৪ . তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ কোনাে তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ কোন তরলের বাষ্পায়ন এর হার যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হল ----
(i) উপরি তলের ক্ষেত্রফল : যদি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হয়
(ii) তরলে প্রকৃতি : বিভিন্ন তরলের বাষ্পায়ন হার বিভিন্ন। তরলের স্ফটনাংক কম হলে বাষ্পায়নের হার বাড়ে।  উদ্বায়ী তরলের বাষ্পায়ন হার সর্বাধিক।
(iii) বায়ুপ্রবাহ : তলের উপর বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়।
(iv) তরলের ওপর চাপ : তরলের উপর বায়ুমন্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে এবং চাপ কমলে বাষ্পায়নের হারবাড়ে
(v) উষ্ণতা : তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়
(vi) বায়ুর শুষ্কতা : তরলের উপরিতলের বাতাস যত শুষ্ক হবে বাষ্পায়ন ততো দ্রুত হবে

৪.২ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপােনা তৈরি করা হয়?
উত্তরঃ এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ-সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইনজেকশন দেওয়া হয়। পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি

Type Here ....

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন